PDA

View Full Version : স্ক্যাল্পিং এর ব্যাখ্যা



shawonrfx
2015-04-13, 10:00 AM
মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং । কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয় । এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস । আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না । সেটা সাধারন ট্রেড হয়ে যায়।মার্কেট সবসময়ই ওঠা-নামা করে । আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন । কিন্তু স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ । অনেকেই দেখা যায় কিছু না বুঝে রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করে । কিন্তু স্ক্যাল্পিংয়েও অ্যানালাইসিস করা উচিত। কোন ট্রেডেই অ্যানালাইসিস ছাড়া প্রবেশ করা উচিত নয়। স্ক্যাল্পিং করার সময় ট্রেন্ডের দিকে ট্রেড দেয়াই ভাল। সেক্ষেত্রে ট্রেডে লাভ করার সম্ভবনাটা তুলনামুলক ভাবে বেশি থাকে ।

shawonrfx
2015-04-13, 10:02 AM
স্ক্যাল্পিং যেহুতু কম সময়ে করা হয়, তাই আমাদের ট্রেড করা উচিত কম সময়ের টাইমফ্রেমে । স্ক্যাল্পিং এর অনেক রুলস আছে । আপনি স্ক্যাল্পিং ট্রেড করার সময় m1, m5, m15 টাইমফ্রেম অনুসরন করতে পারেন । কিন্তু আপনি যদি h4 টাইমফ্রেম অনুসরন করেন তাহলে কোন লাভ হবে না, কারন ২-১ মিনিটে মার্কেটে কি পরিবর্তন হল তা আপনি h4 চার্ট দেখে সহজে বুঝতে পারবেন না । মিনিটের টাইমফ্রেম গুলো স্ক্যাল্পিং এ বেশি সহায়ক। অনেকেই স্ক্যাল্পিংয়ের জন্য অনেক ইন্ডিকেটর ফলো করে থাকেন । কিন্তু স্ক্যাল্পিংয়ে ইন্ডিকেটর খুব একটা কাজ করে না । কারন মার্কেটের ছোট ছোট মুভমেন্টগুলো তো আর কোন নিয়ম মেনে চলে না । কিছু কিছু ব্রোকার আছে যারা স্ক্যাল্পিং সাপোর্ট করে না । আবার অনেক ব্রোকারের স্ক্যাল্পিং এ ২ মিনিট রুলস আছে । ২ মিনিটের আগে ট্রেড ক্লোজ করলে তা বাতিল করে দেয়ার অধিকার ব্রোকার রাখে । তাই আপনি যে ব্রোকারের সাথে ট্রেড করছেন, সেই ব্রোকারের স্ক্যাল্পিং সম্পর্কে কোন রুলস আছে কিনা আগে জেনে নিন ।

TselimRezaa
2015-04-13, 05:01 PM
কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয় । এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস । আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না । সেটা সাধারন ট্রেড হয়ে যায়।মার্কেট সবসময়ই ওঠা-নামা করে । আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন । কিন্তু স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ । অনেকেই দেখা যায় কিছু না বুঝে রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করে । কিন্তু স্ক্যাল্পিংয়েও অ্যানালাইসিস করা উচিত। কোন ট্রেডেই অ্যানালাইসিস ছাড়া প্রবেশ করা উচিত নয়। স্ক্যাল্পিং করার সময় ট্রেন্ডের দিকে ট্রেড দেয়াই ভাল। সেক্ষেত্রে ট্রেডে লাভ করার সম্ভবনাটা তুলনামুলক ভাবে বেশি থাকে ।

shimulmoni
2015-04-14, 12:41 PM
ফরেক্স ট্রেডিংযের ক্ষেতে স্কেল্পিং খুব জনপ্রিয় একটা ট্রেডিং পদ্ধতি আসলে স্কেল্পিং বলতে বোঝায় সামান্ন কিছু পিপস প্রফিট নেবার জন্য মার্কেটে ট্রেড ওপেন করাকে যদিও স্কেল্পিং করার জন্য তেমন একটা মার্কেট এনালাইজ করার দরকার হয় না এবং বেশ ভাল লাভ জনক তার পরেও স্কেল্পিং বেশ ঝুকিপুর্ন এবং অনেক স্পেড খরচ করা লাগে। ধন্যবাদ।

