PDA

View Full Version : "ট্রেন্ড হচ্ছে আপনার বন্ধু" বন্ধু কিন্তু &



NaimurRahman
2015-03-23, 03:34 PM
ট্রেন্ড হচ্ছে আপনার বন্ধু, কিন্তু বন্ধু বাঁশ ও দিতে পারে। আমরা সবসময় ট্রেন্ডের দিকে ট্রেড করার চিন্তা করে থাকি। কারন এটাই করাই উচিৎ। আমরা জানি যে ট্রেন্ড জিগজাগ করে হাঁটে। ধরুন মার্কেট এখন uptrend এ, এখন মার্কেট একটু উপরে উঠে, কিছুটা নিচে নামবে, আবার উপরে উঠা অব্যাহত রাখবে। এখন কথা হল যে, যখন মার্কেট সাপোর্ট লেভেলে রিট্রেস করবে, তখন আপনি ভাববেন মার্কেট তো আবার এখান থেকে আপে যাবে। তাই আপনি আপট্রেন্ড দেখে বাই করে দিলেন। কিন্তু নাহ, যদি মার্কেট তখন ট্রেন্ড পরিবর্তন করে, আর আপনি তা ধরতে পারলেন না, তখনি ট্রেন্ড আপনাকে বাঁশ দিয়ে যাবে।

ahsan
2015-04-04, 04:51 PM
ট্রেন্ড অনুযায়ী ট্রেন্ড করলে ঝুকি কম থাকে। তাই অধিকাংশ সময়ে ট্রেন্ড অনুযায়ী ট্রেড করা উচিত। কিন্তু মার্কেট সবসময় ট্রেন্ড অনুযায়ী চলে না, ট্রেন্ডের বিপরীত দিকেও যায় অনেক ক্ষেত্রে। তাই একজন ট্রেডারকে মার্কেট এর উভয় অবস্থা সম্পর্ক সচেতন থাকতে হবে। তাই শুধু ট্রেন্ড অনুযায়ী ট্রেড করলে ট্রেডাররা ক্ষতির সম্মুখীন হতে পারে।

A Momin Chowdhury262
2015-04-05, 01:52 PM
অনেক সুন্দর কথা বলেছেন ফরেক্স হচ্ছে আমাদের বন্ধু কিন্ত মাঝে মাঝে বাঁশ দেয় । এর কারণ হল সাধারণত আমরা ট্রেন্ড অনুযায়ী ট্রেড করি এবং এটাই উচিৎ । কিন্ত আপনাকে বুঝতে হবে মার্কেট সব সময় ট্রেন্ড অনুযায়ী চলে না । কখনো স্রোতের বিপরীতেও যায় । আর তাই ট্রেড করার সময় বুঝে শুনে ট্রেড করতে হয় ।

FxAhsan
2015-09-10, 12:59 AM
ফরেক্সে একটি কথা প্রচলিত আছে তা হল ট্রেন্ড ইস ফ্রেন্ড।আর এটা যে হারে হারে সত্য তা টের পাবেন আপনার ট্রেডিং লাইফ যত বড় হবে তত।তাই ট্রেন্ডের সাথে থাকুন ইনশাল্লাহ লাভের সম্ভাবনা অনেক বেড়ে যাবে আপনার।

Marufa
2015-09-11, 09:32 AM
এটা একেবারে সত্যি কথা বলেছেন ভাই । ট্রেন্ডের দিকে ট্রেড নিলে অবশ্যই আপনি ট্রেডের জন্য কতটুকু লস দিতে রাজি আছেন সে বিষয়ে আগে থেকেই সিদ্ধান্ত নিতে হবে । করন যে কোন সময়ই মার্কেট বিপরিত দিকে মুভ করতে পারে ।

