PDA

View Full Version : রোবট দিয়ে কি আয় করা সম্ভব?



mun195
2015-04-05, 04:46 PM
আমি ফরেক্সে নতুন ফরেক্স বিষয়ে আমার কিছুটা জ্ঞান থাকলেও রোবট সম্পর্কে আমি কিছুই জানি না, তাই দক্ষদের কাছে জানতে চাই যে ফরেক্সে রোবট ট্রেড করলে কি শুধুই লস না লাভও হয়, জানাবেন প্লিজ।।

amitbd
2015-04-05, 04:55 PM
রোবট বিষয় আমিও গুনেছি যে রোবট এর মাধ্যমে আয় করা যায় কিন্তু নিজেকে এখন ও পযন্ত আমি নিজের যোগ্যতাই ট্রেড করে যাচ্ছি , নিজে যা পারি তাই নিয়েই থাকতে আমার অনেক ভাল লাগে ।

musa
2015-04-07, 10:19 AM
রোবট দিয়ে কাজ করা যায় আমি শুনেছি তবে আমি কোন রোবট দিয়ে কাজ করতে চাই না ,,, আমারা মানুষ আমরা রোবট বানাইছি তাই একটা রোবট কখনো আমাদের চাইতে ভালো কাজ করতে পারে না ,,,তাই আমি মনে করি রোবটের চাইতে ভালো কাজ আমরা করতে পারি

bonushunter
2015-04-07, 10:51 AM
রোবট দিয়ে সামান্য কিছুতা লাভ করা সম্ভব। তবে লাভের চেয়ে লস বেশি হয় রোবট দিয়ে। তাই রোবট দিয়ে আর যাকিছু হক ফরেক্স থেকে আয় করা সম্ভব না। আমার মতে সবার উচিত রোবট ব্যবহার না করা।

abdulmalek
2015-04-07, 03:12 PM
রোবট আমার পছন্দ নয় এটা কখোনো ভালো করতে পারে আবার কখনো খারাপ এর কোন নিশ্চায়তা নেই। আর রোবট ব্যবহার আপনার ব্যক্তিত্ব বা আপনার চিন্তা ভাবনার বিকাশতাকে দমিয়ে দিতে পারে তাই আমার মনে হয় আপনার রোবট নিয়ে চিন্তা ভাবনা না করে ম্যানুয়ালি ট্রেড করাই ভালো।

Hera1234
2015-04-09, 12:19 PM
রোবট দিয়ে ট্রেড করলে আমার মনে হয় যে নিজের কোন অবদান নাই যদিও রোবট দিয়ে ট্রেড করলে লাভ হয়ে থাকে। তারপরও নিজের যোগ্যতায় ট্রেড করে আয় করতেই আার বেশি ভালো লাগে। এখন অন্যদের কিরকম লাগে তা আশা করছি সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

Tuhin
2015-04-09, 12:40 PM
ভাইয়া নিজের ট্রেডিং স্ট্রাটিজি তে ট্রেড করুন তাহলে সেটা আপনার জন্য ভাল হবে। অনেকে আপনাকে প্রতারিত করার চেষ্টা করবে রোবট যদি ঠিকমত কাজ করত তাহলে রোবট নিমাতারাই অনেক ধনি হয়ে যেত তারা এগুলো বিক্রয় করে বেড়াত না। রোবট আপনাকে যে লাভ দিবে তা আবার একবারে আপনাকে শূন্য করে দিয়ে যাবে। আমার মতে রোবট লোভ ত্যাগ করুন

shihab
2015-04-09, 03:46 PM
আমি ফরেক্স এর সাথে ৩ বৎসর ধরে আছি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে রোবট এর উপর নির্ভরশীল না হওয়াই ভাল, আর যদি ব্যাবহার করতেই চান তাহলে আপনি কি রোবট ব্যাবহার করছেন শেই রোবট এর বইসিথ কি সেটা কিভাবে এবং কন সময় ভাল কাজ করে সেটা ভাল করে জেনে নিন।

shimulmoni
2015-04-10, 01:07 PM
হ্যা বনধু রোবট দিয়ে আয় করা সম্ভব যদিও আমি কখনো রোবট ব্যবহার করেনি তবে অনেক ট্রেডার আছে যারা রোবট ব্যবহার করে এবং লাভও করে এবং আমি তাদের রোবট দিয়ে ট্রেড করে উপকৃত হতেও দেখেছি তবে আমি রোবটে বিশ্বসী নয় কারন রোবট লাভ দিলেও এটি কোন ট্রেডারের দক্ষতা বাড়ায় না। ধন্যবাদ্

saown
2015-04-12, 05:02 PM
হাঁ সম্ভব। তবে আপনি যদি মনে করেন রোবট লাগান আছে আমার আর কোন কাজ নেয় তবে সেটা ভুল হবে। রোবট ব্যবহার করলেও আপনাকে সেটা কন্ট্রোল করতে হবে। তাহলে আপনি রোবট ব্যবহার করে আয় করতে পারবেন। একটা কথা মনে রাখতে হবে যে রোবট কখনো নিজের মত কিছু করতে পারে না। আপনি ওকে যা করতে বলবেন সে তাই করবে।

TselimRezaa
2015-04-14, 06:31 PM
রোবট দিয়েও আয় করা যায়। তবে এক্ষেত্রে ২৪ঘন্টা নেট কানেকশন থাকতে হবে। কোনো কারনে নেট ডিসকানেক্ট হলে চলবে না। এরজন্য ভিপিএস ব্যবহার করা যায়। তবে আমি ব্যক্তিগতভাবে রোবট ব্যবহার সমর্থন করিনা। কারন এতে নিজের দক্ষতা বৃদ্ধি পায় না। ফরেক্স শেখা যায় না ভালোভাবে।

Emrul Hasan
2015-04-15, 01:58 PM
রোবট দিয়ে আয় করা ফরেক্সের একটি জনপ্রিয় মাধ্যম। রোবট ব্যবহার করে ফরেক্স থেকে টাকা আয় করা যায় খুব সহজে। এখানে রোবটের মাধ্যমে অটোমেটিক ট্রেড অপেন হয়. এবং লাভ হলে রোবট ট্রেড অফ করে দেও। এতে করে সারাদিন ফরেক্স মার্কেটে থাকা লাগে না

moinuddib
2015-04-15, 02:36 PM
রোবট মানুসের বানানো একটি যন্ত্র যা মানুসের আদেশ অনুসারে কাজ করবে। তবে আমাদের দেশে রোবট এর প্রচলন এখনও হয় নাই। তাই আমার মনে হয় রোবট দিয়ে আয় করা সহজ হবে না। তবে পারবেন না যে এমন ও নুয়। কারন রোবট দিয়ে যদি কাজ করান যায় তাহলে আয় অ সম্ভব হতে পারে।

saiful8780
2015-04-15, 03:03 PM
অবশ্যই রোবট দ্বারা ইনকাম করা সম্ভব। বহু ট্রেডার ট্রেডিং এর জন্য রোবট ব্যাবহার করে থাকেন। কিন্তু মজার ব্যাপার হল কোন রোবটই বেশি দিন প্রফিট দিতে পারে না। একদিন না একদিন রোবট আপনার ব্যালেন্স শেষ করে দিবে. এর চাইথে ম্যানুয়্যালী ট্রেড করা উত্তম।

akashbd
2015-04-15, 03:42 PM
হ্যাঁ রোবট দিয়ে আয় করা সম্ভব কিন্তু এটি খুব বেশি না এবং আপনি যদি রোবট দিয়ে ট্রেড করান তাহলে আপনি ফরেক্স এনালাইসিস হারিয়ে ফেলবেন খুব তারাতারি। তাই আমি মনে করি যা হোক নিজেকেই সাবলম্বি হসেবে প্রমান করানটাই উচিৎ। ধন্যবাদ

Shimanto754
2015-05-10, 09:24 PM
রোবট দিয়ে আয় করা সম্ভব।স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে রোবটে ট্রেড হয়।এটা অটোমেটিকেলি ট্রেড ওপেন ও ক্লোজ করে।যেভাবে নির্দেশনা বা সেটিং করা হয় সেভাবে ট্রেড করে।তবে এর জন্যও ভালো ট্রেডার হতে হবে।কারন রোবটে যেমনভাবে সেটিং করা হবে সেমন ট্রেড করবে।তাই রোবটে আয় করতে হলে ভালো ট্রেডার হতে হয়।

banna
2015-05-11, 12:57 AM
আমার মনে হয় ফরেক্স মার্কেটে রোবট দিয়ে ট্রেড না করে নিজে ট্রেড করাই ভাল। আমি অনেক রোবট ব্যাবহার করেছি। কিছু কিছু রোবট আমাকে অল্প কিছু লাভ দিয়েছে কিন্তুু বেশি লস করেছে। আসলে ফরেক্স মার্কেটে লাভ করার জন্য আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে। রোবট দিয়ে ফরেক্স মার্কেটে সফল হওয়া যায় না। রোবট দিয়ে যদি অনেক লাভ করা যেত তাহলে যে রোবট বানাই সে পৃথিবীর সবচাইতে ধনী হত। তাই রোবট দিয়ে ট্রেড না করে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করুন। তাহলে ফরেক্স মার্কেটে সফল হতে পারবেন।

