PDA

View Full Version : নতুনদের জন্য trade volume



dulalbasu89
2020-05-05, 05:32 PM
যারা নতুন ফরেক্স ট্রেডিং শুরু করেছেন তারা অনেক সময় মার্কেটের মুভমেন্ট দেখে বিচলিত হয়ে পরতে পারেন এবং লোভের বশবর্তী হয়ে ট্রেডিং ভলিউম বাড়িয়ে ট্রেড করে balance জিরো করে ফেলতে পারেন। আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা trading volume 0.01 রেখে এবং stop loss(sl) সেট করে long trade করার চেষ্টা করবেন।

EmonFX
2021-06-13, 11:14 AM
যারা নতুন ফরেক্স ট্রেডিং শুরু করেছেন তারা অনেক সময় মার্কেটের মুভমেন্ট দেখে বিচলিত হয়ে পরতে পারেন এবং লোভের বশবর্তী হয়ে ট্রেডিং ভলিউম বাড়িয়ে ট্রেড করে balance জিরো করে ফেলতে পারেন। আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা trading volume 0.01 রেখে এবং stop loss(sl) সেট করে long trade করার চেষ্টা করবেন।

নতুনদের ট্রেডিং অভিজ্ঞতা কম থাকে বিধায় শুরুতে অবশ্যই মিনিমাম ভলিউম সাইজ ব্যবহার করা উচিত। সে ক্ষেত্রে একজন নতুন ট্রেডারের মূলধনের উপর সর্বোচ্চ ১% লট সাইজ ব্যবহার করা উচিত। আপনার যদি মূলধন ২০০ ডলার হয় তাহলে আপনার লট সাইজ হবে সর্বোচ্চ ০.০২ লট। এভাবে কম রিস্ক নিয়ে ট্রেডিং করলে আপনি লস করলেও অন্তত মূলধন জিরো হওয়ার সম্ভাবনা নেই। আপনার ২০০ ডলার শূন্য হাতে কমপক্ষে ২০টি ট্রেড লস করতে হবে। আর আপনি কখনোই ধারাবাহিক ভাবে ২০টি ট্রেড লস করবেন না। এর মাঝে আপনি অবশ্যই কিছু না কিছু ট্রেডে প্রফিট করবেন। সুতরাং আপনার মূলধন জিরো হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এককথায় আপনি মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে রিস্ক-রিওয়ার্ড নির্ধারণ করে ট্রেডিং করলে কখনোই মূলধন জিরো হবে না।