PDA

View Full Version : জানতে চাই, ফরেক্স ট্রেডিং কি আমাদের দেশে ব



nahidniaz
2015-04-07, 04:45 AM
কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক পত্রিকায় ফরেক্স ট্রেডিংকে অবৈধ ও এই খাতে জনসাধারনকে বিনিয়োগ না করতে অনুরোধ করা হয়েছিল। কিছু কিছু ব্যাংকের ওয়েবসাইটে এই নোটিশ এখনো দেয়া আছে। এ সম্পর্কে অভিজ্ঞদের মতামত জানতে চাই।

InstaForex Sushantay
2015-04-15, 04:42 PM
কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক পত্রিকায় ফরেক্স ট্রেডিংকে অবৈধ ও এই খাতে জনসাধারনকে বিনিয়োগ না করতে অনুরোধ করা হয়েছিল। কিছু কিছু ব্যাংকের ওয়েবসাইটে এই নোটিশ এখনো দেয়া আছে। এ সম্পর্কে অভিজ্ঞদের মতামত জানতে চাই।

সুহৃদ, প্রথমেই বলে নেই ফরেক্স ব্যবসায় বিশ্বব্যাপী, আর ফরেক্সে দৈনিক বাণিজ্যিক লেনদেনের পরিমাণ প্রায় ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার যেটা পৃথিবীর সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ ( আমেরিকা স্টক এক্সচেঞ্জ) মার্কেটের সম্মিলিত লেনদেনের পরিমাণের ৩০ গুনেরও বেশি।
মার্কেটের পার্থক্য দেখুন 888

এখন আসি বাংলাদেশ ব্যাংক এর নোটিশ প্রসংঙ্গে।
নোটিশ ০১: 889
নোটিশ ০২: 890
লক্ষ্য করে দেখুন ১ম ও ২য় নোটিশের কোথাও ফরেক্স অবৈধ্য ব্যবসায় তা বলা হয়নি।
বরং এটা তাদের সম্পের্কে বলা হয়েছে যারা বিভিন্ন ট্রেনিং সেন্টার অসাধু পন্থায় ফরেক্স এর নাম করে জনগনের নিকট থেকে টাকা উর্পাজন করছে এবং
অবৈধ্য বৈদেশিক লেনদেনকারী প্রতিষ্ঠান বা ডিলার অনুমোদন না নিয়ে বা লাইসেন্স বিহীনভাবে বৈদেশিক মুদ্রা লেনদেন করছে।
আপনি আরো লক্ষ্য করে দেখেন বাংলাদেশে ফরেন এক্সচেঞ্জ আইনটি ১৯৪৭ সালের, যখন অনলাইনের কোন চিহ্ন ছিল না।
উক্ত আইন অনুসারে আপনি বৈদেশিক মুদ্রা কেনাবেচা করতে পারেন না এর জন্য লাইসেন্স এর প্রয়োজন। কিন্তু ফরেক্স করতে আপনাকে বৈদেশিক মুদ্রা কেনাবেচা করতে হবে। আর সেটা অনলাইনে করুন বা সরাসরি।
বর্তমানে বাংলাদেশ সরকার এই আইনটি সংশোধন করছে, এবং খুব শীগ্রই নতুন আইন বাস্তবায়ন করা হবে।
আপনাকে ধন্যবাদ