PDA

View Full Version : Neteller কিনে নিচ্ছে Skrill কে।



fxakas
2015-04-23, 09:59 PM
Neteller এর মূল প্রতিষ্ঠান*Optimal Payments Plc কিনে নিচ্ছে অনলাইন জগতের অন্যতম জনপ্রিয় পেমেন্ট প্রসেসর Skrill কে। সম্প্রতি Optimal Payments Plc জানায় যে তারা তাদের অনলাইন পরিসেবাকে আরও বিস্তৃত করার জন্য ১.১ বিলিয়ন ইউরোর (€1.1bn) বিনিময়ে তাদের প্রতিপক্ষ Skrill Group (Sentinel Topco Ltd) কে কিনে নিচ্ছে এবং এ বিষয়ে তাদের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়েছে।

Zakariea
2015-05-20, 05:13 PM
এটা আমাদের জন্য খুবই ভালো সংবাদ। ফরেক্স ব্যবসায়ী দের অনেক উপকার হবে যদি এই বড় দুই পেমেন্ট প্রসেস কম্পানি যদি এক হয়ে যায়। বিশেষ করে নতুন ট্রেডার এর জন্য অনেক সুবিধা হবে।

fxtdr
2015-07-10, 12:48 PM
যদি তাই হয় তাহলে খারাপ কি ? কোনটা ব্যাবহার করব ? নেটেলার না স্ক্রিল? এসব প্রশ্নের অবসান হবে এবং যেকেউ কনফিউশন ছাড়া মেনি প্রসেসর ব্যাবহার করতে পারবে । আর আমার জানা মতে নেটেলার বেশ ভালো সুযোগ সুবিধা দেয় আর ভেরিফাই করাও খুব সহজ ।

samrat
2015-08-10, 10:02 PM
Neteller এর মূল প্রতিষ্ঠান*Optimal Payments Plc কিনে নিচ্ছে অনলাইন জগতের অন্যতম জনপ্রিয় পেমেন্ট প্রসেসর Skrill । সম্প্রতি Optimal Payments Plc জানায় যে তারা তাদের অনলাইন পরিসেবাকে আরও অন্যত করার জন্য চেস্টা করতিছে।

samrat
2015-08-10, 10:03 PM
Neteller এর মূল প্রতিষ্ঠান*Optimal Payments Plc কিনে নিচ্ছে অনলাইন জগতের অন্যতম জনপ্রিয় পেমেন্ট প্রসেসর Skrill । সম্প্রতি Optimal Payments Plc জানায় যে তারা তাদের অনলাইন পরিসেবাকে আরও অন্যত করার জন্য চেস্টা করতিছে।

Aunik
2015-08-14, 08:29 PM
এই খবর টা ফোরামে দেখে খুব তাজ্জব ই হলাম ।। তবে খারাপ কিছু না ভালইতো আর দিধা থাক্লনা যে কন পেমেন্ট প্রসেস ব্যবহার করবো।। নেটেলার না স্ক্রিল ।। এখন যদি দুইটা মিলে এক হয়ে যাই তাহলে খারাপ কি ।। আমার কাছে এই ধুই পেমেন্ট প্রসেস ই অনেক শুবিধার মনে হতো ।। তাই এই ধুইটাই আমি ব্যবহার করি এবং দুইটা একাউন্ট ই আমার ভেরিফাইড।।

Aunik
2015-09-28, 09:48 AM
আমি অনেকদিন ধরেই এই পস্ট টা দেকছিলাম এবং এই পোস্ট এ আগেও একটি কমেন্ট করেছি কেও তেমন কিছু লিখেনি আমার পড়ে ।। কিন্তু একটা কথা আমি অন্য কোন কোথাও কিন্তু এই কথা শুনি নাই ।। তাই আমি আর বিশ্বাশ করতে পারছিনা যে নেটেলার স্ক্রিল কে নিনে নিয়েছে ।। আমি স্ক্রিল এ একাউন্ট করেছি অনেকদিন হলও কিন্তু সেখানেও এমন কিছু বলানাই , বা কোথাও কোনো কিছুদেখিনাই যে স্ক্রিল নেটেলার এর কাছেবিক্রি হয়ে যাচ্ছে ।।

HasanXM
2015-10-12, 04:56 PM
এই বিষয়ে আমি কিছু জানিনা, এখান থেকে প্রথম জানতে পারলাম. হলে ভাল-মন্দ পরে বোঝা যাবে.

Momen
2015-10-18, 01:08 PM
যদি এই দুইটা এক হয়ে যায় তাহলে দুইটার পেমেন্ট সিস্টেম একই হবে। নাকি ভিন্ন ভিন্ন নিয়ম-কানুন দেওয়া থাকবে? এই বেপারে কেউ কিছু জানলে বলেন প্লিজ।

mlbasumata
2015-10-24, 06:29 PM
স্ক্রিল পেমেন্ট প্রসেসরকে নেটেলাই কিনুক বা অন্য কেউ, তেতে আমাদের খুশি হওয়া বা মন খারাপ করার কিছু আছে বলে আমার মনে হয় না। কারণ এতে করে গ্রাহকদের সুবিধা বেশি হবে বা কমে যাবে বলে আমা মনে হয় না। আমাদের দেশে যদি কোন পেমেন্ট প্রসেসর গড়ে উঠত তবে খুবই খুশি হতাম। তখন টাকা ডিপোজিট ও উইথড্রোতে অনেক সুবিধা ভোগ করতাম।

