PDA

View Full Version : নিজের রাগ নিয়ন্ত্রণ করুন



HELPINGHAND
2015-05-28, 10:11 PM
নৈতিক শিক্ষা মানুষকে রাগ ও ক্রোধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ হতে সাহায্য করে। এ কারণে মানুষকে রাগ বা ক্রোধ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ভারসাম্যপূর্ণ হতে হবে। মানুষ ভেদে রাগের মাত্রা ভিন্ন ভিন্ন হয় কেন-এমন প্রশ্ন অনেকের মনে জাগতে পারে। মনোবিজ্ঞানীরা এ ক্ষেত্রে বিভিন্ন কারণ উল্লেখ করে থাকেন। এর একটি হলো- বংশগত ও শরীরবৃত্তিয়। এ কারণে অনেক শিশুর মাঝেই জন্মের পর থেকে দ্রুত রেগে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়।

দ্বিতীয় কারণটি হলো- সাংস্কৃতিক ও প্রতিপালনের সঙ্গে সম্পর্কিত। আমরা অনেকেই জানি না, কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়। যেসব পরিবারে বিশৃঙ্খলা ও ঘনিষ্ঠতা কম,সেসব পরিবারের সদস্যরা সাধারণত বেশি রাগী হয়।

মানুষ ভেদে রাগের মাত্রায় ভিন্নতার কারণ নিয়ে কথা হলো। এবার আমরা রাগ নিয়ন্ত্রণের উপায় নিয়ে খানিকটা কথা বলার চেষ্টা করবো। সাধারণত কোনো কারণ ছাড়া মানুষ ক্রুদ্ধ হয় না। এর মধ্যে কোনো কোনো কারণ গ্রহণযোগ্য, আবার কোনো কোনোটি অগ্রহণযোগ্য ও অযৌক্তিক। ব্যর্থতা, অযৌক্তিক প্রত্যাশা, হিংসা-বিদ্বেষ ও অন্যের দোষ খুঁজে বেড়ানোর মতো কিছু অভ্যাস ও ঘটনার পাশাপাশি অবিচার, জুলুম ও দারিদ্রের মতো সামাজিক অসঙ্গতিগুলোও মানুষের রাগ বা ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়। তবে রাগ বা ক্রোধ প্রকাশের ধরনের ক্ষেত্রেও ব্যক্তিভেদে পার্থক্য লক্ষ্য করা যায়। কিছু লোক আছে, একজনের ওপর রাগ পুষে রেখে অন্যের ওপর তার প্রকাশ ঘটায়। অনেকে আবার সরাসরি প্রতিক্রিয়া দেখায়। কেউ কেউ আছেন, শত অন্যায়ের পরও কোনো প্রতিক্রিয়া দেখান না। এ ধরনের প্রতিক্রিয়াহীন অবস্থা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ভালো নয়। তবে যারা ক্রোম বা রাগকে কৌশলে সংবরন কোরে সেই শক্তিকে ভালো কাজে লাগাতে পারেন,তারাই প্রকৃত সফলকাম।

ইসলাম ধর্ম মানুষকে রাগ নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে। ইসলাম ধর্মমতে, রাগ মানুষকে জ্ঞান, বিবেক ও ধর্মের পথ থেকে বিচ্যুত করে এবং মানুষের আচার-আচরণ ও চিন্তায় এর খারাপ প্রভাব পড়ে। রাগান্বিত অবস্থায় ক্ষমা করার ওপর গুরুত্ব দিয়েছে ইসলাম ধর্ম। বিশেষকরে কোনো ব্যক্তি যদি প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নেয় এবং ক্ষমা করে দেয়,তাহলে তার এ কাজটি ধর্মের দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। ইসলামের ইতিহাসে দেখা যায়, বড় বড় মনিষীরা ক্ষমা করার ক্ষেত্রে ছিলেন অগ্রগামী। তারা রাগান্বিত হলে সূরা আল-ইমরানের ১৩৪ নম্বর আয়াতটিও পড়তেন। এ আয়াতে বলা হয়েছে, যারা সচ্ছল ও অসচ্ছল সব অবস্থায়ই অর্থ-সম্পদ ব্যয় করে এবং যারা ক্রোধ দমন করে ও অন্যের দোষ-ক্রটি মাফ করে দেয়। এ ধরনের সৎলোকদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন।

mpapayar
2015-05-29, 01:11 AM
ইসলাম ধর্ম মানুষকে রাগ নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে ।মানুষ ভেদে রাগের মাত্রায় ভিন্নতার হয় । এ কারণে অনেক শিশুর মাঝেই জন্মের পর থেকে দ্রুত রেগে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। রাগ মানুষকে জ্ঞান, বিবেক ও ধর্মের পথ থেকে বিচ্যুত করে এবং মানুষের আচার-আচরণ ও চিন্তায় এর খারাপ প্রভাব পড়ে। কেউ কেউ আছেন, শত অন্যায়ের পরও কোনো প্রতিক্রিয়া দেখান না। এ ধরনের প্রতিক্রিয়াহীন অবস্থা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ভালো নয়। তবে যারা ক্রোম বা রাগকে কৌশলে সংবরন কোরে সেই শক্তিকে ভালো কাজে লাগাতে পারেন,তারাই প্রকৃত সফলকাম হল রাগ কে নিয়ন্ত্রণ করা ।

Dulal
2015-05-29, 10:28 AM
রাগ এমন একটা বিষয় যেটা থাকলে ফরেক্স করা সম্ভব না। যার মধ্যে রাগ বিদ্যমান সে ফরেক্স এ উন্নতি করতে পারবে না। রাগের কারনে লস হলে পরে রাগ করে বেশি লট ব্যবহার করবে যার ফলে অকালে তার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। রাগের কারনে ইমোশন আসে যার জন্য ফরেক্স এ লস হয়।

shimulmoni
2015-05-29, 11:44 AM
হ্যা বন্ধু রাগ ফরেক্স ট্রেডিং করার জন্য বেশ ক্ষতি কর একটা মানসিক দিক কারন আমার নিজ ব্যাক্তি গত জীবনের আমি রাগের কারনে বেশ কয়েক বার আমার ট্রেডিং একাউন্টের ক্ষতি করেছি আবার অন্য ভাবে বললে বোঝায় আপনি রাগলেন তো হারলেন কারন আপনার মধ্যে ধর্ষ্য কম থাকার কারনে আপনি রেগে যেতে পারেন তাই রাগকে বর্জন করুন। ধন্যবাদ।

banna
2015-05-29, 12:28 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে বা আয় করতে চাইলে রাগ কন্ট্রোল করতেই হবে। কারন ফরেক্স মার্কেটে আপনি যত রাগ করবেন তত বেশি লস করবেন। আমি নিজেও রাগের কারনে অনেক সময় লস করে থাকি। শুধু আমি না আমি অনেক ট্রেডার দেখেছি যারা রাগের কারনে ফরেক্স মার্কেটে অনেক লস করেছে। আমি এখন আমার রাগ কন্ট্রোল করতে পারি। আমার মনে হয় ফরেক্স মার্কেটে রাগ কন্ট্রোল করতে পারলে সবাই লস অনেক কম করবে।

Dipok121
2015-05-29, 03:33 PM
পৃথিবীতে যারা আজ স্মরণীয় আছেন তাদের মধ্যে রাগ বলতে কিছু ছিল না । যার কারনে তারা আমাদের মাঝে বেঁচে আছে। আমাদের লক্ষ ফরেক্স এ ঠিকে থাকা। তাই ফরেক্স এ ঠিকে থাকতে হলে অবশ্যই রাগ থাকা যাবে না। কারন রাগের কারনে অনেক কিছু হয়ে যায় যা হওয়ার কথা নয়। তাই সবার প্রথমে মাথা থেকে রাগ বিষয়টা ফেলে দিতে হবে । অামরা ফরেক্স এ টিকে থাকতে পারবো এবং নিজের অভাব দুর করতে পারবো।

roni11
2015-06-13, 09:44 PM
ন।ফরেক্স ট্রেড করার সময় কোন রাগ মাথা খারাপ করে ট্রেড করা যাবে না সবসময় মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে কোন প্রকার রাগ দেখান জেবে মারকেটের প্রতি রাগ দেখান যাবে না অনেকে লস করলে রাগ দেখায় কিন্তু এটা একেবারে ঠিক না রাগ আপনাকে প্রফিট না এনে আপনাকে দংশের পথে নিয়ে জেতে পারে।

RichMahfuz
2015-06-13, 10:49 PM
রাগের মাথায় ট্রেড করলে আপনি তো কখনও সফল হবেনই না বরং এটা আপনার জীবনে অনেক ক্ষতির কারন ও হতে পারে। রেগে গেলেন তো হেরে গেলেন। তাই না রেগে গিয়ে ঠাণ্ডা মাথায় ট্রেড করেন সফল হবেনই হবেন।

Talha
2015-06-17, 11:37 PM
নিজের রাগ নিজে নিয়ন্ত্রণ করতে হবে তবে মানুষের নৈতিক শিক্ষার গুণে রাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব তবে রাগ থাকা ভাল কিন্তুু সেটা নিজের উপরে থাকবে।

sumonyahoo24
2015-06-18, 01:58 AM
রাগ মানুষকে জ্ঞান, বিবেক ও ধর্মের পথ থেকে বিচ্যুত করে এবং মানুষের আচার-আচরণ ও চিন্তায় এর খারাপ প্রভাব পড়ে। কেউ কেউ আছেন, শত অন্যায়ের পরও কোনো প্রতিক্রিয়া দেখান না। সবসময় মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে কোন প্রকার রাগ দেখান জেবে মারকেটের প্রতি রাগ দেখান যাবে না অনেকে লস করলে রাগ দেখায় কিন্তু এটা একেবারে ঠিক না।

TselimRezaa
2015-06-26, 01:58 PM
রাগ হলো মানুষের বাজে গুনাবলির মধ্যে অন্যতম। একটা কথা প্রচলিত আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। কথাটা খুবই সত্য। আপনি যদি রেগে যান তবে আপনি আগেই হেরে যাবেন। ফরেক্সে ট্রেড করতে এসে কম বেশি সবাইই লস খায়। তবে রাগ অবশ্যই পরিহার করতে হবে। ট্রেডের সাথে কোনো রাগ খাটানো যাবেনা। রাগ খাটালে আপনারই লস।

raju0000
2015-06-26, 02:21 PM
ধন্যবাদ আপনি অনেক ভালো বেপার ফুটিয়ে তুলেছেন. আসলে আমাদের মানুষের মাঝে প্রকৃত এই অভ্ভাশ থেকেই যায়, আমাদের ধর্য এতই কম যে, আমরা অনেক অল্পতেই লস খেলেই আমরা ধর্য হারিয়ে ফেলি. কিন্তু বেব্শায়ে ধর্য সবচেয়ে জরুরি. আর আপনি ঠান্ডা মাথায় যেই সিধান্ত নিবেন, রাগের বসে সেটাকে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই.

