Log in

View Full Version : প্রফিটেবল ট্রেডার হবার উপার!



Rakib Hashan
2020-05-20, 05:40 PM
11046
কিভাবে ফরেক্স ট্রেডিংয়ে আপনি গেইনারের তালিকায় থাকবেন?
১) ফরেক্স এর পথ সমতল নয়, উঁচুনিচু আর খানা-খন্দে ভরা, আপনাকে সর্বপ্রথম এই পথ পাড়ি দেবার মত একটা স্ট্র্যাটেজী ঠিক করতে হবে।
২) স্ট্র্যাটেজীটা যেমনই হোক না কেন, আপনাকে লক্ষ্য রাখতে হবে নুন্যতম প্রফিট রেশিও যেন রিস্ক রেশিওর থেকে তিনগুন হয়। অর্থ্যাত আপনার স্টপ লস ২০ পিপ্স হলে যেন টেক প্রফিট ৬০ পিপ্স হয় কমপক্ষে।
৩) এমন স্ট্র্যাটেজীর সুফল আপনি এভাবে পাবেন যে, আপনার একটা ট্রেড প্রফিটে গেলে সেই প্রফিট আপনার পরবর্তী তিনটা ট্রেড লসে গেলেও আপনার মুল ব্যালান্স অক্ষুন্ন থাকবে।
৪) যে স্ট্র্যাটেজীই ব্যবহার করেন না কেন, সবসময় ট্রেন্ডের পক্ষে ট্রেড নেবেন। সাগরে ঢেউ বেশি হলে মাঝি নৌকার পাল কিন্ত যেদিকে বাতাস বইতে থাকে ঠিক সেদিকে তুলে ধরে, কারন বাতাসের উল্টোদিকে যেতে চাইলে প্রানটা হারাতে হতে পারে।
ফরেক্স মার্কেটে ট্রেন্ডটাও ঠিক তেমনি। আপনি ট্রেন্ডের পক্ষে থাকলে নিজেকে বেশ নিরাপদে রাখতে পারবেন। কিন্ত ট্রিলিয়ন ডলারের সমুদ্রে নিজের কয়েকশত বা কয়েকহাজার ডলারের মুলধন নিয়ে ট্রেন্ডের বিপক্ষে যাবার সাহস করলে ফলাফল কি হতে পারে তা নিশ্চয় আপনি নিজেই আঁচ করতে পারছেন।
৫) কখনোই বিশ্বাস করবেন না যদি কেউ বলে যে, সে এই মার্কেটে কেউ ৮০% বা ৯০% টানা প্রফিট করে চলছে। তার মানে আপনিও তেমনটি করতে পারবেন। সুতরাং আপনি তার কথা শুনেই ছুটে চললেন তার কাছে, তার তালীম নেবার আশায়, কিন্ত ফলাফল দেখলেন নেগেটিভ। অর্থ্যাত আপনি আবারও লস করেছেন।
৬) মনে রাখবেন ১০ টা ট্রেডের ৮-৯ টা ট্রেডে আপনি ১০ পিপ্স করে প্রফিট নিলেন এভারেজে, কিন্ত বাকি ১-২ টা ট্রেডেই আপনি লস করেছেন ৫০-১০০ পিপ্স করে টোটাল ১০০-২০০ পিপ্স। এখানে আপনার ট্রেডগুলোর প্রফিট রেশিও ৮০%-৯০% হলেও আল্টিমেটলি কিন্ত আপনি বেশ ভালোই লসের স্বীকার হয়ে চলেছেন। এখন কি বুঝতে পারছেন সমস্যাটা কোথায় ??
