PDA

View Full Version : যারা বার বার লস করছে তাদের জন্য এই পোস্ট



HELPINGHAND
2015-04-14, 11:11 AM
লস আমরা সবাই করি। তবে হ্যাঁ কেও কম লস করে আবার কেও একটু বেশি লস করে। আমাদের উচিত লস কেন হচ্ছে তার কারন বের করে লিখে রাখা এবং পরে কারনগুলু নিয়া চিন্তা করা যে কেন লসটা হল আর কিভাবে ভুলটা শুধরে নেয়া যাই। আমার কাছে একটা সহজ সমাধান আছে তা হল কি পরিমান, কোন সময়ে, কোন পেয়ারে এবং কোন দামে লসটা হয়েছে তার রেকর্ড রাখা। এটা করার ফলে আমরা ঝুঁকি নিয়ন্ত্রন করতে পারব খুব সহজে। মনে রাখবেন লস করার ফলে আপনি অনেক কিছু শিখতে পারবেন কিন্তু চেষ্টা করতে হবে লসটা যাতে স্থায়ী না হয়।

AbuRaihan
2015-10-03, 08:28 PM
ফরেক্স মার্কেটে লস হবে এটা একটা স্বাভাবিক ব্যাপার । আজ পর্যন্ত এমন কোন ট্রেডারের নাম আমি শুুনিনি যে কিনা লস ব্যাতিত ট্রেড করেছে । তবে অামি বলব যে শিখতে চায় তার জন্য প্রত্যকটা লস হল একেকটা শিক্ষা । আপনি যে সব কারণে লস করেন তার কারণ খুঁজে বের করে তার সমাধান করুন এবং ভুলের যাতে পূনারাবৃত্তি না সে দিকে খেয়াল রাখবেন । ফরেক্স ব্যবসা এমন একটা ব্যবসা যেখানে লস করার পর কোন ধরনের হতাশার সুযোগ নেই বরং প্রত্যকটা লসের কারণ অনুসন্ধান করতে গিয়ে আপিনি অর্জন করতে পারেন মূল্যবান শিক্ষা ।

RUBEL MIAH
2015-10-05, 11:17 PM
যারা বারবার লস করেন তাদের জন্য করনীয় হল লিবারেজ কমিয়ে অ্যাকাউন্ট করা ।

Md Opu
2015-11-05, 11:30 PM
ভালোভাবে ট্রেডিং না শিখে কাজে হাত দিয়ে লস করাটা সাভাবিক আমি মনে করি । কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমরা যদি ট্রেডিং ভেবে করি তাহলে অবশ্যয় কাজে অসফল হবেনা ।

maziz6989
2015-11-19, 06:22 PM
ফরেক্স মার্কেট এ লস হওয়া খুবই সাধারণ ঘটনা। কিন্তু যদি তা আপনার ক্ষেত্রে নিয়মিত ঘটতেই থাকে তবে তা কিছুটা অস্বাভাবিক। আপনার ট্রেডিং সিস্টেম এর কোথায় ভুল হচ্ছে তা খুজে বের করুন। মার্কেট সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করুন। ট্রেডিং জার্নাল রাখুন যাতে লসট আইডেন্টিফাই করতে সুবিধা হয়। আশা করা যায় পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবেন।

Realifat
2016-01-23, 02:45 PM
আমি আপনার সাথে পুরোপুরি একমত। কারন লস হলে সেই লসের কারন বের করে রিকভার করতে হলে অবশ্যই কেয়ার থাকতে হবে। এবং আলাদা কিছু ট্রেডিং বৈশিষ্ট্য সম্পন্ন ট্রেডার হওয়ার চেষ্টা করতে হবেহবে। এজন্য সবসময়ই মানি ম্যানেজমেন্ট মেনে ধীরে ধীরে নিয়ম মেনে ট্রেড করার চেষ্টা করে যেতে হবে।

rahmot255
2016-03-17, 07:29 PM
আমি বলব ফরেক্স মার্কেটে লস হবে এটা একটা স্বাভাবিক ব্যাপার । আজ পর্যন্ত এমন কোন ট্রেডারের নাম আমি শুুনিনি যে কিনা লস ব্যাতিত ট্রেড করেছে । তবে অামি বলব যে শিখতে চায় তার জন্য প্রত্যকটা লস হল একেকটা শিক্ষা । আপনি যে সব কারণে লস করেন তার কারণ খুঁজে বের করে তার সমাধান করুন এবং ভুলের যাতে পূনারাবৃত্তি না হয় সে দিকে খেয়াল রাখবেন । ফরেক্স ব্যবসা এমন একটা ব্যবসা যেখানে লস করার পর কোন ধরনের হতাশার সুযোগ নেই বরং প্রত্যকটা লসের কারণ অনুসন্ধান করতে গিয়ে আপিনি অর্জন করতে পারেন মূল্যবান শিক্ষা ।