kamrul10
2015-06-26, 02:50 PM
মনে রাখবেন ফরেক্স ট্রেডাররা রাগ লোভ নিয়ন্ত্রনও করতে না পারলে ফরেক্স ট্রেড থেকে কোন দিনই কিছু করতে পারবেনা বলে আমি মনে করি। আপনার ট্রেড লসে আছে কিন্তু আপনি যদি আবার নতুন করে ট্রেড ওপেন করেন তা হলে ভুল করবেন।কারন নতুন ট্রেড ওপেন করা মানে আপনার ফ্রি মাজি'ন কমে যাওয়া।তখন আপনার ট্রেড জিরো হয়ে যেতে পারে।

nafiz
2015-06-28, 12:56 PM
একটি প্রবাদ আছে আপনি রাগলেন ত হারলেন। রাগ মানুষের বিবেক কে লুপ্ত করে দেই। তাই ফরেক্স করতে হলে অবশ্যই রাগ কে কন্ট্রোল করতে হবে।

salim16
2015-06-28, 06:10 PM
আমরা অনেকেই রাগের বসে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে থাকি এর ফলস্রুতিতে আমাদের একাউন্ট শূণ্য হয়ে যায়। তাই সকল ট্রেডারের উচিত ইমোশোন নিয়ন্ত্রন করে ধীরে ধীরে ট্রেড করা যাতে করে আমরা ভালোভাবে মার্কেট অ্যনালাইসিস করে ট্রেড করতে পারি।

kobita
2015-07-07, 12:16 PM
ফোরেক্স মার্কেটের থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনার ব্যবসায়িক মনোভাব থাকতে হবে। প্রতিটি ব্যবসায় যেমন লাভ লস থাকবে ফোরেক্স মার্কেটেও আছে তাই বলে একবার লস করলে বারবার লস করতে হবে কথাটি এমন নয়। কেন লস করলেন সেই কারনটি খুজে বেরকরার চেষ্টা করুন এবং মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

mamun93
2015-07-08, 05:15 AM
ফরেক্সে আপনি সব সময় লাভ করবেই এমটি ভাবা ঠিক না কারন লাভের পাশাপাশি বিভিন্ন ভুলত্রুটির কারনে আপনি মাঝে মধ্যে লস করতে পারেন কিন্তু তাই বলে লসের কারনে আপনি রাগ হতাশা ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়ে যদি মার্কেট প্লেস ছেড়ে দেবার কথা ভাবেন তা হলে আমি বলব আপনার নিজের রাগকে আগে নিয়ন্ত্রন করুন।

amitbd
2015-07-08, 10:05 AM
সুন্দর একটি কথা বলেছেন রেগে থাকলে ভাল করে ট্রেড করা যায় না , এজন্য মাথা টাকে ভাল ভাবে নিয়ন্ত্রন করতে হবে যে দিন মাথা বেশি গরম থাকবে আমার মতে ট্রেড দিয়া থেকে বিরতি দেওয়া অনেক ভাল হবে এতে করে ট্রেডিং ভাল দিকে যাবে ।

Fxaziz
2015-07-08, 12:26 PM
ফরেক্স মার্কেট হচ্ছে সম্পূর্ণ আপনার মেটেলেটীর উপর নিরবর করে। তাই আপনি যদি ফরেক্স মার্কেট এ মাথা গরম করে কইনো ডিসিশন নেন তাহলে তা আপনার জন্য ভালো হবে না। ফরেক্স মার্কেট এ আপনি যদি মার্কেট কে ঠান্ডা মাথাই এনালাইসিস করে তারপর ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন। আপনি আপনার ধরজটাকে যদি কন্ট্রোল কোরতে পারেন তাহলে আপনি ভালো ট্রেড কোরতে পারবেন এবং সফল হতে পারবেন।

sumonyahoo24
2015-07-08, 03:13 PM
রাগ এমন একটা বিষয় যেটা থাকলে ফরেক্স করা সম্ভব না। যার মধ্যে রাগ বিদ্যমান সে ফরেক্স এ উন্নতি করতে পারবে না। রাগের কারনে লস হলে পরে রাগ করে বেশি লট ব্যবহার করবে যার ফলে অকালে তার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। রাগের কারনে ইমোশন আসে যার জন্য ফরেক্স এ লস হয়।

morshed420
2015-07-08, 04:13 PM
কথায় আছে রাগই মানুষকে ধ্বংস করে। তাই যারা ফরেক্স করে তাদের কোনভাবেই রাগ থাকা চলবে না। কারন রাগের বসে হয়তবা অনেকেই বড় লটের ট্রেড করে বসে যার ফলে দেখা যায় সে লস খায়।তাই রাগকে সংবরণ করে ট্রেড করতে হবে।

sumonyahoo24
2015-08-07, 05:04 AM
আমি আপনাদের সাথে একমত । রেগে গেলে সঠিক ট্রেড করা যায় না।

md.israfil
2015-08-07, 12:36 PM
ফরেক্স ট্রেড করতে হলে অবিশ্যই নিজের রাগকে নিয়ন্ত্রন করতে হবে, রাগ থাকলে ফরেক্সের মাঝে ভালো কিছু করা যাবে না, অর্থাৎ লাভ করা যাবে না, এজন্য ফরেক্স করতে গিয়ে রাগ করলে চলবে না, রাগকে বর্জন করুন আর ফরেক্স ট্রেডে সফল হউন।

roni11
2015-08-08, 12:09 PM
জায়।ফরেক্স মার্কেটে রাগ করলে লস ছাড়া আর কিছু আসা করা যায় কারন ফরেক্স মার্কেটে রাগ চলে না একটা কথা আছে রাগের এক নাম লস সেটা ফরেক্স মার্কেটে রাগ করলে বঝা যায় যে রাগ করলে কি হয় তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় সবসময় রাগকে নিওন্ত্রন করতে হবে,

sagor
2015-08-16, 05:04 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে নিজেকে সান্ত মনের হতে হবে নিজেকে রাখতে হবে রাগ মুক্ত ফরেক্স মার্কেটে রাগ করলে লস হয় কারন একটি কথা আছে যে রাগের এক নাম লস তাই ফরেক্স মার্কেটে এই কথাটি দারুন কাজে লাগে।

Ekram
2015-08-16, 05:25 PM
নৈতিক শিক্ষা মানুষকে রাগ ও ক্রোধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ হতে সাহায্য করে। এ কারণে মানুষকে রাগ বা ক্রোধ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ভারসাম্যপূর্ণ হতে হবে। মানুষ ভেদে রাগের মাত্রা ভিন্ন ভিন্ন হয় কেন-এমন প্রশ্ন অনেকের মনে জাগতে পারে। মনোবিজ্ঞানীরা এ ক্ষেত্রে বিভিন্ন কারণ উল্লেখ করে থাকেন। এর একটি হলো- বংশগত ও শরীরবৃত্তিয়। এ কারণে অনেক শিশুর মাঝেই জন্মের পর থেকে দ্রুত রেগে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়।

দ্বিতীয় কারণটি হলো- সাংস্কৃতিক ও প্রতিপালনের সঙ্গে সম্পর্কিত। আমরা অনেকেই জানি না, কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়। যেসব পরিবারে বিশৃঙ্খলা ও ঘনিষ্ঠতা কম,সেসব পরিবারের সদস্যরা সাধারণত বেশি রাগী হয়।

মানুষ ভেদে রাগের মাত্রায় ভিন্নতার কারণ নিয়ে কথা হলো। এবার আমরা রাগ নিয়ন্ত্রণের উপায় নিয়ে খানিকটা কথা বলার চেষ্টা করবো। সাধারণত কোনো কারণ ছাড়া মানুষ ক্রুদ্ধ হয় না। এর মধ্যে কোনো কোনো কারণ গ্রহণযোগ্য, আবার কোনো কোনোটি অগ্রহণযোগ্য ও অযৌক্তিক। ব্যর্থতা, অযৌক্তিক প্রত্যাশা, হিংসা-বিদ্বেষ ও অন্যের দোষ খুঁজে বেড়ানোর মতো কিছু অভ্যাস ও ঘটনার পাশাপাশি অবিচার, জুলুম ও দারিদ্রের মতো সামাজিক অসঙ্গতিগুলোও মানুষের রাগ বা ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়। তবে রাগ বা ক্রোধ প্রকাশের ধরনের ক্ষেত্রেও ব্যক্তিভেদে পার্থক্য লক্ষ্য করা যায়। কিছু লোক আছে, একজনের ওপর রাগ পুষে রেখে অন্যের ওপর তার প্রকাশ ঘটায়। অনেকে আবার সরাসরি প্রতিক্রিয়া দেখায়। কেউ কেউ আছেন, শত অন্যায়ের পরও কোনো প্রতিক্রিয়া দেখান না। এ ধরনের প্রতিক্রিয়াহীন অবস্থা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ভালো নয়। তবে যারা ক্রোম বা রাগকে কৌশলে সংবরন কোরে সেই শক্তিকে ভালো কাজে লাগাতে পারেন,তারাই প্রকৃত সফলকাম।

ইসলাম ধর্ম মানুষকে রাগ নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে। ইসলাম ধর্মমতে, রাগ মানুষকে জ্ঞান, বিবেক ও ধর্মের পথ থেকে বিচ্যুত করে এবং মানুষের আচার-আচরণ ও চিন্তায় এর খারাপ প্রভাব পড়ে। রাগান্বিত অবস্থায় ক্ষমা করার ওপর গুরুত্ব দিয়েছে ইসলাম ধর্ম। বিশেষকরে কোনো ব্যক্তি যদি প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নেয় এবং ক্ষমা করে দেয়,তাহলে তার এ কাজটি ধর্মের দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। ইসলামের ইতিহাসে দেখা যায়, বড় বড় মনিষীরা ক্ষমা করার ক্ষেত্রে ছিলেন অগ্রগামী। তারা রাগান্বিত হলে সূরা আল-ইমরানের ১৩৪ নম্বর আয়াতটিও পড়তেন। এ আয়াতে বলা হয়েছে, যারা সচ্ছল ও অসচ্ছল সব অবস্থায়ই অর্থ-সম্পদ ব্যয় করে এবং যারা ক্রোধ দমন করে ও অন্যের দোষ-ক্রটি মাফ করে দেয়। এ ধরনের সৎলোকদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন।

চমৎকার লিখেছেন ভাইয়া । রাগ কে যারা নিয়ন্ত্রণ করতে পারেনা তাদের জন্য অনেক বিপদ বয়ে আনতে পারে । রাগের মাথায় তারা অনেক ভূল সিদ্ধান্ত নিতে পারে । যা তাদের ট্রেড এর ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনতে পারে । আমিও মনে করী ট্রেড এর ক্ষেত্রে রাগ অনেক বেশী নিয়ন্ত্রণে রাখা উচিৎ । ধন্যবাদ ।

milahasan_268
2015-08-16, 09:28 PM
রাগ এমন একটা বিষয় যেটা থাকলে ফরেক্স করা সম্ভব না। যার মধ্যে রাগ বিদ্যমান সে ফরেক্স এ উন্নতি করতে পারবে না।

Reaz Uddin
2015-08-16, 10:15 PM
রাগ ফরেক্স ট্রেড এর জন্য খুব ই ক্ষতিকর একটি ব্যাপার। শুধু রাগ এর জন্য ই অনেক নতুন ট্রেডার লস এর সম্মুখিন হয়। তাই আমরা যদি আমাদের রাগ নিওন্ত্রন করে চলতে পারি তবে আমার মনে হয় আমরা ভাল ট্রেড চালিয়ে জেতে পারব।

muhim123
2015-08-17, 01:10 AM
রাগ এমন একটা বিষয় যেটা থাকলে ফরেক্স করা সম্ভব না। আর আমি মনে করি নিজের রাগ নিজে নিয়ন্ত্রণ করতে হবে তবে মানুষের নৈতিক শিক্ষার গুণে রাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব তবে রাগ থাকা ভাল কিন্তুু সেটা নিজের উপরে থাকবে। সবসময় মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে কোন প্রকার রাগ দেখান জেবে মারকেটের প্রতি রাগ দেখান যাবে না অনেকে লস করলে রাগ দেখায় কিন্তু এটা একেবারে ঠিক না।

sumonyahoo24
2015-08-17, 11:09 AM
রেগে গেলেন তো হেরে গেলেন। কথাটা খুবই সত্য। আপনি যদি রেগে যান তবে আপনি আগেই হেরে যাবেন। ফরেক্সে ট্রেড করতে এসে কম বেশি সবাইই লস খায়। তবে রাগ অবশ্যই পরিহার করতে হবে। আপনি মাঝে মধ্যে লস করতে পারেন কিন্তু তাই বলে লসের কারনে আপনি রাগ হতাশা ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়ে যদি মার্কেট প্লেস ছেড়ে দেবার কথা ভাবেন তা হলে আমি বলব আপনার নিজের রাগকে আগে নিয়ন্ত্রন করুন।

kabita
2015-08-19, 12:31 AM
হ্যাঁ ফরেক্স মার্কেটে ভালো ফল পেতে গেলে ট্রেড করার সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে টা না হলে ট্রেড ভুল হবে আপনি আপনার ফল থেকে বঞ্চিত হবেন কারণ আমরা জানি রেগে গেলেন তো হেরে গেলেন আর ফরেক্স মার্কেটে রাগত করা মানে পুর শেষে হয়ে যাওয়া ফরেক্সে ট্রেড করতে এসে কম বেশি সবাইই লস খায়তবে রাগ অবশ্যই পরিহার করতে হবে। ফরেক্স মার্কেট এনালাইসিস হল খুব থান্ডা মাথার কাজ

arian
2015-08-19, 01:30 AM
রাগ সব ধ্বংসের মুল । তাই ফরেক্স এ কাজ করতে হলে নিজের রাগকে দূরে রাক্তে হবে । লস হতে পারে তাই জন্যে তো আরও লস করা যাবে না । সফল হতে হলে রাগকে জয় করতে হবে ।

sima
2015-08-19, 01:32 AM
রাগ নিয়ন্ত্রন করা ফোরেক্স মার্কেটের জন্য অতিবগুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি হযতো শুনে থাকবেন কোয়ান্টাম শ্যাথডে একটি উক্তি আছে শহীদ আলবোখারী মহাজাতকের, "রেগে গেলেন তো হেরেহেলেন" আসলে ফোরেক্স মার্কেটে এই কথাটি ১০০ ভাগ সত্য। তাই রাগনিয়ন্ত্রন করতে শিখুন।

