PDA

View Full Version : ফরেক্স মার্কেট এ দক্ষ হওয়ার কৌশল।



NaimurRahman
2015-05-01, 12:09 AM
আপনি ফরেক্স মার্কেটে দক্ষ হতে চান ? তাহলে আপনাকে প্রথমেই টেকনিক্যাল এনালাইসিস করা শিখতে হবে। যেমন আপনি হয়ত বিভিন্ন ফোরামে পড়ে থাকবেন, Support, Resistance, TrendLine, Pivot point, Candelestick pattern, Chart pattern, Fibonaccy ইত্যাদি। হয়ত আপনি ভেবেছেন এগুলো ফালতু, ইনডিকেটর-ই সব। এগুলো কি তেমন কাজের? হ্যা, এগুলো ই কাজের, যা মার্কেট ফলো করে সবসময়। বড় ট্রেডার রা এগুলো ই ফলো করে শুধু, আর কিছু নয়। আপনি ও এগুলো ফলো করলেই দক্ষ হবেন গ্যারান্টি দিচ্ছি।

fxtdr
2015-05-02, 01:07 PM
হ্যা ফরেক্স করতে হলে এবং প্রফিট করতে হলে অবশ্যই টেকনিক্যাল এনালাইসিস করতে হবে। আর এগুলোর যথাযথ ব্যাবহার করেই ডেমো তে অনুশীলন করতে হবে। তবে আরোও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে শুধু টেকনিকাল এনালাইসিস দিয়েই কিন্তু সফল হওয়া যায় না।সফল হতে হলে আমাদের ফানডামেন্টাল এনালাইসিস এর দিকেও গুরুত্ব দিতে হবে আর মানি ম্যানেজমেন্ট এর বিষয় টিও বাদ দিলে চলবে না।

Shimanto754
2015-05-13, 09:52 AM
হ্যা, আপনি ঠিক বলেছেন।ফরেক্স মার্কেটে দক্ষ হওয়ার কৌশলগুলো অনেকের কাছে ফালতু মনে হতে পারে কিন্তু ওগুলোই সঠিক উপায়।ভালো ট্রেডাররা ভালোমতো টেকনিকাল অ্যানালাইসিস করতে পারে।ভালো প্রাইস অ্যাকশন বুঝতে পারে এবং সেটআপ দিতে পারে।ফরেক্স করতে এবং দক্ষ হতে চাই নিশ্চিন্তে ভালো ট্রেডারদের পথ অনুসরন করে কাজ করে যেতে হবে।

HELPINGHAND
2015-05-15, 12:33 PM
সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো।নিজেকে নিয়ন্ত্রণ কর। তারপর অন্যকে অনুশাসন কর। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন।কথা বলা শিখতে একজন মানুষের প্রায় দুই বছর লেগে যায়, কিন্তু কোন জায়গায়, কোন কথাটি বলা যাবে না তা কেউ কেউ সারাজীবনেও শিখতে পারে না।

shohag101
2015-06-02, 04:36 PM
ভুল থেকে শিক্ষা নিয়ে ভাল ফরেক্স ট্রেডার হউন।

আপনি এটা বিশ্বাস করেন যে, আসলেই আমরা আমাদের ট্রেডের ভুলগুলো থেকে শিখতে পারি? আমি অবশ্যই এটা বিশ্বাস করি যে, আমরা চাইলে আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারি কিন্তু অনেক ট্রেডারই এটা মানতে রাজি নয়, আবার মানলেও পরবর্তীতে ট্রেড করার সময় এই গুরুত্বপূর্ণ ব্যাপারটি ভুলে যায়। নতুন ট্রেডাররা প্রতিদিনই ঐই একই ভুলগুলো করে থাকে যেগুলো তারা আগের লস ট্রেডগুলোতে করেছিল। তার কারণ হলো, তাদের বেশীরভাগ ট্রেডারই এটা জানেনা যে কিভাবে তাদের ভুলগুলো থেকে তাদেরকে শিখতে হবে। আপনি যেন আপনার ট্রেডের আগের ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারেন এবং ট্রেডে আগের ভুলগুলো যেন পুনরায় না করেন, সেজন্য এই গুরুত্বপূর্ণ লিখা।
কেন আমরা আমাদের ভুল থেকে শিখতে পারবো না?

আপনি আপনার বিগত ট্রেডটির কথা একবার ভাবুন, যে কারণে আপনি ট্রেডটিতে লস দিয়েছেন। মনে পড়েছে আপনি ট্রেডটিতে কি ভুল করেছিলেন? অবশ্যই মনে পড়ার কথা।
এবার আপনি আপনার বিগত ছয় মাসের ট্রেডগুলোর কথা ভাবুন যেগুলোতে আপনি লস দিয়েছেন। মনে পড়ে আপনি ঐই ট্রেডগুলোতে কি ভুল করেছিলেন?
আপনি যখন একটি লস/খারাপ ট্রেড করবেন তখন আপনি সেটা থেকে শিক্ষা নিন। যাইহোক, যেকোনো কিছু তাড়াতাড়ি শিখা হলে সেটা আবার তাড়াতাড়ি ভুলে যাওয়া হয়।
যদি আপনি সত্যিই আপনার ভুল থেকে শিক্ষা নিতে চান, তাহলে আগে আপনাকে আপনার ভুলগুলো বের করে নোট করতে হবে।



আপনার ভুলগুলো বের করে নোট করুন।

অনেক ট্রেডার তাদের মত করে বলে থাকে যে, প্রত্যেকটি লসই একটি শিক্ষা। সত্যিটা হলো এই যে, আপনি আপনার লস থেকে শিক্ষা নিতে হবে, না হলে এই কথাটার কোনো ভিত্তি নেই। আপনি কখনো লস/হারানো ট্রেড এর অর্থ ফিরে পাবেন না বা সে অর্থ থেকেও কিছু শিখতে পারবেন না। আপনকে সেই লস ট্রেডে এ্যনালাইসিস করে বের করতে হবে যে, কেন আপনি লস দিয়েছেন এবং পরিকল্পনা করুন কিভাবে আবার এ রকম ভুল না হয়।



আপনি কিভাবে লস/ক্ষতির মাধ্যমে শিক্ষা নিবেন?



১. খুঁজে বের করুন কেন আপনি লস করেছেনঃ প্রথমেই আপনাকে খুঁজে বের করতে হবে কেন আপনি ট্রেডটিতে লস দিয়েছেন। সব ট্রেড ভুলের কারণে লস হয় না অন্য কারনেও হয়ে থাকে। আপনি নিজেকে নিচের দুটি প্রশ্ন করুন এবং খুঁজে বের করুন যে কোনটির দ্বারা আপনার ট্রেড এ লস হয়েছে।

আপনি আপনার ট্রেডিং প্ল্যান অনুসরন করেছিলেন?
আপনি কি আপনার মানি ম্যানেজমেন্ট প্ল্যান অনুসরন করেছিলেন?

