PDA

View Full Version : forex pace army দেখে ব্রোকার যাচাই করবেন না



FXBD
2020-05-10, 06:25 PM
10906
ফরেক্সে কি ব্রোকার ফেক্ট?
*অবশ্যই ফেক্ট। কিন্তু সেটা সব ক্যাটাগরির ট্রেডার এর জন্য নয়। শুধু স্প্রেড কম,উইথড্র ফাস্ট,সাপোর্ট লাইন ভাল,আর ভেল্কি মারা রেগুলেশন দিয়েই আপনি ব্রোকার চয়ন করতে গেলে আপনি ভুল করবেন।আবার অনেকেই চয়ন করেন forex pace Army এর টপ রেংকিং আর কমেন্ট দেখে।সেটা আরেক ভেল্কি।
*প্রথমই বলি স্প্রেড কম এটা একটা ব্রোকারের মার্কেটিং পার্ট। আপনি হিসেব মিলিয়ে নিয়ে নিয়েন স্প্রেড আর কমিশন হিসেব করলে খুব বেশি তফাত পাবেন না। বাট আমরা চোখে দেখা জিনিসটাকে বেশি বিশ্বাস করি তাই স্প্রেড কম দেখালে আমাদের ভাল লাগে।
*(২) যেই ব্রোকার রিয়েল লিকুইডিটি নিয়ে কাজ করে তারা আপনাকে কখনোই ফাস্ট উইথড্র দিতে পারবে না। কেননা কেন্দ্রীয় ব্যাংক টু প্রাইমারি ব্যাংক টু ব্রোকার হয়ে ক্লাইন্টের একাউন্ট আসতে ৫/৭ দিন টাইম লাগে। তাহলে ব্রোকার চাইলেই কিভাবে আপনাকে ফাস্ট উইথড্র দিবে! আর সাপোর্ট লাইন ভালো দেখে চয়েজ করা তো হাস্যকর বিষয়। *সহজ হিসাব আপনি কখনো রিয়েল মার্কেটটাই পাচ্ছেন না। ব্রোকার তো ছিল যিনি ভায়া হয়ে আপনাকে রিয়েল প্লাটফর্ম এর সাথে কানেক্ট করে দিবে। তা কিন্তু কখনই আপনি পাচ্ছেন না। তাহলে তাদের প্লাটফর্ম থেকে আপনার একাউন্টে স্লিপেজ আর মেনুপুলেট করা মার্জিন কল খাওয়ানো সহজ ব্যাপার। তারা বড় বড় এনালিস্ট রেখে দেয় বিগ সেলারি দিয়ে। যারা একটা একাউন্ট ট্রেডিং শুরু হওয়ার সাথে সাথে বলতে পারে এই একাউন্ট কতদিন টিকবে। যাস্ট ২/৪ দিনের ট্রডিং সিস্টেম দেখে। যদি ব্রোকার হাউস ভাল লেভেলের হয় তাহলে আপনাকে রিয়েল লিকুইডিটিতে ট্রান্সফার করবে। খেয়াল রাখবেন যদি ব্রোকার ভাল ক্যাটাগরির হয়। আর ভাল লেভেলের ট্রেডার না হলে তারাও আপনার সাথে মেনুপুলেট করবে।
আর যেগুলা খারাপ ব্রোকার যেগুলা আমরা ভাল বলে চিনি এরা তো ক্লাইন্ট ছাড়তে নারাজ। ট্রেডার খারাপ হলে তো কষ্ট ছাড়াই টাকা তাদের পকেটে। আর যদি ভাল ট্রেডার হয় তখন শুরু করে মেনুপুলেট করে করে মাইন্ড নষ্ট করার খেলা।
