PDA

View Full Version : আপনার সাইকোলজি হবে প্রাইস একশন । পর্ব -১



NaimurRahman
2015-03-25, 04:26 PM
আপনি ফরেক্স মার্কেট এ আপনার ক্যরিয়ার গড়বেন? এক কথায় বলবেন হ্যা। আমি এটা জানি। এখন বলেন যে আপনি কিছের ভিত্তিতে, আপনার এই ক্যরিয়ার গঠন করবেন? যদি আপনার ক্যরিয়ার কে গঠন করতেই চান, তাহলে প্রথমে আপনার একটি সুন্দর সাইকোলজি থাকা চাই। আর এই সাইকোলজি ভিত্তি টা কি হবে ফান্ডামেন্টাল, নাকি টেকনিক্যাল ? আমি বলব এ দুটোরই সমন্বয় করা উচিৎ। আমি আজকে টেকনিক্যাল নিয়ে আলোচনা করব। আমি নতুনদের দের দেখেছি, তারা ট্রেডিং এর জন্য সাধারণত বিচিত্র ধরনের এবং নানান রকম কালারএর ইন্ডিকেটর হন্য হয়ে খুঁজে বেড়াতে থাকেন। কিন্তু প্রফেশনাল ট্রেডাররা খালি চার্ট দেখেই বলে দিতে পারেন, মার্কেট সার্বিক অবস্থা বা মার্কেট কি বলতে চায়। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে তারা কীভাবে এটা বুঝে থাকে। হুম উত্তর হচ্ছে যে, তারা প্রাইস একশন এর মাধ্যমেই এটা বুঝে নেয়। ভাবছেন প্রাইস একশন টা আবার কি? প্রাইস একশন হচ্ছে, এমন একটি দক্ষতা যার সাহায্যে ইনডিকেটর ছাড়াই যেকোনো পেয়ারে, যেকোনো টাইমফ্রেমে, মার্কেট সম্বন্ধে স্পষ্ট ধারণা পাওয়ার একটি কার্যকারী কৌশল। যার মাধ্যমে ক্যান্ডল দেখেই ট্রেডার মানসিকতা বোঝা যাবে। ভূমিকা অনেক বড় হয়ে গেল, এজন্য আমি দুঃখিত। আগামী পর্বগুলো তে বাকী আলোচনা করব।

A Momin Chowdhury262
2015-04-06, 12:07 PM
আমি ফরেক্স মার্কেটে নতুন । এটি আমার জানা ছিল না । আপনার কাছ থেকে প্রথম জানলাম । আপনাকে অনেক ধন্যবাদ এই গুরত্বপূরণ পোস্ট এর জন্য ।

shihab
2015-06-13, 03:08 PM
প্রাইস অ্যাকশান শিখার আগে আমার যেটা মনে হয় সবার আগে সাপোট এবং রেসিস্তেন্ত কিভাবে আকে টা শিখা এবং শিখা Supply and Demand জোন চিনহিত করা। নয়ত ভুল জায়গায় ভুল প্রাইস অ্যাকশান দেখে দেখে তারা ভুল সিদ্ধান্ত নিবে।

maziz6989
2015-06-29, 10:56 PM
কোনটা রেখে কোনটা নেই। কেউ বলে প্রাইস একশান আবার কেউ বলে রোবট। যাব কোথায় আমরা সাধারণ ট্রেডার। রোবট ওয়ালারা বলে সব প্রফিট তারা করে দেবে তাও মাসে ৪০০ থেকে ১০০০% আবার প্রাইস একশান গুরুরা বলে এটাই নাকি হলি গ্রেইল । কোন দিকে যাই?

anwarForex
2015-08-04, 11:31 AM
কোনটা রেখে কোনটা নেই। কেউ বলে প্রাইস একশান আবার কেউ বলে রোবট। যাব কোথায় আমরা সাধারণ ট্রেডার। রোবট ওয়ালারা বলে সব প্রফিট তারা করে দেবে তাও মাসে ৪০০ থেকে ১০০০% আবার প্রাইস একশান গুরুরা বলে এটাই নাকি হলি গ্রেইল । কোন দিকে যাই?

