PDA

View Full Version : কিভাবে আমি বিভিন্ন অর্থনৈতিক news পেতে পারি ?



Soiod Md Masud
2015-04-18, 01:10 PM
সবার প্রতি রইল আমার শ্রদ্ধা !
কিভাবে আমি বিভিন্ন currency এর অর্থনৈতিক NEWS পেতে পারি ?
সবার মতামত আশা করছি ......

ধন্যবাদ ।
Soiod Md Masud. :)

mithun
2015-04-21, 07:59 PM
আমার কাছে মনে হয় বিভিন্ন প্রকার কারেন্সির সংবাদ পাওয়ার জন্য আপনি গুগলের সহায়তা নিতে পারেন। তাছাড়া বিভিন্ন দৈনিক সংবাদপত্রে বিশ্ব অর্থনীতি সম্পর্কে প্রতিনিয়ত খবর প্রকাশ করা হয় সেগুলো ফলো করতে পারেন।

swadip chakma
2015-09-10, 10:15 AM
আমার জানা মতে একটা ওয়েবসাইট আছে যা আপনাকে সব অত্তনিতির সব নিউজ পাবেন ।আপনার একটা একাউন্ত ওপেন করতে হবে তাহলে প্রতিস্পতাহের নিউজ জানি দিবে।আমি ওয়েবসাইট টিকানা দিয়ে দিছি আপনি করে নিবেন।আপনার অনেক উপকুত হবে।তাছাড়া গুগলে ও পাবেন।www.babypips.com
ধন্যবাদ

Ekram
2015-09-16, 12:06 AM
সবার প্রতি রইল আমার শ্রদ্ধা !
কিভাবে আমি বিভিন্ন currency এর অর্থনৈতিক NEWS পেতে পারি ?
সবার মতামত আশা করছি ......

ধন্যবাদ ।
Soiod Md Masud. :)

আসলে গুগল আমাদের কে এই বিষয়ে অনেক বেশি সাহায্য করতে পারে । আপনি গুগল এ সার্চ দিয়ে আপনার কাঙ্খিত সংবাদ পেয়ে জেতে পারবেন অতি দ্রুত। গুগল হল আমাদের বিনা বেতনে আর শর্তহীন শিক্ষকের মত। যে কিনা আমাদের কে সঠিক সময়ে সঠিক তথ্য দিতে পারবে শর্তহীন ভাবে।

Fxaziz
2015-10-14, 10:37 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে ফরেক্স মার্কেট কে ভালো ভাবে এনালাইসিস করতে হবে।আর এনালাইসিস করতে হলে একনমিকেল ক্যালেন্ডার দেখতে হবে।আমরা সাধারন একনমিকেল ক্যালেন্ডার দেখে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।আপনি যদি ফরেক্স মার্কেট এর নিউজ পেতে চান তাহলে আনাকে ফরেক্স একনমিকেল দেখতে হবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা ফরেক্স মার্কেট কে আর বিভিন্ন ভাবে এনালাইসিস করতে পারি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য এনালাইসিস প্রয়োজন।

HasanXM
2015-11-16, 04:14 PM
আপনি যে কোন দেশের অর্থনৈতিক নিউজ গুলো একসাথে পেতে চাইলে যে কোন ব্রোকারের ওয়েবসাইটের ক্যারৈন্ডার দেখুন এবং ফরেক্স ফ্যাক্টরির নিউজ গুলো নিয়মিত দেখুন এবং নিউজ গুলো বিশ্বেষণ করুন. আশা করি ভাল করবেন.

yasir arafat
2016-04-06, 12:41 PM
অর্থনৈতিক বা ফান্ডামেন্টাল নিউজের জন্য আপনি forexfactory.com এবং babypips.com দেখতে পারেন।এরা তাড়াতাড়ি নিউজ রিলিজ করে।আপনি সেখানে কতগুলো অর্থনৈতৈক আলোচনার সেকশন দেখবেন।সেখান থেকেও ভাল কিছু পেতে পারেন।

dwipFX
2016-05-17, 03:00 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে সেসব দেশের কারেন্সিতে ট্রেড করার আগে নিউজ গুলো জেনে নিলো ভল হয়। অনেক সময় নিউজে কারনে ফরেক্স মার্কেটে সব কিছু উলট পালট হয়ো যায়।মাই এফ এক্স বুক নামে একটা সফটওয়ার আছে সেখান থেকে ফরেক্স নিউজ গুলো জানা যায়।

RUBEL MIAH
2016-05-27, 05:32 PM
আপনি যদি গুগলে গিয়ে Forex Factory And Calendar লিখে সন্ধানে যান তাহলে অবশ্যই নিউজ দেথতে পারবেন । সুতরাং আপনি এখন থেকে এই পথ অবলম্বন করুণ তাহলেই সফলকাম হতে পারবে ।

Realifat
2016-06-17, 02:32 PM
অর্থনৈতিক নিউজ পেতে হলে আপনাকে নিউজ সংক্রান্ত ওয়েবসাইটে ঢু মারতে হবে। নিউজের ওয়েবসাইটগুলোতে ঢু মারলে বিভিন্ন কারেন্সির নিউজ রেসাল্ট বা পরিসংখ্যান পেতে পারেন। বিশেষ করে ফরেক্স ফ্যাক্টরি ডট কম, অথবা ইনভেস্টিং ডট কম এর মত নিউজ ওয়েবসাইটে নিয়মিত ভিসিট করে বিভিন্ন কারেন্সির নিউজ পেতে পারেন।

md mehedi hasan
2019-03-01, 06:54 AM
ফরেক্স মার্কেটে যারা নিউজ ট্রেড করে থাকে তারা মূলত ফান্ডামেন্টাল ট্রেডার।প্রতিটি পিয়ারের নিউজ প্রকাশিত হয় এবং এই নিউজের ভালো ও খারাপ প্রভাব বিশ্লেষন করে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি।এখন প্রশ্ন হলো নিউজ গুলো কই পাবো।ফরেক্স মার্কেটে নিউজ পাবার সবচেয়ে বেস্ট ওয়েভ সাইট হলো ফরেক্সফ্যাক্টরি। িউজ দেখার এরচাইতে ভালো ওয়েভ সাইট আর নেই।

habibi
2019-03-05, 04:52 PM
ফরেক্স নিউজ দেখার জন্য আমি ইন্সটাফরেক্সের টিভি চ্যানাল ফলো করি। তারা প্রতিদিন বিভিন্ন ফরেক্স নিউজ দিয়ে থাকে। পাশাপাশি তারা সে নিউজগুলো কেমন প্রভাব ফেলবে তার উপর আনাল্যসিস দিয়ে থাকে। তাদের আনাল্যসিসগুলো ভালই কাজে লাগে। এছাড়া আরো অনেক ফরেক্স নিউজ টিভি চ্যালান রয়েছে যেমন, ফরেক্সফ্যাক্টরি, ব্লুমবার্গ, বিবিসি, ইত্যাদি। যারা ফান্ডামেন্টাল আনাল্যসিস করে ট্রেড করেন তারা ইন্সটাফরেক্সের টিভি চ্যালান দেখতে পারেন। অথবা তাদের ইউটিউব চ্যানাল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইন্সটাফরেক্সের টিভি চ্যালানের লিঙ্ক নিচে দিয়ে দিলাম - https://www.instaforex.com/bd/instaforex_tv_news