এখন আপনি উভয় প্রশ্নের উত্তর নিন, আপনি যদি জেনে থাকেন যে আপনার ভুল ছিল তাহলে আপনি পরবর্তী পদক্ষেপে নিন। আর যদি আপনি উপরের দুটি নিয়মই মেনে ট্রেড করে থাকেন কিন্তু দুর্ভাগ্যবশতঃ আপনার ট্রেডটি লস হয়েছে তাহলে আপনাকে নিচের পদক্ষেপ অনুসরণ করার প্রয়োজন নেই।



২. আপনার ট্রেডের ভুল বিশ্লেষণ করুনঃ

এই পদক্ষেপে আপনাকে বুঝতে/জানতে হবে যে নির্দিষ্টভাবে আপনার কোথায় ভুল ছিল।



যদি মানি ম্যানেজমেন্টের প্রশ্নের উত্তর আপনার না হয় অর্থাৎ আপনার ভুল ছিল না, তাহলে আপনাকে বিশ্লেষন করে বের করা দরকার যে আপনি ট্রেডে কোন নিয়মটি অনুসরণ করেননি, হয়তো আপনার স্টপলস অনেক টাইট ছিল যা হিট করতেই পারে বা আপনি আপনার ব্যালেন্সের তুলনায় ট্রেড ভলিউম বেশী করেছেন। যাইহোক, এক কথায় এখন আপনার প্রয়োজন নির্দিষ্টভাবে আপনার ভুলটি খুঁজে বের করা। আপনি যদি আপনার ভুলগুলো বিশ্লেষণ করে বের করতে পারেন তাহলে তা নোট করুন।



কিভাবে নোট করবেন তা নিচে একটি উদাহরণের সাহায্যে দেখানো হলঃ

EurUsd বাই @ ২৪-০৬-২০১৪ সময়ঃ সন্ধ্যা ০৭.০০মিনিট।

ট্রেড এন্ট্রি - ১.৩৫৩০, স্টপলস – ১.৩৫০৫, টেক প্রফিট – ১.৩৬০০ = স্টপলস হিট করেছিল।



ভুলঃ আমি লস/অর্থ হারানো ভয়ে উক্ত ট্রেড এ টাইট স্টপলস ব্যবহার করেছিলাম।



উপরোক্ত উদাহরণের প্রথম লাইন হলো আপনার ট্রেড পেয়ার, তারিখ ও সময়। দ্বিতীয় লাইন হলো ট্রেড এন্ট্রি বিস্তারিত ও ফলাফল এবং সর্বশেষ লাইন এ আপনার যে ভুল ছিল তা নোট করা হল।



৩. আপনার ট্রেড এ ভুলের সমাধান খুঁজে বের করুনঃ

এ পদক্ষেপটি অধিক গুরুত্বপূর্ণ। আপনি বুদ্ধিমান তখনই যদি ভুল করে শিখতে পারেন। আপনি যদি সহজে আপনার ভুল বুঝতে পারেন তাহলে সমাধান বের করাটা আপনার জন্য সহজ হবে। উপরের উদাহরণটিতে আপনি যে ভুল করেছিলেন নিচে তার সমাধান দেখে নিনঃ



উদাহরণটি ছিলঃ

EurUsd বাই @ ২৪-০৬-২০১৪ সময়ঃ সন্ধ্যা ০৭.০০মিনিট।

ট্রেড এন্ট্রি - ১.৩৫৩০, স্টপলস – ১.৩৫০৫, টেক প্রফিট – ১.৩৬০০ = স্টপলস হিট করেছিল।

ভুলঃ আমি লস/অর্থ হারানো ভয়ে উক্ত ট্রেড এ টাইট স্টপলস ব্যবহার করেছিলাম।



সমাধানঃ প্রথমে আপনি আপনার স্টপলস ব্যবহারের নিয়মটি লিখুন এবং ট্রেড এ এন্টির পূর্বে তা রিভিউ করুন। আপনার নিজেকে মনে করিয়ে দেয়া প্রয়োজন যে, আপনার সরবোচ্চ স্টপলস আপনার সরবোচ্চ অনুমোদিত ঝুঁকি দ্বারা সংজ্ঞায়িত হয়। সুতারাং আপনি এখানে আপনার সরবোচ্চ স্টপলস ব্যবহার করলে কোন ভুল হবে না।



আমি এখানে স্বল্প পরিসরে শুধুমাত্র মূল বিষয়টি তুলে ধরেছি। আপনি যখন একটি ভুল ট্রেডের সমাধান লিখবেন তখন তা অবশ্যই বিস্তারিরভাবে লিখার জন্য চেষ্টা করবেন। আর টাইট স্টপলস ব্যবহার করবেন না।



কেন এ বিষয়টি গুরুত্বপূর্ণঃ

যখন একজন বক্সার ফাইট করে তখন তার কোচ তার ফাইটের প্রতিটি মুহূর্তই রেকর্ড করে রাখেন। যখন ফাইট শেষ হয়ে যায় এবং বক্সার জয়ী হয় বা হেরে যায় তখন তার কোচ ভিডিওটি রিভিউ করেন। ভিডিওটি দেখার ফলে কোচ বক্সারের ভুলগুলো দেখেন এবং ভুলগুলোকে পয়েন্ট আউট করে তার স্টুডেন্টকে সেগুলোর সমাধান শিখিয়ে দেন। এটা শুধুমাত্র বক্সিংয়ে নয় সব খেলায়ই প্রযোজ্য।



ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেও আপনি এই ধারনাটিই ফলো করুন এবং নিজের সাথে কমিটমেন্ট করুন যে আপনি আপনার ভুলগুলো নোট করবেন। তাহলে আপনি আর পরবর্তী ট্রেড এ ঐই ধরণের ভুলগুলো করবেন না, যে ভুলগুলো আপনি আগের লস ট্রেডগুলোতে করেছেন।

এই ধারনাটি আপনার ট্রেড এর ভুলগুলো চিহ্নিত করতে এবং আপনার ভুল ট্রেডিং প্ল্যান সমাধানের জন্য সহায়তা করবে। আপনি যখন একবার আপনার ভুলগুলো শুধরে আপনার ট্রেডিং প্ল্যান সাজিয়ে পেলবেন তখন আর আপনার ভবিষ্যৎ এ ঐই ভুলগুলো হওয়ার সম্ভাবনা থাকবে না।

sumonyahoo24
2015-06-04, 12:12 PM
ফরেক্স ট্রেডিং এ টেকনিক্যাল এনালাইসিস করতে হবে। আরোও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে শুধু টেকনিকাল এনালাইসিস দিয়েই কিন্তু সফল হওয়া যায় না।সব ট্রেড ভুলের কারণে লস হয় না অন্য কারনেও হয়ে থাক.....................:)

fxover
2015-09-21, 12:47 AM
সব ট্রেড ভুলের কারণে লস হয় না অন্য কারনেও হয়ে থাক

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন শুধু মাত্র ভুল ট্রেড করার জন্য আমাদের লস হয় ন বা একাউন্ট জিরো হয় না । একাউন্ট জিরো হবার আরো একটি বিশেষ কারন আছে আর তা হচ্ছে যথাযথ ভাবে মানি ম্যানেজমেন্ট না মেনে ট্রেড করা । ট্রেড করার সময় আমাদেরকে নির্দিষ্ট স্ট্রাটেজি অনুসরন করে সুশৃক্ষল ভাবে ত্রদ করতে হবে আর টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি আমাদেরকে বিভিন্ন কারেন্সির নিউজ গুলোও এনালাইসিস করে দেখতে হবে । নিউজ এর সময় মার্কেট অনেক বেশি মুভ করে থাকে ।

