PDA

View Full Version : একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের করনীয় &#



shohag101
2015-06-02, 02:14 AM
ফরেক্স হল (বিনিময়, আদান-প্রদান, পরিবৃত্তি, পণ্যবিনিময়, অদলবদল, পরিবর্তন)।
যা একটা দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার হয়ে থাকে।

ফরক্স এ কেন মুভমেন্ট হয়?
সেটা বোজতে হলে আপনাকে ফরেক্স এর গুরত্বপূর্ণ কিছু বিষয় জানতে হবে।

ফরেক্স এর সবচেয়ে গুরত্বপূর্ণ বিষয় হল ট্রেন্ড ।
ট্রেন্ড অর্থাৎ প্রবাহ এটা যদি আপনি সঠিক ভাবে নির্ণয় করেতে পারেন তাহলে আপনি সেরা ট্রেডার হয়ে যাবেন।
আমার জানা মতে ২ টা কারনে ট্রেন্ড পরিবর্তন হয়।
((১।)) আপনি যদি ফরেক্স কে একটা দোলনা মনে করেন তাহলে এটা আপনি যত বল দিয়ে ঠেলা দেন এটা তত বলে আবার পিরে আসবে।
এ কারনে দেখেন আপনার মেটাতে ইনডিকেটর এর ২ টা অপশন সবচেয়ে গুরুত্ব পূর্ণ ১। trend জার অর্থ প্রবাহ। ২ oscillators জার অর্থ হল দোলক।
এখন আপনি যদি এই প্রবাহ পরিবর্তন এর কারন খোঁজেন তাহলে বলবো আপনি কখনো এমন দেখছেন যে কোন টাইমফ্রেম এ যে এক টানা শুধু দাম কমতেই ছিল।
কিংবা বারতেই ছিল। সেটা যদি usd pkr ও হয় এমন কখনই হবে নাহ। কারন সবাই অল্প সময়ে বেশি লাভ করতে চায়। আর অনেক অভিজ্ঞ ট্রেডাররা এটা দেখে ট্রেড করে।
যেমন পরিমান 1000 eur/1000 usd বাই সেল সমান তখন মূল্য ১ কিন যখন মূল্য ১৯ তার মানে হল ১০০eur/১৯০০usd। এখন যদি আপনি সেল করেন তাহলে ৯৯eur/১৯০১usd=১৯.২০২০২০২০
যখন বাই করেন ১০১eur/1899usd = ১৮.৮০১৯৮০১৯ । এখন দেখেন যে আপনার সেল দিলে কত লাভ হচ্ছে ০.১৯৮০১৯৮০ আর বাই দিলে আপনার লাভ ০.২০২০২০২০ তার মানে আপনি কম দামে
বিক্রি করার চেয়ে কিনলে আপনার ০.০০৪০০০৪ বেশি লাভ হয় । আর যেহেতু যারা লাভ করছে তারা অনেকেই তাদের নিদিষ্ট লাভে ট্রেড ক্লোজ করে দিবে।সতারং ওই ট্রেডাররা ক্লোজ করলেও আপনার কিছু লাভ হবে।
আর বড় বড় ট্রেডাররা ট্রেড লাস্ট পজ্জন্ত রাখে। এখন ফরক্স যেহেতু আপনি ফরেক্স একা করেন নাহ তাই এই হিসাব টা অনেক জটিল। আপনি এটা তো প্রথমেই জেনেছেন যে মূল ভিত্তি হল ৩ টা ১ টেকনিক্যাল ২ ফান্ডামেন্টাল ৩ সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টালটাকে হিসাব নিকাষ করাই টেকনিক্যাল এর কাজ। মূলত টেকনিক্যাল আর সেন্টিমেন্টাল এর অনেক টা মিল রয়েছে।
((২)) ফান্ডামেন্টাল বলতে ওই দেশের অর্থনৈতিক অবস্থা উপর ভিত্তি করে হয়। ভাই আমি সহজে বলি বুজে নিবেন। ফান্ডামেন্টাল ১, একটা দেশের মুদ্রার পরিমান জতই হোক না কেন অবশ্যই একটা সিমা আছে। যেমন ধরি লক্ষ কুটি বিলিয়ন ডলার তার পরেও একটা নিদিষ্ট পরিমান। দেখা যায় নিউজ ভাল হলে দাম বারে নিউজ খারপ হলে দাম কমে এর কারন সহজ ভাষায় বলেতে গেলে একটা দেশের মুদ্রার পরিমান কিভাবে বারে?
