PDA

View Full Version : বেশীর ভাগ ট্রেডার যেসব কারনে ফরেক্সে এ লসú



shawonrfx
2015-04-03, 08:45 AM
কিছু না জেনে ফরেক্স করা একে বারেই বৃথা চেষ্টা । আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায় । পরিসংখ্যানটি হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে ৯৫% ট্রেডার নয়, ৯৫% বিগেনার ট্রেডাররা লস করে। কিন্তু কেন? কারন তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না। দেখা যাক কি কি কারন ট্রেডাররা ফরেক্সে লস করে ।

shawonrfx
2015-04-03, 08:51 AM
প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয় । কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে । তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে । কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন । সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে । কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না । সে ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন । ধরে রাখুন ফরেক্সে আপনার প্রথম ২টি ডিপোজিট আপনি হারাবেন । বুঝে ট্রেড করার চেষ্টা করুন । দেখবেন তখন ট্রেডিং অনেকটা সহজ লাগবে ।

shawonrfx
2015-04-03, 09:00 AM
অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল । বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে । নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে । পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন । কিন্তু একটা কথা ভাবুন, যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে ? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে । সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না । নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন । আরও শেখার চেষ্টা করুন । অন্যদের জিজ্ঞেস করুন।

shawonrfx
2015-04-03, 09:02 AM
অধিকাংশ ট্রেডার জানে না যে বাই করতে হবে না সেল করতে হবে । প্রাইস একটু বেড়ে গেলেই তারা মনে করে যে এটা আবার কমবে, তখন সেল ট্রেড দিয়ে বসে । এভাবে ট্রেড করলে আজীবনই লস খাবেন । মার্কেট অ্যানালাইসিস করতে চেষ্টা করুন । বিডিপিপস ফরেক্স স্কুলের ইন্ডিকেটর সেকশনে দেখুন কিছু বেসিক ইন্ডিকেটর সম্পর্কে দেয়া আছে । এগুলো এবং সাথে অন্য ইন্ডিকেটর নিয়ে গবেষনা করুন । টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু কিছু জিনিস শেখার চেষ্টা করুন । আস্তে আস্তে সব কিছুই আপনার কাছে সহজ হয়ে যাবে ।

shawonrfx
2015-04-03, 09:06 AM
অধিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে । মনে করে ফরেক্সে ১ দিনেই ব্যালেন্স দ্বিগুণ করা যায় । অধিকাংশ ট্রেডার তার ক্যাপিটালের অনুপাতে অনেক বড় রিস্ক নিয়ে ট্রেড করে। দেখা যায় অ্যাকাউন্টে $১০০ আছে, কিন্তু $১ পিপস ভ্যালুর ট্রেড ওপেন করে বসে আছে । ১০০ পিপস আপনার বিপরিতে মুভ করলেই আপনি ফকির হয়ে যাবেন । সুতরাং সিদ্ধান্ত নিন, মানি ম্যানেজমেন্ট করতে শুরু করুন । অনেক ট্রেডার অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে থাকে । তারা মনে করে প্রাইস এখন বাড়বে বা কমবে এবং সেই অনুসারে ট্রেড করে কোন প্রকার অ্যানালাইসিস ছাড়া । কিন্তু মানুষই মানুষের শত্রু । নিজেকে বিশ্বাস করবেন না । মার্কেট কি বলে তা দেখুন ।

shawonrfx
2015-04-03, 09:07 AM
আপনার অবশ্যই একটি ট্রেডিং স্ট্রাটেজি থাকা উচিত । আপনি কিভাবে ট্রেড করবেন, কত পিপস স্টপ লস বা টেক প্রফিট ব্যবহার করবেন, কত ভলিউমে ট্রেড করবেন সবকিছু আগে থেকেই সেট করে রাখা উচিত । এবং আপনার সব ট্রেডেই তা ফলো করা উচিত । তা নাহলে দেখা যাবে একটি ট্রেডে আপনার প্রফিট ৫০ পিপসে $৫, আরেকটি বড় রিস্ক নিয়ে করা ট্রেডে লস ৫০ পিপসে $৫০. তাই সবার প্রথমে আপনার ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করুন । অন্যদের ট্রেডিং স্ট্রাটেজি দেখুন, তারপর যেটা ভাল লাগে, পরিবর্তন করে নিজের পছন্দমত নিজের ট্রেডিং সিস্টেম তৈরি করুন ।

Kanok
2015-04-03, 10:54 AM
কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে । তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে । কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন । সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে । কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না । সে ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন ।

nizam
2015-04-03, 02:31 PM
ফরেক্স এ আমার জানা মতে প্রথম অবস্থায় অনেকেই লস করে থাকেন। আমার মনে হয় হয়ত এখানে আমাদের প্রচুর ঘটতি থাকে তাই এ রুপ হয়। ফরেক্স এ লস করার অন্যতম একটা কারন হল আমাদের লোভ। আমরা প্রায় সময় লোভের বশবর্তী হয়ে নিজেদের অ্যাকাউন্ট জিরো করি। তাছরা ফরেক্স করতে গেলে যে জিনিস গুলু আমাদের অবশ্যই জানা দরকার আমরা অনেক ক্ষেত্রে তা এরিয়ে চলে যাই এবং খুব দ্রুত লাভ খুজতে থাকি। তাই আমি মনে করি ধৈর্য না থাকলে আমাদের লস হবে সেটা স্বাভাবিক। এবং ফরেক্স যা জানা অত্যাবশ্যক তা আমাদের জানা দরকার।

pallabbd
2015-04-03, 03:10 PM
কোন কাজ করার পরে বেশিরভাগ লোক বুঝতে পারে যে বিষয়টা আসলে কি। আর ফরেক্স সম্পর্কে না জেনে রিয়াল ট্রেড করা উচিৎ না। অনেকেই ডেমো আকাউন্টে মনের খুশি মত ট্রেড করে অনেক প্রফিট করে ফেলে এবং সাথে সাথে মন স্থির করে যে আমি রিয়াল ট্রেড করবো। তখনই তারা লস করে। আমি মনে করি ফরেক্স মার্কেটে তখনই আসতে পারে যখন সে পুরনাঙ্গ ধারণা লাভ করতে পারেন। ধন্যবাদ

amitbd
2015-04-03, 05:04 PM
বেশির ভাগ ট্রেডার তাদের ট্রেডে লস করে বিভিন্ন কারনে , বেশি বেশি লোভ করার কারনে , সঠিক ভাবে এ্যানালাইসিস্ না করলে , বেশি সিগনালের উপর নির্রভরশীল হলে , আর ভাল করে ফরেক্স না শিখার কারনে ট্রেডার গণ বেশি বেশি লস করে ।

mamuniuk
2015-04-03, 10:31 PM
ফরেক্স মার্কেট আসলে এমন একটি মার্কেট যেখানে যদি কিছু না জেনে ভুল ভাবে ট্রেড করে তাহলে তাকে তার জন্য লস খেতে হবে সুতরাং প্রত্যেক ট্রেডার কে ভাল ভাবে ট্রেড করা শিখতে হবে।আমরা দেখি যে শতকারা ৯৫% ট্রেড লস খাই নতুন দের মধ্যে এটি হয় কারন তারা ইনভেস্ত করে ভুল ভাবে ট্রেড করে।সে জন্য যারা নতুন তাদের কে আগে ভাল ভাবে ফরেক্স মার্কেট সমন্ধে জানতে হবে ও এর রুল গুলো মেনে ট্রেড করতে হবে তাহলে সফল হওয়া যাবে ইনশাল্লাহ

mun195
2015-04-04, 11:42 AM
ফরেক্স মার্কেট দক্ষদের জন্য লাভজনক জায়গা যারা দক্ষ তারা ফরেক্স থেকে নিয়মিত আয় করছেন আবার লস ও হচ্ছে এটা হবেই মেনে নিতে হবে, বেশীর ভাগ ট্রেডাররা লস করে এটা ঠিক নয়! বেশীর ভাগ নতুন বা বিগেনাররা ফরেক্স মার্কেটে লস করে কারণ হল, শুরুতেই ট্রেড না বুজে রিস্ক নিয়ে ট্রেড করা, মার্কেট এনালাইসিস না করা, মানিমানেজমেনট না করা, ধৈর্য এবং স্ট্রাটেজি না মেনে ট্রেড করা, ডেমো অনুশীলন না করা এগুলোকে ফরেক্স এ লসের কারণ হিসেবে দায়ী করা যায়।

pallabbd
2015-04-04, 01:28 PM
ফরেক্স মার্কেটে অনেক কারনে লোকজন লস করে থাকেন যেমন, বেশি লোভ করা, মানি ম্যানেজমেন্ট না করা, উল্টা পাল্টা ট্রেড করা, এনালাইসিস সঠিক না করা, নিউজ না দেখে ট্রেড করা, স্টপ লস এবং টেক প্রফিট উল্লেখ না করা ইত্যাদি। এসব ভুল যারা করেন তারা ফরেক্স মার্কেটে খুব বেশি দিন টিকে থাকতে পারেন না। তাই আমি বলব, এসব কাজ যারা সঠিক ভাবে অনুসরণ না করবেন তারা ফরেক্সে লস করবেনই। ধন্যবাদ

NaimurRahman
2015-04-04, 03:01 PM
ফরেক্স এ নতুন রাই বেশির ভাগ লস করে থাকে। কারন তাদের কোন সঠিক সিস্টেম নেই। আর তারা মার্কেট উপরে যেতে থাকলেই বাই দেয়, নিচে যেতে থাকলে সেল দেয়। কোন লজিকের ধার ধরে না। আর সর্বশেষ হল তাদের লোভ টা একটু বেশি।

rupakbd
2015-04-04, 05:49 PM
প্রায় ৯০% এর ওপরে ট্রেডার রা ফরেক্সে লস করে থাকেন। কারণ, তারা কোন রুল অনুসরণ করেন না, ফরেক্সে টিকে থাকার জন্য বেশ কিছু রুল রয়েছে। যেমন, মানি ম্যানেজমেন্ট সঠিক করে করতে হবে, ভাল এনালাইসিস করতে হবে, সঠিক সময়ে ট্রেড করতে হবে, উল্টা পাল্টা ট্রেড করা যাবে না, বেশি ট্রেড করার দরকার নেই, অনেক কারেন্সিতে ট্রেড করার দরকার নেই ইত্যাদি। ধন্যবাদ

khan
2015-04-04, 11:56 PM
মার্কেটে অনেক কারনে লোকজন লস করে থাকেন যেমন, বেশি লোভ করা, মানি ম্যানেজমেন্ট না করা, উল্টা পাল্টা ট্রেড করা, এনালাইসিস সঠিক না করা, নিউজ না দেখে ট্রেড করা, স্টপ লস এবং টেক প্রফিট উল্লেখ না করা ইত্যাদি। এসব ভুল যারা করেন তারা ফরেক্স মার্কেটে খুব বেশি দিন টিকে থাকতে পারেন না। তাই আমি বলব, এসব কাজ যারা সঠিক ভাবে অনুসরণ না করবেন তারা ফরেক্সে লস করবেনই।

Ali77
2015-04-05, 09:28 AM
বেশির ভাগ ট্রেডার তাদের ট্রেডে লস করার অনেক কারন আছে সেগুলো হচ্ছে না জেনে না বুঝে বেশি বেশি লাভের আশা করার কারনে ভালভাবে এ্যানালাইসিস্ না থাকার কারনে আর ভাল করে ফরেক্স না শিখার কারনে ট্রেডার গণ বেশি বেশি লস করে তাই আমরা মনে করি অনেক ধৈর্য না থাকলে আমাদের লস হবে এবং ফরেক্স যে ভাবে জানলে আমরা ভালভাবে শিখবো শেভাবেই বুঝেশুনে ট্রেড করলে আমরা লচের সম্মুখীন হব না।

shojib23
2015-04-06, 09:25 PM
কিছু না জেনে ফরেক্স করা একে বারেই বৃথা চেষ্টা ।প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয় । কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে । তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে । কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন । সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে । কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না । সে ক্ষেত্রে অনেকে লস করে । ভাল বাবে না শিখে তাই রিয়েল ট্রেডিং করা উচিৎ না ।

abdulmalek
2015-04-07, 12:42 AM
খুব দারুন একটা প্রশ্ন বা বিষয় এটা। আমরা শুনে থাকি যে, ফোরেক্স মার্কেটে অনেক বেশি পরিমান লোক লস করে থাকেন। এমনকী এর পরিমান ৮৫ থেকে ৯৫% এ হয়ে থাকে। আমার মতে ফোরেক্স মার্কেটে লসের প্রধান কারন হল লোভ করা। অর্থাত মানি ম্যানেজম্যান্ট ফলো না করা। এর সাথে রয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস, কোন স্টাটেজি না থাকা, কোন সাইট বা ব্যাক্তির উপর নির্ভরশীল হয়ে পরা, একই সময়ে একাধিক ট্রেড করা ইত্যাদি।

Foyazur
2015-04-07, 04:28 PM
ফরেক্স মার্কেট দেখা যায় বেশির ভাগ ট্রেডার না বুঝে ট্রেড করে এতে করে অনেক ট্রেডার লস করে বসে।শুধু মাত্র ফরেক্স মার্কেটে অবিজ্ঞ ট্রেডার ভালো টাকা আয় করতে পারে।ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার প্রথমে লস করে।অনেক ক্ষেত্তে দেখা যায় ট্রেডার লোভে করার ফলে ফরেক্স মার্কেট অনেক টাকা লস করে বসে তাই আমাদের ফরেক্স মার্কেটে লোভ করা থেকে বিরত থাকতে হবে।

Hera1234
2015-04-08, 11:58 AM
বেশির ভাগ ট্রেডার গণ যে কারনে লস খাই তা পয়েন্ট আকারে তু্লেধরা হল। ১। ট্রেড সম্পর্কে ধারনার অভাব। ২। আবেগপ্রবনতা ৩। নিজের উপর আত্মবিস্বস। ৪। কারো কথায় ট্রেড করা। ৫। না বুঝে ট্রেড করা। ৬। সিগনালের উপরে নির্ভর ৭। ভালো ভাবে ডেমো ট্রেড না করা। ধন্যবাদ।

shojib23
2015-04-08, 10:25 PM
কিছু না জেনে ফরেক্স করা একে বারেই বৃথা চেষ্টা । তাই ভালবাবে অভিজ্ঞতা অর্জন করে তারপর ফরেক্স করেন তাহলে লস হবার কোন কারন নেই ।

shimulmoni
2015-04-13, 08:59 AM
হ্যা বন্ধু আপনি একদমই ঠিক বলেছেন যে ৯৫% বিগেনাররা ফরেক্স ট্রেডিংয়ে এসে লস করে থাকে তবে যে শুধু বিগেনাররাই লস করে তা্ও নয় অনেক পুরাতন ট্রেডাররাও লসের কবলে পরে এবং একাউন্ট জিরো করে তবে একটা বিষয় ঠিক যে সব ধারনের ট্রেডারার নিয়ম না মানার কারনে লস করে। ধন্যবাদ।

MD Aktarul Arefine
2015-04-13, 03:37 PM
আপনি যত অনুশীলন করবেন ততই আপনি নিজে আর একজন দক্ষ ট্রেডার হিসেবে তৈরি করতে পারবেন । ফরেক্স মার্কেটে যারা নতুন তারা অনেকে লোভে পরে অনেক ইনভেস্ট করে যার পরিনাম খারাপ হয় । ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে । আর লোভে পড়ে বেশি পরিমানে ট্রেড করলে অ্যাকাউন্ট শূণ্য হতে সময় লাগবেনা।

saown
2015-04-13, 04:19 PM
অনেক ট্রেডার আছে যারা নিজে কিছু না শিখে অন্যের উপর ভরসা করে ট্রেড করে, আবার কিছু ট্রেডার আছে যারা না বুঝে ফরেক্স মার্কেটকে একটা জুয়া খেলার জায়গা মনে করে তারা তাই বেশির ভাগ সময় না বুঝে এবং না জেনে ট্রেড করার কারনে লস করে।

TselimRezaa
2015-04-13, 04:48 PM
বেশির ভাগ ট্রেডারই ফরেক্সে লস খায় ফরেক্স সম্পর্কে অজ্ঞতার কারনে, মার্কেট এনালাইসিস না করে ট্রেড না নেয়ার জন্য। মার্কেট এনালাইসিস করে উলটাপালটা ট্রেড নিলে তো লস খাবেই। আগে ফরেক্স ভালোভাবে শিখে ট্রেড করতে হবে। নয়তো লস খেয়ে পড়ে থাকবে। বেশির ভাগ ট্রেডারই ধৈর্য নিয়ে ফরেক্স শিখতে চায় না তাই লস খায়।

hasanat
2015-04-13, 08:43 PM
ফরেক্স মারকেটে লস করার জন্য নানান কারন হতে পারে । লস করার প্রধান কারন গুলো হোল ঃ ফরেক্স মারকেট আনাল্যসিস না করে ট্রাদ করা ,ফরেক্স মারকেট টড়াডিং বেশি রিস্ক নেয়া ।ফরেক্স না বুজে ট্রা
দ করার, ফরেক্স না সিখে ট্রাদ করার। ট্রাদিং অত্তাধিক এমতিওনাল হয়া ।আপনি উপএরে কাজ গুলো করা থেকে বিরত থাকলে আপনি ফরেক্স মারকেট থেকে ভাল প্রফিত আশা করতে পারেন ।

Shimanto754
2015-04-14, 09:07 AM
বেশিরভাগ ট্রেডার ফরেক্সে লস করে।আর এই বেশিরভাগ হল নতুন ট্রেডাররা।নতুন ট্রেডাররা ট্রেডকে খুব সহজ মনে করে।এমনকি অনেকেই মনে করে ফরেক্স কি বা শিখব।ভাগ্যে থাকলে থাকবে না থাকলে না।এমন মানসিকতার সাথে যারা ফরেক্সে ট্রেড করে বেশিরভাগ তারাই লস করে। এবং অবশেষে ফরেক্স ছেড়ে দেয়।