Doom
2015-08-19, 09:30 PM
আমার মনে হয় নিজের রাগ নিওন্ত্রন করা খুব এক্তা কঠিন বিশয় না। আমরা যদি আমাদের রাগ নিওন্ত্রন করতে পারি তাহলে এই মার্কেট থেকে অনেক টাকা আয় করতে পারব। আমাদের উছিত সব সময় মার্কেট ট্রেন্ড ফলও করা। আবের ও রাগ ফরেক্স মার্কেট এ লসের প্রধান কারন।

joni
2015-08-20, 08:52 PM
ফরেক্স মার্কেটে রাগ কলেই লস কারন রাগ করে ফরেক্স মার্কেটে কনদিন সফল হওয়া সম্ভব না রাগ ফরেক্স ট্রেডারদের ধংশ করে দেয় তাই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে রাগ নিজেকে নিওন্ত্রেওন না করতে পারলে ফরেক্স ট্রেড করে প্রফিট করা কিংবা সফল হওয়া কোন ভাবে সম্ভব হবে না।

nasir
2015-08-20, 09:09 PM
ফরেক্স মার্কেট এ রাগ একটি সাধারণ বিসয় ।আমি যখন লস করতাম তখন অনেক রাগ করতাম নিজের সাথে ।আর এই রাগ করার জন্য এই আমি অনেক টাকা লস করেছিলাম।লস করা টাকা উঠানোর জন্য আরও অনেক ট্রেড করতাম এবং লস করতাম।তাই ফরেক্স মার্কেট এ কেও রাগ করবেন না,লস হলে ফরেক্স অফ করে দিবেন পরের দিন আবার ট্রেড করবেন ।তবেই আপনি একজন ভাল ফরেক্স ট্রেডার হতে পারবেন।

sona
2015-08-26, 01:35 PM
ফরেক্স মার্কেটে কোন ভাবে রাগ দেখান যাবে না রাগ করলে লস হয় রাগের এক নাম কিন্তু লস তাই রাগ কে কন্ট্রোল করতে হবে রাগ সম্পূর্ণ পরিহার করতে হবে তাহলে ফরেক্স মার্কেটে সফলতা পাওয়া জেতে পারে ।

azizulfx2
2015-08-26, 03:07 PM
আপনি অনেক ভালো বেপার ফুটিয়ে তুলেছেন. আসলে আমাদের মানুষের মাঝে প্রকৃত এই অভ্ভাশ থেকেই যায়, আমাদের ধর্য এতই কম যে, আমরা অনেক অল্পতেই লস খেলেই আমরা ধর্য হারিয়ে ফেলি. কিন্তু বেব্শায়ে ধর্য সবচেয়ে জরুরি. আর আপনি ঠান্ডা মাথায় যেই সিধান্ত নিবেন, রাগের বসে সেটাকে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই.

Ekram
2015-08-26, 03:07 PM
নৈতিক শিক্ষা মানুষকে রাগ ও ক্রোধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ হতে সাহায্য করে। এ কারণে মানুষকে রাগ বা ক্রোধ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ভারসাম্যপূর্ণ হতে হবে। মানুষ ভেদে রাগের মাত্রা ভিন্ন ভিন্ন হয় কেন-এমন প্রশ্ন অনেকের মনে জাগতে পারে। মনোবিজ্ঞানীরা এ ক্ষেত্রে বিভিন্ন কারণ উল্লেখ করে থাকেন। এর একটি হলো- বংশগত ও শরীরবৃত্তিয়। এ কারণে অনেক শিশুর মাঝেই জন্মের পর থেকে দ্রুত রেগে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়।

দ্বিতীয় কারণটি হলো- সাংস্কৃতিক ও প্রতিপালনের সঙ্গে সম্পর্কিত। আমরা অনেকেই জানি না, কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়। যেসব পরিবারে বিশৃঙ্খলা ও ঘনিষ্ঠতা কম,সেসব পরিবারের সদস্যরা সাধারণত বেশি রাগী হয়।

মানুষ ভেদে রাগের মাত্রায় ভিন্নতার কারণ নিয়ে কথা হলো। এবার আমরা রাগ নিয়ন্ত্রণের উপায় নিয়ে খানিকটা কথা বলার চেষ্টা করবো। সাধারণত কোনো কারণ ছাড়া মানুষ ক্রুদ্ধ হয় না। এর মধ্যে কোনো কোনো কারণ গ্রহণযোগ্য, আবার কোনো কোনোটি অগ্রহণযোগ্য ও অযৌক্তিক। ব্যর্থতা, অযৌক্তিক প্রত্যাশা, হিংসা-বিদ্বেষ ও অন্যের দোষ খুঁজে বেড়ানোর মতো কিছু অভ্যাস ও ঘটনার পাশাপাশি অবিচার, জুলুম ও দারিদ্রের মতো সামাজিক অসঙ্গতিগুলোও মানুষের রাগ বা ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়। তবে রাগ বা ক্রোধ প্রকাশের ধরনের ক্ষেত্রেও ব্যক্তিভেদে পার্থক্য লক্ষ্য করা যায়। কিছু লোক আছে, একজনের ওপর রাগ পুষে রেখে অন্যের ওপর তার প্রকাশ ঘটায়। অনেকে আবার সরাসরি প্রতিক্রিয়া দেখায়। কেউ কেউ আছেন, শত অন্যায়ের পরও কোনো প্রতিক্রিয়া দেখান না। এ ধরনের প্রতিক্রিয়াহীন অবস্থা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ভালো নয়। তবে যারা ক্রোম বা রাগকে কৌশলে সংবরন কোরে সেই শক্তিকে ভালো কাজে লাগাতে পারেন,তারাই প্রকৃত সফলকাম।

ইসলাম ধর্ম মানুষকে রাগ নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে। ইসলাম ধর্মমতে, রাগ মানুষকে জ্ঞান, বিবেক ও ধর্মের পথ থেকে বিচ্যুত করে এবং মানুষের আচার-আচরণ ও চিন্তায় এর খারাপ প্রভাব পড়ে। রাগান্বিত অবস্থায় ক্ষমা করার ওপর গুরুত্ব দিয়েছে ইসলাম ধর্ম। বিশেষকরে কোনো ব্যক্তি যদি প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নেয় এবং ক্ষমা করে দেয়,তাহলে তার এ কাজটি ধর্মের দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। ইসলামের ইতিহাসে দেখা যায়, বড় বড় মনিষীরা ক্ষমা করার ক্ষেত্রে ছিলেন অগ্রগামী। তারা রাগান্বিত হলে সূরা আল-ইমরানের ১৩৪ নম্বর আয়াতটিও পড়তেন। এ আয়াতে বলা হয়েছে, যারা সচ্ছল ও অসচ্ছল সব অবস্থায়ই অর্থ-সম্পদ ব্যয় করে এবং যারা ক্রোধ দমন করে ও অন্যের দোষ-ক্রটি মাফ করে দেয়। এ ধরনের সৎলোকদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন।

যারা সচ্ছল ও অসচ্ছল সব অবস্থায়ই অর্থ-সম্পদ ব্যয় করে এবং যারা ক্রোধ দমন করে ও অন্যের দোষ-ক্রটি মাফ করে দেয়। এ ধরনের সৎলোকদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। সত্যি চমৎকার একটি কুরানের আয়াত তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

amdad123
2015-08-26, 03:11 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সর্বপ্রথম নিজের রাগ ও ইমশান নিয়ন্তন করতে হবে, কেননা রাগ মানুষকে জ্ঞান, বিবেক ও ধর্মের পথ থেকে বিচ্যুত করে এবং মানুষের আচার-আচরণ ও চিন্তায় এর খারাপ প্রভাব পড়ে, যেমন হল আপনি দেখে শুনে একটা ট্রেড এন্ট্রি করলেন আর সেটি আপনার পক্ষে আসলোনা, আপনার বড় লস হয়ে গেল, ওই সময় রাগ আসবে এটাই স্বাভাবিক, কিন্তু কথা হল রেগে গেলেনতো হেরে গেলেন। তাছাড়া লস না করলে ফরেক্স মার্কেটে শেখার আগ্রহ বাড়েনা, লস করলে কেন লস হল তা নিয়ে ভাবনা করতে করতে শেখার আগ্রহ বাড়ে। সুতরাং ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে নিজের রাগ ও ইমশান নিয়ন্ত্রন করতে হবে।

monorom
2015-08-26, 03:50 PM
রাগ মানুষকে ধ্বংস করে দেই । তাই আপনি ফরেক্স মার্কেট এ লস করে রেগে আবেগ এর বসে ভুল ট্রেড করে ফেললে আপনার আরও লস হবে । তাই ফরেক্স মার্কেট এর আগে সঠিক নিয়ম কানুন জানতে হবে । আপনাকে ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে । ফরেক্স ট্রেডিং এ আবেগ পুরাপুরি ত্যাগ করতে হবে । একটি ট্রেড এ লস হয়ে গেলে রেগে অধিক ট্রেড করা যাবে না । তাই ফরেক্স মার্কেট এ লস না করতে হলে আবেগ এবং রাগ ত্যাগ করতে হবে । এবং সঠিক জ্ঞান অর্জন করতে হবে ।

Armi
2015-08-26, 04:10 PM
আমরা যদি আমাদের রাগ নিওন্ত্রনে রাখতে পারি তাহলে আমাদের লস হুউয়ার সম্ভবনা অনেক কম। আমাদের সব সময় চেষ্টা করতে হবে যেন আমাদের লস কম হয় এবং আমাদের লাভ ও আমাদের মানি ম্যানেজমেন্ট মেনে হয়। আমরা জ ইদ নিওমিত এই মার্কেট এ ট্রেড করতে পারি তাহলে আমাদের নিসশিত লাভ হবে।

lota
2015-08-28, 07:46 AM
জায়।ফরেক্স মার্কেট ট্রেড করার সময় নিজের রাগ কে নিয়ন্ত্রণ করতে হবে তা না ফরেক্স মার্কেটে সফল হওয়া অসম্ভব তাই ফরেক্স ট্রেড করে সফলতার জন্য নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে ফরেক্স মার্কেটে সফল হওয়া যাবে।

fxover
2015-09-27, 04:11 AM
ফরেক্স মার্কেটে আমরা যদি সফল ভাবে টিকে থাকতে চাই তাহলে শুধু রাগ কেন আমদেরকে সব ধরনের আবেগ কন্ট্রোল করতে হবে । আমরা অনেক সময় কোন কোন ট্রেড এ লস করে থাকলে সেই লস রিকভার করার জন্য উঠে পরে লাগি এবং তখুন একের পর এক ট্রেড করতেই থাকি ফলে দেখা যায় আমরা লস রিকভার করতে পারছি না বরং আরও বেশি লস বাড়তেই আছে । তাই যাই করুন আগে ইমোশন কন্ট্রোল করুন তারপর ট্রেড করেন না হলে লাভের চেয়ে ক্ষতির আশংকাই বেশি ।

sopon
2015-09-27, 08:26 AM
ফরেক্স কিছু কিছু জিনিস আছে জেগুল আপনাকে এরিয়ে চলতে হবে যেমন ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় কোন প্রকার রাগ দেকান যাবে না বা রাগ করা যাবে না লভ করা যাবে এই গুল ফরেক্স ট্রেডারকে নস্ট করে দেয় তাই এইগুলকে পরিহার করতে হবে ।