majidiqbal
2015-11-22, 03:28 PM
স্ক্রিল পেমেন্ট প্রসেসরকে নেটেলাই কিনুক বা অন্য কেউ, তেতে আমাদের খুশি হওয়া বা মন খারাপ করার কিছু আছে বলে আমার মনে হয় না। কারণ এতে করে গ্রাহকদের সুবিধা বেশি হবে বা কমে যাবে বলে আমা মনে হয় না। আমাদের দেশে যদি কোন পেমেন্ট প্রসেসর গড়ে উঠত তবে খুবই খুশি হতাম। তখন টাকা ডিপোজিট ও উইথড্রোতে অনেক সুবিধা ভোগ করতাম।

আপনা কথার সাথে আমি সহমত পোশন করছি। আমরা চাই আমাদের পেমেন্ট সার্ভিস।

HKProduction
2015-12-13, 01:06 PM
স্ক্রিল বিক্রি হয়ে যাচ্ছে বলে আমাদের কোন সমস্যা হবে কিনা এটাই সবচেয়ে বড় বিষয়। আমরা এই প্রসেসরকে খুবই বিশ্বাস করি। আশাকরি বর্তমানে আমরা যে সুয়োগ সুবিধা পাচ্ছি ভবিষ্যতে এটা অক্ষুন্ন থাকবে এবং আমাদের পথ আরও সহজ হবে। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত লিখলে আমরা নতুনরা খুবই উপকৃত হব বলে আমার ধারনা।

Sahed
2016-03-25, 10:37 AM
জানিনা বিষয়টি কথটা সত্য । তবে যে যাকেই কিনুক না কেন আমার মনে হয় এতে আমাদের আনন্দিত হওয়ার কিছু নেই । কারন এটি তাদের একটি ব্যবসায় । বর্তমান প্রতিযোগিতার বাজারে ঠিকে থাকতে হলে যে কোন কোম্পানি অন্য যে কোন কোম্পানির সাথে এরকম চুক্তি করতেই পারে । ধন্যবাদ ।

yasir arafat
2016-04-05, 01:12 PM
এখন কিনে নিচ্ছে বললে ভুল হবে।অলরেডি কিনে ফেলছে।আর স্ক্রিলের শর্তগুলো অনেক কঠিন ছিল।তারা একাউন্টে বার বার লগইন করলে একাউন্ট ব্যান করে দিত।কিন্তু নেটেলার এরকম করে না।তারা তাদের ক্লাইন্টের জন্য বিভিন্ন বোনাসের ব্যবস্থা করে।এবার তারা এর মাধ্যমে ভালই সুবিধা দিবে।

dwipFX
2016-06-10, 11:12 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করি কয়েক মাস হয়েছে তবে আমার কাছে এই রকম নিউজ আসত বাংলাদেশে টাকা তুলার জন্য অনলাইনে সহজে তুলা যায় তাহলে সেটা শুনে অনেক আনন্দ লাগত।ফরেক্স মার্কেটে অনেক রকমের অনলাইন প্রসেসর রয়েছে সেগুলো থেকে অনুমোদন হলে আমার কাছে অনেক ভাল লাগত।

Sahed Srabon
2016-06-15, 09:49 AM
অনলাইন পেমেন্ট জগতে নেটেলার এবং স্ক্রিল দুইটিই পেমেস্ট প্রসেসর সবার কাছে খুব প্রিয় । আমি সাধারনত ফরেক্স মার্কেট থেকে ডলার উত্তোলনের জন্য স্ক্রিল এ্যাকাউন্ট ব্যবহার করে থাকি । আর এই দুইটি পেমেন্ট প্রসেসর এক সাথে হলে আমাদের জন্য আরও সুবিদা হবে বলে আমি মনে করি । ধন্যবাদ ।

Rahat015
2016-06-18, 10:20 AM
নেটেলার আর স্ক্রিল কি এক হবে? তাদের সুবিধা গুলা কি এক হবে? নাকি আলাদাই থাকবে ? এই ব্যাপারে কিছু বলা নাই। তবে দুটাই যদি এক হয় আশা করা যায় স্ক্রিল আর থাকবে না। তবে ভালো লাগত যদি আমাদের দেশে নিজস্ব কোন পেমেন্ট সিস্টেম থাকত। এতে আমাদের সুবিধা হত খুব।

mahbubhb
2017-08-21, 07:20 PM
অনেক আগে থেকেই স্ক্রিল টু নেটেলার এবং নেটেলার টু স্ক্রিল এর মধ্যে একধরনের সুসম্পর্ক আমরা লক্ষ করেছি। যাদের মধ্যে দুটি প্রতিষ্ঠান আন্ত সেবা চালু আছে। আর এখন যদি নেটেলার স্ক্রিল কে কিনে নেয় তাহলে আমরাও যারা তাদের গ্রাহক তারা অনেক উপকার ও ভাল মানের সেবা পেয়ে থাকব বলে আশা করছি। যেহেতু দুটি প্রতিষ্ঠান এক হবে তাহলে আরও কম খরচে আমরা অনেক সুবিধা পাব এটাই আমাদের কাম্য।