PDA

View Full Version : ফরেক্সে স্মরণীয় আনন্দঘন এক উজ্জল দিন -মূহুর্ত -সময় !!



Mahmud1984fx
2020-05-15, 09:26 AM
যতটুকু মনে পড়ে সম্ভবত: ২০১২সালের পূর্বে-একেবারে ফরেক্সের সাথে আমার শুরুর দিকের ঘটনা। তখন নতুন আমি ফরেক্সে,বেশ মজা পাচ্ছি।ল্যাপটপে হাতে খড়ি।অনলাইনে শেখা ফরেক্সে সিনিয়র ট্রেডার (সম্ভবত: গাইবান্ধা থেকে) জেম্স ভাইয়ের মাধ্যমে। তখনো আমার এ্যাকাউন্টগুলো প্রতিনিয়ত খোজ রাখে জেম্স ভাই। আমি কীভাবে ট্রেড করি। ডেমোর পাশাপাশি রিয়েল শুরু করেছি মাত্র। তখনো মোবাইলে ট্রেড করা জানা হয়নি। । ঈদের বা কোন এক ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার পথে-আরিচা দৌলতদিয়া ফেরীতে। উল্লেখ্য যে,তখন ছিল EURUSD 1.3900 এর উপরে, আমি কিছু এ্যান্ট্রি দিই বাই দিয়ে টেক প্রফিট এবং বেশীরভাগ সেল দিয়ে রাখি। এভাবে রেখে যাই। ইনভেস্ট ছিল অল্প। হঠাৎ মার্কেট উপরে উঠে আবার নীচে নামা শুরু। তখনি জেম্স ভাইয়ের ফোন -আপনি কোথায়, আমি তো ফেরীতে-গ্রামের বাড়ীর উদ্দেশ্যে। আপনার ব্যালেন্স তো ৪০০ডলার ছেড়ে গিয়েছে-ক্লোজ করেন না কেন ? আমি বললাম মানে ! ল্যাপটপ তো বাসায়।কী করা যায় ? জেম্স ভাই বললেন-দেখি কী করা যায় ? জেম্স ভাই ক্লোজ করে জানালেন সম্ভবত: ৪৩০ডলারের উপরে ব্যালেন্স। সত্যিই অপূর্ব এক আনন্দ আর উৎসাহে মন ভরে গেল। ছুটি শেষে বাসায় ফিরে ল্যাপটপ খুলে ব্যালেন্স দেখে নতুন উদ্দীপনায় ,পরম উৎসাহে ফরেক্সে সেই যে জড়িয়ে গেলাম,এখনো আছি,সফলভাবে যেন ট্রেড করে যেতে পারি,করতে পারি ভাল কিছু সেই দোয়া চাই সকলের কাছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।



ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297

Hasinapx
2020-05-15, 12:02 PM
ফরেক্সে আনন্দঘন উজ্জল দিন বা সময় বা মুহুর্ত সকলের ফরেক্স জীবনেই কম বেশী আছে। তেমনি আমার ফরেক্স লাইফেও বড় ধরণের কোন দিন না থাকলেও ছোট খাট অসংখ্য সময় আছে । তবে বেশীর ভাগ সময়ই আমি যখন পরিকল্পনা করে এ্যান্ট্রি দিই এবং সফলতা পায় সেই মুহুর্ত বা সময়ে দারুণ মজা লাগে। দারুণ উৎসাহে আবার ট্রেড করি ,বেশ উপভোগ করি ফরেক্সটাকে। মাঝে মাঝে যে বিষাদের স্বাদ নেমে আসে না তা নয়। বিষাদ - আনন্দ মিলেই ফরেক্স। বিষাদ বা কষ্টই যদি না থাকত তাহলে আনন্দের মর্ম বুঝা যেত না।

mamunjd97
2020-05-17, 02:37 PM
আমি একজন নতুন ট্রেডার । ফরেক্সে তেমন কোন আনন্দঘন মুহুর্ত বা দিন নেই যে, তা লিখব। তবে আমার মনে হয় ফরেক্সকে যেমনটা মনে হচ্ছে তা একদিন সেইদিন অবশ্যই আসবে সেদিন আমিও লিখতে পারবো কোন এক খুশী বা আনন্দমুহুর্ত। সেজন্য সকলের কাছে দোয়া চাই।

