PDA

View Full Version : লিভারেজ ব্যবহারের সাবধানতা



md mehedi hasan
2015-05-24, 02:10 PM
ফরেক্স ট্রেডিং করার জন্য আপনার সুবিধার জন্যঅবশ্যই সব চেয়ে বেশি লিভারেজ নিবেন।কারন লিভারেজ যত বেশি নিবেন আপনি ততো বেশি ট্রেড ওপেন করতে পারবেন।অথাৎ খুব কম টাকায় বেশি ট্রেড করা যায়। তবে অবশ্যই সাবধান থাকতে আপনার ব্যালেন্স সমন্ধে। কারন লিভারেজ বেশি নেওয়ার ফলে আপনি বেশি বেশি ট্রেড ওপেন করতে পারবেন। কিন্তু য়দি ট্রেড ণ্ডলো আপনার পক্ষে যায় তহলে ভাল আর য়দি বিপক্ষে যায় এবং লস যদি আপনার ব্যালেন্সকে অতিক্রম করে তাহলে আপনার ব্যালেন্স শূন্য হয়ে য়াবে। তাই ট্রেড ধরার ক্ষেত্রে অবশ্যই সাবধনতা অবলম্বন করতে হব ।আপনাদের মন্তব্য শুনতে চাই।

Dipok121
2015-05-24, 02:37 PM
আমার কাছে যেটা মনে হয় । ফরেক্স ট্রেুডিং নেওয়া জন্য সুবিধা হচ্ছে বেশী লিভারেজ নেওয়া । কারন যত বেশী নিবেন তত বেশী ট্রেড ওপেন করা যাবে। এবং কম টাকা বিনিয়োগ করে বেশী ট্রেড করা যায়। আর অবশ্যই আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো ব্যলেস সম্পকে জ্ঞান থাকতে হবে। লিভারেজ এর মাধ্যমে আমরা বেশী বেশী ট্রেড ওপেন করতে পারি। কোন সময় মার্কেট পরিবর্তন হচ্ছে সে দিকে লক্ষ রেখে ট্রেড করতে হবে । তা না হলে লস হয়ে যাবে । তাই সব দিকে লক্ষ রেখে কাজ করতে হবে।

shimulmoni
2015-05-28, 03:22 PM
ভাই লিভারেজ হল আপনার ব্রোকার কতৃক প্রদত্ত একটা লোন সুবিধা যা আপনাবে বোশি ট্রেড বা বড় লটে ট্রেড নিতে সাহাষ্য করে থাকে যেমন আমার ইনস্টাফরেক্স ট্রেডিং একাউন্ট ১:৫০০ লিভারেজের এর মানে হল আমি ১০ ডলার ইক্যুইটি ব্যালেন্স দিয়ে ০.৫০ লটে সর্বোচ্ছ ট্রেড ওপেন করতে পারবো এতে আমার যেমন লাভ বেশি হতে পারে আবার ট্রেডও সামান্ন বিপরীদে গেলে উকাউন্টও জিরো হতে পারে তাই লিভারেজ খুব সতর্ক ভাবে ব্যবহার করা উচিত। ধন্যবাদ।

TselimRezaa
2015-06-27, 03:57 PM
লিভারেজ ফরেক্সের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়। লিভারেজ হলো ব্রোকার কর্তৃক ট্রেডার কে দেয়া লোন । কিভারেজ বিভিন্ন অনুপাতে হয় যেমন ১ঃ১, ১ঃ১০, ১ঃ১০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ ইত্যাদি। কম লিভারেজ ব্যবহার করলে রিস্ক কম থাকে কিন্তু বেশি ট্রেড নেয়া যায় না বেশি লাভ করা যায় না। আবার বেশি লিভারেজ নেয়াটাও রিস্কি কিন্তু এতে বেশি লাভ। তাই আমার মতে মাঝামাঝি পর্যায়ের লিভারেজ নেয়া উচিত।

maziz6989
2015-08-23, 10:40 AM
লিভারেজ বেশি ব্যবহার করা ভাল এবং এতে আপনি বেশি সংখ্যক ট্রেড ওপেন করার সুযোগ পাবেন। তবে এর কারণে ওভার ট্রেডিং এর টেনডেনসি তৈরী হতে পারে। তাই সবাই সাবধান থাকবেন ট্রেড করার ক্ষেত্রে যেন তা কোন ভাবেই ওভার ট্রেড না হয়ে যায়। বেশি বেশি ট্রেডিং আপনার লসের বোঝা বাড়াতে সাহায্য করবে।

fxover
2015-09-24, 08:28 PM
লিভারেজ হচ্ছে লোন যা ব্রোকার আমদেরকে একাউন্ট ব্যালেন্সের গুনিতকে দিয়ে থাকে । আমরা যত বেশি লিভারেজ পাব , তত বেশি কম মার্জিনে ট্রেড ওপেন করতে পারব । এওত খুশি হবার দরকার নাই । লিভারেজ বেশি পেলেই যে আমরা বেশি লটে ট্রেড করে রাতারাতি ধণী হয়ে যাব তা কিন্তু নয় । আমাদের বেশি থাকলেও আমাদের বেশি লটে ট্রেড করা উচিত নয় । কারন ট্রেড আপনার বিপরীতে গেলে আপনার অল্প পুঁজি মূহূর্তেই শেষ হয়ে যাবে । তাই সাবধানতার সাথে ট্রেড করুন ।

onlyfx
2015-10-23, 07:31 PM
বিভন্ন ব্রোকার আমাদের বিভিন্ন পরিমানে লিভারেজ দিয়ে থাকে । ব্রোকার আমাদেরকে লিভারেজ দেয় বলেই আমরা এত কম পুঁজি দিয়েও ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারি । আমাদের লিভারেজ যত বেশি হবে আমরা তত কম মার্জিন দিয়ে ট্রেড করতে পারব । আমাদের মোত পুজির একটা নির্দিষ্ট অনুপাতে আমাদের লিভারেজ দেয়া হয় । যেমন- ১ঃ১,১ঃ৫০,১ঃ১০০,১ঃ২০০,১ঃ৫০০,১ঃ১০০০ । এখানে প্রথন ১ হচ্ছে আআমদের পুঁজি আর পরেরটুকু হচ্ছে যে আমরা পুজির তত গুন লোন পাব ।

monorom
2015-10-24, 01:04 AM
আমার মতে নতুন ট্রেডারদের জন্য লিভারেজ কম হওয়াটা ভালো । কারন লিভারেজ বেশি হলে ব্যালেন্স কম থাকলে ম্যানি ম্যানেজমেন্ট না করেই বড় লট এর ট্রেড ওপেন করা হয় এতে অ্যাকাউন্ট অনেক ঝুঁকি পূর্ণ অবস্থাই থাকে । কারন আবেগের বসে অনেক বড় লট সাইজ এর ট্রেড এন্ট্রি করা হয় । তবে আপনি যদি দক্ষ ট্রেডার হন তাহলে লিভারেজ বেশি নিতে পারেন । লিভারেজ বেশি নিলেও আপনাকে অবশ্যই ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে ।

BD ONLINE
2015-10-24, 01:22 AM
লিভারেজ হচ্ছে ব্রোকার প্রদত্ত লোন। এ্যাকাউন্ট করার সময়ই আপনাকে তা নির্ধারন করে দিতে হয়ে আপনি কি পরিমান লোন চাচ্ছেন। তবে এ্র্যাকাউন্ট করার সময়ে আপনি যাই নির্ধারন করে দেন না কেন পরবর্তীতে তা পরিবর্তন করা যায়। যেহেতু লিভারেজ এক প্রকার লোন আর কোন লোনই আপনার জন্য ভাল নয়। তাই যত কম লিভারেজ নিবেন ততই ভাল। মনে রাখবেন আপনি যত লিভারেজই নেন না কেন ব্রোকার কোন সময়ই আপনার এ্যাকাউন্ট ব্যালেন্স এর বেশি আপনাকে ট্রেড করতে দিবে না। আপনাকে লোন দিয়ে ব্রোকার কখনোই লসের ভাগ নেবে না।

shakawath
2015-10-24, 03:30 PM
ফরেক্সে বেশিরভাগ ট্রেডার হাই ভলিউম ইউস করে লস খায়। আসলে লিভারেজ হাই থাকলেই যে লস করবেন এমনটা নয়। আপনি যদি লোভ সংবরণ করে কম ভলিউমে ট্রেড করতে পারেন তবে সমস্যা নেই। লিভারেজ বেশি থাকলে লট কিনতে কম ডলার লাগে। এই কারনে অনেক ছোট একাউন্ট দিয়েও বড় সাইজের লট কেনা যায়। এতে লাভ হলে প্রচুর লাভ হয় আবার লস হলে লসের পরিমানও বিশাল হয়। তাই লিভারেজের ব্যাপারে সতর্ক থাকা উচিত।

dinner
2015-12-11, 12:53 AM
আমার মতে সোজা বাংলা কথায়, হ্যা! সুতরাং, লিভারেজ যাই সেট করুন না কেন, ট্রেড খোলার সময় কখনই ব্যালেন্স এর অনুপাতে বেশি বড় ট্রেড খুলবেন না। কিছু মানুষ বলে যে ফরেক্স নাকি একদিনেই ক্যাপিটাল দুই গুন, তিন গুন করা সম্ভভ। ভাগ্য থাকলে অবশই সম্ভব। কিন্তু এভাবে ঝুকি নিয়ে ট্রেড করলে ধরা একদিন না একদিন খেতেই হবে।

AbuRaihan
2015-12-14, 03:01 PM
লিভারেজ ফরেক্স মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ৤ তাই আমাদেরকে ভেবে চিন্তে লিভারেজ নিতে হবে যখন আমরা একটা একাউন্ট ওপেন করব ঠিক তখনই ৤ লিভারেজ এর ক্ষেত্রে আমাদেরকে নিজেদের ব্যালেন্সের কথা মাথায় রাখতে হবে এবং এটা নিশ্চিত হতে হবে যে আমরা ঠিক কি ধরনের লিভারেজ নেওয়ার যোগ্য তা ভেবে নিতে হবে ৤ অনেক ধরনের লিভারেজ ক্যাটাগরি আছে তার মধ্য থেকে আমাদের উচিত হবে মাঝামাঝি পর্যয়ের কোন লিভারেজ নেওয়া ৤

hasan019
2015-12-14, 06:20 PM
লিভারেজ যত বেশি নিবেন আপনি ততো বেশি ট্রেড ওপেন করতে পারবেন এটা জেমন ঠিক তেমনি আমরা যারা পোস্ট করে ট্রেড করি তাদের লিভারেজ ফিক্সড। তাই আমি বলব ছোট ছোট লটে ট্রেড করুন।

tonmoy7
2015-12-14, 06:49 PM
লিভারেজ হল আপনার ব্রোকার কতৃক প্রদত্ত একটা লোন সুবিধা যা আপনাবে বোশি ট্রেড বা বড় লটে ট্রেড নিতে সাহাষ্য করে থাকে যেমন আমার ইনস্টাফরেক্স ট্রেডিং একাউন্ট ১:৫০০ লিভারেজের এর মানে হল আমি ১০ ডলার ইক্যুইটি ব্যালেন্স দিয়ে ০.৫০ লটে সর্বোচ্ছ ট্রেড ওপেন করতে পারবো এতে আমার যেমন লাভ বেশি হতে পারে আবার ট্রেডও সামান্ন বিপরীদে গেলে উকাউন্টও জিরো হতে পারে

sumekus
2015-12-15, 02:22 PM
ফরেক্স ট্রেডিং করার জন্য আপনার সুবিধার জন্যঅবশ্যই সব চেয়ে বেশি লিভারেজ নিবেন।কারন লিভারেজ যত বেশি নিবেন আপনি ততো বেশি ট্রেড ওপেন করতে পারবেন।অথাৎ খুব কম টাকায় বেশি ট্রেড করা যায়। তবে অবশ্যই সাবধান থাকতে আপনার ব্যালেন্স সমন্ধে। কারন লিভারেজ বেশি নেওয়ার ফলে আপনি বেশি বেশি ট্রেড ওপেন করতে পারবেন।

yasir arafat
2015-12-15, 08:55 PM
আমি মনে করি আসলে লেভারেজ ১:৫০০ ব্যবহার করা উচিত।কারণ এটাই সর্বোচ্চ পর্যায়ে ট্রেডগুলোকে নিয়ে যায়।আর আমরা বেশি লেভারেজের কিছু সুবিধা পাই,তাহল অনেক সময় মার্কেট নিচের দিকে গিয়ে আবার উপরে ফিরে আসে।সেজন্য ট্রেড গুলো যদি আমরা ওপেনই রাখি তাহলে কিছুটা হলেও একাউন্ট জিরো হওয়া থেকে বাঁচার সম্ভাবনা থাকে।আর স্ট্রাটেজি ভাল থাকলে ভাল প্রফিট করা যায়।

sumon37
2015-12-15, 10:00 PM
লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে। ধরুন, আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১;২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০ ডলার দিয়ে ১০x২০০=২০০০ ডলার ট্রেড করতে পারবেন।

sharifulbaf
2016-01-10, 09:28 AM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য আমরা বিভিন্ন ধরনের লিভারেজ ব্যাবহার করে ট্রেডিং করে থাকি কিন্তু আমাদের উচিৎ ভাল ভাবে ট্রেডিং করার জন্য মিনিমাম কম লিভারেজ নিয়ে ফরেক্স ট্রেডিং করতে হবে তাহলে আমাদের অনেক লস কম হবে,লিভারেজ বেশি নিলে কম।ব্যালেন্স দিয়ে বড় লটে ট্রেড করা যায়।

