PDA

View Full Version : লিভারেজ



easinarafat
2015-04-12, 10:39 PM
লিভারেজ

কথায় আছে, আমেরিকা যার বন্ধু হয়, তার কোনো শত্রুর দরকার হয় না। কথাটা নেহায়েত মিথ্যা নয়। খুব বেশি কস্ট করতে হবে না, পাশের দেশ পাকিস্তানই একটা জলন্ত উদাহরন। তাই বলে কি আমরা যেচে পড়ে আমেরিকাকে শত্রু বানাবো? বর্তমান পরিস্থিতিতে, নিশ্চয়ই নয়।

ফরেক্স মার্কেটে লিভারেজ অনেকটা আমেরিকার মতই। বেশি লিভারেজ যেমন ভাল না, তেমনি আবার লিভারেজ ছাড়া আমাদের চলেও না।

তাহলে জেনে নেয়া যাক, লিভারেজ এমন কি জিনিস যেটা ছাড়া ফরেক্সে চলা সম্ভব না? (হয়ত সম্ভব, কিন্তু খুব কঠিন। অনেকটা আমেরিকার অবরোধের সাথে যুদ্ধ করার মত)

তার আগে জানুন লিভারেজ কেন দরকার। আপনি যদি ফরেক্সে নতুন হয়ে থাকেন, তাহলে এটাও বুঝবেন লিভারেজ কি জিনিস।

ফরেক্স মার্কেটের একটা বড় সমস্যা হোল (সমস্যা মানে আমাদের ট্রেডারদের জন্য সমস্যা) প্রতিদিনকার মার্কেট মুভমেন্ট খুবই কম। আপনি পিপস হিসাব করতে শিখেছেন। কখনও কি খেয়াল করে দেখেছেন মার্কেট একদিনে কত পারসেন্ট মুভ করে? :|

ঝটপট কিছু অঙ্ক করে নেই। ধরুন, কোনো একদিন EUR/USD এর সর্বনিম্ন প্রাইস ছিল ১.২২০৫ ও দিনের সর্বোচ্চ প্রাইস ছিল ১.২৩২৫ (১২০ পিপস). তাহলে, মার্কেটের শতকরা সর্বোচ্চ পরিবর্তন কত ছিল? খুব সহজভাবে হিসাব করলে, (১.২৩২৫-১.২২০৫)/১.২২০৫ অথবা ০.০০৯৮ অথবা ০.৯৮ পারসেন্ট।

এই হিসাবটা করা হয়েছে সর্বোচ্চ মুভমেন্ট ধরে। প্রকৃত মুভমেন্ট হবে আরও কম এবং ((দিন শুরুর প্রাইস-দিন শেষের প্রাইস)/দিন শুরুর প্রাইস) যা এর থেকে আরও কম।

এই হিসাবটা দেখালাম শুধুমাত্র একটি কারনে। তা হলো ফরেক্স মার্কেটের প্রতিদিনকার মুভমেন্ট যে অনেক কম তা দেখানোর জন্য। অধিকাংশ পপুলার পেয়ারই প্রতিদিন ১-২ শতাংশ বা তার কম মুভমেন্ট করে। ঢাকা স্টক মার্কেটের দিকে একবার তাকান, প্রতিদিন স্টকের দাম করে ৫%-১০% এমনকি আরও বেশি বাড়ে বা কমে। আমরা ফরেক্সে হিসাব করি পিপস দিয়ে। ২-৩ শতাংশ মার্কেট মুভমেন্ট হলেই অধিকাংশ পেয়ার ৩০০-৪০০ পিপস বেড়ে যায়। আর তাই অনেক মনে হয় আমাদের কাছে। (আসলেই কি?)

তাতে আমার সমস্যা কি?

ভেবে দেখুন, আপনি ১০০০ হাজার টাকা দিয়ে কিছু কিনলেন পরে বেশি দামে বিক্রি করার জন্য। এখন এই জিনিসের দাম প্রতিদিন ১-২ টাকা করে বাড়লে/কমলে ভালো নাকি ১০-২০ টাকা করে বাড়লে/কমলে ভালো? উঠানামা যত বেশি হবে, আপনি তত বেশি লাভ করতে পারবেন যদিও লসটাও একটু বেশিই হবে। কিন্তু, লস যতই হোক, ফতুর তো এর হবেন না। কারন, ওই জিনিসের দাম তো কখনো শূন্য হবে না। আর চাইলেই আপনি একটা নির্দিষ্ট দামের কমে তা বিক্রি করে দিতে পারবেন অথবা দাম বাড়ার সময়, কাঙ্খিত দাম না বাড়া পর্যন্ত তা ধরে রাখতে পারবেন। সুতরাং, দ্রুত বাড়লে কমলেই আপনার লাভ।