pallabbd
2015-05-22, 12:30 AM
স্কাল্পিং হচ্ছে আপনি খুব ছোট লটে আপনি ট্রেড করে প্রফিট করতে পারেন। ফরেক্স মার্কেট একবার উঠলে আবার নামতে থাকে। যখন মার্কেট উপরে উঠে আপনি তখন সেল ট্রেড ওপেন করতে পারেন এবং মার্কেট যখন নিচে নামে তখন বাই ট্রেড ওপেন করে আপনি অনেক প্রফিট করতে পারবেন। ধন্যবাদ

shohag101
2015-06-01, 01:55 AM
কিন্তু ভাই দেখা যায় যে লাভ গুলা হয় ছোট ছোট, আর লস গুলা হপ্য অনেক বড়, সেটা কিভাবে মেনেজ করব।

raihanuddin
2015-06-01, 03:52 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং এর ক্ষেতে স্ক্যাপিং একটি জনপ্রিয় শব্দ।কয়েক মিনিটের ছোট ছোট ট্রেড গুলোকে স্ক্যাপিং বলা হয়।এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস।ফরেক্স মার্কেট সব সময় উঠা নামা করে।আপনি এই সুযোগ কাজে লাগিয়ে কিছু পিপস লাভ করতে পারেন।তবে স্ক্যাপিং খুব ঝুকিপূর্ন যেকোন সময় আপনার লস হতে পারে।এজন্য আপনাকে ভাল করে অ্যনালাইসিস করা উচিত।ধন্যবাদ

Talha
2015-06-03, 12:26 PM
কম সময়ের টাইম ফ্রেমে ট্রড করাকে ফরেক্স এর ভাষায় বলা হয় স্ক্যাল্পিং যেমন টাইম ফ্রেম গুলো ৫মিনিট ১০মিনিট এই টাইম ফ্রেম গুলোতে ট্রেড করা ১০পিপ্স ২০পিপ্স এভাবে অর্ডার প্লেস করা।

biswas90
2015-06-03, 01:13 PM
অল্প সময়ের জন্য ট্রেড ওপেন করে রাখাই হল স্কালপিং । তবে তারও কিছু টাইমিং এর ব্যাপার আছে। যেমন: ১মিনিট, ৫মিনিট, ১৫মিনিট, ৩০মিনিট। এর পরের ট্রেড গুলো হল লং টাইম ট্রেড। এই অল্প সময়ে আপনি ১ হতে ২০ পিপস লাভ করতে পারবেন । তবে ২০ পিপসের বেশি লাভ হলে কিন্তু তাকে স্কালপিং বলা যাবেনা ।

roni11
2015-06-03, 01:53 PM
স্কাল্পিং বলতে সাধারণত বুঝায় ছোট ছোট ট্রেড করাকে বুঝায় জাকে বলে সর্ট ট্রেড করা ট্রেড ওপেন করার ১০-১৫ মিনিটের মধ্যে ট্রেড ক্লোজ করে প্রফিট করে ভের হয়ে আশা তবে স্কাল্পনিং করে অনেক প্রফিট করা জায় এবং অনেক ট্রেড ওপেন করা জায় এক দিনে।

BD ONLINE
2015-10-19, 12:34 PM
ফরেক্স এর চোট ছোট ট্রেড গুলোকেই স্ক্যাল্পিং বলে। এটি মূলত কয়েক সেকেন্ড বা কয়েক মিনেটের হতে পারে। ১ মিনিট বা ৫ মিনিটের চার্টেই এ ট্রেড গুলো করা হয়। আপনার ওপেন কৃত ট্রেডটি খুবই অল্প সময়ের জন্য হয়ে থাকবে। এবং অল্প পিপ লাভ নিয়েই আপনাকে আপনার ট্রেডটি বন্ধ করে দিতে হবে। স্ক্যাল্পিং এ ঝুকির পরিমান অনেক বেশি। তাই সবাই এ ট্রেড করতে পারে না বা করতে চায় না। মুলত সফল ট্রেডাররাই স্ক্যাল্পিং করে থাকে।