Realifat
2016-01-25, 07:55 PM
ফরেক্সে কম পুজি নিয়ে ট্রেড করার জন্য লিভারেজ খুব গুরুত্বপূর্ণ বিষয়।এজণ্য লিভারেজ ব্যবহার করার জন্য সাবধান এবং সচেতন হতে হবে।কারন অতিরিক্ত লিভারেজ ব্যবহার করলে ট্রেড প্রচুর পরিমান ওপেন করা সম্ভব হবে।কিন্তু ট্রেড বেশি ওপেন করাটা খারাপ ছাড়া ভালো কিছুনা। এজন্য যথাসম্ভব কম লিভারেজ ব্যবহারের চেষ্টা করতে হবে।

Md Akter Hossain
2016-01-25, 08:56 PM
ভালো ট্রেডাররা কখনো ১ঃ৫০ এর বেশি লিভারেজ ব্যবহার করেন না । তবে আমাদের নানা কারণে বেশি লিভারেজ নিতে হয় । সাধারণতো আমাদের দেশের ট্রেডাররা অল্প মূলধন নিয়ে ফরেক্স শুরু করে । তাই তাকে একপ্রকারের বাধ্য হয়েই বেশি মার্জিন পাবার আশায় অধিক লিভারেজ নিতে হয় ।

Sahed
2016-01-26, 02:20 PM
লিভারেজ হচ্ছে ফরেক্স ব্রোকর কর্তৃক ট্রেডা কে দেওয়া লোন । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের ব্রোকার হাউস লিভারেজ বা লোন দিয়ে থাকে । এই লিভারেজের ভাল এবং খারাপ দুই *দিকই রয়েছে । লিভারেজ বিভিন্ন আকারের হয়ে থাকে । যেমন ১ঃ১, ১ঃ১০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ । তবে আমার মতে লিভারেজ কম নেওয়াই ভাল কেননা এতে ট্রেড কম করে ওপেন করা গেলেও ব্যালেন্স শুন্য হওয়ার সম্ভাবনা কম থাকে।

raju0000
2016-01-27, 05:41 PM
আপনি আমর লিভারেজ সম্পর্কে ধারনাকে আরো বির্তারিত রূপে বর্ণনা করলেন.আমি ও মনে করি একজন ত্রাদের এর সুবিধা অনুযায়ী লিভারেজ নির্ধারণ করা উচিত.আর ফলে আমরা কম তাকায় বেশি ট্রেড নিতে পারব যা আমদের ট্রেডিং এর জন্য অনেক ফল প্রসু.কিন্তু এই ক্ষেত্রেও আমাদের কে দক্ষতার সাথে ট্রেড করতে হবে টানা হলে আমাদের ব্যালান্স শূন্য হয়ে যাবার সম্ভাবনা রয়েছে.

Marufa
2016-02-18, 01:04 PM
আমি মনে করি লিভারেজ একজনের জন্য খুবই উপকারী হতে পারে যদি সে সঠিক ভাবে ব্যবহাার করতে পারে । আর যে লিভারেজ সঠিকভাবে ব্যবহার করতে পারবে না তার জন্য লিভারেজ বোঝা সরূপ বলে আমি মনে করি । তাই সব সময় লিভারেজ ব্যবহারে যথেষ্ট সর্তক থাকতে হবে বলে আমি মনে করি । লিভারেজ ব্যবহারে সুবিধা অনেক বেশি ।

RUBEL MIAH
2016-02-21, 12:34 PM
অবশ্যই আমাদের লিভারেজ যখন নিব তখন আমরা চিন্তা ভাবনা করে নেব যে আমার এ্যাকাউন্টে কত টাকা আছে অঅর কত লিভারেজ নিতে অাছি । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লিভারেজ কমিয়ে নেব তাহলে আর সমস্যায় পড়তে হবে না ।

fatemaakhter
2016-02-21, 12:59 PM
আমরা যদি ফরেক্স মারকেতে টিকে থাকতে চাই তাহলে মানি ম্যানেজ মেন্তের কোন বিকল্প নেই ।আপনি যদি এটা মানেন তাহলে লিভারেজ মাঝামাঝি নেয়াই ভাল ।আমার মতে লিভারেজ ১ঃ৫০, ১ঃ১০০ নেয়াই উত্তম ।কেন না লিভারজ বেশি নেয়ার কারনে আপনি বড় বড় ট্রেড ওপেন করলেন আর সেতা যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে ।

basaki
2016-02-21, 05:31 PM
অনেকে হয়ত মনে করে বেশি লিভারেজ নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারলে অনেক সুবিধা হয়।কিন্তু আমি মনে করি একাউন্ট করার সময়ে আপনি যদি কম লিভারেজ নিয়ে একাউন্ট করেন তবে ভাল হবে এর কারন কম লিভারেজে আপনার একাউন্টের রিক্স কম থাকে তাই লিভারেজ কম ভাল।

nasir7
2016-02-21, 06:28 PM
খুচরা ফরেক্স ট্রেডিং এর উচ্চ লিভারেজ গেমটি ইন, স্টপ বাজারে উভয় পক্ষের সূত্রপাত হয়, সেখানে কিছু আছে এবং আদেশ সব বিশৃঙ্খলভাবে বাজারে আঘাত. এছাড়াও হিসাবে ... Sfo সাবধানতা অধীনে বৈদেশিক মুদ্রার ব্যবসায়ীদের সাক্ষাৎকার. ক্যারোলিন .... সংজ্ঞা এবং ব্যবহারের সহ বৈদেশিক মুদ্রার (কারেন্সি ট্রেডিং) ব্যবহৃত পদ শব্দকোষ. আমাদের সাথে ।

MotinFX
2016-02-21, 09:28 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষমতা পাই লিভারেজের মাধ্যমে। আমরা ফনেক সময় লিভারেজ পেয়ে এক সাথে অনেক গুলো ট্রেড অপেন করে থাকি। তাই আমাদের লিভারেজ নেওয়ার আগে লিভারেজ ব্যাবহার সম্পর্কে জানতে হবে। সেই সম্পর্কে আমাদের জানা কম থাকলে লিভারেজ কম নেওয়া ভাল।

Vision
2016-02-28, 11:55 PM
অবশ্যই আমাদেরকে লিভারেজ ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে । ফরেক্সে অনেকে হাই ভলিউম ব্যবহার করেই লস খায় । আসলে লিভারেজ হাই থাকলেই যে লস করবেন এমনটা নয় । আসলে লোভ সংবরণ ও ধৈয্য ধরতে পারলে তবে কোন সমস্য হবে না । কিন্ত বেশিরভাগ ট্রেডার মার্কেটের সামনে বসলেই নিজের নিয়ন্ত্রন নিজেই হারিয়ে ফেলেন । লিভারেজ বেশি থাকলে লট কিনতে কম ডলার লাগে । আর এই কারণে। অনেক ছোট একাউন্ট দিয়েও বড় সাইজের লট কিনা যায় ।

basaki
2016-07-24, 04:09 PM
হা ভাই অনেকে মনেনকরে আমি যদি বেশি লিভারেজ নিয়ে ট্রেড করতে পারি তবে আমার অনেক লাভ হতে। কিন্তু আমি মনে করি যত কম লিভারেজ নিয়ে ট্রেড করা যায় তকতই ভাল কারন লিভারেজ নিয়ে আপনার ট্রেড যদি লসের দিয়ে যায় তাহলে আপনার একাউন্ট একসময় জিরু হয়ে যাবে।

alamin6969
2016-07-31, 01:01 AM
আমার মতে লিভারেজ বেশি ব্যবহার করা ভাল এবং এতে আপনি বেশি সংখ্যক ট্রেড ওপেন করার সুযোগ পাবেন। তবে এর কারণে ওভার ট্রেডিং এর টেনডেনসি তৈরী হতে পারে। তাই সবাই সাবধান থাকবেন ট্রেড করার ক্ষেত্রে যেন তা কোন ভাবেই ওভার ট্রেড না হয়ে যায়। বেশি বেশি ট্রেডিং আপনার লসের বোঝা বাড়াতে সাহায্য করবে।

fatema begum
2016-07-31, 02:30 AM
আমরা লেভারেজ হিসেবে ১:৫০০ ব্যবহার করতে পারি।আসলে সকল কিছুর ভাল এবং খারাপ দিক আছে ।আমরা যদি আবার বেশি ট্রেড ওপেন করে বসি তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। সুতরাং লেভারেজ বেশি নিলেও আমরা মানিম্যানেজমেন্ট রোলগুলো অবশ্যই ফলো করবো।এতে আমাদের একাউন্ট প্রটেক্ট থাকবে।

SAHADAT
2016-08-14, 10:52 PM
ব্রোকার আমাদেরকে লিভারেজ দেয় বলেই আমরা এত কম পুঁজি দিয়েও ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারি । আমাদের লিভারেজ যত বেশি হবে আমরা তত কম মার্জিন দিয়ে ট্রেড করতে পারব । আমাদের মোত পুজির একটা নির্দিষ্ট অনুপাতে আমাদের লিভারেজ দেয়া হয় ।

cloud
2016-08-14, 11:32 PM
ামার মনে হয় নতুন ট্রেডারদের জন্য লিভারেজ কম হওয়াটা ভালো । কারন লিভারেজ বেশি হলে ব্যালেন্স কম থাকলে ম্যানি ম্যানেজমেন্ট না করেই বড় লট এর ট্রেড ওপেন করা হয় এতে অ্যাকাউন্ট অনেক ঝুঁকি পূর্ণ অবস্থাই থাকে । কারন আবেগের বসে অনেক বড় লট সাইজ এর ট্রেড এন্ট্রি করা হয় ।

monirapk
2016-08-15, 12:17 PM
সবন ট্রেডারদের লিভারেজ ব্যবহারের সাবধান থাকতে হবে । কারন বড় লিভারেজ অনেক রিস্ক আবার একেবারে কম লিভারেজ খুব ছোট লাভ এনে দায় । তাই বলতে পারি যে লিভারেজ ব্যবহারের সাবধান থাকতে হবেই । আমি সব সময় ১ঃ৫০০ লিভারেজ ব্যবহার করে থাকি । তাই আমি এখন ফরেক্স বন্ধুদের বলছি যে তোমরা সবাই লিভারেজ ব্যবহারের সাবধান হও ও ১ঃ৫০০ লিভারেজ ব্যবহার করো ।

khantonmoy
2016-08-15, 12:22 PM
ামি বলবো লিভারেজ ফরেক্সের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়। লিভারেজ হলো ব্রোকার কর্তৃক ট্রেডার কে দেয়া লোন । কিভারেজ বিভিন্ন অনুপাতে হয় যেমন ১ঃ১, ১ঃ১০, ১ঃ১০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ ইত্যাদি। কম লিভারেজ ব্যবহার করলে রিস্ক কম থাকে কিন্তু বেশি ট্রেড নেয়া যায় না বেশি লাভ করা যায় না। আবার বেশি লিভারেজ নেয়াটাও রিস্কি কিন্তু এতে বেশি লাভ। তাই আমার মতে মাঝামাঝি পর্যায়ের লিভারেজ নেয়া উচিত।

sujon30
2016-08-15, 12:55 PM
ফরেক্স লিভারেজ ব্যবহার এটা এক ব্যবহার করতে চায় যে ঝুঁকি পরিচালনার পর্যায়ে উপর নির্ভর করে। আপনি লিভারেজ ব্যবহার করার সময় সত্যিই সতর্কতা অবলম্বন করা উচিত যে মার্কেট এখন কোন পর্যায়ে যেতে পারে।

