PDA

View Full Version : ৫০ হাজার কোটি ইউরোর উদ্ধার প্যাকেজ ফ্রান্স-জার্মানির



kohit
2020-05-20, 06:54 PM
নভেল করোনাভাইরাস মহামারীর ফলে ইউরোপের অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে, তা প্রশমনে ৫০ হাজার কোটি ইউরোর ইউরোপীয় তহবিল ঘোষণা করেছে ফ্রান্স ও জার্মানি। প্রায় দুই মাসের অচলাবস্থা শেষে যখন ইউরোপের অর্থনীতিগুলো চালু হচ্ছে, তা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেয়ার লক্ষ্যে সোমবার এ পরিকল্পনা ঘোষণা করা হয়।

ইতালি বলছে, মার্চের পর থেকে নভেল করোনাভাইরাসে প্রতিদিনের মৃত্যুর সংখ্যা প্রথমবারের মতো ১০০-এর নিচে নেমে আসায় দোকানপাট, রেস্তোরাঁসহ এথেন্সের সেইন্ট পিটার্স বেসিলিকা ও অ্যাক্রোপলিসের দরজা খোলা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির এক সমীক্ষায় বলা হয়েছে, গত বছরের শেষ দিকে উহানে এ রোগের উদ্ভব হওয়ার পর ৪৭ লাখ মানুষ এতে আক্রান্ত হয়েছে এবং ৩ লাখ ১৫ হাজার ২৭০ জন মারা গেছে। সাম্প্রতিক দিনগুলো ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায় সংক্রমণের হার তীব্র আকার ধারণ করেছে।

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব অর্থনীতি ১৯৩০-এর দশকের মহামন্দা-পরবর্তী সবচেয়ে ভয়াবহ মন্দায় পড়েছে। অর্থনৈতিক বিপর্যয়ের বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠে যখন জাপান জানায়, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিটি ২০১৫-পরবর্তী প্রথম মন্দায় পড়েছে।

বিশ্বের বৃহত্তম অর্থনীতিও ব্যাপক মন্দার শিকার হতে চলেছে, সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারাল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল।

তিনি বলেন, জুনে শেষ হওয়া চলতি ত্রৈমাসিকের উপাত্ত খুব খারাপ হতে যাচ্ছে। অর্থনৈতিক কার্যক্রমে বৃহৎ পতনের পাশাপাশি বেকারত্বের হার অনেক বাড়বে।

বণিক বার্তা