ফরেক্স মার্কেটের কম মুভমেন্টের জন্য যেহেতু নিজের টাকায় খুব বেশি লাভ করা সম্ভব না, তাই অধিকাংশ ট্রেডারই ফরেক্সে লিভারেজ ব্যবহার করে যার অপর নাম ঋণ অথবা লোন এবং যেটা সব ফরেক্স ব্রোকারই অফার করে। এর ফলে অল্প মার্কেট মুভমেন্ট আমাদের বেশি লস/লাভের সুযোগ তৈরি করে। (লসটা আগে লিখলাম কারন ফরেক্সে এই জিনিসটাই সবাই বেশি করে)

সুতরাং, আপনার ক্যাপিটাল যদি ১০০০ ডলার হয় আর আপনি যদি প্রতিদিন .৫০ পারসেন্ট মার্কেট মুভমেন্ট ধরতে পারেন, তাহলে আপনি শুধু নিজের টাকা দিয়ে ট্রেড করলে লাভ হবে ৪.৯-৫ ডলার। এটা খুবই কম। কেনোনা এভাবে আপনাকে প্রায় ২০০ ট্রেড উইন করতে হবে (লাভ থেকে সব লসিং ট্রেড বাদ দিয়ে ২০০ ট্রেড হতে হবে, উদাহরণস্বরূপ ৫০০ উইন, ৩০০ লসিং ট্রেড = ৮০০ ট্রেড) ব্যালেন্স দ্বিগুণ করার জন্য।

আপনি যদি ১:১০ লিভারেজ ব্যবহার করেন (১০ গুন ঋণ), তাহলে একই ক্যাপিটাল এ আপনার প্রফিট হবে ৫০ ডলার।

আপনি যদি মনে করেন, এটাও কম, তাহলে ১:১০০ লিভারেজ ব্যবহারে আপনার লাভ হবে ২০০ ডলার একই ট্রেডে।


২০০ ডলার প্রফিট শুধুমাত্র একটা ট্রেডে? তাও আবার মাত্র ১০০০ ডলারে? এর থেকে তো ১:১০০০ ব্যবহার করা ভালো। এক ট্রেডেই জিতলে কম্ম খতম। অ্যাকাউন্ট তিনগুন!

এরকম লাভের কথা ভাবতে ভালই লাগে। তার আগে জেনে নিন DSE তে শুধুমাত্র ১:২ লিভারেজ ব্যবহার করে লক্ষ লক্ষ বিনিয়োগকারী ফতুর হয়ে গেছে। আর আপনি নিতে চান ১ টাকা মূলধনে ১০০০ টাকা ঋণ? সইতে পারবেন তো?

প্রায় প্রত্যেক ট্রেডারই এটা সইতে পারে না। যার ফলাফল, হার্ট অ্যাটাক মানে অ্যাকাউন্ট জিরো। অতিরিক্ত লিভারেজ ব্যবহার করা ৯৯ শতাংশ ট্রেডারের ফতুর হওয়ার একমাত্র কারন। ভেবে দেখুন, আপনি কি ট্রেডিং শিখেছেন বলে মনে করেন যে ১ টাকায় ১০০০ টাকা ঋণ নেয়ার সাহস করবেন?

তাহলে কতো লিভারেজ ব্যবহার করা ভালো?

নির্ভর করে কত দ্রুত আপনি আপনার ব্যালান্স বৃদ্ধি করতে চান।

বর্তমান প্রাইস (১.২২৭৮) এ eur/usd তে ০.০১ স্ট্যান্ডার্ড লটে (পার পিপস ১০ সেন্ট করে) একটা বাই ট্রেড দিতে আপনার লাগবে ১২২৭.৯৬ ডলার। পার ট্রেডে ৫০ পিপস লাভ করলে, লাভ হবে ৫ ডলার। অ্যাকাউন্ট দ্বিগুণ করতে লসিং ট্রেড থেকে ২৪০ উইনিং ট্রেড এরও বেশি প্রয়োজন হবে, দরকার হবে ১২,২৭০ পিপস। এভাবে ট্রেড করলে, আপনি কোনোদিন ফতুর হবেন না। (শর্ত প্রযোজ্যঃ এই প্রাইসেই কিনতে হবে। প্রাইস যত বাড়বে, তত বেশি ক্যাপিটাল লাগবে)

ফরেক্সে আর ফতুর হতে চান না? তাহলে একবার ১:১ লিভারেজ ব্যবহার করে দেখুন না কি হয়! যদিও এর জন্য কিছুটা বড় ক্যাপিটাল দরকার। ক্যাপিটাল মাঝারি হলে ১:১০, ক্যাপিটাল ছোট হলে ১:৫০, সর্বোচ্চ ১:১০০ ব্যবহার করতে পারেন।

যদি লিভারেজ নিয়ে জটিল হিসাবে যেতে না চানঃ

সবসময় অ্যাকাউন্ট এর ১-৫% রিস্ক নিন প্রতিটি ট্রেডে। মানে, ১০০০ ডলার ক্যাপিটাল এ ১০-৫০ ডলার রিস্ক প্রতি ট্রেডে। ১-৩% যথেষ্ট নিরাপদ। তাহলে আর আপনাকে লিভারেজ নিয়ে চিন্তা করতে হবে না। এটাই নিশ্চিত করবে যে আপনি কম লিভারেজ নিয়ে ট্রেড করছেন।