Afroza
2016-08-15, 09:00 PM
লেভারেজ মূলত বিনিয়গের উপর নিরভর করে ,জার জত বেশী বিনিয়গ সে তত বেশী লেভারেজ নিয়ে ট্রেড করতে পারে । কিন্ত লেভারেজ ব্যবহারে সবসময়ই সাবধানতা অবলম্বন করতে হয় । অনেক সময় বেশী লেভারেজের কারনে মার্কেট বিপক্ষে চলে গেলে কখন যে একাউন্ট ০ হয়ে যাবে তের পাওয়া জায় না । তাই লেভারেজ ব্যবহারে সতর্ক থাকা উচিত ।

vodrolok
2016-09-07, 04:41 PM
লিভারেজ ব্যবহারের ক্ষেত্রে সাবধনা অবলম্বন করা উচিত বিশেষভাবে নতুনদের জন্য। আর যারা পুরাতন আছে তাদের জন্য এটা অনাকাঙ্খিত ভুল থেকে আত্মরক্ষা করতে সাহায্য করবে। যদি কারো লংটার্মে ট্রেড করার প্ল্যান থাকে তাহলে সে যেন লিভারেজ কমিয়ে রাখে কারণ কখন মনের অজান্তে ভুল হয়ে যায় বলা যায় না।

vodrolok
2016-09-09, 01:05 AM
The use of leverage is that a lot of e-mail up to two cars per hour speed of a jam of cars moving on the streets. High speed rush to jam up quickly after the accident, such as the possibility of taking a huge risk, so sometimes a tendency to work on Forex

motiar
2016-09-09, 06:48 AM
আমার মনে হয় অতি লোভে তাতী নস্ট । যদি আপনি ভাল একজন দক্ষ ট্রেডার হন তবে আপনি লিভারেজের কথা ভাবতে পারেন । আর যদি আপনি নতুন ট্রেডার হন তা হলে মোটেও লিভারেজের বিশয় ভাবা উচিত নয় । আর যত বেশি ট্রেড তত বেশি লস । বুঝে সুনে একটা কারেন্সি পেয়ারে ট্রেড দিতে পারলেই যথেস্ট ।

blue
2016-10-14, 01:57 PM
আমরা জানি লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে। ধরুন, আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১;২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০ ডলার দিয়ে ১০x২০০=২০০০ ডলার ট্রেড করতে পারবেন।

shimul77ss
2016-10-14, 03:27 PM
লিভারেজ বেশি নিলে আপনার কম ব্যালেস্নে আপনি বেশি ট্রেদ ওপেন করা ক্ষমতা রাখবেন।কিন্ত মার্কেত যদি আপনার বিপরীতে খেলে তাহলে আপনার ব্যালেস্ন খুব তারাতারি শুন্য হয়ে যাবে।টাঈ আপোনার ব্যলেস্ন যদি কম থাকে তাহলে আপনার কম লিভ্রেজ নেওয়া বেশি ভাল।

Md Masud
2017-03-26, 10:26 PM
অামরা ফরেক্স মার্কেটে লিভারেজ নিব হিসেব করে । যে ট্রেডার হিসেব করে নিতে পারবে না সে কখনোই সফলকাম হতে পারবে না । অামরা যারা নতুন রয়েছি তারা অবশ্যই বুঝে শুনে তারপর লিবারেজ নেওয়ার চেষ্টা করব তাহলেই অামরা অার লসে পড়ে যাব না । যে যত বেশী লস পড়ে এই ওভার ট্রেডের কারণে ।

yasir
2017-03-26, 10:48 PM
লিভারেজ নেওয়াটা ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে আপনাকে বুঝেশুনে লিভারেজ নিতে হবে।কারন বেশি লিভারেজ নিয়ে বেশি লটে ট্রেড করলে বেশি লাভ যেমন হবে তেমনি বেশি লসও হবে।তাই বেশি লোভ না করে কম লিভারেজ নিয়ে যেমন ১:৫০ বা ১:১০০ লিভারেজ নিলে ভালো হবে।

asaa
2017-03-27, 08:08 AM
আমরা জানি লিভারেজ হচ্ছে ব্রোকার প্রদত্ত লোন। এ্যাকাউন্ট করার সময়ই আপনাকে তা নির্ধারন করে দিতে হয়ে আপনি কি পরিমান লোন চাচ্ছেন। তবে এ্র্যাকাউন্ট করার সময়ে আপনি যাই নির্ধারন করে দেন না কেন পরবর্তীতে তা পরিবর্তন করা যায়। যেহেতু লিভারেজ এক প্রকার লোন আর কোন লোনই আপনার জন্য ভাল নয়। তাই যত কম লিভারেজ নিবেন ততই ভাল। মনে রাখবেন আপনি যত লিভারেজই নেন না কেন ব্রোকার কোন সময়ই আপনার এ্যাকাউন্ট ব্যালেন্স এর বেশি আপনাকে ট্রেড করতে দিবে না। আপনাকে লোন দিয়ে ব্রোকার কখনোই লসের ভাগ নেবে না।

shohanjacksion
2017-03-27, 09:06 AM
ফরেক্স করতে হলে আমাদের লিভারেজ নিতেই হবে। তবে লোভের বশিভুত হয়ে বেশি পরিমান লিভারেজ নেওয়ার কোন যুক্তি নেই। আমার মতে ১:১০০ লিভারেজ খুব ভাল। তবে নতুনদের জন্য ১:৫০ হলে ব্যালেন্স জিরো হওয়ার ভয় খুব কম থাকে। কারন আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারনে অধিক পরিমান লটে ট্রেড করে থাকি। লস হলেও ট্রেন্ডের বিপরীতে আরো বেশি পরিমান লটে ট্রেড ওপেন করে ক্ষতিগ্রস্থ হয়ে থাকি।

nbfx
2017-03-28, 01:38 AM
লিভারেজ হলো ব্রোকার হাউজ কতৃত প্রদত্ত ঋণ সুবিধা। যাকে মার্জিন ঋণ ও বলে। এই লিভারেজ নিয়ে আপনি বড় বড় লটে ট্রেড ওপেন করতে পারবেন আর একাউন্ট জিরো করতে পারবেন। বেশি লিভারেজ নিয়ে ট্রেড করলে ট্রেডার ক্ষতিগ্রস্থ হয় বেশি।
ফরেক্স মার্কেট নিয়ন্ত্রন করা যায় না আমরা সকলেই জানি। নিয়ন্ত্রন করতে হবে নিজেকে। নিজেকে নিয়ন্ত্রন করতে পারলে লোভ সংবরন করতে পারলে ট্রেডিং একাউন্ট জিরো হবে না। তারপরও ডেমোতে একটি পদ্ধতি আমি আবিস্কার করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি। মানিমেনেজম্যান্ট কিছু মানতে হবে না। শুধু একটি কাজ করতে হবে, সেটা হলো লিভারেজ। লিভারেজ কমিয়ে ১:১০ সেট করুন। আপনাকে আর কিছুই করতে হবে না। আপনি চাইলেও বড় লটে ট্রেড ওপেন করতে পারবেন না। ফলে আপনার একাউন্ট জিরো হবে না। একবার চেষ্টা করেই দেখুন না। আপনার মূলধন সুরক্ষিত থাকবে।

uzzal05
2017-05-29, 02:29 PM
ফরেক্স এ লিভারেজ যেমন সুবিধা তেমনি বিপদজনক ও বটে। লিভারেজ বড় লট সাইজ এ ট্রেড করতে সাহয্য করে। কিন্তু অতি মাত্রায়্য লিভারেজ না নেওয়াই ভালো। কারন যখন আপনার লোভ আসবে একট বড় লট এ ট্রেড করলে একাউন্ট এ ঝউকি বেরে যাবে।

Mamun13
2018-01-20, 11:52 PM
ফরেক্স ট্রেডিং করার জন্য আপনার সুবিধার জন্যঅবশ্যই সব চেয়ে বেশি লিভারেজ নিবেন।কারন লিভারেজ যত বেশি নিবেন আপনি ততো বেশি ট্রেড ওপেন করতে পারবেন।অথাৎ খুব কম টাকায় বেশি ট্রেড করা যায়। তবে অবশ্যই সাবধান থাকতে আপনার ব্যালেন্স সমন্ধে। কারন লিভারেজ বেশি নেওয়ার ফলে আপনি বেশি বেশি ট্রেড ওপেন করতে পারবেন। কিন্তু য়দি ট্রেড ণ্ডলো আপনার পক্ষে যায় তহলে ভাল আর য়দি বিপক্ষে যায় এবং লস যদি আপনার ব্যালেন্সকে অতিক্রম করে তাহলে আপনার ব্যালেন্স শূন্য হয়ে য়াবে। তাই ট্রেড ধরার ক্ষেত্রে অবশ্যই সাবধনতা অবলম্বন করতে হব ।আপনাদের মন্তব্য শুনতে চাই।

আমি ঠিক উল্টা কথা বলি৷যেমন-লিভারেজ খুবই কম নিবেন৷কারন আমি ও আমরা সবাই ফরেক্স মার্কেটে এখোনোও নতুন অনভিজ্ঞ ও অদক্ষ ট্রেডারই বলবো৷আমাদের মধ্যে বেশী লোভের কারনে বড় লটে ট্রেড এবং ওভার ট্রেডিং করার মন মানষিকতার প্রবণতা বেশী থাকে৷ফলে আমরা আমাদের ব্যালেন্সগুলো বারবার শুন্য করে ফেলি৷ব্যালেন্স শুন্য হওয়ার একটা গোপন ও মূল কারন হলো এই বেশী লিভারেজ নেওয়াটা৷মার্কেটে দীর্ঘদিন টিকে থেকে ট্রেড করতে চাইলে অবশ্যই আমাদেরকে লিভারেজ খুবই কম 1:50 এর নীচে রাখা জরুরী৷

al amin
2018-02-26, 11:59 AM
লিভারেজ হল আপনার ব্রোকার কতৃক প্রদত্ত একটা লোন সুবিধা যা আপনাবে বোশি ট্রেড বা বড় লটে ট্রেড নিতে সাহাষ্য করে থাকে যেমন আমার ইনস্টাফরেক্স ট্রেডিং একাউন্ট ১:৫০০ লিভারেজের এর মানে হল আমি ১০ ডলার ইক্যুইটি ব্যালেন্স দিয়ে ০.৫০ লটে সর্বোচ্ছ ট্রেড ওপেন করতে পারবো এতে আমার যেমন লাভ বেশি হতে পারে আবার ট্রেডও সামান্ন বিপরীদে গেলে উকাউন্টও জিরো হতে পারে

iloveyou
2018-02-26, 01:21 PM
অবশ্যই এখানে লিভারেজ হচ্ছে আপনার ব্রোকারের নিকট থেকে ধার নেওয়া একটা টাকা। যেটা তারা আমাদেরকে কোন স্বার্থ ছাড়াই দিয়ে থাকেন। সুতরাং এটাকে সঠিকভাবে প্রয়োগ করাই হল একজন আদর্শ ট্রেডারের বৈশিষ্ট্য। তাই এই গুণাবলীকে অক্ষুন্ন রাখতে আমাদের অবশ্যই লিভারেজ ব্যবহারে রিস্ক ম্যানেজ ম্যান্টকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

