PDA

View Full Version : বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তিসমুহ (পর্



HELPINGHAND
2015-04-14, 09:39 AM
মার্কিন যুক্তরাষ্ট্র
প্রতিবেশি দেশসমুহঃ কানাডা, মেক্সিকো, পূয়ের্তো রিকো, কিউবা
মুদ্রাঃ মার্কিন ডলার(usd)
রাজধানীঃ ওয়াশিংটন, ডি.সি.
সরকারঃ যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র
রাষ্ট্রপতিঃ বারাক ওবামা
উপরাষ্ট্রপতিঃ জো বাইডেন
সময় স্থানঃ (ইউটিসি-৫ হইতে -১০)
আয়তনঃ ৩৭,৯৪,১০১ বর্গ মাইল
জনসংখ্যাঃ ৩১,৯১,৩৫,০০০ (তৃতীয়)
জনসংখ্যার ঘনত্বঃ ৮৩/বর্গ মাইল
জিডিপি (পিপিপি):-
মোটঃ ১৪.৪৪১ ট্রিলিয়ন মার্কিন ডলার (১ম) মাথাপিছু: ৪৭,৪৪০ মার্কিন ডলার (১৭তম)
মানব উন্নয়ন সূচকঃ ০.৯৫৬ (অতি উচ্চ)
আমদানি পণ্যঃ শিল্প সরবরাহ (অশোধিত তেল, ইত্যাদি), রাজধানী পণ্য (কম্পিউটার, টেলিকম উপকরণ, গাড়ির যন্ত্রাংশ, অফিস মেশিন, বৈদ্যুতিক শক্তি যন্ত্রপাতি), ভোক্তা পণ্য (অটোমোবাইল, পোশাক, ওষুধ, আসবাবপত্র, খেলনা), এবং কৃষি পণ্য
প্রধান আমদানি অংশীদারঃ চীন (15.4%), কানাডা (11.6%), মেক্সিকো (9.1%), জাপান (4.9%),
জার্মানি (3.7%)
রপ্তানি পণ্যঃ ক্যাপিটাল পণ্য (ট্রানজিস্টর, বিমান, অটোমোবাইল অংশ, কম্পিউটার, টেলিকম সরঞ্জাম), শিল্প সরবরাহ (জৈব রাসায়নিক পদার্থসমূহ), ভোগ্যপণ্য (অটোমোবাইল, ওষুধ), কৃষি পণ্য (সয়াবিন, ফল, ভূট্টা), কনসোল, এবং এপল আইপড
প্রধান রপ্তানি অংশীদারঃ কানাডা (13.2%), মেক্সিকো (8.3%), চীন (4.3%), এবং জাপান (3.3%)

MotinFX
2016-01-02, 06:34 PM
সারা বিশ্বের রাজনৈতিক বাবে শাক্তি শালি হল মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র নিজেদের ক্ষমতা বলে বিভিন্ন রাস্টের ুপপর নিষেধাজ্ঞা আরোপ করে কারন উন্নত দেশে এবং উন্নায়নশীল দেশ রাস্ট্র কোন না ভাবে াআমেরিকার সাথে জরিত।

arvi
2016-02-10, 02:19 PM
যুক্তরাস্ত বর্তমান বিশ্যের আন্নতম প্রধান শক্তিশালী দেশ। অর্থনৈতিক এবং রাজনৈতিক ভাবে তারা উন্নয়ন শীল দেশগুলর মধধেয় সবার উপরের দিকে আবস্থান করছে। সারা বিষ্যের সকল দেশ তাদের সাথে কোন না কোন ভাবে সম্পর্ক বজাই রাখার চেষ্টা করে ।কারন তাদের উন্নয়ন এর গতি চুখে পরার মতো । যুক্তরাস্ত সম্পর্কে গুরুত্তপুরন ইনফরমেশন জানতে পেরে নিজেকে আরও আপডেট করতে পারলাম। আরও ইনফরমেশন আশাকরি।