৭) আমি ১:৩ রেশিওতে ট্রেড করতে বলেছি, তার কারন আপনি যদি ৫০% উইনও করেন , তবুও আপনি ভাল রকমের প্রফিটে থাকবেন।
১০টা ট্রেডের ৫টা ১০ পিপ্স করে লস করলেন, তার মানে ৫০ পিপ্স লস হলো, আর বাকি ৫টা তিনগুন করে প্রফিট করলেন।তার মানে ১৫০ পিপ্স প্রফিট হলো। লাভ লস মিলে কিন্ত আরও ১০০ পিপ্স প্রফিট করলেন আপনি। এখানেই প্রকৃতপক্ষে লাভ লসের হিসেব লুকিয়ে থাকে।
৮) নিজের ব্যালান্স নিয়ে সবসময় যত্নবান হবেন। কখনোও নেগেটিভ হলে হাল ছেড়ে দেবেন না। ঠান্ডা মাথায় ভেবে এর কারন বের করুন। ইমোশনালি কোন ট্রেড চালু করবেন না। ফরেক্স মার্কেট কারও ইমোশনকে পাত্তা দেয় না।
৯) এরপর কারেন্সী পেয়ার বাছাই করতে সচেতন হোন। মনে রাখবেন আলাদা দেশ, আলাদা কারেন্সি মুভমেন্ট। সুতরাং একই ব্যবসা পদ্ধতি দিয়ে আলাদা দেশের কারেন্সি মুভমেন্টকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা অনেক কষ্টের। কারন মাছের ব্যবসা পদ্ধতি দিয়ে আপনি আলুর ব্যবসা করতে গেলে লস খাবেনই। সুতরাং পারতপক্ষে একটি কারেন্সী পেয়ার বাছাই করুন যা আপনার স্ট্র্যাটেজীর সাথে মানানসই হয়।নয়তো কোন একটা কারেন্সী বাছাই করুন, এরপর সেই কারেন্সীর যতগুলো পেয়ার আছে, সেগুলোতে ট্রেড করুন।
১০) যতগুলো পেয়ারই বাছাই করেন না কেন। এখানে মানি ম্যানেজমেন্ট আপনাকে ফলো করতেই হবে। এই বিষয়টা অনেকেই জানে না। আজ পরিস্কার হয়ে জেনে নিন।
মানি ম্যানেজমেন্ট হচ্ছে, আপনার মুলধনকে নিরাপদ রাখা।
ধরুন আপনার ব্যালান্স ১০০ ডলার। আপনি ৫% রিস্ক নিবেন। তাহলে কি করবেন?
এখানে, আপনি যতগুলো ট্রেডই নেন না কেন, আপনার সকল স্টপ লসের হিসেব মিলিয়ে যেন ৫ ডলারের বেশি না লস হয়। কারন একবার সবগুলো লস হয়ে গেলেও আপনি আরও ১৯ বার একই ভাবে ট্রেড করার সুযোগ পাবেন। আগের লস রিকভারি করে আবারও প্রফিটে নিয়ে আসার সুযোগ পাবেন।
১১) বাংলা একটা প্রবাদ আছে, “ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না”
এটা এখানে প্রযোজ্য হবে। সুতরাং ট্রেড ওপেন করার আগে ট্রেন্ড, আপনার স্ট্র্যাটেজী, সব দিক বিবেচনা করে পারফেক্ত হলে তবেই ট্রেড ওপেন করুন। টেক প্রফিট লেভেল, স্টপ লস লেভেল সেট করুন। এরপর বার বার চার্ট দেখতে যাবেন না। তাতে অস্থিরতা বাড়ে শুধু। আর অস্থির মনই আপনাকে ভুল ডিরেকশান দিয়ে ভুল কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করে।
সুতরাং ট্রেড ওপেন করুন এবং তার কথা ভুলে যান। পরের এন্ট্রি খোঁজ করুন। সবশেষে বলতে পারি যে, ট্রেড বাই ট্রেড হিসেব না করে মাসে কয়টা ট্রেড নিলেন, তার টোটাল হিসেব করুন। কত পিপ্স প্রফিট পেলেন, কত পিপ্স লস করলেন তার হিসেব বের করুন।
একই ভাবে ব্যাকটেস্ট করুন। মাসে কেমন প্রফিট এর সুযোগ ছিল সেসব মাসে তা বের করুন। একটা পরিস্কার ধারনা পাবেন। এভাবে টানা ২-৩ মাস করে যান, এতে অভ্যস্ত হয়ে যাবেন একসময়। আর একবার অভ্যস্ত হয়ে গেলে আপনি নিজেকে সেই ৫-১০% প্রফিটেবল ট্রেডারদের মাঝে দেখতে পাবেন আমি নিশ্চিত।

XXXTentacion
2020-05-20, 06:15 PM
11046
কিভাবে ফরেক্স ট্রেডিংয়ে আপনি গেইনারের তালিকায় থাকবেন?