riponinsta
2018-03-05, 12:41 PM
আমার মতে ফরেক্স মার্কেট এ যারা নতুন ট্রেডার তাদের বেশি লিভারেজ নিয়ে ট্রেড করা উচিত না কারন এতে করে তারা বেশি লট এ ট্রেড করে অ্যাকাউন্ট এর ক্ষতি করতে পারে তাই আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন হন তাহলে ১ঃ৫০ লিভারেজ নিয়ে ট্রেড শুরু করতে পারেন এতে করে আপনি বড় লট এ ট্রেড করতে পারবেন না আপনার অ্যাকাউন্ট বেঁচে থাকবে আর অ্যাকাউন্ট বেঁচে থাকলে লাভ হবেই

sofi
2018-04-14, 01:22 PM
সবন ট্রেডারদের লিভারেজ ব্যবহারের সাবধান থাকতে হবে । কারন বড় লিভারেজ অনেক রিস্ক আবার একেবারে কম লিভারেজ খুব ছোট লাভ এনে দায় । তাই বলতে পারি যে লিভারেজ ব্যবহারের সাবধান থাকতে হবেই । আমি সব সময় ১ঃ৫০০ লিভারেজ ব্যবহার করে থাকি । তাই আমি এখন ফরেক্স বন্ধুদের বলছি যে তোমরা সবাই লিভারেজ ব্যবহারের সাবধান হও ও ১ঃ৫০০ লিভারেজ ব্যবহার করো ।

expkhaled
2018-04-14, 02:45 PM
লিভারেজ যেমন ভাল তেমন আবার খারাপ। যদি কেউ অভিজ্ঞ হয়ে থাকেন তার জন্য লিভারেজ অত্যান্ত উপকারী আবার যদি নতুন হন সেই লিভারেজ অত্যান্ত ক্ষতিকর। সুতরাং লিভারেজ ব্যবহারে সতর্ক হতে হবে। কারন অতিরিক্ত লিভারেজ আপনার একাউন্টের ক্ষতির কারন হতে পারে। নতুন যারা লিভারেজ ১:২০ হলে সবচেয়ে ভাল। অভিজ্ঞতা বাড়তে থাকবে ইচ্ছানুযায়ী লিভারেজ বাড়িয়ে নিতে পারবেন। কিন্তু যখন পরিক্ষনার্থী তখন কম লিভারেজ নিবেন তত ভাল কারন ট্রেড কম করতে পারবেন। আর নতুন অবস্থায় ট্রেড যত কম করবেন আপনার তত ভাল।

udaydebnath
2018-04-14, 03:28 PM
লিভারেজ নিয়ে অহেতুক ভয় করে লাভ নাই ! আপনি 50 ডলার দিয়ে ট্রেড করতে পারবেন না, কিন্তু লিভারেজ নিয়ে পারবেন, লোন নেয়ার মতো, লিভারেজ যত বেশি হবে তত বড় লটে ট্রেড ওপেন করতে পারেন, এটা অবশ্যই ভালো

Montu Zaman
2018-08-19, 04:50 PM
লিভারেজ আপনার পক্ষে কাজ করতে পারে আবার বিপক্ষেও কাজ করতে পারে। উদাহরণঃ মনে করুন আপনি ৫ লাখ eur/usd কিনলেন। এখন এই ট্রেড যদি পক্ষে যায়, অর্থাৎ ইউরোর দাম যদি ডলারের সাপেক্ষে বাড়তে থাকে তাহলে প্রতি পিপে(পিপ কি তা নিচে আলোচনা করা হবে) আপনি ৫০ ডলার করে লাভ করছেন এবং ৫০ পিপ বাড়লে আপনার ১০০০ ডলার লাভ হবে। তেমনি ৫০ পিপ যদি ইউরোর দাম কমে অর্থাৎ ট্রেড যদি আপনার বিপক্ষে যায় তাহলে একাউন্ট শুন্য হয়ে যাবে

Md_MhorroM
2018-09-17, 10:09 AM
আমার জানামতে ফরেক্সে অনেকে হাই ভলিউম ব্যবহার করেই লস খায় । আসলে লিভারেজ হাই থাকলেই যে লস করবেন এমনটা নয় । আসলে লোভ সংবরণ ও ধৈয্য ধরতে পারলে তবে কোন সমস্য হবে না । কিন্ত বেশিরভাগ ট্রেডার মার্কেটের সামনে বসলেই নিজের নিয়ন্ত্রন নিজেই হারিয়ে ফেলেন । লিভারেজ বেশি থাকলে লট কিনতে কম ডলার লাগে । আর এই কারণে। অনেক ছোট একাউন্ট দিয়েও বড় সাইজের লট কিনা যায় ।

martin
2018-09-17, 01:05 PM
আমি মনে করি লিভারেজ একজনের জন্য খুবই উপকারী হতে পারে যদি সে সঠিক ভাবে ব্যবহাার করতে পারে । আর যে লিভারেজ সঠিকভাবে ব্যবহার করতে পারবে না তার জন্য লিভারেজ বোঝা সরূপ বলে আমি মনে করি । তাই সব সময় লিভারেজ ব্যবহারে যথেষ্ট সর্তক থাকতে হবে বলে আমি মনে করি । লিভারেজ ব্যবহারে সুবিধা অনেক বেশি ।

sr ritu
2018-09-17, 06:30 PM
ফরেক্সে কম পুজি নিয়ে ট্রেড করার জন্য লিভারেজ খুব গুরুত্বপূর্ণ বিষয়।এজণ্য লিভারেজ ব্যবহার করার জন্য সাবধান এবং সচেতন হতে হবে।কারন অতিরিক্ত লিভারেজ ব্যবহার করলে ট্রেড প্রচুর পরিমান ওপেন করা সম্ভব হবে।কিন্তু ট্রেড বেশি ওপেন করাটা খারাপ ছাড়া ভালো কিছুনা। এজন্য যথাসম্ভব কম লিভারেজ ব্যবহারের চেষ্টা করতে হবে।

Mamun13
2018-09-17, 06:59 PM
লিভারেজ হচ্ছে ব্রোকার প্রদত্ত ক্লায়েন্টদের জন্য লোন সুবিধা৷এই লিভারেজ পেশাদার দক্ষ ট্রেডারদের জন্য বেশ সুবিধাজনক আবার অন্যদিকে নতুন শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ “ফাদ”৷ কেননা নতুন শিক্ষার্থীরা তাদের অনভিজ্ঞতার কারণে এই লিভারেজ অনেক বেশি নিয়ে ট্রেড করে থাকেন৷কিন্তু তারা জানেন না বেশি লিভারেজ এর ফলে তাদের অ্যাকাউন্ট গুলোর ব্যালেন্স প্রায়ই শূন্য হয়ে যায়৷লিভারেজ বেশি থাকলে স্বাভাবিকভাবেই তারা বড় বড় লটে ট্রেড করার সুযোগ পান এবং ওভারট্রেড করার সুযোগ পেয়ে থাকেন৷এই সুযোগকে যখন নতুন অদক্ষ্য শিক্ষার্থী ট্রেডার কাজে লাগানোর চেষ্টা করেন তখন তাদের অদক্ষতার কারণে প্রচুর লস হয়ে থাকে এবং প্রায়ই পুরো ব্যালেন্স জিরো হয়ে থাকে৷তাই আমি বলবো- লিভারেজ যত কম নিয়ে ট্রেড করা যায় একাউন্টের ব্যালেন্স ততোই নিরাপদ থাকে৷

marjahan
2018-09-17, 10:56 PM
অনেকে হয়ত মনে করে বেশি লিভারেজ নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারলে অনেক সুবিধা হয়।কিন্তু আমি মনে করি একাউন্ট করার সময়ে আপনি যদি কম লিভারেজ নিয়ে একাউন্ট করেন তবে ভাল হবে এর কারন কম লিভারেজে আপনার একাউন্টের রিক্স কম থাকে তাই লিভারেজ কম ভাল।

BDFOREX TRADER
2018-09-23, 05:29 PM
আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার। আপনি যদি ১;২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০ ডলার দিয়ে ১০x২০০=২০০০ ডলার ট্রেড করতে পারবেন। ব্রোকার লোন আপনাকে ঠিকই দিবে। লাভ হলে তো ভালোই, লস এর ক্ষেত্রে আপনার লস যদি কোন সময় আপনার ক্যাপিটাল এর সমান হয়, তাহলে সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। ব্রোকার কোন অবস্থাতেই আপনার যা ক্যাপিটাল আছে, তার থেকে বেশি লসে আপনার ট্রেড চলতে দিবে না। এইটাকে ফরেক্সে মার্কেটে মার্জিন কল বলে। সুতরাং, লিভারেজ যাই সেট করুন না কেন, ট্রেড খোলার সময় কখনই ব্যালেন্স এর অনুপাতে বেশি বড় ট্রেড খুলবেন না। কিছু মানুষ বলে যে ফরেক্স নাকি একদিনেই ক্যাপিটাল দুই গুন, তিন গুন করা সম্ভভ। ভাগ্য থাকলে অবশই সম্ভব। কিন্তু এভাবে ঝুকি নিয়ে ট্রেড করলে ধরা একদিন না একদিন খেতেই হবে।

SaifulRahman
2019-06-26, 06:01 PM
ফরেক্সের লিভারেজ আর শেয়ারের লোন প্রায় একই বিষয়, তাই মো্ট ইনভেন্ট এর বেশি লোন নেয়া ঠিক নয়। যদিও ফরেক্সে মার্কেটে প্রায় আপনার পুঁজির ১০০০ গুণ পর্যন্ত লোন বা লিভারেজ পাওয়া যায়। লিভারেজ ১:২ বলতে বোঝায় মূল পুঁজির ২ গুণ লিভারেজ । যদি আপনার একাউন্টে ১ ডলার থাকে এবং আপনি ব্রোকার থেকে ২ ডলার লিভারেজ সুবিধা পাবেন, যদিও আপনার পুঁজি মাত্র ১ ডলার, যা আপনি ডিপোজিট করেছে। এই লিভারেজ ভালো আবার ভালোও না,
যেমন যদি ২০০ গুন পর্যন্ত লোন পাই, তাহলে নিবো না কেন ? ধরুন, আপনি ১০ ডলার ডিপোজিট করলেন, ঠিক করলেন লিভারেজ ব্যাবহার করবেন না । সেক্ষেত্রে, ব্রোকার আপনাকে বড় সাইজের কোন ট্রেড ওপেন করতে দিবে না । ওই ১০ ডলার দিয়ে যতটুকু বড় ট্রেড ওপেন করা যায়, ঠিক ততটুকুই ট্রেড ওপেন করতে দিবে । সেক্ষেত্রে, মার্কেট আপনার অনুকুলে ৫০ পিপস মুভ করলে হয়ত আপনার ১ ডলার লাভ হবে । সাধারনত বিভিন্ন কারেন্সি পেয়ার প্রতিদিন ১০০-৩০০ পিপস মুভ করে । তো আপনি ভাবলেন, লোন নিবেন ও আরও বড় ট্রেড ওপেন করবেন যাতে লাভ বেশি হয় । আপনাকে যদি কোন ব্রোকার ১:২০০ লিভারেজ অফার করে, তাহলে আপনি ইচ্ছা করলে ১০ ডলার দিয়ে ২০০০ ডলার ট্রেড করতে পারবেন । আর তাই, আগে যা লাভ হতো, এখন তার থেকে ২০০ গুন বেশি লাভ হবে । একইভাবে, আগে যা লস হতো, এখন তার ২০০ গুন বেশি হবে । যদি আগে মার্কেট আপনার অনুকুলে ৫০ পিপস মুভ করলে ১ ডলার লাভ হতো, এখন তাহলে ২০০ ডলার লাভ হবে । ব্রোকার লোন আপনাকে ঠিকই দিবে । লাভ হলে তো ভালোই, লস এর ক্ষেত্রে আপনার লস যদি কোন সময় আপনার ক্যাপিটাল এর সমান হয়, তাহলে সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। ব্রোকার কোন অবস্থাতেই আপনার যা ক্যাপিটাল আছে, তার থেকে বেশি লসে আপনার ট্রেড চলতে দিবে না । এইটাকে ফরেক্সে মার্জিন কল বলে, বাংলাদেশের শেয়ার মার্কেটে বলে ফোর্সড সেল ।
ভাই, এইটা তো ভয়ানক কথা বললেন । বেশি লিভারেজ ব্যবহার করে ট্রেড ওপেন করতে গিয়েআমার লস যদি ক্যাপিটাল সমান হয়, তাহলে কি ফতুর হয়ে যাব নাকি ?
সোজা বাংলা কথায়, হ্যা । সুতরাং, লিভারেজ যাই সেট করুন না কেন, ট্রেড খোলার সময় কখনই ব্যালেন্স এর অনুপাতে বেশি বড় ট্রেড খুলবেন না । কিছু মানুষ বলে যে ফরেক্স নাকি একদিনেই ক্যাপিটাল দুই গুন, তিন গুন করা সম্ভভ । ভাগ্য থাকলে অবশই সম্ভব । কিন্তু এভাবে ঝুকি নিয়ে ট্রেড করলে ধরা একদিন না একদিন খেতেই হবে ।