যে দিকে যাবেন- সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমরা শুধুমাত্র যুক্তি দিতে পারি। যেমন- যারা রোবট বিক্রি করেন তারাতো বিনিয়োগ করে মাসে প্রচুর আয় করতে পারেন, তাদের রোবট বিক্রি করার দরকার কী? মার্কেটের গতি বি্ধি যোদ্ধার মত আপনাকে উপলব্ধি করতে হবে। তাই প্রাইস একশন কৌশল অনুশীলন করলে আপনি ধীরে ধীরে মার্কেটের গতিবিধি বুঝতে সক্ষম হবেন।এতে আপনার ট্রেডের দক্ষতা বৃদ্ধি পাবে। আখেরে লাভ আপনার।

maziz6989
2015-08-04, 02:57 PM
যে দিকে যাবেন- সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমরা শুধুমাত্র যুক্তি দিতে পারি। যেমন- যারা রোবট বিক্রি করেন তারাতো বিনিয়োগ করে মাসে প্রচুর আয় করতে পারেন, তাদের রোবট বিক্রি করার দরকার কী? মার্কেটের গতি বি্ধি যোদ্ধার মত আপনাকে উপলব্ধি করতে হবে। তাই প্রাইস একশন কৌশল অনুশীলন করলে আপনি ধীরে ধীরে মার্কেটের গতিবিধি বুঝতে সক্ষম হবেন।এতে আপনার ট্রেডের দক্ষতা বৃদ্ধি পাবে। আখেরে লাভ আপনার।

জি ভাই , আপনার কথার সাথে পুরাপুরি একমত । কিন্তু প্রাইস একশান শিখার জন্য যে কারো কমপক্ষে দুই থেকে তিন বছর লেগে যাবে কারণ এটাকে সম্পূর্ণ শিক্ষা। তাই আমার কথা হল আমরা আস্তে আস্তে আগাই। কারণ আমাদের হাতে দেওয়ার মত এত সময় কোথায়।

swadip chakma
2015-09-12, 11:36 PM
হ্যা ভাই আপনারা যা নিয়ে আলোচনা করেছেন টা টিক ,যদি প্রাইজ একশন নিজের সাইকোলজির উপর না হয় তাহলে টেক প্রপিট এর ক্ষেত্রে সমস্যা স্রস্টি হতে পারে।যে কোন কাজ করতে হলে মনোযোগ দিয়ে করতে হয় না হলে ভাল ফল আসেনা।টিক তেমনি ভাল ফল পেতে হলে ভাল মনোযোগ দিতে হবে এটা নিয়ম।

HKProduction
2016-01-02, 07:29 PM
প্রাইস অ্যাকশন শিখার জন্য আমরা কি অনুসরণ করতে পারি ? কি করলে বা কোথা থেকে কি সার্চ দিতে হবে, যদি ভেঙ্গে বলেন তাহলে আমরা চেষ্টা করে দেখতে পারি। আর এটা শিখতে কত সময় লাগতে পারে। সব কিছু বিস্তারিত দেবেন যাতে আপনার তথ্য অনুসারে প্রাইস অ্যাকশন সম্পর্কে জানতে পারি।

MotinFX
2016-01-03, 12:28 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে একটা নিয়মে মধ্য দিয়ে ট্রেড করতে হবে আর আমার কাছে মনে হয় মার্কেট বুঝতে হলে প্রাইজ একশান বুঝতে হবে, ফান্ডামেন্টাল বুঝতে হবে তারপরে আপনি একদিন সফল ট্রেডার হতে পারেন।

Sahed
2016-07-29, 03:08 PM
ভাই মার্কেটে আমার ম*াথা দিন দিন আউলাই যাচ্ছে । কি করব বুঝতে পারছি না । কেউ বলে যে ইন্ডিকেটর ব্যবহার করতে আবার কেউ বলে রোবট ব্যবহার করতে কেউবা বলে প্রাইস একশন । এতকিছুর পেছনে আমি নাই । যতটুকু মার্কেটে অভিজ্ঞতা আছে *তা দিয়ে মার্কেট এ্যানালাইসিস করে বাই বা সেল করব ।

