PDA

View Full Version : বানানে দৃষ্টি আকর্ষণ -অনেক ভাই-বোন ও ফোরামের প্রতি !!!!!!



Mahmud1984fx
2020-05-14, 10:32 AM
প্রথমেই বলি ফোরামের কথা- বাংলাদেশ ফরেক্স ফোরাম আমাদের খুব কাছের পরম বন্ধু,ফরেক্স বিজনেসের রাজপথ। এখানে কোন ভূল বা সমস্যা আমাদের কাম্য নয়। ফোরামের পেজে বানান যেমন- পরে দেখেছে এটা হবে পড়ে দেখেছে, নতুন থ্রেড পোস্ট করূন এটা হবে পোস্ট করুন ইত্যাদি, ঠিক করা জরুরী। ফোরামের অনেক বন্ধু-বান্ধব কর্তৃক দেয়া সুন্দর সুন্দর পোস্টগুলি যখন পড়তে থাকি বেশ ভাল লাগে। কিন্তু যখনই ছোট খাট অসংখ্য ভূল বানান চোখে পড়ে-যা ভূল হওয়ার কথা নয়,তখনই খারাপ লাগে।ফরেক্স যেহেতু আমাদের লাইফের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনকামের সোর্স সেহেতু ভালভাবে বুঝতে হলে শিখতে হবে। আর বানান ভূলের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য বোঝা যায় না। তাই সবিনয় অনুরোধ রইলো একটু চেষ্টা-খেয়াল করার জন্য। কষ্ট পেলে দু:খিত।






ফোরামে যোগ দিতে এই লিংকে যান।
https://forex-bangla.com/forum.php?referrerid=69297
আমার লেখা ভাল লেগে থাকলে ধন্যবাদ জানালে ক্ষতি হবে না নিশ্চয়ই ।

Hasinapx
2020-05-14, 11:34 AM
এটা সত্য কথা যে, অনেক সময় ভাল একটা পোস্ট শুধু বানান ভূলের কারণে পড়তে ভাল লাগে না এবং লাইক ও পাওয়া যায় না। এ বিষয়টা আমাদের সকলেরই মেনে চলা বা খেয়াল করা উচিত। ফোরামেরও বিভিন্ন স্থানে ছোট খাট কিছু বানান ভূল পরিলক্ষিত হয় এগুলো সংশোধন করা উচিত।

fxarif
2020-05-14, 12:26 PM
ফোরামে মধ্যে আমরা অনেকেই পোস্ট করি।একজনের পোস্ট আরেকজন দেখে মন্তব্য করি,শিখার চেষ্টা করি।।।।কিন্তু অনেকে পোস্ট করার সময় বানান ঠিক করে লিখে না,তাই আমাদের পোস্টটি বুজতে অসুবিধা হয়।তাই আমাদের উচিত বানানের দিকে যথাযথ দৃষ্টি আকর্ষন করা।

mamunjd97
2020-07-15, 03:52 PM
আমরা যারা ফরেক্স ট্রেডিংয়ে খুব সিনিয়র হয়ে উঠতে পারিনি তারা ফোরামের পোস্টকৃত বিভিন্ন বিষয় সম্পর্কে পড়ে আমরা শিখি বা জানার চেষ্টা করি। কিন্তু অনেক পোস্ট দেখি কপি করা , কোন টা হু্বহু নকল করে লেখা আবার অনেকে বিভিন্ন বিষয় সম্পর্কে লিখতে গিয়ে এত বেশী বানান ভূল যে, আমরা মূল বিষয়টাই অনেক সময় বুঝতে কষ্ট হয়ে যায়। আবার ফোরামের অনেক স্থানে বাংলা বানান ভূল যা একেবারেই ঠিক নয়। একটু খেয়াল করে লিখলেই সমস্যা হওয়ার কথা নয়।