kohit
2020-05-10, 03:50 PM
চলতি বছরের শুরুতেই চীনের সামগ্রিক কার্যক্রমকে কার্যত স্থবির করে দেয় বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণ। লকডাউনসহ নেয়া নানা পদক্ষেপ মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির ওপর। ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকে বাণিজ্যের আকার। বন্ধ হয়ে যায় কারখানা, একই সঙ্গে পাল্লা দিয়ে চাকরি হারাতে থাকে লাখ লাখ মানুষ। সংশ্লিষ্টদের ধারণা, চীনের সংকটাপন্ন চাকরি বাজার থেকে এরই মধ্যে আট কোটি কর্মী ছিটকে পড়েছেন। আশঙ্কার কথা হলো, শিগগিরই চাকরি অন্বেষণে নামতে যাচ্ছেন দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে পাস করা আরো অন্তত ৯০ লাখ মানুষ। খবর সিএনএন বিজনেস।
চীনে বারবার নতুন করে চাকরি খোঁজার বিষয়ে অভ্যস্ত হয়ে গেছেন ২৬ বছর বয়সী প্রযুক্তি খাতের কর্মী ওয়াং। গত বছর যখন তাকে এক সংস্থা থেকে অন্য সংস্থায় চাকরির জন্য ছুটতে হয়েছিল, তখনই তিনি দেশটির চাকরি বাজারের প্রতিযোগিতা আঁচ করতে পারছিলেন। কিন্তু সর্বশেষ গত জানুয়ারিতে বেইজিংভিত্তিক একটি ইন্টারনেট কোম্পানি থেকে যখন তাকে ছাঁটাই করা হয়, তখন তিনি ভাবতেও পারেননি যে তার জন্য কতটা কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে।
বণিক বার্তা
চীনে বারবার নতুন করে চাকরি খোঁজার বিষয়ে অভ্যস্ত হয়ে গেছেন ২৬ বছর বয়সী প্রযুক্তি খাতের কর্মী ওয়াং। গত বছর যখন তাকে এক সংস্থা থেকে অন্য সংস্থায় চাকরির জন্য ছুটতে হয়েছিল, তখনই তিনি দেশটির চাকরি বাজারের প্রতিযোগিতা আঁচ করতে পারছিলেন। কিন্তু সর্বশেষ গত জানুয়ারিতে বেইজিংভিত্তিক একটি ইন্টারনেট কোম্পানি থেকে যখন তাকে ছাঁটাই করা হয়, তখন তিনি ভাবতেও পারেননি যে তার জন্য কতটা কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে।
বণিক বার্তা