অনেকেই "মেনুপুলেট" মানেই জানে না। মেনুপুলেট হলো আপনার সেন্টিমেন্ট নিয়ে তারা বারবার আপনাকে আঘাত করবে আপনার এগিনিস্টে ট্রেড ওপেন করে করে আর ফেইক চার্ট শো করে করে আপনাকে কনফিউজড করে দিবে। সহজ হিসাব আপনাকে তারা এটা বুঝাতে চাইবে আপনি যেই প্রফিটেবল সিস্টেম/রবট দিয়ে ট্রেড করছেন সেটা তেমন ফলপ্রসূ না। কেননা যখন এরকম কিছুটা ট্রেডিং খারাপ যেতে থাকবে আপনি নিজের চিন্তা করবেন ওই সিস্টেম ট্রেড করলে মনে হয় ভাল হতো। বা এভাবে করলে মনে হয় ভাল হতো। দেখেন আপনার সেন্টিমেন্ট চেঞ্জ করে দিতে পেরে তারা সাক্সেস।
আর তাও যদি না পারে তাহলে স্টপ আউট আর হিউজ স্লিপেজ এর মাধ্যমে আপনাকে তারা এই ব্রোকার ছাড়তে বাধ্য করবে। মাগার প্রফিট করতে দিবে না। এরা হলো আমাদের দেশের সেরা ব্রোকার।
এখন আসি অথরাইজড / রেগুলেশন নিয়ে, ভাই FSA আর IFCA বা NFA/CFTC এই রেগুলেশনের আওতায় অনেক ব্রোকার আছে। আর আপনি যদি এই রেগুলেশনের আওতায় ট্রেড করতে পারতেন তাহলে অনেক বেটার কিছু পেতেন। কিন্তু সেটা কখনও হয়ে উঠবে না কারন যারা ব্রোকারের রেগুলেশন নিয়ে খুব মাতামাতি করেন যে,FSA মানে uk regulated ব্রোকারে ট্রেড করেন। ভাই একটু থামেন। আপনি কষ্ট করে FSA এর পাশাপাশি কিছু কমন আর নরমাল রেগুলেশন নেয়া থাকে সেটা দেখে নিবেন যেমন ( SYSEC) মানে সাইপ্রাস এর রেগুলেশন (FSA-Seychelles) মানে সেইছেলেস এর রেগুলেশন। এই দুইটা হলো সবচেয়ে লো ক্লাস অথরাইজেশন। যেই সাইপ্রাস প্রতি বিল্ডিং এর তলায় তলায় একটা কর ব্রোকার সেই দেশের অথরাইজড কত স্ট্রং হবে তা বুঝতে আশা করি কষ্ট হবে না। আর সেইছেলেস আরেক থার্ডক্লাস দেশ। আমার তো অনেকেই এই প্রথম শুনলেন দেশটার নাম। তাদের অথরাইজড নিয়ে আশা করি বলতে হবে না।
এখন মুল কথা আমাদের এশিয়ার আমাদের এই দিকের সব একাউন্ট ওরা সাইপ্রাস /সেইছেলেস এর রেগুলেশনের আওতায় রাখে। বিশ্বাস না হলে যাছাই করে দেখুন। তাহলে যত ভাল ব্রোকার আর যত ভাল রেগুলেশন হোক না কেন ব্রোকারের। এগুলা দিয়ে আমাদের কোন লাভ নাই ভাই। সব ধোকাবাজি। আপনার একাউন্ট যদি ভেনিস করে দেয় কার কাছে বিচার চাইবেন সাইপ্রাস এর কাছে! না সেইছিলেস এর কাছে! কাজ হবে না কিছুই।
আর forex pace army দেখে ব্রোকার চয়ন করবেন না ভাই। ডায়লগ দিয়ে বলতে হয়"ওগুলা এডিট করা যায় ভাই টাকা থাকলে"।
এ জন্য বিগ ব্যলেন্স থাকলে ভাল লিকুইডিটে ট্রেড করবেন যার জন্য মিনিমাম ডিপজিট ২০০০০$+ ইনভেস্ট লাগবে। আর না হলে চুপচাপ এদের ভেল্কিবাজি সহ্য করে ট্রেড করে যান।
পরিশেষে বলবো তারাও তো ভাই ব্যবসার জন্যই আসেছে তাই না। তাদেরকেও কিছু খেতে দিন

SumonIslam
2020-05-12, 03:58 PM
10925
