View Full Version : অ্যানালাইসিস ছাড়াই নিউজ ট্রেড
dulalbasu89
2020-05-14, 08:49 AM
অ্যানালাইসিস ছাড়াই নিউজ ট্রেড করা যায়।অনেকেই ভাবেন যদি একটু নিউজ ট্রেড করতে পারতাম কিন্তু সাহস পান না যদি আবার ব্যালেন্স শূন্য হয়ে যায়।আপনারা অল্প রিক্স নিয়ে নিউজ ট্রেড করতে পারেন।নিউজ শুরু হওয়ার ঠিক দুই মিনিট আগে current price থেকে 10/12 পিপস্ উপরে একটা buy stop এবং 10/12 পিপস্ নিচে একটা sell stop এবং অল্প stop loss দিয়ে pending trade সেট করে দিবেন। মোটামুটি প্রোফিট নিয়ে ট্রেড close করে দিবেন।
FREEDOM
2020-06-15, 04:21 PM
হ্যা এভাবে ট্রেড করা যায় এবং আমি অনেকবারই এই সিস্টেমে ট্রেড করেছি তবে এক্ষেত্রে অনেকসময় লসেও পড়তে হয় কারন হাই ইম্প্যাক্ট নিউজের ক্ষেত্রে মার্কেট এক দুই সেকেন্ডের মধ্যেই ৫০/১০০ পিপস মুভমেন্ট করে এবং তা অনেক সময় গ্যাপ দিয়ে শুরু করে। সেক্ষেত্রে আপনার ট্রেড এন্ট্রি পয়েন্ট সঠিকভাবে কাজ করবে না এবং স্টপলসও কাজ করবে না আর অনেক সময়ই বেশি লসে পড়তে হবে তবে এই সিস্টেমে ভালে ভাবে করতে পারলে ভালো প্রফিট করাও সম্ভব।
Rokibul7
2020-07-04, 12:14 PM
এভাবের টেড করা গেলেও মাঝে মাঝে লস এ পড়তে হয়।তাছাড়া ফরেক্স যেহুতো একদিনের ব্যাবসা না,সেহুতো আমাদের সময় নিয়ে নিউজ বুঝতে হবে।ফরেক্স মাকেটে প্রতি নিয়তই নিউজ প্রকাশিত হয়,আমরা যারা না জানি তারা হয়তো নিৎজ এর ব্যাপারে খেয়াল রাখি না বা এর কারনে আমাদের বড় বড় লস গুনতে হয় মাঝে মাঝে।তাই টেড পরে করেন আগে এনালাইসিসটা শিখা জরুরি।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.