Bappy01
2015-05-20, 12:02 PM
আমি ফরেক্স এ একজন নতুন ট্রেডার তাই রোবট সম্পর্কে আমার বেশি একটা ধারনা নাই বা জানা নাই। আমি শুনেছি যে রোবট থেকে অনেক ভাল ভাবে আয় করা সম্ভব হয়ে থাকে কিন্তু আমি এটা যানি না যে সেটা কি ভাবে করে। আর জানার জন্য আমি এই রোবট সম্পর্কে পরবো এবং এ সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করবো তারপর আমি রোবট দিয়ে ট্রেড করবো।

pallabbd
2015-05-20, 04:11 PM
হ্যাঁ। রোবট দিয়ে আয় করা যায়। কিন্তু এটি খুবই কম। আপনি ফরেক্স মার্কেট এনালাইসিস করে নিজেই প্রচুর টাকা উপার্জন করতে পারেন এতে রোবট ব্যবহার করতে হবে না। এছাড়া রোবট ব্যবহার নতুনদের জন্য খুব ভাল কিছু দিতে পারে না। ধন্যবাদ

mdfarhan
2015-05-20, 08:17 PM
রো্বট দিয়া আয় করা সম্ভব কিন্তু সেটি ভালো মাপের রোবট হওয়া লাগবো তাই আমি বলবো যে আপনি যদি ফরেক্স এ সাফল্যতা অর্জন করতে চান তাহলে আপনি রোবট ছাড়া জ্ঞান অর্জণ করুন এবং আপনি নিজেই ফরেক্স করা শুরু করন তাহলে আপনি এই ফরেক্স নিজেই রোবট বানাতে এবং আপনি নিজেই রোবট হিসাবে গন্য হবেন এবং তখন আপনি ফরেক্স সাফ্যলতা অজর্ন করবেন তার সাথে আপনি অনেক বৈদেশিক মুদ্র অর্জণ করবেন যা আপনি কখনো বোঝেনি।

roni11
2015-06-14, 03:57 PM
ফরেক্স মার্কেটে অনেকে রোবট দিয়ে ট্রেড করে রোবট একটি সফটওয়ার এটা ফরেক্স মার্কেটে প্লাটফরমে সেট করতে হয় এটা অটিমেটিক ভাবে ট্রেড ওপেন করে আবার অটম্রটিক ভাবে ট্রেড ক্লোজ করে তবে রোবট দিয়ে আয় করা জায় অনেকে রোবট দিয়ে ট্রেড করে প্রফিট করে।

mirazul
2015-06-14, 04:11 PM
হ্যাঁ সম্ভব। রোবট দিয়ে ফরেক্স ট্রেড করা সম্ভব এবং লাভবানও হওয়া সম্ভব। কিন্তু সর্বশেষ ফলাফল দেখাজাবে লাভের থেকে লস এর পরিমান অনেক বেশি কারণ রোবট কে যা নির্দেশ করা হয় রোবট সুধু তাই করতে পারে ফরেক্স এমন একটি জায়গা যেখানে একটি ট্রেড করতে গেলে অনেক ধরনের এনালাইসিস করে তারপর ট্রেড করতে হয় আর রোবট এক সাথে অনেক ধরনের আনালাইসিস করতে পারবেনা তাই আমি বলব রবরত দিয়ে আনালাইসিস করে কোন লাভ নেই।

shihab
2015-06-17, 09:00 PM
আমি ফরেক্সে নতুন ফরেক্স বিষয়ে আমার কিছুটা জ্ঞান থাকলেও রোবট সম্পর্কে আমি কিছুই জানি না, তাই দক্ষদের কাছে জানতে চাই যে ফরেক্সে রোবট ট্রেড করলে কি শুধুই লস না লাভও হয়, জানাবেন প্লিজ।।
ফরেক্স আপনি রোবট দিয়েও লাভ করতে পারেন, ইনডিকেটর ব্যাবহার করেও লাভ করতে পারেন আবার শুধু প্রাইস একশন এর মাদ্ধমেও লাভ করতে পারেন। সবচে গুরত্ত পূর্ণ বিষয় হল আপ্নাই যে জিনিসটা ব্যাবহার করে তার সম্পরকে ভাল করে জেনে নিয়া তারপর ব্যাবহার করুন। আমি প্রাইস একশন এবং Supply and Demand এর উপর ব্যাস করে ট্রেড করে থাকি।

bonushunter
2015-06-17, 11:48 PM
রোবট দিয়ে ফরেক্স এ আয় করা সম্ভব না। রোবট দিয়ে যদি আয় করা যেতো তাহলে যারা রোবট ব্যাবহার করেসে তারা পৃথিবীর ভিতর সবচেয়ে বড় ধনী হতো। তাই আমি মনে করি রোবট শুধু লোভ দেখানো কোন কাজের না। আমি উপদেশ দিবো কেউ যেন রোবট ব্যাবহার না করে।

daredevilcps9
2015-06-18, 12:55 AM
আমার মতে রো্বট থেকে আয় করা সম্ভব কিন্তু সকল ক্ষেত্রে নয় কারণ ফরেক্স রোবট মূলত কাজ করে টেকনিকাল অ্যানালাইসিসের উপর কিন্তু ফরেক্স শুধুমাত্র টেকনিকাল নয় বরং ফান্ডামেন্টাল পরিস্থিতির ভিত্তিতে উঠা-নামা করে তাই ফরেক্স রোবট দিয়ে ট্রেড না করাই উত্তম।

Talha
2015-06-18, 11:10 AM
রোবট দিয়ে আয় করা সম্বব যদি মার্কেট অনুকুলে থাকে। রোবট দিয়ে লস করা ও সম্ভব আমার মতে নিজেই মার্কেটের দক্ষতা অর্জন করা ভাল।

shuvo01
2015-06-18, 05:01 PM
রোবট দিয়ে অনেক বেশি অয় করা সম্ভব।রোবট একটি সফটওয়ার এটা ফরেক্স মার্কেটে প্লাটফরমে সেট করতে হয়। এর পর রোবটের সাহায্র্যে ফরেক্সের কাজ করে ঘরে বসে অনেক আয় করা সম্ভব হয়। এতে দক্ষতা ও কঠর পরিশ্রম করতে হইবে। ফরেক্সের মধ্যেমে আয় করতে হলে ফরেক সম্পর্কে ধারণ লইতে হবে। তাহা হইলে রোবট দিয়ে আয় করা সম্ভব।

mpapayar
2015-06-28, 04:21 PM
রোবট বিষয় আমিও গুনেছি যে রোবট এর মাধ্যমে আয় করা যায় ।কিন্তু নিজে এখনো রোবট ব্যবহার করিনি । তাই বিষয়টা ইস্পস্থ না ।রোবট ব্যবহার করলেও নিজেকে সেটা কন্ট্রোল করতে হবে। তাহলে রোবট ব্যবহার করে আয় করা যাবে। আমি আমি অনেককে রোবট দিয়ে ট্রেড করে উপকৃত হতেও দেখেছি তবে আমি রোবটে বিশ্বসী নয় কারন রোবট লাভ দিলেও এটি কোন ট্রেডারের দক্ষতা বাড়ায় না।

raju0000
2015-06-28, 07:11 PM
জি আসলে ফরেক্স এ রোবট বেবহার করলে লস হবে সবসময় এই কথাটা সম্পূর্ণ সত্য নয়, তার একমাত্র কারণ ই হলো অনেকে রোবট বেবহার করে লস এর সম্মুখীন হয়েছে, কারণ আমরা সবাই কমদামী অথবা ফ্রি রোবট বেবহার করে ট্রেড করতে অভ্ভস্থ, এমন ফ্রি রোবট সাধারণত প্রথমে প্রফিট দিয়ে পরে লস করে বসে, ভালো রোবট লাভ করবেই.

Harun1650
2015-06-28, 07:22 PM
রোবট একটা সয়ঙ্ক্রিয় ট্রেড করার একটা মাধ্যম এর দ্বারা আপনি সফল এবং বিফল দুইটাই হতে পারেন । কারন একটা রোবট আপনার প্রফিট এর কথা চিন্তা করে সে জেকোন সময় ট্রেড ওপেন করে বসবে এখন দেখবেন অনেক অল্প দামের রোবট আপনি কিনে নিয়ে যখন কাজ করবেন তখন আপনাকে প্রথম কিছু টাকা আয় করে দিবে কিন্তু এটা কিছুদিন পর ঠিকভাবে রান করতে পারে না তার ফলে ট্রেডারকে লোক্সান গুন্তে হয়। আর তাই আপনি যদি কোন ভাল মানের রোবট পেয়ে থাকেন তাহলে কিছু করতে পারবেন এর দ্বারা কিন্তু সব রোবট ই আপনাকে সফলতা এনে দিতে পারবে না।

Fxaziz
2015-07-02, 05:28 PM
ফরেক্স মার্কেট যেহেতু পরটাই আপনার ব্রেন এর মাদ্ধোমে কাজ করে তাই আপনাদের উচিৎ রোবট বা অনন্য কিচুর উপর ণীরবর না করে নিজের দক্ষতার উপর কাজ করা।কারন ফরেক্স মারকেট এ লাভ-লোস উবইটী রয়েছে তাই অন্য কিচুর উপর নিরভর না করা ভাল হবে।ফরেক্স মারকেট এ জোদি রোবট দিয়ে ট্রেড করা জেত তবে কেও আর ফরেক্স শিখত না।কএক হাজার টাকা দিয়ে মানুষ রোবট দিয়ে টাকা আয় করত।তাদের আর কস্ট হত না।ত

mamun93
2015-07-18, 05:24 AM
রোবট দিয়েও ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভাব কিন্তু ফরেক্স মার্কেটের ট্রেন্ড অনেক সময় এত বেশি থাকে যে রোবট দিয়ে তা নিয়ন্ত্রন করা অনেকটা অসম্ভাব হয়ে দাড়ায়। তাছাড়া ফরেক্স মার্কেটে আপনি যদি রোবট দিয়েই আপনি প্রফিটের কথা ভাবেন তাহলেতো আপনার নিজের দক্ষতা বলে কিছু থাকলো না।

Reja101
2015-07-19, 12:33 AM
হুম । আমি শুনেছি ফরেক্স মার্কেটে রোবট দিয়ে আয় করা সম্ভব । প্রকৃত পক্ষে আমি ফরেক্স মার্কেটে ট্রেড করি নিজের যোগ্যতা দিয়ে । এতে আমি লাভও করি আবার লসও করে থাকি । আমি কোন দিন রোবট ব্যবহার ক্রে ফরেক্স মার্কেটে ট্রেড করছি না । তাই আমি রোবট সম্পর্কে তেমন কোন দক্ষতা অর্জন করতে পারছি না ।

arpon2015
2015-07-19, 12:50 AM
ভাই আমি আপনার কথা বুঝতে পেরেছি আপনি যেটা বলেছেন সেটা একটা সময়ে ঠিক ছিলো কিন্তু বর্তমানে রোবট নিজে ডিছিসোন নিতে পারে তাকে সেই মেমোরি দেওয়া সম্ভপর হয়েছে । বিজ্ঞান এটা করতে সক্ষ্যম হয়েছে কিন্তু আসলে রোবোট কে দিয়ে ট্রেড করলে লভ না লস হবে এটা আমি বলতে পারবোনা এ ব্যাপারে আমার কৌতুহল আছে।

sumonyahoo24
2015-08-07, 03:05 AM
।রোবট ব্যবহার করলেও নিজেকে সেটা কন্ট্রোল করতে হবে। তাহলে রোবট ব্যবহার করে আয় করা যাবে। আমি আমি অনেককে রোবট দিয়ে ট্রেড করে উপকৃত হতেও দেখেছি তবে আমি রোবটে বিশ্বসী নয়। প্রকৃত পক্ষে আমি ফরেক্স মার্কেটে ট্রেড করি নিজের যোগ্যতা দিয়ে । এতে আমি লাভও করি আবার লসও করে থাকি । আমি কোন দিন রোবট ব্যবহার ক্রে ফরেক্স মার্কেটে ট্রেড করছি না । তাই আমি রোবট সম্পর্কে তেমন কোন দক্ষতা অর্জন করতে পারছি না ।ফরেক্স মার্কেটের ট্রেন্ড অনেক সময় এত বেশি থাকে যে রোবট দিয়ে তা নিয়ন্ত্রন করা অনেকটা অসম্ভাব হয়ে দাড়ায়।