১) ফরেক্স এর পথ সমতল নয়, উঁচুনিচু আর খানা-খন্দে ভরা, আপনাকে সর্বপ্রথম এই পথ পাড়ি দেবার মত একটা স্ট্র্যাটেজী ঠিক করতে হবে।
২) স্ট্র্যাটেজীটা যেমনই হোক না কেন, আপনাকে লক্ষ্য রাখতে হবে নুন্যতম প্রফিট রেশিও যেন রিস্ক রেশিওর থেকে তিনগুন হয়। অর্থ্যাত আপনার স্টপ লস ২০ পিপ্স হলে যেন টেক প্রফিট ৬০ পিপ্স হয় কমপক্ষে।
৩) এমন স্ট্র্যাটেজীর সুফল আপনি এভাবে পাবেন যে, আপনার একটা ট্রেড প্রফিটে গেলে সেই প্রফিট আপনার পরবর্তী তিনটা ট্রেড লসে গেলেও আপনার মুল ব্যালান্স অক্ষুন্ন থাকবে।
৪) যে স্ট্র্যাটেজীই ব্যবহার করেন না কেন, সবসময় ট্রেন্ডের পক্ষে ট্রেড নেবেন। সাগরে ঢেউ বেশি হলে মাঝি নৌকার পাল কিন্ত যেদিকে বাতাস বইতে থাকে ঠিক সেদিকে তুলে ধরে, কারন বাতাসের উল্টোদিকে যেতে চাইলে প্রানটা হারাতে হতে পারে।
ফরেক্স মার্কেটে ট্রেন্ডটাও ঠিক তেমনি। আপনি ট্রেন্ডের পক্ষে থাকলে নিজেকে বেশ নিরাপদে রাখতে পারবেন। কিন্ত ট্রিলিয়ন ডলারের সমুদ্রে নিজের কয়েকশত বা কয়েকহাজার ডলারের মুলধন নিয়ে ট্রেন্ডের বিপক্ষে যাবার সাহস করলে ফলাফল কি হতে পারে তা নিশ্চয় আপনি নিজেই আঁচ করতে পারছেন।
৫) কখনোই বিশ্বাস করবেন না যদি কেউ বলে যে, সে এই মার্কেটে কেউ ৮০% বা ৯০% টানা প্রফিট করে চলছে। তার মানে আপনিও তেমনটি করতে পারবেন। সুতরাং আপনি তার কথা শুনেই ছুটে চললেন তার কাছে, তার তালীম নেবার আশায়, কিন্ত ফলাফল দেখলেন নেগেটিভ। অর্থ্যাত আপনি আবারও লস করেছেন।
৬) মনে রাখবেন ১০ টা ট্রেডের ৮-৯ টা ট্রেডে আপনি ১০ পিপ্স করে প্রফিট নিলেন এভারেজে, কিন্ত বাকি ১-২ টা ট্রেডেই আপনি লস করেছেন ৫০-১০০ পিপ্স করে টোটাল ১০০-২০০ পিপ্স। এখানে আপনার ট্রেডগুলোর প্রফিট রেশিও ৮০%-৯০% হলেও আল্টিমেটলি কিন্ত আপনি বেশ ভালোই লসের স্বীকার হয়ে চলেছেন। এখন কি বুঝতে পারছেন সমস্যাটা কোথায় ??
৭) আমি ১:৩ রেশিওতে ট্রেড করতে বলেছি, তার কারন আপনি যদি ৫০% উইনও করেন , তবুও আপনি ভাল রকমের প্রফিটে থাকবেন।
১০টা ট্রেডের ৫টা ১০ পিপ্স করে লস করলেন, তার মানে ৫০ পিপ্স লস হলো, আর বাকি ৫টা তিনগুন করে প্রফিট করলেন।তার মানে ১৫০ পিপ্স প্রফিট হলো। লাভ লস মিলে কিন্ত আরও ১০০ পিপ্স প্রফিট করলেন আপনি। এখানেই প্রকৃতপক্ষে লাভ লসের হিসেব লুকিয়ে থাকে।
৮) নিজের ব্যালান্স নিয়ে সবসময় যত্নবান হবেন। কখনোও নেগেটিভ হলে হাল ছেড়ে দেবেন না। ঠান্ডা মাথায় ভেবে এর কারন বের করুন। ইমোশনালি কোন ট্রেড চালু করবেন না। ফরেক্স মার্কেট কারও ইমোশনকে পাত্তা দেয় না।
৯) এরপর কারেন্সী পেয়ার বাছাই করতে সচেতন হোন। মনে রাখবেন আলাদা দেশ, আলাদা কারেন্সি মুভমেন্ট। সুতরাং একই ব্যবসা পদ্ধতি দিয়ে আলাদা দেশের কারেন্সি মুভমেন্টকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা অনেক কষ্টের। কারন মাছের ব্যবসা পদ্ধতি দিয়ে আপনি আলুর ব্যবসা করতে গেলে লস খাবেনই। সুতরাং পারতপক্ষে একটি কারেন্সী পেয়ার বাছাই করুন যা আপনার স্ট্র্যাটেজীর সাথে মানানসই হয়।নয়তো কোন একটা কারেন্সী বাছাই করুন, এরপর সেই কারেন্সীর যতগুলো পেয়ার আছে, সেগুলোতে ট্রেড করুন।
১০) যতগুলো পেয়ারই বাছাই করেন না কেন। এখানে মানি ম্যানেজমেন্ট আপনাকে ফলো করতেই হবে। এই বিষয়টা অনেকেই জানে না। আজ পরিস্কার হয়ে জেনে নিন।
মানি ম্যানেজমেন্ট হচ্ছে, আপনার মুলধনকে নিরাপদ রাখা।
ধরুন আপনার ব্যালান্স ১০০ ডলার। আপনি ৫% রিস্ক নিবেন। তাহলে কি করবেন?
