PDA

View Full Version : সহজ মানি ম্যানেজমেন্ট কৌশল



HELPINGHAND
2015-04-14, 11:26 AM
একজন সফল ট্রেডার হওয়ার পূর্ব শর্ত হল মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট-এর একটি গুরুত্বপূর্ন নিয়ম যেটা সকল সফল ট্রেডার মেনে নিতে বাধ্য তা হল একবারে কোন ট্রেড-এ মোট আকাউন্ট বালেন্সের ৮-১০ ভাগের বেশি রিস্ক না নেয়া। একটা উদাহরণ দিই, যদি আপনার আকাউন্ট বালেন্স হয় ২৫,০০০ ডলার এবং মার্জিন হয় ৫০০ ডলার (প্রতি লট)। আপনার উচিত হবে একবারে ২,০০০ ডলারের বেশি ট্রেড ওপেন না করা। নিয়মটি আপনাকে অপ্রয়োজনীয় ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিবে। মনে রাখবেন শুরুটা সবসময় নিচের দিক থেকে হয়। অর্থাৎ শুরুতে আপনার প্রফিট কম হলেও মুলধন বাড়লে প্রফিট বাড়তে থাকবে সময়ের সাথে সাথে।

maziz6989
2015-07-22, 10:58 PM
বুঝলাম না , একেবারে আট নয় ভাগ। খুব বেশি হয়ে গেল না। আমি যতদুর জানি একেবারে সর্বোচ্চ পাচ পার্সেন্ট রিক্স নেওয়াই নাকি বেশি হয়ে যায় প্রফেশনাল ট্রেডারদের মতে। অর্থাৎ আপনার একউন্ট ব্যলান্স ১০০ ডলার হলে আপনি এক বারে সর্বোচ্চ পাচ ডলার রিক্স নেবেন।

anwarForex
2015-08-04, 04:33 PM
৮-১০ ভাগ বলতে কি বুঝিয়েছেন। মোট একাউন্টের ৮-১০ ভাগ হলে এতো ইকুইটি শুন্য করার কৌশল। আপনার উদাহরণটিও আমার কাছে স্পষ্ট নয়।আরও স্পষ্ট করে লিখলে ভাল হয়।

afzalforex11
2015-08-09, 02:05 AM
ঝুঁকি ব্যবস্থাপনা তর্কসাপেক্ষ ফরেক্স ট্রেডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক. আপনি লোকসান সীমিত maximizng লাভ হিসেবে গুরুত্বপূর্ণ. ঝুঁকি ব্যবস্থাপনা এই ধরণের স্টপ ক্ষতি আদেশ ব্যবহার লাভ এবং সীমা লোকসান লক করা শিখতে সাহায্য, এবং ঝুঁকি ব্যবস্থাপনা মৌলিক নিয়ম আবরণ.

ঝুঁকি পরিচালনার জন্য 3 টি সহজ ধাপ আছে:
ধাপ 1: সেট স্টপ ক্ষতি আদেশ
ধাপ 2: কত ঝুঁকি আমি ইচ্ছুক এই সহজ প্রশ্ন দিয়ে প্রতি ট্রেড নির্ণয় am
ধাপ 3: ধৈর্য এবং প্রস্তুতি হতে. আপনার অতীত কাজে বিশ্লেষণ পরিকল্পনা আপনার কাছে অনুযায়ী আপনার লাভ নিতে, একটি পরিষ্কার সুযোগ জন্য অপেক্ষা করুন, একটি অবস্থান মধ্যে তিড়িং লাফ আপনার ঝুঁকি পরিচালনা করার কোন প্রয়োজন নেই

আমাদের হতে পারে 3 টি সহজ ধাপ একটি ভাল এবং পেশাদার ব্যবসায়ী হতে.

nasir
2015-08-16, 11:01 PM
আপনার মতামত এর সাতে এক হতে পারলাম না ভাই।আমি যত টুকু জানি ৫% এর বেশি রিস্ক নেওয়াটাই ফরেক্স এর জন্য ঝুকি।আচ্ছা আমি আবার এত বেশি জানি না ফরেক্স সমন্ধে তাই আপনাদের সাহায কামনা করতেছি।

Ekram
2015-08-18, 11:34 AM
বুঝলাম না , একেবারে আট নয় ভাগ। খুব বেশি হয়ে গেল না। আমি যতদুর জানি একেবারে সর্বোচ্চ পাচ পার্সেন্ট রিক্স নেওয়াই নাকি বেশি হয়ে যায় প্রফেশনাল ট্রেডারদের মতে। অর্থাৎ আপনার একউন্ট ব্যলান্স ১০০ ডলার হলে আপনি এক বারে সর্বোচ্চ পাচ ডলার রিক্স নেবেন।