AbuRaihan
2015-10-20, 12:19 AM
ফরেক্সের এর মধ্য স্কাল্পিং একটা খুবই জনপ্রিয় বিষয় । সাধারণত স্কাল্পিং বলতে বুঝায় ছোট ছোট ট্রেডগুলোকে । অর্থ্যাৎ যে ট্রেড গুলোর লাভ সাধারণত ২০ পিপসের নিচে এবং অল্প সময়ে তা আয় করা হয় । কিন্ত ২০ পিপস এর অধিক কোন ট্রেডকে স্কাল্পিং বলা যাবে না । কারণ তখন সেটা আর স্কাল্পিং থাকেনা । স্কাল্পিং করে বেশিরভাগ ক্ষেত্রেই লাভবান হওয়া যায় ।

M M RABIUL ISLAM
2015-11-16, 08:56 PM
কয়েক মিনিটের ছোট ছোট ট্রেড গুলোকে স্ক্যাপিং বলা হয়।এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস।ফরেক্স মার্কেট সব সময় উঠা নামা করে।আপনি এই সুযোগ কাজে লাগিয়ে কিছু পিপস লাভ করতে পারেন।তবে স্ক্যাপিং খুব ঝুকিপূর্ন যেকোন সময় আপনার লস হতে পারে।এজন্য আপনাকে ভাল করে অ্যনালাইসিস করা উচিত।ধন্যবাদ

Md Mamun Khan
2015-11-18, 11:17 AM
স্ক্যাল্পিং বলতে সাধারনত বুঝায় ছোট ছোট ট্রেড করাকে । শর্ট ট্রেড করে ট্রেড ওপেনের ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে বের হয়ে আসতে হবে।

lima1
2015-11-18, 12:32 PM
ফরেক্স মার্কেটে অনেক ভাবে ট্রেড করা জায় তার মধে ফরেক্স মার্কেটে স্কাল্পিং একটি ট্রেডিং পদ্দতি বলা জায় এই স্কাল্পিং হল ফরেক্স মার্কেটে খুভ অল্প সময় ট্রেড করে ভের হয়ে জেতে হয় ৫মিনিট থেকে শুরু করে ৩০ মিনিট পর্যন্ত এই স্কাল্পিং করা জায় তাই তাই আমি একটি টড়েড ওপেন করার পর ৫ মিনিট পরে যদি দেখি যে প্রফিট হয়েছে তখন ট্রেড ক্লোজ করে দেয়া জায় স্কাল্পিং পদ্দতিতে ।

RAIHAN MOLLAH
2015-11-18, 12:51 PM
স্ব্যাল্পিং হল কয়েক মিনিটের ছোয় ট্রেড। স্ব্যাল্পিং এর জন্য আপনাকে এনালাইসিস করতে হবে। না হয় লসের সম্ভাবনা থাকে।এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস।ফরেক্স মার্কেট সব সময় উঠা নামা করে।আপনি এই সুযোগ কাজে লাগিয়ে কিছু পিপস লাভ করতে পারেন।তবে স্ক্যাপিং খুব ঝুকিপূর্ন যেকোন সময় আপনার লস হতে পারে।

Ekram
2015-11-18, 01:04 PM
মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং । কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয় । এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস । আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না । সেটা সাধারন ট্রেড হয়ে যায়।মার্কেট সবসময়ই ওঠা-নামা করে । আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন । কিন্তু স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ । অনেকেই দেখা যায় কিছু না বুঝে রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করে । কিন্তু স্ক্যাল্পিংয়েও অ্যানালাইসিস করা উচিত। কোন ট্রেডেই অ্যানালাইসিস ছাড়া প্রবেশ করা উচিত নয়। স্ক্যাল্পিং করার সময় ট্রেন্ডের দিকে ট্রেড দেয়াই ভাল। সেক্ষেত্রে ট্রেডে লাভ করার সম্ভবনাটা তুলনামুলক ভাবে বেশি থাকে ।