মনে রাখবেন, আমেরিকা বা লিভারেজ ছাড়া আমাদের চলবে না। আর তাই একে শত্রু না ভেবে নিরাপদ দূরত্বে থাকাই উত্তম।

hasanmasud1985
2015-04-21, 08:02 PM
ফরেক্স মার্কেটে লিভারেজ অনেকটা আমেরিকার মতই। বেশি লিভারেজ যেমন ভাল না, তেমনি আবার লিভারেজ ছাড়া আমাদের চলেও না। ফরেক্স মার্কেটের কম মুভমেন্টের জন্য যেহেতু নিজের টাকায় খুব বেশি লাভ করা সম্ভব না, তাই অধিকাংশ ট্রেডারই ফরেক্সে লিভারেজ ব্যবহার করে যার অপর নাম ঋণ অথবা লোন এবং যেটা সব ফরেক্স ব্রোকারই অফার করে। এর ফলে অল্প মার্কেট মুভমেন্ট আমাদের বেশি লস/লাভের সুযোগ তৈরি করে। (লসটা আগে লিখলাম কারন ফরেক্সে এই জিনিসটাই সবাই বেশি করে)

hasanmasud1985
2015-04-24, 07:34 PM
প্রায় প্রত্যেক ট্রেডারই এটা সইতে পারে না। যার ফলাফল, হার্ট অ্যাটাক মানে অ্যাকাউন্ট জিরো। অতিরিক্ত লিভারেজ ব্যবহার করা ৯৯ শতাংশ ট্রেডারের ফতুর হওয়ার একমাত্র কারন। ভেবে দেখুন, আপনি কি ট্রেডিং শিখেছেন বলে মনে করেন যে ১ টাকায় ১০০০ টাকা ঋণ নেয়ার সাহস করবেন?

Tuhin
2015-04-28, 12:23 PM
লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে। ধরুন, আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১;২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। আপনি জদি ১:১ নেন তাহলে লোন নিলেন না।

bonushunter
2015-06-18, 09:55 AM
লিভারেজ ফরেক্স মার্কেট এ একপ্রকার লোন। লিভারেজ এর কাজ হচ্ছে কম ডিপোজিট দিয়ে বেশী লডে ট্রেড অপেন করা। লিভারেজ এর যেমন একজন ট্রেডার উপকৃত হয় তেমনি অপকৃতও হয়। যেমন বেশি লডে ট্রেড করে লস হলে বেশি লস হয়। তাই লিভারেজ কম নিওয়াই ভালো।

fxtdr
2015-07-01, 09:57 AM
সত্যি কথা বলতে কি লিভারেজ বেশি হলে যেমন সুবিধা আছে তেমনি বেশ অসুবিধাও আছে। যেমন ধরুন আপনি যদি বেশি লিভারেজ নিয়ে কাজ করতে যান তাহলে আপনি আপনার একাউন্ট টিকে সোয়াপ মুক্ত করতে পারবেন না । একাউন্ট সোয়াপ মুক্ত করতে হলে ইন্সটা ফরেক্স থেকে আপনি ১ঃ৫০ এর বেশি লিভারেজ পাবেন না। আর আপনার লিভারেজ যত বেশি হবে আপনি তত বড় ট্রেড ওপেন করতে পাএবেন।

Taleb Mahmud
2015-08-08, 04:22 PM
লিভারেজ যত বেশি হবে তত বেশি risk. তাহলে একবার ১:১
লিভারেজ ব্যবহার করে দেখুন না কি হয়! যদিও এর জন্য
কিছুটা বড় ক্যাপিটাল দরকার। ক্যাপিটাল মাঝারি হলে
১:১০, ক্যাপিটাল ছোট হলে ১:৫০, সর্বোচ্চ ১:১০০ ব্যবহার
করতে পারেন।

afzalforex11
2015-08-08, 04:34 PM
আর্থিক সুবিধা অতিরিক্ত সম্পদ অর্জন ঋণ ব্যবহার বোঝায়. আর্থিক সুবিধা এছাড়াও ইকুইটি ট্রেডিং হিসাবে পরিচিত হয়. নীচে আর্থিক সুবিধা, অথবা শুধুমাত্র লিভারেজ ব্যবহার চিত্রিত করা দুটি উদাহরণ.

মেরি $ 400,000 মোট খরচ জমি 40 একর ক্রয় তার নগদ $ 400,000 ব্যবহার করে. মেরি আর্থিক সুবিধা ব্যবহার করা হয় না.