imranmohammad48
2016-02-23, 08:30 PM
যুক্তরাস্ত বর্তমান বিশ্যের আন্নতম প্রধান শক্তিশালী দেশ। অর্থনৈতিক এবং রাজনৈতিক ভাবে তারা উন্নয়ন শীল দেশগুলর মধধেয় সবার উপরের দিকে আবস্থান করছে। সারা বিষ্যের সকল দেশ তাদের সাথে কোন না কোন ভাবে সম্পর্ক বজাই রাখার চেষ্টা করে ।কারন তাদের উন্নয়ন এর গতি চুখে পরার মতো । যুক্তরাস্ত সম্পর্কে গুরুত্তপুরন ইনফরমেশন জানতে পেরে নিজেকে আরও আপডেট করতে পারলাম। আরও ইনফরমেশন আশাকরি।

fatemaakhter
2016-02-25, 08:57 PM
আমেরিকা তার অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিশালি অবস্থানের জন্য বিশ্বের নাম্বার অয়ান রাষ্ট্র হিসেবে মাথা উচু করে দাঁড়িয়েছে ।তাই সব ছোট - বড় রাষ্ট্রই আমেরিকার সাথে কোন না কোন ভাবে জড়িত ।তাই ফরেক্স মারকেটে আমেরিকার অর্থনৈতিক বিপুল ভাবে প্রভাব ফেলে ।

yasir arafat
2016-04-04, 02:23 PM
মার্কিন যুক্তরাষ্ট্র
প্রতিবেশি দেশসমুহঃ কানাডা, মেক্সিকো, পূয়ের্তো রিকো, কিউবা
মুদ্রাঃ মার্কিন ডলার(usd)
রাজধানীঃ ওয়াশিংটন, ডি.সি.
সরকারঃ যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র
রাষ্ট্রপতিঃ বারাক ওবামা
উপরাষ্ট্রপতিঃ জো বাইডেন
সময় স্থানঃ (ইউটিসি-৫ হইতে -১০)
আয়তনঃ ৩৭,৯৪,১০১ বর্গ মাইল
জনসংখ্যাঃ ৩১,৯১,৩৫,০০০ (তৃতীয়)
জনসংখ্যার ঘনত্বঃ ৮৩/বর্গ মাইল
জিডিপি (পিপিপি):-
মোটঃ ১৪.৪৪১ ট্রিলিয়ন মার্কিন ডলার (১ম) মাথাপিছু: ৪৭,৪৪০ মার্কিন ডলার (১৭তম)
মানব উন্নয়ন সূচকঃ ০.৯৫৬ (অতি উচ্চ)
আমদানি পণ্যঃ শিল্প সরবরাহ (অশোধিত তেল, ইত্যাদি), রাজধানী পণ্য (কম্পিউটার, টেলিকম উপকরণ, গাড়ির যন্ত্রাংশ, অফিস মেশিন, বৈদ্যুতিক শক্তি যন্ত্রপাতি), ভোক্তা পণ্য (অটোমোবাইল, পোশাক, ওষুধ, আসবাবপত্র, খেলনা), এবং কৃষি পণ্য
প্রধান আমদানি অংশীদারঃ চীন (15.4%), কানাডা (11.6%), মেক্সিকো (9.1%), জাপান (4.9%),
জার্মানি (3.7%)
রপ্তানি পণ্যঃ ক্যাপিটাল পণ্য (ট্রানজিস্টর, বিমান, অটোমোবাইল অংশ, কম্পিউটার, টেলিকম সরঞ্জাম), শিল্প সরবরাহ (জৈব রাসায়নিক পদার্থসমূহ), ভোগ্যপণ্য (অটোমোবাইল, ওষুধ), কৃষি পণ্য (সয়াবিন, ফল, ভূট্টা), কনসোল, এবং এপল আইপড
প্রধান রপ্তানি অংশীদারঃ কানাডা (13.2%), মেক্সিকো (8.3%), চীন (4.3%), এবং জাপান (3.3%)

আমি এর আগেও বলেছি যে এ পেয়ার বা কারেন্সিগুলোর বিভিন্ন কারেন্সির কোরিলেশন বা বিপরীতমুখী কোরিলেশন রয়েছে।যা একে অপরের অর্থনৈতিক পরিবর্তন সাধন করে।বিশেষ করে নিউজগুলো।