MdPiashHasan6080892
2019-06-26, 10:38 PM
ফরেক্স মার্কেটিং এর জন্য লিভারেজ খুবই গুরুত্বপূর্ণ । আপনি যত বেশি লিভারেজ নিতে পারবেন আপনি কত বেশি ট্রেড করতে পারবেন। তবে অবশ্যই ট্রেড ওপেন করার ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট এর কথা মাথায় রাখতে হবে। আপনি যদি মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে না করে ট্রেড ওপেন করেন আর সে ক্ষেত্রে মার্কেট যদি আপনার বিপরীতে চলে যায় তাহলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। তাই লিভারেজ ব্যবহারে সতর্ক থাকতে হবে।

TanjirKhandokar1994
2019-06-27, 08:55 PM
ফরেক্স ট্রেডিং এ লিভারেজ হচ্ছে ব্রোকার প্রদত্ত লোন।আর এ্যাকাউন্ট করার সময়ই আপনাকে তা নির্ধারন করে দিতে হয় আপনি কি পরিমান লোন চাচ্ছেন। তবে এ্র্যাকাউন্ট করার সময়ে আপনি যাই নির্ধারন করে দেন না কেন পরবর্তীতে তা পরিবর্তন করা যায়। যেহেতু লিভারেজ এক প্রকার লোন আর কোন লোনই আপনার জন্য ভাল নয়। তাই যত কম লিভারেজ নিবেন ততই ভাল। মনে রাখবেন আপনি যত লিভারেজই নেন না কেন ব্রোকার কোন সময়ই আপনার এ্যাকাউন্ট ব্যালেন্স এর বেশি আপনাকে ট্রেড করতে দিবে না। আপনাকে লোন দিয়ে ব্রোকার কখনোই লসের ভাগ নেবে না এটা নিশ্চিত। ধন্যবাদ

Rion
2019-07-25, 12:05 AM
লিভারেজ ফরেক্স মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়।তাই আমাদেরকে ভেবে চিন্তে লিভারেজ নিতে হবে যখন আমরা একটা একাউন্ট ওপেন করব ঠিক তখনই। লিভারেজ এমন হতে হবে যাতে আমরা ভাল ভাবে ট্রেড করতে পারি। আমি মনে করি আসলে লেভারেজ ১:৫০০ ব্যবহার করা উচিত।তবে অবশ্যই সাবধান থাকতে আপনার ব্যালেন্স সমন্ধে। কারন লিভারেজ বেশি নেওয়ার ফলে আপনি বেশি বেশি ট্রেড ওপেন করতে পারবেন।

KF84
2019-07-25, 01:46 AM
আমরা ফরেক্সে যে মূলধন বিনিয়োগ করি সেই মূলধন সুরক্ষিত করতে হলে আমাদের ফরেক্স একাউন্টের লেভারেজ কত হওয়া উচিত সে ব্যপারে অবশ্যই জানতে হবে । কারন যে কোন ব্যবসায় আগে মূলধন যেন একবারে লস না হয় সে দিকে খেয়াল রেখেই রিস্ক নিতে হয় । আর তা না হলে অতি সামান্য লোভের আশায় আমাদের একাউন্ট ব্যালেন্স জিরো হতে বেশি সময় লাগবে না । তাই নতুনদের সহ যারা আমরা ইহা সম্পর্কে এখনও জানিনা তাদের লেভারেজের কার্যকারিতা সম্পর্কে অচিরেই জানা প্রয়োজন ।

Mazharul777
2019-09-05, 09:45 AM
লিভারেজ হচ্ছে ব্রোকার প্রদত্ত লোন। এ্যাকাউন্ট করার সময়ই আপনাকে তা নির্ধারন করে দিতে হয়ে আপনি কি পরিমান লোন চাচ্ছেন। তবে এ্র্যাকাউন্ট করার সময়ে আপনি যাই নির্ধারন করে দেন না কেন পরবর্তীতে তা পরিবর্তন করা যায়। যেহেতু লিভারেজ এক প্রকার লোন আর কোন লোনই আপনার জন্য ভাল নয়। তাই যত কম লিভারেজ নিবেন ততই ভাল। মনে রাখবেন আপনি যত লিভারেজই নেন না কেন ব্রোকার কোন সময়ই আপনার এ্যাকাউন্ট ব্যালেন্স এর বেশি আপনাকে ট্রেড করতে দিবে না। আপনাকে লোন দিয়ে ব্রোকার কখনোই লসের ভাগ নেবে না।

Panna1989
2019-09-05, 10:04 AM
ফরেক্স ট্রেডিং করার জন্য আপনার সুবিধার জন্যঅবশ্যই সব চেয়ে বেশি লিভারেজ নিবেন।কারন লিভারেজ যত বেশি নিবেন আপনি ততো বেশি ট্রেড ওপেন করতে পারবেন।অথাৎ খুব কম টাকায় বেশি ট্রেড করা যায়। তবে অবশ্যই সাবধান থাকতে আপনার ব্যালেন্স সমন্ধে। কারন লিভারেজ বেশি নেওয়ার ফলে আপনি বেশি বেশি ট্রেড ওপেন করতে পারবেন। কিন্তু য়দি ট্রেড ণ্ডলো আপনার পক্ষে যায় তহলে ভাল আর য়দি বিপক্ষে যায় এবং লস যদি আপনার ব্যালেন্সকে অতিক্রম করে তাহলে আপনার ব্যালেন্স শূন্য হয়ে য়াবে। তাই ট্রেড ধরার ক্ষেত্রে অবশ্যই সাবধনতা অবলম্বন করতে হব ।আপনাদের মন্তব্য শুনতে চাই।

amreta
2020-01-23, 02:37 PM
আমি মনে করি ফরেক্স একটি খুব ভাল ব্যবসা, এবং আপনি যেভাবে ট্রেডিং করছেন তা এতে আপনার সাফল্য নির্ধারণ করবে। এর অর্থ এই যে এটি আপনাকে মৌলিক নীতি দেয় যা বলে যে 'আপনার বিছানাটি শুয়ে গেলেই আপনি তার উপর শুয়ে থাকবেন'। ফরেক্স ব্যবসায়ীদের ব্যবসায়ের ক্ষেত্রে ভাল কৌশল, নীতি ও শৃঙ্খলা দরকার, এভাবেই সাফল্য আসবে। আপনার প্রথম যে জিনিসটির দরকার ছিল তা নিশ্চিতকরণটি ছিল যে কোনও ব্যক্তি ফরেক্স বাজার থেকে ধারাবাহিক লাভ করতে পারে কিনা, নিশ্চিতকরণ পাওয়ার পরে, আপনি আপনার যাত্রা শুরু করেছিলেন, আমিও এটি করেছিলাম, আমি আগে নিশ্চিতকরণ পেয়েছি, তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি এটি করতে পারি ভবিষ্যতের জন্য আমি শিখতে এবং অনুশীলনে অনেক সময় ব্যয় করেছি, এখনও করছি এবং এখন আমি ফরেক্স মার্কেট থেকে আমার মাসিক উপার্জন করছি।

KGF3010
2020-01-23, 03:10 PM
লিভারেজ বেশি নিলে আপনার কম ব্যালেস্নে আপনি বেশি ট্রেদ ওপেন করা ক্ষমতা রাখবেন।কিন্ত মার্কেত যদি আপনার বিপরীতে খেলে তাহলে আপনার ব্যালেস্ন খুব তারাতারি শুন্য হয়ে যাবে।টাঈ আপোনার ব্যলেস্ন যদি কম থাকে তাহলে আপনার কম লিভ্রেজ নেওয়া বেশি ভাল।

Rad96
2020-01-23, 03:19 PM
লিভারেজ ফরেক্স মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ৤ তাই আমাদেরকে ভেবে চিন্তে লিভারেজ নিতে হবে যখন আমরা একটা একাউন্ট ওপেন করব ঠিক তখনই ৤ লিভারেজ এর ক্ষেত্রে আমাদেরকে নিজেদের ব্যালেন্সের কথা মাথায় রাখতে হবে এবং এটা নিশ্চিত হতে হবে যে আমরা ঠিক কি ধরনের লিভারেজ নেওয়ার যোগ্য তা ভেবে নিতে হবে ৤ অনেক ধরনের লিভারেজ ক্যাটাগরি আছে তার মধ্য থেকে আমাদের উচিত হবে মাঝামাঝি পর্যয়ের কোন লিভারেজ নেওয়া ৤

Hredy
2020-01-23, 03:23 PM
লিভারেজ ফরেক্সের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়। লিভারেজ হলো ব্রোকার কর্তৃক ট্রেডার কে দেয়া লোন । কিভারেজ বিভিন্ন অনুপাতে হয় যেমন ১ঃ১, ১ঃ১০, ১ঃ১০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ ইত্যাদি। কম লিভারেজ ব্যবহার করলে রিস্ক কম থাকে কিন্তু বেশি ট্রেড নেয়া যায় না বেশি লাভ করা যায় না। আবার বেশি লিভারেজ নেয়াটাও রিস্কি কিন্তু এতে বেশি লাভ। তাই আমার মতে মাঝামাঝি পর্যায়ের লিভারেজ নেয়া উচিত।

Rion83
2020-01-23, 03:26 PM
অতি লোভে তাতী নস্ট । যদি আপনি ভাল একজন দক্ষ ট্রেডার হন তবে আপনি লিভারেজের কথা ভাবতে পারেন । আর যদি আপনি নতুন ট্রেডার হন তা হলে মোটেও লিভারেজের বিশয় ভাবা উচিত নয় । আর যত বেশি ট্রেড তত বেশি লস । বুঝে সুনে একটা কারেন্সি পেয়ারে ট্রেড দিতে পারলেই যথেস্ট ।

Fxxx
2020-02-06, 04:15 PM
ফরেক্স এ লিভারেজ যেমন সুবিধা তেমনি বিপদজনক ও বটে। লিভারেজ বড় লট সাইজ এ ট্রেড করতে সাহায্য করে। কিন্তু অতি মাত্রায়্য লিভারেজ না নেওয়াই ভালো। কারন যখন আপনার লোভ আসবে একট বড় লট এ ট্রেড করলে একাউন্ট এ ঝুকি বেরে যাবে।

Fxhuman
2020-03-27, 08:31 PM
অবশ্যই আমাদেরকে লিভারেজ ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে । ফরেক্সে অনেকে হাই ভলিউম ব্যবহার করেই লস খায় । আসলে লিভারেজ হাই থাকলেই যে লস করবেন এমনটা নয় । আসলে লোভ সংবরণ ও ধৈয্য ধরতে পারলে তবে কোন সমস্য হবে না । কিন্ত বেশিরভাগ ট্রেডার মার্কেটের সামনে বসলেই নিজের নিয়ন্ত্রন নিজেই হারিয়ে ফেলেন । লিভারেজ বেশি থাকলে লট কিনতে কম ডলার লাগে । আর এই কারণে। অনেক ছোট একাউন্ট দিয়েও বড় সাইজের লট কিনা যায় ।

