PDA

View Full Version : Unverified Payza Account থেকে কি ডলার ট্রান্সফার করা যাবে ?



Soiod Md Masud
2015-04-18, 01:17 PM
কিভাবে আমি Unverified Payza Account থেকে InstaForex এ ডলার ট্রান্সফার করতে পারি ?
আপনাদের মূল্যবান মতামত আশা করছি ।
ধন্যবাদ ।

fxtdr
2015-07-10, 01:13 PM
আমি যতডুর জানি টাকা উইথড্র করার জন্য পেমেন্ট একাউন্ট ভেরিফাইড হতে হবে । তার সাথে আপনার ট্রেডিং একাউন্টিও ভেরিফাইড হতে হবে , তানাহলে আপনি টাকা উঠাতে পারবেন না । আমি যতটুকু জানি ততটুকুই শেয়ার করলাম । আপনারা কেউ ভালো জানলে অবশ্যই শেয়ার করবেন । এড়িয়ে যাবেন না ।

Aunik
2015-09-28, 09:59 AM
আপনার আন ভেরিফাইড একাউন্ট পেইজা একাউন্ট থেকে আপনি ফরেক্স এ উইথড্র দিতে পারবেন কিন্টু আন ভেরিফাইড ফরেক্স একাউন্ট থেকে আপনি উইঠদ্র দিতে পারবেন না ।। আর পেইজা একাউন্ট ভেরিফাই অনেক সহজ আপনি আপনার নেশনাল আইডি কার্ড এর ছবি ভেরিফিকেসন ডকুমেন্ট এ আপলোদ করলেই আপ্নারেকাউন্ট দুই থেকে তিন দিনের মদ্ধে ভেরিফাই হয়ে যাবে ।।

HasanXM
2015-10-12, 04:53 PM
না, কোন প্রকার Unverified Account থেকে ডলার তুলা যায় না. না করায় ভাল, কারণ আপনার ডলার আটকে তিলে আর ুিতে পারবেন না.

Momen
2015-10-17, 07:40 PM
হ্যা যায়, তবে ভেরিফিকেশন করে নিলে নরাপদে টাকা নেলদেন করতে পারবেন আপনি। কারণ যখন আপনার একাউন্ট বড় ধরনের টাকা উইথড্র দিতে যাবেন তখন যদি আপনার একাউন্ট ভেরিফিড না থাকে তাহলে ওরা জামেলা করতে পারে।

mlbasumata
2015-10-24, 11:04 PM
ভেরিফাই না হওয়া পর্যন্ত আপনার একাউন্ট ইনেকটিভ বললেও চলে। তবুও ইনকামিং সবসময় খোলা থাকে, আপনার একাউন্টে টাকা ঢুকবে কিন্তু সেই টাকা আপনি একাউন্ট ভেরিফাই না হওয়া পর্যন্ত উইথড্রো করতে পারবেন না। আবার বেশি দিন আনভেরিফাইড থাকলেও একাউন্ট ক্লোজ হয়ে যেতে পারে।

AbuRaihan
2015-12-16, 01:55 AM
আনভেরিপাইয়েড হলেও আপনি একটা নিদ্দিষ্ট পরিমাণ টাকা ডিপোজিট করতে পারবেন ৤ ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং এর সাথে জড়িত তাদের সবারই লেনদেনের ক্ষেত্রে একটা বিশ্বস্ত পেমেন্ট মেথডের কথা চিন্তা করেন ৤ তাই গ্রাহকের চাহিদা মোতাবেক সুনামের সাথে গড়ে উঠেছে বেশি কিছু কোম্পানী ৤ তার মধ্য লেনদেনের বিশ্বস্ততা আরো বৃদ্ধি করার জন্যই এবং সত্যতা ও বৈধতা যাচাই করার জন্য ভেরিপাইয়েড হওয়া সবচেয়ে ভালো ৤