স্কাল্পিং মুলত ছোট ছোট পরিসরের ট্রেড গুলুকে বুঝানো হয়। আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় ৫, ১৫,৩০ মিনিটের ট্রেড গুলুতে এই স্কাল্পিঙের ব্যবহার বেশি। স্কাল্পিং করতে হলে অনেক বেশি দক্ষ হতে হবে। সবাই স্কাল্পিং করা থেকে বিরত থাকাই উত্তম বলে আমার মনে হয় যত দিন পর্যন্ত তিনি ফরেক্সে ট্রেড করে দক্ষ না হয়।

tanzilfx
2015-11-18, 01:07 PM
মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং । কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয় । এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস । আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না । সেটা সাধারন ট্রেড হয়ে যায়।মার্কেট সবসময়ই ওঠা-নামা করে । আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন । কিন্তু স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ ।

HasanXM
2015-11-18, 03:43 PM
আমি বলবো যে মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-১৫ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়। তবে এটা অনেক রিস্ক কেননা সঠিক ভাবে মার্কেট এ্যানালাইসিস না করতে পারলে অনেক লস হওয়ার সম্ভবনা থাকে.

argha
2015-11-18, 05:33 PM
স্কাল্পিং হচ্ছে আপনি খুব ছোট লটে
আপনি ট্রেড করে প্রফিট করতে পারেন।
ফরেক্স মার্কেট একবার উঠলে আবার
নামতে থাকে। যখন মার্কেট উপরে
উঠে আপনি তখন সেল ট্রেড ওপেন করতে
পারেন এবং মার্কেট যখন নিচে নামে
তখন বাই ট্রেড ওপেন করে আপনি অনেক
প্রফিট করতে পারবেন। ধন্যবাদ

maziz6989
2015-11-21, 09:41 PM
এই বিষয়টা আমাদের একটা কমন রোগ। আমরা দুদিন যেতে না যেতেই স্ক্যল্পিং শুরু করতে চাই তাও আবার ১০-৫০ ডলারের একাউন্ট দিয়ে। আমি যতটা জানি স্ক্যাল্প করা হয় খুব অল্প সময়ের জন্য এবং বড় লটে ট্রেড নিতে হয়। যেখানে প্রফিট করা ২-১০ পিপ। কিন্তু আমরা উল্টা পাল্টা ভাবে স্ক্যাল্প করতে গিয়ে শেষ মেষ নিজের একাউন্টই জিরো করে বসে থাকি।

sharifulbaf
2015-12-27, 12:37 PM
ফরেক্স মার্কেটে স্কাল্পিং একটি বড় কাজ, যে সকল ফরেক্স ট্রেডার অনেক দক্ষ নিজেকে মনেকরে সেসব ট্রেডার রা ট্রেডিং করার সময় স্কাল্পিং করে থাকে,স্কাল্পিং করতে হয় সর্ট টাইম ফ্রেম দেখে,যারা স্কাল্পিং করে তারা ১ মিনিট থেকে ১ ঘন্টা সময় প্রফিট হবে না হয় লস হবে।

Sahed
2016-03-18, 11:33 AM
সাধারনত সর্ট টাইম ফ্রেমে ট্রেড করে ডলার *আয় করা কেই স্ক্যাল্পিং বলে । ফরেক্স মার্কেট স্ক্যাল্পিং করাটা অনেক ঝুকিপূর্ণ বলে আমি মনে করি । অধিকাংশ ট্রেডাররাই স্ক্যাল্পিং করে মার্কেটে লস করে থাকে । হ্যা অনেক সময় স্ক্যাল্পিং করে লাভ করা যায় ঠিকই তবে অতিরিক্ত স্ক্যাল্পিং নেশার মত হয়ে যায় যার ফলে মার্কেটে ঠিকে থাকা কষ্টকর হয়ে যায় । তাই আমি মার্কেটে কখনো স্ক্যাল্পিং করি না । ধন্যবাদ ।