Rina akter
2015-10-07, 06:02 PM
islam teaches us to control ou anger.Anger is never good for our thinking or health.It makes our thiking bad and at the end it results bad.Forex is nothing anything for anger and if we feel angry in this types of trades it will result bad and even severe.thanks

MotinFX
2015-10-07, 08:25 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে রাগ নিয়ন্ত্রন করতে হবে। সাধারনত রাগ আপনাকে অনেক অধঃপতন পতনের দিকে ঠেলে দিতে পারে। ট্রেড করার পুর্বে মাথায় ঠান্ড করে বসে ট্রেড করতে হবে।

raihanuddin
2015-10-07, 11:25 PM
ফরেক্স মাকেটে ট্রেড করতে হলে কখনও রাগ করা যাবে না।সব সময় মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে।রাগ করে ট্রেড করলে ফরেক্স মাকেটে কখনও সফলতা অজন করতে পারবেন না।একটা কথা মনে রাখবেন রাগ মানুষকে ধংস করে ফেলে।তাই আমি বলতে চাই যে সবদা রাগ খেকে বিরত থাকবেন এবং ঠান্ডা মাথায় বুঝে ট্রেড করবেন।

AbuRaihan
2015-10-07, 11:41 PM
রাগ একটা মানষিক *দুর্বলাতা বলা যায় । আসলে ফরেক্স মার্কেটেও রাগ জিনিসটা মারাত্নকভাবে প্রভাব বিস্তার করে অনেক মানুষকে ইতিমধ্য নিঃস্ব করে দিয়েছে । এমন অনেক মানুষ আছে যারা ফরেক্স থেকে বিদায় নিয়েছে শুধু মাত্র তাদের রাগ নিয়ন্ত্রন করতে না পারার ফলে । ধরুন একজন ট্রেডার একটা বড় লটে অর্ডার দিল কিন্ত দুর্ভাগ্যক্রমে তা লসে গেল এবং এর পরে সে রাগ করে আবারো বড় লটে অর্ডার দিল এভাবে ধারাবাহিকভাবে রাগ নিয়ন্ত্রন করতে না পারার ফলে প্রতিনিয়ত আমরা শুধু এর কাছে পরাজিত হচ্ছি ।
মনে রাখবেন : রেগে গেলেন তো হেরে গেলেন ।

RUBEL MIAH
2015-10-08, 01:38 AM
ক্রোধ মানুষকে ধ্বংস করে । যে মানুষের রাগ আছে তার সমাজে কোনো দাম নেই । আর রাগ নিয়ে কোনো কাজে গেলে সে কাজেও সফল হয়না । তাই ব্যবসা বানিজ্য বা অন্য কোনো কাজ রাগের মাখায় করলে সে কাজ ভালো হয়না । সুতরাং আমরা যখন এই ফরেক্স ব্যবসা করব তখন রাগ কন্ট্রোল করে এবং ধীরে সুস্থে করার চেষ্টা করব । তাহলে আমাদের জীবনে সফলতা আসবে ।

skemon5747
2015-10-08, 04:10 AM
আমি এই বক্তব্যর সাথে পুরোপুরিভাবে একমত কারন আমি ও বিশ্বাস করি যে ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে ভাল প্রফিট লাভ করতে হলে ফরেক্স ট্রেডারদের অবশ্যই তাদের রাগকে প্রশমিত এবং নিয়ন্ত্রন করতে হবে কারন ফরেক্সে আপনার সব সময় লাভ হবে এটি ভাবা ঠিক না মার্কেট মুভমেন্ট সব সময় যে আপনার আমার অ্যানালাইসিসের দিকে টার্ন করবে এটি ভাবাও ঠিক না তাই বলে একটু লস হলে অতিরিক্ত রাগান্বিত হয়ে মার্কেট থেকে নিজেকে গুটিয়ে নেওয়া কোন ভাবেই উচিত নয়।

Rina akter
2015-10-08, 05:23 PM
রাগ মানুষের জীবনে একটি খারাপ দিক।রেগে গিয়ে মানুষ কী নাকরে।তাই রাগ না করে সবসময় মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে কোন প্রকার রাগে দখােন যবেনা। মারকেটের প্রতি রাগ দেখান যাবে না অনেকে লস করলে রাগ দেখায় কিন্তু এটা একেবারে ঠিক না। মানুষের মাঝে এমন কিছু লোক আছেন যারা শত অন্যায়ের পরও কোন প্রকার রাগ দেখানা।কারন ফরেক্স মাকেটে আপনি যত রাগ করবনে তত বেশি লস করবনে।নিজের রাগ নিজে নিয়ন্ত্রণ করতে হবে।রাগ মানুষকে জ্ঞান বিবেকের পথ থেকে আলাদা করেএবং মানুষের আচার-আচরণ ও চিন্তায় এর খারাপ প্রভাব পড়ে।ফরেক্স মাকেটে টিকে থাকতে হলে বা আয় করতে হলে রাগ।আমার মনে হয় ফরেক্স মার্কেটে রাগ কন্ট্রোল করতে পারলে সবাই লস অনেক কম করবে।

shakawath
2015-10-08, 05:39 PM
সফল ব্যক্তিদের জীবনি পর্যালোচনা করলে দেখা যায় তাদের রাগ বলতে কিছু ছিল না। অর্থাৎ তারা বিরক্ত হতেন না। বিরক্তির বহিঃপ্রকাশ ই হল রাগ। রাগের মাথায় নেয়া সিদ্ধান্ত কখনো সঠিক হয়না। তাই রাগ সংবরণ করা উচিত। অনেকের এই সমস্যার সম্মুখীন হতে হয়। ট্রেডের ক্ষেত্রে লস হলেই মাথা গরম হয়ে যায়। আর তখনি আমরা ভুল করে বসি। এই জন্যই রাগ নিয়ন্ত্রণ এ রাখা প্রয়োজন।

shamimFx
2015-10-08, 05:46 PM
আমি ফরেক্স এ নতুন তাই আমি মনে করি, ফরেক্স এ বাবসা করতে হলে নিজের রাগকে নিওন্ত্রন করতে হবে। ফরেক্স এ বাবসা করতে হলে আমাদের অনেক শান্তশিল হতে হবে। আমরা জানি যে রাগ মানুশ অনেক খারাপ পরজায়ে পৌছায়ে দেয়। এমনকি মানুশ রাগের মাথাই সবকিছু হারিয়ে ফেলে। তাই ফরেক্স এ রাগ নিওন্ত্রন করতে না পারলে একজন সফল বাবসায়ী হউয়া যাবে না। তাই আমরা যদি ফরেক্স এ রাগ নিওন্ত্রন করতে না পারি তাহলে ফরেক্স এ সফল হউয়া যাবে না। ধন্নবাদ।

swadip chakma
2015-10-08, 10:58 PM
রাগ হচ্ছে মানুষের প্রধান লক্ষন যা নিয়ন্ত্রন করতে না পারলে জীবনে কিছু করতে পারা যায় না ,তাই কোন কাজ করার আগে রাগকে নিয়ন্ত্রন করলে সব কাজের ক্ষেত্রে ভাল ফল পাওয়া যায় টিক ফরেক্স এর মধ্যে রাগকে নিয়ন্ত্রন করে মনোযোগ দিয়ে কাজ করতে পারলে ভাল ফল আশা করা যায়।কারন ফরেক্স হচ্ছে সম্পুরন্ন নিজের মনকে নিয়ন্ত্রন করে কাজ করা।

Kawsar700
2015-10-08, 11:08 PM
ফরেক্সে ট্রেড করতে হলে অতি আত্মবিশ্বাসের সাথে করতে হবে। কেননা ট্রেড করতেছেন বলে আপনার লাভ হতে পারে আবার লসও হতে পারে। আর যখন লস হবে তখন রাগ টাকে দূরে রাখবেন। কারণ হয় তো আপনার আজকে লস হয়েছে কিন্তু কালকে তো লাভ হতে পারে এটা মনে করবেন। আর যদি রাগ করে ট্রেড না করেন তাহলে ডলার গুলো আপনারই লস হবে।

pips
2015-10-09, 06:52 PM
ফরেক্স থেকে লাভবান হতে হলে আপনাকে অবশ্যই আপনার রাগকে নিয়ন্ত্রন করতে হবে। তা না হলে ক্ষতি আপনারই। ফরেক্স এ ট্রেড করার সময় সব সময় নিজের মাথাকে ঠান্ডা রাখতে হবে তা না হলে ট্রেড এ লস খাবার সম্ভাবনা থাকে। সব সময় খেয়াল রাখতে হবে যেন কোন ভাবেই আপনার ট্রেড রাগ অথবা আবেগ দবারা তারিত না হয়। ফরেক্স হচ্ছে নিজের ভাগ্য গড়ার চাবিকাঠি।

FxAhsan
2015-10-12, 01:33 AM
আপনি নিজের এন্ট্রি এক্সিটের উপর আস্থা রাখুন আর বারবার ট্রেড খোলা এবং দেখা থেকে বিরত থাকুন,সঠিক মানি ম্যানেজমেন্ট মেনে চলুন তাহলে দেখবেন রাগ নিয়ন্ত্রনে থাকবে সাথে রাগ করার মত পরিস্থিতি হবে না।

M M RABIUL ISLAM
2015-10-16, 12:57 PM
প্রতিটি ব্যবসায় যেমন লাভ লস থাকবে ফোরেক্স মার্কেটেও আছে তাই বলে একবার লস করলে বারবার লস করতে হবে কথাটি এমন নয়। ফরেক্স মার্কেট এ আপনি যদি মার্কেট কে ঠান্ডা মাথাই এনালাইসিস করে তারপর ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন। ফরেক্সে ট্রেড করতে এসে কম বেশি সবাইই লস খায়। তবে রাগ অবশ্যই পরিহার করতে হবে। ট্রেডের সাথে কোনো রাগ খাটানো যাবেনা। রাগ খাটালে আপনারই লস।

Diction Barua
2015-10-16, 01:22 PM
রাগ মানুষকে বিপথে পরিচালিত করে বিপদগামী করে, রাগের বশবর্তী হয়ে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে যে কোন অঘটন ঘটাতে পারে।ফরেক্সের ক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণে রাখাটাই শ্রেয়। ট্রেডিং ক্ষেত্রে রাগকে সংযত রেখে মার্কেটের গতিবিধির দিকে নজর রেখে ট্রেড করতে পারলে সুফল আসবে বলে আমি মনে করি।

fxmomo
2015-10-16, 01:39 PM
রাগ নিয়ে কখনও ফরেক্স মার্কেট এ ব্যাবসা করা সম্ভব নয়।এখানে খুব ধৈর্যের সাথে কাজ করতে হয়।কঠোর পরিশ্রম না করলে ফরেক্স এ উন্নতি করা সম্ভব নয়।তাই ফরেক্স এ উন্নতি করতে হলে কঠোর পরিশ্রম এর পাশাপাশী অবশ্যই রাগ বর্জন করতে হবে।আর রাগলেন তো হারলেন।

basaki
2015-12-27, 03:54 PM
রাগ মানুষকে ধংস করে দেয় আর জিদ মানুষে উপরে তুলে। ফরেক্স মার্কেটে যারা রাগ করে ট্রেড করে থাকে তাদের উদ্দেশ্য আমি দুটি কথা বলতে চাই, ফরেক্সে যখনেই আপনি রাগ করে ট্রেড নিবেন দেখবেন আপনার একাউন্টের বারটা বেজে যাবে। প্লিজ প্লিজ আপনি ট্রেড করার সময় আপনার রাগটা নিয়ন্ত্রন করতে পারলে আপনি জিতবেনই জিতবেন।

sumekus
2015-12-27, 10:58 PM
রাগ ফরেক্স ট্রেডিং করার জন্য বেশ ক্ষতি কর। রাগ এমন একটা বিষয় যেটা থাকলে ফরেক্স করা সম্ভব না। যার মধ্যে রাগ বিদ্যমান সে ফরেক্স এ উন্নতি করতে পারবে না। রাগের কারনে লস হলে পরে রাগ করে বেশি লট ব্যবহার করবে যার ফলে অকালে তার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। রাগের কারনে ইমোশন আসে যার জন্য ফরেক্স এ লস হয়।