আদালতে অভিযুক্ত করা তার নগদ $ 400,000 ব্যবহার করে এবং $ 1.200.000 মোট খরচ হচ্ছে জমি 120 একর ক্রয় $ 800,000 ধার. আদালতে অভিযুক্ত করা আর্থিক সুবিধা ব্যবহার করা হয়. আদালতে অভিযুক্ত করা তার নিজের টাকা মাত্র $ 400,000 সঙ্গে জমির $ 1.200.000 নিয়ন্ত্রণ করা হয়.

মেরি এবং আদালতে অভিযুক্ত করা মালিকানাধীন বৈশিষ্ট্য 25% দ্বারা মান বৃদ্ধি এবং তারপর বিক্রি হয়, মেরি তার $ 400,000 বিনিয়োগের উপর একটি $ 100,000 লাভ, একটি 25% রিটার্ন থাকবে. Sue এর জমি $ 1,500,000 জন্য বিক্রি করবে এবং $ 300,000 একটি লাভ স্থাপিত হবে. একটি 75% রিটার্ন হচ্ছে আদালতে অভিযুক্ত করা তার $ 400,000 বিনিয়োগ ফলাফল উপর Sue এর $ 300,000 লাভ. সম্পদ মূল্য বৃদ্ধি যখন লিভারেজ ভাল কাজ করে.

সম্পদ মূল্য আপনার বিরুদ্ধে লিভারেজ কাজ ব্যবহার কমে যখন. এর মেরি এবং আদালতে অভিযুক্ত করা মালিকানাধীন বৈশিষ্ট্য তাদের খরচ থেকে 10% মূল্য হ্রাস এবং তারপর বিক্রি হয় যে অনুমান করা যাক. মেরি মেরি এর বিনিয়োগের উপর 10% তার $ 400,000 বিনিয়োগ-ক্ষতি উপর $ 40,000 একটি ক্ষতি হবে. আদালতে অভিযুক্ত করা তার $ 400,000 বিনিয়োগের উপর $ 120,000 ($ 1.200.000 এক্স 10%) একটি ক্ষতি হবে. এই Sue এর বিনিয়োগের উপর 30% ($ 400,000 দ্বারা বিভক্ত $ 120,000) একটি ক্ষতি.

MotinFX
2015-08-10, 11:31 PM
লিভারেজ হল এক প্রকার লোন । যা পত্যেক ব্রোকার হাউজ তার একাউন্ট হোল্ডার কে লোন দিয়ে থাকে । লিভারেজ কম নেওয়া ভাল কেননা লিভারেজ বেশি নিলে আপনার একাউন্ট জিরো হওয়ার সম্ভবনা বেশি থাকে । আমাদের কম লিভারেজ অথ্যাৎ ১:৫০ নেওয়া উচিত ।

md mehedi hasan
2015-08-10, 11:42 PM
ফরেক্স মার্কেটে বেশি লিভারেজ নিয়ে ট্রেড করার যেমন সুবিধা আছে তেমনি আবার অসুবিধা আছে।তবে লিভারেজ আমার কাছে অসুবিধা চেয়ে বেশি সুবিধার পরিমান বেশি।বেশি লিভারেজ নিয়ে ফরেক্স মার্কটে ট্রেড করলে এক সাথে অনেক ণ্ডলো ট্রেড ওপেন করা যায়।ফরেক্স মার্কটে বেশি ভাগ ট্রেডার সর্বোচ্চ লিভারেজ নিয়ে ট্রেড করে থাকে।ফরেক্স মার্কটে যারা দক্ষ না তাদের লিভারেজ বেশি বা কম নিলে কি আসে যায়।কারণ তারাতো লস খাবেই।তবে লিভারেজ ব্যবহারে আমাদের কে অবশ্যই সর্তক থাকতে হবে।

Aunik
2015-08-29, 12:04 PM
লিভারেজ হল সোজা বাংলা কঠাই রিন নেয়া ।। লিভারেজ যতো বেশি নিবেন আপনি ততো বেশি লটে ট্রেড করতে পারবেন ।। মনে করেন আপনি যদি ১ঃ১০০ লিভারেজ নেন তার মানে দারাই আপনি ১ ডলার এ ১০০ ডলার রিন নেয়েছে ন ।। তাহলে বুঝুন বেপারটা কি ।। আবার আপনি যদি লাভ করেন তাহলে লাভের পরিমান ও বেশি হবে ।। তবে লিভারেজ কম নেয়াই ভাল , তাতে একাউন্ট জির হয়ার সম্বাবনা কম থাকে ।। টাই ঝুকি না নেয়াই ভালো ।।

samrat
2015-09-15, 04:14 PM
লিভারেজ কি ? এটা দিয়ে কি কাজ হয় ? এটা কি আমরা ট্রেডিং এর জন্য ব্যবহার করি । আপনারা এটা কেউ ব্যবহার করেছেন ? এটা করে আমরা কি লাভ করতে পারি । আমরা এটা কিসের জন্য ব্যবহার করব ।