এখানে, আপনি যতগুলো ট্রেডই নেন না কেন, আপনার সকল স্টপ লসের হিসেব মিলিয়ে যেন ৫ ডলারের বেশি না লস হয়। কারন একবার সবগুলো লস হয়ে গেলেও আপনি আরও ১৯ বার একই ভাবে ট্রেড করার সুযোগ পাবেন। আগের লস রিকভারি করে আবারও প্রফিটে নিয়ে আসার সুযোগ পাবেন।
১১) বাংলা একটা প্রবাদ আছে, “ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না”
এটা এখানে প্রযোজ্য হবে। সুতরাং ট্রেড ওপেন করার আগে ট্রেন্ড, আপনার স্ট্র্যাটেজী, সব দিক বিবেচনা করে পারফেক্ত হলে তবেই ট্রেড ওপেন করুন। টেক প্রফিট লেভেল, স্টপ লস লেভেল সেট করুন। এরপর বার বার চার্ট দেখতে যাবেন না। তাতে অস্থিরতা বাড়ে শুধু। আর অস্থির মনই আপনাকে ভুল ডিরেকশান দিয়ে ভুল কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করে।
সুতরাং ট্রেড ওপেন করুন এবং তার কথা ভুলে যান। পরের এন্ট্রি খোঁজ করুন। সবশেষে বলতে পারি যে, ট্রেড বাই ট্রেড হিসেব না করে মাসে কয়টা ট্রেড নিলেন, তার টোটাল হিসেব করুন। কত পিপ্স প্রফিট পেলেন, কত পিপ্স লস করলেন তার হিসেব বের করুন।
একই ভাবে ব্যাকটেস্ট করুন। মাসে কেমন প্রফিট এর সুযোগ ছিল সেসব মাসে তা বের করুন। একটা পরিস্কার ধারনা পাবেন। এভাবে টানা ২-৩ মাস করে যান, এতে অভ্যস্ত হয়ে যাবেন একসময়। আর একবার অভ্যস্ত হয়ে গেলে আপনি নিজেকে সেই ৫-১০% প্রফিটেবল ট্রেডারদের মাঝে দেখতে পাবেন আমি নিশ্চিত।

বেশিরভাগ ট্রেডাররাই লোভের ফাঁদে ধরা পড়ে। এমন ট্রেডার খুবই কম আছে, যারা লোভ করতে যেয়ে নিজের ক্যাপিটাল হারাইনি বা জিরো করেনি। যত বেশি লোভ করবে, ততই ধরা খাবেন। আমরা যখন লোভ কন্ট্রোল করতে পারবো, তখন প্রফিটও করতে পারবো। যতবারই বেশি লাভের আশায় ট্রেড ধরে রেখেছি ততবারই ধরা খাইছি। তাইতো কথায় আছে,"লোভে পাপ,আর পাপে মৃত্যু "।

uzzal05
2020-05-26, 06:18 AM
আমাদের একটা বিষয় সব সময় মনে রেখে ট্রেড করতে হবে যে ৫% এর বেশি রিস্ক না নেওয়া। এর বেশি রিস্ত না নিলেই ভালো। আর ফরেক্স মার্কেট এ ১০০% ট্রেড এ লাভ করা সম্ভব না। আপনাকে এখানে ৬০-৭০% ট্রেড এ হয়ত লাভ করতে পারেন। সেজন্য ট্রেড নেওয়ার আগে ভালো করে অ্যানালাইসিস করে নিতে হবে।

EmonFX
2021-06-21, 12:30 PM
এই মার্কেটে আমরা প্রত্যেকেই প্রফিটেবল ট্রেডার হতে চাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষই সফল হতে চায়, দিনরাত সফলতার স্বপ্ন দেখে যাই। সফল হতে চায়না বা প্রফিটেবল ট্রেডার হতে চায়না এমন মানুষ ফরেক্সে খুঁজে পাওয়া ভার। কিন্তু সমস্যা হলো আমরা সফলতা পাওয়ার জন্য যতোটুকু সময়, পরিশ্রম ও ডেডিকেশন দেয়া দরকার সেটা অনেকেই দিতে অনিচ্ছুক। সফলতা পাওয়ার জন্য অবশ্যই ধৈর্যের সাথে অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে। ধৈর্য এবং পরিশ্রমের ফল কখনো বৃথা যাবার নয়। আমরা যদি পৃথিবীর