forexpeacearmy.com সম্পর্কে অনেক অভিযোগ রয়েছে, তারা বেশিরভাগ নামিদামী ব্রেকারকে ভাল রিভিউ দেবার ফাঁদে ফেলে ব্রোকারদের কাছ েথেকে মোটা অংকের টাকা দাবি করে। ফলে forexpeacearmy রিভিউ সাইটে ব্রেকারদের সম্পর্কে ট্রেডারদের ভাল বা খারাপ রিভিউগুলো দেখে কোন ব্রেকার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আমার জানা মতে তারা ২০১২ সালে ইন্সটাফরেক্সে যখন* পর পর দুবার এশিয়ায়ার সেরা ব্রোকার নির্বাচিত হয়ে জনপ্রিয় হয়ে উঠতে শুর করলো তখন তার ইন্টাফরেক্সকেও ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতে চেয়েছিল।মুলত টাকার বিনিময়ে ভার রিভিউ দেওয়া থেকে ইন্সটাফরেক্সে তাদের প্রস্তাবে অস্বীকৃতি জানায়। এর পর থেকে তারা ইন্সটাফরেক্সের নামে মিথ্যে প্রচারণায় নেমে পড়েছে। যদিও এখন পর্যন্ত এই ব্রেকারে আমি সহ প্রায় ৩০ লক্ষ ট্রেডার কোনো প্রকার সমস্যার সম্মুখীন ছাড়াই ফরেক্স ট্রেডিং ও পেমেন্ট সার্ভিস পাচ্ছি।
যদি বিশ্বাস না হয় তবে নিজেই forexpeacearmy.com এর অবৈধ কার্যকলাপ সম্পর্কে ইন্সটাফরেক্স এর ওয়েবসাইট থেকে এটা যাচাই করতে পারে। লিংঙ্কটি অনুসরণ করুন: https://goo.gl/2jT6QG ধন্যবাদ

Shole33
2020-07-13, 01:03 AM
forex pace army দেখে ব্রোকার যাচাই করবেন না:writer:
11565
forexpeacearmy.com সম্পর্কে অনেক অভিযোগ রয়েছে, তারা বেশিরভাগ নামিদামী ব্রেকারকে ভাল রিভিউ দেবার ফাঁদে ফেলে ব্রোকারদের কাছ েথেকে মোটা অংকের টাকা দাবি করে। ফলে forexpeacearmy রিভিউ সাইটে ব্রেকারদের সম্পর্কে ট্রেডারদের ভাল বা খারাপ রিভিউগুলো দেখে কোন ব্রেকার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আমার জানা মতে তারা ২০১২ সালে ইন্সটাফরেক্সে যখন* পর পর দুবার এশিয়ায়ার সেরা ব্রোকার নির্বাচিত হয়ে জনপ্রিয় হয়ে উঠতে শুর করলো তখন তার ইন্টাফরেক্সকেও ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতে চেয়েছিল।মুলত টাকার বিনিময়ে ভার রিভিউ দেওয়া থেকে ইন্সটাফরেক্সে তাদের প্রস্তাবে অস্বীকৃতি জানায়। এর পর থেকে তারা ইন্সটাফরেক্সের নামে মিথ্যে প্রচারণায় নেমে পড়েছে। যদিও এখন পর্যন্ত এই ব্রেকারে আমি সহ প্রায় ৩০ লক্ষ ট্রেডার কোনো প্রকার সমস্যার সম্মুখীন ছাড়াই ফরেক্স ট্রেডিং ও পেমেন্ট সার্ভিস পাচ্ছি।
যদি বিশ্বাস না হয় তবে নিজেই forexpeacearmy.com এর অবৈধ কার্যকলাপ সম্পর্কে ইন্সটাফরেক্স এর ওয়েবসাইট থেকে এটা যাচাই করতে পারে। লিংঙ্কটি অনুসরণ করুন: https://goo.gl/2jT6QG ধন্যবাদ