Marufa
2015-09-15, 06:21 PM
১:২০০ এর উপর লিভারেজকে হাই রিস্ক হিসেবে ধরা হয়ে থাকে । লিভারেজ ব্যবহার করা হয় যখন দেখবেন ট্রেড বিপরীত দিকে মুভ করতে করতে একাউন্ট জিরো হবার অবস্থা । তখন লিভারেজ ব্যাবহার করে বিপরীতমূখী ট্রেড করে একাউন্ট রক্ষা করা যায় ।

fxover
2015-09-29, 05:18 AM
লিভারেজ হচ্ছে লোন যা ব্রোকার আমাদের দিয়ে থাকে ট্রেড করার জন্য । আমরা আমাদের মোট একাউন্ট ব্যালেন্স এর উপর একটা নির্দিষ্ট অনুপাতে লিভারেজ পেয়ে থাকি । আমরা যখন কণ ব্রোকারে একাউন্ট করি তখনই আমাদেরকে লিভারেজ এর অনুপাতটা ঠিক করে দিতে হয় । আমরা যত বেশি লিভারেজ পাব ততই তা আমাদের জন্য ভালো এবং ট্রেড করার জন্য অল্প মার্জিন লাগবে । তাই আমদের বেশি লিভারেজ নিয়ে রাখা ভালো কিন্তু আমাদের এর অপব্যাবহার করে বেশি লটে ট্রেড করা কখনই উচিত নয় ।

joynew
2015-10-11, 01:48 AM
লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।

ধরুন, আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১;২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০ ডলার দিয়ে ১০x২০০=২০০০ ডলার ট্রেড করতে পারবেন।

HasanXM
2015-10-11, 05:37 PM
আমি এটা জানি যে লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।

ধরুন, আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১;২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০ ডলার দিয়ে ১০x২০০=২০০০ ডলার ট্রেড করতে পারবেন।

ধন্যবাদ

nayonbd24
2015-10-11, 07:40 PM
ফরেক্স এ নতুন ইউজার আমি
মনে হছে এখানে ইনকাম করা সম্ভব

mlbasumata
2015-10-23, 12:36 PM
ফরেক্সে ট্রেড করতে গেলে লিভারেজ খুব জরুরী আমাদের মত ক্ষুদে ট্রেডারদের জন্য, কারণ একটা ট্রেড অপেন করতে যে মার্জিনের দরকার তা কিন্তু কম নয়। যেমন- eurusd কারেন্সি রেট যখন 1.1270, তখন 0.01 লটে একটি ট্রেড অপেন করতে মার্জিন দরকার হবে {(1.1270x0.01)/(0.01x1000)}=1127.14। 10 লিভারেজে মার্জিন 112.71 আর 100 লিভারেজে 11.27। কাজেই লিভারেজ ছাড়া ট্রেড করা সবার পক্ষে সম্ভব নয়।

iqbalearth
2015-11-23, 07:04 PM
ফরেক্স মার্কেটে লিভারেজ অনেকটা আমেরিকার মতই। বেশি লিভারেজ যেমন ভাল না, তেমনি আবার লিভারেজ ছাড়া আমাদের চলেও না। ফরেক্স মার্কেটের কম মুভমেন্টের জন্য যেহেতু নিজের টাকায় খুব বেশি লাভ করা সম্ভব না, তাই অধিকাংশ ট্রেডারই ফরেক্সে লিভারেজ ব্যবহার করে যার অপর নাম ঋণ অথবা লোন এবং যেটা সব ফরেক্স ব্রোকারই অফার করে। এর ফলে অল্প মার্কেট মুভমেন্ট আমাদের বেশি লস/লাভের সুযোগ তৈরি করে। (লসটা আগে লিখলাম কারন ফরেক্সে এই জিনিসটাই সবাই বেশি করে)

sharifulbaf
2015-12-04, 08:56 AM
ফরেক্স মার্কেট এ লিভারেজ হল য়া ডিপোজিট করা হয় তার বিপরিতে ব্রোকার লোণ দিয়ে থাকে য়া দিয়ে তাড়াতাড়ি বেশি লাভবান হওয়া য়ায়।লিভারেজ কম বেশি হতে পারে তা নির্ভর করবে ট্রেডার কতটুক লিভারেজ নিবে।আমি মনে করি লিভারেজ য়ত কম নিয়ে ট্রেড করা য়ায়।

HKProduction
2015-12-08, 12:51 PM
আসলে হাই লিভারেজ নিয়ে একাউন্ট ওপেন করা মানে নিজেই নিজের লোভটাকে বাড়িয়ে দেয়া। এটা উচিত নয়। হাই লিভারেজ শুধু মাত্র প্রফেশনাল ট্রেডারদের জন্য। আমাদের জন্য লিভারেজ যত কম হয় ততই মঙ্গল। এতে মার্কেটে বেশিদিন টিকে থাকার সম্ভাবনা থাকে। তাই প্রতিটি নতুন ট্রেডারকে লিভারেজের উপর ডেমো প্রাকটিস করা উচিত।

