PDA

View Full Version : সবুরে মেওয়া ফলে



HELPINGHAND
2015-05-28, 09:32 PM
বাংলা ভাষায় প্রচলিত একটি বাক্য হচ্ছে, ‘সবুরে মেওয়া ফলে।’ ইতিহাসের সফল ব্যক্তিদের জীবন পর্যালোচনা করলেও এটা স্পষ্ট হয় যে, তাদের বিজয়ের পেছনে ধৈর্য শক্তি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। যাদের ধৈর্যশক্তি নেই, তারা সামান্য বিপদেও ভেঙে পড়েন। কিন্তু ধৈর্যশীলরা একবার না পারিলে দেখো শতবার’-এই নীতিতে বিশ্বাস করেন। মার্কিন বিজ্ঞানী টমাস এডিসন বৈদ্যুতিক বাতি তৈরির জন্য বারবার চেষ্টা চালিয়েছিলেন। অবশেষে তিনি সফল হন। লেখক হেলেন কেলার অন্ধ হওয়ার পরও ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে লেখাপড়া শিখেছেন এবং মানুষের জন্য কাজ করেছেন। এমন অনেকেই ইতিহাস সৃষ্টি করতে পেরেছেন ধৈর্যশীল হওয়ার কারণেই। তবে ধৈর্য শক্তি ধরে রাখার জন্য কিছু বিষয়ে সব সময় সতর্ক থাকতে হবে। সাধারণত: আমাদের ওপর যখন একাধিক দায়িত্ব এসে বর্তায় অথবা যখন কঠিন কোনো কাজ এসে পড়ে, তখন আমরা ধৈর্যহারা হয়ে পড়ি। এছাড়া যখন মানুষ তার শক্তি ও সামর্থের চেয়েও কঠিন কাজে হাত দেয়, তখন তাকে অবশ্যই তার কর্মসূচির বিষয়টি পরিবর্তনের চিন্তা করতে হবে। এ অবস্থায় কাজ ও দায়িত্ব এমনভাবে ভাগ করতে হবে- যাতে একই সময়ে একাধিক কাজের চাপ না থাকে। শক্তি ও সামর্থ অনুয়ায়ী সব কিছু করতে হবে।

মানুষের ধৈর্য-শক্তি বৃদ্ধির পেছনে ধর্মীয় জ্ঞান ও ঈমানি শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধৈর্যশক্তি মানুষের জন্য সত কাজের সুযোগ ও ক্ষেত্র সৃষ্টি করে। পাশাপাশি এর মাধ্যমে পাপ কাজ থেকে বিরত থাকা যায়। যারা ধৈর্যশীল হয়, তারা পরকালে পুরস্কারতো পায়ই, একইসঙ্গে ইহকালীন জীবনেও সাফল্য পায় এবং তাদের জীবন হয় প্রশান্তিময়। নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে ধৈর্যশীলদের। এ ধরনের ব্যক্তিরা নিরর্থক অভিযোগ-অনুযোগ ও অন্যায় আচরণের মাধ্যমে অস্থির হয়ে ওঠে না বরং আল্লাহর সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে নিজের প্রশান্তি নিশ্চিত করে। আল্লাহ যে কল্যাণকামী, সে বিষয়টি ধৈর্যশীল ব্যক্তিরা বিশ্বাস করেন এবং তিনি সর্বশক্তিমান ও সর্বজ্ঞানী, সবচেয়ে দয়াময়। এ কারণে এ ধরনের ব্যক্তিরা অনাকাঙ্খিত বিপদ-আপদের ধৈর্য হারায় না। দুঃখ-কষ্টের মাঝেও চূড়ান্ত কল্যাণ খোঁজার চেষ্টা চালায় এ ধরনের ব্যক্তিরা। এর ফলে সব ধরনের দুঃখ-কষ্টের মাঝেও শান্তভাব বজায় রাখে এবং অসদাচরণ থেকে বিরত থাকে।

Talha
2015-07-21, 02:57 AM
সত্যি ভাই আপনাকে স্যালুট সবুরে মেওয়া ফলে আমি ও ধৈর্য ধরে চেষ্টা করতেছি সফলতা আপনা আপনি ধরা দেবে।

mamun159
2015-08-06, 09:53 AM
সবুরে মেওয়া ফলে কথাটা সত্য ফরেক্র টেডিং এমন একটা বিষয় যা ধৈর্য ছাড়া সম্ভব না ফরেক্র করার আগে ভাল ভাবে শিখতে হবে একদিন সফলতা আসবেই বড় কিছু পেতে হলে অবশ্যই সবুর করতে হবে ..সবুর করলে সফলতা 100% হবেই

oviice
2015-08-06, 10:06 AM
ফরেক্স কঠিন একটি বিজনেস , যদি আপনি ভালভাবে ফরেক্স মার্কেট না বুঝতে পারেন । এখানে ডেইলি কোটি কোটি টাকার লেন্দেন হয় । কোন ট্রেডার লাভ করেন , আবার কেউবা লস করেন । সব কিছুই নির্ভর করে আপনার বুদ্ধির উপর । যারা মাথা করে কাজ করে যেতে পারেন তারাই সফল হয় । অনেকে দ্রুত লাভ করার আশায় বড় ট্রেড করেন , যার ফলে মার্জিন লেভেল হারিয়ে সবই লস হয়ে যায় ।

nasir
2015-08-13, 12:13 AM
সবুরে মেওয়া তা টিক।আর তাই আমাদের কে ধৈর্য ধরে চেষ্টা করতে হবে যতক্কন না লাভ করতে পারি।মাথা টান্ডা রাকতে হবে,আর ভাল ভাবে ফরেক্স বুজতে হবে।
তবেই আপনি এবং আমরা ভাল কিছু করতে পারব।