অবশ্যই মানি ম্যানেজমেন্ট খুব গুরুত্ব পূর্ণ বিষয়। সেটা মাথায় রেখেই আমাদের কে ট্রেড কতে হবে। আমার জানা মতে ৫ এর বেশি রিস্ক না নেয়াই ভাল। অর্থাৎ আপনি যদি ১০০০ ডলার দিয়ে ট্রেড করেন তাহলে আপনাকে ৫০ ডলার দিয়ে ট্রেড করতে হবে। সেটাই হবে উত্তম এবং নিরাপদ।

sima
2015-08-18, 05:08 PM
মানি ম্যানেজ মেন্ট অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কত আর আপনি কতো জলারের অ্যাকাউন্ট দিলে টেড করবেন। এই সব নির্ভর করছে এর উপর। আপনি অবশ্যই মানি ম্যানেজম্যান্ট ব্যবহার করে ১০০ এর একটি অ্যাকাউন্টে অব্যশই ১০ সেন্ট এর বেশি ট্রেড দিবেন না। এটাই হলো সবথেকেরিক্স ঠ্রি অবস্থান।

oviice
2015-08-18, 06:18 PM
মানি ম্যানেজ মেন্ট অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কত আর আপনি কতো জলারের অ্যাকাউন্ট দিলে টেড করবেন। এই সব নির্ভর করছে এর উপর। আপনি অবশ্যই মানি ম্যানেজম্যান্ট ব্যবহার করে ১০০ এর একটি অ্যাকাউন্টে অব্যশই ১০ সেন্ট এর বেশি ট্রেড দিবেন না। এটাই হলো সবথেকেরিক্স ঠ্রি অবস্থান।

AbuRaihan
2015-10-03, 05:44 PM
ফরেক্স্ এর জন্য মানি ম্যানেজমেন্ট অনেক বেশি গুরুত্বপুর্ণ । মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে ট্রেড পরিচালনা করলে আমরা নিশ্চিতভাবেই অপ্রয়জনিয় ক্ষতির হাত থেকে রক্ষা পাব । সফল হওয়ার জন্য আপনাকে একটা নিদ্দিষ্ট পরিমাণ ঝুুঁকি নিয়েই ব্যবসা করতে হবে । আর এই ঝুঁকি ব্যবস্থাপনা করে মানিম্যানেজমেন্ট । কি পরিমাণ ঝুঁকি নিলে অাপনার ট্রেডটা যথার্থ হবে সে সম্বন্ধে জ্ঞান রাখুন । মোট ব্যালেন্সের ৫% এর বেশি ঝুঁকি নিবেন না ।

dinner
2015-12-11, 02:10 AM
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর*্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম।

maziz6989
2015-12-22, 12:38 PM
অবশ্যই মানি ম্যানেজমেন্ট খুব গুরুত্ব পূর্ণ বিষয়। সেটা মাথায় রেখেই আমাদের কে ট্রেড কতে হবে। আমার জানা মতে ৫ এর বেশি রিস্ক না নেয়াই ভাল। অর্থাৎ আপনি যদি ১০০০ ডলার দিয়ে ট্রেড করেন তাহলে আপনাকে ৫০ ডলার দিয়ে ট্রেড করতে হবে। সেটাই হবে উত্তম এবং নিরাপদ।

কিছু মনে করবেন না ইকরাম ভাই, যদি আমি ১০০০ ডলারে ৫০ ডলার রিক্স নেই তবে তা কত% হল? সেই তো ৫% তো ১০০০ ডলারে ৫০ এসব কি? আমরা কি অংকে এতই কাচা যে ৫% বা ১% এর হিসাব বের করতে পারব না।

zobairi007bd
2015-12-29, 04:33 PM
ধৈয্য এবং লোভ দমন করলেই কেবল লাভ সম্ভব। ১ ডলার লাভের আশায় ৫ ডলার লস না হয়। কম লাভ করুন রেস্কেও মাত্রাও কম থাকবে। বেশি লাভের আশায় লস যেন বেশি না হয়।

HKProduction
2016-01-02, 08:05 PM
আমরা বেশিরভাগ ট্রেডাররাই মানি ম্যানেজমেন্ট সূত্রের শিকার। আমরা রুল মানি না বলেই ট্রেডে লস করি। প্রত্যেক ট্রেডারকেই শুরু থেকে মানি ম্যানেজমেন্ট এর সূত্র ধরে ডেমোতে প্রাকটিস করতে হয়। যারা এ নিয়ম মেনে ট্রেড করে তারা প্রচুর আয় করতে পারে। লস কম করে।

Realifat
2016-01-23, 01:49 PM
আপনি যেটা বলছেন সেটাকে একধরনের সহজ মানি ম্যানেজমেন্ট বলা যেতে পারে।তবে মানি ম্যানেজমেন্ট করার জন্য সকলেই একধরনের কৌশল ব্যবহার নাও করতে পারে। তবে যে যেমন কৌশলই অবলম্বন করুক না কেন সকলেই ভালোভাবে মানি ম্যানেজমেন্ট করার চেষ্টা করেন যাতে মার্কেটে টিকে থাকা সহজ হয়।

rahmot255
2016-03-17, 08:05 PM
আমি মনে করি মানি ম্যানেজমেন্ট খুব গুরুত্ব পূর্ণ বিষয়। সেটা মাথায় রেখেই আমাদের কে ট্রেড কতে হবে। আমার জানা মতে ৫ এর বেশি রিস্ক না নেয়াই ভাল। অর্থাৎ আপনি যদি ১০০০ ডলার দিয়ে ট্রেড করেন তাহলে আপনাকে ৫০ ডলার দিয়ে ট্রেড করতে হবে। সেটাই হবে উত্তম এবং নিরাপদ।

