PDA

View Full Version : ট্রেডিং সম্পর্কিত



raki
2015-05-30, 08:56 AM
সর্বনিম্ন কত ডলার দিয়ে ইন্সাট্রা ফরেক্স শুরু করা যায়। অন্য কোথাো থেকে কি ডলার ক্রয় করা যায়, নাকি শুুধু বাংলা ফোরামে লেখালেখি করে ইনকাম হবে । ক্রয় করতে হলে কি কোনো ব্যাংকের মাধ্যমে ডলার সংগ্রহ করতে হবে নাকি যারা কাজ বাংলা ফোরামে কাজ করে তাদের কাছ থেকে ক্রয় করতে হবে ?

raki
2015-05-30, 08:57 AM
বাংলা ফরেক্স ফোরাম এ কাজ করে যদি ইনকাম না করা যায় তাহলে শুধু শুধু সময় নষ্ট না করায় ভালো। একজন কে এই পর্যন্ত দেখলাম না যে ফোরামে লেখালেখি করে ভাল এনকাম করেছে। শুধু পোষ্ট করে অনেকে জানতে চাই কিভাবে এনকাম করা কিভাবে বোনাস তোলা যায় কিভাবে লেখালিখি করা যায় ইত্যাদি। বাংলা ফোরামের কি কোন বই আছে যা থেকে শিখা যাবে?
সর্বনিম্ন কত ডলার দিয়ে ইন্সাট্রা ফরেক্স শুরু করা যায়। অন্য কোথাো থেকে কি ডলার ক্রয় করা যায়, নাকি শুুধু বাংলা ফোরামে লেখালেখি করে ইনকাম হবে । ক্রয় করতে হলে কি কোনো ব্যাংকের মাধ্যমে ডলার সংগ্রহ করতে হবে নাকি যারা কাজ বাংলা ফোরামে কাজ করে তাদের কাছ থেকে ক্রয় করতে হবে ?

alamin2016
2015-06-01, 08:17 PM
সর্বনিম্ন কত ডলার দিয়ে ফরেক্স শুরু করা যায় বলবেন কি ? কোন মাধ্যম থেকে ডলার ক্রয় করা যায়। নাকি আমরা বাংলা ফোরামে মন্তব্য লিথে ইনকাম করতে পারব।

bonushunter
2015-06-17, 08:53 PM
Instaforex এ সর্বনিম্ন ১ ডলার ঢুকানো যায়। তাই ১ ডলার দিয়ে ট্রেড সুরু করা যায়। আর এ ডলার ফরম পোস্ট করে খুব সহজেই ঢুকানো যায়। তাছা যারা অনলাইন এ বিভিন্ন কাজ করে ইনকাম করে তাদের কাছ থেকে ডলার নিয়ে ঢুকানো যায়, তাছাড়া অনলাইন ব্যাং কের মাধ্যমে ডলার ডিপোজিট করা যায়।

anwarForex
2015-08-04, 05:17 PM
কোন ফরেক্স একাউন্টে সরাসরি কোন ব্যাংকের মাধ্যমে আপনি ডলার পাঠাতে পারবেন না-কারন আমার জানামতে বাংলাদেশ সরকার এ ব্যবসার অনুমতি দেয় না। তবে আউট সোর্সিং করে যারা ডলার আয় করছে তাদের কাছ থেকে আপনি ডলার ক্রয় করে ডিপোজিট করতে পারেন। যারা আউটসোর্সিং করে ডলার আয় করে -তাদের অর্জিত ডলার *skrill বা এ ধরনের আরও কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ব্যংকগুতেলো স্থানান্তরের সুযোগ আছে। এবং আপনিও উক্ত উপায়ে টাকা আপনার ব্যাং ক একাউন্টে ট্রান্সফার করতে পারেন।

Fxaziz
2015-10-23, 12:46 PM
ফরেক্স এ কাজ করতে হলে আপনার ডলার এর দরকার হবে। আর এই ডলার আপনি পোস্টিং করে ইনকাম করতে পারেন । তা চাডা আপনি ব্যাংক এর মাধ্যমে ডলার করে এইখানে ইনভাস্তট করতে পারেন। আমার যানা মতে ব্যাংক হতে ফরেক্স এর ইনকাম করা ডলার তুলতে পারবেন না । কারন বাংলাদেশ সরকার এই বাবসার জন্য অনুমতি দেই নাই। আপনি যদি ডলার তুলতে হয় যারা আউট সরচিং করে তাদের কাস থেকে ডলার বিনিময় করে টাকা তুলতে পারেন।