basaki
2016-01-01, 10:59 AM
ফরেক্স ট্রেড একজন ভাল বন্ধু তখনেই হবে যখন আপনি একজন ভাল বন্ধু নির্বাচন করতে পারবেন। আর আপনি যদি ভাল বন্ধু নির্বাচন করতে ভুল করেন তাহলে আপিনার ব্যবসায় অনেক বড় কতির সম্মুক্ষিন হওয়াটা একদম সাবাবিক। তাই আমি মনে করি বন্ধুর উপর নির্ভর না করে নিজে নিজেই এগিয়ে যাওয়া।

zobairi007bd
2016-01-01, 10:54 PM
এটা একেবারে সত্যি কথা বলেছেন ভাই । ফরেক্সে একটি কথা প্রচলিত আছে তা হল ট্রেন্ড ইস ফ্রেন্ড। আর এটা যে হারে হারে সত্য তা টের পাবেন আপনার ট্রেডিং লাইফ কিন্ত আপনাকে বুঝতে হবে মার্কেট সব সময় ট্রেন্ড অনুযায়ী চলে না । কখনো স্রোতের বিপরীতেও যায় । আর তাই ট্রেড করার সময় বুঝে শুনে ট্রেড করতে হয় ।

MotinFX
2016-01-02, 01:20 PM
মার্কেটে এনালাইসিসের যে দিকে লক্ষ করি সেটা হল ট্রেন্ড কারন আমি মনে করি ট্রেন্ড যে দিকে যায় আমরা সে দিকে যেতে হবে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সকল দিক নিয়ে ভেবে ট্রেড করতে হবে।

HKProduction
2016-01-02, 04:02 PM
ট্রেন্ড বুঝতে হলে আপনাকে ট্রেন্ডের পাশাপাশি আরও কিছু ইন্ডিকেটর ব্যবহার করতে হবে যাতে আপনি ট্রেন্ডের ব্যাপারে নিশ্চিত হতে পারেন। ফরেক্স কখনোই আপনাকে বাঁশ দিবে না। বরং আপনিই আপনার বাঁশ নিজ থেকে তৈরি করেন আর ফরেক্সের দোষ দেন। এতে অন্যরাও ভুল শিখে।

Audhidul
2016-01-08, 10:55 AM
আমরা ট্রেন্ড অনুযায়ী ট্রেড করি। বুঝতে হবে মার্কেট সব সময় ট্রেন্ড অনুযায়ী চলে না ।তাই ট্রেড করার সময় বুঝে ট্রেড করতে হয় । ট্রেন্ডের সাথে থাকুন লাভের পরিমান অনেক বেড়ে যাবে ।

Redawn Ahmed
2016-01-08, 12:51 PM
ট্রেন্ড ইজ ফ্রেন্ড । ঠিক আছে । কিন্তু ট্রেন্ডেরও শুরু এবং শেষ আছে । আর তা কখন শুরু হবে এবং কখন শেষ হবে তা বুজতে পারাটাই হচ্ছে আসল কথা । যদি সেটি বুঝতে পারা যায় তবেই তা লাভজনক । কিন্ত তা বুজতে হলেও অনেক ইন্ডিকেটর ব্যাবহার করেই তা নির্ধারন করতে হবে । আর ইন্ডিকেটরের উপর ভাল দক্ষতা থাকতে হবে ।

Audhidul
2016-01-08, 09:26 PM
ট্রেন্ড অনুযায়ী ট্রেড করলে ঝুকি কম । ফলে প্রায় সময়েই ট্রেন্ড অনুযায়ী ট্রেড করা উচিত। কিন্তু মার্কেট সবসময় ট্রেন্ড অনুযায়ী চলে না, ট্রেন্ডের বিপরীত দিকেও যায় অনেক সময়। তাই একজন ট্রেডারকে মার্কেট এর অবস্থা সম্পর্ক বুঝতে থাকতে হবে।

