PDA

View Full Version : রোবটের উপকারীতা



Dibakar Biswas
2020-05-03, 05:07 PM
মানুষ আজকাল বড়ই অলস হয়ে গেছে । আর তার ফলেইতো দরকার পড়ছে রোবটের । কিন্তু তাই বলে ফরেক্সে । “ ভাবা যায় ” !!!!
ফরেক্সে রোবটের উপকারিতা বা সুযোগ-সুবিধাঃ

১.ট্রেডিং ওপেন হতে অতিরিক্ত সময় নেয় না।
২. অটো ট্রেডিং
৩.অটো বাই/সেল
৪. নিউজ টাইম ট্রেডিং
৫. মনিটরে কম সময় দেওয়া
৬. মনিটরের সামনে সারাদিন বসে না থাকা
৭. ট্রেডের পাশাপাশি অন্য কাজ করা
৮.কাজের পাশাপাশি মনিটরে নজর দেওয়া ইত্যাদি।

তাই আপনি চাইলেই রোবটের ব্যবহার করতে পারেন। আপনি রোবটে ট্রেড করতে চান কি??

FATEMAKHATUN
2020-05-03, 05:09 PM
ট্রেডিং রোবট সম্পর্কে যতটুকু শুনেছি এটা ফরেক্সে ট্রেড করার জন্য খুবই আকর্ষণীয় একটা অফার। আমি একটা ট্রেডিং রোবট কিনতে চাই কিন্তু আমার করার ক্ষমতার বাইরে জন্য কিনতে পারছি না।

souravkumarhazra6763
2020-05-03, 05:47 PM
ভাই রোবট হয়ছে একটি অটো ট্রেডিং সফট ওয়্যার,এর ব্যবহারের সুবিধা হলো,এর নিয়ম অনুযায়ী যখন ট্রেড আসবে তখন এন্ট্রি নিয়ে থাকে,এবং ক্লোজ ও অটোমেটিক করে থাকে,কিন্তু ভাই রোবট এর উপকার এর থেকে অপকার বেশি,বেশিরভাগ রোবট ভুল ট্রেড করে থাকে এবং ট্রেডার এর ব্যালেন্স জিরো করে ফেলে তাই ভাই রোবট ট্রেড থেকে বিরত থাকেন।

Goearninfo
2020-05-03, 06:33 PM
আমি মনে করি রোবট সম্পর্কে জানার আগে রোবটের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানা উচিত তবে আমার মতে উপকারিতা থেকে অপকারিতা বেশি এবং এখানে সবথেকে বেশি ক্ষতির আশা রয়েছে রোবট আসলে মার্কেট একটি অনুমান করে চলে কিন্তু মার্কেট প্রতি সপ্তাহে প্রতি মাসে একবার তার নিজস্ব গতি বদলে থাকে কিন্তু প্রত্যেকটি তার একটি নিজস্ব গতি ধারণ করে ট্রেড করে থাকে ঠিক যখনই গতিটা চেঞ্জ করে মার্কেট তখনই রোবট লস করতে থাকে।

rakib.r
2020-05-03, 10:44 PM
আমার কাছে মনে হয় রোবট সিস্টেম দিয়ে ট্রেড করা উচিত নয় । এটি মানুষের মত ইন্টেলিজেন্ট হয় না, রোবট কে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট দিয়ে তৈরি করা হয়ে থাকে। রোবটিক সিস্টেম ব্যাবহার করে ট্রেড করার যেমন কিছু সুবিধা আছে তেমনি অনেক অসুবিধাও আছে অনেক। সব চাইতে বড় অসুবিধা হলো রোবট নিউজ টাইমে আপনাকে কখনোই সঠিক সিদ্ধান্ত নিয়ে দিতে পারবে না যার কারনে আপনার বেশ বড় ধরনের লস হয়ে যেতে পারে।
আমি বলবো রোবটিক ট্রেডের দিকে না ঝুকে বরং নিজে এনালাইজ করে ম্যানুয়ালি ট্রেড করার অভ্যেস গড়ে তুলুন।

Suriya Sultana Hira
2020-05-03, 11:16 PM
আমি এই ফরেক্স ট্রেডিং মার্কেটে কখনো রোবট ব্যবহার করিনি এবং এর ব্যবহার বিধি সম্পর্কে আমার কোনো ধারনা নাই বলে আমি এর উপর কোনো বক্তব্য দিতে পারছি না । তবে আমি মনে করি কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের দক্ষতা দিয়ে যতোটুকু শেখা যায় সেটাই ভালো এবং উত্তম পন্থা । তাই আমি সবসময়ই নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ট্রেড করার চেষ্টা করি এবং ভালো অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করি,,,, ধন্যবাদ ।

HASIBURRAHMAN
2020-05-04, 06:00 AM
রোবট মার্কেট সম্পর্কে অটোমেটিক ধারণা পেয়ে থাকে। তাই রোবট দিয়ে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।

Hridoy6763
2020-05-04, 09:59 AM
আসলে ভাই রোবট হয়ছে একটি অটোমেটিক ট্রেডিং টুলস,এই টা দিয়ে আপনি এই ফরেক্স বিজিনেস পরিচালনা করতে পারবেন,কিন্তু রোবট ট্রেড ভালো না,কারন বেশির ভাগ রোবট ট্রেডার এর ব্যালেন্স জিরো করে ফেলে,রোবট ট্রেড এর উপকারীতা হলো,

১।অটোমেটিক ট্রেডিং
২।নিউজ টাইম ট্রেডিং
৩।নিজস্ব ট্রেড করতে হয় না
৪।সব সময় মনিটর এর কাছে বসতে হয় না।

Mas26
2020-05-04, 10:47 AM
১।অটোমেটিক ট্রেডিং
২।নিউজ টাইম ট্রেডিং
৩।নিজস্ব ট্রেড করতে হয় না
৪।সব সময় মনিটর এর কাছে বসতে হয় না।

রোবট মার্কেট সম্পর্কে অটোমেটিক ধারণা পেয়ে থাকে। তাই রোবট দিয়ে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।