PDA

View Full Version : বোনাস ট্রান্সফার



MD Aktarul Arefine
2015-04-06, 03:29 PM
ফোরামের বোনাস দ্বারা কিভাবে ট্রেড করব? বোনাস কি ট্রেড এ্যকাউন্টে ট্রান্সফার করা যায়। গেলে তা কি ভাবে। দয়া করে এ সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হব।

MD Aktarul Arefine
2015-04-06, 11:42 PM
বোনাস পেতে হলে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে।কিন্তু ভেরিফিকেশন করতে হলে যা যা প্রয়োজন তার সবটা আমার নেই। এখন আমি কি করব??

mithun
2015-04-23, 10:01 PM
আমি কিভাবে বোনাস পেতে পারি এবং সেই বোনাস কিভাবে ট্রান্সপার করা যায়? বোনাস কি আমি যে কারো একাউন্টে ট্রান্সপার করতে পারব?

Zakariea
2015-05-26, 11:12 AM
আপনাকে ইন্সটা ফরেক্সে এর একাউন্ট নাম্বার আর পাসওয়াড দিয়ে আপনার ফোরাম একাউন্ট এর সাথে যুক্ত করে নিন। তার পর সেই একাউন্টে আপনার আয়কৃত বোনাস প্রদান করে দিবে।আমার জানা মতে আপনি এই বোনাস ট্রান্সপার করতে পারবেন না।

fxtdr
2015-07-10, 12:39 PM
নিচের আমার কোন একটি পোস্ট এর কপি দেয়া হল---
তবে একটি কথা রিয়াল একাউন্ট খোলার সময় এফিলিয়েট এর ঘরে আপনাকে "portalforum" লিখতে হবে তারপর নিচের মত করে কাজ করতে হবে।
আপনি কি ফোরাম এর বোনাস সংগ্রহের কথা বলছেন যদি তাই হয়ে থাকে , তাহলে নিচের ইন্সট্রাকশন অনুসরন করুন ।
১। আপনার ফরাম একাউন্ট এ লগ ইন করুন
২। তারপর ফরাম এর মেনু বার থেকে আপনার প্রফাইল এ যান
৩। আপনার প্রফাইল এর অধিনে যে সাব মেনু আছে সেখানে "bonus for post" মেনু দেখেতে পাবেন ।
৪। সেখানে ক্লিক করুন এবং লোডিং শেষ হলে সেখানে "attach account " দেখতে পাবেন। সেখানে আপনার ত্রেডিং একাউন্ট টি যোগ করুন ।

bijoy121
2015-07-10, 12:48 PM
আমি ফরেক্স এ নতুন। এই পোস্ট থেকে আমি বোনাস ট্রান্সফার সম্পর্কে জানতে পারলাম। আপনাদের ধন্যবাদ।

Md. Ridoy parvej
2015-08-06, 11:31 AM
অনলাইন ব্যাংকের একাউন্ট আই ডি দিয়ে বোনাস ট্রান্সফার করা যাবে।

Taleb Mahmud
2015-08-10, 04:42 PM
বোনাস প্রতি মাসের ১ থেকে ৮ তারিখের মধ্যে আপনার account এ automatically transper হয়ে যাবে।সে জন্য আপনাকে কিছু করতে হবে না।

samrat
2015-08-13, 10:18 PM
আসলে বোনাস কি টান্সফার করা যায়? বোনাস টান্সফার করতে আমাদের কি কি প্রয়োজন? এখানে আলাদা কি চার্চ লাগে? টান্সফার করার ক্ষেত্রে সবেচেয়ে কোনটা ভালো? আসলে আমি এখানে নতুনতো তাই। জানেনইতো নতুনরা একটু কোমই জানে।

Aunik
2015-08-14, 08:16 PM
ফরাম বোনাস দিয়ে আপনি খুব সহযেই ট্রেড করতে পারবেন ।। প্রথমে আপ্নাকে যেটা করতে হবে তা হলো ইন্সটা ফরেক্স এ আপনাকে একটা একাউন্ট করতে হবে ।। সেখানে আপনার একটা একাউন্ট নাবার আর পাসওয়ার্ড থাকবে ।। এই গুলা যত্ন সহকারে মনে রাখুন। তারপরে ফরেক্স এ যেখানে আপনার প্রোফাইল আছে সেখানে যান ।। তারপরে বনাস ফর পস্ট এ ক্লিক করুন সেখানেই অপরের দিকে একটা বক্স এর মদ্ধে লিখা আছে এটাস্ট একাউন্ট সেখানে আপনার একাউন্ট নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ইন্টার প্রেস করুন ।ব্যাস ।।

