View Full Version : মার্কেটের মুভমেন্ট জানার জন্য টেকনিক্যাল এনালাইসিসের গুরুত্ব অপরিসীম!
DEARMUM100
2020-05-19, 11:52 AM
প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য এনালাইসিস করার গুরুত্ব অপরিসীম। এনালাইসিস প্রধাণত তিন প্রকার।১.ফান্ডামে ্টাল এনালাইসিস ২.টেকনিক্যাল এনালাইসিস ৩ সেন্টিমেন্টাল এনালাইসিস। মাকের্টে গতিবেগ পর্যবেক্ষণ করার জন্য টেকনিক্যাল এনালাইসিস করা খুবই জরুরী।টেকনিক্যাল এনালাইসিস করে মার্কেটের সঠিক মুভমেন্ট জানা যায়।মুভমেন্ট জেনে তারপর ট্রেড ওপেন করা ভালোও।তাই মাকের্টের মুভমেন্ট জানার জন্য টেকনিক্যাল এনালাইসিসের গুরুত্ব অপরিসীম বলে আমি মনে করি।আপনারা কি বলেন?
MINARULRFL100
2020-05-19, 02:02 PM
ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে হলে অবশ্যই আপনাকে টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে কারন প্রাইজ একশন প্রাইজ মুভমেন্ট সম্পর্কে জানতে হলে টেকনিক্যাল এনালাইসিস না করে আপনি কখনো প্রাইজ মুভমেন্ট এবং প্রাইজ একশন বুঝতে পারবেন না।মার্কেটে গতিবেগ পর্যবেক্ষণ করে আপনাকে নির্ধারণ করতে হবে।তাই টেকনিক্যাল এনালাইসিস এর কোন বিকল্প নেই ফরেক্স মার্কেটে।
rakib.r
2020-05-19, 05:03 PM
শুধু যে আপনি টেকনিকেল এনালাইজ দিয়ে সফল হয়ে যাবে এমন টি ধারনা কথা ঠিক নয়। তিন ধরনের এনালাইজ ই আপনার আনতে হবে। যদি আপনি তিন ধরনের এনালাইজ না জানেন তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। মার্কেট আপনাকে সব সময় লাভ দিবে না। কখনো কখনো আপনার ফলস মুভমেন্ট এর ও স্বিকার হইতে হবে। তখন আপনার টেকনিক্যাল এনালাইজ কাজে দিবে না, তখন আপনার সেন্টিমেন্টাল এনালাইজ করে মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে হবে
uzzal05
2020-05-28, 11:51 AM
আমি ব্যক্তিগত ভাবে মার্কেট এ টেকনিক্যাল এনালাইসিস এর উপর ভিত্তি করে ট্রেড দিয়ে থাকি। আসলে মার্কেট মুভমেন্ট বুঝার জন্য আমাদের টেকনিক্যাল এনালাইসিস এর গুরত্ব অনেক। আর সাধারনত টেকনিক্যাল এনালাইসিস করে খুব সহজেই ট্রেড দেওয়া যায়। কিন্তু ফান্ডামেন্টাল দেখে সেটা সম্ভব হয় না।
FREEDOM
2020-07-27, 06:07 PM
ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন হয় এবং বেশিরভাগ ট্রেডারই টেকনিকালি ট্রেড করে থাকে বলে আমার ধারনা। টেকনিক্যালি এনালাইসিস মুলত ট্রেন্ড লাইন, সাপোর্ট রেজিস্টান্স এগুলো নির্ধারন করার জন্যই করা হয়ে থাকে এবল এতে ট্রেড করে ভালো ফলাফলও আশা করা সম্ভব হয়।
rakib.r
2020-07-27, 08:11 PM
মার্কেটে টিকে থাকার এক মাত্র অবলম্বন হলো এনালাইজ করা। এনালাইজ অনেক ভাবেই করা যায়। টেকনিক্যাল এনালাইজ , ফান্ডামেন্টাল এনালাইজ আর সেন্টিমেন্টাল এনালাইজ এই তিন ভাবেই এনালাইজ করা যায়। আমাদের শুরুতে টেকনিক্যাল এনালাইজ আর ফান্ডামেন্টাল এনালাইজ এই দুই ধরনের এনালাইজ করতে পারা শিখতে হবে। সেন্টিমেন্টাল এনালাইজ টা আসলে খুব একটা সহজ কাজ নয়, এটা খুব জলদি শিখাও যায় না তাই এটি সময়ের সাথে সাথে শিখে যাবেন। এনালাইজ ছাড়া কোন ট্রেড নিলে সেই ট্রেড টা আপনার জন্য খুব একটা সুবিধা জনক নাও হইতে পারে
Md.shohag
2020-08-15, 11:01 PM
আপনি টেকনিকেল এনালাইজ দিয়ে সফল হয়ে যাবে এমন টি ধারনা কথা ঠিক নয়। তিন ধরনের এনালাইজ ই আপনার আনতে হবে। যদি আপনি তিন ধরনের এনালাইজ না জানেন তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। মার্কেট আপনাকে সব সময় লাভ দিবে না। কখনো কখনো আপনার ফলস মুভমেন্ট এর ও স্বিকার হইতে হবে। তখন আপনার টেকনিক্যাল এনালাইজ কাজে দিবে না, তখন আপনার সেন্টিমেন্টাল এনালাইজ করে মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে হবে
Devdas