Mdalam
2015-12-28, 12:02 PM
রাগ মানুষের ধ্বংসের দিকে নিয়ে যাই। ফরেক্সে কাজ করতে হলে রাগ কে নিয়ন্ত্রন করতে হবে। আপনার যদি লস হই তাহলে রাগ না করে লাভ করার আশাই চেষ্টা করতে হবে। একবার না পারলে বার বার চেষ্টা করতে হবে। আপনি যদি রাগ কে কন্ট্রোল করে ভালো ভাবে ব্যবসা করতে পারেন তাহলে এক সময় আপনার জীবনে সফলতা বয়ে আসবে।

Selim BU
2015-12-28, 01:31 PM
রাগ মানুষের অন্যতম একটি বাজে ব্যপার। সবার মাঝেই রাগ আছে, কিন্তু সবাই রাগ নিয়ন্ত্রন করতে পারেনা। রাগ নিয়ন্ত্রন করা খুবই জরুরি। যারা ফরেক্সে রাগ নিয়ন্ত্রন করতে পারেনা তারা হয় লুজার। আর যারা ফরেক্সে রাগ নিয়ন্ত্রন করতে পারে তারা হয় গেইনার। অতএব আমাদের রাগ নিয়ন্ত্রন করতে হবে।

sharifulbaf
2015-12-28, 02:48 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় অনেক লস করে ফেলি শুধু একটি ভুলের জন্য তাই সে সময় অনেক রাগ উঠে,তাই বলি ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য মাথা ঠান্ডা রাখতে হবে,রাগ করা যাবেনা,রাগ নিয়ন্ত্রন করে পুনরায় এনালাইসিস করে যদি ট্রেড করা যায় তাহলে অনেক প্রফিট হবে।

MotinFX
2015-12-28, 06:13 PM
ভাই আপনার কথা গুলো আমার কাছে অনেক ভাল লাগছে কারন আমি যখন একটা ট্রেড লস করি তখন পরবর্তীতে আরও বড় ট্রেড অপেন করি তখন সেই লস কবার দিতে আর পারিনা আমার একাউন্ট জিরো হয়ে যায়। আমি রাগ নিয়ত্রন করতে পারলে এই মার্কেটে সফল হতে পারব।

Marufa
2015-12-28, 06:16 PM
আমার আসলে কোন রাগ হয় না । এখন লস হোক আর লাভ হোক দুটোকেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারে । এখন লস হলে আগের মত রিভেঞ্জ ট্রেড করি না । ভেবে চিন্তে একটু একটু করে রিকভারি করার চেষ্টা করি । এটাই আমার আসল ব্যাপার ।

HKProduction
2015-12-28, 06:21 PM
রাগ হারাম। তাই রাগ করে ফরেক্স ট্রেড করা উচিত নয়। ফরেক্সে রিভেঞ্জ ট্রেড খুবই খারাপ। এখানে ট্রেডের সাথে রাগ না করে বরং নিজের স্বভাবের সাথে রাগ করা উচিত। আমরা যদি আমাদের স্বভাবকে পরিবর্তন করে ট্রেড করি তাহলে অনেক সুফল পাব।

lima1
2015-12-28, 08:03 PM
ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেড করে সফলতা অর্জন করতে গেলে বা ফরেক্স করে প্রফিট করতে হলে অবশ্যই আপনাকে নিজের রাগ নিয়ন্ত্রন করতে হবে নিজের ভিতর কোন রাগ রাখা যাবে না রাগ ফরেক্স ট্রেডারকে ধংশ করে দেয় তাই কখনো রা রাখা যাবে নিজের ভিতর ফরেক্স ট্রেদ করার সময় নিজেকে ঠান্ডা মাথায় ফরেক্স ট্রেদ করতে হবে ।

anita
2015-12-31, 07:13 PM
নিজের রাগ নিয়ন্ত্রন করতে হবে নিজের রাগ নিয়ন্ত্রন না করতে পারলে কোন জায়গায় সফলতা পাওয়া যাবে না কারন রাগ খুভ খারাপ জিনিস রাগ থাকলে ফরেক্স মার্কেটে কোন দিন সফল হওয়া সম্ভব না তাই রাগকে নিয়ন্ত্রন করতে হবে তাহলে ফরেক্স মার্কেটে সফলতা পাওয়া যাবে বা ফরেক্স মার্কেটে আয় করে উন্নতি করা যাবে তাই আগে নিজের রাগকে নিয়ন্ত্রন করতে হবে ।

MdRazu128890
2015-12-31, 07:16 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করে যদি আপনি ভাল কিছু এখান থেকে পেতে চান তা হলে আপনাকে সর্ব প্রথম অবশ্যই আপনার রাগকে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রনে রাখতে হবে তা না হলে আপনি এখানে বেশিক্ষন সফলতার সাথে টিকে থাকতে পারবেন না সেই কারনে ট্রেডারদের এই দিকে বিশেষ ভাবে লক্ষ রাখা উচিত।

kawsar302
2016-01-03, 11:58 PM
রাগটা সাধারনত সবারই থাকে তবে কারো বেশি বা কারো কম তবে আপনি যদি ব্যবসা করতে এসে রাগ াররে বসেন তবে লসটা আপনাকেই গুনতে হবে। তবে আমরা অনেক সময় রাগের মাথায় অনেক ধরসের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি তাই াদদের উচিৎ রাগ না করে ঠান্ডা মাথায় সব কাজ করা।

Realifat
2016-01-04, 08:09 AM
আমি আপনার সাথে পুরোপুরি একমত যে ফরেক্স মার্কেটে ট্ররড করতে হলে অবশ্যই রাগ নিয়ন্ত্রন করে ট্রেড করতে হবে। কারন ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে সর্বোচ্চ গুনাবলী প্রকাশ ঘটানোর প্রয়োজন। এজন্য ফরেক্সে কোনোপ্রকার রাগ, অভিমান, ক্রোধ রাখা যাবে না। কারন এসব খারাপ গুনাবলী মাথায় থাকলে ভালোভাবে ট্রেড করা যায় না। এজন্য নিজের রাগ নিয়ন্ত্রন করতে হবে।

MotinFX
2016-01-04, 09:08 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার পুর্বে আপনাকে রাগ বা মাথা গরম করা যাবেনা কারন রাগ করে ট্রেড করলে আপনি মার্কেট থেকে ভাল কিছু অর্জন করতে পারবেন না। আপনার যখন রাগ থাকে তখন মার্কেট থেকে দুরে থাকা ভাল।

RUBEL MIAH
2016-01-04, 12:23 PM
ফরেক্স ব্যবসা করার জন্য অবশ্যই নিজের রাগকে নিয়ন্ত্রনে আনতে হবে । সব কাজেতো আর রাগ করা সম্ভব নয় । ফরেক্স ব্যবসা করতে হলে অবশ্যই একজন ট্রেডারকে দক্ষবান হতে হবে । দক্ষবান হতে হলে অবশ্যই অনেক ত্যাগ তিতিক্ষা করতে হবে । তাহলেই সফলতা সম্ভব ।

Moon
2016-05-29, 07:45 PM
রাগ আসলে অনেক খারাপ একটা বিষয় । কিন্ত পরিবেশ পরিস্থিতি কিছু সময় এমন হয়ে যায় যে আমরা না রেগে পারি না । তবে এটা আমরা যারা ট্রেড করি তাদেরকে এটা মনে রাখতে হবে যে রাগ ফরেক্স এর ক্ষেত্রে ভাল কোন রেজাল্ট বয়ে আনে না । কেননা রাগের মাথায় মানুষ কখনো ভালো সিদ্ধান্ত নেয় না । এর ফলাফলে হয়ত এমন সিদ্ধান্ত নিয়ে নেয় যা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর ।

DIPANKARSINGH1992
2016-05-29, 07:59 PM
ফরেক্স মার্কেটে রাগ,আবেগ,উত্তেজনার কোন স্থান নেই কারন এগুলো আপনাকে অনেক বেশি ভূল ট্রেডিংয়ের প্রতি আকৃষ্ট করবে ফলে আপনি যেকোন সময়ে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পরতে পারেন। তাই ফরেক্সে ট্রেড করে যদি ভাল কিছু পেতে চান তা হলে আপনাকে অবশ্যই উ্ল্লেখিত বিষয় গুলোকে কন্টোল করে ট্রেড করতে হবে।

kader
2016-06-02, 11:18 PM
আমার মতে কোন কিছুতে রেগে জাওয়া মানে হেরে যাওয়া। তাই সর্বদা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করা উচিত। আর ফরেক্সে তো এর কোন বিকল্পই নেই। আমাদের উচিত সব সময় মাথা ঠাণ্ডা রেখে কাজ করা। তাহলে সব কিছুতে আমরা লাভবান হতে পারবো

KAMIRUN NESA
2016-06-03, 12:21 AM
শিশুর মাঝেই জন্মের পর থেকে দ্রুত রেগে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। রাগ মানুষকে জ্ঞান, বিবেক ও ধর্মের পথ থেকে বিচ্যুত করে এবং মানুষের আচার-আচরণ ও চিন্তায় এর খারাপ প্রভাব পড়ে। কেউ কেউ আছেন, শত অন্যায়ের পরও কোনো প্রতিক্রিয়া দেখান না। এ ধরনের প্রতিক্রিয়াহীন অবস্থা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ভালো নয়। তবে যারা ক্রোম বা রাগকে কৌশলে সংবরন কোরে সেই শক্তিকে ভালো কাজে লাগাতে পারেন,তারাই প্রকৃত সফলকাম হল রাগ কে নিয়ন্ত্রণ করা ।

dwipFX
2016-06-04, 11:06 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে চরম ধৈর্য ধরে ট্রেড করতে হবে কারন ফরেক্স মার্কেটে রাগ করে ট্রেড দিবেন লস করতে সময় লাগবেনা। তাই আমাদের কে নিজের রাগ নিয়ন্ত্রন করা জানতে হবে তাহলে ফরেক্স মার্কেটে সফর ট্রেডার হতে পারব।

owalith
2016-06-04, 03:54 PM
নৈতিক শিক্ষা মানুষকে রাগ ও ক্রোধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ হতে সাহায্য করে। এ কারণে মানুষকে রাগ বা ক্রোধ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ভারসাম্যপূর্ণ হতে হবে। মানুষ ভেদে রাগের মাত্রা ভিন্ন ভিন্ন হয় কেন-এমন প্রশ্ন অনেকের মনে জাগতে পারে। মনোবিজ্ঞানীরা এ ক্ষেত্রে বিভিন্ন কারণ উল্লেখ করে থাকেন। এর একটি হলো- বংশগত ও শরীরবৃত্তিয়। এ কারণে অনেক শিশুর মাঝেই জন্মের পর থেকে দ্রুত রেগে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়।

দ্বিতীয় কারণটি হলো- সাংস্কৃতিক ও প্রতিপালনের সঙ্গে সম্পর্কিত। আমরা অনেকেই জানি না, কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়। যেসব পরিবারে বিশৃঙ্খলা ও ঘনিষ্ঠতা কম,সেসব পরিবারের সদস্যরা সাধারণত বেশি রাগী হয়।

মানুষ ভেদে রাগের মাত্রায় ভিন্নতার কারণ নিয়ে কথা হলো। এবার আমরা রাগ নিয়ন্ত্রণের উপায় নিয়ে খানিকটা কথা বলার চেষ্টা করবো। সাধারণত কোনো কারণ ছাড়া মানুষ ক্রুদ্ধ হয় না। এর মধ্যে কোনো কোনো কারণ গ্রহণযোগ্য, আবার কোনো কোনোটি অগ্রহণযোগ্য ও অযৌক্তিক। ব্যর্থতা, অযৌক্তিক প্রত্যাশা, হিংসা-বিদ্বেষ ও অন্যের দোষ খুঁজে বেড়ানোর মতো কিছু অভ্যাস ও ঘটনার পাশাপাশি অবিচার, জুলুম ও দারিদ্রের মতো সামাজিক অসঙ্গতিগুলোও মানুষের রাগ বা ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়। তবে রাগ বা ক্রোধ প্রকাশের ধরনের ক্ষেত্রেও ব্যক্তিভেদে পার্থক্য লক্ষ্য করা যায়। কিছু লোক আছে, একজনের ওপর রাগ পুষে রেখে অন্যের ওপর তার প্রকাশ ঘটায়। অনেকে আবার সরাসরি প্রতিক্রিয়া দেখায়। কেউ কেউ আছেন, শত অন্যায়ের পরও কোনো প্রতিক্রিয়া দেখান না। এ ধরনের প্রতিক্রিয়াহীন অবস্থা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ভালো নয়। তবে যারা ক্রোম বা রাগকে কৌশলে সংবরন কোরে সেই শক্তিকে ভালো কাজে লাগাতে পারেন,তারাই প্রকৃত সফলকাম।