HKProduction
2016-01-03, 09:03 PM
আমার মতে একজন নতুন ট্রেডারকে সব সময় সর্বনিম্ন লিভারেজ নিয়ে ট্রেড করা উচিত। এতে হাই লটে ট্রেড করা বন্ধ হবে এবং ওভার ট্রেড এর কারনে যখন নতুন ট্রেড দেওয়া বন্ধ হয়ে যাবে ( ফ্রি মার্জিন থাকবে না ) তখন বাধ্য হয়ে ট্রেডাররা হয়তো ট্রেড ক্লোজ করে দেবে নয়তো মাইনাস নিয়েই লং ট্রেড করবে।

abdulguffer
2016-02-15, 07:06 PM
লিভারেজ হচ্ছে মার্জিন লোন । 1:100 লিভারেজ অর্থ আপনার বরোকার আপনার মুলধনের উপর আপনাআপনাকে 200 গুন লোন দিবে ।

majidiqbal
2016-02-16, 02:59 PM
লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে। এটা হতে পারে ২০০ গুন পর্যন্ত।

imranmohammad48
2016-02-23, 07:44 PM
ফরেক্স মার্কেটে লিভারেজ অনেকটা আমেরিকার মতই। বেশি লিভারেজ যেমন ভাল না,অতিরিক্ত লিভারেজ ব্যবহার করা ৯৯ শতাংশ ট্রেডারের ফতুর হওয়ার একমাত্র কারন। ভেবে দেখুন, আপনি কি ট্রেডিং শিখেছেন বলে মনে করেন যে ১ টাকায় ১০০০ টাকা ঋণ নেয়ার সাহস করবেন?

Tazul Islam
2016-03-03, 12:10 AM
লিভারেজ অর্থ লোন করা। আপনি যখন ফরেক্স মার্কেটে একাউন্ট খূলবেন তখন ব্রোকার আপনাকে আপনার ক্যাপিটালের উপর লোন অফার করবে। ধরুন আপনি ১:৫০ অনুপাতিক লিভারেজ দিয়ে একাউন্ট খুললেন তাহলে আপনি আপনার ক্যাপিটালের উপর ৫০ গুন লোন পাবেন।এখন ধরুন আপনার কাছে ১০০ ডলার আছে , তাহলে আপনি ৫০০০ ডলার পর্যন্ত ট্রেড করতে পারবেন।

yasir arafat
2016-04-02, 05:14 PM
লেভারেজকে একপ্রকার একাউন্ট প্রটেক্টর বলা যায়।যা আপনার একাউন্ট সর্ম্পূণ জিরো হওয়া থেকে রক্ষা করবে এবং লসকৃত মাত্রাতিরিক্ত ট্রেডগুলো নিজ থেকে ক্লোজ করে দিয়ে আপনার একাউন্টকে জিরো হওয়া থেকে রক্ষা করবে।তাই আমাদের উচিত ভালভাবে একটি সুনির্দিষ্ট লেভারেজ নির্ধারণ করা।

askam
2016-04-04, 06:59 PM
লিভারেজ নেওয়া হচ্ছে ফরেক্স থেকে একপ্রকার লোন। জা ট্রেডার দের ট্রেড করতে প্রদান করে । লিভারেজ নেওয়ার খ্যেত্রে আমাদের একটু সতর্ক থাকা উচিত । কারন আমরা লিভারেজ নেই বড় লতে ট্রেড ওপেন করার জন্যে । এতে আমাদের যেমন লাভের পরিমান বেশি হয় আবার লস হলে তার পরিমান ও কম হয় না । সতরকতা অবলম্বন করে লিভারেজ নেওয়া জেতে পারে ।

RUBEL MIAH
2016-06-03, 10:44 PM
অামরা সব সময় ফরেক্স ব্যবসা করার সময় লোভকে সামলিয়ে নেওয়ার চেষ্টা করব । অার এই লিভারেজ আসে লোভ থেকে । যার যত বেশী লোভ কম তার তত বেশী লিভারেজ কম । সুতরাং ফরেক্স ব্যবসায় সফরকাম হওয়ার জন্য অামরা প্রত্যেকেই লিভারেজের দিকে খেয়াল করে তারপর ট্রেড করব তাহলেই জীবনে উন্নতি করতে পারব ।

forexboy
2016-08-31, 10:11 PM
একজন ভালো ট্রেডার অবস্যই লিভারেজ ব্যবহার করবে । লিভারেজ এর গুরুত্ব অনেক । এইটার মাধ্যমে আমাদের অকে ডলার বাচতে পারে । তবে লাভ হওয়ার জায়গায় একটু কম হলে আমাদের অল্প একটু মন খারাপ হতে পারে । তবে বেশি পরিমান লস থেকে বাচতে পারি ।