ASADUR RAHMAN
2016-03-18, 08:30 PM
মার্কেট সবসময়ই ওঠা-নামা করে। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন। কিন্তু স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ। অনেকেই দেখা যায় কিছু না বুঝে রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করে। কিন্তু স্ক্যাল্পিংয়েও অ্যানালাইসিস করা উচিত। কোন ট্রেডেই অ্যানালাইসিস ছাড়া প্রবেশ করা উচিত নয়। স্ক্যাল্পিং করার সময় ট্রেন্ডের দিকে ট্রেড দেয়াই ভাল। সেক্ষেত্রে ট্রেডে লাভ করার সম্ভবনাটা তুলনামুলক ভাবে বেশি থাকে।

rahmot255
2016-03-18, 09:58 PM
আমি জানি কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয় । এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস । আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না । সেটা সাধারন ট্রেড হয়ে যায়।মার্কেট সবসময়ই ওঠা-নামা করে । আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন । কিন্তু স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ । অনেকেই দেখা যায় কিছু না বুঝে রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করে । কিন্তু স্ক্যাল্পিংয়েও অ্যানালাইসিস করা উচিত। কোন ট্রেডেই অ্যানালাইসিস ছাড়া প্রবেশ করা উচিত নয়।

Tazul Islam
2016-04-26, 11:25 PM
মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং । এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস । সাধারনত ছোট টাইম ফ্রেম দেখে স্ক্যাল্পীং করা হয় । স্ক্যাল্পিং করার সময় ট্রেন্ডের দিকে ট্রেড দেয়াই ভাল। সেক্ষেত্রে ট্রেডে লাভ করার সম্ভবনাটা তুলনামুলক ভাবে বেশি থাকে । কয়েক টা স্ক্যালপিং করার পর একটু অপেক্ষা করা ভাল ।

Realifat
2016-04-27, 06:15 AM
আপনি ঠিকই বলেছেন। ফরেক্সে মাূকেটের গতিকে কাজে লাগিয়ে দ্রুতই কিছু ছোট ছোট ট্রেড করাকে স্ক্যালপিং বলে। পিপসের হিসাবে ১ থেকে ২০ পিপসের মধ্যে যে ট্রেডগুলো করা হয় তাকে স্ক্যালপিং বলে।আমরা অনেকের স্ক্যালপিং সঠিক না বুঝে করার চেষ্টা করি যা করা ঠিক না।সবসময়ই চেষ্টা করতে হবে ট্রেন্ডের দিকে ট্রেড নেওয়ার।

basaki
2016-07-24, 11:41 AM
স্কেল্পিং করতে হলে আপনাকে অনেক ব্যলেন্স থাকতে হবে বলে আমি মনে করি কারন স্কেল্পিং করতে হলে আপনাকে অনেক রিক্স নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে এটে করে আপনি যদি বেশি ডিপোজিট না করেন তবে আমি মনে করি আপনার একাউন্ট ঠিকিয়ে রাখতে পারবেন না।

Foyazur
2016-07-24, 03:55 PM
ফরেক্স মার্কেট ট্রেডার একেক রকম ভাবে ট্রেড করে থাকে অনেকে লং ট্রেড করতে পছন্দ করে আবার অনেকে সর্ট ট্রেড করতে পছন্দ করে আর ফরেক্স মার্কেট ছোট ছোট ট্রেড করাকে স্কাল্পিং বলে আর স্কাল্পিং হয় ১-২০ পিপস প্রফিট করা।তবে স্কাল্পিং করতে অবশ্যই স্টপ লস ব্যবহার করতে হবে।সব সময় মার্কেট এ সময় দিতে হবে।

alamin6969
2016-07-24, 04:04 PM
আমার জানামতে স্কাল্পিং হচ্ছে আপনি খুব ছোট লটে আপনি ট্রেড করে প্রফিট করতে পারেন। ফরেক্স মার্কেট একবার উঠলে আবার নামতে থাকে। যখন মার্কেট উপরে উঠে আপনি তখন সেল ট্রেড ওপেন করতে পারেন এবং মার্কেট যখন নিচে নামে তখন বাই ট্রেড ওপেন করে আপনি অনেক প্রফিট করতে পারবেন।

RUBEL MIAH
2016-12-13, 02:36 PM
স্ক্যাল্পিং হল অনটাইম ব্যবসার মত । অামর এই ফরেক্স ব্যবসা যদি ধৈর্য্যের সহিত করতে পারি তাহলেই লাভবান হতে পারে । আমরা সব সময় স্ক্যাল্পিং ট্রেড থেকে দূরে থাকব । এটা শুধু ফরেক্সে দক্ষতাবান জন্যই প্রয়োজন । অতএব আমরা সব সময় ফরেক্স ব্যবসা মার্কেট এ্যানালাইসিসের মাধ্যমে করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