roni11
2015-08-08, 12:51 PM
ফরেক্স মার্কেটে রবট ব্যবহার করে মানুস ফরেক্স মারকেট থেকে আয় করছে রবট দিয়ে আয় করা যাবে কারন ফরেক্স মার্কেটে এইরবট সেট করলে ঠিক মানুসের মত কাজ করে সে নিজেই ট্রেড করে আবার নিজেই ট্রেড ক্লোজ করে থাকে প্রফিট করে রবট।

sagor
2015-08-16, 04:53 PM
ফরেক্স মার্কেটে অনেকে রোবট ব্যবহার করছে আর এই রোবট দিয়ে অনে ট্রেডার আয় করছে তাই রবট দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে আয় করা জায় অনেকে দেখেছি যে রবট কিনে রোবট ব্যবহার করে এবং সেই রোবট দিয়ে আয় করে।

jayedjayed
2015-08-16, 07:10 PM
অবশ্যই ফোরেক্স দিয়ে আয় করতে হলে আপনার নিজস্য স্ট্রাটেজি দরকার হবে। তবে কিছু কিছু সময় আপনার রোবট টি দিয়ে ভালো আয় করতে পারেন কিন্তু এটি আপনার কোন রিক্স ম্যানেজমেন্ট করেনা। আপনাকে আসলে যদি ফোরেক্স থেকে ভালো করতে হয় তাহলে রোবট পরিত্যাগ করাই উত্তম বলে আমার ধারনা।

milahasan_268
2015-08-16, 08:25 PM
রোবট দিয়ে কাজ করা যায় আমি শুনেছি তবে আমি কোন রোবট দিয়ে কাজ করতে চাই না

nayemkst
2015-08-16, 09:17 PM
রোবট দিয়ে আয় করার চেয়ে নিজে আয় করা অনেক ভালো। রোবটের নিজস্ব কোন চিন্তা শক্তি নেই তাই নিজে নিজে টেড্র করাই শ্রেয়।

nasir
2015-08-16, 09:35 PM
রোবট কখনো ভালো করতে পারে আবার কখনো খারাপ করে ফেলে।এর কোন নিশ্চায়তা নেই,তবে আপনি ভাল রোবট বেভহার করে ভাল টাকা ইনকাম করতে পারবেন।তবে এটার আবার কিছু সময় ও আছে ।আপনি কখন ছারবেন আবার কখন অফ করবেন।

Reaz Uddin
2015-08-16, 10:05 PM
হা ভাই রোবট দিয়ে আয় করা সম্ভব কিন্তু মনে রাখতে হবে যে এর জন্য আমাদের একটা বড় অ্যাকাউন্ট লাগবে এবং তার সাথে ভাল মানি ম্যানেজমেন্ট জানতে হবে এবং লিভারেজ কম নিতে হবে ।বড় অ্যাকাউন্ট ছাড়া রোবট দিয়া লস ছাড়া লাভ হবে না।

MotinFX
2015-08-16, 11:55 PM
অামি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার। আমি শুনেছি ফরেক্সে রোবট ব্যবহার করে তবে আমি মনে করি রোবট ব্যবহার না করা। কেননা রোবটে যদি লাভ হত যারা বানাই তারা কোটিপতি হয়ে যেত।

abdullahjayed
2015-08-17, 12:10 AM
আমি শুনেছি যে রোবট দিয়ে ফরেক্স থেকে অনেক অর্থ একবারে আয় করা সম্ভব কিন্তু আমি এই বিষয়ে তেমন একটা জ্ঞাত নই তাই আমি রোবট নিয়ে তেমন কোন তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পারবো না । এবং আমি সকল ট্রেডারদের বলব যে আপনারা কোন সময় রোবট ব্যবহারের পূর্বে কোন ভাল ট্রেডার এর কাছ থেকে রোবট ব্যবহার সম্পর্কে ভাল ভাবে জেনে নিন।

arian
2015-08-17, 12:40 AM
আমি ফরেক্স এ নতুন কাজ করছি তাই রোবট সম্পরকে তেমন কিছু জানি না । শুরু থেকে নিজেই কাজ করছি রোবট কিভাবে কাজ করে জানি না ।

muhim123
2015-08-17, 12:43 AM
হ্যা বনধু রোবট দিয়ে আয় করা সম্ভব যদিও আমি কখনো রোবট ব্যবহার করেনি তবে অনেক ট্রেডার আছে যারা রোবট ব্যবহার করে এবং লাভও করে এবং আমি তাদের রোবট দিয়ে ট্রেড করে উপকৃত হতেও দেখেছি...আ আমি মনে করি আর রোবট ব্যবহার আপনার ব্যক্তিত্ব বা আপনার চিন্তা ভাবনার বিকাশতাকে দমিয়ে দিতে পারে তাই আমার মনে হয় আপনার রোবট নিয়ে চিন্তা ভাবনা না করে ম্যানুয়ালি ট্রেড করাই ভালো।

Ekram
2015-08-17, 12:48 AM
রোবট দিয়ে কাজ করা যায় আমি শুনেছি তবে আমি কোন রোবট দিয়ে কাজ করতে চাই না

রোবট এক্তা যন্ত্র ছাড়া আর কিছুই না । তার কোন আবেগ নাই আবার মানুসের মত সত্যিকারের বিশ্লেষণ ক্ষমতা তার নাও থাকতে পারে । মোট কথা যারা অলস এবং মাথা ঘামিয়ে কাজ করতে চায়না তাদের জন্য হয়তবা রোবট কিছুটা কাজ দিতে পারে ।

mone hoy
2015-08-17, 01:27 AM
ফরেক্স রোবট আচে কি না জানি না । তবে কিছুদিন আগে একটি ই-মেইল র মাধমে জানতে পারি । রোবট কিনে তা থেকে নাকি অনেক আয় করা শম্ভব । আমি সত্যি অবাক হয়েছি। যদি সত্যি ফরেক্স রোবট দিয়া আয় করা জায় তবে সুধু সুধু আমরা ত কস্ত করছি কেন । আর যদি এমন ভাবে আয় করা না জায় তবে আমরা অন্য কন পথে না জেয়ে আমাদের উছিত , মিজেকে ভাল করে তইরি করা । এবং নিজেকে এই মাধমে তিকিয়া রাখা ।

sumonyahoo24
2015-08-17, 11:27 AM
আমার মতে রো্বট থেকে আয় করা সম্ভব কিন্তু সকল ক্ষেত্রে নয় কারণ ফরেক্স রোবট মূলত কাজ করে টেকনিকাল অ্যানালাইসিসের উপর কিন্তু ফরেক্স শুধুমাত্র টেকনিকাল নয় বরং ফান্ডামেন্টাল পরিস্থিতির ভিত্তিতে উঠা-নামা করে।প্রকৃত পক্ষে আমি ফরেক্স মার্কেটে ট্রেড করি নিজের যোগ্যতা দিয়ে । এতে আমি লাভও করি আবার লসও করে থাকি । আমি কোন দিন রোবট ব্যবহার ক্রে ফরেক্স মার্কেটে ট্রেড করছি না । তাই আমি রোবট সম্পর্কে তেমন কোন দক্ষতা অর্জন করতে পারছি না ।

kabita
2015-08-19, 12:26 AM
রোবট দিয়ে আয় করা সম্ভব কিন্তু নিজের চেয়ে নয় কারণ রোবট কখনো ভালো কাজ করে আবার কখনো খুব খারাপ করে দেয় রোবট মূলত কাজ করে টেকনিকাল অ্যানালাইসিসের উপর কিন্তু ফরেক্স শুধুমাত্র টেকনিকাল নয় বরং ফান্ডামেন্টাল এনালাইসিস ও করতে হয় ফরেক্স মার্কেটে যা রোবট দিয়ে কখনো সম্ভব হয় না

sima
2015-08-19, 01:22 AM
ফোরেক্স মার্কেটে রোবট একটি দ্বারুন জিনিস একবার ব্যবহার করেই দেখুন না। এই প্রলোভন অনকে সাইড আপনাকে দেখাতে পারে। তবে আমার মতে এটি আপনার দক্ষতাকে শেষ করে দিচ্ছে তাই আর রোবট যেআপনাকে শুধু লাভই দেবে এটা কিন্তু নয় ইট আপনাকে সহজেই শেষ করে দিতে পারে তাই রোবট ব্যাবহার না করাটাই উত্তম।

sona
2015-08-25, 06:39 PM
ফরেক্স মার্কেট থেকে আয় করার জন্য মানুস অনেক কিছু অবলম্বন করছে ফরেক্স থেকে বিভিন্ন ভাবে আয় করার চেস্টা করে তবে রোবট দিয়ে ফরেক্স মার্কেট থেকে আয় করা যায় এবং অনেকে রোবট দিয়ে আয় করছে।

joy rahman
2015-08-26, 12:27 AM
রোবট দিয়ে ফরেক্স ট্রেড করার কথা আমি সুনেছি কিন্ত আমি কখনো দেখিনি । আমার মনে হই রোবট দিয়ে ফরেক্স করা যায় কিন্ত না করাই ভাল নেজে নিজে ট্রেড করাই ভাল ফরেক্স এ

chor
2015-08-26, 09:37 AM
আসলে ফরেক্স মার্কেটে রোবট একটা টেকনিক্যাল ট্রেডিং সিস্টেম আর রব দিয়ে ট্রেড করানো অধিকাংশে বেশি ফলদায়ক হয় না কারণ আপনি নিজে ট্রেড করার সময় যেসব ডিসিশন গুলো নিতে পারবেন রোবট তা পারবে না এতে ফরেক্স মার্কেটে আপনার লসের কোন সীমা থাকবে না

Jobless
2015-08-26, 09:43 AM
হা রোবট দিয়ে আয় করা সম্ভব। যদি আপনি বেশি সময় দিতে না পারেন ট্রেড এ তাহলে আপনি রোবট ব্যাবহার করতে পারেন...তবে রোবট ব্যাবহার করেই যে আপনি লাভবান হবেন তা কিন্তু নয় যদি তাই হত তাহলে এর কোম্পানি গুলা আগে ধনী হতো। ভাই আপনাকে আগে বুঝতে হবে আপনি কি ধরনের ট্রেড করতে চান বা কয়টা করতে চান তারউপর নিরভর করে রোবট ব্যবহার করতে পারেন।তবে আমারা ইনশআল্লাহ রোবট ব্যাবহার না করেই এতদিন অগ্রসর হয়েছি।আমার মতে রোবট ব্যবহার করার চেয়ে নিজে ট্রেড করাই ভাল।