HKProduction
2015-12-23, 07:28 PM
এ ব্যাপারে আমার সঠিক কিছু জানা নাই। তবে আপনি খুব সহজেই মানিবুকার্স থেকে টাকা ডিপোজিট ও উইথড্র করতে পারেন। এখানে ভেরিফাই করা খুবই সহজ। আমি মানিবুকার্সকে খুবই জনপ্রিয় একটি পেমেন্ট প্রসেসর বলে মনে করি। আমি নিজেও মানি বুকার্স ব্যবহার করি। তাই আপনাকেও পরামর্শ দিলাম।

yasir arafat
2016-04-05, 01:33 PM
বাংলাদেশে পায়যা একাউন্ট থেকে ডিপোজিটতো একদম সোজা।আপনার পায়যা একাউন্ট যদি আন ভেরিফাইড হয় তাহলে আপনার ন্যাশনাল আইডিকর্ড এবং ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভেরিফাই করে নিন।আর এসব ডকুমেন্ট যদি না থেকে তাহলে পরিবারের কারো ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করে নিন।তারপর ডিপোজিট করুন।আর ভেরিফাই করা থাকলে সুবিধা আছে।

askam
2016-04-12, 10:08 AM
যেকন সথক লেন দেনের জন্য লেন্দেন একাউন্ট্টী ভেরিফাই হওয়া খুব ই জরুরী । আপনি হয়ত জানবেন যে পেইজা একাউন্টটে টাকা যেমন ডিপজীট করা যায় আবারর তেমনি টাকা ট্রান্সফার এবং উইথডর করা যায় । আর তার জন্য আপনাকে উভই একাউন্ত (পেইজা এবং ইন্সতাফরেক্স ) ভেরিফিকেশন করতে হবে । আর পেইজা একাউন্ত ভেরিফিকেশন করতে কোন ঝামেলা নেই , আপনি যদি এডাল্ট হন তাহলে আপনার NID card এর কপি দিয়ে খুব সহজেই এক দুই দিনের মধ্যে ভেরিফাই হবে এবং আপনি সব ধরনের সুবিধা নিতে পারবেন ।

md mehedi hasan
2016-11-04, 08:24 AM
ভেরিফাই ছাড়া আপনি আপনার পেজা একাউন্টে ডলার ডিপোজিট বা উইথড্রোল করতে পারবেন না।কারন আপনি যদি আপনার পেজা একাউন্ট ভেরিফাই না করেন তাহলে আপনার পেজা একাউন্ট এক্টভ দেখাবেনা।তাই আপনার উচিত হবে পেজা একাউন্ট ভেরিফাই করতে হবে।

nbfx
2016-11-04, 06:25 PM
আমার জানা মতে পেজা একাউন্ট থেকে ইনস্টাফরেক্সে ডলার ডিপোজিট করতে পারবেন না। কিন্তু ইনস্টাফরেক্স থেকে পেজাতে ডলার উঠাতে পারবেন।

vampire
2016-12-25, 08:49 AM
আমার জানা মতে ইনিস্তা ফরেক্সের আইদি ভেরিফিকেশন করে নিতে হবে নয়ত আপনি পেমেন্ট পাবেন না।আর অনলাইন টাকা পাঠানোর একাউণ্ট ভেরিফাই না হলেও সমস্যা হবে না।

mahbubhb
2017-08-19, 10:28 PM
আনভেরিফাই পায়জামা একাউন্ট দিয়ে টাকা লেনদেন না করাই ভাল। একাউন্ট ভেরিফাই করতে বেশী সময় লাগেনা। ৩-৪ দিনেই ভেরিফাই করা সম্ভব। তাই যত দ্রুত সম্ভব ভেরিফাই করিয়ে নিরাপদে লেনদেন করুন তাতে ঝুঁকি মুক্ত থাকা যাবে। ভেরিফাই না করা থাকলে পায়জাতে ডিপোজিট করতে পারবেন।