Emrul Hasan
2015-04-14, 09:15 PM
ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেডারই লস খায়। কেও বেশি কম। বেশিরভাগ ট্রেডার রা লস খায়। তারা ফরেক্স ডেমো তারা ঠিক মত প্রাকটিস করে না। তারা ফরেক্স মানি ম্যানেজমেন্ট বুঝে না। আর একবার লস খাওয়ার পর তারা অনেক বেশি অস্থির হয়ে পরে। তায় তারা লস খায় .ফরেক্স এ কাজ করতে হলে থান্ডা মাথায়কাজ করতে হয়

akashbd
2015-04-14, 09:27 PM
ভলিউম বেশি দেওয়া, মানিমানেজমেন্ট ঠিক না রাখা, নিউজ খেয়াল না করা, বেশি লোভ করা ইত্যাদি। এইসব যে বাক্তি ত্যাগ করতে পারবেন সে ফরেক্সে সফল হবেনই। একটি জিনিস ফরেক্সে আরও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে তা হল সময়। ঠিক সময়ে ট্রেড অপেন করা। ধন্যবাদ

saiful8780
2015-04-15, 03:35 PM
বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে মুলত লোভের কারনে। যে সকল ফরেক্স ট্রেডারগন লোভ ঠিকমত সংবরন করতে না পারেন তারা প্রায় সময়ই লস করে থাকেন। ফরেক্স মার্কেটে ৯৫% লসার ট্রেডারদের মধ্যে বেশির ভাগই এই একমাত্র লোভের কারনে লস করে সুতরাং েএটা বন্ধ করতে হবে প্রথমে

monorom
2015-04-26, 05:24 PM
ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার বিভিন্ন কারনে লস করে থাকে । যে সব কারনে ফরেক্স মার্কেট এ লস করে থাকে তা হল - ফরেক্স মার্কেট এ ডেমো অ্যাকাউন্ট এ আভিজ্ঞতা অর্জন না করে রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেডিং করা , আবেগ এর বসে ট্রেডিং করে ট্রেডাররা লস করে থাকে । ম্যানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেড করে ট্রেডাররা লস করে থাকে । ওভার ট্রেডিং এর ফলে ট্রেডাররা লস করে থাকে । ভালো ভাবে আনালাইসিস না করে ট্রেড করে ট্রেডাররা লস করে থাকে ।

banna
2015-04-26, 06:38 PM
যারা নতুন ফরেক্স মার্কেটে জয়েন করে তারা সবসময় ভাবে ফরেক্স থেকে ইনকাম করতে চাইলে ফরেক্স সম্পর্কে বেশি কিছু জানার দরকার নাই। শুধু মাত্র বাই আর সেল সম্পর্কে জানলেই চলে। আমি এমন অনেক ট্রেডার দেখেছি যারা এভাবে ফরেক্স মার্কেটে অনেক লস করেছে। তাই আমার মনে হয় ফরেক্স থেকে লাভ করতে হলে প্রথমে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালভাবে জানা দরকার। তাহলে ফরেক্স মার্কেট থেকে ইনকাম সবাই করতে পারবে।

jjamin84
2015-04-26, 09:55 PM
বেশীর ভাগ ট্রেডাররা লস করার কারণ হলঃ তারা মনে করে অল্পতেই বেশী শিখে ফেলছি। আমরা বাঙ্গালী অল্প পরিশ্রমে বেশী আয় করতে চাই। ফরেক্স এমন একটি প্লাটফর্ম যেখান থেকে প্রতিনিয়ত কিছু শিখার এবং জানার আছে।

forexlover
2015-04-27, 03:36 PM
ফরেক্সে যারা নতুন আসে তারা প্রায়ই লস করে এবং তাদের একাউন্ট জিরো করে ফেলে। এতে করে তারা প্রচুর মনঃক্ষুণ্ণ হয়। তারা মানি ম্যানেজমেন্ট করতে বার্থ হয়, ওভার ট্রেডিং করে, বেশি লোভ করে, এনালাইসিস সঠিক করে করে না ইত্যাদি আরও অনেক কারনে। ধন্যবাদ

moinuddib
2015-04-27, 04:42 PM
ফরেক্স মুদ্রা বাজারে আয় করতে হলে আপানকে অবশ্যই ফরেক্স এর বিভিন্ন রুলস কানুন জানতে হবে, ডেমো তে ত্রেদ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এগুলো না ক্রে ফরেক্স মারকেত এ ত্রেদ করতে গেলে সব সময়ই লস হবে। ভাল ত্রাদের হতে হলে কি ভাবে এনালাইসিস করে জানতে হবে, টাইম ফেরেম কি, মানি মেনেজমেন্ত কি জানতে হবে। নতুন ত্রেদের রা লস খাওয়ার কারন এগুলো। করো কথা শুনে বা সিগ্নাল দেখে ত্রাদ করলে লস হবে। তাই লস না হওার জন্ন নিজে বুঝে, নিজের অভিগতা কাজে লাগিয়ে ত্রেদ করলে লস হওয়ার সম্ভাবনা তেমন নাই।

abdullahsajib
2015-05-11, 11:39 PM
আমরা জানি যে কোন কাজে ভুল হলে অবশ্যই আমাদের সেই কাজে ভাল করার আগ্রহ আরও বেড়ে যায় তো যদি আমরা ফরেক্সএ কখোনো আমাদের অর্থ লস করি তো আমি সব ট্রেডারদের বলব ভেংঙে না পরে চেষ্টা করুন কিভাবে আরও ভাল করা ফরেক্সএ লস করার সাধারন কারন হলো :
+অতিরিক্ত ভলিউন
+ মানিম্যানেজমেন্ট না মানা
+ ওভার কন্ফিডেন্ড
+ একাধিক ট্রেড ওপেন ইত্যাদি।

Bappy01
2015-05-20, 11:47 AM
ফরেক্স এ বিভিন্ন কারনে লস হতে পারে কিন্তু তার মধ্যে প্রধান কারন হল না জেনে ট্রেড করা। আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল করে না জানেন তাহলে আপনার লস হবে নিশ্চত তাই সবা ট্রেডারদের উচিত ভাল করে ফরেক্স সম্পর্কে জানা ও অনেক অভিজ্ঞতা অর্জন করা। আর আপনি যদি ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং ফরেক্স এর অনেক কিছু যদি আপনি শিখতে পারে তাহলে আপনি প্রতিটি ট্রেডে লাভ করতে পারবেন।

rajib01
2015-05-20, 02:04 PM
কারন সবাই চায় ফরেক্স মার্কেটে থেকে অনেক টাকা ইনকাম করতে তাই লস খার । তারা যদি ভাল করে মার্কেটে কাজ করে মার্কেট বুজে ট্রেড করতে পারে তা হলে তারা ট্রেড করে কোন সময় ও লস খাবেনা । তাই সবার আগে ফরেক্স মার্কেটে ট্রেড কয়ার আগে ভাল করে ফরেক্স শিখতে হবে জানতে হবে ট্রেড কয়ার এক্সপার্ট হতে হবে তা হলে ভাল হয় সবার জন্য ।

rajib01
2015-05-20, 02:08 PM
বেশি ভাল ট্রেড আর তার কারন হল তারা ফরেক্স ভাল করে না শিখে মার্কেটে টাকা ইনকাম করার জন্য আসে তারা কাজ না শিখে মার্কেটে ট্রেড করে লস খার আর তারা যদি টাকা ইনকাম করার জন্য না এসে তারা ভাল করে কাজ শিখতে পারে তা হলে পরে ট্রেড করে অনেক টাকা ইনকাম করতে পারবে খুব সহজেই তালা লস হবে ।

rajib01
2015-05-20, 02:11 PM
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে তাদের কারনেই তারা ফরেক্স মার্কেটে থেকে বেশি করে টাকা ইনকাম করতে আসে মার্কেটে ৮০% লসার ট্রেডারদের মধ্যে বেশির ভাগই এই একমাত্র টাকার কারনে লস করে সুতরাংটাকা ইনকাম করার চিন্তা বন্দ করতে হবে আগে ভাল করে কাজ শিখতে হবে ধন্যবাদ ।

Dipok121
2015-05-20, 02:24 PM
ফরেক্সে মার্কেট এমন একটি পেলেস যেখানে থেকে টাকা উপার্জন করা যায়। তো যেখানে টাকা পয়সা উপার্জন করা যায় তার কিছু নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি এগুলো পালন করে সেই লাভবান হতে পারবে । আর যে ব্যক্তি নিয়ম কমান্য করে সে লস খায়। দেখা যায় অনেকে মানি ম্যানেজমেন্ট করতে পারে না । বা কখন ট্রেড করলে ভাল হবে তা অনেকে এ জানে না । যারা ফরেক্সে প্রথম থেকে ভালো করে শিখতে পারে না । তাদের এ বেশী লস হয়। তাই অবশেষে বলবো আমাদের বেশী লোভ করা যাবে না ।

musa
2015-05-24, 11:22 PM
ফরেক্সে লস করার যথেষ্ট কারণ রয়েছে। যেমনঃ এনালাইসিস ভুল হলে, ওভার ট্রেডিং করলে, বেশি লোভ করলে, বেশি ভলিউমে ট্রেড ওপেন করলে, অভিজ্ঞতা না থাকলে ইত্যাদি আরও অনেক কারণে। তাই আমি মনে করি আপনাকে এই গুলো তাগ করতে হবে। তাহলেই আপনি ফরেক্সে আপনার কাঙ্খিত প্রফিট করতে পারবেন। ধন্যবাদ

raihanuddin
2015-05-25, 02:59 AM
বেশীর ভাগ সময় ট্রেডার তার নিজের কারনে লস হয়।ভুল অ্যনালাইসিস করলে,বেশী লাভ করার আশাই লোভ করলে,অল্প ধারনা নিয়েই ট্রেড অপেন করলে ইত্যাদি কারনে লস হয়।তাই আমাদের উচিত লোভ পরিহার করে ভালভাবে জেনে ট্রেড করা। ধন্যবাদ

jjamin84
2015-05-27, 09:59 AM
আমি মনে করি বেশির ভাগ ট্রেডার তাদের ট্রেডে লস করার কারন হল- ফরেক্স ব্যবসার সম্পূর্ণ কনসেপ্ট রীতিনীতি গুলো খামখেয়ালীর সাথে পরিচালনা করা। প্রতিটি ট্রেড থেকে প্রফিট আসা করা। নিজের দক্ষতার চেয়ে বেশি রিস্ক নিয়ে নেওয়া।

palsandip1981
2015-05-27, 09:38 PM
এটার অনেক গুল কারন আছে, যেমন, সঠিক ভাবে না জেনে ফরেক্স করা, বেশি বেশি লোভ করার কারনে, ডেমো আকাউন্টে মনের খুশি মত ট্রেড করা, ধৈর্য না থাকা। অনেক লস হবার পর আমরা বুঝতে পারে যে বিষয়টা আসলে কি। পাশাপাশি মাথায়ে রাখতে হবে যে ফরেক্স সম্পর্কে না জেনে লাইভ ট্রেড করা উচিৎ না। ফরেক্স মার্কেটে তখনই আশা ভাল যখন আপনি সম্পূর্ণ ধারণা লাভ করতে পারেন।

biswas90
2015-05-27, 10:13 PM
না বুঝে ট্রেড করলে লসের সম্ভাবনা ১০০% । আর না বুঝে ট্রেড করার কারনেই অধিকাংশ ট্রেডাররা লসের সম্মুখীন হয় । তাছাড়া ধৈর্যহীনতা অন্যতম একটি কারন । অল্প সময়ে অধীক প্রভিট করতে গিয়ে লসের সম্মুখীন হয় । বিশেষ করে টেনএজাররাই এই ভুলটি করে থাকেন। অ্যানালাইসিস না করে অচেতনে ট্রেড করলেও লস হবার সম্ভাবনা ৯৯% ।

md.tariqul
2015-05-28, 12:13 AM
ফরেক্স এ লস হওয়ার কারন গুলো হল
১/অধিক লোভ ।
২/ সঠিক ভাবে ট্রেড করতে না পেরলে ।
৩/ সঠিক সময়ে ট্রেড করত না পারলে।
৪/লস হওয়া ট্রেড গলো আধিক সময় রেখা দিলে।

Md.muin
2015-05-28, 02:34 AM
যারা নতুন না বুঝে বিজনেস করাটা বুকামি।যারা মনে করে ট্রেড করা সহজ তারাই ধরা খায় ।নতুন মেম্বেরদ্র উচিৎ ডেমো ভালভাবে করা অবিজ্ঞতা পূর্ণ হওয়া।

kamrul10
2015-05-28, 07:25 AM
বেশির ভাগ ট্রেডারে যে কারনে ফরেক্স এ লস করেন তা হল সামান্য ধারনা থেকেই মনে করে আমি অনেক শিখে গেছি সেই হিসাবে তারা ট্রেড করে। মাকে'ট সম্বন্ধে বোঝার চেষ্টা করে না। তারা মনে করে ট্রেড করতে পারলেই লাভ করা যায়। আসলে লাভ অত সহজ ব্যাপার নয়। এই মাকে'টে প্রচুর গবেষনা করতে হবে বুঝতে হবে।ফরেক্স ট্রেড কিন্তু খুব সহজ ব্যাপার নয়। এখান থেকে লাভ করতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে।

kumar1
2015-07-31, 05:20 PM
ফরেক্স মার্কেটে বেশির ভাগ লোক ট্রেড করতে এসে লস করে কারন ভাল কোন ধারনা না নিয়ে ফরেক্স ট্রেড সুরু করে ট্রেড করার সময় সুধু ট্রেড করতে পারলে ভাল হয় তাই মনে করে ট্রেড করার সময় এনালাইসিস করে না ভাল কোন ট্রেড পেলে ট্রেড করা উচিত সেটা ফলো করে না এই জন্য ফরেক্স মার্কেটে বেশির ভাগ লোক ট্রেডে লস করে।

Imran1995
2015-07-31, 05:23 PM
প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয় ।মনে করে ফরেক্সে ১ দিনেই ব্যালেন্স দ্বিগুণ করা যায় । অধিকাংশ ট্রেডার তার ক্যাপিটালের অনুপাতে অনেক বড় রিস্ক নিয়ে ট্রেড করে। দেখা যায় অ্যাকাউন্টে $১০০ আছে, কিন্তু $১ পিপস ভ্যালুর ট্রেড ওপেন করে বসে আছে ।

Komla
2015-07-31, 06:26 PM
বেসিরভাগ ট্রেডার লস করার মূল কারণ হল ফরেক্স সম্পর্কে তাদের জ্ঞান খুব কম এবং তারা অনেকেই ট্রেড করার সময় বেশী আয়ের জন্য লভ করে তাই তারা ফরেক্স মার্কেটে এ লস করে

mamun93
2015-08-01, 06:07 AM
বেশি ভাগ ফরেক্স ট্রেডাররাই অতিরিক্ত লাভের লোভে পরে ফরেক্স ট্রেডিংয়ে লস করে থাকে। তাছাড়া ফরেক্স ট্রেডিংয়ে যদি ভাসা ভাসা জ্ঞান ও দক্ষতা নিয়ে কেউ ট্রেড করতে বসে সেক্ষেত্রে ও লসের ফাদে পড়ে যায়,অন্যদিকে মার্কেট অ্যানালাইসিসের জ্ঞানের অভাব, মানিম্যানেজমেন্ট না করে ট্রেডিং সিদ্ধান্ত নিয়ে নেওয়া,অতিরিক্ত আবেগ ও উত্তেজনার বসে ট্রেড করে অনেক ট্রেডারই ফরেক্সে লস করে।

rafi1
2015-08-02, 12:16 PM
নতুন ট্রেডআররা লস করে নানা কারনে।
১ ট্রেডিং না বুঝে করার কারনে।
২ অভিজ্ঞতা কম্থাকার কারনে।
৩ অন্নের সিগ্নাল ব্যবহার করে। ইত্যাদি।

hmnayem
2015-08-02, 04:54 PM
আমার মতে ৯৫% বিগিনার ট্রেডার দের লস করার পিছনে তাদের ইমোশন কাজ করে । তারা যখন প্রথম ডেমো তে ট্রেড করে তখন ভুল বশত যদি কোন ট্রেড লাভ হয়ে যায় তাহলে তারা অনেক বেশি উত্তেজিত হয়ে যায় এবং মনে করে ট্রেড খুব সহজ বিষয় । তারা ট্রেড শিখে গেছে । তাই তারা রিয়েল ট্রেডে ইনভেষ্ট করে । আর লস খায় ।

sunil
2015-08-14, 08:48 PM
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার লস করে ফরেক্স সম্পরকে ভাল জ্ঞান লাভ না করে ফরেক্স মার্কেটে ট্রেড সুরু করে দিয়ে ইয়হাকে তাই বেশির ভাগ লক দেখা জায় যে ফরেক্স ট্রেডে লস করে তবে যদি ভাল করে ফরেক্স ট্রেড শিখে এশে ফরেক্স ট্রেড সুরু করে তাহলে লস করবে না ।

sagor
2015-08-15, 02:54 PM
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার লস করে কারন ওই সকল ট্রেডার ফরেক্স মার্কেট সম্পরকে ভাল কোন অভিজ্ঞতা না নিয়ে ফরেক্স ট্রেড করতে চলে আসে আর নতুন অবস্থায় কোন অভিজ্ঞতা না নিয়ে ফরেক্স ট্রেড করে তারাই বেশির ভাগ ট্রেডার লস করে।

abdullahjayed
2015-08-15, 04:09 PM
আমরা জানি যে ফরেক্স মার্কেটে লাভ করা খুব একটি সহজ কাজ নয় । সাধারনত যে সব কারনে বেশির ভাগ ট্রেডাররা লস করে থাকেন তা হলো :-
১. মানিম্যানেজমেন্ট না মানা।
২. স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার না করা।
৩. অধিক ট্রেড ওপেন করা ।
৪. অধিক ভলিউম ব্যবহার করা ।
৫. গোল্ড এ ট্রেড করা ইত্যাদি ।