Jobless
2015-09-21, 09:19 AM
ফরেক্স এ দক্ষ হবার জন্য আমাদের আগে ফরেক্স খুটিনাটি বিষয় এর প্রতি গুরুত্ব দিতে হবে।ট্রেড করার বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। মার্কেট কে বোঝার জন্য এনালাইসিস করা দরকার,শট টাম এর জন্য টেনিক্যাল আর লং টাম এর জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস অনেক ভাল।এছারা বিভিন্ন ইনডিগেটার এর সাহায্য দিয়ে মার্কেট এর পূর্ববর্তী অবস্তা বর্তমান অবস্থা এর প্রতি গুরুত্ব দিয়ে ট্রেড করতে হবে তাহলে হয়তো আমরা দক্ষ হতে পারবো আমার মনে হয়।তাই আমাদের বেশি বেশি ফরেক্স কে জানার আগ্যহ বাড়াতে হবে।

shakawath
2015-09-23, 04:50 PM
নাজিমুর ভাই খুব ভাল কয়েকটা কথা উল্লেখ করেছেন। আসলে ইন্ডিকেটর ইউস করে তেমন কোন সুবিধা পাওয়া জায় না। অর্থাৎ এগুলো আপনাকে কোন ভবিষৎবাণী করবে না। এ থেকে আপনি বর্তমান মার্কেট এর ধারনা পাবেন। আসলে ইন্ডিকেটর আপনার ডিসিশন কে প্রভাবিত করে। কেন্ডেলস্টিক প্যাটার্ন, ট্রেন্ডলাইন, ফিবোনাচ্চি, সাপোর্ট এন্ড রেসিসটেন্স, আর পিভোট পয়েন্ট ট্রেডিং এর ক্ষেত্রে খুবই গুরুত্ববহন করে।

AbuRaihan
2015-10-10, 10:46 PM
আসলে দক্ষতা অর্জন করাটা খুব সহজ কেন ব্যাপার নয় । কারণ ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সম্পদ হল আপনার দক্ষতা । ফরেক্স মার্কেটে দক্ষ একজন ট্রেডার হতে হলে অবশ্যই ফরেক্স সম্পর্কে বিশদ জ্ঞান রাখার পাশাপাশি আমাদেরকে মার্কেট *মুভমেন্ট ও গতিবিধি নিয়ে বিশ্লেষণ করতে হবে । মনে রাখতে হবে যে একজন দক্ষ ট্রেডার হওয়ার পূর্বে একজন ভালো বিশ্লেষক হেতে হবে । এনালাইসিস হতে হবে সঠিক এবং যথার্থ ।

HasanXM
2015-10-11, 11:42 AM
আমি মনে করি যে,
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস
টেকনিক্যাল অ্যানালাইসিস
সেন্টিমেন্টাল অ্যানালাইসিস জানতে হবে

Momen
2015-10-16, 07:03 PM
হ্যা, এটা ঠিক যে ভাল প্রফিট করতে হলে অবশ্যই টেকনিক্যাল ইনাল্যাইসিস করতে হবে। কারন মার্কেটের বেশির ভাগ মুভমেন্ট নির্ভর করে এই ইনাল্যাইসিস এর উপরে। অনেক বড় বড় ট্রেডাররা টেকনিক্যাল ইনাল্যাইসিস এর মাধ্যমে ট্রেড করে থাকেন।

mlbasumata
2015-10-21, 03:16 PM
ফরেক্সে দক্ষ হতে হলে ফরেক্স এনালাইসিসের সাথে সাথে বিশাল অভিজ্ঞতার দরকার। মানুষ ঠেকেই শিখে বেশি। তাই ডেমো একাউন্টে প্রচুর ট্রেড করুন। লাভ বা লস দুটির ক্ষেত্রেই লাভ বা লসের কারণ বিশ্লেষণ করুন। যে কারণে লস করেছেন তার উলটো ট্রেড করুন। দেখবেন অভিজ্ঞতাই আপনাকে দক্ষ করে তুলবে।

dinner
2015-12-05, 12:01 AM
ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। আপনি যত দক্ষ হবেন ততই লাভবান হতে পারেন । ফরেকাস মাকেটে দক্ষ হতে হলে আপনি ফরেক্স এ রেগলার কাজ করুন ।

RUBEL MIAH
2016-02-21, 04:25 PM
ফরক্সে মার্কেটে দক্ষ হওয়ার কৌশল হল বার বার মার্কেট এ্যানালাইসসসি করা । যে যত বেশী এই মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় চেষ্টা করব মার্কেট এ্যানালাইসিস করতে । তাহলেই সফলকাম হতে পারব ।

Marufa
2016-02-21, 10:07 PM
আসলে দক্ষ ট্রেডার হতে হলে কি কি করতে হবে আর কি কি করা যাবে না এ বিষয়ে আমরা সকলেই জানি । আমরা সকলেই জানি আমদের ভুল গুলো কি কি । কিন্তু আমরা পরিশ্রম করার ভয়ে কেউই নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারি না । তােই সব শেষে দেখা যায় ফলাফল এর খাতায় সব সময় জিরো অথবা মাইনাস থাকে ।

fatemaakhter
2016-02-22, 12:12 PM
ফরেক্স এ দক্ষ এবং প্রফেসনাল মানের ট্রেডার হতে হলে আপনাকে প্রথমে ফরেক্স এর বেসিক সহ খুটিনাটি যা আছে তা সব শিখে ফেলতে হবে।এর সাথে আপনাকে এডভান্স লেবেলের ট্রেড করা জানতে হবে। কোন নিউজ কোন কারেন্স তে কিভাবে প্রভাপ পরবে তা জানতে হবে।তাছাড়া আপনি এডভান্স লেভেলের ট্রেডিং স্ট্রাটিজি ব্যাবহার করবেন। একটি সঠিক মানিম্যানেজমেন্ট মেনে চলবে। এসব আপনি ডেমোতে প্রথম ব্যবহার করবেন ।

MotinFX
2016-03-01, 12:41 PM
ফরেক্স মার্কেটে আপনাকে দক্ষ হতে হবে এনালাইসিস করা। আমাদের তিন প্রকারের এনালাইসিস করতে হবে অনেক দক্ষতার সাথে এইখানে ফরেক্স মার্কেটে নিখুত ভাবে ট্রেড করতে হবে। ফরেক্স মার্কেটে প্রতিটা ট্রেড আমাদের জন্য অনেক গুরুত্বপুর্ন একটা ট্রেড আপনাকে পিচিয়ে দিতে পারে।

imran987
2016-03-01, 07:39 PM
ফরেক্স এ আপনাকে ভালো করতে হলে ফরেক্স সম্পর্কে এনালাইচিস করতে হবে,পড়াশুনা করতে হবে,নিউজ দেখতে হবে,ডেম অনুশীলন করতে হবে,প্রথমে কম করে ট্রাড করতে হবে। ট্রেড করার সময় আমাদেরকে নির্দিষ্ট স্ট্রাটেজি অনুসরন করে সুশৃক্ষল ভাবে ত্রদ করতে হবে আর টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি আমাদেরকে বিভিন্ন কারেন্সির নিউজ গুলোও এনালাইসিস করে দেখতে হবে ।

abdulguffer
2016-03-08, 11:19 AM
ফরেক্স ট্রেডিং এ দক্ষ হওয়ার জন্য আমরা যত টেকনিক্যাল এনালাইসিস করা, suport, Resistance, TrendLine, Pivot point, Candelestick pattern, Chart pattern, Fibonaccy ইত্যাদি কৌশল রপ্ত করিনা কেন , আমরা যদি নিজের আবেগ কে কনট্রোল করতে না পারি ,তাহলে তা কোন কাজে আসবে না। সবচেয়ে বড় কৌশল হচ্ছে আবেগ কে কনট্রোল করা।

basaki
2016-03-09, 10:06 AM
ফরেক্স মার্কেটে দক্ষতা কোন শেষ নেই। যে যত বেশি পড়া শুনা করবে সে ততই বেশি জানবে। ফরেক্স মার্কেটে আপনি যদি ভাল করে শিখতে চান তবে আপনি বেশি বেশি ফরেক্স দেমো প্রেক্টিস করেন তাহলেই আপনি অনে অবিজ্ঞ হতে পারবেন বলে আমি মনে করি আর দক্ষতা সম্পর্ন হতে পারবেন।

