PDA

View Full Version : ব্যস্ত মানুষের জন্য pending trade



dulalbasu89
2020-05-07, 12:47 AM
যারা ফরেক্স মার্কেটে বেশি সময় দিতে পারেন না তারা pending trade করতে পারেন। মার্কেট analysis করে pending trade দিয়ে রাখতে পারেন যেমন buy stop/sell stop/buy limit/sell limit ইত্যাদি।

HASIBURRAHMAN
2020-05-07, 09:31 AM
স্টপ লস ট্রেডারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা লস পুরোপুরি ঠেকাতে পারে না। তবে বড় নাসার হাত থেকে রক্ষা করতে পারে।

Dibakar Biswas
2020-05-07, 09:40 AM
ফরেক্স মার্কেটে আসলে এখানে পর্যাপ্ত সময় *দিতে হবে। আমার মনে হয় মার্কেটে না থাকলে কখনোই পেনডিং অর্ডার নেওয়া উচিত নয়। কারন মার্কেটের মুভমেন্ট কেমন হবে তা সব সময় নজরে রেখে ট্রেড করা উচিত। নতুবা আমাদের লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

alamsat
2020-05-07, 11:07 AM
হ্যা যারা অনেক ব্যাস্ত তাদের জন্য পেন্ডিং ওর্ডার একটি সুন্দর ট্রেডিং সিস্টেম তবে আপনি যদি একটি এ্যানালিসিস করে পেন্ডিং ওর্ডার দিয়ে বাইরে চলে যান এবং সাথে সাথে কিছু বড় নিউজ প্রকাশিত হল তাতে যদি এ্যানালিসিস ঠিকমত কাজ না করে তাহলে আপনার ট্রেড গুলি লসের দিকে যেতে পারে। তাই আপনি পেন্ডিং অর্ডার দিয়েও থাকেন তাহলে সেটা কোন বড় নিউজ প্রকাশের সময় না দিয়ে যখন কোন নিউজ থাকবে না সে সময় দিতে পারেন তাহলে ট্রেড গুলি আর লসের সম্মুখিন হবে না এবং যদি ট্রেডগুলি ট্রিগার করার আগেই কোন নিউজ থাকে তাহলে অর্ডারগুলি কেটে দেওয়া উচিৎ।

K.K.BABY
2020-05-07, 03:51 PM
ফরেক্স মার্কেটে আপনি সময় না দিলে ভালো প্রফিট অর্জন করতে পারবেন না।আপনাকে মার্কেটের ভিতর প্রবেশ করে তার পর টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস করে তার পর সিদ্ধান্ত নিতে হবে আপনি ট্রেড এন্ট্রি নিবেন কোন লিমিট থেকে বায় না কি সেল।তবে আপনি এনালাইসিস করে যদি মনে করেন আপনি ফরেক্স মার্কেটে অর্থাৎ অনলাইনে থাকতে পারবেন না আবার এমন হয় যে আপনি যেই পর্যন্ত রেজিষ্ট্যান্স এবং সাপোর্ট ধরেছেন মার্কিন সেই পর্যন্ত কখন উঠবে তা আপনি যানেন না এবনহ সেই সময় আপনি পেন্ডিং অর্ডার অর্থাৎ পেন্ডিং ট্রেড সেট করে রাখতে পারেন তাহলে মার্কিন অটমেটিক টার্গেট পূর্ণ হয়ে যাবে।

dulalbasu89
2020-05-07, 04:11 PM
Pending trade এ trade এর* সাথে stop loss এবং take profit set করা যায়। সুতরাং ভালোভাবে এনালাইসিস করে sl&tp দিয়ে pending trade সেট করলে বড় লসের কোনো সম্ভাবনা ই নাই।এটা সাধারণ ট্রেডের মতই চলতে থাকবে।So don't worry bro.

rakib.r
2020-05-07, 04:39 PM
পেন্ডিং ওর্ডার, স্টপ লস, টেকপ্রফিট এই জিনিস গুলো শুধু ব্যাস্ত মানুষের জন্য এমন টা নয়। এগুলো সবার জন্য ই প্রযোজ্য। আমি নিজেই মেক্সিমাম টাইমে পেন্ডিং ওর্ডার দিয়ে ট্রেড নিয়ে থাকি। অনেক সময় যদি বুঝতে পারি যে মার্কেট আর নিচের দিকে যাবে না বা উপরের দিকে যাবে না তখন স্টপ লস বা টেক প্রফিট সেট করি না বরং নিজেই দেখে দেখে ক্লোজ করে দি। আবার অনেক সময় মার্কেটে সময় দিতেছি এমন সময় ও স্টপ লস টেক প্রফিট দিয়েই রাখি

EmonFX
2021-06-13, 07:46 PM
যারা ফরেক্স মার্কেটে বেশি সময় দিতে পারেন না তারা pending trade করতে পারেন। মার্কেট analysis করে pending trade দিয়ে রাখতে পারেন যেমন buy stop/sell stop/buy limit/sell limit ইত্যাদি।

আসলে ব্যস্ততা নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা সম্ভব নয়, তাতে করে হিতে বিপরীত হতে পারে। তার পরেও আমাদের কখনও না কখনও ব্যস্ততার মধ্যে পড়তে হয়। সে ক্ষেত্রে পেন্ডিং অর্ডার বা পজিশন ট্রেডিং করা যেতে পারে। ফরেক্সে পজিশন ট্রেডিং বলতে অ্যাডভান্স এন্ট্রি নিয়ে রাখাকে বোঝায়। অর্থাৎ মার্কেট প্রাইস একটি নির্দিষ্ট রেঞ্জের যাওয়ার আগেই অগ্রিম ট্রেড ওপেন করাকে বুঝায়। এই পজিশন ট্রেডিং আবার বিভিন্ন রকম হয়ে থাকে। আপনি এনালাইসিস করে যদি মনে করেন মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জ ব্রেক করার পরে আরো উপরে যাবে তখন অগ্রিম "but stop" অর্ডার আবার যদি মনে হয় মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জে ব্রেক করার পরে নিচে যাবে তখন অগ্রিম "sell stop" অর্ডার ওপেন করে রাখতে পারেন।

আবার যদি আপনার কখনো মনে হয় মার্কেট আরো বুলিস হবে তখন আপনি বর্তমান প্রাইসের আরো নিচের দিক থেকে বাই নিতে চান তখন "buy limit" অর্ডার এবং যদি মনে হয় প্রাইস আরো নিচের দিকে নামবে তখন বর্তমান প্রাইস এর ওপর থেকে "sell limit" অর্ডার ওপেন করে রাখতে পারেন। ফরেক্সে এই অগ্রিম buy-sell অর্ডার ওপেন করাকেই পজিশন ট্রেডিং বলে।

Starship
2021-06-13, 10:03 PM
ফরেক্সে এমন অনেক ট্রেডার রয়েছে যারা পার্ট টাইম হিসেবে কাজ করে থাকেন। বিভিন্ন ব্যস্ততার জন্য ফরেক্সে ফুলটাইম সময় দিতে পারে না। তাদের জন্য ফরেক্সে একটি অপশন আছে যেটা ব্যবহার করে তার যথাযথভাবে ট্রেড ওপেন, ক্লোজ করতে পারেন। যারা মাধ্যমে বাড়তি সুবিধা পেতে পারেন। যেখানে বাই লিমিট, সেল লিমিট অপশন রয়েছে যা ব্যবহার করে ট্রেড ওপেন করতে পারেন। স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে যথাযথ টার্গেট ফিলাপ করতে পারেন এবং লস স্বীকার করে তা মেনে নিতে পারেন।