Vimri
2015-08-15, 04:32 PM
ফরেক্স মার্কেটে লসের একটা সবথেকে বড় কারণ হল ফরেক্স মার্কেট সম্পর্কে অজ্ঞতা বেসির ভাগ ট্রেডাররা ফরেক্স মার্কেটে ট্রেড করে মার্কেট সম্পর্কে ভালো ভাবে না জেনে এছাড়া অতিরিক্ত লাভের আশায় না জেনে বুঝে ট্রেড করে একে বলে লোভ এই লোভ খুব খারাপ ফরেক্স মার্কেটের জন্য

sheikhbd05
2015-08-22, 04:28 PM
বেশির ভাগ ট্রেডার তাদের ট্রেডে লস করে বিভিন্ন কারনে , বেশি বেশি লোভ করার কারনে , সঠিক ভাবে এ্যানালাইসিস্ না করলে , বেশি সিগনালের উপর নির্রভরশীল হলে , আর ভাল করে ফরেক্স না শিখার কারনে ট্রেডার গণ বেশি বেশি লস করে। কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে । তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে । কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন । সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে । কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না । সে ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন ।

kabita
2015-08-23, 12:01 AM
আসলে ব্যবসায়ে লাভ লস আছে কিন্তু ফরেক্স মার্কেটে বেসির ভাগ ট্রেডার লস করে এর কারণ হল তাদের ফরেক্স মার্কেট সম্পর্কে অজ্ঞতা অনেক ট্রেডার আছে যারা মার্কেট না বুঝে ট্রেড করে এবং ট্রেড করার সময় অনেক মাত্রায় লোভ করে আর এটা হল ফরেক্স মার্কেটে লসের একটা বড় কারণ এছাড়া তারা ফরেক্স মার্কেটের সকল নিয়ম কানুন মেনেও চলে না

Kafu
2015-08-23, 12:37 AM
বেশি ভাগ লক ফরেক্স ভাল করে জানে না জার কারনে তারে ভুল ভাল ত্রিএদ করে থেকে তারা মনে করে তারা জা করে তাএ ঠিকে আর ভাল জার করনে তারে ফরেক্স মার্কেট এ লস করে ।

sima
2015-08-23, 01:48 AM
যে ৯৫% ট্রেডার এই মার্কেট এ লস করে তাদের অধিকাংশই লস করে এই মার্কেটে কোন কিছু না জেনে শুধু মাত্র শুনে ইনভেষ্ট করে। আর অন্যান্য লসের কারনগুলোর মধ্যে রয়েছে:- নিউজটাইম ট্রেড, মার্জিন লেভেল ফলো না করা, অন্য কারো সিগন্যাল দেখা, ভলিউম বড়দেয়া, মানি ম্যানেজমেন্ট না মানা ইত্যাদি।

nasir
2015-08-23, 04:26 AM
বেশির ভাগ ট্রেডার ফরেক্স এ লস করে ,তার কারন হল তারা ফরেক্স এ লেনদেন করার সময় লোভ করে।আমি ও প্রথম প্রথম লস করেছিলাম কিন্থু এখন আর করি না তার কারন হল আমি আর লোভ করি না।এমন অনেককেই আমি দেখিছি যে তারা একটু লাভ হলে তারা ট্রেড ক্লোজ করে না ,আর তাই তারা বেশি লাভ করার জন্য আরও লস করে।

maziz6989
2015-08-23, 09:08 AM
লসের একমাত্র প্রধান কারণ হল এনালাইসিস ছাড়া ট্রেডিং করা। আপনি যখনই কোন ট্রেড নেন না কেন আপনাকে প্রপার এনালাইসিস করতে হবে। আপনার কাছে এই প্রশ্নের উত্তর থাকতে হবে যে কেন আমি এই ট্রেডে এন্ট্রি নিলাম। দেখি যায় কিনা বলে কোন শব্দ এখানে রাখা চলবে না। আশা করা যায় লসের হাত থেকে কিছুটা হলেও বাচবেন।

Doom
2015-08-23, 10:46 AM
ফরেক্স এক্তি বাবসা তাই এখানে লাভ লস তো থাকবে কিন্ত আম মনে করি বেসির ভাগ ট্রেডার এই বাবসা থেকে বেসি কিছু আয় করতে পারে না কারন তারা নিজেদের লোভ নিওন্ত্রন করতে পারে না। লভি ও আবেগ ভরা লকেরা কখন টাকা আয় করতে পারে না।

Ekram
2015-08-23, 11:31 AM
বেশি ভাগ লক ফরেক্স ভাল করে জানে না জার কারনে তারে ভুল ভাল ত্রিএদ করে থেকে তারা মনে করে তারা জা করে তাএ ঠিকে আর ভাল জার করনে তারে ফরেক্স মার্কেট এ লস করে ।

ভাল করে না জেনে ফরেক্স করলে লস হওয়ার সম্ভবনা অনেক থাকবে। আমাদের কে অবশ্যই ভ্ল ভাবে জেনে বুঝে তারপর এই ট্রেড এ নামতে হবে। এই জন্য একজন অভিজ্ঞ ত্রেদার এর কাছে গিয়ে বিস্তারিত শিখে ট্রেড করলে ভবিষ্যতে লাভবান হওয়া যাবে।

sona
2015-08-23, 05:25 PM
ফরেক্স মার্কেটে জারা লস করে কিংবা বেশির ট্রেডার লস করে ফরেক্স সম্পর্কে কোন ভাল অভিজ্ঞতা অর্জন না করে ফরেক্স মার্কেটে আসে ফরেক্স ট্রেড করে কোন বেশির ভাগ ট্রেডার জারা কোন কিছু চিন্তা ভাবনা না করে ট্রেড করে কোন নিউজ না দেখে ট্রেড করে ।

lota
2015-08-28, 12:51 PM
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রদার লস করে কারন ফরেক্স সম্পর্কে ভাল কোন অভিজ্ঞতা না থাকার কারনে বা অভজ্ঞতার অভাব থাকে তাই বেশির ভাগ ফরেক্স ট্রেডাররা লস করে আর যখন ট্রেড করে তখন কোন এনালাইসিস ছাড়া কোন ট্রেডিং প্লান ছাড়া ফরেক্স ট্রেড ওপেন করে।

chor
2015-08-28, 02:41 PM
বেশির ভাগ ট্রেডার লসের একটা বড় কারণ ফরেক্স মার্কেট সম্পর্কে অজ্ঞতা এছাড়া মার্কেট সম্পর্কে অভিজ্ঞতার অভাব এবং তারা ট্রেড করার সময় ফরেক্স মার্কেট খুব একটা এনালাইসিস করে না তাছাড়া অনেকে ভুল ট্রেড করে এছাড়া ফরেক্স মার্কেটে খুব বেশি লোভ করে এজন্য বেশির ভাগ ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে

snehashish
2015-08-29, 12:39 AM
ফরেক্স মার্কেট হল উচ্চ মাধ্যমিক একটি ভালো মানের বিজনেস । সবই করতে পারে এই বাণিজ্য , ফরেক্স মার্কেট এ লস এর একটা কারন তা হল অতিরেক্ত লোভ । উভার ট্রেডিং করা এবং না বুঝিয়া ট্রেড করা । ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো না জানা । এই সব কারনে ফরেক্স বেশি লস করে সব ট্রেডরা ।

joy rahman
2015-08-29, 01:18 AM
ফরেক্স এ লস হবার ১ম কারন হচ্ছে অদক্ষাতা ,নাবুজে ট্রেড লোভ করা এসব। ফরেক্স এ ভাল কিছু পাইতে হলে আপনাকে ভাল করে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে না হলে লস করবেন

lopa
2015-08-29, 09:18 AM
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার লস করে কারন ভাল অভিজ্ঞতার অভাব থাস্কে জ্ঞান অর্জন না করে ফরেক্স মার্কেটে আসে আর কোন এনালাইইসিস ছাড়া ফরেক্স ট্রেড ওপেন করে তাই বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে ।

jayedjayed
2015-08-29, 11:49 AM
আমরা যদি মার্কেটের দিকে ভালো করে দেখি তাহলে দেখতে পাব ৯৫% লোক এখানে লস করে। আর ভালো করে তেখলে এখানে মানুষ তার লোভ সামলাতে নাপেরে তাদের বিভিন্ন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এর জন্য লস করে। আর মার্কেটে থেকে অনেকে জুয়াখেলতে গিয়েও লস করেফেলে। এই বিষয়গুলো কন্ট্রোল করতে পারলে আপনি অবশ্যই এখানথেকে প্রফিট করতে পারবেন।

Fxaziz
2015-08-29, 12:26 PM
সবাই বলে ফরেক্স মার্কেট এ নাকি ৯৫% ট্রেডার লস করে। যদি এতবেসি মানুষ ফরেক্স মার্কেট এ লস করে তাহলে তারা কেন আবার ফরেক্স মার্কেট এ পিরে আসে।ফরেক্স মার্কেট এ অনেকেই লস করে তাদের নিজের কারনে। তারা ফরেক্স মার্কেট সম্পর্কে না যেনে ট্রেড করে। তারা ফরেক্স মার্কেট কে ভালোভাবে এনালাইসিস না করে ট্রেড শুরু করে তাই তারা ফরেক্স মার্কেট এ লস করে। আর একটি কারন হচ্ছে লোব করা। ফরেক্স মার্কেট এ লোব এর কোন জাইগা নেই।

Imran1995
2015-08-29, 12:48 PM
প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয় । কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে । তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে । কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন । সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে । কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না । সে ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন । ধরে রাখুন ফরেক্সে আপনার প্রথম ২টি ডিপোজিট আপনি হারাবেন । বুঝে ট্রেড করার চেষ্টা করুন । দেখবেন তখন ট্রেডিং অনেকটা সহজ লাগবে ।

amranamir
2015-08-29, 01:04 PM
১/ডেমোট্রেড প্রকটিসে অনিহা,কারন লাভ হলে টাকা তুলতে পা রে না
২/নিজের প্রতি অভার কনপিডেন্স(লোভ)
৩/টেকনিক্যাল অ্যানালাইসিস করে করা চাড়া সিগন্যালের ওপর নির্ভরশীলতা
৪/খুব দ্রুত ধনী হওয়ার অাশায় বড ধরনের রিস্ক নিয়ে ট্রেড করা
৫/ ট্রেডিং স্ট্রাটেজি না থাকার কারেন
মূল কথা হলো বাস্তবে বিশ্বাসী তো তাই লস টা বাস্তবে করে দেখি ,কারন অামরা নিজের ভূল থেক শিক্ষা নিদে রাজি অাছি অপরে র ভূল থেকে না

sumonyahoo24
2015-09-27, 02:51 PM
যারা দক্ষ তারা ফরেক্স থেকে নিয়মিত আয় করছেন আবার লস ও হচ্ছে এটা হবেই মেনে নিতে হবে, বেশীর ভাগ ট্রেডাররা লস করে এটা ঠিক নয়! বেশীর ভাগ নতুন বা বিগেনাররা ফরেক্স মার্কেটে লস করে কারণ হল, শুরুতেই ট্রেড না বুজে রিস্ক নিয়ে ট্রেড করা, মার্কেট এনালাইসিস না করা, মানিমানেজমেনট না করা, ধৈর্য এবং স্ট্রাটেজি না মেনে ট্রেড করা।এগুলা লস হবার অন্যতম প্রধান কারন।কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন । সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে । কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না । সে ক্ষেত্রে অনেকে লস করে ।

pips
2015-09-27, 09:24 PM
আমি বলব যে ফরেক্স এর বেশির ভাগ ট্রেডার তাদের নিজের খাম খেয়ালির জন্য লস করে থাকেন। আর যারা ফরেক্স এ প্রচুর লস করেন তারা হল নতুনেরা। এরা না জেনে না বুঝে ফোরাম এ ট্রেড করতে আসে। যার পরিমান হয় ভয়াবহ। নতুনেরা বেশি লস করে তাদের লোভ এর জন্য আপনাকে মনে রাখতে হবে যে ফরেক্স এ লোভ এর কোন স্থান নেই। তারা ট্রেড এ সতকতা অবলম্বন করে না তাই তারা লস করে বেসি।

joy rahman
2015-09-28, 12:15 AM
ফরেক্স এ লস করার কিছু করন
না বুজে ট্রেড করা
লোভ করা
ইমোশনাল হয়ে পরা
ফরেক্স মার্কেট এর নিউজ না রাখা
কিছু না জেনে ফরেক্স করা একে বারেই বৃথা চেষ্টা । আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়

Imran2
2015-09-28, 12:22 AM
বেশির ভাগ ট্রেডাররাই ফরেক্সে লস খায় । তার কারণ ফরেক্স সম্পর্কে সম্পূর্ণ অভিজ্ঞতা না থাকার কারনে এবং ফরেক্সে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করার জন্য । মার্কেট এনালাইসিস করে উলটাপালটা ট্রেড নিলে তো লস খাবেই । আগে ফরেক্স ভালোভাবে শিখে ট্রেড করতে হবে। নয়তো লস খেয়ে পড়ে থাকবে ।আর বেশির ভাগ ট্রেডারদের ধৈর্য না থাকার কারণে তারা লস খায় ।

FxAhsan
2015-09-28, 01:20 AM
আমার কাছে মনে হয় ফরেক্সে যতনা এন্ট্রিতে ভুল হয় তারচেয়ে বেশি ভুল করি আমরা সঠিক মানি ম্যানেজমেন্ট আর টেক প্রফিট বা স্টপ লস ব্যবহার না করার কারনে।আপনার ইনভেস্ট যতই হোক না কেন সঠিক মানিম্যানেজমেন্ট না মানলে আপনি ফরেক্সে টিকতে পারবেন না।

prodip
2015-09-28, 12:54 PM
আমার জানা মতে বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে ফরেক্স সম্পরকে বেশি না জেনে ফরেক্স ট্রেড করতে আসে বা ফরেক্স মারকেটে যে সকল নিওম কানন আছে সেগুল না মেনে ফরেক্স মারকেটে ট্রেড করে আর ফরেক্স মারকেটে তাদের বেশি ধৈর্য নাই তারা লভকে কন্ট্রোল করতে পারে না ।

Defender
2015-09-28, 01:34 PM
যার ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো অভিজ্ঞ তাদের কাছ থেকে আমরা ফরেক্স ট্রেডিং শিখতে পারি এছাড়া ফরেক্স শিখায় বেশির ভাগ ট্রেডার লসের একটা বড় কারণ ফরেক্স মার্কেট সম্পর্কে অজ্ঞতা এছাড়া মার্কেট সম্পর্কে অভিজ্ঞতার অভাব আমি আগের মত ই বলতে চাই এটা থেকে আয় করতে হলে এটাকে নিয়ে আপনাকে বেশি করে সময় দিতে হবে

sumon37
2015-09-28, 03:11 PM
আমার মতে ফরেক্স এ বশির ভাগ ট্রেডার লস করে তাদের অদক্ষতার কারনে। ফরেক্স এর অপর যথেষ্ট ধারনা না থাকার কারনে অনেক ট্রেডার লস করে থাকেন। তারা ফরেক্স সম্পরকে অল্প ধারনা নিয়ে ট্রেড করতে গিয়ে বিপদের সম্মুখিন হতে হছে। বেশি লভের কারনে তারা ফরেক্স মার্কেট এ লস করেছে। আমি মনে করি ফরেক্স মার্কেটে তখনই আসতে পারে যখন সে পুরনাঙ্গ ধারণা লাভ করতে পারেন।

HELPINGHAND
2015-09-28, 03:31 PM
ভাল একটি স্ট্রাটেজি তৈরি করে সেটাকে ধরে নিজে নিজে সাইলেন্ট ট্রেড করুন। তার মানে আজকে একটা শেয়ার আপনার স্ট্রাটেজি অনুযায়ী কি হওয়া উচিৎ তা চিন্তা করুন এবং তার ফলাফল পরিমাপ করুন। তেমনি স্ট্রাটেজি টেষ্ট এর সময়ই আপনাকে ট্রেড ম্যানেজমেন্ট শিখতে হবে। রিস্ক রিওয়ার্ড জানতে হবে। কখনো লসে চলে গেলে কি করবেন সেসব বুঝতে হবে। টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড নিতে হবে। অনেক সময় আপনার স্ট্রাটেজিতে ট্রেড নেবার সময় আসলেও মার্কেট এনালাইসিস করে দেখতে পাবেন আপনার স্ট্রাটেজিতে এখন ট্রেড নেয়াটা রিস্কি হয়ে যাচ্ছে। তখন ট্রেড থেকে বিরত থাকতে হবে। অথবা ট্রেড দিয়ে ফেললেও সেটাকে ম্যানেজিং করতে হবে। একটা গুরুত্ত পূর্ণ বিষয় হল অন্য কাউকে দেখে শেয়ার কেনাবেচা করবেন না। প্রত্যেকের পোর্টফোলিও ভিন্ন হয়। কোন একজন যে কারণে শেয়ার কিনছেন বা বিক্রি করছেন তা হয়তো আপনার কারণের সাথে মিলবে না।

lima1
2015-09-28, 09:08 PM
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ফরেক্স ট্রেডার যে সকল কারনে লস করে ফরেক্স মার্কেটের যে সকল নিওম কানন আছে সে গুল নাস মেনে ফরেক্স ট্রেড করে মানিমেনেজমেন্ট মানে না লোভ বেশি করে লোভকে কন্ট্রোল করতে পারে না বেশি ভলিওম দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে অভার ট্রেড ওপেন করে এই জন্য বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে ।