Realifat
2016-07-29, 04:57 PM
আপনাকে অনেক ধন্যবাদ।কেননা এই প্রথম আমি এই ফোরামর যুক্তরাষ্ট্র সম্পর্কে এতো বিশদ কোনো পোষ্ট পড়লাম।এতে করে যুক্তরাষ্ট্র সম্পর্কে অনেকটা জানা সম্ভব হল যেটা ফরেক্সে ট্রেড কররার জন্য অনেক দরকারী।সর্বোপরি এহেন গুরুত্বপূর্ণ পোস্ট টাইমলাইনে সেভ করে পরবর্তীতে বিভিন্ন উপকারেও আসতে পারে।যাইহোক অনেক ভালো লাগলো পোস্টিটি পড়ে।

nisho5533
2016-08-17, 07:48 PM
বিশবে অথনিতি একটী বড় শক্তি তাই ফরেক্স মারকেটে আমেরিকার অর্থনৈতিক বিপুল ভাবে প্রভাব ফেলে| বিশবের সব কিছহু কে হাতের মুথই আনা জন্য বিভিন্ন পরিকল্পনা করছে| আমি মনে করি usd মাকেট ফরেক্স কে অনেক এগিয়ে নিয়ে যাবে |ফরেক্স একটী usd খূব গুরুতব মাকেট|

mithunsarkar
2016-10-05, 11:12 PM
বাংলায় ফরেক্স নিয়ে আলোচনা করতে আমার অনেক ভাল লাগে এবং আমি এর থেকে অনেক কিছু শিখতেও পেরেছে। বাংলা ফোরামে লিখতে গিলে অনেক কিছু সম্পর্কে জেনেছি যেমন ট্রেড কিভাবে করতে হয়, মাষ্টার কার্ড কি, পেয়ার কি, কোন ব্রোকারে ট্রেড করা ভাল, কয়টা পেয়ারে থাকা উচিত এবং ইত্যাদি আরও অনেক কিছু্। আমি মনে করি বাংলায় লেখার মাধ্যমে আপনার অনেক কিছু শিখতে পারবেন এই বাংলা ফরেক্স ফোরাম থেকে তাই সবার উচিত আগে বাংলা ফোরামে যোগদান করা দরকার তাহলে অাপনি জীবনে ফরেক্স সম্পর্কে অনেক ধারনা পাবেন।

sujon30
2016-10-21, 08:28 AM
আমেরিকা পৃথিবীর মধ্যে প্রায় সব কিছুতেই অনেকটা ভাল ভাবে কাজ করে আসচ্ছে। মার্কিন যুক্তরাজ্যে বিভিন্ন দেশের তুলনায় অনেকটা এগিয়ে আছে। রাজনৈতিক ও অর্থনৈতিক গতিশীল অনেক ভাল। তাই এই দেশে বিভিন্ন্ বিজ্ঞান ও প্রযুক্তি দিকে অনেকটা ভাল।

sohrab
2016-10-21, 09:02 AM
সারা বিম্ব ব্যপি আজ প্রভাব প্রতি প্রত্বির মূলে আছে অরথ ব্যবস্থ । এই অরথনৈতিক দিক দিয়ে কয়টি দেশ এগিয়ে গেছে এদর মধ্যে মারকিন যুক্তরাষ্টই অন্যতম । যার প্রমান আমরা প্রায় সব ক্ষেত্রে লক্ষ করি ।তাদের দেশের সারবিক স্থিতিশীলতা ,এবং দক্ষ জন শক্তি ,ভাল সরকার ব্যবস্থা তাদেরকে বৃহত্তম অরতনৈতিক শক্তিতে পরিণত করেছে ।