ONLINE IT
2016-12-13, 06:36 PM
মুলত ছোট ছোট ট্রেড গুলোকেই স্ক্যাল্পিং বলে থাকে। অর্থাৎ অল্প সময়ের জন্য আমরা যে ট্রেড গুলো ওপেন করে থাকি তাকে স্ক্যাল্পিং বলে। স্ক্যাল্পিং মুলত 1 কিংবা 5 মিনিটের সার্টে করা হয়। ফরেক্স মার্কেটের অভিজ্ঞতা ছাড়া স্ক্যাল্পিং করা যায় না। নতুনদের বলব তারা যেন স্ক্যাল্পিং হতে বিরত থাকে।

nazib72
2016-12-13, 07:56 PM
ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে দেখা যায় যারা বেশি লোভ করে এবং বড় ট্রেড করে তাদের লস ও হয় বেশি।আর যারা স্ক্যাল্পিং করে ছোট ছোট ট্রেড করে তারা একটু একটু করে তাদের একাউন্ট এ প্রফিট বাড়িয়ে তুলতে পারে।সাধারনত মার্কেট যখন বেশি ওঠা নামা করে তখন স্ক্যাল্পিং এ বেশি প্রফিট অর্জন করা যায়।অর্থাত ট্রেডার যখন ১-৫বা ১০-৩০ মিনিটের মধ্যে ১-২০ পিপস অর্জন করার লক্ষে ট্রেড করে তখন তাকে স্ক্যাল্পিং বলে।

Skfarid
2016-12-14, 12:30 PM
সাধারণত মার্কেট সবসময়ই ওঠা ও নামার মধ্য থাকে, আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লাভ নিতে পারেন। এর জন্য আপনাকে খুব সতর্ক থাকতে হবে । এর জন্য ভাল ভাবে মার্কেট এনালাইসিস করত হবে । মূলত স্ক্যাল্পিং হল, কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস এর মধ্যে।

ucall
2017-02-03, 10:43 PM
আমরা জানি কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয় । এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস । আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না । সেটা সাধারন ট্রেড হয়ে যায়।মার্কেট সবসময়ই ওঠা-নামা করে । আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন । কিন্তু স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ । অনেকেই দেখা যায় কিছু না বুঝে রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করে । কিন্তু স্ক্যাল্পিংয়েও অ্যানালাইসিস করা উচিত। কোন ট্রেডেই অ্যানালাইসিস ছাড়া প্রবেশ করা উচিত নয়। স্ক্যাল্পিং করার সময় ট্রেন্ডের দিকে ট্রেড দেয়াই ভাল। সেক্ষেত্রে ট্রেডে লাভ করার সম্ভবনাটা তুলনামুলক ভাবে বেশি থাকে ।

Mamun13
2017-02-03, 10:52 PM
স্ক্যালপিং ট্রেডিং খুবই রিস্কি ট্রেড কারন আপনি খুব অল্প সময়ে প্রচুর প্রফিট করতে পারবেন৷তবে নতুন ট্রেডারগণ সাবধান !!! স্ক্যালপিং করবেন আর লস খাবেন৷ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে এই স্ক্যাল্পিং করে প্রচুর আয় করার লোভে৷ মনে রাখবেন স্ক্যাল্পিং শুধুমাত্র এক্সপার্টদের জন্যই প্রযোজ্য৷

riponinsta
2017-02-04, 12:02 PM
ফরেক্স মার্কেট এ আল্প সময় এর জন্য যে ট্রেড করা হয় তাকে স্ক্যাল্পিং ট্রেড বলে । স্ক্যাল্পিং ট্রেড করে লাভ নেওয়া হয় ২০ পিপ্স এর নিচে ট্রেড এ লাভ লস হয় অনেক কম সময় এর মধ্য ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা সুধু স্ক্যাল্পিং ট্রেড করে লাভ করে থাকে আপনি ও স্ক্যাল্পিং ট্রেড করেতে পারেন তার জন্য দরকার ভাল একটা ট্রেডিং সিস্টেম যা দিয়ে আপনি নিয়মিত লাভ করবেন এই ফরেক্স মার্কেট থেকে

