PDA

View Full Version : Eur/jpy-এর আজকের টেকনিক্যাল অ্যানালাইসিস



HELPINGHAND
2015-04-14, 03:00 PM
যদিও দেরিতে দিলাম কিন্তু এটি এখনও ব্যাবহার যোগ্য। বর্তমান নিন্মগামি প্রবণতা 126.38-এর কাছাকাছি কোথাও শেষ হবে। তারপর এটি 127.68 পর্যন্ত যেতে পারে। মূল্যস্তর যদি 125.80-এর নিচে নামে তাহলে পেয়ারের মূল্য 127.68 পর্যন্ত না যাওয়ার সম্ভাবনা আছে।
সাপোর্ট এবং রেসিসটেন্স লেবেলসমুহঃ
সাপোর্ট একঃ 126.38
সাপোর্ট দুইঃ 125.80
রেসিসটেন্স একঃ 127.68
রেসিসটেন্স দুইঃ 128.41

nbfx
2017-02-12, 03:50 PM
Eur/jpy গত সপ্তাহে হঠাৎ বাউন্স করে উপরে উঠে যায় কিন্ত আমার টেকনিক্যাল এনালাইসিসে ডেইলি চার্টে ডাউন মুভমেন্ট দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে আগামী সপ্তাহে (১৩-১৭ ফ্রেব্রুয়ারী)সেল দেয়া যায় এবং ১১৮.৭০ পর্যন্ত যাওয়ার একটি সম্ভাবনা দেখা দিচ্ছে। আমি মুভিং এভারেজ ক্রসিং (১৪/৫০) ব্যবহার করি সাথে আরএসআই।

shohanjacksion
2017-02-14, 10:51 AM
তারিখঃ 14 ফেব্রুয়ারী 2014
সেল এন্ট্রি :120.25 , টেক প্রফিটঃ 116.85, স্টপ লসঃ 121.42
আমি ইতিমধ্যে সেলা দিয়ে দিছি। আমার এই সপ্তাহের শুধু এই ট্রেডটি করা আছে। পরবর্তী সময় বা সপ্তাহে যদি এই পেয়ারে আরও কোন এনালাইসিস আমার কাছে থাকে তবে আমি ফোরামে পোষ্ট করব। তবে মনে রাখবেন এইটা আমার টেকনিক্যাল এনালাইসিস থেকে নেওয়া হয়েছে।