Md Akter Hossain
2016-03-17, 09:37 PM
সত্যি কথা বলতে কি আমাদের দেশের বেশির ভাগ ট্রেডাররাই ২০০ অখবা ৩০০ ডলার ডিপোজিক করে ট্রেড করে থাকেন । তবে করে তারা সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারেন না । আপনিই ভাবুন তো ১০০ ডলারের অ্যাকাউন্টে আপনি যদি ২% রিস্ক নিয়ে ট্রেড করতে চান তাহলে সেটা কতটা পসিবল ।

Md. Tariqul Islam
2016-06-20, 04:25 PM
মানি ম্যানেজ মেন্ট অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কত আর আপনি কতো জলারের অ্যাকাউন্ট দিলে টেড করবেন। এই সব নির্ভর করছে এর উপর। আপনি অবশ্যই মানি ম্যানেজম্যান্ট ব্যবহার করে ১০০ এর একটি অ্যাকাউন্টে অব্যশই ১০ সেন্ট এর বেশি ট্রেড দিবেন না।

Md. Tariqul Islam
2016-06-20, 05:25 PM
আমার জানা মতে ৫ এর বেশি রিস্ক না নেয়াই ভাল। অর্থাৎ আপনি যদি ১০০০ ডলার দিয়ে ট্রেড করেন তাহলে আপনাকে ৫০ ডলার দিয়ে ট্রেড করতে হবে। সেটাই হবে উত্তম এবং নিরাপদ। কারন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কত আর আপনি কতো জলারের অ্যাকাউন্ট দিলে টেড করবেন। এই সব নির্ভর করছে এর উপর। আপনি অবশ্যই মানি ম্যানেজম্যান্ট ব্যবহার করে ১০০ এর একটি অ্যাকাউন্টে অব্যশই ১০ সেন্ট এর বেশি ট্রেড দিবেন না

Sahed
2016-07-24, 03:33 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি । অধিকাংশ ট্রেডাররাই মার্কেটে লস করে মানি ম্যানেজমেন্ট না করার কারনে । এলোমেলো ট্রেড না করে মার্কেট এ্যনালাইসিস করে সীমিত ট্রেড করাই উত্তম ট্রেডারের বৈশিষ্ট । মার্কেটে ট্রেড নেওয়ার আগে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করা উচিত বলে আমি মনে করি ।

fatema begum
2016-07-31, 04:26 AM
জানতে পেরে খুশি হলাম।আমরা যদি কম লটে ট্রেড করি তাহলে আমরা ট্রেড লস করলেও প্রফিট করতে পারব ।আর প্রফিট করতে গেলে যাতে লসের পরিমাণ না বাড়ে সেজন্য আমাদেরকে মানিম্যানেজমেন্ট রোল ফলো করতে হয়।যার মানিম্যানেজমেন্ট যত ভাল তার ট্রেডিং আইডিয়া তত ভাল কাজ করবে।

vodrolok
2016-09-07, 05:31 PM
সহজ মানি ম্যানেজমেন্ট কৌশল বলতে আমরা বুঝি যা খুব সিম্পল কিন্তু কার্যকর এবং সকলেই তা ব্যবহার করে ব্যালান্স রক্ষা করতে পারবে। আমার মতে সহজ হলো স্ট্রাটেজি সর্বোচ্চ যতটুকু লস করতে পারে তার ডাবল পিপ্স রিস্ক নেয়াই সবচেয়ে সহজ। এবং লাভ কে মূলধন হিসেবে ব্যবহার না করে লাভ উঠিয়ে ফেললেই মানি ম্যানেজমেন্ট নিয়মিত লাভ দিবে।

milonkhanfx1993
2016-09-19, 04:02 PM
আপনার ব্যালেন্স ১০০-৫০০ থাকলে ০.০১-০.০৫ এর বেশি লট এ ট্রেড নিবেন না। তার মানে 100$=0.01,200$=0.02,300$=0.03,400$=0.04,500$=0.05 এভাবে চলবে মনে রাখবেন লোভ করবেন তো একাউন্ট খালি হবে আর কিছুই হবে না।

shariful
2016-09-20, 11:11 AM
শুরুর দিকে অনেক চেস্টা করেছি মানি ম্যানেজমেন্ট সহজ ভাবে বুঝার জন্য এমন কাউরে পাই নাই যে সহজ ভাবে বুঝিয়ে দিবে। আসলে বিষয় টা হল আপনার টোটাল ইনভেস্ট অনুযায়ী ট্রেড এর এন্ট্রি।