Md Akter Hossain
2016-03-17, 09:57 PM
খুব কাজের কথা লেখেছেন । আশা করছি নতুন ট্রেডারদের জন্যে অনেক উপকার বয়ে আনবে । আমি নিজেও এটা করে থাকি । যখন কোন ভুল হয় তাহলে সাথে সাথে তা লিখে রাখি । পরবর্তীতে কোন ট্রেড নেয়ার অাগে এই বিষয়টা আমাকে আমার সঠিক এন্ট্রি পয়েন্ট নির্ণয়ে সাহায্য করে ।

zobairi007bd
2016-04-03, 03:41 PM
1 আপনি যে সব কারণে লস করেন তার কারণ খুঁজে বের করে তার সমাধান করুন
2 ভুলের যাতে পূনারাবৃত্তি না হয় সে দিকে খেয়াল রাখবেন ।
ফরেক্স ব্যবসা এমন একটা ব্যবসা যেখানে লস করার পর কোন ধরনের হতাশার সুযোগ নেই বরং প্রত্যকটা লসের কারণ অনুসন্ধান করতে গিয়ে আপিনি অর্জন করতে পারেন মূল্যবান শিক্ষা ।
ফরেক্স মার্কেটে লস হবে এটা একটা স্বাভাবিক ব্যাপার । আজ পর্যন্ত এমন কোন ট্রেডার যে কিনা লস ব্যাতিত ট্রেড করেছে ।
তবে অামি বলব যে শিখতে চায় তার জন্য প্রত্যকটা লস হল একেকটা শিক্ষা ।

Md. Tariqul Islam
2016-06-20, 04:10 PM
আজ পর্যন্ত এমন কোন ট্রেডারের নাম আমি শুুনিনি যে কিনা লস ব্যাতিত ট্রেড করেছে । তবে অামি বলব যে শিখতে চায় তার জন্য প্রত্যকটা লস হল একেকটা শিক্ষা । আপনি যে সব কারণে লস করেন তার কারণ খুঁজে বের করে তার সমাধান করুন এবং ভুলের যাতে পূনারাবৃত্তি না সে দিকে খেয়াল রাখবেন । ফরেক্স ব্যবসা এমন একটা ব্যবসা যেখানে লস করার পর কোন ধরনের হতাশার সুযোগ নেই

Md. Tariqul Islam
2016-06-20, 05:40 PM
আজ পর্যন্ত এমন কোন ট্রেডারের নাম আমি শুুনিনি যে কিনা লস ব্যাতিত ট্রেড করেছে । তবে অামি বলব যে শিখতে চায় তার জন্য প্রত্যকটা লস হল একেকটা শিক্ষা । আপনি যে সব কারণে লস করেন তার কারণ খুঁজে বের করে তার সমাধান করুন এবং ভুলের যাতে পূনারাবৃত্তি না সে দিকে খেয়াল রাখবেন ।

Mhk
2016-07-19, 09:54 AM
লস avoid করতে পর্যাপ্ত ব্যালেন্স রাখা উচিত ফ্রি মার্জিনের জন্য। অনেক পেয়ার অনুসরন না করে দু একটি পেয়ার অনুসরন ও ট্রেড করা উচিত। স্ক্যাল্পিং যদিও সু অভ্যাস না তথাপি এটাও ট্রাই করা যেতে পারে। তবে ভেবে চিন্তে অর্ডার করুন। মনে রাখবেন, এটা ট্রেডিং গেমিং না।

majidiqbal
2016-07-19, 11:47 AM
ভুল মানুষের হবেই ভলের বাইরে মানুষ নাই। আমরা প্রতিনিয়তই ভুল করে থাকি আর তা থেকে শিক্ষার গ্রহন করি। আর তাই ফরেক্সে প্রতিদিন ভুলগুলি থেকে নতুন নতুন কিছু টেকনিক শিখি ভুল থেকে শিক্ষা গ্রহন করতে হবে। তবেই ব্যবসায় সফলতার আসবে। যেমন প্রতিনিয়ত নতুনকে প্রধান্য দিয়ে শিখতে হয়, তেমনই ফরেক্সে টিকে থাকতে হলেও প্রতিদিই নতুন নতুন অনেক বিষয় জানেকে ও বুঝতে হয়।

Sahed
2016-07-24, 03:10 PM
ভাই ফরেক্স এমন একটি মার্কেট যেখানে আপনি লস করবেনই । মার্কেটে এমন কোন ট্রেডার নাই যারা লস করে না । অভিজ্ঞ ট্রেডাররাও মার্কেটে লস করে । তাই আপনাকে লস মেনে নেওয়ার প্রবনতা তৈরি করতে হবে । মার্কেটে আপনি যখন লস করবেন তখন ট্রেডিং করা থেকে বিরত থেকে লস করার কারনটা খুজে বের করুন ।