2021-07-31, 10:50 PM
মার্কেটে মুভমেন্ট জানার জন্য টেকনিক্যাল এনালাইসিস এর ব্যবহার করে থাকেন বেশীর ভাগ ট্রেডারগন। তিনটি এনালাইসিস এর জন্য সব থেকে জনপ্রিয় এনালাইসিস হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস। টেকনিক্যাল এনালাইসিস এর জন্য মার্কেট এর চার্ট প্যাটের্ন ফলো করে মার্কেট এর সঠিক ভাবে ড্র একে মার্কেট কোন দিকে মুভমেন্ট এ হিট করবে তা চার্টের মাধ্যেমে একে দেখিয়ে দেয় এই এনালাইসিস। আর বাকি দুটি এনালাইসিস মার্কেট এর বিভিন্ন দেশের মুদ্রাফ্রিত ও সম্পদের অবস্থা জানাতে সহায়তা করে থাকে।
EmonFX
2021-08-01, 11:44 AM
প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য এনালাইসিস করার গুরুত্ব অপরিসীম। এনালাইসিস প্রধাণত তিন প্রকার।১.ফান্ডামে ্টাল এনালাইসিস ২.টেকনিক্যাল এনালাইসিস ৩ সেন্টিমেন্টাল এনালাইসিস। মাকের্টে গতিবেগ পর্যবেক্ষণ করার জন্য টেকনিক্যাল এনালাইসিস করা খুবই জরুরী।টেকনিক্যাল এনালাইসিস করে মার্কেটের সঠিক মুভমেন্ট জানা যায়।মুভমেন্ট জেনে তারপর ট্রেড ওপেন করা ভালোও।তাই মাকের্টের মুভমেন্ট জানার জন্য টেকনিক্যাল এনালাইসিসের গুরুত্ব অপরিসীম বলে আমি মনে করি।আপনারা কি বলেন?
ফরেক্সে সাধারনত তিন ধরেনের এনালাইসিস থাকে। যথা-টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস। এর মধ্যে ফান্ডামেন্টাল এনালাইসিস সব থেকে গুরুত্বপূর্ন। কোন ট্রেড নেয়ার আগে অবশ্যই সে ব্যাপারে ফান্ডামেন্টাল এনালাইসিস করে নিতে হবে। ফরেক্সে প্রতিদিনই কিছু আগাম নিউজ রিলিজ হয়। এখানে সাধারনতো কোন একটি দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা কেমন হতে পারে তার একটা বিশদ বিবরন থাকে। কোন দেশের কারেন্সির সাথে ঐ দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। তাই রাজনৈতিক পতন বা অর্থনৈতিক বিপর্জয়ের সাথে সাথে ঐ দেশের কারেন্সিরও মূল্য পরিবর্তিত হয়। এসব নিউজগুলো বিভিন্ন ব্রোকারের ইকনোমিক ক্যালেন্ডারে সন্নিবেসিত থাকে। যেখান থেকে একজন ট্রেডার স্টাডি ও এনালাইসিস করে বুঝতে পারে আগামিতে কারেন্সির মূ্ল্য কেমন হতে পারে।
এক কথায় বলতে গেলে ক্যান্ডেলিস্টিক চার্ট দেখে যে এনালাইসিস করা হয় তাই টেকনিক্যাল এনালাইসিস। আরো সহজ করে বললে, ইন্ডিকেটর, চার্ট, সাপোর্ট ও রেজিস্ট্যন্স দেখে যে বিশ্লেষন করা হয় তাই টেকনিক্যাল এনালাইসিস। ফরেক্সে সাধারনতো তিন ধরেনের এনালাইসিস আছে। টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস। অনেকে টেকনিক্যাল এনালাইসিসের উপর ভিত্তি করে আবার কেউবা ফান্ডামেন্টাল এনালাইসিসের উপল ভিত্তি করে ট্রেড নিয়ে থাকেন। যারা টেকনিক্যাল এনালাইসিস করেন তারা ফান্ডামেন্টাল এনালাইসিসের গুরুত্ব দেন না। আবার যারা ফান্ডামেন্টাল এনালাইসিস করেন তাদের কাছে টেকনিক্যাল এনালাইসিস দু’চোখের বিষ। তবে আমি বলব ফরেক্সে ট্রেডিং এর ক্ষেত্রে দু’ধরনের এনালাইসিসের উপর ভিত্তি করেই ট্রেড নেয়া উচিৎ।
Starship
2021-08-01, 10:03 PM
ফরেক্সে মার্কেট মুভমেন্ট কি হতে পারে বা ঊর্ধ্বমুখী বাজার নিম্নমুখী মুভমেন্ট করবে এটা জানার জন্য টেকনিক্যাল এনালাইসিস গুরুত্বপূর্ণ অবদান রাখে। ট্রেড করার ক্ষেত্রে আমরা সাধারণত টেকটিক্যাল এনালাইসিস করি যাতে করে আমাদের ট্রেডটি যথাযথভাবে নিতে পারি। এজন্য আমাদের টেকনিক্যাল এনালাইসিস যথাযথভাবে করা জানতে হবে। পাশাপাশি ফান্ডামেন্টাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মার্কেট মুভমেন্ট এর ক্ষেত্রে। সেন্টিমেন্টাল এনালাইসিস ছাড়া আমরা ট্রেড নিতে পারি না। সেজন্য কোন এনালাইসিস গুরুত্ব কম নয় মার্কেট মুভমেন্ট এর গতি বৃদ্ধি জানার জন্য।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.