ইসলাম ধর্ম মানুষকে রাগ নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে। ইসলাম ধর্মমতে, রাগ মানুষকে জ্ঞান, বিবেক ও ধর্মের পথ থেকে বিচ্যুত করে এবং মানুষের আচার-আচরণ ও চিন্তায় এর খারাপ প্রভাব পড়ে। রাগান্বিত অবস্থায় ক্ষমা করার ওপর গুরুত্ব দিয়েছে ইসলাম ধর্ম। বিশেষকরে কোনো ব্যক্তি যদি প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নেয় এবং ক্ষমা করে দেয়,তাহলে তার এ কাজটি ধর্মের দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। ইসলামের ইতিহাসে দেখা যায়, বড় বড় মনিষীরা ক্ষমা করার ক্ষেত্রে ছিলেন অগ্রগামী। তারা রাগান্বিত হলে সূরা আল-ইমরানের ১৩৪ নম্বর আয়াতটিও পড়তেন। এ আয়াতে বলা হয়েছে, যারা সচ্ছল ও অসচ্ছল সব অবস্থায়ই অর্থ-সম্পদ ব্যয় করে এবং যারা ক্রোধ দমন করে ও অন্যের দোষ-ক্রটি মাফ করে দেয়। এ ধরনের সৎলোকদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন।

হা......।। ফরেক্স্ব নিজের রাগ কমানোটা অনেক দরকার। সাধারণত রাগের মাথাই সকলে ভেশির ভাগ ভুল ট্রেড করে থাকে। যার জন্য অনেক লস এ পরে। আর এর জন্য একটাই সমাধান, যখন রাগ হবে থখন ট্রেড অফ করতে হবে। আর মার্কেট না বুজতে পারলে ট্রেড আর করা যাবে না। তাইলে আর লস হবে না।

amin rabby
2016-06-04, 09:55 PM
রাগ, হিংসা কোনোটি মানুষের জন্য ভালো না। কারন এসব কখনো সুফল বয়ে আনে না। তেমনি ব্যবসায় বানিজ্যের ক্ষেত্রে এসব নিয়ন্ত্রন করা জরুরী। কারন যদি এসব নিয়ন্ত্রন না করি তাহলে কোন কাজ সঠিকভাবে সম্পাদন করা যায় না। তাই এসব নিয়ন্ত্রনে রেখে ফরেক্সে ট্রেড করতে হবে। ধৈর্য ধরে সকল কাজ সম্পাদন করতে হবে।

RUBEL MIAH
2016-06-26, 12:16 AM
ফরেক্স ব্যবসা করতে হলে আগে নিজের রাগ কন্ট্রোলে নিয়ে আসতে হবে । যতক্ষণ পর্যন্ত রাগ নিয়ন্ত্রণ করা না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড করব না তাহলেই আমরা ট্রেড করে উন্নতি করতে পারব । সুতরাং আপনারাও এই ব্যবসা করার জন্য নিজেকে রাগমুক্ত করার চেষ্টা করুন অবশ্যই লাভবান করতে পারবেন ।

basaki
2016-07-24, 07:49 PM
আসলেই ফরেক্স মার্কেটে ট্রেড করতে করতে অনেক সময় নিজের উপর অনেক রাগ হয়ে যায় তখন ইচ্ছে করে উলটা পালটা ট্রেড করতে এমনকি তাই হয় তবে যারা ফরেক্স মার্কেটে অবিজ্ঞ তারা এই রাগকে নিয়ন্ত্রন করে ফরেক্স মার্কেটে ট্রেড করে এবং অনেক লাভ করতে পারে বলে মনে করি।

MoniraMam818
2016-07-24, 11:41 PM
ফরেক্সে ট্রেড করার সময় নিজের রাগকে নিয়ন্ত্রন করে ট্রেড করাই ভাল কারন তাতে করে ট্রেডের উপর কোন প্রকার বিরুপ প্রভাব পরে না অর্থাত ভূল ট্রেডিং সিদ্ধান্ত গৃহীত হয় না যার ফলে সফলতার দেখা খুব সহজে পাওয়া যায়।সেই কারনে সকল ট্রেডারদেরই উচিত ফরেক্সে ট্রেড করার সময় নিজের রাগ এবং আবেগকে নিয়ন্ত্রন করা।

MdImranHossain917
2016-07-24, 11:52 PM
রাগ কখনই কোন কাজের জন্য মঙ্গলজনক হতে পারে না সেই কারনে সব সময় রাগকে নিয়ন্ত্রন করে চলা উচিত আর ফরেক্স ট্রেডিংয়ে রাগকে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রন করে ট্রেড করা উচিত কারন তাতে করে ভূল ট্রেডিং সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। সেই কারনে আমাদের সকলেরই ফরেক্সে ট্রেড করার পূর্বে নিজেদের রাগকে নিয়ন্ত্রন বা কন্টোল করে রাখা উচিত।

alamin6969
2016-07-25, 12:49 AM
আমি মনে করি রাগ এমন একটা বিষয় যেটা থাকলে ফরেক্স করা সম্ভব না। যার মধ্যে রাগ বিদ্যমান সে ফরেক্স এ উন্নতি করতে পারবে না। রাগের কারনে লস হলে পরে রাগ করে বেশি লট ব্যবহার করবে যার ফলে অকালে তার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। রাগের কারনে ইমোশন আসে যার জন্য ফরেক্স এ লস হয়।

macrun13
2016-07-25, 07:27 AM
ফরেক্স ব্যবসায় রাগ ও আবেগের কোন স্হান নেয় ।মানুষকে রাগ বা ক্রোধ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ভারসাম্যপূর্ণ হতে হবে। এ্ িকারনে আপনাবে ফরেক্স এর নিয়মকানুন আনুসরন করতে হবে এবং সঠিক ভাবে ট্রেড করতে হবে তব্ আপনি েএ ব্যবসাতে সফলতা পাবেন।

abdulguffer
2016-07-25, 09:35 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক ধৈর্য্য ধরে ট্রেড করতে হয় । তারাহুরো করে ট্রেড এন্ট্রি নিলে প্রফিট এর জায়গায় লস হবে। অধৈর্য হয়ে ঘন ঘন ট্রেড করলে ঐ ট্রেড গুলোতে উইন করা যায় না । তাছাড়া রাগ করে ট্রেড করলে কখনো প্রফিট করা যায় না ।

KamalKumar14184721Das
2016-07-25, 11:54 AM
ফরেক্স করতে হলে আপনার তিন টি গুন থাকতে হবে তা হল ফরেক্স সন্মন্ধে জ্ঞান থাকতে হবে,অধিক প্ররিশ্রমী হতে হবে এবং ফরেক্স মার্কেটে ধৈর্য সহকারে কাজ করতে হবে । মার্কেটে মাঝে মধ্য লস খেয়ে রাগ হবে কিন্ত রাগের বসর্বতি ট্রেড করা যাবে না তা হলে লস হতে পারে তাই নিজের রাগকে নিয়ন্ত্ৰন করুন ।কিছু সময় ট্রেড থেকে বিরত থাকেন রাগ কমে গেলে নতুন করে মার্কেট এনালাইসিস করে ট্রেড করুন তবে লাভবান হবেন ।

Md. Tariqul Islam
2016-07-25, 12:23 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে বা আয় করতে চাইলে রাগ কন্ট্রোল করতেই হবে। কারন ফরেক্স মার্কেটে আপনি যত রাগ করবেন তত বেশি লস করবেন। আমি নিজেও রাগের কারনে অনেক সময় লস করে থাকি। শুধু আমি না আমি অনেক ট্রেডার দেখেছি যারা রাগের কারনে ফরেক্স মার্কেটে অনেক লস করেছে। আমি এখন আমার রাগ কন্ট্রোল করতে পারি।

RUBEL MIAH
2016-10-11, 07:20 PM
ফরেক্স ব্যবসা যদি করে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই নিজের রাগকে নিয়ন্ত্রন করতে হবে । আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে তারপর এই ব্যবসা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

motiar
2016-10-11, 07:27 PM
রাগ একটা খুবি খারাপ বিষয় যেটাকে নিয়ন্ত্রন করা না গেলে খুবি ক্ষতি হতে পারে কোন কাজে সফল হয়া যায় না । বিষশ করে ফরেক্সে রাগের কোন স্থান নাই রাগ করে ট্রেড দিলেই লসে পড়তে হতে পারে ।

Competitor
2016-10-31, 10:22 AM
ফরেক্স এর ক্ষেত্রে রাগ নিয়ন্ত্রন বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ যেটা আমি আমার বাস্তব এক অভিজ্ঞতা দিয়েই বলতে পারি । আমার একজন ফরেক্স ট্রেডার বন্ধাু সর্বদা ট্রেড নিয়ে পড়ে থাকত । সে একদিন সামান্য লস করে এবং রাগের বশবর্তী হয়ে কোন এনালাইসিস ব্যতিত বড় ভলিউমের ট্রেড প্রদান করে । এমতবস্থায় তার অযৌক্তিক সিদ্ধান্তে কারণে পরদিন দেখা গেল তার একাউন্ট শূণ্য !

md sahid howladar99
2016-10-31, 10:36 AM
হ্যা ভাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে বা আয় করতে চাইলে রাগ কন্ট্রোল করতেই হবে। কারন ফরেক্স মার্কেটে আপনি যত রাগ করবেন তত বেশি লস করবেন। আমি নিজেও রাগের কারনে অনেক সময় লস করে থাকি। শুধু আমি না আমি অনেক ট্রেডার দেখেছি যারা রাগের কারনে ফরেক্স মার্কেটে অনেক লস করেছে। আমি এখন আমার রাগ কন্ট্রোল করতে পারি। আমার মনে হয় ফরেক্স মার্কেটে রাগ কন্ট্রোল করতে পারলে সবাই লস অনেক কম করবে।

Bangle
2016-10-31, 03:55 PM
আপমি ফরেক্সে স্ফল হবেন যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। আপনাকে নিজের রাগ নিয়ন্ত্রন করতে হবে। আপনি ত্যরেদ ওপেন করার সময় লস করে ফেললে আপনার নিজের উপর অনেক রাগ হতে পারে। টাই নিজের উপর রাগ করা যাবে না তাহলে রাগের মাথায় আপনি আরও লস করতে পারেন।

ONLINE IT
2016-10-31, 06:26 PM
রাগ এমনই একটি বিষয় এটাকে নিয়ন্ত্রন করা বেশ কঠিন। রাগের মাথায় আমরা অনেক কিছুই করে বসি। কিন্তু পরবর্তীতে তার খেসারত দিতে হয়। এবং নিজে নিজেই আফসোস করি। আপনি যদি রাগের মাথায় ট্রেড করেন তাহলে দেখবেন যে আপনার সিদ্ধান্তটি ভুল ছিল। এবং তার জন্য আপনার লস হয়েছে। তাই রাগের মাথায় কখনোই ট্রেডে বসবেন না। মাথা ঠান্ডা হলে তবেই ট্রেডে বসবেন।

sahinspi
2016-10-31, 06:42 PM
ফরেকস বাবসা করতে হলে নিজের রাগ নিয়ন্তরন করতে হবে লস খাওয়ার পর রাগ করে কিছু করা যাবে না ধৈয ধরে মাথা ঠানডা করে মারকেট দেখে টেরড করতে হবে তাহলে অনেক কিছু করা যাবে।