SR12
2020-03-27, 08:45 PM
লিভারেজ ব্রোকার ভেদে বিভিন্ন হয়ে থাকে তবে রিয়াল ট্রেডিং এর ক্ষেত্রে বেশিরভাগ ব্রোকারই ১ঃ১০০০ থেকে ১ঃ২০০০ পর্যন্ত লিভারেজ দিয়ে থাকে। ফরেক্স সম্পর্কে ভালো ধারনা না থাকলে লিভারেজ বেশি নিয়ে কোনো লাভ নেই বলেই আমি মনে করি বরং লিভারেজ কম ব্যাবহার করলেই আমাদের জন্য ভালো হবে।

sofiz
2020-03-27, 10:04 PM
আমার মতে সোজা বাংলা কথায়, হ্যা! সুতরাং, লিভারেজ যাই সেট করুন না কেন, ট্রেড খোলার সময় কখনই ব্যালেন্স এর অনুপাতে বেশি বড় ট্রেড খুলবেন না। কিছু মানুষ বলে যে ফরেক্স নাকি একদিনেই ক্যাপিটাল দুই গুন, তিন গুন করা সম্ভভ। ভাগ্য থাকলে অবশই সম্ভব। কিন্তু এভাবে ঝুকি নিয়ে ট্রেড করলে ধরা একদিন না একদিন খেতেই হবে।

Runil
2020-03-27, 10:35 PM
লিভারেজ হচ্ছে ফরেক্স ব্রোকর কর্তৃক ট্রেডার কে দেওয়া লোন । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের ব্রোকার হাউস লিভারেজ বা লোন দিয়ে থাকে । এই লিভারেজের ভাল এবং খারাপ দুই *দিকই রয়েছে । লিভারেজ বিভিন্ন আকারের হয়ে থাকে । যেমন ১ঃ১, ১ঃ১০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ । তবে আমার মতে লিভারেজ কম নেওয়াই ভাল কেননা এতে ট্রেড কম করে ওপেন করা গেলেও ব্যালেন্স শুন্য হওয়ার সম্ভাবনা কম থাকে।

forex_fighter
2020-03-27, 10:41 PM
আমার মতে নতুন ট্রেডারদের জন্য লিভারেজ কম হওয়াটা ভালো । কারন লিভারেজ বেশি হলে ব্যালেন্স কম থাকলে ম্যানি ম্যানেজমেন্ট না করেই বড় লট এর ট্রেড ওপেন করা হয় এতে অ্যাকাউন্ট অনেক ঝুঁকি পূর্ণ অবস্থাই থাকে । কারন আবেগের বসে অনেক বড় লট সাইজ এর ট্রেড এন্ট্রি করা হয় । তবে আপনি যদি দক্ষ ট্রেডার হন তাহলে লিভারেজ বেশি নিতে পারেন । লিভারেজ বেশি নিলেও আপনাকে অবশ্যই ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে ।

Suriya Sultana Hira
2020-03-27, 11:16 PM
ফরেক্স মার্কেটে লেভারেজ হলো ব্রোকার এর দেওয়া লোন । আপনি একাউন্ট খুলার সময় ব্রোকারের কাছ থেকে যেমন পরিমাণে লেভারেজ নিতে পছন্দ করবেন,, ব্রোকার ঠিক তেমনি পরিমাণে আপনাকে লেভারেজ প্রদান করবেন । ফরেক্স মার্কেটে সাধারণত ১ঃ১,,,,১ঃ৫০,,,,,১ঃ১০০,,,,, ১ঃ২০০,,,,,১ঃ৫০০,,,,,১ঃ১ ০০ ইত্যাদি আরো অনেক লেভারেজ দেওয়া থাকে,, আপনি চাইলে এর যে কোনো একটা নির্বাচন করে আপনার একাউন্টে সেট করে নিতে পারেন । তবে আমি মনে করি নতুন ট্রেডারদের জন্য যতো সম্ভব হবে কম লেভারেজ নির্বাচন করে তারপর একাউন্ট খুলা । আপনার লেভারেজ যতো কম হবে,, আপনি ততো কম লচ করবেন এই ফরেক্স মার্কেট থেকে বা লাভ ও ঠিক সেই পরিমাণে করতে পারবেন । আর আপনি চাইলে ও আপনার ব্যালেন্সের চেয়ে বেশি পরিমাণের ট্রেড ওপেন করতে পারবেন না । তাই নতুন ট্রেডারদের উচিত কম লেভারেজ নির্বাচন করে তারপর একাউন্ট খুলা,,,,,, ধন্যবাদ ।

Lubna1212
2020-03-27, 11:22 PM
তা আমার কাছে হাজির। ফরেক্স ট্রেডিংয়ের সুবিধাটি আরও বিশিষ্ট প্রভাব গ্রহণ করা। যেহেতু আপনি যত বেশি নেবেন, তত বেশি এক্সচেঞ্জ খোলা যেতে পারে। এছাড়াও, আপনি কম নগদ টাকা রেখে আরও বেশি বিনিময় করতে পারেন। তদ্ব্যতীত, একটি জিনিস আমাদের মনে রাখা উচিত তা হল ভারসাম্য সংস্থান সম্পর্কিত তথ্য। প্রভাবের মাধ্যমে আমরা আরও এক্সচেঞ্জ খুলতে পারি। বাজারটি যখন বিকশিত হচ্ছে তখন আপনাকে বিনিময় করতে হবে। অফ সুযোগ যে না, যে সময়ে আপনি হারিয়ে যেতে হবে। কাজটি অবশ্যই চারপাশে নজর রাখা উচিত।

Mdsofizuddin
2020-03-27, 11:32 PM
আমরা লেভারেজ হিসেবে ১:৫০০ ব্যবহার করতে পারি।আসলে সকল কিছুর ভাল এবং খারাপ দিক আছে ।আমরা যদি আবার বেশি ট্রেড ওপেন করে বসি তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। সুতরাং লেভারেজ বেশি নিলেও আমরা মানিম্যানেজমেন্ট রোলগুলো অবশ্যই ফলো করবো।এতে আমাদের একাউন্ট প্রটেক্ট থাকবে।

Kane
2020-03-28, 08:29 AM
লিভারেজ ফরেক্সের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়। লিভারেজ হলো ব্রোকার কর্তৃক ট্রেডার কে দেয়া লোন । কিভারেজ বিভিন্ন অনুপাতে হয় যেমন ১ঃ১, ১ঃ১০, ১ঃ১০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ ইত্যাদি। কম লিভারেজ ব্যবহার করলে রিস্ক কম থাকে কিন্তু বেশি ট্রেড নেয়া যায় না বেশি লাভ করা যায় না। আবার বেশি লিভারেজ নেয়াটাও রিস্কি কিন্তু এতে বেশি লাভ। তাই আমার মতে মাঝামাঝি পর্যায়ের লিভারেজ নেয়া উচিত।

Soh1952
2020-07-24, 03:50 PM
অবশ্যই এখানে লিভারেজ হচ্ছে আপনার ব্রোকারের নিকট থেকে ধার নেওয়া একটা টাকা। যেটা তারা আমাদেরকে কোন স্বার্থ ছাড়াই দিয়ে থাকেন। সুতরাং এটাকে সঠিকভাবে প্রয়োগ করাই হল একজন আদর্শ ট্রেডারের বৈশিষ্ট্য। তাই এই গুণাবলীকে অক্ষুন্ন রাখতে আমাদের অবশ্যই লিভারেজ ব্যবহারে রিস্ক ম্যানেজ ম্যান্টকে বিশেষ গুরুত্ব দিতে হবে।নতুন যারা লিভারেজ ১:২০ হলে সবচেয়ে ভাল। অভিজ্ঞতা বাড়তে থাকবে ইচ্ছানুযায়ী লিভারেজ বাড়িয়ে নিতে পারবেন।

FREEDOM
2020-07-24, 04:05 PM
অনেকে হয়ত মনে করে বেশি লিভারেজ নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারলে অনেক সুবিধা হয়।কিন্তু আমি মনে করি একাউন্ট করার সময়ে আপনি যদি কম লিভারেজ নিয়ে একাউন্ট করেন তবে ভাল হবে এর কারন কম লিভারেজে আপনার একাউন্টের রিক্স কম থাকে তাই লিভারেজ কম ভাল।

Devdas
2020-07-24, 04:52 PM
আমার মতে ফরেক্স এ লিভারেজ এর ক্ষেত্রে আমি বলব যে আপনার ক্যাপিটাল এর উপর ভিক্তি করে যতটুকু নেওয়া যায় আপনি সেই টুকুই নিবেন। কেননা, আপনি যদি মনে করেন যে বেশী বেশী লিভারেজ নিয়ে বেশী বেশী ট্রেড করে আয় করব তাহলে আপনার একাউন্ট এর জন্য বেশী ঝুঁকি হয়ে দাড়াবে। আপনি কম লিভারেজ নিয়ে কম লটে কম পেয়ারে ট্রেড করুন দেখবেন আপনার আয়ে হচ্ছে এবং আপনি ফরেক্স টিকে থাকতে পারবেন। কেননা, ফরেক্স একটি রিক্সি মার্কেট। ধন্যবাদ।

IFXmehedi
2020-07-24, 11:37 PM
ফরেক্স ট্রেডিং করার জন্য আপনার সুবিধার জন্যঅবশ্যই সব চেয়ে বেশি লিভারেজ নিবেন।কারন লিভারেজ যত বেশি নিবেন আপনি ততো বেশি ট্রেড ওপেন করতে পারবেন।অথাৎ খুব কম টাকায় বেশি ট্রেড করা যায়। তবে অবশ্যই সাবধান থাকতে আপনার ব্যালেন্স সমন্ধে। কারন লিভারেজ বেশি নেওয়ার ফলে আপনি বেশি বেশি ট্রেড ওপেন করতে পারবেন। কিন্তু য়দি ট্রেড ণ্ডলো আপনার পক্ষে যায় তহলে ভাল আর য়দি বিপক্ষে যায় এবং লস যদি আপনার ব্যালেন্সকে অতিক্রম করে তাহলে আপনার ব্যালেন্স শূন্য হয়ে য়াবে। তাই ট্রেড ধরার ক্ষেত্রে অবশ্যই সাবধনতা অবলম্বন করতে হব ।আপনাদের মন্তব্য শুনতে চাই।

খুবই সুন্দর কথা বলেছেন ভাই আপনি আমরা যদি ট্রেডিং করার ক্ষেত্রে ব্যবহার ঠিক মতো ব্যবহার না করতে পারি তাহলে এর পরিণাম আমাদের খুব খারাপ হবে । কারণ বেশি লেভারেজ নেয়ার ফলে আমরা বড় লট সাইজের ট্রেড করতে পারি । যার কারণে অনেক সময় আমাদের একাউন্ট অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে এবং যেকোনো সময় মার্জিন কল খেয়ে যায় । তাই আমি মনে করি আপনার উচিত সবচেয়ে কম লেভারেজ নিয়ে ট্রেডিং ।

milu
2020-07-25, 12:19 AM
আমরা যদি ফরেক্স মারকেতে টিকে থাকতে চাই তাহলে মানি ম্যানেজ মেন্তের কোন বিকল্প নেই ।আপনি যদি এটা মানেন তাহলে লিভারেজ মাঝামাঝি নেয়াই ভাল ।আমার মতে লিভারেজ ১ঃ৫০, ১ঃ১০০ নেয়াই উত্তম।তাই আমাদের লিভারেজ নেওয়ার আগে লিভারেজ ব্যাবহার সম্পর্কে জানতে হবে। সেই সম্পর্কে আমাদের জানা কম থাকলে লিভারেজ কম নেওয়া ভাল।

muslima
2020-07-25, 01:48 AM
আমরা যদি আবার বেশি ট্রেড ওপেন করে বসি তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। সুতরাং লেভারেজ বেশি নিলেও আমরা মানিম্যানেজমেন্ট রোলগুলো অবশ্যই ফলো করবো।এতে আমাদের একাউন্ট প্রটেক্ট থাকবে। বড় লিভারেজ অনেক রিস্ক আবার একেবারে কম লিভারেজ খুব ছোট লাভ এনে দায় । তাই বলতে পারি যে লিভারেজ ব্যবহারের সাবধান থাকতে হবেই । আমি সব সময় ১ঃ৫০০ লিভারেজ ব্যবহার করে থাকি ।