ASADUR RAHMAN
2016-03-14, 07:37 PM
আমরা চাইলে আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারি কিন্তু অনেক ট্রেডারই এটা মানতে রাজি নয়।আরোও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে শুধু টেকনিকাল এনালাইসিস দিয়েই কিন্তু সফল হওয়া যায় না।
একজন দক্ষ ট্রেডার হওয়ার পূর্বে একজন ভালো বিশ্লেষক হেতে হবে ।পূর্ববর্তী অবস্তা বর্তমান অবস্থা এর প্রতি গুরুত্ব দিয়ে ট্রেড করতে হবে তাহলে হয়তো আমরা দক্ষ হতে পারবো আমার মনে হয়।

Md Akter Hossain
2016-03-14, 09:10 PM
ফরেক্স মার্কেট এ দক্ষ হওয়ার কৌশল অনেক ধরনের । তবে এদের মধ্যে যেগুলো মেজর সেগুলো হল একটা প্লান মোতাবেক মার্কেটে ট্রেড করা । কোন অবস্থাতেই আপনার প্লান পরিবর্তন করবেন না । তাহলে আপনি সহজে ফরেক্স মার্কেটে দক্ষ হওয়ার কৌশল রপ্ত করতে পারবেন না্ ।

majidiqbal
2016-03-14, 10:13 PM
ফরেক্স মার্কেটে দক্ষ হওয়ার অনেক কৌশল আছে।যেমন বই পড়ে,টিউটরিয়াল থেকে,অভিজ্ঞ এবং দক্ষ ট্রেডারদের কাছ থেকে,ডেমোতে ট্রেড করার মাধ্যমে ইত্যাদি কৌশলগুলো অবলম্বন করলে অবশ্যই একজন দক্ষ ট্রেডার হওয়া সম্ভব।

Ripon13
2016-03-14, 11:12 PM
ফরেক্স মার্কেটে সফল হতে চাইলে সবাইকেই যেকোন একটি কৌশল অবলম্বন করতে হবে । কৌশল ছাড়া এই মার্কেটে টিকে থাকা সম্ভব হবে না । আর এই কৌশল আসবে বেশি বেশি ডেমো এ্যাকাউন্ট এ ট্রেড করার মাধ্যমে এবং বিভিন্ন টিউটোরিয়াল পড়ে ও এই ফোরামের পোষ্টগুলো পড়ার মাধ্যমে । তবে যত বেশি সময় এই মার্কেটে ব্যয় করা হবে তত বেশি শেখা যাবে ।

rahmot255
2016-03-16, 11:48 AM
অবশ্যই, আপনি ঠিক বলেছেন।ফরেক্স মার্কেটে দক্ষ হওয়ার কৌশলগুলো অনেকের কাছে ফালতু মনে হতে পারে কিন্তু এগুলোই সঠিক উপায়।ভালো ট্রেডাররা ভালোমতো টেকনিকাল অ্যানালাইসিস করতে পারে।ভালো প্রাইস অ্যাকশন বুঝতে পারে এবং সেটআপ দিতে পারে।ফরেক্স করতে এবং দক্ষ হতে চাই নিশ্চিন্তে ভালো ট্রেডারদের পথ অনুসরন করে কাজ করে যেতে হবে।

dwipFX
2016-05-13, 09:28 AM
ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে অনেক পড়া লেখা করতে হবে তবে পড়লে হবেনা তার সাথে মানতে হবে। আমরা সবাই কম বেশি জানি কিন্তু মানার সময় সব কিছু ভুলে যায় তাই আমাদের যে কোন সফলতা পেতে কঠিন হয়। তাই আমাদের কে যা জানি তা মানতে হবে তাহলে ফরেক্স মার্কেটে সফলতা পেতে পারেন।

sharifulbaf
2016-05-13, 10:46 PM
ফরেক্স মার্কেটে দক্ষ হতে চাইলে বেশি ট্রেডিং করতে হবে আর ট্রেডিং করার সময় ধৈর্যবান হতে হবে আর ট্রেডিং করার সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করতে হবে,যাতে স্টপ লস বা টেক প্রফিটে হিট করে সে জন্য আমাদের ট্রেডিং করতে হয়,ভাল দক্ষতার জন্য আমাদের মার্কেট এনালাইসিস করতে হবে।

HKProduction
2016-07-02, 06:13 AM
পরিপক্ক অভিজ্ঞতা না নিয়ে ট্রেড করলে লস দিতে হয। আর অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে কখনো দক্ষ হওয়া যায় না। এখানে দক্ষতাই সব কিছু। শুধু দক্ষ ট্রেডাররাই এখানে টিকে থাকে। টেকনিক্যাল এনালাইসিসের উপরে কেউ যদি ট্রেড অনুশীলন করে তাহলে নিশ্চিতভাবে সে সফল হবেই হবে। তবে তাকে কমপক্ষে এক বছর ডেমোতে এর উপরে ট্রেড করতে হবে। ট্রেড করা ছাড়া কখনো মার্কেট চেনা যায় না। তাই আমাদেরকে এখানে সময় দিতে হবে।

Md. Tariqul Islam
2016-07-18, 09:38 AM
ফরেক্স মার্কেটে দক্ষ হওয়ার কৌশলগুলো অনেকের কাছে ফালতু মনে হতে পারে কিন্তু ওগুলোই সঠিক উপায়।ভালো ট্রেডাররা ভালোমতো টেকনিকাল অ্যানালাইসিস করতে পারে।ভালো প্রাইস অ্যাকশন বুঝতে পারে এবং সেটআপ দিতে পারে।ফরেক্স করতে এবং দক্ষ হতে চাই নিশ্চিন্তে ভালো ট্রেডারদের পথ অনুসরন করে কাজ করে যেতে হবে।

Md. Tariqul Islam
2016-07-20, 12:55 PM
সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো।নিজেকে নিয়ন্ত্রণ কর। তারপর অন্যকে অনুশাসন কর। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন।কথা বলা শিখতে একজন মানুষের প্রায় দুই বছর লেগে যায়, কিন্তু কোন জায়গায়, কোন কথাটি বলা যাবে না তা কেউ কেউ সারাজীবনেও শিখতে পারে না।

Sahed
2016-07-28, 06:20 PM
হ্যা ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রমী ও দক্ষ হতে হবে । তাছাড়া মার্কেট এ্যনালাইসিস এর উপরও গুরুত্ব দিতে হবে । ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে হলে কতগুলো বৈশিষ্টের অধিকারী হতে হয় । একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা শিখতে হবে । তাছাড়া মার্কেটে সফলতার পূর্ব শর্ত হচ্ছে মানি ম্যানেজমেন্ট, দক্ষতা এবং পরিশ্রম ।

fxinfo
2016-07-28, 06:24 PM
ফরেক্স মাকেট এ দক্ষ হতে হলে প্রচুর পরিমান সময় দিতে হবে আর ফরেক্স এর সাথে সব সময় লেগে থাকতে হবে তাহলেই ফরেক্স মাকেট এ সফল হওয়া যাবে বলে আমি মনে করি । এটিই ফরেক্স মাকেট এর অন্যতম প্রধান বিষয় । আপনি যদি না শিখেন কোন ভাবেই সফল হতে পারবেন না বলে আমি মনে করি ।