FxAhsan
2015-09-06, 01:55 PM
আপনি পোস্টিং এর মাধ্যমে বোনাস পেতে পারেন।আর বোনাস দিয়ে ট্রেড করতে চাইলে আপনাকে ইনস্টাফরেক্সে এ লাইভ একাউন্ট খুলতে হবে তারপর ভেরিফাই করতে হবে ২য় লেভেল পর্যন্ত। তারপর সেই একাউন্ট ফোরামে এটাচ করে দিলেই মাস শেষে অটোমেটিক আপনার একাউন্টে বোনাস চলে যাবে।

FxAhsan
2015-09-11, 10:28 PM
ফোরামের বোনাস দ্বারা কিভাবে ট্রেড করব? বোনাস কি ট্রেড এ্যকাউন্টে ট্রান্সফার করা যায়। গেলে তা কি ভাবে। দয়া করে এ সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হব।

আপনি ফোরামে পোস্ট করলে বোনাস পাবেন আর সেই বোনাস ট্রেড একাউন্ট এ নিতে হলে আপনার ভেরিফাইড ইনস্টাফরেক্স একাউন্ট আপনার ফোরামে যোগ করে দিতে হবে।মাস শেষে অটোমেটিক বোনাস আপনার ট্রেড একাউন্ট এ চলে যাবে।

Aunik
2015-09-28, 07:11 AM
ফোরামের বোনাস দ্বারা কিভাবে ট্রেড করব? বোনাস কি ট্রেড এ্যকাউন্টে ট্রান্সফার করা যায়। গেলে তা কি ভাবে। দয়া করে এ সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হব।

আপনি রিয়াল ডলার দিয়ে যেভাবে ট্রেড করবেন ঠিক সেই ভাবে আপনি ফোরাম বোনাস দিয়ে ট্রেড করবেন ।। তার আগে আপনি একাউন্ট নিয়ে কাজ করবেন সেই একাউন্ট টা আপনাকে ফোরামের একাউন্ট এ এড করতে হবে ।। তাহলে মাসের শেষে আপ্নার একাউন্ট এ আপনার ফোরামের বোনাস যোগ হয়ে যাবে ।। এবং এই বোনাস দিয়ে আপনি ট্রেড করতে পারবেন ।।

মাছুম
2015-10-13, 07:05 PM
এই বোনাস দিয়ে কি আমি আন্তর্জাতিক ফরেক্স এ ব্যবহার করতে পারব?

Momen
2015-10-17, 07:24 PM
হ্যা, ট্রেড করা যায়। আপনি ফোরাম এ পোস্ট করতে থাকুন, সামনের মাসের ১-৫ তারিখের মধ্যে আপনার বোনাস ট্রেডিং একাউন্টে অটোমেটিক যোগ করে দেওয়া হবে।

mlbasumata
2015-10-24, 11:15 PM
ফোরামের বোনাস পাবার জন্য:
১। ইন্সটা ফরেক্সে একটি লাইভ একাউন্ট খুলুন, Affiliate Code-এর জায়গায় Portalforum দিন।
২। একাউন্টটি ভেরিফাইড করে নিন।
৩। এবার ফোরামে লগিন করুন।
৪। ইউজার নেম বা প্রোফাইলে ক্লিক করুন।
৫। Bonus for Post-এ ক্লিক করুন।
৬। Attach Account-এ ক্লিক করে ইন্সটা ফরেক্সের একাউন্ট নম্বর ও পাসওয়ার্ড দিয়ে Attach করে দিন।
পরের মাসের ৩-৮ তারিখের মধ্যে আপনার একাউন্টে ফোরামের টাকা অটো ট্রান্সফার হয়ে যাবে।