Imran1995
2015-08-26, 09:43 AM
হাঁ সম্ভব। রোবট বিষয় আমিও গুনেছি যে রোবট এর মাধ্যমে আয় করা যায় কিন্তু নিজেকে এখন ও পযন্ত আমি নিজের যোগ্যতাই ট্রেড করে যাচ্ছি , নিজে যা পারি তাই নিয়েই থাকতে আমার অনেক ভাল লাগে । তবে আপনি যদি মনে করেন রোবট লাগান আছে আমার আর কোন কাজ নেয় তবে সেটা ভুল হবে।

Fxaziz
2015-08-27, 08:14 AM
ফরেক্স মার্কেট এ আমরা অনেক ধরনের ট্রেড করি। যেমন রোবট, রোবট দিয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি। রোবট দিয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারি। তবে রোবট দিয়ে ট্রেড না করে নিজের মেধা মেধা দিয়ে ট্রেড করলে আপনি ফরেক্স মার্কেট এর সব কিছু যানতে পারবেন। তাই আপনি রোবট ব্যাবহার না করে আপনি আপনার মেধাকে প্রাধান্য দিন। আসা করে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন।

md mehedi hasan
2015-08-27, 08:57 AM
আমি একটা কথা সরাসরি বলি যে ফরেক্স মার্কেটে রোবট দিয়ে ট্রেড করা মানে বোকামি করার সামিল।ফরেক্স মার্কেটে রোবট ব্যবহার করে ট্রেড করার জন্য অনেকে আছে যারা আপনাকে উপদেশ দিবে।আর আপনি যদি তাই করেন তাহলে আমি মনে করি আপনি আপনার নিজেস্ব ট্রেডিং দক্ষতা ধীরে ধীরে হাড়াতে থাকবেন।ফরেক্স মার্কেট রোবট দিয়ে ট্রেড করতে প্রচুর সময় দিতে যা আমাদের মত চাকরিজীবি ও ছাত্রদের জন্য কখনোই সম্ভব না।

mirza
2015-08-27, 09:07 AM
রোবট দিয়ে কাজ করলে তারাতারি কাজ করা যায় কিন্তু তাতে কিছু ঝুকি থাকে । কিন্তু নিজে কাজ করলে সেই ঝুকি কম থাকে । আমি এখন নিজেই কাজ করি । আমার রোবট এর দরকার হয় না ।

samrat
2015-08-27, 09:26 AM
রোবট দিয়ে সবচেয়ে ভালো আয় করা সম্ভব। রোবট থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি খুৃব সহজে। রোবট দিয়ে আমাদের আয় করা এখন খুবি সহজ। এখান থেকে আমরা কান্ডেল চার্ট দেখে বুজব মার্কেটের গতি বিধি খুব সহজে। আমার এটা সত্তি খুব ভালো লাগে। 99% লোক এটা ব্যবহার
করে।:drink:

maziz6989
2015-08-27, 09:47 AM
যদি আয় করা সম্ভব না হত তবে কেউ এত এত ডলার খরচ করে রোবট কিনত না। তবে রোবট দিয়ে নিয়মিত প্রফিট করা হয়ত বা সম্ভব নয় কেননা আমি এমন কোন রোবট দেখি নি যা বিগত এক বছর থেকে নিয়মিত প্রফিট দিয়ে যাচ্ছে। রোবটের কল্যানে আপনার একাউন্ট যেমন খুবই অল্প সময়ে ডাবল ট্রিপল বা আরো বেশি হতে পারে তেমনি খুবই অল্প সময়ে আপনার একাউন্ট জিরোও হতে পারে।

Armi
2015-08-27, 10:42 AM
এই বাবাসায় অনেক মানুস আসে জারা কোন দিন ভাল ভাবে এনালাইসিস করে না ফলে তারা রোবট ট্রেডিং এর উপর নিরভর করে এই বাবসা থেকে টাকা আয় করতে চায় কিন্তু রোবট সব সময় ভাল ভাবে ট্রেদ করে না। কোন কোন সময় রোবট অনেক খারাপ ট্রেড করে তখন আমাদের অনেক টাকা লস হয়।

Imran1995
2015-08-27, 12:49 PM
:dরোবট বিষয় আমিও গুনেছি যে রোবট এর মাধ্যমে আয় করা যায় কিন্তু নিজেকে এখন ও পযন্ত আমি নিজের যোগ্যতাই ট্রেড করে যাচ্ছি , নিজে যা পারি তাই নিয়েই থাকতে আমার অনেক ভাল লাগে ।

azizulfx2
2015-08-27, 01:11 PM
ফরেক্স মার্কেটে রোবট দিয়ে ট্রেড না করে নিজে ট্রেড করাই ভাল। আমি অনেক রোবট ব্যাবহার করেছি। কিছু কিছু রোবট আমাকে অল্প কিছু লাভ দিয়েছে কিন্তুু বেশি লস করেছে। আসলে ফরেক্স মার্কেটে লাভ করার জন্য আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে। রোবট দিয়ে ফরেক্স মার্কেটে সফল হওয়া যায় না। রোবট দিয়ে যদি অনেক লাভ করা যেত তাহলে যে রোবট বানাই সে পৃথিবীর সবচাইতে ধনী হত। তাই রোবট দিয়ে ট্রেড না করে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করুন। তাহলে ফরেক্স মার্কেটে সফল হতে পারবেন।

lota
2015-08-27, 11:29 PM
ফরেক্স মার্কেট আজকাল মানুস অনেক প্রকার জিনিষ ব্যবহার করছে রোবট দিয়ে ব্যবহার করে রোবট দিয়ে আয় করা যায় এবং রোবট দিয়ে মানুস আয় করছে এবং রোবট দিয়ে আয় করা যায় এটা সত্য।

Remon808
2015-08-27, 11:33 PM
ফরেক্স ট্রেডিংয়ে আপনি রোবট সফটওয়্যার ব্যবহার করে প্রফিট করতে পারেন তবে রোবট আবার সব সময় মার্কেট ট্রেন্ড সঠিক ভাবে ধরতে পারেনা তাই ফরেক্স ট্রেডিংযে আপনি যদি প্রতিনিয়ত প্রফিট করতে চান তা হলে আপনাকে অবশ্যই ফরেক্স ট্রেডিং দক্ষতায় দক্ষ হতে হবে।

lopa
2015-08-31, 04:10 PM
ফরেক্স মার্কেটে আজকাল অনেক ভাবে ফরেক্স ট্রেড করে ফরেক্স মার্কেট থেকে আয় করছে তাই রোবট নামে একটি ফরেক্স ইন্ডিকেটর বা সফটাওয়ার আছে জেটা দিয়ে ফরেক্স ট্রেড করা হছে সেই রোবট দিয়ে আয় করা যায় এবং নিজে ট্রেড করা লাগে না রোবট নিজে নিজে ট্রেড করে ।

Fxaziz
2015-08-31, 06:09 PM
ফরেক্স মার্কেট এ আমরা ভিবিন্ন ভাবে ট্রেড করতে পারি। আমরা ছাইলে আমরা কারো সাহায্য নিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি। আবার আমরা ছাইলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য রোবট ব্যাবহার করতে পারি।রোবট এর মাধ্যমে আমারা ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারি। তবে এর জন্য আমাদের কে রোবট কিনতে হবে। আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমি আমার মেধাকে বেসি প্রাধান্য দিবো।তাই আপনি আপনার মত করে ট্রেড করুন।

Aunik
2015-08-31, 06:35 PM
আমি ফরেক্সে নতুন ফরেক্স বিষয়ে আমার কিছুটা জ্ঞান থাকলেও রোবট সম্পর্কে আমি কিছুই জানি না, তাই দক্ষদের কাছে জানতে চাই যে ফরেক্সে রোবট ট্রেড করলে কি শুধুই লস না লাভও হয়, জানাবেন প্লিজ।।

আসলে রবট আপনাকে সিগ্নাল দেবে ।। এটা মানুসের মতো কনো হাতপা আলা রোবট না বা আপনি বসে থাকবেন আপনাকে বলবে ভাইয়া এখন বাই দেন এখন সেলদেন , এখন মার্কেট নেচে যাবে , এখন মার্কেট অপরে উঠবে ,ইত্তাদি ইত্তাদি ।। ফরেক্স মার্কেট এ রোবট হলো একধরনের সফটয়ার যেটা ব্যবহার করে আপনি অনেক সহায়তা পাবেন নিযের এনালাইসিস এর সাথে মিলিয়ে নিতে পারবেন ।। এটা কখনই আপনাকে সফলটা আনিয়ে দিবে না ।। কারন এগুলা আমার আপনার মতো মানূসেরি হাতে তেইরি একটা সফটয়ার।।

BD ONLINE
2015-08-31, 06:50 PM
আমার ৪বছরের ফরেক্স লাইফে এখন পর্যন্ত কাউকেই পাইনি যে, তিনি রোবট দিয়ে ফরেক্স ট্রেড করেন কিংবা তার জানামতে রোবট দিয়ে ফরেক্স ট্রেড করে। সবাই বলে থাকে যে, শুনেছি রোবট দিয়ে আয় করা যায়। কিন্তু যারাই রোবটের কথা শুনে সকলেরই এককথা রোবট দিয়ে ট্রেড না করাই ভাল। আমারো অভিমত রোবট দিয়ে ট্রেড না করাই ভাল। রোবট দিয়ে ট্রেড করলে হয়ত আপনি ক্ষনিকের জন্য ভাল ফলাফল পেতে পারেন কিন্তু একটা সময় আসবে যখন আপনি সবই হারাবেন।

pips
2015-08-31, 06:51 PM
হ্যা আমি রোবটের কথা শুনেছি। তবে আমি রোবটে বিশ্বসী নয় কারন রোবট লাভ দিলেও এটি কোন ট্রেডারের দক্ষতা বাড়ায় না। আর এতে আপনার প্রচুর লস হবার সম্ভাবনা থাকে। কেন আপনি রিস্ক নিতে যাবেন? আপনি নিজে কাজ করে ফকির হলেও আপনার অভিজ্ঞতা বারবে। কিন্তু রোবট দিয়ে যদি লাভ এর থেকে লসি বেশি হয় তখন কি করবেন ? তাই ভাই নিজের হাতে কাজ করুন। হারলেও শান্তনা থাকবে।

santo
2015-09-11, 05:44 PM
ফরেক্স মার্কেটে রোবট নামে একটি ইন্ডিকেটর আছে এই রোবট দিয়ে ফরেক্স মার্কেট থেকে আয় করা জায় কারন রোবট ফরেক্স মার্কেটে নিজে নিজে ট্রেড করে আবার নিজে প্রফিট করলে নিজে সেই ট্রেড ক্লোজ করে দেয় ফরেক্স মার্কেটে রোবট ব্যবহার করে আয় করা জায়।

milon01
2015-09-11, 05:53 PM
আমি ফরেক্স এ নতুন । তাই আমার ফরেক্স সম্মপরকে কোনো ধারনা নাই । এজন্য রোবট সম্মপরকে কিছু জানিনা । কিন্তু আমি মনে করি রোবট দিয়ে আয় করা সম্ভব । কারন বরতমানে রোবট ধারা অনেক কিছু করা জায় ।