AbuRaihan
2015-09-28, 11:24 PM
ফরেক্স ব্যবসায় বিগিনেররা লস করবে এটাই স্বাভাবিক । কারণ তারা প্রথম দিকে ফরেক্সকে মোটেও বুঝতে পারেনা । ফরেক্স এমন একটা মার্কেট যেটা প্রতি মুহুর্তে পরিবর্তনশীল । আর এই পরিবর্তনশীল মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে হলে অাপনাকে অনেক বেশি পরিশ্রমি এবং অনেক বেশি ফরেক্স জ্ঞানী হতে হবে । কারণ ফরেক্স কলা-কৌশলই আপনাকে ফরেক্স সম্পর্কে অনেক দক্ষ হিসেবে গড়ে তুলবে । দক্ষতা অর্জন করলে এই মার্কেটে লসের পরিমাণ অত্যন্ত কম হয় ।

joy rahman
2015-09-29, 12:17 AM
বেশির ভাগ মানুষ ই ফরে এ যে কারন এ লস করে
না বুজে ট্রেড করে
ফরেক্স না জেনে ট্রেড করে
লোভ করে
ইমোশনাল হয়ে পরে
ফরেক্স মার্কেট এর নিউজ রাখে না

Harun1650
2015-09-29, 12:37 AM
ফরেক্স এ বেশিরভাগ ট্রেডার আবেগে পরে এবং ভুল ট্রেড বসিয়ে লস এ পরে। আর এর মুল কারন হল বেশি লাভ এর আশায় যখন একজন ট্রেডার অধিক মুনাফা অর্জন করতে চায় তখন তারা একের অধিক ট্রেড ওপেন করে থাকে,মানি মেনেজমেন্ট না করে ট্রেড বসিয়ে থাকে, কোন ধরনের স্ট্রেটিজি ফলো না করে ট্রেড বসায়,কোন এনালাইসিস না করে ট্রেড করে এর জন্য বেশিরভাগ ট্রেডার লস করে থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে মাথা না ঠান্ডা রাখা যখন কোন লস করি তখন মাথা ঠান্ডা রেখে ট্রেড বসাতে হবে আর নয়ত লসে পরতে হবে।

M M RABIUL ISLAM
2015-10-16, 05:50 PM
আমার মতে ফরেক্স এমন একটি মার্কেট যেখানে যদি কিছু না জেনে ভুল ভাবে ট্রেড করে তাহলে তাকে তার জন্য লস খেতে হবে সুতরাং প্রত্যেক ট্রেডার কে ভাল ভাবে ট্রেড করা শিখতে হবে।ফরেক্স মার্কেট দক্ষদের জন্য লাভজনক জায়গা যারা দক্ষ তারা ফরেক্স থেকে নিয়মিত আয় করছেন আবার লস ও হচ্ছে এটা হবেই মেনে নিতে হবে, বেশীর ভাগ ট্রেডাররা লস করে এটা ঠিক নয়! আমি বলব, এসব কাজ যারা সঠিক ভাবে অনুসরণ না করবেন তারা ফরেক্সে লস করবেনই। ধন্যবাদ

basaki
2016-01-22, 07:17 AM
ফরেক্স ব্যবসার অনেক অনেক সুবিধা রয়েছে। ফরেক্স ব্যবসা অন্য সব ব্যবসার মত না। ফরেক্স ব্যবসা আপনি ইচ্ছে করলে এক ডলার দিয়েও আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে। আর এই ট্রেড আপনি সপ্তাহের পাচ দিনের যে কোন সময়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন বলে আমি মনে করি।

basaki
2016-01-22, 07:39 AM
আসলে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে কিছু না কিছু লসতো কম বেশি সবার হবেই। তারপরেও যে সব কারনে আমাদের ফরেক্স ট্রেডাররা বেশি লস করে থাকে তা হচ্ছে অজ্ঞতা। ফরেক্স মাড়ড়কেটে ট্রেড করতে আগে অবিজ্ঞতা সঞ্চার করে যদি আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি তবে আমাদের লস কম হবে।

sharifulbaf
2016-01-22, 08:02 AM
ফরেক্স মার্কেট এ বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে থাকে,কারন তারা ফরেক্স মার্কেট এর ট্রেডিং করে না বুঝে,তারা ফরেক্স মার্কেট এর এনালাইসিস করেনা,তারা ফরেক্স নিউজ দেখেনা,আবার অনেক ফরেক্স ট্রেডার আছে যারা লোভে পরে কম ব্যালেন্স নিয়ে বড় রিস্ক নিয়ে ট্রেডিং করতে গিয়ে ব্যালেন্স জিরো করে।

Sahed
2016-01-22, 11:12 AM
অধিকাংশ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে প্লান ছাড়া ট্রেড করার কারনে । শতকরা প্রায় ৮০ থেকে ৯০ জনই ট্রেড করে কোন প্লান ছাড়া যার ফলে লস করে অকালেই অনেকে এই মার্কেট হতে ঝরে পড়ে । মার্কেট থেকে লাভ করা বা লস করা কোন ভাগ্যের ব্যাপার নয় । এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা, মার্কেট এ্যনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, প্লানিং ইত্যাদির উপর । তাছাড়া ফরেক্স না শিখে না বুঝে অনেকে ট্রেড করার কারনেও লস করে থাকে ।

RUBEL MIAH
2016-01-22, 11:53 AM
বেশীর ভাগ ট্রেডাররাই যে কারণে লস করে সেটা হল লোভ । ফরেক্স ব্যবসা করতে গেলে কোন প্রকার লোভ করা যাবে না । যে লৌব করবে সে জীবনে উন্নতি করতে পারবে না । সুতরাং আমরা সব সময় লোভ থেকে নিজেকে হেফাজতে রাখব ।

raju0000
2016-01-29, 03:08 PM
ফরেক্স এ লসের একটা ভালো কারণ হলো ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা, দিতীয় কারনটা যেটা সেটা হছে গিয়ে খুব একটা ভালো এনালাইসিস না করেই ফরেক্স এ এগিয়ে যাওয়া, আমার মতে প্রতিটা ট্রেডিং করার আগে একটা এনালাইসিস করে নেয়া উচিত. এতে ভালো হয়, এবং এমসন এ ও কন্ট্রোল করা উচিত. ইমসন এ কন্ট্রোল না থাকলে আপনি ট্রেডিং এ লস করবেন ই.

real80
2016-01-31, 03:12 AM
ফরেক্স মার্কেটে যতজন ট্রেড করতে আসেন তাদের মধ্যে ৯০-৯৫% সফল হতে পারেন না। দেখা জায়,বেশিরভাগ সময় তারা লস করেন। কারন অনেকেই মনে করেন ফরেক্স মার্কেটে দ্রুত লাভ করাই একমাত্র উদ্দেশ্য। কিন্তু মার্কেটে সফল হতে গেলে টিকে থাকতে হবে। অভিজ্ঞতার অভাব,রিয়েল ট্রেডিং এ দক্ষ না হতে পারার কারনে অনেকেই লস করেন।

Marufa
2016-02-04, 06:46 AM
আমার মনে হয় বেশিরভাগ ট্র্রেডার রা যে কারনে লস খায় তার মধ্যে অন্যতম হচ্ছে অতিরিক্ত লাভের আশায় বড় বড় লটে ট্রেড করা । আমরা বড় বড় লটে ট্রেড করতে গিয়ে একাউন্ট জিরো করে ফেলি । আসলে এটা মোটেই ঠিক না বলে আমি মনে করি । সবারই উচিত নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে শেখা । না হলে সমস্যায় পড়তে হবে এটাই স্বাভাবিক ।

biswas90
2016-02-04, 08:53 AM
বেশি লাভের আশায় সেন্টিমেটাল হয়ে ট্রেড করার কারনেই অধীকাংশ ট্রেডাররা লস খায় । ধৈর্যহীনভাবে ট্রেড করাও এটি একটি বড় কারন । মার্কেট কারো নিয়মে চলেনা । এখানে ভাল করতে হলে অবশ্যই কোননা কোন ভাল স্ট্রাটেজি অনুসরন করতে হয় । সঠিকভাবে মার্কেট অ্যানালাইসিস করতে না জানার করনে এবং অতিরিক্ত লোভ করে ট্রেড করার কারনেই ট্রেডাররা লস করে ।

razu777
2016-02-04, 09:32 AM
আমার মনে হয় সবারই প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয় । কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে । তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে । কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন । সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে ।

md mehedi hasan
2016-02-04, 09:45 AM
ফরেক্স মার্কেটে বেশিভাগ ট্রেডার লস খায় অন্যতম প্রধান কারণ হচ্ছে লোভ ও দক্ষতা ছাড়াই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য।এই সল ট্রেডার ভালোভাবে ডেমো পাক্টিস না করে অধিক লোভ পড়ে লাভের আশায় রিয়েল একাউন্ট খুলে ট্রেড করা শুরু করে এবং পরিনিতি সরুপ একাউন্ট জিরো করে থাকে।এছাড়াও ফরেক্স মার্কেটে লস খাওয়ার আরও অনেক কারন রয়েছে যেমন অভারট্রেড করা,যৈর্যহীনতা,কোনপ্রকার এনালাইসিস না করা ও সাপোর্ট ও রেসিসটেন্স লেভেন সঠিক ভাবে নির্ধারন না করে ট্রেড করা

syed_rana
2016-02-04, 12:19 PM
ফরেক্সে লসের অনেকগুলি কারণ থাকে । তন্মধ্যে কিছু ট্রেডার নিজের ব্যলেন্স দ্বগুন করার লোভে লস করে থাকে । আবার কিছু কিছু ট্রেডার রয়েছেন যার অন্য জনের পরামর্শ অনুযায়ী ট্রেড করে । কেঊ কেঊ তো অভিজ্ঞ ফরেক্স ট্রেডার ভাইদের নিকট থেকে টাকার বিনিময়ে পরামর্শ কিনে থাকেন ।অন্যজনের কাছ থেকে নয়,বরং নিজে নিজে অ্যানালাইসিস করে তারপরই ট্রেড করুন ।

MotinFX
2016-02-04, 08:21 PM
আমি মনে করি ৯৫% ট্রেডার লস খায় কারন আমি এখনো প্রপিট করতে পারিনাই যদি এই ভাবে লস করতে থাকি আমি নিজেকে ফরেক্স থেকে দুরে চলে যেতে হবে লসের একটা সীমা থাকে। আমি মনে করি ৯৫% লস করে। আপনাদের মতামত জানান।

lotifahelen
2016-02-04, 09:42 PM
বেশির ভাগ ট্রেডার তাদের ট্রেডে লস করে বিভিন্ন কারনে , বেশি বেশি লোভ করার কারনে , সঠিক ভাবে এ্যানালাইসিস্ না করলে , বেশি সিগনালের উপর নির্রভরশীল হলে , আর ভাল করে ফরেক্স না শিখার কারনে ট্রেডার গণ বেশি বেশি লস করে । আমি মনে করি ফরেক্স মার্কেটে তখনই আসতে পারে যখন সে পুরনাঙ্গ ধারণা লাভ করতে পারেন।

Moon
2016-05-29, 12:11 PM
আমিও একজন নতুন ট্রেডার । তবে আমি অনেক বেশি উদ্বিগ্ন ছিলাম এটা শুনে যে ফরেক্স মার্কেটে প্রায় ৯০% ট্রেডার লস করে থাকে ! তবে অনেক পরে নিশ্চিত হলাম যে এই ৯০% হল নতুন ট্রেডার । আর এর পেছনে অনেক বেশি যুক্তিযুক্ত কারণ রয়েছে । একজন নতুন ট্রেডার দক্ষতাবিহীন এখানে এসে স্বাভাবিকভাবেই লস করতে পারে ।

rafiqulfx1
2016-07-21, 07:58 PM
আমার মনে হয় অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল । বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে । নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে । পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন । কিন্তু একটা কথা ভাবুন, যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে ? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে । সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না । নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন । আরও শেখার চেষ্টা করুন । অন্যদের জিজ্ঞেস করুন।

aida
2016-11-25, 03:35 AM
হ্যা বন্ধু আপনি একদমই ঠিক বলেছেন যে ৯৫% বিগেনাররা ফরেক্স ট্রেডিংয়ে এসে লস করে থাকে তবে যে শুধু বিগেনাররাই লস করে তা্ও নয় অনেক পুরাতন ট্রেডাররাও লসের কবলে পরে এবং একাউন্ট জিরো করে তবে একটা বিষয় ঠিক যে সব ধারনের ট্রেডারার নিয়ম না মানার কারনে লস করে। ধন্যবাদ।

cool razu
2016-11-25, 04:05 AM
আমার মনে হয় অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল । বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে । নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে । পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন । কিন্তু একটা কথা ভাবুন, যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে ? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে । সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না । নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন । আরও শেখার চেষ্টা করুন । অন্যদের জিজ্ঞেস করুন।

Bindu72
2016-11-26, 05:25 PM
ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেডারই লস খায়। কেও বেশি কম। বেশিরভাগ ট্রেডার রা লস খায়। তারা ফরেক্স ডেমো তারা ঠিক মত প্রাকটিস করে না। তারা ফরেক্স মানি ম্যানেজমেন্ট বুঝে না। আর একবার লস খাওয়ার পর তারা অনেক বেশি অস্থির হয়ে পরে। তায় তারা লস খায় .ফরেক্স এ কাজ করতে হলে ঠান্ডা মাথায় করতে হয়।

JOY33665577
2016-12-28, 09:37 PM
নিউজ ট্রেড করার জন্য আমার সাজেশান হল নিউজ পাবলিশড হওয়া পর্যন্ত অপেক্ষা করা। তার পরেই ট্রেড এ এন্ট্রি নেওয়া। কেননা নিউজ পজিটিভ অথবা নেগেটিভ সব দিকেই মার্কেট স্পাইক করে। এবং এরকম স্পাইকে পড়লে আমাদের মত ছোট ট্রেডারের একাউন্ট লাল হতে সময় লাগবে না।

RUBEL MIAH
2016-12-29, 07:28 AM
বেশীর ভাগ ট্রেডারই ওভার ট্রেডের জন্য লসে পড়ে যায় । আমরা যদগি দক্ষতার সহিত এই ফরেক্স ব্যবসা করতে পারি তাহলেই আর কোন সমস্যায় পড়তে হয় না । অতএব আমরা কখনোই ওভার ট্রেড করব না তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন যে কিভাবে লাভবান হতে পারেন । আর আমরা ধৈর্য়্রেরর সহিত ফরেক্স ব্যবসা করার সিদ্ধান্ত নেব ।

sujon30
2016-12-29, 11:06 AM
ফরেক্স মার্কেট এ বেশীর ভাগ যে কারনে লস গুলো করে থাতে তা এই বেসিক এর রুলস গুলো না মেনে চলার কারনে। ফরেক্স মার্কেট এ আয় করাটা খুবই সোজা যদি ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভাল করে জানা থাকে এর যে কাজ গুলো আছে তা যখাযখ ভাবে মেনে চলল্লে।

Rahamat123
2016-12-29, 11:39 AM
ফরেক্স মাকেটে থেকে বেশির ভাগ লস করে থাকে লোভ এর কারনে ফরেক্স থেকে লস এর প্রধান কারন লোভ | ফরেক্স মাকেটে যদি দক্ষ না হয়ে ফরেক্স মাকেট করা হয় তবে ফরেক্স থেকে লস করতে পারে |দুবলতা ডেমো পারতিস ফরেক্স থেকে আপনি যদি কম সময় ডেমো পারতিস করেন তবে আপনি লস করবেন |

Skfarid
2016-12-29, 11:45 AM
ফরেক্সে লসের কারণ হল - অভিজ্ঞতা অর্জন না করা, লোভ সামাল দেওয়া দিতে না পারা, মার্কেট এনালাইসিস করা না করা , মানিম্যানেজম্যান্ট সম্পর্কে নাজানা, ধ্যর্য ধরে ট্রেড না করা, ওভার ট্রেডিং করা ইত্যাদি । তাই লস কমাতে হলে উপরিউক্ত অভ্যাস গুলো বর্জন করতে হবে ।

riponinsta
2016-12-29, 12:30 PM
আমি মনে করি ফরেক্স মার্কেট এ লস করার অনেক গুল কারন আছে তার মধ্য বেশি বেশি টেড করা । আবার অনেক টেড আর আছে যারা টেড ইং সিস্টেম এর বাইরে জাইয়ে টেড করে । ফরেক্স মার্কেট এ লস করার আরও বড় কারন হল নিয়ম করে টেড না করা এই কারন এ অনেক টেড আর ফরেক্স মার্কেট এ লস করে । টেড ইং সিস্টেম ভুল থাকা না না বুজার জন্য অনেক টেড আর লস করে ফরেক্স মার্কেট এ ।

Nodi roy
2016-12-29, 02:12 PM
না জেনে না বুঝে কাজ করলে তো লস করতে হবে। যে সব ট্রেডার রা লস করে তারা ভাল করে ট্রেড না শিখেই কাজে লেগে যায় ফলে তারা লস এর শিকার হয়। ফরেক্স এ লাভ করতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আর বেশি বেশি ডেমো তে ট্রেড করতে হবে এই ভাবে ভাল করে ট্রেড শিখতে হবে তাহলে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন।

Competitor
2016-12-29, 02:37 PM
আমরা বেশিরভাগ ট্রেডার ফরেক্সে লস করি আমাদের নিজেদের ভুল সিদ্ধান্ত কিংবা মার্কেটের প্রতিকূল পরিস্থিতির কারণেই । আসলে যে যত বেশি দক্ষ হবে সে তত বেশি পরিমাণে ফরেক্স মার্কেটের বাঁধাগুলোকে টপকাতে পারবে । আর ফরেক্সে টিকে থাকতে হলে এর উপর প্রতিনিয়ত জ্ঞানচর্চা অব্যহত রাখতে হবে । আর দক্ষতাই হলো একজন মানুষের প্রধান শক্তি । তই দক্ষ হোন এবং লস কমান ।

uzzal05
2017-06-20, 08:51 PM
কার ও কথা শুনে বা আবেগ এর বশবর্তী হয়ে ফরেক্স ট্রেড এ ইনভেস্ট করা ঠিক না। আপনাকে বুঝে শুনে এখানে বিনিয়োগ করতে হবে। আর ফরেক্স শিখতে হবে, জানতে হবে। তা নাহলে আপনি ও ফরেক্স এ টিকে থাকতে পারবেন না।