Realifat
2016-07-30, 03:53 PM
আমিও আপনার সাথে পুরোপুরি একমত।ফরেক্স মার্কেটে দক্ষ হতে হলে অনেককিছুই শিখতে হবে।বিশেষ করে ফান্ডামেন্টাল এবং টেকিনিকাল অ্যানালাইসিস শিখতে হবে।বিভিন্ন ধরনের স্ট্রেটেজি এবং প্লান তৈরি করা শিখতে হবে। সাপোর্টে এবং রেসিসটেন্স লেভেল নির্ধারন করা শি খতে হবে। তাহলে আস্তে আস্তে ফরেক্স সম্পর্কে দক্ষতা বাড়বে।

fatema begum
2016-07-31, 11:47 AM
আমরা যদি একটা স্ট্রাটেজিকে কেন্দ্র করে ডেমো ট্রেড শুরু করি তাহলে আমরা রিয়েল ট্রেডে ভাল কিছু করতে পারব।ফরেক্স মার্কেট আমাদের নিজেদের কথামত চলে না।তাই আমাদেরকে একটা নির্দিষ্ট অ্যনালাইসিস ফলো করে চলতে হয়।এতে আমরা নিজেদেরকে দক্ষ করে তুলতে সক্ষম হই।তাই নিয়ম মেনে চলা আমাদের অবশ্যই কর্তব্য।

RUBEL MIAH
2016-11-24, 06:22 PM
ফরেক্স মার্কেটে দক্ষ কৌশল হতে হলে অবশ্যই লাভবান হতে পারব । যে ট্রেডার যত বেশী কৌশলি হবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা দক্ষতা হওয়ার জন্য মার্কেট এ্যানালাইসিস করতে পারব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব অাপনারাও এই ডেমো ট্রেডের মাধ্যমে দক্ষতা অর্জন করার চেষ্টা করুন তাহলেই লাভবান হতে পারব ।

MMD RAIHAN
2016-11-26, 11:29 AM
দক্ষ হওয়ার কোন ফর্মুলা নাই। দক্ষতা পুরটাই অর্জনের বিষয়। কেও আপনাকে দক্ষ বানাতে পারবে না। দক্ষতা অর্জন করুন

nisho5533
2016-11-26, 07:44 PM
ভাই ফরেক্স থেকে আয় করতে হলে আপনাকে দক্ষতা অজন করতে হবে | আমি মনে করি ফরেক্স মাকেটে করতে করতে ফরেক্স থেকে আয় করার কৌশল আপনি নিজে নিজে খুজে পাবেন | ফরেক্স থেকে আয় করার জন্য আমি মনে করি ফরেক্স মাকেটে নিয়মিত ট্রেড করা এক সময় আপনি নিযে নিজে বুঝতে পারবেন |

Shimul77
2016-11-28, 09:05 PM
ফরেক্স মার্কেটে আপনি সফল ট্রেডার হতে গেলে আপনাকে মার্কেট এনালাইসিস করা শিখতে হবে।মার্কেট এনালাইসিস ৩ প্রকার।যথা-
১।টেকনিকাল এনালাইসিসঃটেকনিকাল এনালাইসিস শিখতে হলে সাপোর্ট,রেজিস্ট্যান্স,পিভট পয়েন্ট, ফিবোনেছি এনালাইসিস এইসব বিশয়ে ভাল জ্ঞান রাখতে হবে।
২।ফান্ডামেন্টাল এনালাইসিসঃএই ট্রেড বুঝতে হলে ফরেক্স বিষয়ক নিউজ পড়া শিখতে হবে।
৩।সেন্টিমেন্টাল এনালাইসিসঃসেন্টিমেন্টাল এনালাইসিস হল আপনি কখন ট্রেড ওপেন করবেন সেল না বাই তে ।

MADADEE
2016-11-29, 11:29 PM
ফরেক্স মাকেটে দক্ষতা অজন করতে হলে আমি মনে করি ডেমো পারতিস করতে হবে যত বেশি ডেমো পারতিস করবেন আপনি তত দক্ষতা অজন করতে পারবেন | ফরেক্স মাকেটে দক্ষতা অজন করতে হলে অনেক পরিশ্রম করতে হয় তারপর ফরেক্স থেকে আয় করা যায়

Lipu
2016-12-09, 02:23 PM
ফরেক্স মাকেটে দক্ষ হতে হলে ডেমো পারতিস করতে হবে ডেমো পারতিস ছারা ফড়েক্স থেকে দক্ষতা অজন করা সম্ভব না | ফরেক্স থেকে দক্ষতা অজন করতে হলে আপনাকে দিনে ৪ থেকে ৫ ঘন্টা ফরেক্স মাকেটে পারতিস করতে হবে আপনি যত পারতিস করবেন আপনি ফরেক্স থেকে তত দক্ষতা অজন করতে পারবেন আশা করি |

shukumar8099
2016-12-11, 03:00 PM
ফরেক্স থেকে আয় করতে হলে আমি মনে করি দক্ষ ছারা ফরেক্স থেকে আয় করা যায় না ফরেক্স থেকে আয় করতে হলে ফরেক্স মাকেটে ডেমো পারতিস করতে হবে | ফরেক্স মাকেট থেকে আপনি যত ডেমো পারতিস করবেন আপনি তত দক্ষ হবেন | ফরেক্স মাকেট দক্ষ হতে হলে ফরেক্স মাকেট সম্পরকে ধারনা থাকতে হবে তবেই আপনি ফরেক্স এ দক্ষ হতে পারবেন |

nbfx
2016-12-13, 09:11 PM
ফরেক্স মার্কেটে দক্ষ হওয়ার কৌশল হলো মার্কেটের গতি চেনা। আর এর জন্য আপনাকে অনেককিছু শিখতে হবে। টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস,সাপোর্ট এবং রেসিট্যান্স, ট্রেড লাইন ইত্যাদ্।ি যখন মার্কেটের গতি চেনা হয়ে যাবে তখন আপনি দক্ষ ট্রেডার হিসেবে ট্রেড করতে পারবেন । দীর্ঘ সময় নিয়ে ডেমো চর্চা করুন। আপনার ভুলগুলো ঠিক করার জন্য উপযুক্ত মাধ্যম হলো ডেমো। প্রথম দিকে যত ভুল করবেন এবং যদি বুঝতে পারেন যে আপনি কোথায় ভুল করেছেন তাহলে উন্নতি করা সম্ভব।

riponinsta
2016-12-31, 01:01 PM
ফরেক্স মার্কেট এ আপনি খুব সহজ এ দক্ষ হওয়া যাবে না এর জন্য আপনাকে ফরেক্স মার্কেট এ একটু কষ্ট করতে হবে । আপনি একবার ফরেক্স মার্কেট এ দক্ষ হয়ে গেলে আপনাকে আর পিছে ফিরে টাকাতে হবে না । ফরেক্স মার্কেট এ দক্ষ হতে হলে আপনাকে নিয়ম করে টেড করতে হবে আর লাভ করতে হবে আপনি যখন লাভ করতে পারবেন তখন আপনি সেই লাভ কে ধরে রাখতে হবে ।

shohanjacksion
2017-01-22, 04:56 PM
ফরেক্স করতে হলে এই ইন্ডিকেটরগুলোই ট্রেডারগন ব্যবহার করেন। দক্ষতা অর্জন করতে হলে এই ইন্ডিকেটরগুলো ব্যবহার করতেই হয়।টেকনিক্যাল এনালাইসেসর পাশে ফান্ডামেন্টাল এনালাসিস এর কথা না বললে না হয়। প্রকৃতপক্ষে মার্কেট মোভমেন্ট তো ফান্ডামেন্টাল এর উপরই নির্ভর করে থাকে।