RUBEL MIAH
2016-11-02, 09:37 PM
ফরেক্স মার্কেটে সব সময় নিজের রাগকে সামলাতে হবে । রাগ মোটেই করা যাবে না । যে ট্রেডার বেশী রাগ করবে সে তত বেশী লসে পড়বে । অামরা যখনই রিয়েল ট্রেড করব তখনই অামরা ধৈর্য্য ধারণ করে তারপর এই ব্যবসা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর আপনারাও রাগের সময় রিয়েল ট্রেড করবেন না ।

MoinFX
2016-11-03, 10:48 AM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে নিজের রাগ নিয়ন্ত্রন করতে হবে তাহলে বিশাল লস থেকে বাসতে পারবেন।ফরেক্স মার্কেটে রাগ নিয়ন্ত্রন করে ট্রেড করতে হবে। রাগ আপনাকে সব দিক দিয়ে লস করবে।

FOREX.NB
2016-11-05, 01:46 AM
রাগ এমন একটা বিষয় যেটা থাকলে ফরেক্স করা সম্ভব না। আর আমি মনে করি নিজের রাগ নিজে নিয়ন্ত্রণ করতে হবে তবে মানুষের নৈতিক শিক্ষার গুণে রাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব তবে রাগ থাকা ভাল কিন্তুু সেটা নিজের উপরে থাকবে। সবসময় মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে কোন প্রকার রাগ দেখান জেবে মারকেটের প্রতি রাগ দেখান যাবে না অনেকে লস করলে রাগ দেখায় কিন্তু এটা একেবারে ঠিক না।

sujon30
2016-11-05, 07:53 AM
রাগ এমন একটি জিনিস যা নিজেকে অচেনা করে ফেলে।অ স্বাভাবিক মানুষেরে বিবেক, জ্ঞান অন্য রকম করে দেয়। আমরা কোন না কোন কাজ করতে গেলে কিছু কিছু সময়তে আমাদের এই রাগ উঠে যায় যা আমাদের জন্য অনেকটা নেতিবাচক করে দেয়। ঠিক ফরেক্স এর মধ্যে যখন লস হয় তখন আামাদের অনেকটা রাগ উঠে যায় এবং আমরা অনেকটা ক্ষতির মুখে পরে যাই। তাই আ্মরা যখন ফরেক্স এ কাজ করব তখন এই রাগটাকে একটু নিয়ন্ত্রন করে ফরেক্স করব তাহলে আমরা ভাল ফল পাব।

aida
2016-11-24, 07:42 PM
জায়।ফরেক্স মার্কেটে রাগ করলে লস ছাড়া আর কিছু আসা করা যায় কারন ফরেক্স মার্কেটে রাগ চলে না একটা কথা আছে রাগের এক নাম লস সেটা ফরেক্স মার্কেটে রাগ করলে বঝা যায় যে রাগ করলে কি হয় তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় সবসময় রাগকে নিওন্ত্রন করতে হবে,

uzzal05
2016-11-24, 10:22 PM
আমরা অনেক লস খেলে আমাদের অনেক রাগ হয়। রাগ করে অনেক বড় লটে ট্রেড ও করে থাকি। যা আমাদের বড় লসের কারন হয়ে দারায়। ফরেক্স এ রাগ নিয়ন্ত্রন রাখতে হবে। ফরেক্স করলে অব্যশই সুশৃংখল্ভাবে অনেক কিছু মেনে ট্রেড ওপেন করতে হবে।

hasanjahid85
2016-11-24, 10:40 PM
সুধূ ফরেক্স কেন যেখানেই রাগ করে কিছু করবেন
সেখানেই সব ধ্বংস,তাই সবার উচিত রাগ নিয়ন্ত্রন করা।।

MdMintuHossen692
2016-11-24, 11:03 PM
বাংলায় একটি প্রবাদ আছে কোনা কাজে আপনি রাগলেন তে হারলেন , ঠিক তেমই ফরেক্স র্মাকেটে রাগের বশর্বতি হয়ে ট্রেড করা যাবে না , আপনার ধরা কেনো ট্রেড আপনার বিপরীতে যেতে পারে এবং লস হতে পারে তবে সেখনে রাগ করে ট্রেড করা যাবেনা । তখন আপনাকে র্মাকেট বুঝতে হবে কেনাে র্মাকেট আপনার বিপরীতে গেলো ও লস খেলেন নিজের ভুল র্নিনয় করতে হবে এবং ঠান্ডা মাথায় নতুন করে র্মাকেট এনালাসিস করে ট্রেড ধরতে হবে একে এক প্রকার ধৈর্য শক্তি বলা যায় এবং যার যত ধৈর্য বেশি সে ততটাই ভাল ফলাফলের অঅসা করতে পরে , তাই রাগকে সব সময় নিয়ন্ত্রণ করা উচিত।

Puja Roy
2016-11-24, 11:05 PM
ফরেক্সে কাজ করতে গেলে আগে রাগ কে নিয়ন্ত্রন করতে হবে, ফরেক্সে লস করার বড় কারন এর মধ্যে রাগ অন্যতম। একটা ট্রেডে লস করে রাগের কারনে না বুঝে একটা বড় ট্রেড ওপেন করে ফেলে অনেকে যার কারনে বড় ধরনের লস হতে পারে ব্যালেন্স জিরো ও হয়ে যেতে পারে। তাই ফরেক্স করতে গেলে আগে রাগ টাকে বাদ দিতে হবে।

bank1
2016-11-25, 12:04 AM
রাগ নিয়ন্ত্রন করা ফরেক্স মার্কেটের জন্য একটি অতি জরুরী বিষয়। কারন রাগ পরিহার বা করতে পারলে ফরেক্স মার্কেটে সফলতা পাওয়া যায়না। ওনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয় এখানে। প্রচুর পড়াশুনার দরকার হয়। লোভ সংবরন করে চলতে হয়। তাহলে আপনি এ মার্কেট থেকে ভাল কিছু করতে পারবেন। ট্রেড করার সময় অনেক বাজে মুহুর্ত আদতে পারে। সে সময় গুলিতে আপনাকে রাগ নিয়ন্ত্রনে রাখতে হবে। আর আপনি যদি সেটা পারেব তাহলে ফরেক্সে সফলতা পাবেন।

RUBEL MIAH
2016-11-25, 02:00 PM
সব সময় নিজরে রাগকে নিয়ন্ত্রন রাখতে হবে । যে ট্রেডার তার রাগকে নিয়ন্ত্রন রাখতে পারবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব আমরা সব সময় ধৈর্য্য ধারণ করে এই ফরেক্স ব্যবসা করব তহালেই আমরা লাভবান হতে পারব । অার আপনারাও এই ফরেক্স ব্যবসা করার জন্য রাগকে একেবারেই ছেড়ে দেন তাহলেই লাভবান হতে পারবেন ।

riponhosen
2016-11-25, 03:19 PM
রাগ মানুষের বুদ্ধিকে নস্ট করে রাগের কারনে কেউ কনো কিসুতে জয়লাভ করতে পারেনা ।ফরেক্স এমন একধরনের ব্যাবসা যেখানে রেগে গেলেনত হেরে গেলেন কারন মানুষ যখন রাগ করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না সে তখন কি করে সে নিজেও তা বুঝতে পারেনা ।তাই আপনি যদি রাগ নিয়ন্তনে না রাখতে পারেন তবে আপনি ফরেক্স মার্কেট এ কি করবেন নিজেও বুঝতে পারবেন না তাই সবসময় রাগকে নিয়ন্ত্রনে রাখতে হবে তবেই সফল হওয়া যাবে।

bank1
2016-11-25, 05:55 PM
নিজের রাগ নিয়ন্ত্রন করা খুব দরকারী একটি জিনিস ফরেক্স ব্যবসার জন্য। আপনি চাইলে যখন খুশি ট্রেড দিতে পারেন। তাই বলে আপনার তা করা মোটেও ঠিক হবেন। কারন আপনাকে প্রতিটি ট্রেড করার আগে জেনে বুঝে দিতে হবে। তা না হলে যে কোন সময় আপনি ঝুঁকিতে পড়ে যাতে পারেন।

cool razu
2016-11-25, 06:07 PM
আমার মনে হয় রাগ এমন একটা বিষয় যেটা থাকলে ফরেক্স করা সম্ভব না। যার মধ্যে রাগ বিদ্যমান সে ফরেক্স এ উন্নতি করতে পারবে না। রাগের কারনে লস হলে পরে রাগ করে বেশি লট ব্যবহার করবে যার ফলে অকালে তার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। রাগের কারনে ইমোশন আসে যার জন্য ফরেক্স এ লস হয়।

Shimul77
2016-11-25, 09:21 PM
আমি মনে করি মানুষ যা কিছু ক্ষতি বা লস করে তার প্রধান কারন হল তার রাগ নিয়ন্ত্রন করতে না পারা। আর ফরেক্স মার্কেটে রাগ নিয়ন্ত্রন করতে না পারলে সে তার আর্থিক ক্ষতি অনিবার্য। আর আমরা ফরেক্স মার্কেটেয়াম্রা আসি কিছু ডলার আয় করার জন্য তাই আমাদের সবার উচিৎ রাগ নিয়ন্ত্রন করে ট্রেড ওপেন করা।

nisho5533
2016-11-25, 09:52 PM
ফরেক্স মাকেটে আমি মনে করি রাগ করলেন তো ফোরেক্স থেকে আপনি আয় করতে পারবেন না | ফরেক্স থেকে আয় করতে হবে আমি মনে করি আপন রাগ নিয়ন্ত্রণ করবেন আর ফরেক্স থেকে আশা করি আয় করবেন |ফোড়েক্স থেকে আমি আয় করার জন্য ফরেক্স মাকেট করছি তাই আমি ফরেক্স রাগ করি না | আমার লক্ষ আমি ফরেক্স থেকে আয় করব তাই ফরেক্স থেকে আয় করছি আর ফরেক্স থেকে আয় করব |

Bindu72
2016-11-26, 12:43 PM
রাগলেন তে হারলেন , ঠিক তেমই ফরেক্স র্মাকেটে রাগের বশর্বতি হয়ে ট্রেড করা যাবে না , আপনার ধরা কেনো ট্রেড আপনার বিপরীতে যেতে পারে এবং লস হতে পারে তবে সেখনে রাগ করে ট্রেড করা যাবেনা । তখন আপনাকে র্মাকেট বুঝতে হবে কেনাে র্মাকেট আপনার বিপরীতে গেলো ও লস খেলেন নিজের ভুল র্নিনয় করতে হবে এবং ঠান্ডা মাথায় নতুন করে র্মাকেট এনালাসিস করে ট্রেড ধরতে হবে একে এক প্রকার ধৈর্য শক্তি বলা যায় এবং যার যত ধৈর্য বেশি সে ততটাই ভাল ফলাফলের অঅসা করতে পরে , তাই রাগকে সব সময় নিয়ন্ত্রণ করা উচিত।

spring
2016-11-26, 12:51 PM
লস হলেও রাগ নিয়ন্ত্রন করা উচিত।কারন রাগ এমন একটা বিষয় যেটা থাকলে ফরেক্স করা সম্ভব না। যার মধ্যে রাগ বিদ্যমান সে ফরেক্স এ উন্নতি করতে পারবে না। রাগের কারনে লস হলে পরে রাগ করে বেশি লট ব্যবহার করবে যার ফলে অকালে তার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। রাগের কারনে ইমোশন আসে যার জন্য ফরেক্স এ লস হয়।

atiquefx
2016-11-26, 01:01 PM
ফরেক্স কঠিন বাস্তবতা সম্পর্কিত একটি বিনিয়োগ বাজার । বাস্তববাদী দেড় জন্য এখানে অনেক পুরস্কার ও কল্পনাবাদী ও আবেগপ্রবণ মানুষদের জন্য তিরস্কার রয়েছে । একটি কথা আছে যে " রেগে গেলেন তো হেরে গেলেন "। কথাটির বাস্তবতা অনেক ফরেক্স বিনিয়োগকারী হরে হরে বুজেছেন । ফরেক্স এ রাগের কুনো স্থান নাই এখানে রাগ করলে আপনার ক্ষতি হবে । শুধু ফরেক্স না আমরা আমাদের জীবনে ও রাগ থেকে বিরত কিংবা নিজের রাগ কে নিয়ন্ত্রণ করতে হবে । নয়তো আমাদের বিশাল ক্ষতি হতে পারে ।

