PDA

View Full Version : ইন্ডিকেটরস



MD Aktarul Arefine
2015-04-06, 03:39 PM
ইন্ডিকেটরস সম্পর্কে আমার ধারনা একদমই নেই। মেটাট্রেডর ফোর এ ব্যবহৃত ইন্ডিকেটরস ভাল ভাবে বুঝতে হলে কি করতে হবে? এ সংক্রান্ত ভাল ও সহজ কোনো বইএর লিংক পোষ্ট করলে ভিষন উপকৃত হব।

ahsan
2015-04-07, 11:45 AM
ফরেক্স মার্কেটে সফলতা লাভ করতে হলে ইন্ডিকেটর সম্পর্কে আপনার কোন প্রকার জ্ঞান না থাকলেও চলবে। বরং যেটা আপনার দরকার সেটা হল ক্যান্ডেলস্টিক এনালাইসিস এবং সাপোর্ট রেসিট্যান্স এনালাইসিস। এই দুইটা বিষয় যদি আপনি ঠিকমত আয়ত্ব করতে পারেন তাহলে ইনশআল্লাহ আপনার আর কিছু লাগবে না। আর গুগল এ সার্চ দিলে এই বিষয়ে হাজার হাজার বই পাবেন।

Aunik
2015-09-01, 09:13 AM
ইন্ডিকেটরস সম্পর্কে আমার ধারনা একদমই নেই। মেটাট্রেডর ফোর এ ব্যবহৃত ইন্ডিকেটরস ভাল ভাবে বুঝতে হলে কি করতে হবে? এ সংক্রান্ত ভাল ও সহজ কোনো বইএর লিংক পোষ্ট করলে ভিষন উপকৃত হব।

আপনি যদি ইন্ডিকেটর সম্পর্কে ভাল জানতে চান তাহলে এখানে পোস্ট না করে গুগলে সার্চ কুরলে তা আপনার অনেক কাজে দিবে । তারপরও বলি ইন্ডিকেটর হচ্ছে এক ধরনের নির্দেশক যা আপনার ট্রেড এর জন্য দিক নির্দেষনা দেয় এবং মার্কেট এর বিভিন্ন অবস্থার তথ্য প্রদান করে । এবং এই তথ্য গুলো কাজে লাগিয়ে ট্রেডাররা ট্রেড করে থাকে । তবে হ্যাঁ ইন্ডিকেটর দেখে ট্রেড করার চাইতে নিজে এনালাইসিস করে ট্রেড করাই ভাল এতে আপনি শিখতে পারবেন ।

FxAhsan
2015-09-09, 06:01 PM
আসলে সব ইনডিকেটর নিয়ে ঘাটাঘাটি না করে সাপোর্ট রেজিস্ট্যান্স বেইজদ কয়েকটি ইনডিকেটর সম্পর্ক এ জেনে তা নিয়ে ডেমোতে ভাল ভাবে অনুশীলন করলেই দেখবেন আপনি মুভমেন্ট ধরতে পারছেন।সেধরনের ইনডিকেটর হল ফিবোনাচ্চি,মুভিং এভারেজ,বোলিংগার ব্যান্ড।

Marufa
2015-09-14, 11:28 AM
বেশি ইন্ডিকেটর ব্যবহার না করে এক দুইটি ইন্ডিকেটর ব্যবহার করা উত্তম । বেশি ইন্ডিকেটর অনেক সময় কনফিউজ করে অথবা ভুল সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে । তাই ইন্ডিকেটর নির্ভর ট্রেড থেকে বিরত থাকুন । সবচেয়ে ভাল কাজ করে সাপোর্ট এবং রেসিসটেন্ট ।

mlbasumata
2015-10-23, 05:37 PM
ইন্ডিকেটর হল একটি প্রোগ্রাম যা প্রাইস অ্যাকশনের চিত্রভিত্তিক নির্দেশনা দেয়, অর্থাৎ বর্তমান প্রাইসের তুলনায় পরবর্তী প্রাইস আপ হবে না ডাউন হবে তার নির্দেশ দেয়। এই নির্দেশ অনুযায়ীই আমরা ট্রেড অপেন বা ক্লোজ করে থাকি।

HasanXM
2015-11-03, 12:16 PM
আমি মনে করি যে ইন্ডিকেটর ব্যবহার এক দুইটি ইন্ডিকেটর ব্যবহার করা উত্তম । যেমন, মার্কেট ভোলাটিলিটি অনুধাবন করার জন্য Bollinger Bands ইন্ডিকেটরটি ব্যবহার করা হয়। এই ছোট টুলসটি আমাদের বলে দিবে যে মার্কেট কি এখন শান্ত না অশান্ত। যখন মার্কেট শান্ত থাকে তখন ব্যান্ড ২টি সংকুচিত হয়ে যায়, আর যখন মার্কেট অশান্ত থাকে তখন ব্যান্ড ২টি প্রশস্ত হয়ে যায়।