HASIBURRAHMAN
2020-05-18, 03:58 AM
সত্যি ফরেক্সে প্রথম লাভ করাটা খুবই আনন্দের এবং আবেগের। তবে অতিরিক্ত আবেগে উচ্ছ্বসিত হয়ে এলোমেলো ট্রেড করা থেকে আমাদের সবসময় সচেষ্ট থাকা উচিত।

FATEMAKHATUN
2020-05-18, 04:23 AM
ফরেক্স সবচেয়ে আনন্দঘন মুহূর্ত হচ্ছে প্রথম ইনকাম। আমরা প্রত্যেকে ফরেক্স এ কাজ করি টাকা ইনকামের জন্য। আর এটা যখন শুরু হয় তখন সত্যিই আবেগাপ্লুত হয়ে দিশেহারা হয়ে পড়তে হয়।

Suriya Sultana Hira
2020-05-18, 04:31 AM
ফরেক্সে আনন্দঘন উজ্জল দিন বা সময় বা মুহুর্ত সকলের ফরেক্স জীবনেই কম বেশী আছে। তেমনি আমার ফরেক্স লাইফেও বড় ধরণের কোন দিন না থাকলেও ছোট খাট অসংখ্য সময় আছে । তবে বেশীর ভাগ সময়ই আমি যখন পরিকল্পনা করে এ্যান্ট্রি দিই এবং সফলতা পায় সেই মুহুর্ত বা সময়ে দারুণ মজা লাগে। দারুণ উৎসাহে আবার ট্রেড করি ,বেশ উপভোগ করি ফরেক্সটাকে। মাঝে মাঝে যে বিষাদের স্বাদ নেমে আসে না তা নয়। বিষাদ - আনন্দ মিলেই ফরেক্স। বিষাদ বা কষ্টই যদি না থাকত তাহলে আনন্দের মর্ম বুঝা যেত না।

আপনি সঠিক কথা বলেছেন । কষ্ট এবং আনন্দ দুইটা মিলেই ফরেক্স মার্কেট । যদি ও বা আমকর ট্রেডিং জীবনে তেমন একটা আনন্দঘন মুহুর্ত না থাকলে ও কষ্টটা অনেকটা বেশি রয়েছে । খুব ভালো অভিজ্ঞতা না থাকায় ট্রেড ওপেন করলেই বারবার লচের সম্মুখীন হতে হয় । তারপর ও আমি আশা ছাড়িনি । সবসময় মনে হয় আগামীতে এর থেকে ভালো কিছু আমার জন্য আশা করছে । আর তার পরিপ্রেক্ষিতে এই ফরেক্স মার্কেটকে আগলে নিয়ে এখনো আশার আলো দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে আছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি,,,,,, ধন্যবাদ ।

masum0086
2020-07-15, 03:44 PM
ফরেক্সে ট্রেড খুব বেশী দিন করিনি, এজন্য স্মরণীয় আনন্দঘন উজ্জতম দিনের কথা বলার মত তেমন নাই। কারণ যদি এমন কোন দিন থাকত যে, যেদিন খুব বেশী প্রফিট করেছি তাহলে বলা যেত। তবে আমার মনে হয় সিনিয়র অনেক ট্রেডার ভাইয়ের আছে যারা এটা শেয়ার করতে পারে। আমিও আশা করি সামনে হয়ত এমন দিন আসবে যেদিন আমার ও এমন একটা দিন হবে যেদিনটা স্মরণীয় করে রাখার মত। ইনশা আল্লাহ সেই দিন আমি ও লিখব - আশা করি।

Devdas
2020-07-15, 08:23 PM
আমার ও এক আন্দন মুহুর্ত ছিল 2017 সালে। তখন আমি ইন্টার ২ বর্ষে পড়ালেখা করি। আমি প্রায় ১বছর ধরে ডেমো একাউন্ট প্রাকটিস করার পর আমি রিয়েল একাউন্ট খোলি। আমি আমার এক বড় ভাই দ্বারা এই ফরেক্স মার্কেট এ জয়েন হই। তিনি আমাকে রিয়েল একাউন্ট খোলে দিয়েছিল। আমি বাংলাদেশে ৭,000 টাকা দিয়ে প্রায় ৭০ ডলার এর মত ইনভেস্ট করে eur/usd পেয়ার এ ০.০৩ লটে ট্রেড করি সকাল ১০ টায়। আমি কলেজ এর বন্ধুদের আড্ডায় মেতে ছিলাম তখন আমার ফরেক্স এর কথা মনে ছিল না। তারপর বাসায় এসে কম্পিউটারটি অন করে ফরেক্স খোলতেই দেখি যে আমার প্রায় ১৬ ডলার এর মত প্রঠিট হয়েছে। আমি সাথে সাথে এন্ট্রি ক্লোজ করে দেই। আমার তখন অনেকটা আনন্দ লাগছিল যে আমি আমার প্রথম ফরেক্স থেকে আয় করে ছিলাম। তাই সেই মায়ায় আমিও ফরেক্স ছাড়তে পারি নি আমিও ফরেক্স এ রয়ে গেলাম।