একটা দেশের সরকার চাইলেই তাদের মুদ্রা তৈরি করতে পারে নাহ এমন হলে world এর সেরা দেশ হল বাংলাদেশ কারন সরকার খালি টাকা তৈরি করত। আসলে মূলত জনগনের মান উন্নয়ন ও বিভিন্ন অর্থনৈতিক পর্যালোচনা করে মুদ্রা তৈরি করা হয়। যেমন কোর PCE মূল্য, Personal Spending ব্যক্তিগত খরচ, Personal Income, বেকারত্ব পরিবর্তন,
চূড়ান্ত উৎপাদন PMI, প্রতি মাসে ব্যক্তিদের নিট ঋণের পরিমান,প্রতি মাসের Factory Orders কারখানার আদেশ, বৈদেশিক বাণিজ্য ইত্যাদি আর অনেক বিষয় এর উপর ভিত্তি করে। এখন নিউজ ভাল হলে অটো সেই দেশের মুদ্রার পরিমান বেরে যায় তথা দাম ও বেরে যায়।
ফান্ডামেন্টাল ২, যারা ফরেক্স করেন তারা অনেকেই cnnmoney, investing, bloomberg আর অনেক সাইট দেখে থাকেন কারন world এ কখন কি অর্থনৈতিক কাজ হয় তা জানার জন্য। যেমন কোন কম্পানি কখন কি কিনে ইত্যাদি জানার জন্য। কিন্তু একটা বিষয় আপনি জানেন যেটা সবাই জানে যে USA এর সবচেয়ে বড় ব্যাংক এ প্রতি দিনের exchang ২২ বিলিয়ন ডলার, কিন্তু ফরেক্স এ প্রতি দিনের exchang ৫ ট্রিলিয়ন ডলার। সুতারং ওই সব সাইট থেকে এসব না জানলেও চলে। জানতে পারলে ভাল। এখন মূল কথা হল ফরেক্স এ যা হয় সেটা হল (বিনিময়, আদান-প্রদান, পরিবৃত্তি, পণ্যবিনিময়, অদলবদল, পরিবর্তন)। নিউটনের গতির ৩ টা সুত্র মনে আছে। পত্তেক ক্রিয়ার একটি সমান বিপরীত মুখী পতিক্রিয়া আছে। স্থির বস্তু চিরদিন স্থির ও গতিশীল বস্তু চিরদিন গতিশীল থাকবে যদি বাহ্যিক কোন বল দারা পরিবর্তন না হয়। এখানে বাহ্যিক বল কিন্তু আমারা ট্রেডারা। এর ধাঁরা একটা দেশের মুদ্রার পরিমাণ কমে নাহ যদি কমে সেটা হল সেই দেশের অর্থনৈতিক কর্ম কান্ডের কারনে তবে তাদের যা আছে তা থেকে কমে নাহ অন্য দেশের তুলনায় কমে ইত্যাদি।
(এখন আমারা যারা ট্রেড করি তাদের করনীয় )
আপনি যে কোন একটা সিস্টাম তথা ইনডিকেটর যেমন মুভিং এভারেজ এর মাধ্যমে আপনি জানবেন যে এখন বাই কিংবা সেল করলে কি পরিমাণ লাভ হবে তা সঠিক ভাবে জানতে পারবেন। আর আপনাকে এটাতেই সবচেয়ে বেশি সময় দিতে হবে এটা অনেক পরিশ্রম এর হিসাবে পাবেন আপনি চেষ্টা করেন অবশ্যই পারবেন। কারন মানুষ সেই কাজেই সাফল্য পায় যেই কাজে বেশি সময় দেয়, আজ থেকে আপনি প্রতিজ্ঞা করেন যে আপনি নিদিষ্ট কোন সিস্টাম এ এই মার্কেট এর মুভমেন্ট বুজবেন। এবং যেটা আপনাকে সবচেয়ে ভাল ফল দেয় সেটাই রিয়াল এ করবেন বাকি যেই সময় কনপিউজ সেই সময় চার্ট দেখবেন অথবা আপনি ডেমো তে ট্রেড করবেন। এই ভাবে আপনি আপনার ট্রেডিং এর স্থর গুলা পার করেন ৫/৭ বছর পরে দেখবেন আপনি দরা ছোঁয়ার বাহিরে।
আমি ফরেক্স এ নতুন আমার এই সকল ধারণা গুলার মধ্যে অনেক ভুল আছে তাই অভিজ্ঞ সবার কাছে
আকুল অনুরধ রইলো আমাকে সাহায্য করার। নাহলে আমার এই বুল দারনা গুলা আজীবন থেকে যাবে। ধন্যবাদ।