shohanjacksion
2017-02-04, 12:48 PM
স্ক্যাল্পিং পদ্ধতি ব্যবহার করা ভাল নাকি মন্দ তা নির্ভর করে একজন ট্রেডার এর স্ট্যাটেজির উপর।আমি সব সময় পেন্ডিং অর্ডার করে থাকি এবং অনেক সময় দেখা যায় যে আমার অর্ডর টি দিুই/তিন সময় পর্যন্ত থেকে যায় এবং আমি পনের বা বিশ পিপস প্রফিট করি। এতে আমার রিস্ক খুব কম হয়। রিক্স নির্ভর করে মানি ম্যানেজমেন্ট এর উপর। তবে স্ক্যাল্পিং থেকে লং টাইম ট্রেড করা ভাল।

nbfx
2017-02-11, 11:07 AM
স্ক্যাপ্লিং এর ব্যাখ্যা ঃ
ফরেক্স মার্কেট যে অবস্থানে থাকুক না কেন (আপট্রেন্ড,ডাউনটেন্ড,রেঞ্জ বাউন্ড)। ছোট মুভমেন্ট সবসময়ই করে। এই ছোট মুভমেন্টকে কাজে লাগিয়ে ট্রেড করাকে স্ক্যাপ্লিং বা শর্ট ট্রেড বলে। স্ক্যাপ্লিং এর জন্য টাইমফ্রেম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। ১মিনিট থেকে ৩০মিনিটের টাইমফ্রেমগুলো স্ক্যাপ্লিং এর জন্য ব্যবহৃত হয়। সাধারনত ২০ পিপসের নিচে ক্লোজ করা ট্রেডকে স্ক্যাপিং বলে।স্ক্যাপ্লিং জন্য কারেন্সি পেয়ার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। যে সকল কারেন্সি পেয়ার কম স্প্রেড সে সকল কারেন্সি নির্বাচন করা ভাল। স্ক্যাপ্লিং করা মারাত্মক ঝুকিপূর্ণ। স্ক্যাপ্লিং- বিনিয়োগকৃত মূলধন সবসময়ই ঝুকির মধ্যে থাকে। অনেকে মনে করে স্ক্যাপ্লিং করার জন্য তেমন কোন জ্ঞান প্রয়োজন নেই। এটি একটি ভুল ধারনা, পর্যাপ্ত ফরেক্স জ্ঞান ও এনালাইসিস ছাড় স্ক্যাপ্লিং করা ঠিক না।

sagar0835
2020-08-29, 01:03 AM
স্ক্যাল্পিং আজ ফরেক্স ব্যবসায়ীদের জন্য অন্যতম জনপ্রিয় কৌশল হতে পারে; যে ক্ষেত্রে এটি দিনের ব্যবসায়ের সবচেয়ে বিখ্যাত পদ্ধতির না হয়। বিভিন্ন ফরেক্স-সম্পর্কিত কয়েক ডজন ওয়েবসাইট অবিচ্ছিন্নভাবে সাধারণভাবে ব্যবসায়ের অন্যতম সেরা পদ্ধতির হিসাবে এটি প্রশংসা করে, এমনকি মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী শৈলীর প্রতিদ্বন্দ্বী হয়েও। কোন ফরেক্স ব্রোকার স্ক্যাল্পিং এবং আরও কিছুকে মঞ্জুরি দেয় তা সন্ধান করুন!

FREEDOM
2020-08-29, 11:15 PM
স্কাল্পিং বলতে সাধারণত বুঝায় ছোট ছোট ট্রেড করাকে বুঝায় জাকে বলে সর্ট ট্রেড করা ট্রেড ওপেন করার ১০-১৫ মিনিটের মধ্যে ট্রেড ক্লোজ করে প্রফিট করে ভের হয়ে আশা তবে স্কাল্পনিং করে অনেক প্রফিট করা জায় এবং অনেক ট্রেড ওপেন করা জায় এক দিনে।