PDA

View Full Version : বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হওয়ার পথে জেফ বেজোস



kohit
2020-05-17, 07:33 PM
বৈশ্বিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোস বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ব্যক্তি হতে যাচ্ছেন। কভিড-১৯ মহামারীর কারণে ঘরবন্দি হয়ে পড়েছে কয়েকশ কোটি মানুষ। ভয়াবহ এ পরিস্থিতিতে অ্যামাজনের প্লাটফর্মে কেনাকাটা আগের যে কোনো সময়ের চেয়ে কয়েক গুণ বেড়েছে। যে কারণে জেফ বেজোসের ব্যক্তিগত সম্পদে উল্লম্ফন দেখা গেছে। অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনের প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০২৬ সালের মধ্যে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হতে পারেন তিনি। খবর সিএনবিসি।

কভিড-১৯ মহামারীর কারণে বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান মহামারীর কারণে ব্যবসার দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতেও হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান উপকৃত হয়েছে। এর মধ্যে অন্যতম আমাজন।

জেফ বেজোস বর্তমানে ১৪ হাজার ৩০০ কোটি ডলার নিট সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তকমা দখলে রেখেছেন। তবে লকডাউনের সময় অনলাইনে কেনাকাটা বেড়ে যাওয়ায় তার কোম্পানির লাভের পরিমাণ এতটাই বেশি যে বেজোসের বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার সম্পদের অধিকারী হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আগামী ছয় বছরের মধ্যে বেজোসের সম্পদের পরিমাণ ট্রিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছতে পারে বলে এক সমীক্ষায় জানিয়েছে কম্পারিজন।

প্রতিষ্ঠানটির সমীক্ষায়, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের শীর্ষ ২৫ কোম্পানির বাজার মূলধন এবং গত পাঁচ বছরে বিশ্বের শীর্ষ ২৫ ধনী ব্যক্তির মোট সম্পদ বিশ্লেষণ করা হয়েছে। এরপর বার্ষিক গড় প্রবৃদ্ধি গণনা করে আগামী বছরগুলোর জন্য প্রবৃদ্ধির হার হিসাব করেছে।

বণিক বার্তা