PDA

View Full Version : ফরেক্স ব্যবসা মূলত: ধনী এবং ব্যাংকগুলোর জন্যই প্রযোজ্য !!!



Mahmud1984fx
2020-05-20, 09:45 AM
ফরেক্স যেহেতু বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়ের নাম। যে ব্যবসা বিশ্ব অর্থনীতির উপর ডিপেন্ড করে। যেখানে প্রত্যেক দেশের অর্থনীতির অবস্থার উপর নির্ভর করে ফরেক্স বিজনেস চলে। যেখানে বিলিয়ন-ট্রিলিয়ন ডলারের লেনদেন হয় প্রতিদিন। বলা যায় বিশ্বের সবচেয়ে বড় মার্কেট বর্তমানে। সেই ব্যবসা তো কম পুজি দিয়ে হওয়ার কথা নয়। তবে সেটাই ছিল এক সময়-যখন শুধুমাত্র বিশ্বের সেরা ধনীরা এবং ব্যাংকগুলোই ফরেক্স ট্রেডিং করতে পারতো। কিন্তু আমাদের সৌভাগ্য যে, প্রযুক্তি এবং ডিজিটালের এই যুগে আমাদের মতো গরীব দেশের খুব সাধারণ মানুষ ও স্বল্প পুজি দিয়েই এই ব্যবসা করে ভাল প্রফিট করার সুযোগ পাচ্ছি। এটার পিছনে নিজেদের সর্বোচ্চ মেধা খাটিয়ে , সুযোগ কাজে লাগিয়ে নিজেদের সব স্বপ্নই পূরণ করা সম্ভব । ইনশা আল্লাহ।





ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297

Hasinapx
2020-05-20, 11:30 AM
শিরোনামটা একসময় প্রযোজ্য ছিল কিন্তু এখন আর সেই অবস্থা নেই কারণ এখন শুধু ১ডলার নয় বরং বিনা পূজি দিয়েই ব্যবসা করা যায়। যে কোন অনুন্নত দেশের যে কোন নাগরিকই স্বল্প পূজি দিয়ে বা ইনবেস্ট ছাড়াই ফরেক্স বিজনেস করতে পারে। বাড়ীতে বসে বা যেকোন স্থানে বসেই বা টেক প্রফিট বা স্টপ লস দিয়ে ঘুমিয়েই ব্যবসা পরিচালনা করতে পারে। বর্তমানে ডিজিটাল এই যুগে আমাদের হাতের নাগালে এত সুন্দর একটা ব্যবসা।

mamunjd97
2020-05-20, 12:02 PM
মার্কেট যখন খুব বেশী উঠানামা করে তখন মনে হয় ইনভেস্ট বেশী হলে ফরেক্স করতে সুবিধা। যখন ব্যালেন্স জিরো হয় তখনই মনে হয় এটা মনে হয় শুধু ধনী বা ব্যাংকগুলোই এই ব্যবসা করতে পারবে।

JUHAIRJABIR2
2020-05-20, 05:22 PM
বর্তমান সময়ে ফরেক্স ব্যবসা করতে অনেক পূজি লাগেনা। লাগে মেধা এবং নিয়মানুবর্তিতা। এই দুটির সমন্বয়ে বর্তমান সময়ের স্বল্প পূজির একজন ট্রেডার ভবিষ্যতে মস্তবড় পূজিপতি হয়ে উঠতে পারে।

XXXTentacion
2020-05-20, 06:14 PM
ফরেক্স যেহেতু বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়ের নাম। যে ব্যবসা বিশ্ব অর্থনীতির উপর ডিপেন্ড করে। যেখানে প্রত্যেক দেশের অর্থনীতির অবস্থার উপর নির্ভর করে ফরেক্স বিজনেস চলে। যেখানে বিলিয়ন-ট্রিলিয়ন ডলারের লেনদেন হয় প্রতিদিন। বলা যায় বিশ্বের সবচেয়ে বড় মার্কেট বর্তমানে। সেই ব্যবসা তো কম পুজি দিয়ে হওয়ার কথা নয়। তবে সেটাই ছিল এক সময়-যখন শুধুমাত্র বিশ্বের সেরা ধনীরা এবং ব্যাংকগুলোই ফরেক্স ট্রেডিং করতে পারতো। কিন্তু আমাদের সৌভাগ্য যে, প্রযুক্তি এবং ডিজিটালের এই যুগে আমাদের মতো গরীব দেশের খুব সাধারণ মানুষ ও স্বল্প পুজি দিয়েই এই ব্যবসা করে ভাল প্রফিট করার সুযোগ পাচ্ছি। এটার পিছনে নিজেদের সর্বোচ্চ মেধা খাটিয়ে , সুযোগ কাজে লাগিয়ে নিজেদের সব স্বপ্নই পূরণ করা সম্ভব । ইনশা আল্লাহ।





ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297

এমন স্ট্র্যাটেজীর সুফল আপনি এভাবে পাবেন যে, আপনার একটা ট্রেড প্রফিটে গেলে সেই প্রফিট আপনার পরবর্তী তিনটা ট্রেড লসে গেলেও আপনার মুল ব্যালান্স অক্ষুন্ন থাকবে।
৪) যে স্ট্র্যাটেজীই ব্যবহার করেন না কেন, সবসময় ট্রেন্ডের পক্ষে ট্রেড নেবেন। সাগরে ঢেউ বেশি হলে মাঝি নৌকার পাল কিন্ত যেদিকে বাতাস বইতে থাকে ঠিক সেদিকে তুলে ধরে, কারন বাতাসের উল্টোদিকে যেতে চাইলে প্রানটা হারাতে হতে পারে।

uzzal05
2020-05-26, 06:30 AM
একটা সময় ছিল ফরেক্স শুধুমাত্র ধনী ব্যাক্তিদের জন্য। আর বড় প্রতিষ্ঠানগুলো ব্যবসা করত। কিন্তু এখন সময়ের পরিবর্তানের ফলে সবাই ফরেক্স করতে পারছে। ফরেক্স মার্কেট হচ্ছে আন্তর্জাতিক অনলাইন মুদ্রা বাজার। যেখানে প্রতিদিন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার লেনদেন হয়।

K.K.BABY
2020-05-28, 07:12 AM
ফরেক্স মার্কেট ধোনি গরিব সকলের জন্য উন্মুক্ত।এই ব্যাবসা আপনি সর্বনিম্ন ১ ডলার দিয়ে শুরু করতে পারবেন।আমরা মনে করি ফরেক্স মার্কেট বড় লোকদের ব্যাবসা আসলেই ব্যাপারটা এই রকম নয় এই জন্য বিভিন্ন ব্রোকার আমাদেরকে একটা সুযোগ প্রদান করেছে।আমরা এই ব্রোকারদের মাধ্যমে সর্বনিম্ন ১ ডলার ডিপোজিট করে ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে পারবো তাই এখন এইটা মনে করে আপনি আপনার সুযোগটা হারাবেন না।আপনি আপনার মেধা খাটায়ি দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌছাতে পারবেন।তাই দেরি না করে আপনি ফরেক্স মার্কেটে ব্যাবসা শুরু করুন আপনি যতো দ্রুত কাজ শুরু করবেন ততো দ্রুত আপনি ফরেক্স মার্কেটের উপর দক্ষতা অর্জন করতে পারবেন।