KF84
2020-07-20, 11:21 AM
ফরেক্স এ স্মরণীয় মুহূর্ত খুব বেশি রয়েছে আমার কিন্তু তার মদ্ধে দুটি মুহূর্ত উল্লেখ না করলেই নয় । তাহল জীবনের প্রথম অনালাইন উপার্জনের টাকা হাতে আসার দিন । ওই দিন আমার মনে হয়েছিল আমি যেন পুরদস্তুর একজন ফ্রিল্যান্সার হয়ে গেছি । আর শেষ মুহূর্তটি বেশি দিন আগের নয় । আমি যেহেতু অনেক মার্জিন কল পেয়েছি তার আমার একাউন্ট হিস্টরিতে সব সময় ডিপোজিটের থেকে লাভের পরিমান অনেক কম থাকে । কিন্তু এই মাসের প্রথম দিকে আমি আমার অভারল ব্যলেন্স পজিটিভ এ নিয়ে আসতে পেরেছি যা আমার কাছে মনে হয় যে ভুলগুলি শুধরে যাচ্ছে ধীরে ধীরে ।

md mehedi hasan
2020-08-27, 07:00 PM
ফরেক্স মার্কেটে আমার অনেক স্বরনীয় ঘটনা রয়েছে।তার মধ্যে একটি স্বরনীয় ঘটনা হচ্ছে আমি প্রথম ইন্সটাফরেক্স একাউন্ট খুলি এই একাউন্ট প্রায় এক মাস পরে ভেরিভাই করতে পেরেছিলাম।যে দিন ফুল লেভেল ফেরিফাই হয়েছি সেই দিন টা আমার কাছে স্বরণীয় দিন ছিলো।

Sid
2020-10-29, 01:45 PM
যখন পরিকল্পনা করে এ্যান্ট্রি দিই
এবং সফলতা পায় সেই মুহুর্ত বা সময়ে দারুণ মজা
লাগে। দারুণ উৎসাহে আবার ট্রেড করি ,বেশ
উপভোগ করি ফরেক্সটাকে। মাঝে মাঝে যে
বিষাদের স্বাদ নেমে আসে না তা নয়। বিষাদ -
আনন্দ মিলেই ফরেক্স। বিষাদ বা কষ্টই যদি না
থাকত তাহলে আনন্দের মর্ম বুঝা যেত না।

Fahmida1
2020-11-03, 10:04 PM
আমি ফরেক্স মার্কেটের একজন নতুন ট্রেডার। তাই আমি প্রথমে যে লস করেছি সেই লস পরিশোধ করতে পেরে আমি অনেক আনন্দ উপভোগ করছি। এতে আমার কোন ঝামেলা নেই। এটাই ছিল আমার মাথায় বড় চিন্তা। আমি কখন এই লস পরিশোধ করব। এখন আমি চিন্তা মুক্ত হয়েছি। যাতে আর কখনো এরকম ভুল না করি। এমনকি নতুন হিসেবে প্রথম শুরু করছি বলেই বেশি কিছু বলতে পারছিনা। তবে লস পরিশোধ করাটাই হচ্ছে আমার সবচাইতে স্মরণীয় দিন।

