PDA

View Full Version : টানা ২১ মাস পর চীনের গাড়িবাজারে প্রবৃদ্ধি



kohit
2020-05-13, 07:17 PM
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে প্রায় দুই বছর পর বেড়েছে গাড়ি বিক্রি। টানা ২১ মাসের মন্দা শেষে এপ্রিলে দেশটির গাড়িবাজারের এ প্রবৃদ্ধি নভেল করোনাভাইরাসের সংক্রমণকালে খানিকটা হলেও স্বস্তি নিয়ে এসেছে। কিন্তু তার পরও খাতটিকে এ বছর এখনো মারাত্মক সংকটের মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর সিএনএন বিজনেস।

চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার সের (সিএএএম) প্রকাশিত উপাত্ত অনুযায়ী, গত মাসে চীনে গাড়ি বিক্রি বৃদ্ধির মূলে রয়েছে বাণিজ্যিক যানবাহনের চাহিদা। এ মাসে মোট গাড়ি বিক্রি হয়েছে ২০ লাখের মতো, যা ২০১৯ সালের এপ্রিলের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বেশি। মূলত ২০১৮ সালের জুলাইয়ের পর এই প্রথম দেশটিতে গাড়ি বিক্রি বাড়ল। এ বিক্রি প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে ভারী ট্রাকের মতো বাণিজ্যিক যানবাহন। এপ্রিলে এ ধরনের যানবাহনের বিক্রি বেড়েছে ৩২ শতাংশ। তবে এ সময় যাত্রীবাহী গাড়ি বিক্রির পতন হয়েছে ২ দশমিক ৬ শতাংশ

সিএএএম জানিয়েছে, নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দারুণ সাফল্য দেখিয়েছে বেইজিং। একই সঙ্গে অর্থনীতি সচল রাখতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রণোদনা উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো মানুষকে গাড়ি কিনতে উৎসাহিত করতে নগদ ভর্তুকি প্রদান। এ ধরনের সময়োপযোগী পদক্ষেপের কারণেই চীনে কভিড-১৯-এর সংকটময় সময়েও গাড়ি বিক্রি বেড়েছে। এপ্রিলের এ প্রবৃদ্ধির পরও দেশটির গাড়িবাজারের সামগ্রিক চিত্র এখনো বেশ দুর্বলই বলা চলে। কারণ ২০২০ সালের প্রথম চার মাসে সব মিলিয়ে গাড়ি বিক্রি হয়েছে মাত্র ৫৮ লাখ, যা ২০১৯ সালের একই সময়ের চেয়ে ৩১ শতাংশ কম। সিএএএস বলছে, এ বছর গাড়ি বিক্রি সার্বিকভাবে গত বছরের চেয়ে ১৫-২০ শতাংশ কম হতে পারে। তবে এক্ষেত্রে পুরো বিষয়টিই নির্ভর করছে নভেল করোনাভাইরাসের বৈশ্বিক পরিস্থিতির ওপর।

বণিক বার্তা

Shole33
2020-07-21, 06:10 PM
টানা ২১ মাস পর চীনের গাড়িবাজারে প্রবৃদ্ধি
২১ মাস অনেক সময় চিনের কাছে নিজেদের অর্থনীতি পরিবর্তন আনতে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে প্রায় দুই বছর পর বেড়েছে গাড়ি বিক্রি। টানা ২১ মাসের মন্দা শেষে এপ্রিলে দেশটির গাড়িবাজারের এ প্রবৃদ্ধি নভেল করোনাভাইরাসের সংক্রমণকালে খানিকটা হলেও স্বস্তি নিয়ে এসেছে। কিন্তু তার পরও খাতটিকে এ বছর এখনো মারাত্মক সংকটের মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর সিএনএন বিজনেস।

চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার �সের (সিএএএম) প্রকাশিত উপাত্ত অনুযায়ী, গত মাসে চীনে গাড়ি বিক্রি বৃদ্ধির মূলে রয়েছে বাণিজ্যিক যানবাহনের চাহিদা। এ মাসে মোট গাড়ি বিক্রি হয়েছে ২০ লাখের মতো, যা ২০১৯ সালের এপ্রিলের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বেশি। মূলত ২০১৮ সালের জুলাইয়ের পর এই প্রথম দেশটিতে গাড়ি বিক্রি বাড়ল। এ বিক্রি প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে ভারী ট্রাকের মতো বাণিজ্যিক যানবাহন। এপ্রিলে এ ধরনের যানবাহনের বিক্রি বেড়েছে ৩২ শতাংশ। তবে এ সময় যাত্রীবাহী গাড়ি বিক্রির পতন হয়েছে ২ দশমিক ৬ শতাংশ

সিএএএম জানিয়েছে, নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দারুণ সাফল্য দেখিয়েছে বেইজিং। একই সঙ্গে অর্থনীতি সচল রাখতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রণোদনা উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো মানুষকে গাড়ি কিনতে উৎসাহিত করতে নগদ ভর্তুকি প্রদান। এ ধরনের সময়োপযোগী পদক্ষেপের কারণেই চীনে কভিড-১৯-এর সংকটময় সময়েও গাড়ি বিক্রি বেড়েছে। এপ্রিলের এ প্রবৃদ্ধির পরও দেশটির গাড়িবাজারের সামগ্রিক চিত্র এখনো বেশ দুর্বলই বলা চলে। কারণ ২০২০ সালের প্রথম চার মাসে সব মিলিয়ে গাড়ি বিক্রি হয়েছে মাত্র ৫৮ লাখ, যা ২০১৯ সালের একই সময়ের চেয়ে ৩১ শতাংশ কম। সিএএএস বলছে, এ বছর গাড়ি বিক্রি সার্বিকভাবে গত বছরের চেয়ে ১৫-২০ শতাংশ কম হতে পারে। তবে এক্ষেত্রে পুরো বিষয়টিই নির্ভর করছে নভেল করোনাভাইরাসের বৈশ্বিক পরিস্থিতির ওপর।