HasanXM
2015-11-07, 12:10 PM
আমি আপনার এই মতামতের সাথে একমত তবে এটা করার পূর্বে ফোরামের লিঙ্ক এ ইস্টাফরেক্স একটা একাউন্ট করে সেটা ভেরিফাই করতে হবে তার পর এই নিয়ম টি ফলো করেন কপি করে দেওয়া হলো: আপনি কি ফোরাম এর বোনাস সংগ্রহের কথা বলছেন যদি তাই হয়ে থাকে , তাহলে নিচের ইন্সট্রাকশন অনুসরন করুন ।
১। আপনার ফরাম একাউন্ট এ লগ ইন করুন
২। তারপর ফরাম এর মেনু বার থেকে আপনার প্রফাইল এ যান
৩। আপনার প্রফাইল এর অধিনে যে সাব মেনু আছে সেখানে "bonus for post" মেনু দেখেতে পাবেন ।
৪। সেখানে ক্লিক করুন এবং লোডিং শেষ হলে সেখানে "attach account " দেখতে পাবেন। সেখানে আপনার ত্রেডিং একাউন্ট টি যোগ করুন ।

AbuRaihan
2015-12-16, 01:39 AM
ফরেক্স বাংলাদেশ ফোরামে পোস্ট করে তা আপনাকে কষ্ট করে ট্রেডিং একাউন্টে নিতে হবে না বরং মাসের শেষে আপনার একাউন্টে আপনার মোট একমাসে পোস্টিং বোনাস পাঠিয়ে দেওয়া হবে ৤ ফোরোমে রেজিস্ট্রেশন এর সময় অবশ্যই একটা ট্রেডিং একাউন্ট যুক্ত করে দেবেন যেটাতে একমাসের পোস্টিংকৃত বোনাস প্রতি মাসের শুরুতে চলে যাবে ৤ তাই ফোরোমের বোনাস নিয়ে চিন্তিত হবেন না , ফোরামের রুলস মেনেই ট্রেড করুন ৤

HKProduction
2015-12-23, 07:34 PM
প্রতি মাসের বোনাস পরের মাসের প্রথম সপ্তাহে ট্রেডিং একাউন্টে জমা হয়ে যায়। আপনি যেভাবে প্রফিট করার জন্য ডেমোতে প্রাকটিস করছেন, ঠিক সেইভাবে আপনি রিয়েল ট্রেড করবেন। প্রফিট মানি তুলতে হলে আপনার একাউন্টটি হাইলি ভেরিফাইড হতে হবে। নতুবা আপনি প্রফিট তুলতে পারবেন না।

arvi
2016-02-24, 02:03 AM
আলচনায় সুন্দর একটি বিষয় উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা খুব সহজেই ফরেক্স ফরামে বোনাস ট্রান্সফার কতে পারি যদি ইন্সতাফরেক্স এ আপনার একটি ভেরিফাই একাউন্ত থাকে । একাউন্ত ভেরিফাই করে fxtdr ভাই যেভাবে গাইডলাইন দিয়েছে সেইভাবে ইন্সতাফরেক্স এর একাউন্ত এর সাথে ফোরাম একাউন্ত যোগ করে দিলেই হয়ে যাবে।

Marufa
2016-03-01, 06:36 PM
অবশ্যই আপনি ফোরামের বোনাস দিয়ে ট্রেড করতে পারবেন । এজন্য আপনি প্রথমেই যা করবেন তা হল আপনি আপনি ইনস্টাফরেক্স এ একটি লাইভ একাউন্ট খুলুন । তারপর একাউন্টটি এই ফোরামের সাথে সংযুক্ত করতে আপনার প্রফােইল অংশে যান । সেখান থেকেই একাউন্ট সংযুক্ত করতে পারবেন ।

arvi
2016-03-11, 11:02 AM
ফোরাম পস্তিঙ্গের বোনাস সহজেই আপনি আপনার ট্রেডিং একাউন্তে ট্রান্সফার করতে পারবেন যদি আপনার ইন্সতাফরেক্স একাউন্ত টি ভেরিফাই করা থাকে । আপনি সারা মাসে যে পরিমান ফোরাম বোনাস অর্জন করবেন তা ঠিক তার পরের মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনার ভেরিফাইড একাউন্তে অটোমেটিক ট্রান্স হবে । তবে অবশ্যই ইন্সতাফরেক্স এর একাউন্ত ভেরিফাই করেনিতে হবে ।

Md Akter Hossain
2016-03-11, 03:18 PM
আপনার ফোরামের অ্যাকাউন্টর সাথে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট সবার আগে অ্যাটার্চ করে নিতে হবে । তারপর আপনাকে আর ভাবতে হবে না । আপনি লেখালেখি করতে শুরু করতে পারেন । পরবর্তী মসের ১ থকে ৭ তারিখের মধ্যে আপনি আপনার বোনাসের টাকা পেয়ে যাবেন।