ABDUSSALAM2020
2020-11-03, 11:38 PM
ফরেক্সে স্মরণীয় আনন্দঘন এক উজ্জল দিন -মূহুর্ত -সময় !!
যতটুকু মনে পড়ে সম্ভবত: ২০১২সালের পূর্বে-একেবারে ফরেক্সের সাথে আমার শুরুর দিকের ঘটনা। তখন নতুন আমি ফরেক্সে,বেশ মজা পাচ্ছি।ল্যাপটপে হাতে খড়ি।অনলাইনে শেখা ফরেক্সে সিনিয়র ট্রেডার (সম্ভবত: গাইবান্ধা থেকে) জেম্স ভাইয়ের মাধ্যমে। তখনো আমার এ্যাকাউন্টগুলো প্রতিনিয়ত খোজ রাখে জেম্স ভাই। আমি কীভাবে ট্রেড করি। ডেমোর পাশাপাশি রিয়েল শুরু করেছি মাত্র। তখনো মোবাইলে ট্রেড করা জানা হয়নি। । ঈদের বা কোন এক ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার পথে-আরিচা দৌলতদিয়া ফেরীতে। উল্লেখ্য যে,তখন ছিল eurusd 1.3900 এর উপরে, আমি কিছু এ্যান্ট্রি দিই বাই দিয়ে টেক প্রফিট এবং বেশীরভাগ সেল দিয়ে রাখি। এভাবে রেখে যাই। ইনভেস্ট ছিল অল্প। হঠাৎ মার্কেট উপরে উঠে আবার নীচে নামা শুরু। তখনি জেম্স ভাইয়ের ফোন -আপনি কোথায়, আমি তো ফেরীতে-গ্রামের বাড়ীর উদ্দেশ্যে। আপনার ব্যালেন্স তো ৪০০ডলার ছেড়ে গিয়েছে-ক্লোজ করেন না কেন ? আমি বললাম মানে ! ল্যাপটপ তো বাসায়।কী করা যায় ? জেম্স ভাই বললেন-দেখি কী করা যায় ? জেম্স ভাই ক্লোজ করে জানালেন সম্ভবত: ৪৩০ডলারের উপরে ব্যালেন্স। সত্যিই অপূর্ব এক আনন্দ আর উৎসাহে মন ভরে গেল। ছুটি শেষে বাসায় ফিরে ল্যাপটপ খুলে ব্যালেন্স দেখে নতুন উদ্দীপনায় ,পরম উৎসাহে ফরেক্সে সেই যে জড়িয়ে গেলাম,এখনো আছি,সফলভাবে যেন ট্রেড করে যেতে পারি,সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। করতে পারি ভাল কিছু সেই দোয়া চাই সকলের কাছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

FRK75
2021-07-10, 06:19 PM
ফরেক্সে তেমন কোন আনন্দঘন মুহুর্ত বা দিন নেই যে, তা লিখব। তবে আমার মনে হয় ফরেক্সকে যেমনটা মনে হচ্ছে তা একদিন সেইদিন অবশ্যই আসবে সেদিন আমিও লিখতে পারবো কোন এক খুশী বা আনন্দমুহুর্ত। সেজন্য সকলের কাছে দোয়া চাই।

Starship
2021-07-11, 03:44 PM
ফরেক্সে আমার সবচাইতে আনন্দঘন সময় হলো আমি যখন প্রথম ফরেক্সে বোনাস পায় এবং তা দিয়ে প্রথম প্রফিট করার সময় যে আনন্দ হয়েছি তা বলার মত নয়। যদিও প্রথম প্রফিটের এমাউন্টটা খুবই ছোট ছিল কিন্তু সেটাই আমার কাছে বড় অর্জন ছিল। প্রথমে আমি ৬৩ ডলার বোনাস দিয়ে ১২০ ডলার প্রফিট করতে সক্ষম হয়েছিলাম। আমার সবচাইতে বড় লক্ষ্য হলো আমি প্রফিট করে ১০০০ ডলার ব্যালেন্স রাখা। আমি যদি নিয়মমাফিক ব্যালেন্স ঠিকিয়ে রেখে ট্রেড করতে পারি আশা করি সময় আমার উক্ত টার্গেট সম্পন্ন হবে।

Devdas
2021-08-03, 05:41 PM
আমার ওএক আনন্দঘন এক মহূর্ত সময় ছিল যখন আমি ফরেক্স এ নতুন জয়েন করে নতুন অবস্থায় একটি রিয়েল একাউন্ট করে প্রথম ট্রেড করি । 2017 সাল আমি কলেজ এ অনার্স এ ক্লাস করতে যাই। ঐ দিন রাত 12 টার দিকে আমি একটি ট্রেড করে স্টপ লস ও টেক প্রফিট দিয়ে আমি ঘুমিয়ে পরি। কলেজ আমার সকল ফ্রেন্ডদের সাথে আমি ঐ দিন পুরো দিন ছিলাম সকাল 10 থেকে বিকলে 4 টা পযর্ন্ত। হঠাৎ করে আমার মনে হল যে আমি না ফরেক্স এ ট্রেড করে এসেছিলাম তখন আমার মনে হল যে কী না কী হয় আমি কোন রকম বন্ধুদের ফাক কাটিয়ে আমি তারাতারি বাসায় চলে এছেছিলাম। তারপর আমি আমার কম্পিউটার অন করে দেখি যে আমার একাউন্ট এ 90 ডলার এর মত প্রফিট হয়ে ট্রেডটি ক্লোজ হয়ে আছে তখন আমার অনেক অনেক আনন্দ লাগছিল। তারপর আমি কোন প্রকার ট্রেড না করে ঐ একাউন্ট থেকে আমি ডলার উইথড্রো দিই। সত্যিই আমরা সেই দিন গুলো অনেকটা আনন্দের ছিল।