Eefatali
2017-01-24, 03:32 PM
হ্যা, ফরেক্স মার্কেটে দক্ষ হওয়ার জন্য আপনি যেগুলো বললেন সেগুলো অবশ্যই ভালোভাবে শিখতে হবে। এগুলোই মূলত ফরেক্সের বেসিক জিনিস এগুলো সবসময় মার্কেটের মুভমেন্টকে অনুকরন করতে পারে। তাই ভালোভাবে উক্ত বিষয়গুলো প,াকটিস করতে হবে এবং আরও কিছু পারলে অবশ্যই পড়তে হবে।

amdad123
2017-02-04, 06:18 PM
ফরেক্স মার্কেটে দক্ষ হতে হলে কিছু নিয়ম কানুন আছে যা মেনে চলতে হবে।ফরেক্স মার্কেটে দক্ষ হওয়ার কিছ কৌশল যেমন: সফল হওয়া পর্যন্ত ডেমো ট্রেডিং চালিয়ে যাওয়া, ডেমো ট্রেডিং করার সময় নির্দিষ্ট একটি স্ট্রাটেজি ব্যবহার করা ও স্ট্রাটেজির যাবতীয় নিয়ম সঠিকভাবে ব্যবহার করা, ওভার ট্রেডিং না করা, মার্কেট ভালমত এনালাইসিস করে ট্রেড নেয়া, বিভিন্ন রকম অর্থনৈতিক বিষয়ে খোজখবর রাখা, মানিম্যানেজমেন্ট করে ট্রেড করা, ধৈর্য ধারন করে ট্রেড করা।ফরেক্স ট্রেডিং দক্ষতা অর্জন করতে পারাটাই হল সফলতা।

Rana2017
2017-02-16, 01:09 AM
ফরেক্স মার্কেটে দক্ষ হওয়ার সহজ কোন কৌশল নেই। এখানে অনেক স্টাডি করতে হবে। যতই পড়িবে ততই শিখিবে এটা ফরেক্সেরও মূল মন্ত্র। অভিজ্ঞ ট্রেডারদের অভিজ্ঞতাকে নিজেদের কাজে লাগাতে হবে বেশি বেশি ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করতে হবে এবং সেই অর্জিত জ্ঞান কাজে লাগাতে হবে তবেই দক্ষ ট্রেডার হওয়া যাবে। কারণ যে যত বেশি জানবে সে তত বেশি কাজে লাগাতে পারবে।

instasaiful
2017-02-17, 10:57 PM
ফরেক্স মার্কেটে দক্ষ হতে হলে আপনাকে এনালাইসিস করার বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এক্ষে দু ধরনের এনালাইসিস রয়েছে। যথা ১) টেকনিক্যাল এনালাইসিস ২) ফাণ্ডামেন্টাল এনালাইসিস। ফরেক্সে দক্ষতা অর্জনের জন্য উভয় প্রকার এনালাইসিস গুরুত্বপূর্ন । তবে টেকনিক্যাল এনালাইসিস বেসশ সহায়ক ভুমিকা পালন করবে। তাই এটি ভালভাবে শিখতে হবে।

RUBEL MIAH
2017-02-28, 07:41 AM
আমরা ফরেক্স মার্কেটে যদি দক্ষতাবান হতে চাই তাহলে অবশ্য। আমাদের দক্ষতাবান হতে হবে । যে ট্রেডার যত বেশী ডেমো ট্রেড করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অামরা সব সময় ডেমো ট্রেডের মাধ্যমে মার্কেটে দক্ষতা অর্জন করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা কখনোই লোভে পড়ব না । আমরা মার্কেট যত এ্যানালাইসিস বেশী বেশী করে করব ততই আমরা সফলকাম হতে পারব ।

RUBEL MIAH
2017-03-02, 05:15 PM
ফরেক্স মার্কেটে যদি আমরা কীশল শিখতে চাই তাহলে অবশ্যই অামরা ডেমো ট্রেড বেশী বেশী এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা সব সময় বেশী বেশী মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা কোন সময় লোভ করব না তাহলেই আমরা লসে পড়ব না ।

shohanjacksion
2017-03-04, 12:31 PM
ভাই, যারা ফরেক্স মার্কেটে আছেন তারা সবাই নিজেকে খুব জ্ঞানী ,দক্ষ এবং চালাক মনে করেন। আসলে একটু ভেবে দেখা দরকার যে আমি বা আপনি কি ৫% গেইনার ট্রেডারদের ভিতরে আছি কি নাই। ফরেক্স কউ কাউকে শিখাতে পারেনা। অভিজ্ঞতা এবং দক্ষতা হচ্ছে কতটুকু বেশি সময় আপনি এই মার্কেটে দিতে পেরেছেন। আমি ফরেক্স মার্কেটের বিষয়গুলো একমাসে যা শিখেছিলাম এবং বুঝেছিলাম এখনও তাই বুঝি এর বেশি কিছু নয় কিন্তু অনেক লস করার পর আজ প্রায় চার বছর যাবৎ প্রফিট এর টাকা দিয়ে আমার সংসার মোটামোটি চালিয়ে যাচ্ছি। এখন আর আমার কাছে মনে হেয়না যে, ফরেক্স টাকা বানানোর মেশিনের মত।

Nur Alam
2017-03-06, 06:28 PM
টেকনিক্যাল এন্যালাইছিস ফরেক্স মার্কেটিং এর জন্ন্য অনেক গুরুত্ত পূর্ন বিষয়। ফরেক্স থেকে আয় করার জন্ন্য আপনার সবার আগে দরকার দক্ষতা। লেখাপড়া মাধ্যমে আপনি যদি ফরেক্স মার্কেটিং এ একজন দক্ষ ট্রেডার হতে পারেন তাহলে আপনি অবশ্যয় মার্কেটের গতিবিধি অনেকটা বুঝতে পারবেন। যার ফলে আপনি হতে পারেন ফরেক্সের একজন দক্ষ ট্রেডার। সুতরাং বলা যায় যে ফরেক্স মার্কেটিং এ দক্ষতার কোন বিকল্প নাই।

Nur Alam
2017-03-07, 03:35 PM
ফরেক্স মার্কেটিং এ একজন অভিজ্ঞ ট্রেডার হতে হলে আপনার সবার আগে দরকার দক্ষতা অর্জন করা। আপনি যদি দক্ষতার সাথে ট্রেড করতে পারেন তাইলে আপনি খুব সহজেই ফরেক্স মার্কেটিং থেকে সফলতা আনতে পারবেন। বার ফরেক্স মার্কেটিং এ দক্ষতা অর্জন এর জন্ন্য আপনাকে কিছু লেখপড়া করতে হবে । এ লেখাপড়া করার জন্ন্য আপনিও বিভিন্ন্য সাইট এ ভিজিট করতে পারেন।

monorom
2017-03-18, 04:21 PM
ফরেক্স মার্কেট এ দক্ষতা অর্জন করতে হলে আপনাকে আগে ফরেক্স ট্রেডিং এ বেশি বেশি অনুশীলন করে দক্ষতা অর্জন করতে হবে । আপনাকে ফরেক্স মার্কেট ভালো করে এনালাইসিস করতে জানতে হবে । আপনাকে প্রতিটি ট্রেড নেয়ার আগে আপনাকে ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড এন্ট্রি নিতে হবে । কোন একটি ট্রেড এ লস হলে সাথে সাথে কোন এনালাইসিস ছাড়া ট্রেড এন্ট্রি নেওয়া যাবে না । এই জন্য ট্রেডিং করার সময় আবেগ দূর করতে হবে । তাহলে আপনি এক সময় ভালো দক্ষ ট্রেডার হতে সক্ষম হবেন ।

