PDA

View Full Version : কনট্যাক্ট ট্রেসিং অ্যাপ



Rassel Vuiya
2020-05-14, 12:28 PM
10962
লকডাউন তুলে নিতে এবং করোনাভাইরাস সংক্রমণ বাড়তে না দিয়ে অর্থনীতি চালু করতে ট্রেসিং অ্যাপের দিকে ঝুঁকছে বিশ্বের দেশগুলো। মহামারীর দ্বিতীয় ধাক্কা এসে পৌঁছানোর আগেই ট্রেসিং অ্যাপ নির্ভর হতে চাইছে বিশ্বের বহু দেশ। কিন্তু বিষয়টিকে ঘিরে গোপনতা লঙ্ঘন ও সরকারি নজরদারির শঙ্কা সৃষ্টি হয়েছে। এ ধরনের অ্যাপ ব্লুটুথ তরঙ্গের মাধ্যমে সংস্পর্শে আসা ব্যক্তিবর্গের ব্যাপারে জানবে এবং তাদের মধ্যে কেউ কোভিড-১৯ রোগী হলে বা কারো পরবর্তীতে করোনাভাইরাস পজিটিভ হলে, সে সম্পর্কে ব্যবহারকারীকে সতর্কবার্তা জানাবে অ্যাপ।
শুরুতে সবাই ট্রেসিং অ্যাপের উদাহরণ হিসেবে সিঙ্গাপুরের ‘ট্রেসটুগেদার’ অ্যাপটি অনুসরণ করছিলেন। কিন্তু স্থানীয় জনসংখ্যার ২০ শতাংশ অ্যাপটির ব্যবহার শুরু করতেই সে চিন্তাধারা পাল্টে যায়। হুট করে দেশটিতে বেড়ে যায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। ‘ট্রেসটুগেদার’ ঠিকমতো কাজ না করার অন্যতম একটি কারণ নিজে থেকে আইফোনের ব্লুটুথ তরঙ্গ বন্ধ হয়ে যাওয়া। চার্জ বাঁচাতে কিছুক্ষণ পরপর ব্লটুথ তরঙ্গ বন্ধ করে দিতে থাকে আইফোন, ফলে সঠিক তথ্য দেখাতে পারে না কনট্যাক্ট ট্রেসিং অ্যাপ। শর্তস্বপেক্ষে এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে অ্যাপল।
ফ্রান্স ও অ্যাপলের দ্বন্দ্বের পর কেন্দ্রীভূক্ত ও ক্রেন্দ্রবিমুখ অ্যাপের জন্য সমস্যা সৃষ্টি হতে পারে এমন উদ্বেগ বাড়ছে। করোনাভাইরাস ট্রেসিং অ্যাপের জন্য প্রযুক্তি বানাচ্ছে অ্যাপল-গুগল জোট। শুধু কেন্দ্রবিমুখ অ্যাপকে ওই প্রযুক্তি দেবে প্রতিষ্ঠান দুটি।