Marufa
2015-09-11, 06:31 PM
রোবট, ইন্ডিকেটর ইত্যাদি আপনাকে সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করবে । তবে এর সাথে সাথে আপনার নিজস্ব একটি ট্রেডিং মেথড থাকতে হবে । মার্কেট মুভমেন্ট যদি আপনার ট্রেডিং মেথড মত যায় তবে রোবট দিয়ে আর একটু সিওর হয়ে নিন । তারপর ট্রেড করুন ।

laboni
2015-09-11, 08:36 PM
রোবট দিয়ে আয় করা সম্ভব রোবট দিয়ে ফরেক্স মার্কেট থেকে আয় করা অনেক ভালো করে আয় করাআ সম্ভব কারন ফরেক্স মার্কেটে দেখা জায় যে আজকাল অনেকে রোবট ব্যবহা করে আয় করছে তাই রোবট দিয়ে আয় করা সম্ভব ।

M M RABIUL ISLAM
2015-11-21, 10:45 PM
আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে রোবট এর উপর নির্ভরশীল না হওয়াই ভাল, আর যদি ব্যাবহার করতেই চান তাহলে আপনি কি রোবট ব্যাবহার করছেন শেই রোবট এর বইসিথ কি সেটা কিভাবে এবং কন সময় ভাল কাজ করে সেটা ভাল করে জেনে নিন। থাহলেই আপনি সফল হতে পারবেন বলে আমি মনে করি।

mukter
2015-11-22, 03:12 PM
রোবট দিয়ে আয় করা সম্ভব রোবট দিয়ে ফরেক্স মার্কেট থেকে আয় করা অনেক ভালো করে আয় করাআ সম্ভব কারন ফরেক্স মার্কেটে দেখা জায় যে আজকাল অনেকে রোবট ব্যবহা করে আয় করছে তাই রোবট দিয়ে আয় করা সম্ভব ।

hasan019
2015-11-22, 07:08 PM
রোবট দিয়ে কাজ করা যায় শুনছি কিন্তু তেম্ন কিছুই জানি না এ বিষয়ে। আমি জানি অটো ট্রেড হবে। আমি নেতে সার্চ দিছিলাম অরা কিনতে বলে তাই আর ইউজ করা হয় নাই। তবে আমি মনে করি আমরা যদি এক্তু চেষ্টা করি তাহলে আমরা রোবট ছাড়া ভাল করতে পারব।

maziz6989
2016-01-13, 09:14 PM
আসলে যদি এমন কিছু সব সময়ই সম্ভব হত তবে আর কেউ এত কষ্ট করে ম্যানুয়ালী ট্রেড করত না। আর এই রোবট বিক্রেতারাও আপনার কাছে মাত্র ১০০ ডলারের বিনিময়ে তার রোবট বিক্রি করত না। তবে সব সময় নয় কেননা অনেক সময় অনেক ব্রোকারের দুর্বলতা খুজে নিয়ে সেই দুর্বলতা কাজে লাগিয়ে প্রফিট করে দেয় কিন্তু যখন ব্রোকারের নজরে পড়ে তখন আম ছালা দুটোই যায়।

Selim BU
2016-01-13, 09:24 PM
ফরেক্সে অনেকেই রোবট দিয়ে ট্রেড করে। হ্যা রোবট দিয়ে ট্রেড করা সম্ভব এবং আয় করাও সম্ভব। তবুও আমি রোবটের পক্ষে নই । কারন রোবট দিয়ে ট্রেড করলে একজন ট্রেডারের ট্রেডিং স্কিল কমে যায় কিংবা তার কখনোই ট্রেডিং সস্কিল বৃদ্ধি পায় না। তাই আমি রোবট দিয়ে ট্রেডিং এর পক্ষে নই।

force22
2016-03-13, 10:31 AM
ফরেক্সে যারা ফুল টাইম সময় দিতে পারেন না,তাদের যন্য ফরেক্স রবট অনেক কারজকারি।আমি নিজে রোবট নিয়ে খুব আশাবাদি না।ভালো কোন রোবট প্রফিট আনতে পারলেও তা হয় সাময়িক,কেননা ব্রকার যখন বঝে ফেলে এই রোবট বেশি প্রফিট করছে,তখন তারা মারকেয়াতকে মানুপুলেট করে,যাতে করে ঐ রোবট আর প্রফিট করতে না পারে।

pipshunter
2016-03-13, 11:45 AM
আমি ফরেক্স এ নতুন তারপরেও আমি বলব ফরেক্স মার্কেট এ রোবট দিয়ে কাজ করা ঠিক না।কারন রোবট দিয়ে কাজ করাতে হলে নুন্যতম ৩০০০ ডলার থাকতে হবে যা অনেকেরই নেই।আবার একটা ভাল মানের রোবট এর দাম ১০০০ ডলার থেকে শুরু করে ৩০০০ ডলারর যা খুব ব্যয় সাপেক্ষ। তাই রোবট দিয়ে ট্রেড না করাই ভাল।

rahmot255
2016-03-13, 11:56 AM
আমি বলব নিজের ট্রেডিং স্ট্রাটিজি তে ট্রেড করুন তাহলে সেটা আপনার জন্য ভাল হবে। অনেকে আপনাকে প্রতারিত করার চেষ্টা করবে রোবট যদি ঠিকমত কাজ করত তাহলে রোবট নির্মাতারা অনেক ধনি হয়ে যেত তারা এগুলো বিক্রয় করে বেড়াত না। রোবট আপনাকে যে লাভ দিবে তা আবার একবারে আপনাকে শূন্য করে দিয়ে যাবে। আমার মতে রোবট লোভ ত্যাগ করুন।

basaki
2016-03-13, 04:22 PM
আমি মনে করি নিজে না জজানলে আপনি রোবতের মাধ্যমে ট্রেড করেও লাভ করতে পারবেন না করন রোবট কিন্তু মানুষের বানানো। তাই আমি মনে করি আপনি যদি নিজে নিনে ট্রেড প্লান করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন তবে সেটাই হবে আপনার জন্য অনেক ভাল। তাই নিজে ট্রেড করাই ভাল।

Realifat
2016-03-13, 05:14 PM
আমি একজন পার্ট টাইম ফরেক্স ট্রেডার। আমি আজও প্রাকটিকালি ফরেক্সে রোবট ব্যবহার করি নাই।তবে রোবট সম্পর্কে অনেক ভালো কথাও শুনেছি। তবে রোবটে লাভ হতে পারে তবে ক্ষতিটা হয় অন্যরকম।কারন ররোবট দিয়ে ট্রেড করলে ট্ররড শিখার মানসিকতা নষ্ট হয়ে যায়। তাইনিজেজে ভালোভাকে ট্রেড শিখে পরে রোবটের চিন্তা করবেন।

Md Akter Hossain
2016-03-13, 05:30 PM
হা রোবট দিয়ে আয় করা সম্ভব । তবে এর কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে । যেমন মার্কেট যখন রোবটের সাধ্যের মধ্যে চলাফেরা করে তখন রোবট ভাল কাজ করে । তবে যখন মার্কেট রোবটের সাধ্যের বােইরে মার্কেট চলে যায় তখন রোবট সঠিক কোন সিদ্ধ্ন্ত নিতে পারেন্ । তাই ব্যালেন্স জিরো করে ফেলে ।

Fxaziz
2016-03-17, 06:35 PM
রোবট দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করা সম্ভম কিন্তু আপনি ফরেক্স মার্কেট সম্পরকে কিছুই জান্তে পারবেন্ননা।আপনি যদি আপনার এনালাইসিস কে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছুই জান্তে পারবেন।রোবট দিয়ে ট্রেড করার জন্য আপনাকে রোবট কিনতে হবে।এতে আপনার অনেক টাকা খরচ হবে।তাই নিজের এনালাইসিস কে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করুন।এতে আপনি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করে আয় করতে পারবেন।

Sahed
2016-03-17, 09:47 PM
ফরেক্স মার্কেটে সিগনাল বলেন আর রোবট বলেন সবই মানুষের তৈরী । ফরেক্স মার্কেটে রোবটের মাধ্যমে ট্রেডিং করা যায় । রোবট একটি নির্দিষ্ট কমান্ডের উপর ভিত্তি করে কাজ করে বলে অধিকাংশ সময় তা ভূল করে থাকে । তবে আপনি যদি রোবট ব্যবহার করতে চান তাহলে তা কোন অবস্থায় কিভাবে কাজ করে তা আগে ডেমো একাউন্টে প্রাকটিস করে নিন । ধন্যবাদ ।

MOHAMMAD SHADAT HOSSEN
2016-03-17, 09:55 PM
রোবট বিষয় এ আমইও শুনেছি তবে রোবট দিয়া আয় করা যায়, কিন্তু নিজের যোগ্যতা বৃদ্ধি করা জাই না।

Md Akter Hossain
2016-03-17, 11:05 PM
হা । রোবট দিয়ে ট্রেড করে প্রফিট বা আয করা সম্ভব । তবে সেজন্যে আপনাকে কীভাবে রান করাতে হয় সেটাসিঠিকভাবে জানেতে হবে । বেশির ভাগ ক্ষেত্রেই রোবট অ্যাকাউন্ট জিরো করে দেয় । তাই রোবট ব্যবহারের পূর্বে অবশ্যই তা ডেমোতে পরীক্ষা করে নিবেন । এতে করে আপনার ভুলের সম্ভাবণা কম হবে ।

sharifulbaf
2016-03-21, 10:40 AM
আমি মনেকরি ফরেক্স মার্কেটে রোবট ব্যাবহার করে আয় করা যাবে যদি রোবট ভাল কাজ করে কিন্তু একটি কারন হল ফরেক্স রোবটে নিদৃস্ট সিস্টেম দেওয়া থাকে তা অটোম্যাটিক ভাবে কাজ করে থাকে তার কারনে লাভ বা লস দুটিই হতে পারে, তাই আমাদের উচিৎ নিজের মত করে এনালাইসিস করে ট্রেডিং করতে হবে।