milonkhanfx1993
2016-09-25, 11:46 PM
আপনি ফরেক্স মার্কেট এ আপনার ক্যরিয়ার গড়বেন? এক কথায় বলবেন হ্যা। আমি এটা জানি। এখন বলেন যে আপনি কিছের ভিত্তিতে, আপনার এই ক্যরিয়ার গঠন করবেন? যদি আপনার ক্যরিয়ার কে গঠন করতেই চান, তাহলে প্রথমে আপনার একটি সুন্দর সাইকোলজি থাকা চাই। আর এই সাইকোলজি ভিত্তি টা কি হবে ফান্ডামেন্টাল, নাকি টেকনিক্যাল ? আমি বলব এ দুটোরই সমন্বয় করা উচিৎ। আমি আজকে টেকনিক্যাল নিয়ে আলোচনা করব। আমি নতুনদের দের দেখেছি, তারা ট্রেডিং এর জন্য সাধারণত বিচিত্র ধরনের এবং নানান রকম কালারএর ইন্ডিকেটর হন্য হয়ে খুঁজে বেড়াতে থাকেন। কিন্তু প্রফেশনাল ট্রেডাররা খালি চার্ট দেখেই বলে দিতে পারেন, মার্কেট সার্বিক অবস্থা বা মার্কেট কি বলতে চায়। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে তারা কীভাবে এটা বুঝে থাকে। হুম উত্তর হচ্ছে যে, তারা প্রাইস একশন এর মাধ্যমেই এটা বুঝে নেয়। ভাবছেন প্রাইস একশন টা আবার কি? প্রাইস একশন হচ্ছে, এমন একটি দক্ষতা যার সাহায্যে ইনডিকেটর ছাড়াই যেকোনো পেয়ারে, যেকোনো টাইমফ্রেমে, মার্কেট সম্বন্ধে স্পষ্ট ধারণা পাওয়ার একটি কার্যকারী কৌশল। যার মাধ্যমে ক্যান্ডল দেখেই ট্রেডার মানসিকতা বোঝা যাবে। ভূমিকা অনেক বড় হয়ে গেল, এজন্য আমি দুঃখিত। আগামী পর্বগুলো তে বাকী আলোচনা করব।

ভাই এবার বিষয়টা পুরো পর্ব গুলো এক এক করে সব ই চাই তাছাড়া বিষয় টা পুরোপুরি ক্লিয়ার হুচ্ছে না কারন আমি নায়াল ফুলারের অনেক কথাই শুনলাম তবে আমরা কিভাবে এটা বুঝি সেটাউ ছোট বিষয় না তাই আপনার কাছে বাকি অংশ তাড়াতাড়ি চাই।

Mamun13
2017-09-13, 11:15 PM
অভিজ্ঞ ট্রেডারগণ লাল-নীল-সবুজ রঙ্গের ইনডিকেটর বিহীন পরিষ্কার ঝলমলে ট্রেডিং চার্ট ফলো করেই ট্রেড করেন৷সঠিক,বাস্তব ও সর্বাধিক কার্যকরী স্ট্র্যাটেজীর নামই হলো-"প্রাইস একশান স্ট্র্যাটেজী" যা বিশ্বের সকল দক্ষ ট্রেডারগণই ব্যাবহার করছেন,নিয়মিত প্রফিট করছেন৷কোনোও প্রকার যাদুকরী ইনডিকেটর বা রোবট বা যেকোনো এক্সপার্ট এডভাইজারই বলেন না কেন একমাত্র "প্রাইস একশান স্ট্র্যাটেজী"-ই আমাদেরকে নিয়মিত ও নিশ্চিত প্রফিট দেওয়ার সম্ভাবনা দেয়৷অন্য কোনো কিছুর উপর নির্ভর করাটা বোকামী হবে৷

Nishpap Papi
2017-09-22, 05:29 PM
রোবট সিস্টেম হলো একটা সফটওয়্যার যা শুধু অতীতের ডাটা গুলো নিয়েই তৈরি করা হয় ফলে মার্কেটে ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে তা রোবট জানেনা কিন্তু আপনি যদি নিজের পদ্ধতিতে, প্রাইস এখন দেখে ট্রেড করেন তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা বেশি কারণ আপনি তখন মার্কেটের নিউস জেনে ভবিষ্যৎ সম্পর্কে জেনে ট্রেড দিতে পারবেন

FREEDOM
2020-08-25, 09:58 PM
হ্যা ভাই আপনারা যা নিয়ে আলোচনা করেছেন টা টিক ,যদি প্রাইজ একশন নিজের সাইকোলজির উপর না হয় তাহলে টেক প্রপিট এর ক্ষেত্রে সমস্যা স্রস্টি হতে পারে।যে কোন কাজ করতে হলে মনোযোগ দিয়ে করতে হয় না হলে ভাল ফল আসেনা।টিক তেমনি ভাল ফল পেতে হলে ভাল মনোযোগ দিতে হবে এটা নিয়ম।