PDA

View Full Version : শুধু অর্থই নয়,ক্যারিয়ার গঠনটাও জরুরী ।



Mahmud1984fx
2020-05-09, 12:03 PM
আমরা হয়ত সব সময় অর্থ কিভাবে ইনকাম করা যায় তা নিয়েই সবসময় আলোচনায় ব্যস্ত কিন্তু এটাও তো ঠিক যে, যারা অর্থের পিছনে দৌড়ায় অর্থ তাদের থেকে দূরে সরে যায় বরং অর্থের পিছনে না দৌড়িয়ে অর্থের মালিকের পিছনে দৌড়ানো উচিত এবং নিজের ক্যারিয়ার গঠনের দিকে মনোযোগ দেয়া জরুরী। এজন্য আমাদের উচিত ধর্মীয় পাঠ্যপুস্তক,ভাল ভাল বই ,জীবনীমূলক গ্রন্থ পড়া এবং নিজের যোগ্যতা বাড়ানোর জন্য কম্পিউটার-প্রযুক্তি সম্পর্কেও ব্যাপকভিত্তিক পড়াশোনা প্রয়োজন।

Hasinapx
2020-06-23, 10:56 AM
শুধুমাত্র অর্থ উপার্জন করার জন্যই যদি কেউ ফরেক্স ট্রেডিং করে , অন্যান্য বিষয় তার কাছে গৌন তাহলে আমি বলবো তার জন্য ফরেক্সে সফলতা অর্জন বেশ কঠিন। কারণ যখন কেউ শুধু অর্থ চিন্তা করে ট্রেড করে তার আবেগ নিয়ন্ত্রণে থাকে না, অতিরিক্ত টাকা উপার্জনের চিন্তা তাকে ঘিরে ধরে ফলে বেশী বেশী এ্যান্ট্রি দিতে থাকে অথবা মানি ম্যানেজমেন্ট,লট/ভলিউম ইত্যাদির তোয়াক্কা না করে ট্রেড করতে থাকে। ফলাফল ব্যালেন্স জিরো হতে থাকে। আর যদি কেউ নিজের ক্যারিয়ার গড়ার জন্য ফরেক্সকে বেছে নেয় তাহলে ব্যাপক পড়াশোনা,শেখা-জানা-বোঝা এবং দক্ষতা অর্জনের দিকে মনোযোগ যাবে। তখন এমনিতেই অর্থ ইনকাম হবে। কান টানলে মাথা এমনিতেই আসবে। ধন্যবাদ।

mamunjd97
2020-06-23, 12:40 PM
আমরা ফরেক্সের মাধ্যমে শুধু অর্থই নয় ,সুন্দর একটা ক্যারিয়ার গঠন ও করতে পারি। কারণ ফরেক্স যেহেতু অনলাইনভিত্তিক পৃথিবীর বৃহত্তম ব্যবসার নাম। এখানে অনেক কিছু যেমন শেখার আছে তেমনি ভাল ইনকামের ব্যবস্থাও আছে। আমি ব্যক্তিগত ভাবে এমনই একটা পথ খুজছিলাম ,যেখানে নিজের ক্যারিয়ার গঠন হবে ও ইনকাম ও হবে । এই ব্যবসা করতে গেলে যেমন অনেক কিছু পড়াশোনা করা লাগে, এ্যানালাইসিস করা লাগে বিভিন্ন বিষয়, সব সময় মোবাইল, কম্পিউটার , ইন্টারনেট নিয়েই থাকতে হয়। আমার খুব ভাল লাগে।

mondalpijush1985
2020-07-08, 12:14 PM
শুধু অর্থই নয় ক্যারিয়ার গঠনটাও জরুরী। ফরেক্স ট্রেডিং শুধুমাত্র অর্থ ইনকামের জায়গায় নয় এখানে যে কেউ চাইলে সুন্দর একটা ক্যারিয়ার ও গড়তে পারেন। কারণ এখানে ট্রেড করার পাশাপাশি ব্যাপক পড়াশোনও করতে হয়ে প্রতিনিয়ত,আপডেট নিউজও রাখতে হয় সব সময়। একদিকে পড়াশোনা,অন্যদিকে বাস্তব অনুশীলন এবং অপর দিকে অর্থ ইনকাম, মোটামুটি একঢিলে সব পাখী মারা যায়। সুতরাং ফরেক্স শেখার মাধ্যমে নিজের স্বপ্নও বাস্তবায়ন করা যায়। চেষ্টা করলে মনে হয় সম্ভব।