PDA

View Full Version : মাইএফেক্সবুকের ফেক রিভিউ



Rakib Hashan
2020-05-20, 05:51 PM
11047
সাবধান, সাবধান, সাবধান.
বাংলাদেশের ফরেক্স ট্রেডারদের বিশেষ করে নতুনদের কে টার্গেট করে একটি বিশাল শক্তিশালী প্রতারকচক্র অতি সুক্ষভাবে অনেক বড় প্রতারনার ফাদ তৈরী করতেছে।
চক্রটি বাংলাদেশী ব্রোকার তৈরী করে সেই ব্রোকারের লিংক মাইএফেক্সবুকে দিয়ে নিজেদের ইচ্ছেমত ট্রেড হিস্টোরি, উইদড্র (ব্রোকার নিজেদের থাকলে কি করা যায় সেটা আর নাই বললাম) তৈরী করে ট্রেডারদের ফাদে ফেলতেছে।অনেকেই মাইএফেক্সবুক লিংক দেখে মনে করে এখানে তো প্রতারনার কোন কিছু নাই, কিন্তু আমি ব্রোকারের মালিক,আমি যে হিস্টোরি তৈরী করব আমার ইচ্ছেমত সেটায় মাইএফেক্সবুকে দেখাবে। তাদের একাউন্ট এর উদাহরণ -১০০০০$ ডিপোজিট, ৫০০০০$ প্রফিট, ৩০০০০$ উইদড্র, এমন লোভনীয় হিস্টোরি দেখালে কে না চাইবে তাদের কে দিয়ে ফান্ড মেনেজ/ ফরেক্স টিচিং/ তাদের ব্রোকারে ডিপোজিট করতে। তাদের ব্রোকারে ডিপোজিট নিয়ে দিতে পারলে ৩০/৪০/৫০% পর্যন্ত কমিশন দেয়।
চক্রটির সদস্যদের সবার ঐ একই ব্রোকারের একাউন্ট মাইএফেক্সবুকে শেয়ার করা/ইনভেস্টর পাসওয়ার্ড দিচ্ছে সবাই কে। আমি চাইনা কেউ ফাঁসানো ফাদে পড়ে তার কষ্টের টাকা টা ভুল জায়গায়/ প্রতারকের হাতে তুলে দিক তাই আপনাদের সতর্ক করার জন্য এই পোস্ট।

Tofazzal Mia
2020-06-03, 12:27 PM
সত্যিকার অর্থে পৃথিবীর সব থেকে সফল ট্রেডার ও ১০০% না। মাইএফেক্সবুকে রিভিউ না দেখে এফএক্স বুক বা এই জাতীয় কোনো পোর্টফলিও সাইটে ট্রেডিং হিস্টোরি দেখে নিন। আপনি ৯০% প্রফিটে আছে এমন ট্রেডার খুব কমই খুজেঁ পাবেন। কেননা এই মার্কেটে সঠিক মানি ম্যানেজমেন্ট মেনে ৬০% টাইম উইন করলেও অনেক কিছু। কোন ট্রেডারের স্ট্রাটেজি ১০০% একুরিসি দিলে সে এতোদিনে বিল গেটসকেও টপকিয়ে যেতো, অন্তত ট্রেডারদের ৬ মাসের ট্রেডিং হিস্টোরি দেখলেই সবকিছু জলের মত পরিস্কার বোঝা যাবে।