Mamun13
2017-06-20, 09:04 PM
ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷তারা বেশি লাভের আশায় বড় লটে ট্রেড করে,প্রায়ই নির্ভয়ে ওভার ট্রেডিং করে,মানি মেনেজমেন্ট সঠিক ভাবে ফলো করে না,লিভারেজ নেয় অনেক বেশি,সেশন দেখে-বুঝে সময় মতো ট্রেড করে না,নিউজ আওয়ারে নিউজ ইমপেক্ট না বুঝেই ট্রেড করতে থাকে,দ্রূত লাভের আশায় স্ক্যালপিং করে...অস্হির হয়ে ট্রেড করে৷

01797733223
2017-12-29, 08:31 PM
ভাই ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডারের লসের মূল কারন হছ্ছে তার নিজের দোষের কারনে । কারন প্রথমত দেখা যায় যে সে মানি ম্যানেজম্যান্ট ছাড়াই ট্রেডগুলো নেওয়ার চেষ্টা করে, এরপর দেখা যায় যেটা সেটা হল তার লোভকে নিয়ন্ত্রন করতে সে অক্ষম বলেই কিন্তু সে কোন পজিশন ফলো না করে রেনডোমলীভাবে যেখানে সেখানে ট্রেড নিয়ে লস করে এবং পরিশেষে বলব সে তার অভিজ্ঞতার অভাবে বেশিরভাগ ট্রেডে লস খায়।

Mahidul84
2017-12-30, 08:13 PM
আমার জানা মতে বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে থাকে তাদের নিজের দোষের কারণে। প্রথমত কারণ হচ্ছে সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট না করে ট্রেডিং কার্যপরিচালনা করা, ওভার ট্রেডিং করা, নিউজ সঠিকভাবে ফলোআপ না করা এবং মার্কেট এনালাইসিস না করে ট্রেড ওপেন করার ফরেক্স বেশির ভাগ ট্রেডার প্রায় প্রতিটি ট্রেডে লস করে থাকে। মোটকথায় বলা যায় ট্রেডাররা অভিজ্ঞতার অভাবেই প্রায় প্রতিটি ট্রেডে লস করে থাকে।

expkhaled
2017-12-31, 11:15 AM
আসলে আমি কখনও এটা বুঝতে পারি না। মানুষ এটা কেন বুঝতে পারেন না যে, এত বড় একটা মার্কেট যেখানে বড় বড় ট্রেডাররা পর্যন্ত লস করেন। সেখানে কোন রকমের ট্রেডিং অভিজ্ঞতা ছাড়া কিভাবে ট্রেড করতে আসেন আসলে আমার বোধ্যগম্য হয় না। একটা ব্যপার ফরেক্স মার্কেটের জন্য সত্যি সেটা হলো আপনি যত লাভের জন্য বেশী ট্রেড করার চেষ্টা করবেন তত বেশী লস হবে। প্রথমে ফরেক্স মার্কেটে আসতে হবে শেখার জন্য যখন আস্থা আসবে নিজের উপর তখন আপনি ইনভেষ্ট করে ট্রেড করবেন আশা রাখি ভাল করতে পারবেন।

Mahidul84
2017-12-31, 07:14 PM
বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে তাদের অভিজ্ঞতার কারণে, নিম্নে কয়েকটি কারণ উল্লেখ্য করা হল:
১। সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট না করার ফলে
২। ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে না বুঝে ট্রেড করা
৩। চার্ট সম্পর্কে না বুঝে ট্রেডিং কার্যপরিচালনা করার ফলে
৪। লোভ এবং ধৈর্য্য হারা হওয়ার ফলে
৫। ওভার ট্রেড করার ফলে
৬। লিভারেজ সম্পর্কে না জেনে ট্রেড করার ফলে।
আর উক্ত কারণগুলো কারণেই বেশির ট্রেডার তাদের ট্রেডিং কার্যপরিচালনা করার ক্ষেত্রে তারা অধিকাংশ সময় ফরেক্স মার্কেটে লস করে থাকে।

Grimm
2018-02-03, 11:25 PM
আমার দেখামতে বেশিরভাগ ট্রেডাররা এই বাজারে লস করে কারণ তারা না বুঝেই ট্রেড করা শুরু করেন, আর অনেকে আছেন সবসময় বিপরীত চিন্তা করে ট্রেড করেন অর্থাৎ বাজার এখন উর্দ্ধদিকে আছে তাহলে তো নিম্নদিকে যাবেই এই ভেবে। আমিও প্রথম প্রথম এইভাবে ট্রেড করতাম কিন্তু ফলাফল সবসময় লসই হতো। তাই এই বাজারে সফলভাবে মুনাফা করতে হলে অবশ্যই বাজার ঠিকমত বিশ্লেষণ করে ট্রেড করা উচিত।

iloveyou
2018-02-06, 01:15 PM
এই মার্কেটে বেশির ভাগ ট্রেডারই তাদের নিজের দোষের কারনে লস করে থাকেন। কারন হয়তোবা আপনার মানি ম্যানেজম্যান্ট বলে কিছু ছিলনা, কিংবা আপনি আপনার এনালাইসিসে কোন ঘাটতি রেখেছেন, না হয় আপনি কোন রং পজিশনে ট্রেড ওপেন করে কাজ করেন, আর নাহলে আপনি সঠিক ট্রেন্ড খুজে না পেয়ে ইমোশোনাল ভাবে ট্রেড করলে, কিংবা সেন্টিমেন্টাল ভাবে কাজ করলে ইত্যাদি এসব কারনেই দেখবেন যে বেশির ভাগ ট্রেডার ফরেক্সে লস করে থাকেন।

Mahidul84
2018-02-06, 06:47 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক মানের মার্কেট এখানে ট্রেড করে সহজেই প্রফিট অর্জন করা সম্ভব নয়। তাই আমি মনে করি বেশির ভাগ ট্রেডার লস করে থাকে তাদের দোষের কারণে। কেননা তারা সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট পরিচালনা করতে পারে না, মার্কেট এনালাইসিস সম্পর্কে বুঝে না, নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না, ধৈর্য্য ধারণ করে ট্রেড করতে পারে না এবং ট্রেন্ডের পজিশন অনুযায়ী তারা ট্রেডে এন্ট্রি নিতে পারে। আর এই দক্ষতা ও অভিজ্ঞতার অভাবেই বেশির ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে থাকে।

raisul
2018-10-15, 06:15 PM
না জেনে না বুঝে বেশি বেশি লাভের আশা করার কারনে ভালভাবে এ্যানালাইসিস্ না থাকার কারনে আর ভাল করে ফরেক্স না শিখার কারনে ট্রেডার গণ বেশি বেশি লস করে তাই আমরা মনে করি অনেক ধৈর্য না থাকলে আমাদের লস হবে এবং ফরেক্স যে ভাবে জানলে আমরা ভালভাবে শিখবো শেভাবেই বুঝেশুনে ট্রেড করলে আমরা লচের সম্মুখীন হব না।

fardin
2018-10-18, 10:01 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক মানের মার্কেট এখানে ট্রেড করে সহজেই প্রফিট অর্জন করা সম্ভব নয়। তাই আমি মনে করি বেশির ভাগ ট্রেডার লস করে থাকে তাদের দোষের কারণে। কেননা তারা সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট পরিচালনা করতে পারে না, মার্কেট এনালাইসিস সম্পর্কে বুঝে না, নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না, ধৈর্য্য ধারণ করে ট্রেড করতে পারে না

Runil
2018-10-18, 11:15 PM
ফরেক্সে যারা নতুন আসে তারা প্রায়ই লস করে এবং তাদের একাউন্ট জিরো করে ফেলে। এতে করে তারা প্রচুর মনঃক্ষুণ্ণ হয়। তারা মানি ম্যানেজমেন্ট করতে বার্থ হয়, ওভার ট্রেডিং করে, বেশি লোভ করে, এনালাইসিস সঠিক করে করে না ইত্যাদি আরও অনেক কারনে।

Mahidul84
2018-10-19, 06:45 PM
অধিকাংশ ট্রেডার ফরেক্স মার্কেট সম্পর্কে না জেনে না বুঝে বেশি লাভের আশায় ট্রেড করতে আসে বিধায় তাদের এ্যাকাউন্ট জিরো করে ফেলে। এতে করে তাদের প্রথম অবস্থায় মন মানসিকতা নষ্ট হয়ে যায় ফরেক্স সম্পর্কে। আর এজন্য আমি মনে করি ফরেক্স মার্কেটে প্রত্যেক নতুন ট্রেডার যেন ডেমো ট্রেড দ্বারা দীর্ঘদিন এই মার্কেটে লেগে থাকেন এবং পাশাপাশি আপনি ফরেক্স ফোরামে পোষ্ট করে বা অন্যান্য ফোরাম সদস্যদের পোষ্টগুলো পড়ে আপনি ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন। এভাবে যদি আপনি দীর্ঘদিন ফরেক্স মার্কেটে লেগে থাকতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনি এই মার্কেটে লসের বিনিময়ে প্রফিটের অংশটাই বেশি করবেন।

saha
2018-10-30, 12:53 PM
আমি মনে করি বেশির ভাগ ট্রেডার তাদের ট্রেডে লস করার কারন হল- ফরেক্স ব্যবসার সম্পূর্ণ কনসেপ্ট রীতিনীতি গুলো খামখেয়ালীর সাথে পরিচালনা করা। প্রতিটি ট্রেড থেকে প্রফিট আসা করা। নিজের দক্ষতার চেয়ে বেশি রিস্ক নিয়ে নেওয়া।

imdadulbd
2018-10-30, 05:04 PM
ফরেক্সে নতুন যারা ট্রেড শুরু করে তারা হঠাৎ করে লাভ দেখলে অতিরিক্ত পরিমান বিনিয়োগ করে এবং যখন লস হওয়া শুরু হয় তখন তার মূলধন বিলুপ্ত হয়ে যায়। তাই ফরেক্সে ট্রেড করতে হলে ধৈর্য্য ধরে অল্প অল্প করে বিনিয়োগ করতে হবে। তাহলেই লস থেকে বাঁচা সম্ভব।

Md_MhorroM
2019-01-09, 04:57 PM
আমার জানামতে বেশির ভাগ ট্রেডারই ফরেক্সে লস খায় ফরেক্স সম্পর্কে অজ্ঞতার কারনে, মার্কেট এনালাইসিস না করে ট্রেড না নেয়ার জন্য। মার্কেট এনালাইসিস করে উলটাপালটা ট্রেড নিলে তো লস খাবেই। আগে ফরেক্স ভালোভাবে শিখে ট্রেড করতে হবে। নয়তো লস খেয়ে পড়ে থাকবে। বেশির ভাগ ট্রেডারই ধৈর্য নিয়ে ফরেক্স শিখতে চায় না তাই লস খায়।

Panna1989
2019-01-09, 05:07 PM
অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল । বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে । নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে । পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন । কিন্তু একটা কথা ভাবুন, যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে ? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে । সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না । নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন । আরও শেখার চেষ্টা করুন । অন্যদের জিজ্ঞেস করুন।

Mazharul777
2019-01-09, 05:07 PM
অধিকাংশ ট্রেডার জানে না যে বাই করতে হবে না সেল করতে হবে । প্রাইস একটু বেড়ে গেলেই তারা মনে করে যে এটা আবার কমবে, তখন সেল ট্রেড দিয়ে বসে । এভাবে ট্রেড করলে আজীবনই লস খাবেন । মার্কেট অ্যানালাইসিস করতে চেষ্টা করুন । বিডিপিপস ফরেক্স স্কুলের ইন্ডিকেটর সেকশনে দেখুন কিছু বেসিক ইন্ডিকেটর সম্পর্কে দেয়া আছে । এগুলো এবং সাথে অন্য ইন্ডিকেটর নিয়ে গবেষনা করুন । টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু কিছু জিনিস শেখার চেষ্টা করুন । আস্তে আস্তে সব কিছুই আপনার কাছে সহজ হয়ে যাবে ।

Mahidul84
2019-01-09, 05:50 PM
আমার জানা মতে অধিকাংশ ট্রেডার অল্প জ্ঞানের উপর নির্ভর করে ওভার লাভের কথা চিন্তা করে ট্রেড করে বিধায় তারা লস করে থাকে বেশির ভাগ সময়। এছাড়া কোন রকম ট্রেডিং কৌশল বা টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং ইন্ডিকেটর ব্যবহার সম্পর্কে দক্ষ না হওয়ার কারণেও তারা লস করে থাকে। পাশাপাশি মানি ম্যনেজমেন্ট, লিভারেজ টাইম ফ্রেম, ধৈর্য্য ও লোভ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অভিজ্ঞতা না অর্জন করে ট্রেড করে বিধায় লস করে থাকে তারা। এজন্য আপনি উক্ত বিষয়গুলো সম্পর্কে আগে জ্ঞান অর্জনের চেষ্টা করুন তারপর ট্রেডে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। তাহলে অবশ্যই ভবিষ্যতে সফল হতে পারবেন।

TanjirKhandokar1994
2019-11-16, 07:59 PM
আমর মনে হয় বেশির ভাগ ট্রেডারই তাদের নিজের কারনেই এখানে লস করে। আর যেসব কারনে লস করে থাকে সেগুলো হলো।
১) অদক্ষতা।
২) ট্রেড করার আগে এনালাইসিস না করা।
৩) মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড না করা।
৪) অল্প সময়ে বেশি লাভ করতে চাওয়া।
৫) লোভ সামলিয়ে ট্রেড না করা।
৬) অন্ধের মতো ট্রেড করা।
৭) অনেকে জুয়া খেলার উদ্দেশ্য ট্রেড করা।
ইত্যাদি বিষয় গুলোর জন্যই এখানে লস করে থাকে।

samirarman
2019-11-16, 11:19 PM
সাধারনত আমি মনে করি যে, যত অনুশীলন করবেন ততই আপনি নিজে আর একজন দক্ষ ট্রেডার হিসেবে তৈরি করতে পারবেন । ফরেক্স মার্কেটে যারা নতুন তারা অনেকে লোভে পরে অনেক ইনভেস্ট করে যার পরিনাম খারাপ হয় । ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে । আর লোভে পড়ে বেশি পরিমানে ট্রেড করলে অ্যাকাউন্ট শূণ্য হতে সময় লাগবেনা।

Hredy
2019-11-17, 12:00 AM
বেশি লাভের আশায় আবেগের বশবর্তী হয়ে ট্রেড করার কারনেই অধীকাংশ ট্রেডাররা লস খায় । ধৈর্যহীনভাবে ট্রেড করাও এটি একটি বড় কারন । মার্কেট কারো নিয়মে চলেনা এখানে ভাল করতে হলে অবশ্যই কোন না কোন ভাল স্ট্রাটেজি অনুসরন করতে হয় । সঠিকভাবে মার্কেট অ্যানালাইসিস করতে না জানার কারণে এবং অতিরিক্ত লোভ করে ট্রেড করার কারনেই ট্রেডাররা লস করে থাকে বলে আমি মনে করি।

KANIZFATEMA1997
2019-11-17, 12:06 AM
লসের বহুমুখী কারণ থাকতে পারে। তবে তার মধ্যে উল্লেখ্য যোগ্য হলো ধৈর্য্যের অভাব, বেশী লোভ করা,সঠিক রুপে মানি ম্যানেজমেন্ট না করা,এনালাইসিস না করেই ট্রেডিং করা,অল্পতেই হতাশ হয়ে পড়া,নিজের ওপর আত্ম বিশ্বাস না থাক,নিজের মেধাশক্তিকে ভালো করে কাজ না লাগানো, ওভার লিভারেজ করা ওভার লটে ট্রেড করা,আপডেট নিউজ না দেখা।সিগন্যালের ওপর নির্ভরশীলতা। ট্রেক প্রফিট সেট না করা।

FX7
2019-11-17, 12:15 AM
আসলে ভাই ঠিক কতাই বলছেন।আমি নতুন ফরেক্স মাকেটে।ইদানিং খবু বড় বড় লস হচ্ছে আমার কিছুই বুঝতেছিনা।লসে খুব আপসেট হয়ে যাই আমি।এ ক্ষেত্রে আমার করনিয় কি ভাই।আর আমি বেশি বেশি শিখবো কোথা থেকে।

shahalertpay
2019-11-20, 10:13 AM
অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল । বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে । নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে । পরিনামে লস। আবার কেউ কেউ তো ১০০-২০০ ডলার দিয়ে সিগন্যালও কিনে থাকেন । কিন্তু একটা কথা ভাবুন, যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে । সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না ।আঅন্যের সিগন্যালের সাথে নিজের এ্যানালাইসিস যোগ করে, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন । আরও শেখার চেষ্টা করুন । তাতে আল্লাহর রহমতে আপনি সফল হবেন এতে কোন সন্দেহ নাই।

Leee
2019-11-20, 10:23 AM
প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয় । কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে । তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে । কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন । সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে। ফরেক্স মার্কেটে টিকে থেকে নিয়মিত প্রফিট করার জন্য অবশ্যই নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে।

Rion
2019-11-20, 10:58 AM
অনেক ট্রেডার আছে যারা নিজে কিছু না শিখে অন্যের উপর ভরসা করে ট্রেড করে, আবার কিছু ট্রেডার আছে যারা না বুঝে ফরেক্স মার্কেটকে একটা জুয়া খেলার জায়গা মনে করে তারা তাই বেশির ভাগ সময় না বুঝে এবং না জেনে ট্রেড করার কারনে লস করে।

