PDA

View Full Version : ফরেক্স মার্কেটের পরিবেশ বোঝতে পারলে লস কর



HELPINGHAND
2015-04-14, 11:20 AM
ফরেক্স মার্কেটের মুভগুলো বোঝতে হলে আপনাকে অবশ্যই পেশাদার এবং দূরদর্শী হতে হবে। মার্কেটের মুভগুলো বোঝতে পারলে লস করবেন না কারন তখন আপনার চিন্তা-ভাবনার সাথে মিল রেখে ফরেক্স মার্কেট মুভ করবে। নিউজ টাইমে মার্কেট যেহেতু খুব বেশি ভাইওলেট থাকে চেস্টা করুন নিউজের সঠিক ইমপ্যাক্ট বুঝে ট্রেড ওপেন করতে। ইন্টারনেটে ভাল কিছু ফরেক্স সম্পর্কিত ওয়েবসাইট আছে যেখানে ইকোনমিক ক্যালেন্ডারগুলো খুব সহজবোধ্য যা দেখে নিউজের ইমপ্যাক্ট বুঝে নিতে পারবেন সহজে। ইকোনমিক ক্যালেন্ডার দেখে হাই ইমপ্যাক্ট নিউজ থাকলে ঐ পেয়ারে ট্রেড করা থেকে বিরত থাকুন।

AbuRaihan
2015-10-03, 07:49 PM
আপনাকে অনেক ধন্যবাদ । আসলে ফরেক্স মার্কেটে আমাদেরকে শুধু বুঝতে হবে মার্কেট গতি সম্পর্কে । আমরা যদি মার্কেট গতি বুঝতে পারি অর্থ্যাৎ মার্কেট কোন সময় কোন দিকে যাবে তাহলে অবশ্যই আমরা প্রত্যকটা ট্রেডে অনেক লাভবান হতে পারব । কিন্ত এই মার্কেটের সবচেয়ে বেশি কঠিন কাজ হল কখন কোন দিকে হবে মার্কেট মুভমেন্ট সেটা অনুমাণ করা ! তবে টেকনিকেল এনালাইসিস এর মাধ্যমে মার্কেট মুভমেন্ট অনুমাণ করা যায় অনেকাংশে । তাই একজন দক্ষ এনালাইসিস্ট হওয়ার চেষ্টা করুন ।

maziz6989
2015-11-19, 07:48 PM
আসলে ফরেক্স মার্কেট এর গতি বুঝতে পারলে লসের পরিমাণ কম হবে কথাটা অনেকাংশে সত্য। তবে এখানে আরও একটা ব্যপার আছে । আর তা হল , আপনি যত বেশি ট্রেড করবেন ততটাই লসের ঝুকির মধ্যে পড়বেন। তাই আপনাকে লক্ষ্য রাখতে হবে যত কম ট্রেড হবে তত কম লস হবে।

Realifat
2016-01-23, 02:31 PM
হ্যা, আপনি ঠিকই বলেছেন যে ফরেক্সের পরিবেশ বুঝতে পারলে লস কম করবেন। কারন ফরেক্সে যত বেশি সময় দিবেন ততবেশি অভিজ্ঞ হবেন এবং ফরেক্স সম্পর্কে বুঝতে শিখবেন আর লসও তত কম করবেনন। এজন্য সর্বদা চেষ্টা করতে হবে ভালোভাবে ফরেক্স করে ফরেক্স বুঝে তারপর ট্রেড করতে হবে যাতে লস কম হয়।

RUBEL MIAH
2016-02-21, 05:23 PM
ফরেক্স মার্কেটের পরিবেশ বুঝতে পারলে অবশ্যই সেই ট্রেডারগণ আর লসের মুখে পড়বে না । আগে ট্রেডারগণের হালত বুঝতে হবে যে কোন দিকে মার্কেট মুভমেন্ট করে । সুতরাং আমরা সব সময় এই চিন্তা করব কিভাবে আমরা সফলকাম হতে পারি ।

Marufa
2016-02-21, 10:17 PM
আসলে ফরেক্স মাকের্ট এর গতিবিধি বোঝা ব্যাপারটা বলাটা যত বেশি সহজ করাটা তার চেয়ে আরও অনেক বেশি কঠিন । ফরেক্স মার্কেট এর গতিবিধি দুইটা থাকে । হয় মার্কেট বাই এর দিকে যাবে । না হয় মার্কেট সেল এর দিকে যাবে । মার্কেট এর গতিবিধি বুঝে ট্রেড করতে পারলে লসের সম্ভাবনা অনেক কমে যায় বলে আমি মনে করি ।

Furkan
2016-03-13, 12:54 PM
ফরেক্র মারকেটের পরিবেশ সম্পরকে বুজতে পারলে লস কম হবে । আপনি যদি ফরেক্র মারকেটের পরিবেশ সম্পরকে যানতে চান তাহলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা ফরেক্র মারকেটে থাকতে হবে শুধু থাকলে হবেনা এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হবে। এই ভাবে ১ মাস করতে পারলে দেখবেন আপনি ফরেক্র এর পরিবেশ সম্পরকে অনেক কিছু শিখতে পারবেন।