FRK75
2021-10-13, 04:07 PM
ফরেক্সে তেমন কোন আনন্দঘন মুহুর্ত বা দিন নেই যে, তা লিখব। তবে আমার মনে হয় ফরেক্সকে যেমনটা মনে হচ্ছে তা একদিন সেইদিন অবশ্যই আসবে সেদিন আমিও লিখতে পারবো কোন এক খুশী বা আনন্দমুহুর্ত। সেজন্য সকলের কাছে দোয়া চাই।

Mas26
2021-10-13, 05:24 PM
ফরেক্সে তেমন কোন আনন্দঘন মুহুর্ত বা দিন নেই যে, তা লিখব। তবে আমার মনে হয় ফরেক্সকে যেমনটা মনে হচ্ছে তা একদিন সেইদিন অবশ্যই আসবে সেদিন আমিও লিখতে পারবো কোন এক খুশী বা আনন্দমুহুর্ত। সেজন্য সকলের কাছে দোয়া চাই।

samun
2021-11-15, 03:29 PM
ফরেক্স মার্কেটে আমার সবথেকে আনন্দঘন মুহূর্ত হলো আমার যতটুকু মনে আছে আমি একদিনে সর্বোচ্চ 65 ডলার পর্যন্ত আয় করতে সক্ষম হয়েছে এবং এভাবে এক সপ্তাহে আমি প্রায় 400 ডলার এর মত আয় করতে সক্ষম হয়েছে যা আমার জীবনে সবথেকে আনন্দঘন মুহূর্ত এবং খুব ভালোভাবে আমি এই ডলার আয় করতে সক্ষম হয়েছিলাম

IFXmehedi
2021-11-15, 11:30 PM
আমি একজন নতুন ট্রেডার । ফরেক্সে তেমন কোন আনন্দঘন মুহুর্ত বা দিন নেই যে, তা লিখব। তবে আমার মনে হয় ফরেক্সকে যেমনটা মনে হচ্ছে তা একদিন সেইদিন অবশ্যই আসবে সেদিন আমিও লিখতে পারবো কোন এক খুশী বা আনন্দমুহুর্ত। সেজন্য সকলের কাছে দোয়া চাই।

ভাই ফরেক্স মার্কেটে ট্রেড করার মধ্যে অন্যরকম একটা মজা আছে আর আপনি যখন ট্রেডিং করে লাভ করবেন তখন আসলে এই মজাটা অন্যরকমের । আমরা অনেক উপায় অর্থ উপার্জন করতে পারি কিন্তু আমার ক্ষেত্রে ফরেক্স থেকে যখন অর্থ উপার্জন করে তখন অন্যরকম আনন্দ লাগে । ফরেক্স মার্কেট থেকে আমার প্রথম উপার্জন ছিল 1 ডলার এর ও কম । মাত্র তেহাত্তর সেন্ট । কিন্তু পরবর্তীতে আমি ফরেক্স ট্রেডিং ভালোভাবে শিখে এখান থেকে এক হাজারেরও বেশি ডলার উপার্জন করেছি ।

Mas26
2024-04-13, 02:02 PM
ফরেক্সে আনন্দঘন উজ্জল দিন বা সময় বা মুহুর্ত সকলের ফরেক্স জীবনেই কম বেশী আছে। তেমনি আমার ফরেক্স লাইফেও বড় ধরণের কোন দিন না থাকলেও ছোট খাট অসংখ্য সময় আছে । তবে বেশীর ভাগ সময়ই আমি যখন পরিকল্পনা করে এ্যান্ট্রি দিই এবং সফলতা পায় সেই মুহুর্ত বা সময়ে দারুণ মজা লাগে। দারুণ উৎসাহে আবার ট্রেড করি ,বেশ উপভোগ করি ফরেক্সটাকে। মাঝে মাঝে যে বিষাদের স্বাদ নেমে আসে না তা নয়। বিষাদ - আনন্দ মিলেই ফরেক্স। বিষাদ বা কষ্টই যদি না থাকত তাহলে আনন্দের মর্ম বুঝা যেত না।