Fxaziz
2016-03-21, 10:53 AM
হ্যাঁ ফরেক্স মার্কেট এ রোবট দিয়ে ট্রেড করে আয় করা সম্ভব।তবে এতে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে কিছুই জান্তে পারবো না।রোবট ছারাও আমরা ফরেক্স মার্কেট এ আরও দুই ভাবে ট্রেড করতে পারি।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমার নিজের এনালাইসিস কে প্রাধান্য দিয়ে থাকি।এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করে আয় করতে পারি।আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য নিজের এনালাইসিস কে কাজে লাগানো।এতে আমরা ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করে আয় করতে পারবো।

RUBEL MIAH
2016-05-17, 11:40 PM
কমান্ডের বাহিরে রোবট কিছুই করতে পারে না । মানুষ যেটা কমান্ড করবে সেটার উপরই তার পড়ে থাকতে হবে । কিন্তু আমার মতে রোবট দিয়ে ট্রেড না করাই ভালো । যখন মার্কেটের অবস্থা খারাব থাকবে তখন রোবট তো তার কমান্ড অনুসরণ করবে । সুতরাং আমরা নিজেদের ট্রেড নিজেরাই করার চেষ্টা করব ।

dwipFX
2016-05-18, 10:09 AM
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি আমাকে একজন রোবটের কথা বলেছিল যা কারো রোবট লাগবে কিনা আমি মনে করি ফরেক্স মার্কেটে রোবটের কোন স্হান নেই কারন রোবট দিয়ে লাভ করা গেলে সবাই রোবট দিয়ে কোটি পতি হয়ে যেত।

জ্যাক কয়েন
2016-05-18, 02:25 PM
হ্যাঁ ফরেক্স এ রোবট দিয়ে আয় করা সম্ভব তবে রোবট এর উপর নির্ভর করে সব সময় ট্রেড করা উচিত নয়। যদিও রোবট দিয়ে ট্রেড করা ভাল প্রফিত করা যায় কিন্তু মাজে মধ্যে দেখা যায় রোবট ভাল কাজ করে না যার ফলে ভুল কাজ করার কারনে বড় ধরনের লস হয়ে যায়। রোবট দিয়ে ফরেক্স ট্রেড করতে হলে কম লটের ট্রেড ওপেন করে ট্রেড করতে হয় তা না হলে রোবট যদি ভুল ট্রেড করে তাহলে অনেক সময় ডিপোজিট কম হওয়ার কারনে অ্যাকাউন্ট ভানিশ হয়ে যেতে পারে।

md samsul huq
2016-05-18, 11:15 PM
আমার জানামতে রোবট দিয়ে কাজ করা যায় আমি শুনেছি তবে আমি কোন রোবট দিয়ে কাজ করতে চাই না ,,, আমারা মানুষ আমরা রোবট বানাইছি তাই একটা রোবট কখনো আমাদের চাইতে ভালো কাজ করতে পারে না ,,,তাই আমি মনে করি রোবটের চাইতে ভালো কাজ আমরা করতে পারি।

MdRiazulIslam1991
2016-05-18, 11:18 PM
রোবট দিয়ে ফরেক্স থেকে আয় করা যায় না এটি বললে ভূল বলা হবে তবে রোবট ব্যাবহার করে ট্রেড করলে আপনার শতভাগ ট্রেডই যে সফলতার বা প্রফিটের মুখ দেখবে এটি কখনই বলা যাবে না কারন মার্কেট কোন বিশেষ রোবটের দ্বারা নিয়ন্ত্রিত হয় না ফরেক্স মার্কেট অর্থনৈত্তিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে পরিবর্তিত বা প্রভাবিত হয়ে থাকে।

Achraf
2016-08-31, 06:46 PM
রোবট আমার পছন্দ নয় এটা কখোনো ভালো করতে পারে আবার কখনো খারাপ এর কোন নিশ্চায়তা নেই। আর রোবট ব্যবহার আপনার ব্যক্তিত্ব বা আপনার চিন্তা ভাবনার বিকাশতাকে দমিয়ে দিতে পারে তাই আমার মনে হয় আপনার রোবট নিয়ে চিন্তা ভাবনা না করে ম্যানুয়ালি ট্রেড করাই ভালো।

Achraf
2016-08-31, 09:51 PM
হাঁ সম্ভব। তবে আপনি যদি মনে করেন রোবট লাগান আছে আমার আর কোন কাজ নেয় তবে সেটা ভুল হবে। রোবট ব্যবহার করলেও আপনাকে সেটা কন্ট্রোল করতে হবে। তাহলে আপনি রোবট ব্যবহার করে আয় করতে পারবেন। একটা কথা মনে রাখতে হবে যে রোবট কখনো নিজের মত কিছু করতে পারে না। আপনি ওকে যা করতে বলবেন সে তাই করবে।

dipankarsingh445
2016-08-31, 11:55 PM
এমন কিছু রোবটিক ইন্ডিকেটর রয়েছে যেগুলো ব্যাবহার করে অনেকেই ফরেক্সে ট্রেড করে থাকে অনেক সময় ইন্ডিকেটরের নির্দেশনা অনুযায়ী মার্কেটও প্রভাবিত হয়ে থাকে কিন্তু সব সময় ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড সঠিক ভাবে ধরতে পারে না সেই কারনে ইন্ডিকেটরকে অনুসরন করে ট্রেড করার পূর্বে অবশ্যই নিজের ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে ভাল ভাবে মার্কেট বিশ্লেষন করে তার পর ট্রেড করতে হবে।

MD ALAMIN ARIF
2016-09-05, 10:49 PM
প্রতেকের উচিত নিজের মত করে ট্রেডিং স্ট্রাটিজি তে ট্রেড করা তাহলে সেটা আপনার জন্য ভাল হবে। অনেকে আপনাকে প্রতারিত করার চেষ্টা করবে রোবট যদি ঠিকমত কাজ করত তাহলে রোবট নিমাতারাই অনেক ধনি হয়ে যেত তারা এগুলো বিক্রয় করে বেড়াত না। রোবট আপনাকে যে লাভ দিবে তা আবার একবারে আপনাকে শূন্য করে দিয়ে যাবে।

Shuvo Ghosh
2016-09-05, 11:20 PM
আমি আমার গুরু এডওয়াড জি এর কাছে শুনেছি যে কথাটি নাকি মথ্যা। তার প্রমান তিনি দিয়েছিলেন। এখন কথা হোচ্ছে আপনি রোবট দিয়ে ট্রেড করাতে পারেন কিন্তু প্রতিবার যে আপনার প্রফিট হবে এর কোন নিশ্চয়তা নেই। এমনকি আপনার ক্যাপিটাল জিরো কোরে আপনাকে নিশ্ব্য কোরে দিতে পারে। তাউ বিভ্রান্তকর জালে পা দিবেন না।

Challange
2016-09-05, 11:24 PM
আসলে আমি নিজেও ফরেক্স মার্কেটে নতুন হওয়াতে রোবট সম্পর্কে তেমন কোন দক্ষতা নেই । তবে আমি ইতিমধ্য ফরেক্স মার্কেটে আসার পরেই রোবট নিয়ে প্রতারণার মধ্য পড়ে গিয়েছি । প্রথম অবস্থায় আমাকে একজন রোবট কিনার অফার করে যার কোন ফরেক্স অভিজ্ঞতাই নেই । তবে একজন বড় ভাই এগুলো থেকে সতর্ক থাকতে বলেছিলেন । কেননা ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে নিজের দক্ষতার উপর গুরুত্ব দিতে হবে ।

sheam
2016-10-26, 10:11 PM
রোবট বিষয় আমিও গুনেছি যে রোবট এর মাধ্যমে আয় করা যায় ।কিন্তু নিজে এখনো রোবট ব্যবহার করিনি । তাই বিষয়টা ইস্পস্থ না ।রোবট ব্যবহার করলেও নিজেকে সেটা কন্ট্রোল করতে হবে। তাহলে রোবট ব্যবহার করে আয় করা যাবে। আমি আমি অনেককে রোবট দিয়ে ট্রেড করে উপকৃত হতেও দেখেছি তবে আমি রোবটে বিশ্বসী নয় কারন রোবট লাভ দিলেও এটি কোন ট্রেডারের দক্ষতা বাড়ায় না।

Bindu72
2016-10-27, 05:51 PM
আমি শুনেছি যে রোবট দিয়ে ফরেক্স থেকে অনেক অর্থ একবারে আয় করা সম্ভব কিন্তু আমি এই বিষয়ে তেমন একটা জ্ঞাত নই তাই আমি রোবট নিয়ে তেমন কোন তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পারবো না । এবং আমি সকল ট্রেডারদের বলব যে আপনারা কোন সময় রোবট ব্যবহারের পূর্বে কোন ভাল ট্রেডার এর কাছ থেকে রোবট ব্যবহার সম্পর্কে ভাল ভাবে জেনে নিন।

DIPAKARSINGH1992
2016-10-27, 06:04 PM
রোবট ব্যাবহার করে ফরেজেক্স অনেকেই ট্রেড করছে এবং এখান থেকে আয়ও করছে তবে তা সব সময় কন্টিনিউ করা সম্ভাব নয় কারন রোবট বা বিশেষ ইন্ডিকেটর অনুসরন করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করলেই যে সে অনুযায়ী মার্কেট মুভ করবে এমনটি ভাবার কোন কারন নেই কারন রোবট সব সময় সঠিক ভাবে মার্কেট ট্রেন্ড ধরতে পারে না। সেই জন্য আমি মনে করি বিশেষ ইন্ডিকেটর বা রোবটের উপর অন্ধ বিশ্বাস না করে নিজের ট্রেডিং জ্ঞান এবং দক্ষতার আলোকে ট্রেড করাই ভাল।

shimul77ss
2016-10-27, 07:08 PM
আপনি নিজেই একবার ভাবুন কোন যন্ত্র দিয়ে কি ব্যবসা করা সম্ভব।কারন যন্ত্র কখনো নিজে সিন্দান্ত নিতে পারে না।যন্ত্র সব সময় কারো দ্বারা চালিত হয়।আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য রোবট ব্যবহার করলে প্রথম দিকে ভাল কাজ করবে কিন্তু কিছুদিন যাবার পর তা অকেজো হয়ে যাবে।আর ফরেক্স মার্কেট হল নিজের দক্ষতার উপর ভিত্তি করে সাফল্য হওয়া।তাই আমি মনে করি মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করা উচিত।

motiar
2016-10-27, 07:26 PM
আমি মনে করি একজন ট্রেডার লস করে তখন যখন সে ট্রেড ওপেন করে । কারন সঠিক সময়ে ট্রেড ওপেন করতে না পারলেই লস । এজন্ন নিশ্চিত চ্যানেল দেখে তার পরে ট্রেড ওপেন করা উচিত । সামান্য একটু সময়ের ব্যাবধানে ব্যাতিক্রম হতে পারে ।