KGF
2019-11-20, 09:30 PM
ফরেক্স এ নতুন রাই বেশির ভাগ লস করে থাকে। কারন তাদের কোন সঠিক সিস্টেম নেই। আর তারা মার্কেট উপরে যেতে থাকলেই বাই দেয়, নিচে যেতে থাকলে সেল দেয়। কোন লজিকের ধার ধরে না। আর সর্বশেষ হল তাদের লোভ টা একটু বেশি।

MANIK6642
2019-11-20, 09:45 PM
ফরেক্স আসলে আমরা বাইরে থেকে যতটা সহজ ভাবি ততটা সহজ কিন্তু না।ফরেক্স এ প্রফিট করা অনেক কষ্টের।আপনি যদি সঠিক ভাবে ফরেক্স না শিখে কারো লাভ করা দেখে লোভে পড়ে ফরেক্স করতে যান আপনি অবশ্যই লস করবেন।ফরেক্স এ পুরোপুরি দক্ষ হয়েই তবে ট্রেডিং করা উচিত।আর সামান্য লোভ যদি আপনার ভিতরে থাকে তবে কখনোই লাভ করা যাবে না।ধৈর্যশীল না হলে ফরেক্স এ লস হবে।ফরেক্স করতে অনেক সময় লাগে আস্তে আস্তে ধৈর্য ধরে আপনাকে ফরেক্স করতে হবে।সব ধরনের এনালাইসিস করা জানতে হবে।এনালাইসিস না করতে পারলে আপনি ট্রেডে আন্দাজে করে সফলতা পাবেন না।মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে হবে।মানি ম্যানেজমেন্ট না মেনে চললে আপনি লস করবেন।লট সাইজ যতটা সম্ভব কম রাখতে হবে।বেশি লাভের আশায় বড় লটে ট্রেড করলে আপনি লস করবেন।এজন্য ফরেক্স এ দক্ষ হয়েই ফরেক্স ট্রেডিং করা উচিত তাহলেই ফরেক্স এ সফল হতে পারবেন।

martin
2019-11-26, 03:10 AM
ফরেক্স এ বিভিন্ন কারনে লস হতে পারে কিন্তু তার মধ্যে প্রধান কারন হল না জেনে ট্রেড করা। আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল করে না জানেন তাহলে আপনার লস হবে নিশ্চত তাই সবা ট্রেডারদের উচিত ভাল করে ফরেক্স সম্পর্কে জানা ও অনেক অভিজ্ঞতা অর্জন করা। আর আপনি যদি ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং ফরেক্স এর অনেক কিছু যদি আপনি শিখতে পারে তাহলে আপনি প্রতিটি ট্রেডে লাভ করতে পারবেন।

IFXmehedi
2019-11-26, 11:40 PM
দুনিয়াতে কোন বিজনেস নেই যেখানে ১০০% লাভ হয় । তেমনি আপনি ফরেক্স বিজনেসে ও ১০০% লাভ করবেন সেটা কল্পনা করাও পাপ বলে আমি মনে করি । সব বিজনেসেই লাভ লস থাকবেই । আপনি যেমন আপনার বিজনেসে লাভ করবার জন্য পরিশ্রম করেন তেমনি ফরেক্স মার্কেটে লাভ করবার জন্য পরিশ্রম করতে হয় । কিন্তু বেশিরভাগ ট্রেডারই ফরেক্স থেকে বিনা পরিশ্রমে লাভ করতে চায় , মনে করে ফরেক্স হচ্ছে টাকা তৈরির কারখানা । আর এতাই মূল কারণ তাদের লসের জন্য । আপনি যদি পরিশ্রম করেন তাহলে ফরেক্স মার্কেট থেকে আপনি অবশ্যই লাভ করতে পারবেন ।

sofiz
2019-11-27, 01:20 AM
ফরেক্স মার্কেট দক্ষদের জন্য লাভজনক জায়গা যারা দক্ষ তারা ফরেক্স থেকে নিয়মিত আয় করছেন আবার লস ও হচ্ছে এটা হবেই মেনে নিতে হবে, বেশীর ভাগ ট্রেডাররা লস করে এটা ঠিক নয়! বেশীর ভাগ নতুন বা বিগেনাররা ফরেক্স মার্কেটে লস করে কারণ হল, শুরুতেই ট্রেড না বুজে রিস্ক নিয়ে ট্রেড করা, মার্কেট এনালাইসিস না করা, মানিমানেজমেনট না করা, ধৈর্য এবং স্ট্রাটেজি না মেনে ট্রেড করা, ডেমো অনুশীলন না করা এগুলোকে ফরেক্স এ লসের কারণ হিসেবে দায়ী করা যায়।

ARD1
2019-12-09, 03:23 PM
আমি ভাল আছি এবং আমি আশা করি আপনিও ভাল আছেন এবং আপনার বাণিজ্য থেকে ভাল লাভ করছেন আমি আপনার লাভজনক ট্রেডিং দেখছি এবং আমি আপনার মতামত প্রত্যাহার প্রক্রিয়াটি দেখে খুব খুশি হয়েছি আমাদের পক্ষে বিশাল পরিমাণ এবং আমিও কৃতজ্ঞ প্রশিক্ষণ অভিজ্ঞতা এবং ভাল লাভের জন্য আমাদের সর্বোত্তম পারিবারিক সুবিধা দেয় এমন ইন্সটাফরেক্সকে আমি লাভজনক ব্যবসায়ের জন্য আপনার শুভ কামনা করি প্রতিটি ভুল এবং সাফল্য লিখতে আমরা আমাদের ট্রেডিং জার্নালগুলি তৈরি করি যে আপনার দুর্বল পয়েন্টটি কী এবং আপনার

uzzal05
2019-12-20, 07:36 AM
যারা ফরেক্স মার্কেট এ লস করে থাকেন তারা বেশিরভাগই নতুন ট্রেডার। আর তারা না বুঝে ট্রেড শুরু করেন। ফরেক্স আসলে এত সহজ নয় যে ট্রেড দিলেই প্রফিট করা যায়। ট্রেড করে প্রফিট ধরে রাখতে হবে। এত সহজ হলে সবাই এখান থেকে অনেক প্রফিট করতে পারত।

Fxhuman
2019-12-24, 02:19 AM
বেশির ভাগ ট্রেডার তাদের ট্রেডে লস করে বিভিন্ন কারনে , বেশি বেশি লোভ করার কারনে , সঠিক ভাবে এ্যানালাইসিস্ না করলে , বেশি সিগনালের উপর নির্রভরশীল হলে , আর ভাল করে ফরেক্স না শিখার কারনে ট্রেডার গণ বেশি বেশি লস করে ।

Fxxx
2019-12-24, 02:25 AM
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে তাদের কারনেই তারা ফরেক্স মার্কেটে থেকে বেশি করে টাকা ইনকাম করতে আসে মার্কেটে ৮০% লসার ট্রেডারদের মধ্যে বেশির ভাগই এই একমাত্র টাকার কারনে লস করে সুতরাংটাকা ইনকাম করার চিন্তা বন্দ করতে হবে আগে ভাল করে কাজ শিখতে হবে

saraa
2020-03-22, 12:10 PM
হ্যাঁ এই সমস্যার মুখোমুখি হওয়া অনেক ব্যবসায়ী তাদের বৈশিষ্ট্যগুলি সর্বদা ক্ষতির সম্মুখীন হয় এবং আমার মতে সময় তোলা হওয়ার কারণ তারা প্রবণতার বিপরীতে বাণিজ্য করছে এবং সঠিকভাবে বিশ্লেষণ করতে ও মোমবাতিগুলি বুঝতে পারে না যা তারা করার পরে বাজারের প্রবণতা বুঝতে পারে understand তারা ভাল বাণিজ্য করতে

forex_fighter
2020-03-22, 12:21 PM
ফরেক্স মার্কেটে অনেক কারনে লোকজন লস করে থাকেন যেমন, বেশি লোভ করা, মানি ম্যানেজমেন্ট না করা, উল্টা পাল্টা ট্রেড করা, এনালাইসিস সঠিক না করা, নিউজ না দেখে ট্রেড করা, স্টপ লস এবং টেক প্রফিট উল্লেখ না করা ইত্যাদি। এসব ভুল যারা করেন তারা ফরেক্স মার্কেটে খুব বেশি দিন টিকে থাকতে পারেন না। তাই আমি বলব, এসব কাজ যারা সঠিক ভাবে অনুসরণ না করবেন তারা ফরেক্সে লস করবেনই।

amreta
2020-03-22, 06:59 PM
কিছু না জেনে ফরেক্স করা একে বারেই বৃথা চেষ্টা । আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায় । পরিসংখ্যানটি হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে ৯৫% ট্রেডার নয়, ৯৫% বিগেনার ট্রেডাররা লস করে। কিন্তু কেন? কারন তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না। দেখা যাক কি কি কারন ট্রেডাররা ফরেক্সে লস করে ।

প্রিয় সদস্য বৈদেশিক মুদ্রার মেইন ওয়াহী সদস্যের ক্ষতি করে হউন আর সবসে জ্যাদা লোকস করতে হ্যায় জো ললাচ করতে হৈ অর মার্কেট কো সমঝে মগর ট্রেড করত হৈ অর কাবি ভী ইয়াহ নাহিন সোচতে হো কি হস ইসমেন আছা লাভ লাভ কাম শাকতে হ্যায় ইসকে লিয়ে হামেন মেহনাত করহীত তাবি হম ইসমেইন কাম্যব হো শাকতে হ্যায়

souravkumarhazra6763
2020-03-22, 08:04 PM
ফরেক্স মার্কেট এ বেশিরভাগ ট্রেডার লস করে থাকে,এর কারন তারা ভালো ভাবে ফরেক্স লার্ন করেনি,ফরেক্স এর বেসিক টু এ্যাডভান্স লেভেল পর্যন্ত তাদের ধারনা নেই,ফলে তারা যখন এই বিজিনেস এ অংশগ্রহণ করে তাদের রেজাল্ট খুব খারাপ মানে লস করে থাকে,তাছাড়া বেশিরভাগ ট্রেডার ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে ট্রেড করে ফলে বেশি লস করে থাকে।

Lubna1212
2020-03-22, 08:17 PM
শুরু থেকে ফরেক্স তবে সোজা বলে মনে হচ্ছে। অসংখ্য সুবিধা বা দুর্ভাগ্য যেহেতু, অসংখ্য ব্যক্তি আনুমানিক বিনিময় করে প্রচুর উপকার লাভ করে। এই মুহুর্তে তারা জেনুইন এক্সচেঞ্জিং বেছে নিয়েছিল। যাই হোক না কেন, আপনি যখন হারিয়ে না যান সেই ইভেন্টে, আপনি কখনই দেখতে পাবেন না যে আপনি কীভাবে পরে এই পরিস্থিতিতে পরিচালনা করবেন। এই কারণটি আপনাকে বেশ কিছু সময়ের জন্য ক্রমানুসারে বিনিময় করতে হবে। তা যেমন হয়, বিশাল সংখ্যাগরিষ্ঠরা ডেমোতে এত বড় পরিমাণের বিনিময় না করা পছন্দ করে। বিবেচিত সমস্ত বিষয়, আপনি পেনি অ্যাকাউন্টের বিনিময় করতে পারেন। মনে রাখবেন যে আপনি ফরেক্সে আপনার প্রাথমিক 2 স্টোর হারাবেন। বিনিময় করার চেষ্টা বোঝা। আপনি সহজ বিনিময় আবিষ্কার করবেন।

Md.Nasim Uddin
2020-03-22, 08:55 PM
ফরেক্স মার্কেট একটি ঝুঁকিপূর্ণ মার্কেট। তবে এখান থেকে লাভ করতে হলে অবশ্যই একজন ট্রেডার কে ফরেক্স সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে। এ মার্কেটে লসের কারণ হলো ম্যাক্সিমাম ট্রেডারগণ এই মার্কেট সম্পর্কে যথেষ্ট পরিমাণে দক্ষতা ও জ্ঞান অর্জন না করেই মার্কেটের ট্রেডে অংশগ্রহণ করে এর ফলে লসের অংশীদার হয়। ফরেক্স মার্কেট সম্পর্কে না জেনে ট্রেড করা আর লসের ভাগীদার হওয়া সমান কথা তাই লস থেকে বাঁচার জন্য অবশ্যই একজন ট্রেডারকে ফরেক্স মার্কেট সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন করেই এ মার্কেটে ইনভেস্ট করতে হবে। তাহলেই এ মার্কেট থেকে সফলতা অর্জন করা সম্ভব।,,,ধন্যবাদ।

KGF3010
2020-03-22, 09:54 PM
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার লস করে ফরেক্স সম্পরকে ভাল জ্ঞান লাভ না করে ফরেক্স মার্কেটে ট্রেড সুরু করে দিয়ে ইয়হাকে তাই বেশির ভাগ লক দেখা জায় যে ফরেক্স ট্রেডে লস করে তবে যদি ভাল করে ফরেক্স ট্রেড শিখে এশে ফরেক্স ট্রেড সুরু করে তাহলে লস করবে না ।

Fardin02
2020-03-22, 10:06 PM
যারা নতুন ফরেক্স মার্কেটে জয়েন করে তারা সবসময় ভাবে ফরেক্স থেকে ইনকাম করতে চাইলে ফরেক্স সম্পর্কে বেশি কিছু জানার দরকার নাই। শুধু মাত্র বাই আর সেল সম্পর্কে জানলেই চলে। আমি এমন অনেক ট্রেডার দেখেছি যারা এভাবে ফরেক্স মার্কেটে অনেক লস করেছে। তাই আমার মনে হয় ফরেক্স থেকে লাভ করতে হলে প্রথমে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালভাবে জানা দরকার। তাহলে ফরেক্স মার্কেট থেকে ইনকাম সবাই করতে পারবে।

Kane
2020-03-23, 07:06 AM
প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয় । কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে । তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে । কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন । সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে । কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না । সে ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন । ধরে রাখুন ফরেক্সে আপনার প্রথম ২টি ডিপোজিট আপনি হারাবেন । বুঝে ট্রেড করার চেষ্টা করুন । দেখবেন তখন ট্রেডিং অনেকটা সহজ লাগবে

Hredy
2020-04-26, 07:32 AM
অধিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে । মনে করে ফরেক্সে ১ দিনেই ব্যালেন্স দ্বিগুণ করা যায় । অধিকাংশ ট্রেডার তার ক্যাপিটালের অনুপাতে অনেক বড় রিস্ক নিয়ে ট্রেড করে। দেখা যায় অ্যাকাউন্টে $১০০ আছে, কিন্তু $১ পিপস ভ্যালুর ট্রেড ওপেন করে বসে আছে । ১০০ পিপস আপনার বিপরিতে মুভ করলেই আপনি ফকির হয়ে যাবেন । সুতরাং সিদ্ধান্ত নিন, মানি ম্যানেজমেন্ট করতে শুরু করুন । অনেক ট্রেডার অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে থাকে । তারা মনে করে প্রাইস এখন বাড়বে বা কমবে এবং সেই অনুসারে ট্রেড করে কোন প্রকার অ্যানালাইসিস ছাড়া । কিন্তু মানুষই মানুষের শত্রু । নিজেকে বিশ্বাস করবেন না । মার্কেট কি বলে তা দেখুন ।

Jid13
2020-04-26, 01:35 PM
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে তাদের কারনেই তারা ফরেক্স মার্কেটে থেকে বেশি করে টাকা ইনকাম করতে আসে মার্কেটে ৮০% লসার ট্রেডারদের মধ্যে বেশির ভাগই এই একমাত্র টাকার কারনে লস করে সুতরাংটাকা ইনকাম করার চিন্তা বন্দ করতে হবে আগে ভাল করে কাজ শিখতে হবে

smbiplob
2020-04-26, 03:06 PM
মানুষ ফরেক্স মার্কেট এ লস করে তাহলে তারা কেন আবার ফরেক্স মার্কেট এ পিরে আসে ফরেক্স মার্কেট এ অনেকেই লস করে তাদের নিজের কারনে তারা ফরেক্স মার্কেট সম্পর্কে না যেনে ট্রেড করে তারা ফরেক্স মার্কেট কে ভালোভাবে এনালাইসিস না করে ট্রেড শুরু করে তাই তারা ফরেক্স মার্কেট এ লস করে ফরেক্স মার্কেট দক্ষদের জন্য লাভজনক জায়গা যারা দক্ষ তারা ফরেক্স থেকে নিয়মিত আয় করছেন আবার লস ও হচ্ছে এটা হবেই মেনে নিতে হবে বেশীর ভাগ ট্রেডাররা লস করে এটা ঠিক নয় ।

Sakib42
2020-04-27, 02:06 AM
কিছু না জেনে ফরেক্স করা একে বারেই বৃথা চেষ্টা । আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায় । পরিসংখ্যানটি হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে ৯৫% ট্রেডার নয়, ৯৫% বিগেনার ট্রেডাররা লস করে। কিন্তু কেন? কারন তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না। দেখা যাক কি কি কারন ট্রেডাররা ফরেক্সে লস করে ।
আসলে লস খাওয়্যার প্রধান কারণ আমার কাছে লাগে যে আবেগ কন্ট্রোল করতে না পেরে ট্রেড করা অধৈর্য হয়ে আর এই বিষয় টা কখনোই কোনো খানে ভালো ফল নিয়ে আসে না তাই তারা লস করে।