accbccfx
2015-06-02, 01:44 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের অনেক কিছু করার আছে। যেমন ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানা ফরেক্সে সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা এবং ফরেক্স এ যোগদান করার জন্য অনান্য মানুষদের উৎসাহিত করা। আর সবার দরকার ফরেক্স এ যোগদান করা তাহলে আমাদের বাংলাদেশ এক উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাবে।

moinuddib
2015-06-02, 03:36 PM
একজন ফরেক্স তেরেদার হিসাবে আমাদের উচিত হবে কিভাবে ফরেক্স মারকেতে তেরেদ করে সফল হওয়া যায় তার জন্ন ফরেক্স সম্পরকে বেশি করে জানা । ফরেক্স এর বিভিন্ন খুঁটিনাটি জানার জন্য অভিজ্ঞ তেরেদার থেকে পরামর্শ নেওা। বেশি বেশি ডেমো হিসাবে তেরেদ করে অভিগতা বাড়ানও। এনালাইসিস গুলো কি ভাবে করে, মানিমেনেজমেন্ত কি এগুলো সম্পরকে ভাল করে জানা। ফরেক্স এ তেরেদ করে নিজের কিছু সফলতা অর্জন করলে অন্ন যারা শিক্ষিত বেকার আছে তাদের কে ফরেক্স এ তেরেদ করার জন্য উদবুধ করা।

Talha
2015-06-03, 11:15 AM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে এখানে সংশ্লিষ্ট সকল রুলস রেগুলেশন মেনে চলা উচিৎ কোন ধরনের অনিয়ম করা উচিৎ নয়

aminulh
2015-06-03, 10:11 PM
একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের করনীয় ফরেক্স ট্রেড করতে যে সব নিয়ম কানুন আছে তার প্রতিটা মেনে চলা ,ধর্য ও সাহসিকতার সাথে ট্রেড করা লস হলে কেন হল তা পর্যবেক্ষন করা লোভ থেকে দূরে থাকা।

hasanat
2015-06-04, 02:02 PM
ফরেক্স ট্রাডার হিসেবে আমাকে যে বিষয় গুলর প্রতি নজর রাখা উচিত তা উল্লেখ করা হল ঃ ফরেক্স মার্কেট কাজ করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পরকে ভাল জ্ঞান রাখতে হবে । আপনাকে প্ররিস্রমি হতে হবে ।আপনাকে প্রতিদিন ফরেক্স মারকে আনাল্যসিস করতে হবে । ফরেক্স মার্কেট বেশি রিস্ক নিয়ে ট্রাড করা যাবে না , ডেমো ট্রাড করে নিজেকে জালিয়ে নিতে হবে । ট্রাড করার সময় সতরকতা অভলম্বন করা জরুরি ।

sumonyahoo24
2015-06-07, 11:54 AM
ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানা ফরেক্সে সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা এবং ফরেক্স এ যোগদান করার জন্য অনান্য মানুষদের উৎসাহিত করা। ফরেক্স মার্কেট কাজ করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পরকে ভাল জ্ঞান রাখতে হবে ।