Amit4040
2016-11-09, 01:48 PM
আপনি টিক বলেছেন ভাই। ফরেক্সের উদ্ভব শুধু মাত্র কোন একটা দেশের জন্য হয়নি। বিশ্বের যেকোন দেশ থেকে ফরেক্স ব্যবসা করা যায়। আর আমরা যদি ফরেক্সে বাংলাদেশের কথা চিন্তা করি তাহলে বলা যায় এই খাতে বাংলাদেশের বেকারদের ভবিষ্যত অনেকটাই উজ্জ্বল। কারণ এখন আমাদের দেশে অনেক ফরেক্স প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে আর পাশা পাশি ইন্সটাফরেক্সও ফ্রী ফরেক্স করার এবং ফরেক্স সম্পর্কে জানার ব্যবস্তা করে দিয়েছে।

nisho5533
2016-11-16, 08:19 PM
আমি মনে করি ফরেক্স মাকেটে বিশ্বের বৃহত্তম মাকেট হল USD মাকেট আপনি দেকবেন ফরেক্স যদি usd মান বারে তবে অন্ন সব কমে | বিশ্বের বৃহত্তম শক্তিধর অথনেতিক রাষ্ট বলা হয় আমেরিকাকে তাই ফরেক্স করতে হলে আমি মনে করি usd বাজার দেখে ট্রেড করা ভাল আপনি ফরেক্স থেকে লাভ করতে পারবেন ধন্যবাদ|

Dilip05
2016-12-03, 10:09 AM
বিশ্বের অর্থনৈতিক বৃহত্তম দেশ হলো আমেরিকা। আমেরিকা তার অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিশালি অবস্থানের জন্য বিশ্বের নাম্বার ওয়ান রাষ্ট্র হিসেবে মাথা উচু করে দাঁড়িয়েছে । তাই সব ছোট - বড় রাষ্ট্রই আমেরিকার সাথে কোন না কোন ভাবে জড়িত ।তাই ফরেক্স মারকেটে আমেরিকার অর্থনৈতিক বিপুল ভাবে প্রভাব ফেলে ।

riponinsta
2016-12-12, 03:36 PM
আমি মনে করি বৃহত্তম অর্থনৈতিক শক্তি দেশ গুলতে মুলত টেড করা হয় । বৃহত্তম অর্থনৈতিক শক্তি ৭ তা দেশ আছে তাদের আমারা বেজ টাকা হিসেবে ধরি । বৃহত্তম অর্থনৈতিক শক্তি দেশ এ টাকাতে টেড করেলে ভাল লাভ পাওয়া যাই আর রিস্ক কম । আপনি মনে করি বৃহত্তম অর্থনৈতিক শক্তি সমুহ দেশ এর তাকাই টেড করা উচিত ।

msisohel
2016-12-12, 05:24 PM
মারকিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ঃ ডনাল্ড ট্রাম্প।

Eefatali
2017-01-26, 08:00 AM
বর্তমানে সারাবিশ্বের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র অন্যতম বৃহত্তম অর্থনৈতিক শক্তিশালী দেশ। এর অর্থনৈতিক প্রভাব ফরেক্স মার্কেটে ভালো গুরুত্বপূর্ণ। তাই আমেরিকার অর্থনৈতিক অবস্খা সম্পর্কে নিয়মিত আপডেট থাকা প্রয়োজন। এতে করে ফরেক্স ট্রেডে ভালো অথবা মন্দ করা যায়। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র সম্পর্কে আপনার এমন পোস্ট কার্যকরি।

shohanjacksion
2017-02-05, 06:17 PM
তথ্যটি আরো পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয়। দয়া করে যদি কারেকসান করে দিতেন তবে উপকৃত হব বলে মনে করি।

Md Masud
2017-05-25, 06:39 PM
রাজনৈতিক শক্তিশালি অবস্থানের জন্য বিশ্বের নাম্বার অয়ান রাষ্ট্র হিসেবে মাথা উচু করে দাঁড়িয়েছে । বাংলা ফরেক্স ফোরাম থেকে তাই সবার উচিত আগে বাংলা ফোরামে যোগদান করা দরকার তাহলে অাপনি জীবনে ফরেক্স সম্পর্কে অনেক ধারনা পাবেন । যুক্তরাষ্ট্র সম্পর্কে অনেকটা জানা সম্ভব হল যেটা ফরেক্সে ট্রেড কররার জন্য অনেক দরকারী ।