KF84
2020-04-27, 06:32 PM
প্রত্যেকটি ব্যবসাতেই একজন ব্যবসাইকের মধ্যে কিছু কিছু গুন থাকা উচিত যা তাকে ওই ব্যবসায় টিকে থাকতে সাহায্য করে । আর সেটি হল ভাল একটি স্ট্রাটেজি তৈরি করে সেটাকে ধরে নিজে নিজে ট্রেড করুন । তার মানে আজকে একটা শেয়ার আপনার স্ট্রাটেজি অনুযায়ী কি হওয়া উচিৎ তা চিন্তা করুন এবং তার ফলাফল পরিমাপ করুন । তেমনি স্ট্রাটেজি টেষ্ট এর সময়ই আপনাকে ট্রেড ম্যানেজমেন্ট শিখতে হবে । রিস্ক রিওয়ার্ড জানতে হবে । কখনো লসে চলে গেলে কি করবেন সেসব বুঝতে হবে । টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড নিতে হবে । অনেক সময় আপনার স্ট্রাটেজিতে ট্রেড নেবার সময় আসলেও মার্কেট এনালাইসিস করে দেখতে পাবেন আপনার স্ট্রাটেজিতে এখন ট্রেড নেয়াটা রিস্কি হয়ে যাচ্ছে । তখন ট্রেড থেকে বিরত থাকতে হবে । অথবা ট্রেড দিয়ে ফেললেও সেটাকে ম্যানেজিং করতে হবে । একটা গুরুত্ত পূর্ণ বিষয় হল অন্য কাউকে দেখে শেয়ার কেনাবেচা করবেন না ।

XXXTentacion
2020-04-27, 07:26 PM
ফরেক্স মার্কেটে আমরা অল্প পুঁজি দিয়েও ট্রেড করতে পারি ফরেক্স মার্কেট সবার জন্য মুক্ত এখানে বয়সের কোন ভেদাভেদ নাই বিভিন্ন ফরেক্স ব্রকার আমাদের কয়েকশ গুন লিভারেজ দিয়ে থাকে যা দিয়ে আমরা পুঁজি অল্প হুয়া সত্ত্বেও বড় ট্রেড করে আমাদের লাভের পরমান বাড়াতে পারি ফরেক্স হলো অনেক বড় একটা ব্যবসা যা ইচ্ছা করলে সবাই করতে পারে ফরেক্স এর সাথে বিশ্বের সকল মানুষ জরিত আছে

zakia
2020-06-08, 10:20 PM
আমার জানামতে বেশির ভাগ ট্রেডারই ফরেক্সে লস খায় ফরেক্স সম্পর্কে অজ্ঞতার কারনে, মার্কেট এনালাইসিস না করে ট্রেড না নেয়ার জন্য। মার্কেট এনালাইসিস করে উলটাপালটা ট্রেড নিলে তো লস খাবেই। আগে ফরেক্স ভালোভাবে শিখে ট্রেড করতে হবে। নয়তো লস খেয়ে পড়ে থাকবে। বেশির ভাগ ট্রেডারই ধৈর্য নিয়ে ফরেক্স শিখতে চায় না তাই লস খায়। লসের বহুমুখী কারণ থাকতে পারে। তবে তার মধ্যে উল্লেখ্য যোগ্য হলো ধৈর্য্যের অভাব, বেশী লোভ করা,সঠিক রুপে মানি ম্যানেজমেন্ট না করা,এনালাইসিস না করেই ট্রেডিং করা,অল্পতেই হতাশ হয়ে পড়া,নিজের ওপর আত্ম বিশ্বাস না থাক,নিজের মেধাশক্তিকে ভালো করে কাজ না লাগানো, ওভার লিভারেজ করা ওভার লটে ট্রেড করা,আপডেট নিউজ না দেখা।

konok
2020-07-15, 07:39 PM
বেশির ভাগ ট্রেডারই ফরেক্সে লস খায় ফরেক্স সম্পর্কে অজ্ঞতার কারনে, মার্কেট এনালাইসিস না করে ট্রেড না নেয়ার জন্য। মার্কেট এনালাইসিস করে উলটাপালটা ট্রেড নিলে তো লস খাবেই। আগে ফরেক্স ভালোভাবে শিখে ট্রেড করতে হবে। বেশির ভাগ ট্রেডার লস করে থাকে তাদের দোষের কারণে। কেননা তারা সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট পরিচালনা করতে পারে না, মার্কেট এনালাইসিস সম্পর্কে বুঝে না, নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না, ধৈর্য্য ধারণ করে ট্রেড করতে পারে না।

KAZIMAJHARULISLAM
2020-07-15, 08:04 PM
শুরুতে ফরেক্স এ কাজ করার সময় প্রত্যেক ট্রেডার রাই নিজের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাসী এবং ফরেক্স সম্পর্কে প্রচুর উৎসাহী থাকে। তাই তারা আবেগের বশবর্তী হয়ে যে কোন ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। এবং এভাবে তারা লস করতে করতে একসময় ফরেক্স থেকে পরাজিত সৈনিক হয়ে ফিরে যায়। তাই নতুন ট্রেডারদের 95% ই ফরেক্সে লুজার হয়ে থাকে। এদের অধিকাংশের মধ্যেই নিম্নোক্ত গুণাবলী বিদ্যমান থাকে,
১) অতিরিক্ত লোভ.
২) ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান না থাকা.
৩) ফরেক্স সম্পর্কে অনভিজ্ঞ ও অদক্ষ.
৪) ওভার লটে ট্রেড ধরা.
৫) মানি ম্যানেজমেন্ট না করা.
৬) নিয়মিত মার্কেট এনালাইসিস না করা.
৭) টার্গেট অতিরিক্ত ট্রেডিং করা.
৮) প্রতিহিংসামূলক ট্রেডিং.

FREEDOM
2020-07-29, 04:44 PM
ভলিউম বেশি দেওয়া, মানিমানেজমেন্ট ঠিক না রাখা, নিউজ খেয়াল না করা, বেশি লোভ করা ইত্যাদি। এইসব যে বাক্তি ত্যাগ করতে পারবেন সে ফরেক্সে সফল হবেনই। একটি জিনিস ফরেক্সে আরও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে তা হল সময়। ঠিক সময়ে ট্রেড অপেন করা।

jimislam
2020-07-29, 06:39 PM
যারা দক্ষ তারা ফরেক্স থেকে নিয়মিত আয় করছেন আবার লস ও হচ্ছে এটা হবেই মেনে নিতে হবে, বেশীর ভাগ ট্রেডাররা লস করে এটা ঠিক নয়! বেশীর ভাগ নতুন বা বিগেনাররা ফরেক্স মার্কেটে লস করে কারণ হল, শুরুতেই ট্রেড না বুজে রিস্ক নিয়ে ট্রেড করা, মার্কেট এনালাইসিস না করা, এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা, মার্কেট এ্যনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, প্লানিং ইত্যাদির উপর । তাছাড়া ফরেক্স না শিখে না বুঝে অনেকে ট্রেড করার কারনেও লস করে থাকে ।

Hredy
2020-07-29, 07:23 PM
কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে । তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে । কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন । সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে । কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না । সে ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন ।

milu
2020-07-29, 10:32 PM
ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেডারই লস খায়। কেও বেশি কম। বেশিরভাগ ট্রেডার রা লস খায়। তারা ফরেক্স ডেমো তারা ঠিক মত প্রাকটিস করে না। তারা ফরেক্স মানি ম্যানেজমেন্ট বুঝে না। আর একবার লস খাওয়ার পর তারা অনেক বেশি অস্থির হয়ে পরে।আবেগ এর বসে ট্রেডিং করে ট্রেডাররা লস করে থাকে।মানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেড করে ট্রেডাররা লস করে থাকে।ওভার ট্রেডিং এর ফলে ট্রেডাররা লস করে থাকে।ভালো ভাবে আনালাইসিস না করে ট্রেড করে ট্রেডাররা লস করে থাকে।

muslima
2020-08-01, 02:05 AM
ফরেক্স মার্কেট এ ডেমো অ্যাকাউন্ট এ আভিজ্ঞতা অর্জন না করে রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেডিং করা , আবেগ এর বসে ট্রেডিং করে ট্রেডাররা লস করে থাকে । ম্যানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেড করে ট্রেডাররা লস করে থাকে । ফরেক্স ট্রেডিংয়ে যদি ভাসা ভাসা জ্ঞান ও দক্ষতা নিয়ে কেউ ট্রেড করতে বসে সেক্ষেত্রে ও লসের ফাদে পড়ে যায়,অন্যদিকে মার্কেট অ্যানালাইসিসের জ্ঞানের অভাব, মানিম্যানেজমেন্ট না করে ট্রেডিং সিদ্ধান্ত নিয়ে নেওয়া,অতিরিক্ত আবেগ ও উত্তেজনার বসে ট্রেড করে ।

samun
2020-08-27, 11:35 PM
প্রাথমিকভাবে যেকোন ব্যবসায় বা আর্থিক কাজে ক্ষতি হওয়াটাই স্বাভাবিক। ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি সম্পর্কে কোনো কিছু না জেনেই আসে। নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷ তারা বেশি লাভের আশায় বড় লটে ট্রেড করে, প্রায়ই নির্ভয়ে ওভার ট্রেডিং করে, মানি - মেনেজমেন্ট সঠিক ভাবে করতে পারে না, লেভারেজ নেয় অনেক বেশি, সেশন দেখে-বুঝে সময় মতো ট্রেড করে না, নিউজ আওয়ারে নিউজ ইমপেক্ট না বুঝেই ট্রেড করে থাকে,দ্রূত লাভের আশায় স্ক্যালপিং করে।অস্হির হয়ে ট্রেড করে৷ এই সকল বিষয়ের সমন্নয়ে নতুন ট্রেডার ক্ষতির সম্মুখীন হয়।

Soh1952
2020-08-28, 08:57 PM
ফরেক্স এ বশির ভাগ ট্রেডার লস করে তাদের অদক্ষতার কারনে। ফরেক্স এর অপর যথেষ্ট ধারনা না থাকার কারনে অনেক ট্রেডার লস করে থাকেন। তারা ফরেক্স সম্পরকে অল্প ধারনা নিয়ে ট্রেড করতে গিয়ে বিপদের সম্মুখিন হতে হছে। বেশি লভের কারনে তারা ফরেক্স মার্কেট এ লস করেছে। আর এই পরিবর্তনশীল মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে হলে অাপনাকে অনেক বেশি পরিশ্রমি এবং অনেক বেশি ফরেক্স জ্ঞানী হতে হবে । কারণ ফরেক্স কলা-কৌশলই আপনাকে ফরেক্স সম্পর্কে অনেক দক্ষ হিসেবে গড়ে তুলবে । দক্ষতা অর্জন করলে এই মার্কেটে লসের পরিমাণ অত্যন্ত কম হয় ।

Rokibul7
2020-08-28, 09:02 PM
লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে । তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে । কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন ।আমি মনে করি ফরেক্স মার্কেটে তখনই আসতে পারে যখন সে পুরনাঙ্গ ধারণা লাভ করতে পারেন।

sss21
2020-08-28, 09:14 PM
বন্ধু আপনি একদমই ঠিক বলেছেন যে ৯৫% বিগেনাররা ফরেক্স ট্রেডিংয়ে এসে লস করে থাকে তবে যে শুধু বিগেনাররাই লস করে তা্ও নয় অনেক পুরাতন ট্রেডাররাও লসের কবলে পরে এবং একাউন্ট জিরো করে তবে একটা বিষয় ঠিক যে সব ধারনের ট্রেডারার নিয়ম না মানার কারনে লস করে। ধন্যবাদ।

ABDUSSALAM2020
2020-08-28, 09:24 PM
ফরেক্স সম্পর্কে না বুঝে যারা ফরেক্স মার্কেটে কাজ করবে তারা বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করবে কারণ ফরেক্স হলো এমন একটি মার্কেট যেখানে অর্থনৈতিক মুদ্রা লেনদেনের বেচাকেনা হয় যেখানে বিশ্বের সকল দেশের লেনদেন করে এবং অর্থনৈতিক বাজারে খুব স্বাভাবিক ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে কেউ যদি না বুঝে কাজ করে তাহলে ফরেক্স থেকে শেষ করবে

Shole33
2020-08-28, 09:28 PM
বেশীর ভাগ ট্রেডার যেসব কারনে ফরেক্সে এ লসú
,,,,,,,,,,,না বুঝে ট্রেড করলে লসের সম্ভাবনা ১০০% । আর না বুঝে ট্রেড করার কারনেই অধিকাংশ ট্রেডাররা লসের সম্মুখীন হয় । তাছাড়া ধৈর্যহীনতা অন্যতম একটি কারন । অল্প সময়ে অধীক প্রভিট করতে গিয়ে লসের সম্মুখীন হয় । বিশেষ করে টেনএজাররাই এই ভুলটি করে থাকেন। অ্যানালাইসিস না করে অচেতনে ট্রেড করলেও লস হবার সম্ভাবনা ৯৯%।।

sukantocm
2020-08-28, 09:31 PM
একমাত্র অভিজ্ঞতাই পারে সাফল্যের শিখরে পৌছে দিতে। তাই ফরেক্সে আসুন, দেখুন, বুঝুন ও ধৈর্য্য ধরুন তাহলেই দেখবেন ভাল ফল পাবেন।

forexmastersharif
2020-08-28, 09:32 PM
ফরেক্স ট্রেডিং করা অনকে সহজ কিন্তু ডলার ইনকাম করা অনেক কঠিন। আমরা অভিজ্ঞ বড় ভাই অথবা অভিজ্ঞ ট্রেডারের কাছ শুনে থাকি ফরেক্স এ প্রায় ৯৫ শতাংশ ট্রেডার লস করে থাকে। তার কারণ হল ফরেক্স এনালাইসিস না করা ও ফরেক্স রিয়েলে আসার আগে ডেমো প্রাকটিস না করা।

zakia
2020-08-30, 09:41 PM
বেশি লাভের আশায় সেন্টিমেটাল হয়ে ট্রেড করার কারনেই অধীকাংশ ট্রেডাররা লস খায় । ধৈর্যহীনভাবে ট্রেড করাও এটি একটি বড় কারন । মার্কেট কারো নিয়মে চলেনা । এখানে ভাল করতে হলে অবশ্যই কোননা কোন ভাল স্ট্রাটেজি অনুসরন করতে হয় । সঠিকভাবে মার্কেট অ্যানালাইসিস করতে না জানার করনে এবং অতিরিক্ত লোভ করে ট্রেড করার কারনেই ট্রেডাররা লস করে । সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট না করে ট্রেডিং কার্যপরিচালনা করা, ওভার ট্রেডিং করা, নিউজ সঠিকভাবে ফলোআপ না করা এবং মার্কেট এনালাইসিস না করে ট্রেড ওপেন করার ফরেক্স বেশির ভাগ ট্রেডার প্রায় প্রতিটি ট্রেডে লস করে থাকে। মোটকথায় বলা যায় ট্রেডাররা অভিজ্ঞতার অভাবেই প্রায় প্রতিটি ট্রেডে লস করে থাকে।

zakia
2020-08-31, 08:37 PM
আমার জানা মতে বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে থাকে তাদের নিজের দোষের কারণে। প্রথমত কারণ হচ্ছে সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট না করে ট্রেডিং কার্যপরিচালনা করা, ওভার ট্রেডিং করা, নিউজ সঠিকভাবে ফলোআপ না করা এবং মার্কেট এনালাইসিস না করে ট্রেড ওপেন করার ফরেক্স বেশির ভাগ ট্রেডার প্রায় প্রতিটি ট্রেডে লস করে থাকে। এভাবে যদি আপনি দীর্ঘদিন ফরেক্স মার্কেটে লেগে থাকতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনি এই মার্কেটে লসের বিনিময়ে প্রফিটের অংশটাই বেশি করবেন।

Sid
2020-11-20, 09:56 AM
অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল । বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে । নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে । পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন । কিন্তু একটা কথা ভাবুন, যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে ? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে । সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না । নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন । আরও শেখার চেষ্টা করুন । অন্যদের জিজ্ঞেস করুন।

Sun
2020-11-20, 11:27 AM
কোন কাজ করার পরে বেশিরভাগ লোক বুঝতে পারে যে বিষয়টা আসলে কি। আর ফরেক্স সম্পর্কে না জেনে রিয়াল ট্রেড করা উচিৎ না। অনেকেই ডেমো আকাউন্টে মনের খুশি মত ট্রেড করে অনেক প্রফিট করে ফেলে এবং সাথে সাথে মন স্থির করে যে আমি রিয়াল ট্রেড করবো। তখনই তারা লস করে। আমি মনে করি ফরেক্স মার্কেটে তখনই আসতে পারে যখন সে পুরনাঙ্গ ধারণা লাভ করতে পারেন। ধন্যবাদ

jimislam
2020-11-20, 12:18 PM
ফরেক্সে মার্কেট এমন একটি পেলেস যেখানে থেকে টাকা উপার্জন করা যায়। তো যেখানে টাকা পয়সা উপার্জন করা যায় তার কিছু নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি এগুলো পালন করে সেই লাভবান হতে পারবে । আর যে ব্যক্তি নিয়ম কমান্য করে সে লস খায়। কিন্তু বেশিরভাগ ট্রেডারই ফরেক্স থেকে বিনা পরিশ্রমে লাভ করতে চায় , মনে করে ফরেক্স হচ্ছে টাকা তৈরির কারখানা । আর এতাই মূল কারণ তাদের লসের জন্য । আপনি যদি পরিশ্রম করেন তাহলে ফরেক্স মার্কেট থেকে আপনি অবশ্যই লাভ করতে পারবেন ।

jimislam
2020-11-20, 12:46 PM
ফরেক্সে মার্কেট এমন একটি পেলেস যেখানে থেকে টাকা উপার্জন করা যায়। তো যেখানে টাকা পয়সা উপার্জন করা যায় তার কিছু নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি এগুলো পালন করে সেই লাভবান হতে পারবে । আর যে ব্যক্তি নিয়ম কমান্য করে,কিন্তু বেশিরভাগ ট্রেডারই ফরেক্স থেকে বিনা পরিশ্রমে লাভ করতে চায় , মনে করে ফরেক্স হচ্ছে টাকা তৈরির কারখানা । আর এতাই মূল কারণ তাদের লসের জন্য । আপনি যদি পরিশ্রম করেন তাহলে ফরেক্স মার্কেট থেকে আপনি অবশ্যই লাভ করতে পারবেন ।