AbuRaihan
2015-10-03, 06:22 PM
আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে একটা বিশদ পোস্ট দেয়ার জন্য । মহানবি (সাঃ) বলেছিলেন ধৈর্য্য হল এমন একটা গাছ যার পুরো গায়ে কাঁটা কিন্ত ফল অত্যন্ত মিষ্টি । ধৈর্য্য ধারণ করতে পারাটা অনেক বেশি মানষিক শক্তির প্রয়োজন হয় । ধৈর্য্যশীল ব্যাক্তিদের কাছে আত্ননিয়ন্ত্রন করার এক অসাধারণ ক্ষমতা রয়েছে । ফরেক্স মার্কেটে এই ধৈর্য্যর গুরুত্ব অনেক বেশি । যারা ধৈর্য্য ধরে লোভহীন ট্রেড করতে পারে তারা অনেক বেশি সফল হয় । মনে রাখবেন -
‘‘ ধৈর্য্যর ফল মধুর চেয়ে মিষ্টি বেশি ‘‘ ।

RUBEL MIAH
2015-10-05, 09:54 PM
প্রবাদে আছে ,***********যে সহে সে রহে । তাই ট্রেড করতে হলে সহনীয় হতে হবে ।

maziz6989
2015-11-19, 07:35 PM
সহমত তবে বুঝে শুনে। সব সময় সবুরে মেওয়া না ফলে কাটা ও ফলতে পারে। উদাহরণ হিসাবে বলা যায়, আপনি একটা ট্রেড নিলেন ট্রেন্ড এর বিপরীত দিকে অথবা ট্রেন্ড এর দিকে কিন্তু আপনি খেয়াল করেননি যে একটা বড় নিউজ আছে এবং প্রভাবে মার্কেট আপনার প্রতিকুলে যেতে শুরু করল। আপনি সবুর করে/ ধৈর্য ধরে বসে থাকলেন মার্কেট আপনার দিকে আসবে। তবে মনে রাখুন আপনার জন্য বেশ বড় সড় বাশ অপেক্ষা করছে।

Realifat
2016-01-23, 02:29 PM
ফরেক্স মার্কেটে সবুরে মেওয়া ফলে প্রবাদ বাক্যটি খুবই সত্য বলে বিবেচিত হবে কারন ফরেক্সে সফলতার মূলই হচ্ছে ধৈর্য্য। কখনও ধৈর্য্য হারালে এবং লোভ করলে তাকে পস্তাতে হবে।অর্থাত ধৈর্য্য ধরে ট্রেডিং না করতে পারলে লস করতে হতে পারে। তাই ফরেক্সে সবসময়ই ধৈর্য্য ধরে ট্রেড করতে হবে যদি সফলতা প্রয়োজন হয়।

Sahed
2016-07-24, 04:32 PM
হ্যা অামি আপনার সাথে একমত । সবুরে মেওয়া ফলে এটি চিরন্তন সত্য একটি কথা । ফরেক্স মার্কেট আপনাকে আগাতে হবে দৈর্য্য ধারন করে ধীর গতিতে । মার্কেটে যদি আপনা উত্তেজিত হয়ে যান বা ধৈর্য্য ধারন না করতে পারেন তাহলে মার্কেটে আপনি সফলতা পাবেন না । কারন মার্কেটে উত্তেজনা আপনাকে শেষ করে দিতে পারে ।

basaki
2016-07-24, 04:57 PM
হা ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অনেক কস্ট সয্য করতে হবে আর যদি আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আমি মনে করি অবিজ্ঞতা অর্জন করেই তবে আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে পারেন।আর তাই আপনাকে ফরেক্স মার্কেট নিয়ে অনেক পড়া শুনা করতে হবে।

fatema begum
2016-07-31, 03:12 AM
ফরেক্স করতে গেলে আসলে ধৈর্য লাগে ।ধৈর্য ছাড়া ফরেক্স করা সম্ভব না।কারণ আমাদের সব ট্রেড প্রফিটে যাবে না।আর লস করে টেনশন নিয়ে কোন লাভ নেই।আমরা যদি ভাল ভাবে চেষ্টা করি তাহলে ভাল ফলাফল পেতে বেশি দেরি করবে না।আমাদের সেজন্য ধৈর্য ধরতে হবে।

fatema begum
2016-07-31, 03:28 AM
আরেকটা কথা বলার জন্য আবার পোস্টে লেখা দিলাম।আমি ডেমোতে ট্রাই করার পর এখন ধৈর্য ধারণ করে বসে আছি।আমার এখন আর অন্য কাজে তেমন মন যায় না।শুধু ফরেক্স নিয়ে চিন্তা ।এবার দেখুন ফরেক্স ভাইরাসে আমাকে কেমন করে আকড়ে ধরেছে।এবার কিছু না কিছু আমাকে অবশ্যই করতে হবে।তা না হলে নিজেকে জীবনেও ক্ষমা করতে পারব বলে মনে হয় না।