View Full Version : সাইডওয়ে মার্কেট ও ট্রেডিং সিস্টেম
dulalbasu89
2020-05-09, 07:08 PM
কখনো কখনো দেখা যায় যে মার্কেট নির্দিষ্ট সাপোর্ট এবং রেজিস্টেন্সের মধ্যে দিয়ে উঠানামা করে। তখন তাকে সাইডওয়ে মার্কেট বলে।সাইডওয়ে মার্কেটে ট্রেড করা খুবই সহজ তবে সাইডওয়ে মার্কেটে ট্রেড করতে হলে কিছু রিভার্সাল ক্যান্ডেল সম্পর্কে ধারণা থাকতে হবে। সাপোর্ট এবং রেজিস্টেন্সে এই রিভার্সাল ক্যান্ডেল সৃষ্টি হলে বাই/সেল দিয়ে সাইডওয়ে মার্কেটে ট্রেড করা যায়।
habibi
2020-05-10, 03:37 PM
সাইডওয়ে ট্রেন্ড: যখন কোন স্টক বা কারেন্সি পেয়ারের দাম না ঊর্ধ্বমুখী হয় না নিম্মমুখী হয়, তখন এটিকে সাইডওয়ে ট্রেন্ড বলে মনে করা হয়। এটি আসলে কোন ট্রেন্ড না। ফরেক্সের ক্ষেত্রে কারেন্সি পেয়ারের প্রাইস একটা নির্দিষ্ট প্রাইসের মধ্যে ঘুরাঘুরি করলেই সেটা সাইডওয়ে মার্কেট বলে। তারা আগের হাই এর ঊর্ধ্বে বা ব্রেকআউট করে না। যদি তারা তা করতে সক্ষম হয়, তবে তা একটি বুল মার্কেট নির্দেশ করবে। পাশাপাশি তারা আগের লো কে, বা আগের সাপোর্ট লেভের নীচে যেতে পারে না। যদি তারা তা করে, তবে তা কারেকশনের ইঙ্গিত দেয়। যদি তাদের ২০ শতাংশ পতন হয়, তবে এটি একটি বিয়ার মার্কেট হবে।
এটা স্কাল্পারদের প্রচুর প্রফিট করতে সাহায্য করে।
FREEDOM
2020-06-16, 11:16 PM
ফরেক্স মার্কেটে আমরা মাঝে মাঝেই সাইডওয়ে ট্রেন্ড দেখতে পাই আর আমার কাছে সাইডওয়ে ট্রেন্ডে ট্রেড করাটা বেশ সুবিধাজনক বলেই মনে হয়। কারন এখানে মার্কেট সাপোর্ট রেজিস্টান্সে এ রেন্জিং অবস্হায় থাকে যে কারনে ট্রেডিং করতে সুবিধা হয়। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যদি রেন্জিং মার্কেট ব্রেক হয়ে যায় তবে সেই অনুযায়ী ট্রেড করতে হবে। যেদিকে ব্রেক করবে আপনি ট্রেন্ডের সাথে সেদিকেই ট্রেড করতে পারবেন।
Rokibul7
2020-07-05, 02:28 PM
কিছু কিছু পেয়ারে এই ট্রেন্ড বেশি দেখা দেয়।আসলে প্রাইজ যখন সাপোর্ট রেসিস্টেন্স এর ভিতরে ঘোরা ঘুরি করে সামনের দিকে অগ্রসর হয় তখন তাকে আমরা সুইং টেড বলে থাকি
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.