Starship
2020-11-20, 12:46 PM
ফরেক্স মার্কেটে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ কমবেশি সকলেই লস করেন। আর এইসকল লস করার পেছনে যে সকল কারণ রয়েছে তার জন্য বেশিরভাগ সময় আমাদের অতিরিক্ত লোভই প্রধান কারণ। এছাড়াও বেশ কিছু কারণ রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হলো। ট্রেড করে লস হওয়ার কারন হলো অনুমানের উপর ভিত্তি করে ট্রেড করা। সঠিকভাবে এনালাইসিস করতে অক্ষম। ফরেক্স বিষয়ে পর্যাপ্ত জ্ঞানের অভাব। ঝুঁকি বা রিস্ক নিয়ে ট্রেড করা। সাপোর্ট বা রেসিস্টেন্ট চিহ্নিত করতে না পারা। ডেমো একাউন্টে অনুশীলন না করে রিয়েল একাউন্টে ট্রেড করা।

jimislam
2020-11-20, 01:18 PM
ফরেক্সে মার্কেট এমন একটি পেলেস যেখানে থেকে টাকা উপার্জন করা যায়। তো যেখানে টাকা পয়সা উপার্জন করা যায় তার কিছু নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি এগুলো পালন করে সেই লাভবান হতে পারবে । আর যে ব্যক্তি নিয়ম কমান্য করে সে লস খায়। ট্রেডারই ফরেক্স থেকে বিনা পরিশ্রমে লাভ করতে চায় , মনে করে ফরেক্স হচ্ছে টাকা তৈরির কারখানা । আর এতাই মূল কারণ তাদের লসের জন্য । আপনি যদি পরিশ্রম করেন তাহলে ফরেক্স মার্কেট থেকে আপনি অবশ্যই লাভ করতে পারবেন ।

EmonFX
2020-11-20, 02:58 PM
ফরেক্স মার্কেটে বেশিরভাগ ট্রেডার লস করার মূল কারণ অধৈর্যতা, অনভিজ্ঞতা ও অতিরিক্ত লোভ। ফরেক্স থেকে বেশিরভাগ ট্রেডার লস করার এবং ঝরে পড়ার মূল কারণ এগুলোই। ফরেক্সে লস করার অনেক কারন থাকতে পারে। তার মধ্যে কিছু কারন তুলে ধরা হলোঃ-
১। ফরেক্স মর্কেটে লসের প্রধান কারন অনভিজ্ঞতা ও অদক্ষতা। অনেকেই অনভিজ্ঞ ভাবে ট্রেড করতে চলে আসে তাই লসের মুখোমুখি হন
২। অধৈর্যতা আর একটি কারন। অধৈর্যতা ফরেক্স মর্কেটে সফলতার অন্তরায়। আপনাকে দু’একটি ট্রেডে লস করতে হতে পারে তাই বলে অধৈর্য হওয়া যাবে না। ধৈর্য ধরে ট্রেড করতে হবে একদিন সফল হবেনই।
৩। এবং অতিরিক্ত লোভ। ফরেক্স মর্কেট থেকে ট্রেডারদের বড় একটা অংশ ঝড়ে যাওয়ার মূল কারন হলো অতিরিক্ত লোভ করা।
৪। উচ্চাভিলাষী হওয়া। অধিক উচ্চাভিলাষী হওয়ার কারনে ভুল ট্রেড নিয়ে বসেন ফলে লস করেন।
৫। নিজের উপর বিশ্বাস ও মানসিক দৃঢ়তা না থাকা ইত্যাদি।
এসব বিষয় এড়িয়ে ট্রেড করতে পারলে লস করার সম্ভাবনা অনেক কম থাকে এবং ভালো প্রফিট অর্জন করা সম্ভব।

FiruFx
2020-11-20, 04:41 PM
ফরেক্সে রিয়েল ট্রেড করার আগে অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে এবং দক্ষতার সাথে ট্রেড করতে হবে । তানাহলে লস অনিবার্য । ফরেক্স এর নিয়ম মেনে ট্রেড না করার কারণে অনেক ট্রেডার লস করে । বেশি লাভবান হওয়ার জন্য না বুঝে তাড়াতাড়ি ট্রেড করে লসে করে । ধৈর্য ধরে ট্রেড না করার জন্য ট্রেডারা লস করে থাকে ।

zakia
2020-11-20, 05:53 PM
আমি মোনে করি লাভ লোকসান সব ব্যবসায় আছে। আর লস সুধু মাত্র সুদের ব্যবসায় নাই।তাই ফরেক্স মারকেটে ও লাব লস দুটি আছে।তাই এখান থেকে যে একবার লস করবে সে আবার লাভ করার চেষ্টা করবে। বেশিরভাগ ট্রেডার রা লস খায়। তারা ফরেক্স ডেমো তারা ঠিক মত প্রাকটিস করে না। তারা ফরেক্স মানি ম্যানেজমেন্ট বুঝে না। আর একবার লস খাওয়ার পর তারা অনেক বেশি অস্থির হয়ে পরে। তায় তারা লস খায় .ফরেক্স এ কাজ করতে হলে ঠান্ডা মাথায় করতে হয়।

zakia
2020-11-21, 05:54 PM
বেশির ভাগ ট্রেডার তাদের ট্রেডে লস করার অনেক কারন আছে সেগুলো হচ্ছে না জেনে না বুঝে বেশি বেশি লাভের আশা করার কারনে ভালভাবে এ্যানালাইসিস্ না থাকার কারনে আর ভাল করে ফরেক্স না শিখার কারনে ট্রেডার গণ বেশি বেশি লস করে তাই আমরা মনে করি অনেক ধৈর্য না থাকলে আমাদের লস হবে এবং ফরেক্স যে ভাবে জানলে আমরা ভালভাবে শিখবো শেভাবেই বুঝেশুনে ট্রেড করলে আমরা লচের সম্মুখীন হব না। আসলে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে কিছু না কিছু লসতো কম বেশি সবার হবেই। তারপরেও যে সব কারনে আমাদের ফরেক্স ট্রেডাররা বেশি লস করে থাকে তা হচ্ছে অজ্ঞতা। ফরেক্স মাড়ড়কেটে ট্রেড করতে আগে অবিজ্ঞতা সঞ্চার করে যদি আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি তবে আমাদের লস কম হবে।

ashik94
2021-01-24, 04:17 PM
আপনার স্ট্রাটেজি, অনুযায়ী কি হওয়া উচিৎ তা চিন্তা করুন এবং তার ফলাফল পরিমাপ করুন । তেমনি স্ট্রাটেজি, টেষ্ট এর সময়ই আপনাকে ট্রেড ম্যানেজমেন্ট শিখতে হবে । রিস্ক � রিওয়ার্ড জানতে হবে। কখনো লসে চলে গেলে কি করবেন সেসব বুঝতে হবে । টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড নিতে হবে । অনেক সময় আপনার স্ট্রাটেজিতে, ট্রেড নেবার সময় আসলেও মার্কেট এনালাইসিস করে দেখতে পাবেন আপনার স্ট্রাটেজিতে এখন ট্রেড নেয়াটা রিস্কি হয়ে যাচ্ছে । তখন ট্রেড থেকে বিরত থাকতে হবে । অথবা ট্রেড দিয়ে ফেললেও সেটাকে ম্যানেজিং করতে হবে । একটা গুরুত্ত পূর্ণ বিষয় হল অন্য কাউকে দেখে শেয়ার কেনাবেচা করবেন না প্রত্যেকের পোর্টফোলিও ভিন্ন হয় । কোন একজন যে কারণে শেয়ার কিনছেন বা বিক্রি করছেন তা হয়তো আপনার কারণের সাথে মিলবে না ।

AbdulRazzak
2021-01-24, 08:04 PM
বেশিরভাগ ব্যবসায়ী কীভাবে কিনতে বা বিক্রি করতে জানেন না। একবার দাম কিছুটা উপরে উঠলে তারা ভাবেন যে এটি আবার নীচে নেমে যাচ্ছে এবং তারা সেল ট্রেডের সাথে বসে। আপনি যদি এইভাবে অভিনয় করেন তবে আপনি প্রাণ হারান। একটি বাজার বিশ্লেষণ পরিচালনা করার চেষ্টা করুন। কিছু বেসিক সূচকগুলির জন্য বিডিপিপ্স ফরেক্স স্কুল সূচক বিভাগটি দেখুন। এই সূচক এবং অন্যান্য দেখুন। প্রযুক্তিগত বিশ্লেষণ থেকে কিছু জিনিস শেখার চেষ্টা করুন। অল্প অল্প করেই আপনার পক্ষে সবকিছু সহজ হয়ে যায়।

EK092
2021-01-28, 01:37 PM
পরের বাজারটি হ'ল আসল বাজার যা যদি কেউ কিছু না জেনে ভুলভাবে ব্যবসা করে তবে তাদের হারাতে হবে, সুতরাং প্রতিটি ব্যবসায়ীকে অবশ্যই ভাল বাণিজ্য শিখতে হবে। যারা তাদের কাছে নতুন তাদের অবশ্যই ফরেক্স মার্কেটটি ভালভাবে জেনে নিতে হবে এবং সেই অনুযায়ী বাণিজ্য করতে হবে। নিয়ম, তারপর আপনি জিততে পারেন।

FRK75
2021-02-04, 11:13 PM
লাভের আশায় সেন্টিমেটাল হয়ে ট্রেড করার কারনেই অধীকাংশ ট্রেডাররা লস খায় । ধৈর্যহীনভাবে ট্রেড করাও এটি একটি বড় কারন । মার্কেট কারো নিয়মে চলেনা । এখানে ভাল করতে হলে অবশ্যই কোননা কোন ভাল স্ট্রাটেজি অনুসরন করতে হয় ।নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে । সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না । নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন । আরও শেখার চেষ্টা করুন । অন্যদের জিজ্ঞেস করুন।

Md.shohag
2021-02-05, 06:11 PM
প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয় । কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে । তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে । কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন । সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে । কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না । সে ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন । ধরে রাখুন ফরেক্সে আপনার প্রথম ২টি ডিপোজিট আপনি হারাবেন । বুঝে ট্রেড করার চেষ্টা করুন । দেখবেন তখন ট্রেডিং অনেকটা সহজ লাগবে ।

IFXmehedi
2021-02-16, 08:53 PM
কিছু না জেনে ফরেক্স করা একে বারেই বৃথা চেষ্টা । আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায় । পরিসংখ্যানটি হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে ৯৫% ট্রেডার নয়, ৯৫% বিগেনার ট্রেডাররা লস করে। কিন্তু কেন? কারন তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না। দেখা যাক কি কি কারন ট্রেডাররা ফরেক্সে লস করে ।

ফরেক্স মার্কেটে বেশিরভাগ ট্রেডার রা প্রথম অবস্থায় না বুঝেই অনেক ভুল করে থাকে এবং বড় ধরনের লসের সম্মুখীন হয় । এর সবচেয়ে বড় কারণ হল প্রথমদিকে সবাই ফরেক্স মার্কেটে প্রতি বেশি আবেগ প্রকাশ করে থাকে যার ফলে রসের সম্ভাবনাটাও বেশি হয়ে থাকে । এছাড়া অনেক সময় দেখা যায় ট্রেডাররা কোন কিছু বিবেচনা না করেই মার্কেট কন্ডিশন না বোঝে হুটহাট করে আবেগের বশে উল্টাপাল্টা ট্রেড দিয়ে থাকে যার ফলে সবচেয়ে বেশি লস করে থাকে বলে আমার মনে হয় ।

Smd
2021-05-03, 04:05 PM
মার্কেট যেখানে যদি কিছু না জেনে ভুল ভাবে ট্রেড করে তাহলে তাকে তার জন্য লস খেতে হবে সুতরাং প্রত্যেক ট্রেডার কে ভাল ভাবে ট্রেড করা শিখতে হবে।আমরা দেখি যে শতকারা ৯৫% ট্রেড লস খাই নতুন দের মধ্যে এটি হয় কারন তারা ইনভেস্ত করে ভুল ভাবে ট্রেড করে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে । কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন । সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে ।

FRK75
2021-09-13, 03:14 PM
ট্রেড করার জন্য আমার সাজেশান হল নিউজ পাবলিশড হওয়া পর্যন্ত অপেক্ষা করা। তার পরেই ট্রেড এ এন্ট্রি নেওয়া। কেননা নিউজ পজিটিভ অথবা নেগেটিভ সব দিকেই মার্কেট স্পাইক করে। এবং এরকম স্পাইকে পড়লে আমাদের মত ছোট ট্রেডারের একাউন্ট লাল হতে সময় লাগবে না।

sss21
2021-10-17, 08:53 AM
প্রায় ৯০% এর ওপরে ট্রেডার রা ফরেক্সে লস করে থাকেন। কারণ, তারা কোন রুল অনুসরণ করেন না, ফরেক্সে টিকে থাকার জন্য বেশ কিছু রুল রয়েছে। যেমন, মানি ম্যানেজমেন্ট সঠিক করে করতে হবে, ভাল এনালাইসিস করতে হবে, সঠিক সময়ে ট্রেড করতে হবে, উল্টা পাল্টা ট্রেড করা যাবে না, বেশি ট্রেড করার দরকার নেই, অনেক কারেন্সিতে ট্রেড করার দরকার নেই ইত্যাদি

IFXmehedi
2021-10-17, 09:57 PM
ফরেক্সে মার্কেট এমন একটি পেলেস যেখানে থেকে টাকা উপার্জন করা যায়। তো যেখানে টাকা পয়সা উপার্জন করা যায় তার কিছু নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি এগুলো পালন করে সেই লাভবান হতে পারবে । আর যে ব্যক্তি নিয়ম কমান্য করে সে লস খায়। দেখা যায় অনেকে মানি ম্যানেজমেন্ট করতে পারে না । বা কখন ট্রেড করলে ভাল হবে তা অনেকে এ জানে না । যারা নতুন না বুঝে বিজনেস করাটা বুকামি।যারা মনে করে ট্রেড করা সহজ তারাই ধরা খায় ।নতুন মেম্বেরদ্র উচিৎ ডেমো ভালভাবে করা অবিজ্ঞতা পূর্ণ হওয়া।

FRK75
2021-11-18, 10:43 AM
ট্রেডার তাদের ট্রেডে লস করে বিভিন্ন কারনে , বেশি বেশি লোভ করার কারনে , সঠিক ভাবে এ্যানালাইসিস্ না করলে , বেশি সিগনালের উপর নির্রভরশীল হলে , আর ভাল করে ফরেক্স না শিখার কারনে ট্রেডার গণ বেশি বেশি লস করে। কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে । তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে । কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন । সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে । কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না ।

FRK75
2022-07-23, 10:57 PM
ফরেক্সে মার্কেট এমন একটি পেলেস যেখানে থেকে টাকা উপার্জন করা যায়। তো যেখানে টাকা পয়সা উপার্জন করা যায় তার কিছু নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি এগুলো পালন করে সেই লাভবান হতে পারবে । আর যে ব্যক্তি নিয়ম কমান্য করে সে লস খায়। দেখা যায় অনেকে মানি ম্যানেজমেন্ট করতে পারে না । বা কখন ট্রেড করলে ভাল হবে তা অনেকে এ জানে না । যারা ফরেক্সে প্রথম থেকে ভালো করে শিখতে পারে না ।ফরেক্স এ লস করেন তা হল সামান্য ধারনা থেকেই মনে করে আমি অনেক শিখে গেছি সেই হিসাবে তারা ট্রেড করে। মাকে'ট সম্বন্ধে বোঝার চেষ্টা করে না। তারা মনে করে ট্রেড করতে পারলেই লাভ করা যায়। আসলে লাভ অত সহজ ব্যাপার নয়। এই মাকে'টে প্রচুর গবেষনা করতে হবে বুঝতে হবে।ফরেক্স ট্রেড কিন্তু খুব সহজ ব্যাপার নয়। এখান থেকে লাভ করতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে।

Mas26
2022-07-24, 04:28 PM
প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয় । কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে । তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে । কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন । সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে । কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না । সে ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন । ধরে রাখুন ফরেক্সে আপনার প্রথম ২টি ডিপোজিট আপনি হারাবেন । বুঝে ট্রেড করার চেষ্টা করুন । দেখবেন তখন ট্রেডিং অনেকটা সহজ লাগবে আমি মনে করি ধৈর্য না থাকলে আমাদের লস হবে সেটা স্বাভাবিক। এবং ফরেক্স যা জানা অত্যাবশ্যক তা আমাদের জানা দরকার

FRK75
2023-04-23, 04:12 PM
ফরেক্স মার্কেটে বেসির ভাগ ট্রেডার লস করে এর কারণ হল তাদের ফরেক্স মার্কেট সম্পর্কে অজ্ঞতা অনেক ট্রেডার আছে যারা মার্কেট না বুঝে ট্রেড করে এবং ট্রেড করার সময় অনেক মাত্রায় লোভ করে আর এটা হল ফরেক্স মার্কেটে লসের একটা বড় কারণ এছাড়া তারা ফরেক্স মার্কেটের সকল নিয়ম কানুন মেনেও চলে না ফরেক্স এক্তি বাবসা তাই এখানে লাভ লস তো থাকবে কিন্ত আম মনে করি বেসির ভাগ ট্রেডার এই বাবসা থেকে বেসি কিছু আয় করতে পারে না কারন তারা নিজেদের লোভ নিওন্ত্রন করতে পারে না। লভি ও আবেগ ভরা লকেরা কখন টাকা আয় করতে পারে না।