Fardin02
2020-07-25, 12:01 PM
অবশ্যই আমাদের লিভারেজ যখন নিব তখন আমরা চিন্তা ভাবনা করে নেব যে আমার এ্যাকাউন্টে কত টাকা আছে অঅর কত লিভারেজ নিতে অাছি । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লিভারেজ কমিয়ে নেব তাহলে আর সমস্যায় পড়তে হবে না ।কিন্তু আমি মনে করি যত কম লিভারেজ নিয়ে ট্রেড করা যায় তকতই ভাল কারন লিভারেজ নিয়ে আপনার ট্রেড যদি লসের দিয়ে যায় তাহলে আপনার একাউন্ট একসময় জিরু হয়ে যাবে।

Md.shohag
2020-07-25, 12:23 PM
লিভারেজ হল আপনার ব্রোকার কতৃক প্রদত্ত একটা লোন সুবিধা যা আপনাবে বোশি ট্রেড বা বড় লটে ট্রেড নিতে সাহাষ্য করে থাকে যেমন আমার ইনস্টাফরেক্স ট্রেডিং একাউন্ট ১:৫০০ লিভারেজের এর মানে হল আমি ১০ ডলার ইক্যুইটি ব্যালেন্স দিয়ে ০.৫০ লটে সর্বোচ্ছ ট্রেড ওপেন করতে পারবো এতে আমার যেমন লাভ বেশি হতে পারে আবার ট্রেডও সামান্ন বিপরীদে গেলে উকাউন্টও জিরো হতে পারে তাই লিভারেজ খুব সতর্ক ভাবে ব্যবহার করা উচিত। ধন্যবাদ।

jimislam
2020-07-25, 09:25 PM
আমার মতে ফরেক্স এ লিভারেজ এর ক্ষেত্রে আমি বলব যে আপনার ক্যাপিটাল এর উপর ভিক্তি করে যতটুকু নেওয়া যায় আপনি সেই টুকুই নিবেন। কেননা, আপনি যদি মনে করেন যে বেশী বেশী লিভারেজ নিয়ে বেশী বেশী ট্রেড করে আয় করব।কিন্তু আমি মনে করি যত কম লিভারেজ নিয়ে ট্রেড করা যায় তকতই ভাল কারন লিভারেজ নিয়ে আপনার ট্রেড যদি লসের দিয়ে যায় তাহলে আপনার একাউন্ট একসময় জিরু হয়ে যাবে।

konok
2020-07-27, 12:43 PM
আমার মতে লিভারেজ বেশি ব্যবহার করা ভাল এবং এতে আপনি বেশি সংখ্যক ট্রেড ওপেন করার সুযোগ পাবেন। তবে এর কারণে ওভার ট্রেডিং এর টেনডেনসি তৈরী হতে পারে। তাই সবাই সাবধান থাকবেন ট্রেড করার ক্ষেত্রে যেন তা কোন ভাবেই ওভার ট্রেড না হয়ে যায়। মানুষ বলে যে ফরেক্স নাকি একদিনেই ক্যাপিটাল দুই গুন, তিন গুন করা সম্ভভ। ভাগ্য থাকলে অবশই সম্ভব। কিন্তু এভাবে ঝুকি নিয়ে ট্রেড করলে ধরা একদিন না একদিন খেতেই হবে।

Akib
2020-09-08, 02:29 AM
লিভারেজ হচ্ছে লোন যা ব্রোকার আমদেরকে একাউন্ট ব্যালেন্সের গুনিতকে দিয়ে থাকে । আমরা যত বেশি লিভারেজ পাব , তত বেশি কম মার্জিনে ট্রেড ওপেন করতে পারব । এওত খুশি হবার দরকার নাই । লিভারেজ বেশি পেলেই যে আমরা বেশি লটে ট্রেড করে রাতারাতি ধণী হয়ে যাব তা কিন্তু নয় । আমাদের বেশি থাকলেও আমাদের বেশি লটে ট্রেড করা উচিত নয় । কারন ট্রেড আপনার বিপরীতে গেলে আপনার অল্প পুঁজি মূহূর্তেই শেষ হয়ে যাবে । তাই সাবধানতার সাথে ট্রেড করুন ।
ফরেক্স ট্রেডিং করার জন্য আপনার সুবিধার জন্যঅবশ্যই সব চেয়ে বেশি লিভারেজ নিবেন।কারন লিভারেজ যত বেশি নিবেন আপনি ততো বেশি ট্রেড ওপেন করতে পারবেন।অথাৎ খুব কম টাকায় বেশি ট্রেড করা যায়। তবে অবশ্যই সাবধান থাকতে আপনার ব্যালেন্স সমন্ধে। কারন লিভারেজ বেশি নেওয়ার ফলে আপনি বেশি বেশি ট্রেড ওপেন করতে পারবেন। কিন্তু য়দি ট্রেড ণ্ডলো আপনার পক্ষে যায় তহলে ভাল আর য়দি বিপক্ষে যায় এবং লস যদি আপনার ব্যালেন্সকে অতিক্রম করে তাহলে আপনার ব্যালেন্স শূন্য হয়ে য়াবে। তাই ট্রেড ধরার ক্ষেত্রে অবশ্যই সাবধনতা অবলম্বন করতে হব ।আপনাদের মন্তব্য শুনতে চাই

EmonFX
2020-09-08, 01:03 PM
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে লিভারেজ একটি গুরুত্বপুর্ন বিষয়। আমি মনে করি প্রথমিক পর্যায়ে ছোট লিভারেজ ব্যবহার করাই ভালা। বড় লিভারেজ নিলে যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। আপনি বড় লিভারেজ নিয়ে ট্রেড করে লাভ করতে পারলে অনেক লাভ হবে যেমন সত্যি তেমনি লস হলেও অনেক বেশি লস হবে। তাই লিভারেজ নেওয়ার ব্যাপারে অনেক বেশি সতর্ক হবে হবে। তাই প্রথমে ১:৫০ লিভারেজ ব্যবহার করা উচিৎ। এতে করে ঝুকি কম থাকে। পরবর্তিতে ভালো দক্ষতা অর্জন করতে পারলে লিভারেজ বাড়িয়ে নিতে পারেন।

sss21
2020-09-08, 08:50 PM
আমার কাছে যেটা মনে হয় । ফরেক্স ট্রেুডিং নেওয়া জন্য সুবিধা হচ্ছে বেশী লিভারেজ নেওয়া । কারন যত বেশী নিবেন তত বেশী ট্রেড ওপেন করা যাবে। এবং কম টাকা বিনিয়োগ করে বেশী ট্রেড করা যায়। আর অবশ্যই আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো ব্যলেস সম্পকে জ্ঞান থাকতে হবে। লিভারেজ এর মাধ্যমে আমরা বেশী বেশী ট্রেড ওপেন করতে পারি। কোন সময় মার্কেট পরিবর্তন হচ্ছে সে দিকে লক্ষ রেখে ট্রেড করতে হবে । তা না হলে লস হয়ে যাবে । তাই সব দিকে লক্ষ রেখে কাজ করতে হবে।

ABDUSSALAM2020
2020-09-08, 09:21 PM
লেভারেজ করা সাবধানে চলো কোন বিষয়ের উপর কাজ করে তার নির্দেশনা অনুযায়ী ব্যবসা করে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠা করেন এবং সাবধানতা ভাবে পরীক্ষার সময় কাজ করতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে এবং সম্প্রতি তাকে হতে হবে এবং দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত থাকতে হবে এবং দরকারও একাউন্টের মাধ্যমে তাকে ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে হবে একাউন্টে কত টাকা দিতে হবে এবং পরবর্তীতে সে টাকা লাভ হিসেবে যাদের সেভাবে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।

Starship
2020-09-09, 11:23 AM
ফরেক্স মার্কেটের লিভারেজ নিয়ে ট্রেড করার সুবিধা পেয়ে থাকে আমরা। লিভারেজ কম নিয়ে যদি অ্যাকাউন্ট ওপেন করি তাহলে কম ট্রেড ওপেন করা যাবে। আর বেশি নিলে কম ব্যালেন্স থাকলেও বেশি ট্রেড ওপেন করা যাবে।
তবে লিভারেজ বেশি নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কেননা আমরা যখন কম ব্যালেন্স নিয়েও একাধিক ট্রেড ওপেন করতে পারবো তখন অনুমানের উপর বা এনালাইসিস ছাড়া ট্রেড ওপেন করতে পারি। এতে করে আমাদের আলোচনার সম্ভাবনা বেশি থাকবে। তাই আমাদের সকলের উচিত লিভারেজ নেয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা।

FRK75
2020-10-24, 09:26 PM
লিভারেজ একজনের জন্য খুবই উপকারী হতে পারে যদি সে সঠিক ভাবে ব্যবহাার করতে পারে । আর যে লিভারেজ সঠিকভাবে ব্যবহার করতে পারবে না তার জন্য লিভারেজ বোঝা সরূপ বলে আমি মনে করি । তাই সব সময় লিভারেজ ব্যবহারে যথেষ্ট সর্তক থাকতে হবে বলে আমি মনে করি । লিভারেজ ব্যবহারে সুবিধা অনেক বেশি ।

Sun
2020-11-10, 01:14 PM
লিভারেজ হলো ব্রোকার কর্তৃক ট্রেডার কে দেয়া লোন । কিভারেজ বিভিন্ন অনুপাতে হয় যেমন ১ঃ১, ১ঃ১০, ১ঃ১০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ ইত্যাদি। কম লিভারেজ ব্যবহার করলে রিস্ক কম থাকে কিন্তু বেশি ট্রেড নেয়া যায় না বেশি লাভ করা যায় না। আবার বেশি লিভারেজ নেয়াটাও রিস্কি কিন্তু এতে বেশি লাভ। তাই আমার মতে মাঝামাঝি পর্যায়ের লিভারেজ নেয়া উচিত

Smd
2020-11-10, 02:38 PM
ওভার ট্রেডিং এর টেনডেনসি তৈরী হতে পারে। তাই সবাই সাবধান থাকবেন ট্রেড করার ক্ষেত্রে যেন তা কোন ভাবেই ওভার ট্রেড না হয়ে যায়। যেহেতু লিভারেজ এক প্রকার লোন আর কোন লোনই আপনার জন্য ভাল নয়। তাই যত কম লিভারেজ নিবেন ততই ভাল। মনে রাখবেন আপনি যত লিভারেজই নেন না কেন ব্রোকার কোন সময়ই আপনার এ্যাকাউন্ট ব্যালেন্স এর বেশি আপনাকে ট্রেড করতে দিবে না।

micky1212
2020-11-10, 04:43 PM
সিলিং লিভারেজ আপনার বিশেষজ্ঞের দ্বারা প্রদত্ত একটি অগ্রিম অফিস যা আপনাকে আমার ইন্সটাফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট 1: 500 এর মতো বোশি বা বিপুল পার্সেল বিনিময় করতে উত্সাহিত করে Le প্রভাবটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত কারণ আমার উপকার আরও বেশি হতে পারে এবং যদি এক্সচেঞ্জ অন্যভাবে হয় তবে রেকর্ডটি একইভাবে শূন্য হতে পারে। অনেক কৃতজ্ঞ.