Talha
2015-06-07, 07:19 PM
আমার মতে একজন ফরেক্স ট্রেডার হিসাবে
আমাদের উচিত কিভাবে ফরেক্স
মার্কেটে ট্রেড করে সফল হওয়া যায়
তার জন্য ফরেক্স মার্কেটেরসম্বন্ধে বেশি
জানা । ফরেক্স এর বিভিন্ন ছোট খাট জিনিস
গুলো অভিজ্ঞ ট্রেডারদের থেকে
জেনে নেওয়া। বেশি বেশি ডেমো
অ্যাকাউন্টে ট্রেডকরে অভিজ্ঞতা
অর্জন করা এনালাইসিস গুলো কি
ভাবে করে, মানিম্যানেজম্যান্ট কি
এগুলো সম্পর্ক ভাল করে জানা।
ফরেক্স এ ট্রেড করে নিজের কিছু
সফলতা অর্জন করলে যারা শিক্ষিত
বেকার আছে তাদের কে ফরেক্স মার্কেটে
ট্রেড করার জন্য উদ্বুদ্ধ করা।

TselimRezaa
2015-06-23, 04:27 PM
ধন্যবাদ আপনার পোস্টের জন্য। আপনি অনেক গুরুত্বপুর্ন একটি গুরুত্বপূর্ন পোস্ট দিয়েছেন যা আমাদের অনেক কাজে আসবে। ফরেক্স মার্কেট হলো বিনিময় বাজার, একটা মূদ্রার সাথে আরেকটা মূদ্রার বিনিময়। এখানে আমরা বিনিময় করে থাকি। আমাদের উচিত মার্কেট বুঝে ভালোভাবে এনালাইসিস করে ট্রেড করা। কোনো চিটিং না করা। ধৈর্য ধরে এখানে পড়ে থাকা এবং শ্রম দেয়া।

mithun
2015-06-24, 01:11 AM
যেকোনো কাজে সফল হবার পেছনে যেই মহৎ গুণটি প্রয়োজন তা হলো ধর্য্য। ধর্য্য ধরে যেকোনো কাজ করেন দেখবেন আপনি একসময় না একসময় সফল হবেন। আর ফরেক্সের জন্য কয়েকটি ক্ষেত্রে ধর্য্য ধরা প্রয়োজন। আপনাকে ধর্য্য ধরে মার্কেটের কৌশল শিখতে হবে, ট্রেড করার ক্ষেত্রে ধর্য্যের পরিচয় দিতে হবে। তাহাহুরা করে কিছু করতে যাবেন না তাহলে বিপর্যয় নেমে আসতে পারে।

mamun93
2015-06-24, 10:43 AM
একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের অনেক কিছু করার রয়েছে এর মধ্যে এক হল ফরেক্সের বিভিন্ন বিষয় সম্পর্কে নিজের ধারনা শতভাগ বৃদ্ধি করা,মার্কেট বিশ্লেষন/বাজার গবেষনা,সঠিকভাবে মানিম্যানেজমেন্ট পদ্ধতি আওত্ব করা, মার্জিন সম্পর্কে ভাল ধারনা রাখা,ট্রেডিং কেৌশল জানা ইত্যাদি। আর উল্লেখিত বিষয়াদি যখন একজন বেক্তির মাঝে থাকে তখন সে হয়ে উঠে একজন সফল ট্রেডার।

RichMahfuz
2015-06-24, 11:40 AM
একজন ফরেক্স ট্রেডার হিসাবে আপনার করনিয় হল জেনে শুনে ভুল না করা, কারন জেনে শুনে ভুল করেই মানুষ বেশি ক্ষতি গ্রস্ত হয়। তাই আমার পরামর্শ হচ্ছে একজন ট্রেডআরে মূল চরিত্র হওয়া উচিত মাথা ঠাণ্ডা রেখে পরিবেশ আওনুকুলে আনার চেষ্টা করা। তাহলে পকেতে লাভ ধুকবে আপনি সামেনে আরও বেশি শেখার জন্য আগ্রহ বেরে যাবে। মানে আপনি তখন কি করতে হবে তা নিজেই খুজে নিতে পারবেন। শেখাতে বা বলতে হবেনা।

mpapayar
2015-07-15, 03:47 PM
ফরেক্স ট্রাডার হিসেবে এক জন ত্রেদার কে যে বিষয় গুলর প্রতি নজর রাখা উচিত তা হল ফরেক্স মার্কেট কাজ করতে হলেআপনাকে ফরেক্স মার্কেট সম্পরকে ভাল জ্ঞান রাখতে হবে । আপনাকে প্ররিস্রমি হতে হবে । বেশি বেশি ডেমো অ্যাকাউন্টে ট্রেডকরে অভিজ্ঞতা অর্জন করতে হবে ।