Forex Boy
2016-09-08, 10:16 PM
হ্যা আমিও আপনার সাথে একই মত দিতে ইচ্ছুক। আমিও লিভারেজ বেশি ব্যবহার করিনা। আর তাছার আমার দোর শুধুমাত্র ফরামে পোস্ট কোরে যে ডলার পাই তা দিয়েই ট্রেড করি শুধু। তাই আমি আমার ইচ্ছা থাকলেও ১ঃ৫০ এর বেশি লিভারেজ নতিেও পারিনা। কিস্তু কম লিভারেজে কম লাভ হোলেও নিজেকে অনেকটা সুরক্ষিত মনে করি আমি। তাই কখনো সাধারন একাউন্টে যেতে পারলেও অনততো ১ঃ২০০ এর বেশি লিভারেজ কখনোই নেব না।

vodrolok
2016-09-10, 04:57 PM
লিভারেজ বিষয়টা হচ্ছে কারো কাছে দশ টাকা আছে সে ব্যবসা করতে চাই ১০০ টাকার। এ জন্য সে ব্যাঙ্ক থেকে লোন নিলো। শুনতে ভালো শোনা গেলেও মনে রাখতে হবে ফরেক্সে ব্যাঙ্ক আপনাকে লোন দিবে এর অর্থ এই নয় যে, ব্যাংকার অর্থ ঝুঁকির মধ্যে আছে। যখনি আপনি আপনার ব্যালান্স দশ টাকা লস করে ফেলবেন ব্যাঙ্ক তার লোন অটো নিয়ে যাবে। আপনাকে লস কাভার করার জন্য লোন রাখতে দিবে না। তাই লিভারেজ কমিয়েই নিন।

riponinsta
2017-02-05, 03:28 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য লিভারেজ পাওয়া যাই ধরেন আপনি ১ ডলার ডিপোজিট করলেন তখন আপনি যদি লিভারেজ ১ঃ১০০ নেন তা হলে আপনি ১০০ % ব্রোকার এর কাছ থেকে লোণ নিলেন তখন আপনার ওই ১ ডলার ১০০ ডলার এর সমান কাজ করবে আপনার এই লিভারেজ ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্ট এ ডলার থাকবে আপনি যদি নতুন ট্রেডার হন তা হলে আপনার ১ঃ৫০ এর নিচে লিভারেজ নিয়ে ট্রেড করা উচিত তা হলে আপনার অ্যাকাউন্ট সহজ এ ০ হবে না

Nur Alam
2017-06-08, 03:06 PM
ফরেক্সে লিভারেজ নিয়ে ট্রেড করার সুবিধার পাশাপাশি অনেক অসুবিধাও রয়েছে। লিভারেজ নিয়ে ট্রেড করলে আপনার একাউন্ট জিরো হবার সম্ভাবনা রয়েছে অনেক। অনেক এক্সপার্ট ট্রেডারাও লিভারেজ নিয়ে অনেক টেনশনে থাকে। ফরেক্সে লিভারেজ অনেক চিন্তার একটা বিষয়। সুতরাং বলা যায় যে লিভারেজ নিয়ে ট্রেড করার সুবিধার থেকে অসুবিধা অনেক বেশি ।

Shadhin
2017-06-12, 01:44 PM
ফরেক্স ব্যবসায় লিভারেজ এর গুরুত্ব অনেক। লিভারেজ ট্রেডিং এ অনেক গুরুত্ব পুর্ন ভুমিকা পালন করে। লেভারেজ বেশি হলে অনেক সুবিধা আছে আবার কিছু অসুবিধাও আছে। আপনি যদি লিভারেজ নিয়ে ফরেক্সে ট্রেড করেন তাহলে তার সাথে সাথে আপন আরো অনেক গুলো ট্রেড অপেন করতে পারবেন।

Momen
2017-07-22, 07:27 AM
ফরেক্স মার্কেট এ লিভারেজ অনেক গরুত্বপূর্ণ একটা বিষয়। লিভারেজ আপনাকে বেশি এমাউন্ট এ ট্রেড করার সুবিধা দিয়ে থাকে। ধরুণ আপনার একাউন্টে ১০০ ডলার আছে। আপনি যদি ১ঃ১০ লিভারেজ এ একাউন্ট করে থাকেন তাহলে আপনি ১০০০ ডলার সমমূল্যের ট্রেড করতে সক্ষম হবেন। এতে আপনার লাভ/লস দুটোই বেড়ে যাবে।

