PDA

View Full Version : ধৈর্যশক্তি বাড়ানোর উপায় (পর্ব-২)



HELPINGHAND
2015-05-28, 09:50 PM
ধৈর্যশক্তি বাড়ানোর আরেকটি উপায় হলো- অপ্রত্যাশিত কিছু ঘটে যাওয়ার জন্য প্রস্তুত থাকা। যে কোনো বিষয় আপনার ভাবনা ও পরিকল্পনা অনুযায়ী না-ও এগোতে পাতে। আপনার প্রত্যাশা হতে হবে বাস্তবভিত্তিক। এমন হতে পারে যে, আপনার এক সন্তান অসাবধানতাবশত গ্লাসের জুস ফেলে কার্পেট বা ফ্লোর নষ্ট করে ফেললো। আপনাকে এ অবস্থায় চেচামেচি করলে চলবে না। আপনাকে এটা মেনে নিতে হবে যে, এ ধরনের ঘটনা শিশুদের মাধ্যমে ঘটতেই পারে। মানুষ ভুল-ভ্রান্তির উর্ধ্বে নয়। কোনো কিছু যদি অপ্রত্যাশিতভাবে ঘটে যায়, তাহলে আপনি ধৈর্যহীন হয়ে পড়লে কোনো সমাধান আসবে না রবং আরো ক্ষতি হবে। এ কারণে যেসব বিষয় আপনার মাঝে অস্থিরতা বাড়িয়ে দেয়, চিন্তা ও চেতনাকে সেসব বিষয় কেন্দ্রীক করলে চলবে না। দয়া-মায়া, ভালোবাসা, কৃতজ্ঞতার মাধ্যমে জীবনের প্রতিটি মূহুর্ত ও পরিস্থিতিকে পুরোপুরি কাজে লাগাতে হবে। সব সময় এটা মনে রাখতে হবে যে, যা প্রত্যাশা করছেন, আপনার প্রাপ্তি সেরকম না-ও হতে পারে। এ জন্য ধৈর্য ও স্থিতিশীলতা জরুরি।

ইসলাম ধর্মে বারবারই ধৈর্যের প্রভাব নিয়ে কথা বলা হয়েছে। ধৈর্য ও সাফল্য-একটির সঙ্গে আরেকটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। হজরত আলী (আ.) বলেছেন, দীর্ঘ সময়ের প্রয়োজন হলেও ধৈর্যশীলরা জয় হাতছাড়া করে না। ধৈর্যশীল হলে অনেক পাপ কাজ থেকে বিরত থাকতে পারে মানুষ। এমন মানুষ আল্লাহর ন্যায়বিচারের বিষয়ে নিরাশ হয় না। এ কারণে তাদের পুরস্কার অবসম্ভাবী। ধৈর্যের পুরস্কার অপরিসীম। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ধৈর্য ও সহিষ্ণুতা হচ্ছে তিন ভাগে বিভক্ত। এক-বিপদের সময় ধৈর্য। দুই-আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে ধৈর্য। তিন-ধৈর্যের মাধ্যমে পাপ করা থেকে বিরত থাকা। এ তিন ধরনের ধৈর্যের পুরস্কার প্রসঙ্গে রাসূল (সা.) বলেছেন, বিপদের সময় যে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে আসমান ও জমিনের মধ্যকার দূরত্বের সমতুল্য মর্যাদা দান করেন। যে ধৈর্যের সঙ্গে আল্লাহর নির্দেশ মেনে চলবে অর্থাত ইবাদত-বন্দেগি করবে, আল্লাহ তাকে জমিনের তলদেশ থেকে আল্লাহর আরশ পর্যন্ত যে জায়গা, সে পরিমাণ মর্যাদা দেবেন। আর যে ব্যক্তি ধৈর্যের মাধ্যমে পাপ থেকে বিরত থাকবে, আল্লাহ তাকে জমিনের তলদেশ ও আরশের শেষ প্রান্তের মধ্যকার দূরত্বের সমতুল্য মর্যাদা দেবেন। কাজেই ধৈর্যের সঙ্গে পাপ কাজ করা থেকে বিরত থাকার পুরস্কারই সর্বোচ্চ।

maziz6989
2015-06-29, 08:16 PM
খুব সুন্দর ভাবে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেছেন । যাই হোক আমি কয়েকটা জিনিস এর সাথে যোগ করতে চাই। তা হল নিজেকে নিয়ন্ত্রন করুন। আত্মবিশ্বাস বাড়ান। সব চেয়ে বড় কথা হল এটা একটা যুদ্ধ ক্ষেত্র তাই এখানে ঠিকে থাকতে হলে ধৈর্যের কোন বিকল্প নেই।