Md Akter Hossain
2016-03-13, 09:09 PM
ফরেক্স মার্কেটের অপশন মাত্র ২ টা । আপনাকে বাই আর নয়তো সেল করতে হবে । তবে এটা যতটা সহজ মনে হয় সেটা মোটেও কিন্তু সহজ নয় । এটা বুঝতে হলে আপনাকে প্রচুর পরিমাণে শ্রম দিতে হবে । মার্কেটের সাথে নিয়মিত আপডেট থাকতে হবে । তবেই আপনি মার্কেটের পরিবেশ বুঝতে পারবেন ।

Rahat015
2016-03-14, 08:04 AM
ফরেক্স মার্কেট বুজতে হলে আপনাকে মার্কেট ট্রেন্ড বুজতে হবে।। এটা দিবালোকের মত সত্য যে, যে মার্কেট ট্রেন্ড বুজতে পারে তার লস হওয়ার কোন চান্স নায়। কারন মার্কেট সবসময় ট্রেন্ড এর দিকে মুভ করে। তাই ট্রেন্ড ধরতে পারলে লস হওয়া অসম্ভব।।

Md. Tariqul Islam
2016-06-20, 04:49 PM
আমরা যদি মার্কেট গতি বুঝতে পারি অর্থ্যাৎ মার্কেট কোন সময় কোন দিকে যাবে তাহলে অবশ্যই আমরা প্রত্যকটা ট্রেডে অনেক লাভবান হতে পারব । কিন্ত এই মার্কেটের সবচেয়ে বেশি কঠিন কাজ হল কখন কোন দিকে হবে মার্কেট মুভমেন্ট সেটা অনুমাণ করা ! তবে টেকনিকেল এনালাইসিস এর মাধ্যমে মার্কেট মুভমেন্ট অনুমাণ করা যায় অনেকাংশে ।

Md. Tariqul Islam
2016-06-20, 05:11 PM
আসলে ফরেক্স মার্কেটে আমাদেরকে শুধু বুঝতে হবে মার্কেট গতি সম্পর্কে । আমরা যদি মার্কেট গতি বুঝতে পারি অর্থ্যাৎ মার্কেট কোন সময় কোন দিকে যাবে তাহলে অবশ্যই আমরা প্রত্যকটা ট্রেডে অনেক লাভবান হতে পারব । কিন্ত এই মার্কেটের সবচেয়ে বেশি কঠিন কাজ হল কখন কোন দিকে হবে মার্কেট মুভমেন্ট সেটা অনুমাণ করা ! তবে টেকনিকেল এনালাইসিস এর মাধ্যমে মার্কেট মুভমেন্ট অনুমাণ করা যায় অনেকাংশে ।

Sahed
2016-07-24, 04:01 PM
যে কোন বিষয়ে অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয । ফরেক্স মার্কেটেও অভিজ্ঞতার কোন বিকল্প নেই । আপনি যদি মার্কেটে ট্রেন্ড বুঝতে পারেন তাহলে মার্কেট থেকে আপনার অ*ায় করাটা অনেক সহজ হযে যায় । তবে এর জন্য আপনাকে মার্কেটে অনক সময় দিতে হবে এবং পরিশ্রম করতে হবে । ধন্যবাদ॥

fatema begum
2016-07-31, 04:57 AM
আমি ট্রেড করার আগে সকল নিউজ এবং নিউজ রিলিজের সময়টা দেখে নিই।এতে আমি আমার রিস্কটা কমিয়ে আনতে সক্ষম হই।আর আমি এর সাথে আমার টেকনিক্যাল অ্যনালাইসিসটা এড করে রেখেছি ।নিউজ হাই ইম্পেক্ট হলে আমি ট্রেড করা থেকে নিজেকে বিরত রাখি আর যতদূর সম্ভব নিয়ম মেনে চলার চেষ্টা করি।আপনারাও এই সব নিয়ম মেনে ট্রেড করতে পারেন।এতে রিস্ক অনেকটা কমে যাবে।

expkhaled
2017-12-11, 05:00 PM
ফরেক্স মার্কেট পরিবেশ বলতে যা বুঝি ট্রেডিং সহায়ক পরিস্থিতি। ফরেক্স হচ্ছে চলমান মার্কেট যেখানে সবসময় বায়ার সেলার ট্রেড করছেন। আমাদের এই চলমান মার্কেট এর মধ্যে দেখতে কোন সময়টা আমাদের জন্য বোধগম্য যে, এখান থেকে আমরা প্রফিট তুলতে পারবো এবং এটাই হচ্ছে আমাদের জন্য ট্রেডিং সহায়ক পরিবেশ সেটা বাই হোক বা সেল হোক। যারা এই ট্রেডিং বান্ধব পরিবেশ গুলো যত বেশী বুঝতে পারেন তারাই বেশী প্রফিট করতে পারেন। সুতরাং আমাদের বেশী বেশী চার্ট বোঝার চেষ্টা করতে হবে।