Fxaziz
2015-07-16, 04:32 AM
ফরেক্স মার্কেট এ আমরা ট্রেড করি আমাদের লাভের জন্য কিন্তু আমরা যখন দেখতে পাই ফরেক্স মার্কেট এ আমাদের লস হচ্ছে তখন আমরা ফরেক্স মার্কেট থেকে দুরে সরে যাই। আমরা মনে করি ফরেক্স মার্কেট এ শুধু লস হই লাভ হইনা। ফরেক্স মার্কেট এ একজন ভালো ট্রেডার এর মুল কাজ হচ্ছে সে ফরেক্স মার্কেট এ ধরজ ধরে থাকবে এবং নিজের আবেগ টাকে কন্ট্রোল করবে। আর একজন ফরেক্স ট্রেডার হিসেবে ফরেক্স মার্কেট এ টীকে থাকতে হবে।

Rina
2015-07-16, 07:47 AM
Akjon Forex trader hisabe ami mone kori sorboprothom amr koronio holo niyomiti trade kora. amra jara student tara poralakher pasapasi besi besi trade korbo. trade kora amr jamon knowledge orjon hoi tamoni income o korta pari. So forex is best.

Zakariea
2015-07-16, 09:56 AM
একজন ফরেক্স ট্রেডারের উচিত ফরেক্স এর বেসিকটা জানা।কেন প্রাইস মুভ করে ? এর কারন হলো ফান্ডামেন্টাল নিউজ। যখন বড় বড় ইনভেষ্টএরা দেখে কোনো দেশের অর্থনীতিক অবস্থা ভালো এবং তারা যেই দেশে ইনভেষ্ট করলে অনেক সুবিধা পাবে তখন তারা সেই দেশে ইনভষ্ট করে।আর ইনভেষ্ট করার জন্য তাদের ঐ দেশের মুদ্র কিনতে হয়।আর তারা সেইমুদ্রা কিনে থাকে ফরেক্স মারকেট থেকে। অর্থাৎ যেই মুদ্রার চাহিদা বেশি সেই মুদ্রার দাম বাড়বে।

Fxaziz
2015-07-22, 10:50 PM
ফরেক্স মার্কেট এ আমরা ট্রেড করি আয় করা জন্য>। তাই ফরেক্স মার্কেট এর কিছু জিনিস যেনে রাখা ধরকার > আমরা ফরেক্স মার্কেট এ বিনা পুজিতে ট্রেড কোরতে পারতেছি এবং আয় কোরতে পারতেছি। ফরেক্স মার্কেট এ আমরা আমাদের কাজ এর পাশাপাশি ট্রেড কোরতে পারি। তাই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি। ফরেক্স মার্কেট এ ট্রেড করলে আমরা আমাদের দেশের বেকারত্ব দুর কোরতে পারবো। তাই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করবো।

Komla
2015-07-22, 11:48 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের সর্বপ্রথম করনীয় হল ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানাএবং ফরেক্স এর বিভিন্ন বিষয় ভাল ভাবে এনালাসিস করা ফরেক্সের ট্রেড ভাল ভাবে করা ফরেক্সের বিভিন্ন নিউজ এনালাইসিস করা

arpon2015
2015-07-24, 04:30 AM
একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের প্রথম করনিয় হলো ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জানা এবং ভালো ঊপার্জন করা কারন এটা আমাদের এবং দেশের জন্য ভালো কিছু করা ।
তার সঙ্গে সঙ্গে আমাদের পরিচিতদের ফরেক্স সম্পর্কে জানানো এতে তাদের অনেক উপকার হবে ও তাদের ব্যাকারত্ব দূর হবে।

shakawath
2015-10-25, 04:26 PM
ভাই আপনার পোস্ট পরে উপকৃত হলাম। অনেক সুন্দর করে লিখেছেন। আমাদের করণিয় তাই যা একজন ট্রেডার কে করতে হয়। নিয়মিত অনুশীলন, এনালাইসিস, লোভ সংবরণ, ট্রেডের ভুল খোজা, নিউজের সাথে আপডেট থাকা, মানি ম্যানেজমেন্ট, সফল ট্রেডের বৈশিষ্ট্য জানা ইত্যাদি অনেক কাজই আমাদের করতে হবে। আর ট্রেড জার্নাল রাখতে হবে। একজন সফল ট্রেডার হওয়ার জন্য ট্রেড জার্নাল রাখা জরুরী।