SAGOR_HALDER944
2019-04-07, 05:59 PM
লিভারেজ হল প্রত্যেকটি ব্রোকার প্রদত্ত সেই সুবিধা যার মাধ্যমে একজন ট্রেডার প্রতি ডলারের বিপরীতে একটি নির্দিষ্ট অনুপাতে ডলার ক্রয় বিক্রয় করতে পারেন।যেমন আপনার ব্রোকার যদি আপনাকে ১ঃ৫০ অনুপাতে লিভারেজ দেয় তাহলে আপনি ১ ডলার দিয়ে সর্বোচ্চ ৫০ ডলার ক্রয় বিক্রয় করতে পারবেন।অর্থাৎ আপনি যদি আপনার একাউন্টে ২০ ডলার ডিপোজিট করেন তাহলে ওই ২০ ডলার দিয়ে সর্বোচ্চ এক হাজার ডলার পর্যন্ত ক্রয়-বিক্রয় করতে পারবেন।

abcdilip
2019-09-08, 11:59 AM
বিভিন্ন ব্রোকার বিভিন্ন লিভারেজ দিয়ে থাকে। লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে। ধরুন, আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১;২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। আপনি জদি ১:১ নেন তাহলে লোন নিলেন না।

abilkis7
2019-11-17, 01:49 PM
লিভারেজ ফরেক্স মার্কেট এ একপ্রকার লোন। লিভারেজ এর কাজ হচ্ছে কম ডিপোজিট দিয়ে বেশী লডে ট্রেড অপেন করা। লিভারেজ এর যেমন একজন ট্রেডার উপকৃত হয় তেমনি ক্ষতির সম্মুখিনও বেশি হয়। যেমন বেশি লডে ট্রেড করে লস হলে বেশি লস হয়। তাই লিভারেজ কম নিয়ে ট্রেড করাটা আমি এতটা ভাল মনে করি না। তবে আপনি যদি অভিজ্ঞ ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনার বেশি লিভারেজ নিয়ে ট্রেড করতে পারেন।

Goearn.info
2020-01-13, 12:08 PM
লেভারেজ হলো আপনার সামর্থ্য অনুযায়ী চলার গতি কে বোঝায় যেমন ধরেন আপনার 50 টাকা রয়েছে এই 50 টাকা দিয়ে আপনি একটি জিনিস কিনতে যাচ্ছেন কিন্তু জিনিসটা দাম রয়েছে 2000 টাকা তবে আপনি ওই জিনিসটা কিভাবে কিনবেন কিনতে অবশ্যই আপনার 2000 টাকার সমপরিমাণ সক্ষমতা অর্জন করতে হবে কিন্তু আপনি ফরেক্সের কোন জিনিস কিনতে চান আর একটি নির্দিষ্ট মূল্য থাকে ওই মূল্য টি ঠিক রাখার জন্য আপনাকে উক্ত জিনিসের উপর পার্সেন্ট ভাগ করে দেওয়া হয় উক্ত ভাগে ভাগ করায় আপনার লেভারেজ অল্প ব্যালেন্স নিয়ে অল্প লেভারেজ রাখা সবথেকে উত্তম একটি কাজ তবে আমি মনে করি 1.50 লিভারের সবথেকে ভালো।

Fxxx
2020-02-05, 01:53 PM
লিভারেজ এমন এক ধরনের সুবিধা যা আপনার পক্ষে এবং বিপক্ষেে দুদিকেই যেতে পারে। আপনি অল্প মুলধন দিয়ে যদি অধিক ট্রেড করতে চান তবে সেক্ষেত্রে লিভারেজ বেশি নিয়ে ট্রেড করতে পারেন সেক্ষেত্রে যদি ভালো ট্রেডার হন তবে ভালো প্রফিটও পাবেন। আর যদি অতরিক্ত লোভ করে ট্রেড সম্পর্কে ভালো না জেনেও অধিক লিভারেজ নেন তাতে করে একাউন্টটি ঝুকিতে পরবে। তাই বুজেশুনেই লিভারেজ ব্যাবহার করা উচিত।

FREEDOM
2020-06-17, 03:46 AM
আপনি অনেক সুন্দর করে লিভারেজ বিষয়টা তুলে ধরেছেন যার মাধ্যমে আমাদের কিছুটা হলেও উপকার হবে বলে মনে করি। আমি সবসময়ই কম লিভারেজ নেওয়ার পক্ষে কথা বলি কারন বেশি লিভারেজ নিলে আপনার লোভে পড়তে হবেই তখন ওভার ট্রেডিংও করা হয়ে যাবে আর সেক্ষেত্রে দ্রুত ব্যালেন্স খালি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এজন্য সবসময় কম লিভারেজ নিয়েই ট্রেডিং করা ভালো হবে বলে আমি মনে করি।

Pavel66
2020-07-19, 12:05 AM
আসলে হাই লিভারেজ নিয়ে একাউন্ট ওপেন করা মানে নিজেই নিজের লোভটাকে বাড়িয়ে দেয়া। এটা উচিত নয়। হাই লিভারেজ শুধু মাত্র প্রফেশনাল ট্রেডারদের জন্য। আমাদের জন্য লিভারেজ যত কম হয় ততই মঙ্গল। এতে মার্কেটে বেশিদিন টিকে থাকার সম্ভাবনা থাকে। তাই প্রতিটি নতুন ট্রেডারকে লিভারেজের উপর ডেমো প্রাকটিস করা উচিত।