Zakariea
2015-07-01, 02:22 PM
আসলে সবাই ফরেক্স ফোরাম এবং ফেসবুক গুরুপ গুলোতে ধৈর্য নিয়ে বেশ ভালো ভালো কথা বলতে পারে কিন্তু বাস্তবে বেলায়া সেই অনুযায়ী নাও হতে পারে। বেশ ভালো লিখেছেন ধৈর্যশক্তি নিয়ে। সবচেয়ে বড় ব্যাপার হলো এটা মেনে চলা।

kamrulhasanjames2
2015-07-15, 11:22 PM
আমার বলার কিছুই নাই উপরের পোষ্ট এ সব বিস্তারিত বলা হয়েছে। এখানে আমরা যারা নব্য ফরেক্স ট্রেডার আছি সবাই মেনে চলব।

nasir
2015-08-13, 12:19 AM
অপ্রত্যাশিত কিছু ঘটে যাওয়ার জন্য ত প্রস্তুত থাকতেই হবে।পাশাপাশি লুভটা ক্র সামলাতে হবে।তবেই আপনি সফলতার ধারপ্রান্তে পউছাতে পারবেন।তা না হলে আপনি পারবেন না।
হল নিজেকে নিয়ন্ত্রন করুন তবেই আপনি ফরেক্স এ সফল হতে পারবেন।

RUBEL MIAH
2015-12-20, 12:21 PM
ধৈর্য্যশক্তি বাড়ানোর বিভিন্ন ধরনের উপায় রয়েছে । নিম্নে সেগুলোর কিছু দেয়া হল :
(১) ধৈর্য্য বাড়ানো সর্ম্পকে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে ।
(২) ধৈর্য্য বাড়ানোর জন্য বিভিন্ন গুণীজনের বই পড়তে হবে ।
(৩) ধৈর্য্য বাড়ানোর জন্য সফল ট্রেডারের পরামর্শ নিতে হবে ।
(৪) ধৈর্য্য বাড়ানোর জন্য মার্কেট এ্যানালাইসিস করতে হবে ।

zobairi007bd
2015-12-21, 03:45 PM
ধৈর্যশক্তি বাড়ানোর আরেকটি উপায় হলো- অপ্রত্যাশিত কিছু ঘটে যাওয়ার জন্য প্রস্তুত থাকা। যে কোনো বিষয় আপনার ভাবনা ও পরিকল্পনা অনুযায়ী না-ও এগোতে পাতে। আপনার প্রত্যাশা হতে হবে বাস্তবভিত্তিক। এমন হতে পারে যে, আপনার এক সন্তান অসাবধানতাবশত গ্লাসের জুস ফেলে কার্পেট বা ফ্লোর নষ্ট করে ফেললো। আপনাকে এ অবস্থায় চেচামেচি করলে চলবে না। আপনাকে এটা মেনে নিতে হবে যে, এ ধরনের ঘটনা শিশুদের মাধ্যমে ঘটতেই পারে। মানুষ ভুল-ভ্রান্তির উর্ধ্বে নয়। কোনো কিছু যদি অপ্রত্যাশিতভাবে ঘটে যায়, তাহলে আপনি ধৈর্যহীন হয়ে পড়লে কোনো সমাধান আসবে না রবং আরো ক্ষতি হবে। এ কারণে যেসব বিষয় আপনার মাঝে অস্থিরতা বাড়িয়ে দেয়, চিন্তা ও চেতনাকে সেসব বিষয় কেন্দ্রীক করলে চলবে না। দয়া-মায়া, ভালোবাসা, কৃতজ্ঞতার মাধ্যমে জীবনের প্রতিটি মূহুর্ত ও পরিস্থিতিকে পুরোপুরি কাজে লাগাতে হবে। সব সময় এটা মনে রাখতে হবে যে, যা প্রত্যাশা করছেন, আপনার প্রাপ্তি সেরকম না-ও হতে পারে। এ জন্য ধৈর্য ও স্থিতিশীলতা জরুরি।

ইসলাম ধর্মে বারবারই ধৈর্যের প্রভাব নিয়ে কথা বলা হয়েছে। ধৈর্য ও সাফল্য-একটির সঙ্গে আরেকটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। হজরত আলী (আ.) বলেছেন, দীর্ঘ সময়ের প্রয়োজন হলেও ধৈর্যশীলরা জয় হাতছাড়া করে না। ধৈর্যশীল হলে অনেক পাপ কাজ থেকে বিরত থাকতে পারে মানুষ। এমন মানুষ আল্লাহর ন্যায়বিচারের বিষয়ে নিরাশ হয় না। এ কারণে তাদের পুরস্কার অবসম্ভাবী। ধৈর্যের পুরস্কার অপরিসীম। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ধৈর্য ও সহিষ্ণুতা হচ্ছে তিন ভাগে বিভক্ত। এক-বিপদের সময় ধৈর্য। দুই-আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে ধৈর্য। তিন-ধৈর্যের মাধ্যমে পাপ করা থেকে বিরত থাকা। এ তিন ধরনের ধৈর্যের পুরস্কার প্রসঙ্গে রাসূল (সা.) বলেছেন, বিপদের সময় যে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে আসমান ও জমিনের মধ্যকার দূরত্বের সমতুল্য মর্যাদা দান করেন। যে ধৈর্যের সঙ্গে আল্লাহর নির্দেশ মেনে চলবে অর্থাত ইবাদত-বন্দেগি করবে, আল্লাহ তাকে জমিনের তলদেশ থেকে আল্লাহর আরশ পর্যন্ত যে জায়গা, সে পরিমাণ মর্যাদা দেবেন। আর যে ব্যক্তি ধৈর্যের মাধ্যমে পাপ থেকে বিরত থাকবে, আল্লাহ তাকে জমিনের তলদেশ ও আরশের শেষ প্রান্তের মধ্যকার দূরত্বের সমতুল্য মর্যাদা দেবেন। কাজেই ধৈর্যের সঙ্গে পাপ কাজ করা থেকে বিরত থাকার পুরস্কারই সর্বোচ্চ।