Sahed
2016-03-25, 08:39 AM
হ্যা এই ফোরামের বোনাস দিয়ে আপনি খুবই সহজে ট্রেড করতে পারবেন । ফোরাম বোনাসের জন্য আপনাকে প্রথমে ফোরামের লিংক অর্থাৎ forumportal এই লিংকটি নিয়ে ইন্সটা ফরেক্সে একটি একাউন্ট খুলতে হবে । তারপর আপনাকে একাউন্ট ভেরিফাই করতে হবে । একাউন্ট ভেরিফাই হয়ে গেলে ফোরামের প্রোফাইলে গিয়ে বোনাস ফর পোস্টে আপনার ইন্সটা ফরেক্স একাউন্ট নম্বর ও পাসওয়ার্ড দিয়ে একাউন্ট যোগ করুন । ধন্যবাদ ।

yasir arafat
2016-04-05, 01:35 PM
আপনার বোনাস পেতে হলে প্রথমে একটি পোর্টাল ফোরামের নামে ট্রেডিং একাউন্ট খুলে তা ভেরিফাই করে নিন ।তারপর আপনি ফরেক্স বাংলায় আপনার প্রোফাইলে গিয়ে এড একাউন্টে ক্লিক করে আপনার একাউন্ট নাম্বারটা যোগ করে দিন।এবার আপনার কাজ শেষ।মাস শেষে বোনাস আপনার একাউন্টে যুক্ত হয়ে যাবে।আর ট্রেড কিভাবে করে তা জানার জন্য এ ফোরাম ভাল করে পড়েন।

Sahed Srabon
2016-06-15, 12:17 PM
হ্যা অবশ্যই আপনি এই ফোরাম থেকে বোনাস নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন । এর জন্য আপনাকে ইন্সটা ফরেক্স ব্রোকারে একটি একাউন্ট খুলতে হবে । তারপর আপনাকে আপনার ট্রেডিং এ্যাকাউন্ট ভেরিফাই করে নেতে হবে । আপনার ফোরামের প্রোফাইলে গিয়ে বোনাস ফর পোস্ট এ আপনার একাউন্ট নম্বরটি লিংকিং করে দিতে হবে । মাস শেষে আপনি আপনার বোনাস পেয়ে যাবেন ।

Rahat015
2016-06-17, 10:45 AM
ফোরামে কমেন্ত করে প্রাপ্ত বোনাস মানি আপনার একাউন্ট এ যোগ করার জন্য নিচের নির্দেশিকা অনুসরন করুন।
১। আপনার ফরাম একাউন্ট এ লগ ইন করুন
২। তারপর ফরাম এর মেনু বার থেকে আপনার প্রফাইল এ যান
৩। আপনার প্রফাইল এর অধিনে যে সাব মেনু আছে সেখানে "bonus for post" মেনু দেখেতে পাবেন ।
৪। সেখানে ক্লিক করুন এবং লোডিং শেষ হলে সেখানে "attach account " দেখতে পাবেন। সেখানে আপনার ত্রেডিং একাউন্ট টি যোগ করুন ।

dwipFX
2016-08-02, 06:07 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার আরেকটা সুযোগ হল বোনাস দিয়ে রিয়াল মার্কেটে ট্রেড করা যায়। ফরেক্স মার্কেটে ফোরাম বোনাস পেতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে একাউন্ট করতে হবে, পোর্টাল ফোরামে লিখতে সেষে।

hasan019
2016-08-25, 12:34 PM
আমি মনে করি নতুনদের আর জাদের টাকা দীপোসিট করতে প্রবলেম আছে তাদের উচিত বোনাস দিয়া ট্রেড করা। আপনি এখানে পোস্ট ক্রে বোনাস পাবেন আর মাস শেষে সেই বোনাস আপানার ট্রেডিং অ্যাকাউন্ট এ যাবে জা দিয়া আপনি ট্রেড করতে পারবেন।

Dilip05
2016-09-29, 09:49 AM
ফোরাম পোষ্টিং এর বোনাস টান্সফার করতে হলে প্রথমে আপনাকে ফোরাম লগিং করে Bonus for Post এ ক্লিক করে একাউন্ট যোগ করতে হবে। সাধারনত মাসের ১-৮ তারিখের মধ্যে আপনার বোনাস একাউন্টে যোগ হয়ে যাবে।