HKProduction
2015-12-07, 05:01 PM
আপনি আপনার টার্মিনাল থেকে কাস্টম ইন্ডিকেটর নিয়ে ডেমোতে প্রাকটিস করুন। শুধু একটি ইন্ডিকেটর নিয়ে কমপক্ষে একমাস ডেমোতে চর্চ্চা করলে ভাল ধারনা পাওয়া যাবে। একসাথে অনেকগুলি নিয়ে গবেষণা চালালে বুঝতে খুব কষ্ট হবে। ধীরে ধীরে আয়ত্ব করাটাই সহজ হয়ে উঠে।

MotinFX
2015-12-19, 09:00 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ইনডিকেটর নালাগে তাহলে এই ইনডিকেটর কি জন্য দিয়াছে। আমি মনে কখনো ইনডিকেটর কাজ করে আবার কখনো ফান্ডামেন্টাল কাজ করে। তাই আমাকে ট্রেড করার পুর্বে সব কিছু দেখে ট্রেড করতে হবে।

HKProduction
2016-01-04, 08:12 AM
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর একটি গুরুত্বপূর্ণ টুলস। আমরা এর মাধ্যমে মার্কেটের ভবিষ্যৎ সম্পর্কে একটা সাধারণ অনুমান আঁচ করতে পারি। আর এর মাধ্যমেই ট্রেড করে থাকি। এটি হচ্ছে আমাদের টেকনিক্যাল এনালাইসিস। এতে মার্কেট থেকে বেশ ভাল প্রফিট করা যায়।

maziz6989
2016-01-17, 10:27 PM
আসলে ইনডিকেটর হল এমন একটা জিনিস যা আপনাকে নির্দেশনা দেবে। তবে যেহেতু এটা অতিতের ঘটনা দেখায় তাই অনেক সময় ভূল হবার সম্ভাবনা বেশি। তাই যারা ট্রেড করবেন তারা কোন ভাবেই একটি ইনডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করবেন না। চেষ্টা করবেন এর সাথে আরও আনুসাঙ্গিক কিছু ব্যবহার করতে।

Hafizur Rahman
2016-02-06, 02:56 PM
ইনডিকেটর ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে দিক নির্দেশনা দেয় ।

biswas90
2016-02-06, 04:50 PM
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর একটি গুরুত্বপূর্ন টুলস । অনেকে আছেন যারা ইন্ডিকেটর ব্যাবহার করেননা আবার অনেকে আছেন ইন্ডিকেটর না বুঝেই ব্যাবহার করেন । তবে আমার মতে ইন্ডিকেটরের ভাল এবং মন্দ দুটো দিকই আছে । একটি হলো, কখনো অন্ধ বিশ্বাসী হয়ে ইন্ডিকেটর অনুসরন না করা । কেননা ইন্ডিকেটর সব সময় সঠিক ইনফরমেশন দেয়না । দ্বিতীয়ত আপনার অভিক্ষতার সহিত যদি ইন্ডিকেটরকে কাজে লাগানো যায় তবে ভাল প্রফিট করা সম্ভব । মোটামুটি এটি ফরেক্সের একটা আসু সংকেত দেয় যা থেকে আপনি পূর্বেই সতর্ক থাকতে পারবেন ।

majidiqbal
2016-02-24, 04:18 PM
নিয়ে কিছু ইন্ডিকেটর আলোচনা করা হলঃ
Bollinger Bands
Moving Average
RSI
ADX
Parabolic Sar
Stochastic
আরও অনেক ইন্ডিকেটর রয়েছে।

Md. Habibur Rahman
2016-02-28, 02:42 AM
মুভিং এ্ভারেজ:-এটি একটি কাস্টম ইন্ডিকেটর

yasir arafat
2016-04-02, 05:38 PM
ইন্ডিকেটর মানে হচ্ছে নির্দেশক।যা আপনাকে নতুন কিছু ইন্ডিকেট বা নির্দেশ করে।সেজন্য এটার নাম ইন্ডিকেটর দেওয়া দেওয়া হয়েছে।আপনি মেটাট্রেডারের বামপাশ থেকে ইন্ডিকেটর ড্রপডাউন করে চার্টে ছেড়ে দিয়ে ওকে করলে তা চার্টে এড হয়ে যাবে।