PDA

View Full Version : লস হওয়ার পিছনে ব্রোকারও অনেকাংশে দায়ী কিনা , কেন ?



Hasinapx
2020-05-05, 01:39 PM
আমি বেশ দীর্ঘদিন ফরেক্সে জড়িত । এর মধ্যে প্রফিটও হয়েছে লসও হয়েছে অনেকবার। এক্ষেত্রে খুব ভালভাবে অনেকদিন থেকে লক্ষ্য করেছি যে, লস হওয়ার অনেকগুলো কারণ যেমন আছে তেমনি বিশেষ একটা কারন আমাকে বার বার আঘাত করে তা হলো ব্রোকারের কারসাজি । অনেক সময় দেখেছি মার্কেট খুব ধীরে আপডাউন করতেছে ট্রেড করতেছি , হঠাত কিছু হওয়ার আলামত বা নিউজ তেমন নেই মনে হয়েছে ঠিক তখন একটু বেশী ভলিউমে দু-একটা বেশী এ্যান্ট্রি নেওয়ার সাথে সাথে মার্কেট বিপরীত দিকে (অধিকাংশ সময়) ধাবিত হয়ে নিমিষেই ব্যালেন্স জিরো এবং জিরো হওয়ার পরক্ষনেই আবার মার্কেট অনুকূলে। কিন্তু তখন ব্যালেন্স তো জিরো। সঠিক তথ্য জানা থাকলে মতামত দিলে ভাল হয়।

Mahmud1984fx
2020-05-07, 12:07 PM
মাঝে মাঝে আমার ও মনে হয় যেভাবে মার্কেট এদিক ওদিক রান করে তা দেখে যে, আমি ছাড়া মার্কেটে আর কেউ নেই। অথচ ব্যালেন্স জিরো হওয়ার পরে আবার মার্কেট স্বাভাবিক হয় এবং অনুকূলে ফিরে আসে। এব্যাপারে সিনিয়র কেউ বা ফোরামের কর্তৃপক্ষ জেনে থাকলে তা বিস্তারিত অবগত করালে আমাদের অনেকেরই ভূল ভাঙত যে, এব্যাপারে ব্রোকার দায়ী নয় বা কোন হাত নাই।

rakib.r
2020-05-07, 04:51 PM
মাঝে মাঝে আমার ও মনে হয় যেভাবে মার্কেট এদিক ওদিক রান করে তা দেখে যে, আমি ছাড়া মার্কেটে আর কেউ নেই। অথচ ব্যালেন্স জিরো হওয়ার পরে আবার মার্কেট স্বাভাবিক হয় এবং অনুকূলে ফিরে আসে। এব্যাপারে সিনিয়র কেউ বা ফোরামের কর্তৃপক্ষ জেনে থাকলে তা বিস্তারিত অবগত করালে আমাদের অনেকেরই ভূল ভাঙত যে, এব্যাপারে ব্রোকার দায়ী নয় বা কোন হাত নাই।

আমার কাছে যেটা মনে হয় আপনি মানি ম্যানেজমেন্ট সঠিক ভাবে মেনে ট্রেড করেন না যার জন্য মার্কেটের আপ ডাউনের ফলে আপনার একাউন্ট দ্রুত শুন্য হয়ে যায়। এছাড়া এখানে এনালাইনের একটা ব্যাপার ও আছে যা আপনার সঠিক হয় না। কেও ১০০% শিওর হয়ে ট্রেড নিতে পারে না তবে ভালো ট্রেডাররা যথা সম্ভব শিওরিটি নিয়ে ট্রেড করে থাকে। এখানে মার্কেটের সেন্টিমেন্ট ও খুব ভালো ভাবে বুঝতে হবে।
ধন্যবাদ

souravkumarhazra6763
2020-05-08, 06:13 PM
ভাই আপনার লাভ এবং লস এর পিছনে ব্রোকার এর কোন হাত নেই,আপনি যেমন ভাবে ট্রেড করবেন ব্রোকার আপনাকে সার্পোট দিবে,আমি অনেক দিন যাবত ইন্সটা ফরেক্স ব্রোকার এ আছি,আমি এই ব্রোকার এর তেমন কোন খারাপ পাই নি,আমি নিজেও আপনার থেকে বেশি লস করেছি কি তু সেই গুলো আমার নিজের ভুল ছিলো ব্রোকার এর কোন হাত ছিলো না,তাই ব্রোকার এর ব্যাপারে এমন কথা না বলাই শ্রেয়।