MoinFX
2016-10-03, 03:12 PM
আপনাকে প্রথমে ফোরাম একাউন্ট করতেরহবে সেটা করার পর আপনি রিয়ার মার্কেটে একাউন্ট করতেরহবে রিয়াল মার্কেটে একাউন্ট করার সময় এপিলিয়াট কুট খুলার সময় আপনাকে পোরটাল ফোরাম লিখতে হবে তাহলে আপনার ফোরাম থেকে টাকা ডুকবে আপনার একাউন্ট।

ssrahman00
2016-10-04, 12:00 PM
ফোরাম এ পোস্ট করে যে বনাস পাওয়া যাই তা ট্রান্সফার করা যাই না। আপনাকে ট্রাড করতে হবে। যদি সাফল্ল পান তাহলে লাভক্রিত টাকাটা নিতে পারবেন।

tarekbsl101
2016-10-04, 05:24 PM
এই খান দিয়ে আমি জিনিশ টা খুব সহজ এই শিখতে পারলাম

mahbubhb
2017-08-19, 10:53 PM
ফরেক্স ফোরামের বোনাসের এমাউন্ট নিতে হলে আপনাকে ফরেক্স ফোরামের অধীনে একটি লাইভ একাউন্ট করতে হবে। সেই একাউন্ট ফোরামের সাথে লিঙ্ক করে দিলে প্রতি মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে আপনার একাউন্টে জমা হবে। সেই জমানো এমাউন্ট দিয়ে ট্রেড করে যে প্রফিট হবে শুধু সেই প্রফিট এর টাকা উঠানো যাবে। এজন্য আপনার লাইভ একাউন্ট ভেরিফাই হতে হবে না হলে লাভের টাকা উঠানো যাবে না।

expkhaled
2017-12-28, 02:28 PM
ফোরাম বোনাস পেতে যেসব নিয়মাবলী প্রয়োগ করে একাউন্ট করতে হবে এবং সংযোগ করতে হবে। প্রথমে ফোরাম এফিলিয়েটেড একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটা লেভেল ২ পর্যন্ত ভেরিফায়েড হতে হবে। তারপর আপনার ফোরাম একাউন্ট প্রোফাইলে যাবেন সেখানে বোনাস ফর পোষ্ট ট্যাব এ যাবেন সেখানে দেখতে এ্যাটাচ একাউন্ট ফর বোনাস দেখতে পাবেন। এখানে একাউন্টটি এ্যাটাচ করে দিবেন তাহলেই হলো আপনি প্রতিমাসের ১৫তারিখের ভেতরে মাসের বোনাস জমা হবে এবং সেগুলো দিয়ে ট্রেড করতে পারবেন।

Debdas50
2018-01-08, 03:43 PM
একাউন্টটি এ্যাটাচ করে দিবেন তাহলেই হলো আপনি প্রতিমাসের ১৫তারিখের ভেতরে মাসের বোনাস জমা হবে এবং সেগুলো দিয়ে ট্রেড করতে পারবেন।

mdsakil
2018-01-08, 04:28 PM
আপনার লাভ করা ডলার তুলতে হলে একাউন্ট ২য় স্তর পর্যন্ত ভেরিফাই করতে হবে। আর পোটালফরম না লিখলে ইনিস্টাফরেক্র একাউন্ট যুক্তকরা যাবে না।
মাসের ১৫ তারিখের পর একাউন্ট করলে পরর্বতী মাসের ৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে বোনাস পেতে হলে।এটা একটা বড় ধরনের সুবিধা তাই সকলের ইনিষ্টাফরেক্র একাউন্ট
উচিত।

amdad50
2018-01-25, 09:56 PM
১। আপনার ফরাম একাউন্ট এ লগ ইন করুন
২। তারপর ফরাম এর মেনু বার থেকে আপনার প্রফাইল এ যান
৩। আপনার প্রফাইল এর অধিনে যে সাব মেনু আছে সেখানে "bonus for post" মেনু দেখেতে পাবেন ।
৪। সেখানে ক্লিক করুন এবং লোডিং শেষ হলে সেখানে "attach account " দেখতে পাবেন। সেখানে আপনার ত্রেডিং একাউন্ট টি যোগ করুন ।