Sid
2020-11-22, 08:14 AM
লিভারেজ বেশি ব্যবহার করা ভাল এবং এতে আপনি বেশি সংখ্যক ট্রেড ওপেন করার সুযোগ পাবেন। তবে এর কারণে ওভার ট্রেডিং এর টেনডেনসি তৈরী হতে পারে। তাই সবাই সাবধান থাকবেন ট্রেড করার ক্ষেত্রে যেন তা কোন ভাবেই ওভার ট্রেড না হয়ে যায়। বেশি বেশি ট্রেডিং আপনার লসের বোঝা বাড়াতে সাহায্য করবে।

samun
2020-11-23, 11:25 AM
লেভারেজ নির্বাচন অনেক বড় একটা বিষয়। প্রতিটি ট্রেডারের উচিত লেভারেজ সঠিকভাবে জেনে নেওয়া। আমার মতে, লিভারেজ নেওয়াটা ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে আপনাকে বুঝেশুনে লিভারেজ নিতে হবে।কারন বেশি লিভারেজ নিয়ে বেশি লটে ট্রেড করলে বেশি লাভ যেমন হবে তেমনি বেশি লসও হবে।তাই বেশি লোভ না করে কম লিভারেজ নিয়ে যেমন ১:৫০ বা ১:১০০ লিভারেজ নিলে ভালো হবে।

zakia
2020-11-24, 03:15 PM
অবশ্যই এখানে লিভারেজ হচ্ছে আপনার ব্রোকারের নিকট থেকে ধার নেওয়া একটা টাকা। যেটা তারা আমাদেরকে কোন স্বার্থ ছাড়াই দিয়ে থাকেন। সুতরাং এটাকে সঠিকভাবে প্রয়োগ করাই হল একজন আদর্শ ট্রেডারের বৈশিষ্ট্য। তাই এই গুণাবলীকে অক্ষুন্ন রাখতে আমাদের অবশ্যই লিভারেজ ব্যবহারে রিস্ক ম্যানেজ ম্যান্টকে বিশেষ গুরুত্ব দিতে হবে। লিভারেজ বেশি থাকলে লট কিনতে কম ডলার লাগে । আর এই কারণে। অনেক ছোট একাউন্ট দিয়েও বড় সাইজের লট কিনা যায় ।

Smd
2021-06-18, 09:03 PM
আপনি যদি এটা মানেন তাহলে লিভারেজ মাঝামাঝি নেয়াই ভাল ।আমার মতে লিভারেজ ১ঃ৫০, ১ঃ১০০ নেয়াই উত্তম ।কেন না লিভারজ বেশি নেয়ার কারনে আপনি বড় বড় ট্রেড ওপেন করলেন আর লস বেশি খাবেন। ফরেক্সে অনেকে হাই ভলিউম ব্যবহার করেই লস খায় । আসলে লিভারেজ হাই থাকলেই যে লস করবেন এমনটা নয় । আসলে লোভ সংবরণ ও ধৈয্য ধরতে পারলে তবে কোন সমস্য হবে না । কিন্ত বেশিরভাগ ট্রেডার মার্কেটের সামনে বসলেই নিজের নিয়ন্ত্রন নিজেই হারিয়ে ফেলেন ।

FRK75
2021-10-05, 05:35 PM
আপনার ব্রোকার কতৃক প্রদত্ত একটা লোন সুবিধা যা আপনাবে বোশি ট্রেড বা বড় লটে ট্রেড নিতে সাহাষ্য করে থাকে যেমন আমার ইনস্টাফরেক্স ট্রেডিং একাউন্ট ১:৫০০ লিভারেজের এর মানে হল আমি ১০ ডলার ইক্যুইটি ব্যালেন্স দিয়ে ০.৫০ লটে সর্বোচ্ছ ট্রেড ওপেন করতে পারবো এতে আমার যেমন লাভ বেশি হতে পারে আবার ট্রেডও সামান্ন বিপরীদে গেলে উকাউন্টও জিরো হতে পারে

FRK75
2021-12-01, 10:36 PM
ব্রোকার প্রদত্ত ক্লায়েন্টদের জন্য লোন সুবিধা৷এই লিভারেজ পেশাদার দক্ষ ট্রেডারদের জন্য বেশ সুবিধাজনক আবার অন্যদিকে নতুন শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ “ফাদ”৷ কেননা নতুন শিক্ষার্থীরা তাদের অনভিজ্ঞতার কারণে এই লিভারেজ অনেক বেশি নিয়ে ট্রেড করে থাকেন৷কিন্তু তারা জানেন না বেশি লিভারেজ এর ফলে তাদের অ্যাকাউন্ট গুলোর ব্যালেন্স প্রায়ই শূন্য হয়ে যায়৷লিভারেজ বেশি থাকলে স্বাভাবিকভাবেই তারা বড় বড় লটে ট্রেড করার সুযোগ পান এবং ওভারট্রেড করার সুযোগ পেয়ে থাকেন৷এই সুযোগকে যখন নতুন অদক্ষ্য শিক্ষার্থী ট্রেডার কাজে লাগানোর চেষ্টা করেন তখন তাদের অদক্ষতার কারণে প্রচুর লস হয়ে থাকে এবং প্রায়ই পুরো ব্যালেন্স জিরো হয়ে থাকে৷

Mas26
2021-12-01, 11:33 PM
লিভারেজ হল আপনার ব্রোকার কতৃক প্রদত্ত একটা লোন সুবিধা যা আপনাবে বোশি ট্রেড বা বড় লটে ট্রেড নিতে সাহাষ্য করে থাকে যেমন আমার ইনস্টাফরেক্স ট্রেডিং একাউন্ট 1ঃ50।তবে লিভারেজ বেশি ব্যবহার করা ভাল এবং এতে আপনি বেশি সংখ্যক ট্রেড ওপেন করার সুযোগ পাবেন। তবে এর কারণে ওভার ট্রেডিং এর টেনডেনসি তৈরী হতে পারে। তাই সবাই সাবধান থাকবেন ট্রেড করার ক্ষেত্রে যেন তা কোন ভাবেই ওভার ট্রেড না হয়ে যায়। বেশি বেশি ট্রেডিং আপনার লসের বোঝা বাড়াতে সাহায্য করবে।কম লিভারেজ ব্যবহার করলে রিস্ক কম থাকে কিন্তু বেশি ট্রেড নেয়া যায় না বেশি লাভ করা যায় না। আবার বেশি লিভারেজ নেয়াটাও রিস্কি কিন্তু এতে বেশি লাভ। তাই আমার মতে মাঝামাঝি পর্যায়ের লিভারেজ নেয়া উচিত।

FRK75
2022-06-11, 11:35 PM
অতি লোভে তাতী নস্ট । যদি আপনি ভাল একজন দক্ষ ট্রেডার হন তবে আপনি লিভারেজের কথা ভাবতে পারেন । আর যদি আপনি নতুন ট্রেডার হন তা হলে মোটেও লিভারেজের বিশয় ভাবা উচিত নয় । আর যত বেশি ট্রেড তত বেশি লস । বুঝে সুনে একটা কারেন্সি পেয়ারে ট্রেড দিতে পারলেই যথেস্ট ।ফরেক্স এ লিভারেজ যেমন সুবিধা তেমনি বিপদজনক ও বটে। লিভারেজ বড় লট সাইজ এ ট্রেড করতে সাহয্য করে। কিন্তু অতি মাত্রায়্য লিভারেজ না নেওয়াই ভালো। কারন যখন আপনার লোভ আসবে একট বড় লট এ ট্রেড করলে একাউন্ট এ ঝউকি বেরে যাবে।

Smd
2023-01-25, 06:57 PM
লিভারেজ হচ্ছে আপনার ব্রোকারের নিকট থেকে ধার নেওয়া একটা টাকা। যেটা তারা আমাদেরকে কোন স্বার্থ ছাড়াই দিয়ে থাকেন। সুতরাং এটাকে সঠিকভাবে প্রয়োগ করাই হল একজন আদর্শ ট্রেডারের বৈশিষ্ট্য। তাই এই গুণাবলীকে অক্ষুন্ন রাখতে আমাদের অবশ্যই লিভারেজ ব্যবহারে রিস্ক না নেয়া। আসলে লিভারেজ হাই থাকলেই যে লস করবেন এমনটা নয় । আসলে লোভ সংবরণ ও ধৈয্য ধরতে পারলে তবে কোন সমস্য হবে না । কিন্ত বেশিরভাগ ট্রেডার মার্কেটের সামনে বসলেই নিজের নিয়ন্ত্রন নিজেই হারিয়ে ফেলেন । লিভারেজ বেশি থাকলে লট কিনতে কম ডলার লাগে ।

FRK75
2023-07-22, 08:22 PM
আপনার ব্রোকার কতৃক প্রদত্ত একটা লোন সুবিধা যা আপনাবে বোশি ট্রেড বা বড় লটে ট্রেড নিতে সাহাষ্য করে থাকে যেমন আমার ইনস্টাফরেক্স ট্রেডিং একাউন্ট ১:৫০০ লিভারেজের এর মানে হল আমি ১০ ডলার ইক্যুইটি ব্যালেন্স দিয়ে ০.৫০ লটে সর্বোচ্ছ ট্রেড ওপেন করতে পারবো এতে আমার যেমন লাভ বেশি হতে পারে আবার ট্রেডও সামান্ন বিপরীদে গেলে উকাউন্টও জিরো হতে পারে ফরেক্সে কম পুজি নিয়ে ট্রেড করার জন্য লিভারেজ খুব গুরুত্বপূর্ণ বিষয়।এজণ্য লিভারেজ ব্যবহার করার জন্য সাবধান এবং সচেতন হতে হবে।কারন অতিরিক্ত লিভারেজ ব্যবহার করলে ট্রেড প্রচুর পরিমান ওপেন করা সম্ভব হবে।কিন্তু ট্রেড বেশি ওপেন করাটা খারাপ ছাড়া ভালো কিছুনা। এজন্য যথাসম্ভব কম লিভারেজ ব্যবহারের চেষ্টা করতে হবে।

Luckyboy
2023-07-23, 03:36 PM
আপনি যদি ফরেক্স ফোরাম সাথে কাজ করেন তবে আপনার লেভারেজ ১.৫০ হবে আর যদি আপনি আপনি একটা লাইভ অ্যাকাউন্ট নিজে তৈরি করেন এবং ইনভেস্ট করেন বা বিনিয়োগ করেন তবে আপনি আপনার ইচ্ছামতন লেভারেজ নিতে পারবেন তবে যত বেশি লিভারেজ নিবেন তত বেশি লাভ হবে এবং লস ও ঠিক ততটুকু হবে তাই বেশি লিভারেজ কাজ করতে হলে আপনাকে প্রচুর টাকা বিনিয়োগ করতে হবে না হলে আপনি বেশি সময় মার্কেটে টিকে থাকতে পারবেন না ।

shohedullaearn
2023-07-24, 12:25 PM
আসলে এবারের বেশি দেওয়ায় সুযোগ অনেক হলেও রিস্ক ও বেড়ে যায় অনেক তার জন্য আমাদের সকলের উচিত একটা পরিমাণ মতো এটা আমার জন্য সুবিধা জনক হবে এবং হবে না। যে কারণে আমাদের উচিত কোন সিনিয়র বড় ভাইদের উপদেশ বা তাদের কাছ থেকে জেনে একটি পরিমান মত লিভারের সেট করে তা দিয়ে ট্রেনিং করা।

sss21
2023-08-29, 07:10 AM
আমার মনে হয় অতি লোভে তাতী নস্ট । যদি আপনি ভাল একজন দক্ষ ট্রেডার হন তবে আপনি লিভারেজের কথা ভাবতে পারেন । আর যদি আপনি নতুন ট্রেডার হন তা হলে মোটেও লিভারেজের বিশয় ভাবা উচিত নয় । আর যত বেশি ট্রেড তত বেশি লস । বুঝে সুনে একটা কারেন্সি পেয়ারে ট্রেড দিতে পারলেই যথেস্ট ।

Mas26
2023-08-29, 10:21 AM
লিভারেজ বেশি ব্যবহার করা ভাল এবং এতে আপনি বেশি সংখ্যক ট্রেড ওপেন করার সুযোগ পাবেন। তবে এর কারণে ওভার ট্রেডিং এর টেনডেনসি তৈরী হতে পারে। তাই সবাই সাবধান থাকবেন ট্রেড করার ক্ষেত্রে যেন তা কোন ভাবেই ওভার ট্রেড না হয়ে যায়। বেশি বেশি ট্রেডিং আপনার লসের বোঝা বাড়াতে সাহায্য করবে।