HASIBURRAHMAN
2020-05-09, 04:40 AM
আমার কাছে মনে হয় মার্কেট ওঠানামার ক্ষেত্রে সরকারের কোনো হাত নেই। তবে আমাদের উচিত মার্কেট সঠিকভাবে এনালাইসিস এর মাধ্যমে ধীরগতিতে ট্রেড করা।

fxarif
2020-05-09, 04:49 AM
ব্রোকারের খুব একটা কারসাজি নাই।তবে এতদিন ট্রেড করে একটা জিনিস খেয়াল করলাম।নিউজের সময় অপ্রত্যাশিত কিছু মুভমেন্ট হয়,যার কারনে অনেক কম পিপস নিয়ে ট্রেড করা একাউন্ট জিরো হয়ে যায়।

FATEMAKHATUN
2020-05-09, 04:54 AM
লাভ এর জন্য ব্রোকার দায়ী নয় এটাই আমার ধারণা। তবে আমার ধারণার বাইরে কেউ যদি সঠিক কোন তথ্য জানেন তাহলে সকলকে জানালে উপকৃত হতাম।

sanjida
2020-05-11, 12:57 AM
আমি বেশ দীর্ঘদিন ফরেক্সে জড়িত । এর মধ্যে প্রফিটও হয়েছে লসও হয়েছে অনেকবার। এক্ষেত্রে খুব ভালভাবে অনেকদিন থেকে লক্ষ্য করেছি যে, লস হওয়ার অনেকগুলো কারণ যেমন আছে তেমনি বিশেষ একটা কারন আমাকে বার বার আঘাত করে তা হলো ব্রোকারের কারসাজি । অনেক সময় দেখেছি মার্কেট খুব ধীরে আপডাউন করতেছে ট্রেড করতেছি , হঠাত কিছু হওয়ার আলামত বা নিউজ তেমন নেই মনে হয়েছে ঠিক তখন একটু বেশী ভলিউমে দু-একটা বেশী এ্যান্ট্রি নেওয়ার সাথে সাথে মার্কেট বিপরীত দিকে (অধিকাংশ সময়) ধাবিত হয়ে নিমিষেই ব্যালেন্স জিরো এবং জিরো হওয়ার পরক্ষনেই আবার মার্কেট অনুকূলে। কিন্তু তখন ব্যালেন্স তো জিরো। সঠিক তথ্য জানা থাকলে মতামত দিলে ভাল হয়।

আপনি আমার থেকে অনেক বেশি দিন যাবত ফরেক্সের সাথে যুক্ত আছেন, আপনার অভিজ্ঞতাও বেশি। তবুও আমার কাছে মনে হয়েছে আপনার ধারনাটি ভুল রয়েছে। কিছু লো কোয়ালিটির ব্রোকার হয়তো কারশাজি করতে পারে কিন্তু ইন্সটাফরেক্সের মত ভেরিফাইড ব্রোকার এমন কারশাজি করতে পারে না। মার্কেটের উঠা নামা তারপর এন্ট্রি দিলেই হুট করে বেড়ে যাওয়ার ব্যাপার টা হলো সেন্টিমেন্টাল। আপনি যখন মার্কেট এনালাইজ করবেন তখন অবশ্যই আপনাকে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল আর সেন্টিমেন্টাল এই তিন ধরনের এনালাইজ ই করতে হবে

mamunjd97
2020-06-17, 12:53 PM
আমার মনে হয় ফরেক্স যেহেতু বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ব্যবসা, এখানে লক্ষ লক্ষ মানুষ তাদের ব্যবসা পরিচালনা করছে, কোন ব্রোকার যদি কারসাজি করে বা কিছু করার সুযোগ থাকত তাহলে অনেক আগেই ফরেক্স বিদায় নিত। এটা যেহেতু সার্ভারের মাধ্যমে ইন্টারনেট ভিত্তিক নিয়ন্ত্রিত হয় সেহেতু কোন ব্রোকার বা কারও হাত নেই কিছু করার।