MONIRABEGUM8080
2016-10-27, 08:53 PM
রোবট ব্যাবহার করে অনেকেই নাকি আজকাল ফরেক্সে ট্রেড করছে এবং প্রফিট করছে তবে আমি কখনই ফরেক্সে কোন বিশেষ ইন্ডিকেটর বা রোবট ব্যাবহার করে ট্রেড করিনি ফলে এ ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত তবে আমি মনে করি নিজের জ্ঞান,অভিজ্ঞতা এবং ট্রেডিং দক্ষতার আলোকে ট্রেড করাই সবচেয়ে ভাল।

soniaakter
2016-10-31, 02:37 PM
ফরেক্স মার্কেটে আমরা রোবট দিয়ে ট্রেডিং করাতে পারি ফরেক্স মার্কেটে আমাদের প্রফিট হবে যদি রোবট ভাল কাজ করে ফরেক্স মার্কেটে অনেক সময় রোবট ভাল কাজ করেনা তাই আমরা বেশি সময় লস করে ফেলি,ফরেক্স মার্কেটে আমাদের ট্রেডিং করার সময় এনালাইসিস করে নিয়ে ট্রেডিং করলে ভাল প্রফিট করা যাবে।

Bangle
2016-10-31, 03:16 PM
আমি ফরেক্সে নতুন। আমি রোবট দিয়ে ট্রেড করা যায় আজ প্রথম শুনলাম। আমি খন রোবট দিয়ে ট্রেড করবো না। আমি নিজের যোগ্যতায় যেতুকু পারব ট্রেড করবো। আর যদি না পারি তাহলে ডেমো তে অনুশীলন করে দক্ষ হয়ে ট্রেড ওপেন করবো।

sahinspi
2016-10-31, 03:29 PM
আসলে রোবট কাজ করে কিনা জানিনা তবে ব্লতে পারি ফায়কাজ না ক্রে নিজে ক্র ভায়

janasa
2016-10-31, 05:15 PM
আমার মতে রোবট দিয়ে আয় করা সম্ভব । কারন অনেকে আছে যারা রোবট ট্রেড করে অনেক টাকা আয় করে । কিন্তু আমি রোবট ট্রেড করি না । কারন আমি মনে করি রোবট ট্রেড আমার জন্য রিস্ক জনক । তাই আমি সব সময় রোবট ট্রেড থেকে দূরে থাকি । কিন্তু কথা হল রোবট দিয়ে আয় করা সম্ভব ।

nisho5533
2016-10-31, 06:14 PM
আমার মতে আবেগ ছাড়া আপনার লাভ বাড়ান? আমি কিভাবে ভয় ছাড়াই এবং কোন ঝুঁকি ছাড়াই আপনার লাভের পূর্ণবিস্তার যে জানতে চান. অবশ্যই ক্ষতি এবং ঝুঁকিপূর্ণ সম্ভাবনা সবসময় আছে । অনেক বুজে শুনে কাজ করতে হবে ।

hafijur rahman
2016-11-22, 10:35 AM
আমি কখনো রোবট ব্যাবহার করি নি।আমি আপনাকে বলব নিজের ট্রেডিং স্ট্রাটিজি তে ট্রেড করুন তাহলে সেটা আপনার জন্য ভাল হবে। অনেকে আপনাকে প্রতারিত করার চেষ্টা করবে রোবট যদি ঠিকমত কাজ করত তাহলে রোবট নিমাতারাই অনেক ধনি হয়ে যেত তারা এগুলো বিক্রয় করে বেড়াত না। রোবট আপনাকে যে লাভ দিবে তা আবার একবারে আপনাকে শূন্য করে দিয়ে যাবে। আমার মতে রোবট লোভ ত্যাগ করুন

sujon30
2016-11-22, 05:57 PM
রোবট দিয়ে যেমন অনেক আয় হয়, টিক তেমনি লস ও হয়। যদি ঠিক মত করে ট্টেড না করে থাকলে। এছাড়া রোবট দিয়ে যেমন লাভ করা যায় তার জন্য আপনার মূলধন অনেক টাকা থাকতে হবে। কারন যখন লস এর দিকে যাবে তখন কিন্তু লস হতেই থাকবে। তাই লাভ করার জন্য এই রোবট অনেক টাকা থাকতে হবে।

shaminfx
2016-11-22, 06:54 PM
আমি ফরেক্স মার্কেটে ২০১২ থেকে আছি কিন্তু সত্য কথা বলতে কি আমি এই পর্যন্ত রোবট এর অনেক নাম শুনছি, কিন্তু আমি এই পর্যন্ত কোন রোবট ব্যাবহার করি নাই, তবে শুনছি মানুষ রোবট দিয়া নাকি অনেক প্রফিট করে থাকে,আবার এই টাও শুনছি রোবট নাকি অনেক বড় ধরণের একছিটেন্স করে দেই.........।

spring
2016-11-25, 11:46 PM
আমি কখনো রোবট এর দ্বারা ট্রেড করি নি।তবে আমিও গুনেছি যে রোবট এর মাধ্যমে আয় করা যায় কিন্তু নিজেকে এখন ও পযন্ত আমি নিজের যোগ্যতাই ট্রেড করে যাচ্ছি , নিজে যা পারি তাই নিয়েই থাকতে আমার অনেক ভাল লাগে ।

Bindu72
2016-11-26, 11:51 AM
ফরেক্স মার্কেট এ রোবট দিয়ে ট্রেড করে আয় করা সম্ভব।তবে এতে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে কিছুই জান্তে পারবো না।রোবট ছাড়াও আমরা ফরেক্স মার্কেট এ আরও দুই ভাবে ট্রেড করতে পারি।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমার নিজের এনালাইসিস কে প্রাধান্য দিয়ে থাকি।এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করে আয় করতে পারি।

Puja Roy
2016-11-26, 12:10 PM
রোবট দিয়ে কাজ করা যায় শুনেছি,কিন্তু আমি কখন ও করিনি। আর করতে ও চাই না, আমি নিজে যা পারি সেই টুকু দিয়ে কাজ করতে চাই আর তাতে লাভ লস যা আসুক তাতে আমি খুশি।

pkboy
2016-12-27, 11:42 PM
ব্যক্তিগতভাবে রোবট আমার পছন্দ নয় এটা কখোনো ভালো করতে পারে আবার কখনো খারাপ এর কোন নিশ্চায়তা নেই। আর রোবট ব্যবহার আপনার ব্যক্তিত্ব বা আপনার চিন্তা ভাবনার বিকাশতাকে দমিয়ে দিতে পারে তাই আমার মনে হয় আপনার রোবট নিয়ে চিন্তা ভাবনা না করে ম্যানুয়ালি ট্রেড করাই ভালো।

Skfarid
2016-12-28, 02:28 PM
আমাদের অনেকে ফরেক্স সম্পর্কে জানলেও রোবট সম্পর্কে ধারণা নাই । রোবট হল মনুষে তৈরিকৃত কৃত্রিম সফটওয়ার যেটি একজন ট্রেডারের ভূমিকা পালন করে। যতে অনেক গুলো প্রোগরামিই দেওয়া থাকে যাহার মাধ্যমে রোবট স্বয়ংকৃয় ভাবে ট্রেড ওপেন করে, মার্কেট এনালাইসিস করে ট্রেড ক্লোজ করে ইত্যাদি, এটি আপনার কাজ কে সহজ করে দেয়।

md motin
2016-12-28, 02:32 PM
আমার জানামতে রোবট দিয়ে আয় করা সম্ভব যদিও আমি কখনো রোবট ব্যবহার করেনি তবে অনেক ট্রেডার আছে যারা রোবট ব্যবহার করে এবং লাভও করে এবং আমি তাদের রোবট দিয়ে ট্রেড করে উপকৃত হতেও দেখেছি তবে আমি রোবটে বিশ্বসী নয় কারন রোবট লাভ দিলেও এটি কোন ট্রেডারের দক্ষতা বাড়ায় না।

sujon30
2016-12-30, 01:33 PM
আমি ফরেক্স মার্কেট এ নতুন আমি এই ফরেক্স রোবট এখনো ব্যবহার করি নি। আমি শুনেছি যে এই ফরেক্স রোবট দিয়ে না কি অনেকটা আয় করা যায়। আর এও শুনেছি যে ফকেক্স রোবট ব্যবহার করলে যেমনটা অনেক লাভ হয় ঠিক তেমনি তেমনি লস হয়।

ONLINE IT
2016-12-30, 05:45 PM
আমি কখনো রোবট ব্যবহার করিনি। তবে শুনেছি যে রোবট দিয়ে আয় করা যায়। আবার অনেকেই বলে রোবটের আয় স্থায়ী হয় না। রোবট একটি নির্দিষ্ট সময়ে আপনাকে লাভ দিবে। মার্কেট এর অধিক মুভমেন্ট রোবট ধরতে পারে না। আমার মতে রোবটের উপর নির্ভরশীল না হয়ে নিজে নিজে ট্রেড করা ভাল। তাতে এখন আপনি লসের মুখো মুখি হলেও একদিন না একদিন আপনি ফরেক্স আয়ত্ব করতে পারবেন এবং লাভবান হবেন।