Mamun13
2017-03-23, 10:37 PM
ফরেক্স মার্কেটে সফল ও দক্ষ হওয়ার জন্য অবশ্যই আমাদের ভালো ভাবে এনালাইসিস করা শিখতে হবে৷সঠিক ভাবে ট্রেন্ড বুঝতে হবে৷কারণ এই ট্রেন্ডই হলো ট্রেডারদের ঘনিষ্ঠ ফ্রেন্ড৷অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল গুলো সঠিক ভাবে চেনা ও বোঝা৷সঠিক মানি ম্যানেজন্ট ফলো করে ট্রেড করা৷ধৈর্য্য ধরে ও লোভ নিয়ন্ত্রণ করে ট্রেড করা৷আর লাগবে দৃঢ় প্রত্যয়,ঠিক যেন কচ্ছপের মত ৷

Grimm
2018-02-09, 12:21 AM
আমার মতে আপনি দক্ষ হওয়ার যত কৌশলই অনুসরণ করুন না কেন যতদিন আপনি নিজেকে নিয়ন্ত্রণ না করে, ডেমোতে গুরুত্বসহকারে অনুশীলণ যদি না করেন তাহলে আপনি কোনদিনই দক্ষ হতে পারবেন না আর এই বাজারে দক্ষ হতে হলে আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে। যদি আপনি না করেন তাহলে দক্ষ হওয়ার তো দুরের কথা আপনি এই বাজারে যা বিনিয়োগ করবেন তার পুরোটাই ক্ষতি আপনাকে মেনে নিতে হবে।

amreta
2020-01-25, 06:38 PM
আমি আমার প্রযুক্তিগত চার্টে, বিশেষত audusd এর h4 চার্টে যা দেখছি তা থেকে আমি দেখতে পাচ্ছি যে audusd এই চলন্ত গড়ের উপরে ভাঙ্গতে চেষ্টা করার সময় h4 চার্টে গড় 50 পিরিয়ড গড়ের দ্বারা কঠোরভাবে প্রত্যাখ্যাত হয় এবং এখন আমার দোলকটি ইতিমধ্যে একটি বিয়ারিশ চিহ্নও দেখায় সুতরাং আমি আশা করি যে আজ অডুএসডি আরও কম চলতে থাকবে। কিন্তু আজ অডিউএসডি শক্ত হয়ে পড়ার আগে আমাদের দেখতে হবে যে এইচডিএসডি এইচ 4 চার্টে 200 পিরিয়ড মুভিং এভারেজের নিচে ভেঙে যেতে পারে এবং যদি এটি এটি করতে পারে তবে অবশেষে আজ আমরা audusd আরও পড়তে দেখতে পাব। এবং দৈনিক চার্টের দিকে তাকিয়ে আমি এখন দেখছি যে দৈনিক চার্টের গড় চলমান গড়ের 200 টি নিচে বিভক্ত হওয়ার জন্য audusd টেস্টিং হয় এবং এটি যদি এটি করতে পারে তবে আমরা সম্ভবত এই সপ্তাহের শেষ অবধি অবধি ড্রপ দেখতে পাব।

Fxhuman
2020-01-28, 11:59 PM
আসলে দক্ষতা অর্জন করাটা খুব সহজ কেন ব্যাপার নয় । কারণ ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সম্পদ হল আপনার দক্ষতা । ফরেক্স মার্কেটে দক্ষ একজন ট্রেডার হতে হলে অবশ্যই ফরেক্স সম্পর্কে বিশদ জ্ঞান রাখার পাশাপাশি আমাদেরকে মার্কেট *মুভমেন্ট ও গতিবিধি নিয়ে বিশ্লেষণ করতে হবে । মনে রাখতে হবে যে একজন দক্ষ ট্রেডার হওয়ার পূর্বে একজন ভালো বিশ্লেষক হেতে হবে । এনালাইসিস হতে হবে সঠিক এবং যথার্থ ।

Fxxx
2020-01-29, 06:46 PM
ফরেক্স মার্কেটে দক্ষ হতে হলে অনেক বেশি পরিশ্রমী হতে হবে। সঠিক এনালাইসিস ও সটিক জ্ঞানেেে প্রয়োগ এখানে ঘটাতে হবে তাহলেই ভালো ফল পাওয়া সম্ভব হতে পারে।

SHARIFfx
2020-01-29, 06:56 PM
এন্ট্রি থেকে ট্রেড নেওয়া। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করা। টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করা। মানিমেনেজমান্ট করা। বেলেন্স অনুযায়ী ভলিউম সেট করা। রিস্ক মেনেজমান্ট করা। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড করা।

Hredy
2020-02-08, 04:38 PM
হ্যা, আপনি ঠিক বলেছেন।ফরেক্স মার্কেটে দক্ষ হওয়ার কৌশলগুলো অনেকের কাছে ফালতু মনে হতে পারে কিন্তু ওগুলোই সঠিক উপায়।ভালো ট্রেডাররা ভালোমতো টেকনিকাল অ্যানালাইসিস করতে পারে।ভালো প্রাইস অ্যাকশন বুঝতে পারে এবং সেটআপ দিতে পারে।ফরেক্স করতে এবং দক্ষ হতে চাই নিশ্চিন্তে ভালো ট্রেডারদের পথ অনুসরন করে কাজ করে যেতে হবে।

Sohagzaman22
2020-02-16, 01:55 PM
ফরেক্স মাকেটে এক্সপাট হতে হলে আপনাকে প্রথমমত ধৈয্য ধারণ করতে হবে। একটা ট্রেড সিস্টেম বানাতে হবে যেটা লসের থেকে লাভ বেশি দিবে। তারপর আপনাকে লস মেনে নেওয়ার অভ্যাস করতে হবে। মানিম্যানেজমেন্ট ফলো করতে হবে। নিজের ইমোশনকে কন্ট্রোন করতে হবে। লোভ করা যাবে না।তাহলে আপনি দখ হতে পারবেন

Rokibul7
2020-02-23, 12:16 PM
ফরেক্স মার্কেটে দক্ষ হতে হলে অনেক কিছু জানতে এবং বুঝতে হবে যেমন সাপোর্ট রেজিস্ট্যান্ট ট্রেন্ড প্যাটার্ন টেকনিক্যাল এনালাইসিস শিখতে হবে আসলে ফরেক্স মার্কেটে এগুলোই হচ্ছে সবথেকে প্রয়োজনের জিনিস যার মাধ্যমে আমরা সবাই মার্কেট এর গতিবেগ সম্পর্কে জানতে পারি তাছাড়া নিউজ ট্রেঞ্চ জানতে হবে নিউজ এর সময় মার্কেটের গতিবেগ খুব বেশী মুভমেন্ট করে আসলে ফরেক্স মার্কেটে অনেক লেভেল আছে হাজার হাজার কোটি কোটি অভিজ্ঞ ট্রেডাররা তারা সবসময় নিজেদের উপযুক্ত সময় বেছে নেয় এবং অপেক্ষা করে নিউজ ট্রেনের জন্য ফরেক্স মার্কেটের নিউজ ট্রেডিং কিন্তু একটা অন্যতম বিষয় ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর আছে এসব ব্যাপারে যথেষ্ট ধারণা থাকা উচিত আসলে অনেক সময় ইনডিকেটর পক্ষে থাকে না ফরেক্স মার্কেটে আসলে নিজের মতো চলে না ফরেক্স মার্কেটে অনেক সময় ইনডিকেটর হয় অতএব ফরেক্স মার্কেটে দলে সাপোর্ট রেজিস্ট্যান্স ইত্যাদি ইত্যাদি শিখতেই হবে তাহলে আপনি ট্রেড করে অনেক কমফোর্ট ফিল করবেন এবং সুবিধা হবে ধন্যবাদ