MADADEE
2016-11-27, 12:33 AM
আমি মনে করি ফরেক্স রাগ করা মানে বুকামি ফরেক্স থেকে আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে তবেই আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন | আপনার লস হলে আপনি যদি রাগ নিয়ন্ত্রণ করতে না পারেন তবে আপনি ফরেক্স মাকেটে লস করবেন |

bank1
2016-11-27, 01:27 AM
নিজের রাগ নিয়ন্ত্রন করা ফরেক্স মার্কেটে অনেক গুরুত্বপুর্ন একটা ব্যাপার। কারন অনেক সময় আমরা রাগের বশবর্তী হয়ে অনেক বড় ধরনের ভুল করে থাকি। যেমন কোন ট্রেডে আমাদের লস হয়ে গেলে রাগ করে বড় ভলিউমে ট্রেড করে থাকি। ফলে দেখা যায়, সেই ট্রেডেও লস হয়ে একাউন্ট জিরো হয়ে যায়। তাই আমাদের এসন ব্যাপার গুলোতে সাবধান থাকতে হবে। নচেৎ বড় ধরনের মাশুল গুণতে হবে। সব সময় রাগ নিয়ন্ত্রনে রাখতে হবে।

Md Masud
2017-03-19, 02:23 PM
রাগ সব কাজেই নিয়ন্ত্রনে রাখা উচিত । রাগের কারণে সমাজে বিভিন্ন মানুষ অাজ জেল হাজতে । তারা অাজ রাগের কারণেই এই অবস্থা হয়েছে । অামরা রাগকে নিয়ন্ত্রণ করব ট্রেড করে শান্তি পাব । অামরা কখনোই ট্রেড করার সময় উত্তেজিত হব না । যে যত বেশী রাগ নিয়ন্ত্রণ করবে সে তত বেশী লাভবান হতে পারবে ।

asaa
2017-03-19, 08:35 PM
আমি বলবো রাগ এমন একটা বিষয় যেটা থাকলে ফরেক্স করা সম্ভব না। যার মধ্যে রাগ বিদ্যমান সে ফরেক্স এ উন্নতি করতে পারবে না। রাগের কারনে লস হলে পরে রাগ করে বেশি লট ব্যবহার করবে যার ফলে অকালে তার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। রাগের কারনে ইমোশন আসে যার জন্য ফরেক্স এ লস হয়।

Mamun13
2017-03-19, 09:52 PM
ফরেক্স ব্যাবসায় লস হবেই হবে৷লস দিয়ে দিয়েই আপনাকে ব্যাবসা শিখতে হবে৷অন্য কোনো বিকল্প পথ নাই৷এই লস করতে করতেই দেখবেন লসের পরিমান কমে আসছে এবং লাভের পরিমান বাড়ছে৷সোজা কথা ব্যাবসায় মাথা ঠান্ডা করে লেগে থাকতে হবে৷আর রাগ করলে তো ব্যাবসাই ছেড়ে দিতে হবে৷মনে রাখবেন "যার রাগ যত কম এবং মাথা যত ঠান্ডা সে ব্যাবসায় তত সফল হবে৷"

reser
2017-03-27, 09:05 PM
রাগ সকলেরই কমবেশি আছে তবে ফরেক্স মার্কেটে লস হলে পরে যে রাগ করে বেশি লট ব্যবহার করবে যার ফলে অকালে তার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। রাগের কারনে ইমোশন আসে যার জন্য ফরেক্স এ লস হয়।তই ঠান্ডা মাথায় ট্রেড করুন।

martin
2017-03-27, 09:22 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে বা আয় করতে চাইলে রাগ কন্ট্রোল করতেই হবে। কারন ফরেক্স মার্কেটে আপনি যত রাগ করবেন তত বেশি লস করবেন। আমি নিজেও রাগের কারনে অনেক সময় লস করে থাকি। শুধু আমি না আমি অনেক ট্রেডার দেখেছি যারা রাগের কারনে ফরেক্স মার্কেটে অনেক লস করেছে। আমি এখন আমার রাগ কন্ট্রোল করতে পারি। আমার মনে হয় ফরেক্স মার্কেটে রাগ কন্ট্রোল করতে পারলে সবাই লস অনেক কম করবে।

nbfx
2017-03-27, 11:06 PM
বিশাল এই ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করুন। আদর্শ ট্রেডার হিসেবে গড়ে তুলুন। ফরেক্স মার্কেটকে নিয়ন্ত্রন করার চেষ্টা না করে নিজেকে নিয়ন্ত্রন করতে চেষ্টা করুন।ফরেক্স মার্কেটের সফলতা আপনার জন্যই অপেক্ষা করছে।সফল হতে হলে আগে আপনাকে ফরেক্স সম্পর্কে জানতে হবে।অনেক সময় ব্যয় করে, একাউন্ট জিরো করে যে অভিজ্ঞতা বা দক্ষতা অর্জন করবেন সেটাই হবে আপনার ফরেক্স করার জন্য আসল মূলধন। ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা ছাড়া কখনো সফল হওয়া যায় না। প্রচুর ধৈর্র্য্য নিয়ে ডেমো চর্চা করে যান।নিয়ম মেনে ট্রেড করুন এবং কখনো অন্যের দেয়া সিগন্যাল ব্যবহার করবেন না। অতিরিক্ত ট্্েরড থেকে বিরত থাকতে হবে। লোভ করা যাবে না।

uzzal05
2017-05-29, 03:42 PM
মার্কেট এর সাথে আমরা যুদ্ধ করে পারব না। মার্কেট কে নিয়ন্ত্রন করা কারোর পক্ষে সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে আমরা নিজেরা কখনোই অধিক লস করতাম না। লস করে নিজের রাগ ফরেক্স এ বড় লট বা ভলিয়ম ব্যবহার করে একাউন্ট জিরো করার কোন প্রয়োজনীয়তা নেই।

nahida
2017-11-17, 04:24 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে নিজেকে সান্ত মনের হতে হবে নিজেকে রাখতে হবে রাগ মুক্ত ফরেক্স মার্কেটে রাগ করলে লস হয় কারন একটি কথা আছে যে রাগের এক নাম লস তাই ফরেক্স মার্কেটে এই কথাটি দারুন কাজে লাগে।

Mahidul84
2017-11-17, 04:50 PM
হ্যা ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আপনাকে নিয়ন্ত্রণে রেখে ট্রেড করার পরিকল্পনা করতে হবে। আপনি যদি সঠিকভাবে নিজেকে নিয়ন্ত্রণের রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই এই মার্কেটে সফল হতে পারবেন। ফরেক্স এমন একটি মার্কেট এখান মাথা গরম করে কোন কিছু করলে সে কাজে কোন দিন আপনি সফল হতে পারবেন না। বরং ক্রমানয়ে আপনি প্রতিটি ট্রেডে লস খাবেন। এজন্য মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন এবং কৌশল প্রয়োগ করে ট্রেড করার পরিকল্পনা তৈরি করুন। তাহলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন।

yasir
2017-11-17, 04:56 PM
ফরেক্স মার্কেট হচ্ছে সম্পূর্ণ আপনার মেটেলেটীর উপর নিরবর করে। তাই আপনি যদি ফরেক্স মার্কেট এ মাথা গরম করে কইনো ডিসিশন নেন তাহলে তা আপনার জন্য ভালো হবে না। ফরেক্স মার্কেট এ আপনি যদি মার্কেট কে ঠান্ডা মাথাই এনালাইসিস করে তারপর ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন। আপনি আপনার ধরজটাকে যদি কন্ট্রোল কোরতে পারেন তাহলে আপনি ভালো ট্রেড কোরতে পারবেন এবং সফল হতে পারবেন।

01797733223
2017-11-17, 07:09 PM
রাগ নিয়ন্ত্রণ বা নিজেকে কন্ট্রেল করা এটি এই মার্কেটের একটি প্রধান বৈশিষ্ট্য সামনে এগিয়ে যাওয়ার জন্য, সাফল্য অর্জনের জন্য । এটাই মূলত ধৈর্যের পরিচয় । এখানে ব্যবসা করতে গেলে আপনার লাভ লস যাই হোকনা কেন এর মধ্য দিয়েই আপনাকে আপনার প্রফিটটা বা লাভটা বের করে আনতে হবে, এটাই একজন দক্ষ ট্রেডারের লক্ষণ । সুতরাং লস হচ্ছে তাই বলে রাগ করা চলবে না, কেন এবং কোথায় ভুল হচ্ছে আগে সেটা সন্ধান করেন ।

Torun50
2017-11-17, 11:02 PM
হ্যা ফরেক্স করতে হলে রাগ নিয়ন্তণ করতে হবে । রাগ করলে আমাদের এই ফরেক্স এর দিকে মন থাকে না। এতে ট্রেড করার সময় লছের সম্ভাবনা বেশি ।

Foyazur
2017-11-18, 03:41 PM
রাগ ব্যবসায়ের আরেকটা অংশ ফরেক্স মার্কেট রাগ করে ট্রেড করলে আপনে অনেক বড় অংকের লসের মূখে পড়তে পারেন অনেক ট্রেডার আছে যারা একটু লস করলে রাগের বশে আরো অনেক বড় লডে ট্রেড ওপেন করে বসে এতে করে লস অনেক বেশি করে পেলে শেষে দেখা যায় একাউন্ট তাদের জিরো হয়ে যায় আমি মনে করি ব্যবসায় লাভলস আছেই আপনে যদি লস করেন তা কিভাবে রিকভার করবেন তাই নিয়ে চিন্তা করুন রাগ করে ট্রেড নেওয়া যাবে না।

iloveyou
2018-03-08, 09:30 PM
হ্যা ভাই এখানে আপনার নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করতে হবে। রাগ হচ্ছে এক প্রকার দুর্বলতা। যেটা আপনাকে ফরেক্স মার্কেটে পঙ্গু বানিয়ে ফেলবে। সুতারং নিজের উন্নতির কথা চিন্তা করে, নিজের সাফল্যের কথা ভেবে এটাকে আমাদের সব সময় নিয়ন্ত্রণ করে কিংবা এভোয়েট করে চলতে হবে আপনাকে।

marjahan
2018-03-19, 12:15 PM
অতিরিক্ত রাগের ফলে মানুষ তার নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে ।এতে করে কোন কাজেই সফলতা লাভ করা সম্ভব নয় ।তাই যেকোন কাজ করতে হলেই মাথা ঠান্ডা রেখে করা উচিত এতে করে ভালো ফল পাওয়া সম্ভব ।

ankus
2018-03-19, 12:24 PM
ফরেক্সে রাগের মাথায় ট্রেড করলে আপনি তো কখনও সফল হবেনই না বরং এটা আপনার জীবনে অনেক ক্ষতির কারন ও হতে পারে। রেগে গেলেন তো হেরে গেলেন। তাই না রেগে গিয়ে ঠাণ্ডা মাথায় ট্রেড করেন সফল হবেনই হবেন।

Mahidul84
2018-03-19, 08:04 PM
ফরেক্স এমন একটি ব্যবসা এখানে আবেগ বা রাগ দ্বারা পরিচালনা করা সম্ভব নয়। আপনি যদি আপনার আবেগকে নিয়ন্ত্রণে রেখে ট্রেড করার মত ক্ষমতা অর্জন করতে পারেন তাহলে আপনি ভাল ট্রেড হতে পারবেন। আর যদি এটাকে নিয়ন্ত্রণ না রেখে ট্রেড পরিচালনা করেন তাহলে আপনি খুব দ্রুত এই ব্যবসা হতে চলে যেতে বাধ্য হবেন। অতএব যে ট্রেডার ধৈর্য্য সহকারে ফরেক্স ব্যবসাটিকে করতে সমর্থন অর্জন করতে পারবে সেই একমাত্র এই মার্কেটে সফলতা অর্জন করতে পারবে।

Hredy
2020-03-20, 03:14 PM
রাগ এমন একটা বিষয় যেটা থাকলে ফরেক্স করা সম্ভব না। যার মধ্যে রাগ বিদ্যমান সে ফরেক্স এ উন্নতি করতে পারবে না। রাগের কারনে লস হলে পরে রাগ করে বেশি লট ব্যবহার করবে যার ফলে অকালে তার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। রাগের কারনে ইমোশন আসে যার জন্য ফরেক্স এ লস হয়।