Biswo72
2017-01-09, 11:26 PM
রোবট ব্যাবহার করে ফরেজেক্স অনেকেই ট্রেড করছে এবং এখান থেকে আয়ও করছে তবে তা সব সময় কন্টিনিউ করা সম্ভাব নয় কারন রোবট বা বিশেষ ইন্ডিকেটর অনুসরন করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করলেই যে সে অনুযায়ী মার্কেট মুভ করবে এমনটি ভাবার কোন কারন নেই কারন রোবট সব সময় সঠিক ভাবে মার্কেট ট্রেন্ড ধরতে পারে না। সেই জন্য আমি মনে করি বিশেষ ইন্ডিকেটর বা রোবটের উপর অন্ধ বিশ্বাস না করে নিজের ট্রেডিং জ্ঞান এবং দক্ষতার আলোকে ট্রেড করাই ভাল।

sujon30
2017-01-10, 09:58 AM
হ্যা ভাই, ফরেক্স এ রোবট দিয়ে আয় করা সম্ভব। তার জন্য এই ফরেক্স মার্কেট এ অনেক জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে তা না হলে এই ফরেক্স এ রোবট দিয়ে আয় করা সম্ভব নয়। ফরেক্স মার্কেট এ যদিও আমরা অনেক এ কাজ করি তার পরেও আমরা এই রোবট দিয়ে ফরেক্স করলে আয় করা সম্ভব নয়। কারন এই রোবট দিয়ে ফরেক্স এ কাজ করতে হলে আপনার অনেক ব্যালেন্স থাকতে হবে যদি তা না থাকে তাহলে আপনি অনেকটা লস করতে পারেন। তাই ফরেক্স এ রোবট দিয়ে আয় করলে হলে অনেক ব্যালেন্স থাকতে হবে তাহলেই রোবট দিয়ে আয় করা সম্ভব হবে।

md noor hasan
2017-01-10, 12:32 PM
আমার মনে হয় রোবট দিয়ে আয় করা সম্ভব যদিও আমি কখনো রোবট ব্যবহার করেনি তবে অনেক ট্রেডার আছে যারা রোবট ব্যবহার করে এবং লাভও করে এবং আমি তাদের রোবট দিয়ে ট্রেড করে উপকৃত হতেও দেখেছি তবে আমি রোবটে বিশ্বসী নয় কারন রোবট লাভ দিলেও এটি কোন ট্রেডারের দক্ষতা বাড়ায় না।

yasir
2017-03-28, 12:16 PM
হ্যা ভাই নিজে নিজে ট্রেড করাটাই ভালো তবে রোবট ব্যবহার করেও ফরেক্স থেকে টাকা আয় করা যায়। এখানে রোবটের মাধ্যমে অটোমেটিক ট্রেড অপেন হয়. এবং লাভ হলে রোবট ট্রেড অফ করে দেও। এতে করে সারাদিন ফরেক্স মার্কেটে থাকা লাগে না।

martin
2017-03-28, 01:17 PM
আমি ফরেক্স এর সাথে ৩ বৎসর ধরে আছি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে রোবট এর উপর নির্ভরশীল না হওয়াই ভাল, আর যদি ব্যবহার করতেই চান তাহলে আপনি কি রোবট ব্যাবহার করছেন সেই রোবট এর বইসিথ কি সেটা কিভাবে এবং কোন সময় ভাল কাজ করে সেটা ভাল করে জেনে নিন।

Momen
2017-07-22, 03:15 PM
রোবট ট্রেড মূলত একটি নিদির্ষ্ট স্ট্রেটেজি ফলো করে হয়ে থাকে। এটা একটা অটোমেটিক ট্রেডিং সিস্টেম। মার্কেট যখন রোবটের Build-Up করা কোড এর আওতায় চলে আসে ঠিক তখনই রোবট তার ট্রেডটি ওপেন করে ফেলে। কিন্তু আমরা তো জানি, মার্কেট তার নিজস্ব গতিতে চলে। এই জন্যে অনেক সময় মার্কেটের অস্বাভাবিক কিছু মুভমেন্ট এর ফলে রোবট ট্রেড লস করে থাকে। আসলে বস্তুত রোবট এ লসের পরিমানই বেশি।

expkhaled
2017-10-12, 02:46 PM
রোবট আসলে সয়ংক্রিয় একটি সপ্টওয়্যার যেটা তৈরী কিছু কোডিং এর মাধ্যমে এটা সাময়িক হয়তো লাভ কিছুটা দিলেও লস ও দেয় এমনকি একাউন্ট জিরো পর্যন্ত করতে পারে। সুতরাং সাবধান রোবট এর ব্যপারে। রোবট যদি ব্যবহার করতে হয় আপনাকে প্রথমে মার্কেট এর ব্যাপারে প্রচুর জানতে হবে এবং তখন আপনি রোবট ব্যবহার করতে পারেন কিছু কাজ আগানোর জন্য এমন নয় রোবট দিয়ে ট্রেড করবেন আর আপনি শুধু লাভ গুনবেন। রোবট এমন কোন ব্যপার নয় যে, ব্যবহার করলে আপনি ভাল ট্রেডার হতে পারবেন।

Grimm
2018-02-02, 08:24 PM
আমার মনে হয় না ফরেক্স বাজার রোবট দিয়ে দীর্ঘ সময় আপনি উপার্জন করতে পারবেন। কারণ রোবট একটি সময় পর্যন্ত আপনাকে মুনাফা দিতে পারে তারপর এটি পারে না। আর যদি পারতো তাহলে সবাই রোবট ব্যবহার করতো, কেউ আর ঝুকি নিয়ে নিজে ট্রেড করতো না। তাই আমি বলবো যে আপনি অযথা রোবটের পিছনে সময় না দিয়ে নিজে চেষ্টা করুন এতে আপনি যেমন ভালভাবে শিখতে পারবেন তেমনি ভাল মুনাফাও উপার্জন করতে পারবেন।

Yousuf Habib
2018-09-30, 09:48 PM
হ্যা সম্ভাব কারন আমরা জানি রোবোট কোন মানুষ জাস্ট যন্ট্র যা মানুষে তৈরী করছে, আমি একটা রোবট ব্যাবহার করে দেখেছি প্রথমে একদীন দুই কম বেশি লাভ হয় তারপর লস আর লস আপনারা রোবট দিয়ে কাজ না করে নিজে করুন আমার মনে তাহাতে আপনারী ভাল হবে

FXOCM
2018-12-09, 12:20 PM
রোবট দিয়ে কি আয় করা সম্ভব । হ্যা সম্ভব তবে আপনার রোবট এর ব্যবহার জানতে হবে ।

abcdilip
2019-09-08, 03:44 PM
রোবট দিয়ে আয় করা অনেক ঝামেলা। রোবট দিয়ে ট্রেড করলে আমার মনে হয় যে নিজের কোন অবদান নাই যদিও রোবট দিয়ে ট্রেড করলে লাভ হয়ে থাকে। তারপরও নিজের যোগ্যতায় ট্রেড করে আয় করতেই আার বেশি ভালো লাগে। এখন অন্যদের কিরকম লাগে তা আশা করছি সবাই কমেন্ট করে জানাবেন। রোবট ব্যবহার না করাই ভাল।

Rokibul7
2020-07-27, 01:12 AM
রোবট বলতে আমরা যে সিষ্টেম কে বুঝি,এটার কেমন মূল্য।কতটাকার বিনিময়ে এটা বিক্র হয়??আমি শুনু শুনেছি যে রোবট সিষ্টেম ন্যাবহার করে টেডিং করে।তবে এ গুলার মূল্য হিসাবে কত মূল্য দিতে হয়।আর এই রোবটের কি কোন মেয়াদ আছে।

EmonFX
2020-12-27, 11:29 AM
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আমি রোবটকে সমর্থন করিনা। রোবট বা অন্যের সিগন্যাল নির্ভর ট্রেডিং মানে নিজের প্রতিভাকে ধ্বংস করার নামান্তর। রোবট দিয়ে ট্রেডিং করে হয়তো কিছুটা প্রফিট করা যায় কিন্তু কোন এক সময় বড় ধরনের লস করার সম্ভাবনা থাকে। ফরেক্স মার্কেটে সফল হতে হলে যতটা সম্ভব পরনির্ভরশীলতা এড়িয়ে চলা ভালো। রোবট নির্ভর না হয় নিজেই নিজের ট্রেডিং এনালাইসিস ডেভলপ করে সেই অনুযায়ী ট্রেডিং করার চেষ্টা করা উচিত। তাতে করে প্রাথমিক পর্যায়ে কিছুটা লস হলেও একসময় আপনি একজন দক্ষ ট্রেডারে পরিণত হবেন এবং ভাল প্রফিট করতে পারবেন। তাই বলব রোবট এড়িয়ে চলুন, নিজেকে একজন দক্ষ ট্রেডারে পরিনত করুন।

Bossking
2021-01-23, 05:20 PM
রোবট সহ নগদ আনা অনুমেয়। যান্ত্রিক প্রযুক্তির মাধ্যমে রোবটগুলি বিনিময় করা হয়। ফলস্বরূপ এটি খোলা এবং এক্সচেঞ্জ বন্ধ করে। এটি শিক্ষিত বা সেট হিসাবে বিনিময় করে। তবে এটি একইভাবে অবশ্যই শালীন ব্যবসায়ী হতে হবে যেহেতু রোবট সেট হওয়ার সাথে সাথে বিনিময় করবে। আপনার যদি রোবটগুলিতে নগদ আনার প্রয়োজন হয় তবে আপনাকে অবশ্যই শালীন দালাল হতে হবে।

AbdulRazzak
2021-01-25, 07:59 PM
আমি মনে করি ট্রেডিং রোবটগুলির নিজস্ব কোনও অবদান নেই, যদিও ট্রেডিং রোবট লাভজনক। তারপরেও, আপনার নিজের লাভটি অর্থোপার্জনের জন্য ব্যবহার করা ভাল। এখন, আমি চাই অন্যেরা কীভাবে অনুভূত হয় সে সম্পর্কে সবাই মন্তব্য করুন। আপনাকে অনেক ধন্যবাদ.

Mas26
2021-06-29, 11:28 PM
আমি মনে করি ট্রেডিং রোবটগুলির নিজস্ব কোনও অবদান নেই যদিও ট্রেডিং রোবট লাভজনক। তারপরেও আপনার নিজের লাভটি অর্থোপার্জনের জন্য ব্যবহার করা ভাল। এখন আমি চাই অন্যেরা কীভাবে অনুভূত হয় সে সম্পর্কে সবাই মন্তব্য করুন। আপনাকে অনেক।রোবট দিয়ে কাজ করা যায় আমি শুনেছি তবে আমি কোন রোবট দিয়ে কাজ করতে চাই না আমারা মানুষ আমরা রোবট বানাইছি তাই একটা রোবট কখনো আমাদের চাইতে ভালো কাজ করতে পারে না তাই আমি মনে করি রোবটের চাইতে ভালো কাজ আমরা করতে পারি।আপনার ব্যক্তিত্ব বা আপনার চিন্তা ভাবনার বিকাশতাকে দমিয়ে দিতে পারে তাই আমার মনে হয় আপনার রোবট নিয়ে চিন্তা ভাবনা না করে ম্যানুয়ালি ট্রেড করাই ভালো।