Sarder
2020-03-30, 05:59 AM
আমি দীর্ঘদিন ধরে প্রবাসী হয়েছি। আপনি বর্তমানে যেখানে থাকেন, সাধারণত আপনার বিনিয়োগের জন্য অপ্রয়োজনীয়।

অবশ্যই, কয়েকটি জিনিসের কোনও প্রকারের প্রভাব রয়েছে। উদাহরণস্বরূপ, আপনি প্রবাস হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের অফ সুযোগে, চার্জ প্রস্তাবনা রয়েছে।

এটি যেমন হোন তেমনি আকারে, বহির্মুখী কেন্দ্রিক রেকর্ডগুলির স্তূপ রয়েছে, যা অভিযোজ্য হওয়ার উদ্দেশ্যে করা হয়েছে, এটি কমপ্যাক্ট, এবং আপনি যখন অন্য কোনও অঞ্চলে চলে যান তখন আপনার সাথে চলে যান ..প্রায়শই আপনার কেবল আপনার ক্রেডিট / প্ল্যাটিনাম কার্ডের কিস্তি রিফ্রেশ করা উচিত বা কেবল অন্য আর্থিক ভারসাম্য থেকে প্রেরণ করা উচিত।আপনি যে বিষয়গুলিতে সংস্থান রেখেছেন তা হ'ল গুরুত্বপূর্ণ। এক টন বিদগ্ধ গবেষণার হিসাবে অবদানের জন্য সবচেয়ে আদর্শ পন্থা;

স্বাচ্ছন্দ্য মজুদ
80% দীর্ঘ উত্তোলনের সংস্থানগুলিতে এবং 20% কিছু "উত্তপ্ত" রেখে।
লম্বা ধাক্কা মারার সময় প্রদর্শন করে
সর্বনিম্ন প্রচেষ্টা প্রসারিত ছাড়াই তালিকার অর্থের পরিমাণ বিস্তৃত
বিপণন সম্পত্তি লম্বা

বেশিরভাগ ডিআইওয়াই স্যুটুলেটর, নির্বিশেষে বা বহিরাগত নয়, নির্বিশেষে একই কারণে সমতল হয়ে পড়ে তারা ঝুঁকি পান না - তারা হয় না কোনওটি নেয় এবং ব্যাংকের প্রসারণ হারায়, বা সহজে অর্থ কেলেঙ্কারিতে প্রবৃত্ত হয়।আজকাল অন্যতম মূল পরিবর্তন হ'ল আজীবন প্রবাসের "মৃত্যু"।আর কখনও কখনও এক্সট্যাটস শুধুমাত্র একটি কাজ আছে। প্রায় 3-4 বছর ধরে প্রায়শই বিদেশ ভ্রমণ করা হয়।

সুতরাং একটি অনলাইন ব্যবস্থা যা সুবিধাজনক এবং আপনার স্থানান্তরিত করার সময় "আপনার সাথে নেওয়া যেতে পারে" এটি মৌলিক।

Md.Nasim Uddin
2020-04-03, 05:14 PM
ফরেক্স মার্কেটে দক্ষ হওয়ার কৌশল হলো একজন ট্রেডার কে ফরেক্স মার্কেট সম্পর্কে এনালাইসিস করার ক্ষমতা থাকতে হবে। একজন ট্রেডার মার্কেট এনালাইসিস করে। ও ডেমো ট্রেডে অংশগ্রহণ করে নিজেকে দক্ষ করে গড়ে তোলা। রিয়েল ট্রেডে ট্রেড করার সময় ফরেক্স মার্কেট এনালাইসিস করে ও ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব। তাই একজন দক্ষ ট্রেডার কৌশল হিসাবে মার্কেট এনালাইসিস ও আনুষঙ্গিক সমস্ত খবরা খবর নিয়েই ফরেক্স ট্রেডিং এ অংশগ্রহণ করলে লাভবান হতে পারবে। তাই এই কৌশল অবলম্বন করার জন্য আগে একজন ট্রেডারকে ফরেক্স সম্পর্কে জানতে হবে। তাহলেই ঔ ট্রেডার এই সকল কৌশল অবলম্বন করে কাজ করে সফলতা অর্জন করতে পারবে।,,,,ধন্যবাদ।

BDFOREX TRADER
2020-04-13, 05:38 PM
10620
ফরেক্স ট্রেড করতে হলে টার্গেট নিয়ে ট্রেড করতে পারা ভাল কিন্তু টার্গেট পূরন করার জন্য বেশি লটে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। এ জন্য আমাদের উচিৎ টার্গেন নিয়ে ট্রেড করতে হবে কিন্তু টার্গেট পুরনের জন্য কোন রিস্ক নেওয়া যাবে না। তাই টার্গেট পূরন হোক বা না হোক। ফরেক্স ট্রেড করার জন্য আমাদের সর্ব প্রথম অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে তাহলে দেখবেন টার্গেট ছাড়াও বেশি প্রফিট করতে পারছেন তাই টার্গেট পূননের পেছনে না ছুটে কিভাবে দক্ষ ট্রেডার হওয়া যাই সেদিকে খেয়াল রাখতে হবে। তবেই নিয়মিত টার্গেট পূরন সম্বব হবে।

FREEDOM
2020-04-14, 12:21 AM
আপনি ফরেক্স মার্কেটে দক্ষ হতে চান ? তাহলে আপনাকে প্রথমেই টেকনিক্যাল এনালাইসিস করা শিখতে হবে। যেমন আপনি হয়ত বিভিন্ন ফোরামে পড়ে থাকবেন, Support, Resistance, TrendLine, Pivot point, Candelestick pattern, Chart pattern, Fibonaccy ইত্যাদি। হয়ত আপনি ভেবেছেন এগুলো ফালতু, ইনডিকেটর-ই সব। এগুলো কি তেমন কাজের? হ্যা, এগুলো ই কাজের, যা মার্কেট ফলো করে সবসময়। বড় ট্রেডার রা এগুলো ই ফলো করে শুধু, আর কিছু নয়। আপনি ও এগুলো ফলো করলেই দক্ষ হবেন গ্যারান্টি দিচ্ছি।

আপনি ঠিকই বলেছেন ফরেক্স মার্কেটে দক্ষ হতে গেলে টেকনিক্যাল এনালাইসিস এর বিকল্প নেই। এর জন্য মার্কেট অনেক বেশি এনালাইসিস করতে হবে আমাদের। আমরা বিভিন্ন ইন্ডিকেটরের সাহায্য নিতে পারি টেকনিক্যাল এনালাইসিস করতে। অবশ্যই আমরা মার্কেটের প্রাইস একসন নির্ধারন করতে পারি সাপোর্ট রেজিস্টান্স নির্ধারনের মাধ্যমে, মুভিং এভারেজ এর মাধ্যমে, ফিবোনেকির মাধ্যমে যা আমাদেরকে ট্রেড করতে সাহায্য করতে পারে।