100% আপনার লেখাটি ভাল লাগল। ডেমু চর্চার বিকল্প নেই। ফরেক্স যে যত ধর্য্যশীল সে তত লাভবান হবে। অঅর লোভিদেও বিনষ্ট।

zobairi007bd
2015-12-21, 03:47 PM
ধৈর্য্যশক্তি বাড়ানোর বিভিন্ন ধরনের উপায় রয়েছে । নিম্নে সেগুলোর কিছু দেয়া হল :
(১) ধৈর্য্য বাড়ানো সর্ম্পকে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে ।
(২) ধৈর্য্য বাড়ানোর জন্য বিভিন্ন গুণীজনের বই পড়তে হবে ।
(৩) ধৈর্য্য বাড়ানোর জন্য সফল ট্রেডারের পরামর্শ নিতে হবে ।
(৪) ধৈর্য্য বাড়ানোর জন্য মার্কেট এ্যানালাইসিস করতে হবে ।
19671967
ধৈর্য্য বাড়ানোর জন্য বিভিন্ন গুণীজনের বই পড়তে হবে । ডেমু চর্চার বিকল্প নেই। ফরেক্স যে যত ধর্য্যশীল সে তত লাভবান হবে। অঅর লোভিদেও বিনষ্ট।

basaki
2015-12-21, 05:36 PM
ফরেক্স ট্রেডিং এ ধ্যের্য্য একটি বিশাল বেপার। ফরেক্স ট্রেড কতে গেলে অনেকের মথা টান্ডা নাকরে ট্রেড করে যার কারনে অনেক ক্ষতির সম্মকিন হতে হয়।ধ্যের্য ধারন করতে ছাইলে একজন ট্রেডার কে প্রথমে তার লোব পরিহার করতে হবে।

Marufa
2015-12-21, 05:56 PM
আসলে ধৈর্য এমন একটি ব্যাপার যা কখনওই হঠাৎ করে অর্জন করা সম্ভব হয় না । ধীরে ধীরে পরিশ্রম করার মাধম্যে এবং নিরলস চেষ্টার মাধম্যে নিজের ভেতর তৈরি করে নিতে হয় । ধৈর্য ছাড়া কোন কাজই সফল হওয়া যায় না ।

AbuRaihan
2015-12-23, 03:47 PM
ফরেক্সে ধৈর্য্য শক্তির কোন বিকল্প নেই ৤ ফরেক্স মার্কেটে আমাদের শুরুতে থেকে ধৈর্য্যশীল হওয়ার অভ্যস করতে হবে ৤ কেননা বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবাই পছন্দ করি যে প্রফিট করতে এবং প্রফিটের পেছনে ছুটতে গিয়ে আমরা অনেক সময় সর্বস্ব হারিয়ে দেউলিয়া হয়ে যায় মার্কেটে থেকে ৤ তাই শুরু থেকে ধৈর্য্য ধরে রাখার প্রয়োজনীয়তা অসীম ৤ ফরেক্স মার্কেটে ধৈর্য্যর ফল মধুর চেয়ে মিষ্টি বেশি ৤ তাই মধুর মত ফল লাভের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ধৈর্য্য ধারণ করতে হবে ৤

Realifat
2016-01-23, 01:54 PM
আমি আপনার সাথে পুরোপুরি একমত। আপনি অনেক ভালো বলেছেন যা ধৈর্য্য বাড়াতে সত্যিকারেই অনেক কার্যকরি ভূমিকা রাখতে পারে। আমারও মনে হয় যা ঘটবে এমনকি যদি অপ্রত্যাশিতভাবেও ঘটে সে সম্পর্কে খারাপ কিছু না মনে করে সহজেই গ্রহন করতে হবে।কখনও কোনো খারাপ পরিস্তিতিতে ভেঙে পড়া যাবেনা বরং তা সমাধানের চেষ্টা করতে হবে।

Grimm
2018-01-30, 03:43 PM
আমার মনে হয় না যে এত সহজেই ধৈর্য্য শক্তি বাড়ানো সম্ভব। তবে হ্যা আমরা যদি দীর্ঘ সময় ধরে চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা আমাদের ধৈর্য্যশক্তি বাড়াতে পারবো্ আমি বর্তমানে আমার ধৈর্য্যের সহিত ট্রেড করতে পারি না। তাই বার বার আমাকে ক্ষতির মুখ দেখতে হয়। আমিও চেষ্টা করতাছি আমার ধৈর্য্য শক্তি বাড়ানোর জন্য কারণ এই ব্যবসায় টিকে থাকতে হরে ধৈর্য্য অনেক গুরুত্বপূর্ণ।