FREEDOM
2020-06-17, 04:06 PM
আমি বেশ দীর্ঘদিন ফরেক্সে জড়িত । এর মধ্যে প্রফিটও হয়েছে লসও হয়েছে অনেকবার। এক্ষেত্রে খুব ভালভাবে অনেকদিন থেকে লক্ষ্য করেছি যে, লস হওয়ার অনেকগুলো কারণ যেমন আছে তেমনি বিশেষ একটা কারন আমাকে বার বার আঘাত করে তা হলো ব্রোকারের কারসাজি । অনেক সময় দেখেছি মার্কেট খুব ধীরে আপডাউন করতেছে ট্রেড করতেছি , হঠাত কিছু হওয়ার আলামত বা নিউজ তেমন নেই মনে হয়েছে ঠিক তখন একটু বেশী ভলিউমে দু-একটা বেশী এ্যান্ট্রি নেওয়ার সাথে সাথে মার্কেট বিপরীত দিকে (অধিকাংশ সময়) ধাবিত হয়ে নিমিষেই ব্যালেন্স জিরো এবং জিরো হওয়ার পরক্ষনেই আবার মার্কেট অনুকূলে। কিন্তু তখন ব্যালেন্স তো জিরো। সঠিক তথ্য জানা থাকলে মতামত দিলে ভাল হয়।

এরকমটা খুব একটা হবার কথা নয়। তবে কিছু কিছু ব্রোকার রয়েছে মার্কেট মেকিং করে তবে সেটা খুআ অল্প সময়ের জন্য এবং অল্প কিছু পিপসের মধ্যেই মার্কেট মেকিং করে। তবে এটা সব ব্রোকারে নয় অনেক ভালো ব্রোকার রয়েছে যেখানে এরকম হবার চান্স নেই। তাছারা আমি ইনস্টাফরেক্সে বহুদিন ধরে ট্রেড করেছি এখানেও আমার কেন ধরনের সমস্যা হয় নি। মুলত ট্রেড এন্ট্রি সঠিক পজিশন থেকে নিতে পারলে মার্কেট মেকিং হলেও তেমন একটা অসুবিধার সম্মুখীন হতে হয় না। ধন্যবাদ

samun
2020-06-30, 06:18 PM
ব্রোকারের সাথে ফরেক্স মার্কেটে লাভ ক্ষতির কোন রূপ সম্পর্ক নেই। যদি আপনি এটা ভেবে থাকেন তবে আপনার ধারনা ভুল। ফরেক্স মার্কেট প্রতিটি দেশের অর্থনৈতিক মুদ্রার ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট রেখায় চলে। আর ব্রোকার সেই মুদ্রার মানের ওপর ভিত্তি করে মার্কেটের মুভমেনট ট্রেডারগণকে জানতে নিউজ পাবলিস্ট করে থাকে। লাভ লস করা অনবিজ্ঞতার ব্যাপার,তাছাড়া অনেক সময় মার্কেট তার নির্দিষ্ট গতি যেকোন সময় পরিবর্তন করতে পড়ে। এতে করো হাত নেই।

FRK75
2021-04-01, 12:03 PM
লাভ এবং লস এর পিছনে ব্রোকার এর কোন হাত নেই,আপনি যেমন ভাবে ট্রেড করবেন ব্রোকার আপনাকে সার্পোট দিবে,আমি অনেক দিন যাবত ইন্সটা ফরেক্স ব্রোকার এ আছি,আমি এই ব্রোকার এর তেমন কোন খারাপ পাই নি,আমি নিজেও আপনার থেকে বেশি লস করেছি কি তু সেই গুলো আমার নিজের ভুল ছিলো ব্রোকার এর কোন হাত ছিলো না,মুলত ট্রেড এন্ট্রি সঠিক পজিশন থেকে নিতে পারলে মার্কেট মেকিং হলেও তেমন একটা অসুবিধার সম্মুখীন হতে হয় না। ধন্যবাদ

Starship
2021-04-01, 12:13 PM
আমার মনে হয় আপনার ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়। কেননা ফরেক্সে আমরা যখন ট্রেড করি তখন আমাদের সকল নিয়ম ও তথ্য মেনে ট্রেড করতে হয়। নিয়মের বাইরে ট্রেড করার কারণে অধিকাংশ সময়ে ব্যালেন্স জিরো করতে হয়। ট্রেড করার ক্ষেত্রে ব্যালেন্স হারানোর জন্য মূল দায়ী হলো মানি ম্যানেজম্যান্ট সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান বা ধারনা না থাকা এবং অতিরিক্ত লোভের কারনে। তাই ব্যালেন্স টিকিয়ে রেখে ট্রেড করতে হবে। আর ইন্সটাফরেক্স হলো জনপ্রিয় ও ট্রাসটেড ব্রোকার তারা এ ধরনের কাজ করতে পারে না।