Hafizur Rahman
2016-02-01, 03:29 PM
আমরা ট্রেন্ড অনুযায়ী ট্রেড করি কিন্তু খেয়াল রাখতে হবে মার্কেট আপ ট্রেন এ থাকলে রেজিসটানছ এ আছে কিনা এবং ডাউন ট্রেন আর ক্ষেত্রে সাপোর্ট এ আছে কিনা ।

yasir arafat
2016-04-04, 04:15 PM
সুতরাং ফরেক্স ট্রেডিং এর জন্য একটা সাবলিল ট্রেডিং ব্যবস্থায়ই পারে উন্নতী করতে।যেটা আমাদের সকলের জন্য একটা প্রফিট করার সিষ্টেম বলতে পারেন।এগুলো আমরা যদি মেনে চলি তাহলে প্রফিট করতে পারব।আর যদি মেনে না চলি তাহলে লস করব।

RUBEL MIAH
2016-05-01, 05:29 PM
ট্রেড আমার বন্ধু হতে পারে কিন্তু আমাকেওতো বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে । কারণ আমি তো ফরেক্স সর্ম্পকে ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করতে পারিনি । সুতরাং আমাকে আগে ভালোভাবে ফরেক্স মার্কেট এ্যানালাইসিস করতে হবে তারপর তাকে বন্ধু ভাবতে হবে ।

dwipFX
2016-05-04, 03:34 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে ট্রেন্ড সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে রিয়াল মার্কেটে আমরা ভাল আয় করতে পারব না হয় লস ছাড়া লাভ করতে পারনা। ফরেক্স মার্কেটে এনালাইসিস হল সব চেয়ে খুব গুরুত্বপুূর্ণ।

Sahed
2016-07-29, 06:02 PM
হ্যা আমিও আপনার সাথে এ্কমত । ফরেক্স *মার্কেটে ট্রেন্ড যেমন আমাদের বন্ধ তেমনি ট্রেন্ড যদি আমাদের বিপরীতে যায় তাহলে আমরা বিশাল বড় বাশও খেতে পারি । তাই মার্কেটে আমরা অতি সাবধানতার সহিত সঠিক ট্রেন্ডে ট্রেড নেওয়ার চেষ্টা করব । অন্যতায় আমরাা বাশ খাব ।

fatema begum
2016-08-01, 03:33 AM
মাকেটে আমরা যে ধরনের ট্রেডগুলো দেখতে পায় তা হচ্ছে আপ ট্রেন্ড ,ডা উন ট্রেন্ড এবং সাইড ওয়ে মার্কেট।এখান থেকে আমরা আমাদের অ্যনালাইসিসের উপর ভিত্তি করে ট্রেড করি ।আর সেজন্য যেদি মার্কেট যে ট্রেন্ডে ছিল সে ট্রেন্ডে মুভ করে।এটা মার্কেট বুঝার জন্য একটা উপকারী দিক।লং টাইম ট্রেডিং এর জন্য এটা বেশ উপকারী।আর স্টপ লস একটু দূরে সেট করতে পারলে ট্রেডগুলো প্রফিটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

motiar
2016-08-04, 10:41 PM
ট্রেন্ড যেদিকে সে দিকেই ট্রেড দিতে হবে তবে খেয়াল রাখতে হবে যে ট্রেড যখন সাপোরট/রেসিসটেন্স লেভেলে পউছাবে তখন ট্রেন্ড পরিবরতঅন হছছে কি । এটা ধরতে পারলে আর ভয় নাই ।

fardin222333
2016-08-18, 03:30 PM
এটা সত্য কথা যে ফরেক্স আমাদের বন্ধু না। এ বহু রুপি, মার্কেট কোন দিকে মোর দিবে বলা যায় না। কারন আমরা আগেই ঠিক করে দিচ্ছি আমরা কতটুকু লস করছি আবার কতটুকু লাভ করছি। তাই আমরা ট্রেডাররা সবাই জানি লাভ লস দুটুই আছে এভেবেই আমরা কাজ করছি।