মহৎ ব্যক্তিদের জীবন পর্যালোচনা করি তাহলে দেখতে পাব যে তারা ছিলেন কঠোর পরিশ্রমী এবং ধৈর্যশীল। আর এর ফলশ্রুতিতে তাদের নাম আজ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন তাদের নাম মানুষের মুখে বারবার উচ্চারিত হবে। তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে সেটা প্রয়োগ করা উচিত। কিন্তু সমস্যা হলো আমরা এই ব্যপারগুলো বুঝতে পারলেও বাস্তবে সেটা করতে অনিচ্ছুক। যার কারণে আমরা সফলতার দ্বারে কখনোই পৌঁছাতে পারি না, সফলতা শুধু স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। কোন কিছু চাইতে হলে সেটা মনেপ্রাণে চাইতে হবে এবং সেই অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে। আমরা যতদিন না এই অবস্থা থেকে বের হয়ে আসতে না পারব ততদিনে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছানো আদৌ সম্ভব নয়।

সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে এই মার্কেটে প্রফিটেবল ট্রেডার হওয়া কঠিন কিছু নয়। আসলে আমরা প্রত্যেকেই সফল হতে চাই, হোক সেটা ফরেক্স মার্কেট বা অন্য কোথাও। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে সফল হতে চায় না। তবে সফল হতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে। অনুরুপ ভাবে ফরেক্সে সফল হতে হলে অবশ্যই প্রচুর পরিশ্রমী ও ধৈর্যশীল হতে হবে। ফরেক্সে সফলতার মূলমন্ত্রই হলো অক্লান্ত পরিশ্রম। শুধু ফরেক্স নয় জীবনের প্রতিটি পদেই সফলতা অর্জণ করতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে। একজন সফল ট্রেডারের নিম্নরুপ বৈশিষ্ট্য থাকা দরকারঃ-
১। ফরেক্সে সফল হওয়ার জস্য সর্বোপ্রথম ফরেক্স সম্পর্কে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে
২। দ্বিতীয়ত লোভ নিয়ন্ত্রন করা সফলতার অন্যতম পন্থা
৩। উচ্চাভিলাষী না হওয়া- উচ্চাভিলাষী মনোভার নিয়ে কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয়।
৪। ধৈর্যশীলতা- সঠিক সময়ের জন্য অপেক্ষা করা
৫। সহজে মানিয়ে নেয়ার প্রবনতা- মার্কেটের গতিবিধির সাথে তাল মিলিয়ে চলা ইত্যাদি।
৬। মানসিক দৃঢ়তা- মনের সাথে যুদ্ধ করে টিকে থাকা ইত্যাদি।
এসব বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে আপনি সফলতার পথে অরেকদূর এগিয়ে থাকবেন।

Starship
2021-06-21, 11:18 PM
প্রতিটা ট্রেডারের উদ্দেশ্য থাকে একজন সফল ট্রেডার হওয়া বা প্রফিটেবল ট্রেডার হওয়া। আর একজন প্রফিটেবল ট্রেডার হওয়া সহজ বিষয় নয়। একজন সফল ট্রেডার হওয়ার জন্য প্রয়োজন প্রচুর অধ্যবসায় অনুশীলন এবং ধৈর্য। এর জন্য ডেমো অ্যাকাউন্ট অনুশীলনের কোন বিকল্প নেই। ডেমোতে অনুশীলনের মাধ্যমে আপনার ট্রেডিং দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে আপনি একজন দক্ষ এবং প্রফিটেবল ট্রেডার হতে পারবেন।