HasanXM
2016-08-23, 11:54 AM
ফরেক্সে একটি কথা প্রচলিত আছে তা হল ট্রেন্ড ইস ফ্রেন্ড। টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় একটি টুলস হল ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন সহজেই বোঝা যায়। ট্রেন্ড লাইন যদি সঠিকভাবে আকা যায় তবে তা অন্য যেকোনো মেথড থেকে ভাল ফলাফল দেয়। কিন্তু অধিকাংশ ট্রেডার সঠিকভাবে ট্রেন্ড লাইন আঁকতে পারে না এবং জোর করে ট্রেন্ড লাইন আকে জার ফলে তা কার্যকর হয় না। ট্রেন্ড লাইন আঁকার জন্য মেটা ট্রেডার এর টুলস থেকে ট্রেন্ড লাইন টুল দিয়ে লাইন টানতে হয়। লো পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয় এবং হাই পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয়। যদি কোন ক্যানডেল ট্রেন্ড লাইন ক্রস করে ওপরে বা নিচে চলে যায়, তখন বুঝতে হবে ট্রেন্ড লাইন ব্রেক হয়েছে।

vodrolok
2016-09-12, 12:45 PM
ফরেক্সের অতি জনপ্রিয় উক্তির মধ্যে একটি হচ্ছে ট্রেন্ড হচ্ছ আপনার বন্ধু যতক্ষণ না ভেঙে যাচ্ছে। অর্থাৎ ট্রেন্ড যদি কেউ বোঝে এবং সে অনুযায়ী সে ট্রেড দিতে পারে তাহলে সে অবশ্যই লাভ করতে পারবে। তবে কোনো ট্রেন্ডই স্থায়ী না তাই ট্রেন্ড ব্রেক হতে পারে যে কোনো মুহূর্তে এটা অবশ্যই মাথায় রাখতে হবে।

milonkhanfx1993
2016-09-23, 11:21 PM
অনেক কিছুই ভাবি অনেক কিছুই করি ,তবে আমার কাছে সাইকোলজিকাল বিষয় টা অনেক কাজের মনে হয় কারন ট্রেড এর সাথে এর অনেক সম্পরক আছে মন রে ঠান্ডা রেখে কাজ করলে কাজে সাক্সেস আসে তাছাড়া আসে না।

Mamun13
2017-09-08, 10:49 PM
যদি আপনি পরিষ্কারভাবে বুঝতে পারেন যে প্রাইস আপট্রেন্ডে আছে এবং তা সাপোর্ট লেভেলে এসে রিট্রেস নিচ্ছে এবং আপনি বাই করলেন- তাহলে তো বাশঁ খাওয়ার প্রশ্নই আসেনা বরং আপনার প্রফিট আসবে৷আর যদি প্রাইস সাপোর্ট লেভেল ব্রেকআওট করে আপট্রেন্ড ছেড়ে দিয়ে ডাউনট্রেন্ড তৈরি করে বসে তাহলে নিশ্চিত বুঝা যাবে আপনি প্রকৃতপক্ষে কোনটা রিট্রেস এবং কোনটা রিভার্সাল ট্রেন্ড-সেটিই বুঝতে পারেন নাই বা চিনেন না,জানেন না৷আর এজন্যই বাশঁ খাবেন৷

Rahat015
2017-09-09, 01:16 PM
ফরেক্স মার্কেট যেদিকে চলে আমাদেরও সেদিকে চলা উচিত। কারন মার্কেট কখনো আমার একজনের কথায় উঠবে না বা বসবেও না। তাই মার্কেট ট্রেন্ড ফলো করা বুদ্ধিমানের কাজ। তবে মার্কেট যদি কখনো উল্টো পথে চলে তবে আমাদের উচিত হবে ওই সময় মার্কেট থেকে বিরত থাকা।

FREEDOM
2020-08-24, 01:55 PM
ট্রেন্ড বুঝতে হলে আপনাকে ট্রেন্ডের পাশাপাশি আরও কিছু ইন্ডিকেটর ব্যবহার করতে হবে যাতে আপনি ট্রেন্ডের ব্যাপারে নিশ্চিত হতে পারেন। ফরেক্স কখনোই আপনাকে বাঁশ দিবে না। বরং আপনিই আপনার বাঁশ নিজ থেকে তৈরি করেন আর ফরেক্সের দোষ দেন। এতে অন্যরাও ভুল শিখে।