sumon37
2015-10-25, 05:04 PM
আমার মতে ফরেক্স ট্রেডার হিসেবে অনেক দায়িত্ব আছে আমার। যেমন ফরেক্স সম্পরকে ভালোভাবে জানা। ফরেক্স এর সকল প্রকার নিয়ম কানুন জানা এবং এই নিয়ম কানুন গুলো মেনে চলা। ট্রেড করার সময় সকল প্রকার এনালাইস করা। বেশি লোভ করা উচিত না। আমাকে ধর্য্য ধরে মার্কেটের কৌশল শিখতে হবে, ট্রেড করার ক্ষেত্রে ধর্য্যের পরিচয় দিতে হবে। তাহাহুরা করে কিছু করতে যাবেন না তাহলে বিপর্যয় নেমে আসতে পারে।

BD ONLINE
2015-10-25, 07:34 PM
আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ন। সবচেয়ে বড় কথা হল ফরেক্স করতে হলে আপনাকে ফরেক্স শিখতে হবে। আপনি যদি কোন অফিসে কাজ করেন তাহলে আপনাকে সেই অফিসের নিয়ম কানুন, কিভাবে অফিস চলে, কোন কাজ করলে অফিসের উন্নতি হবে আবার কোন কাজ করলে অফিসের অবনতি হবে। তা সব যেমন আপনার জানা প্রয়োজন। ঠিক তেমনি ফরেক্স এর ব্যাপারেও সব কিছু জানতে হবে। কি কারনে মার্কেট উপরে ওঠে আবার কি কারনে নিচে নামে। এসব বিষয় জানতে হবে।

mlbasumata
2015-10-25, 07:58 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের:
১। সঠিক এনালাইজের চেষ্টা করতে হবে।
২। সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
৩। সঠিক সময়ে ট্রেড অপেন করতে হবে।
৪। তাড়াহুড়ো না করে ধৈর্য্য সহকারে ট্রেড করতে হবে।
৫। অতি লোভে সম্ভাবনার চাইতে বেশি ট্রেড করব না।

WALID HASAN
2015-12-27, 10:34 AM
ফরেক্স মার্কেট হলো বিনিময় বাজার, একটা
মূদ্রার সাথে আরেকটা মূদ্রার বিনিময়। এখানে আমরা
বিনিময় করে থাকি। আমাদের উচিত মার্কেট বুঝে ভালোভাবে
এনালাইসিস করে ট্রেড করা। কোনো চিটিং না করা। ধৈর্য ধরে
এখানে পড়ে থাকা এবং শ্রম দেয়া। ফরেক্স এ ট্রেড করে নিজের কিছু
সফলতা অর্জন করলে যারা শিক্ষিত
বেকার আছে তাদের কে ফরেক্স মার্কেটে
ট্রেড করার জন্য উদ্বুদ্ধ করা।

sumekus
2015-12-31, 12:24 AM
ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের অনেক কিছু করার আছে। যেমন ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানা ফরেক্সে সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা এবং ফরেক্স এ যোগদান করার জন্য অনান্য মানুষদের উৎসাহিত করা। আর সবার দরকার ফরেক্স এ যোগদান করা তাহলে আমাদের বাংলাদেশ এক উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাবে।

anita
2015-12-31, 08:08 AM
একজন ফরেক্স ট্রেদার হিসাবে আমাদের করনীয় হোল ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ফরেক্স মার্কেট সম্পরকে যে সকল নিয়ম কানন আছে সেই সকল নিয়ম কানন মেনে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে তাই ফরেক্স মার্কেটে কোন ফরেক্স ট্রেডার ট্রেড করার জন্য সকল নিয়ম মেনে ট্রেড করা উচিৎ ।

uzzalbd
2015-12-31, 08:17 AM
একজন সফল সেই যে ফরেক্স সমরকে অনেক স্টাডি করেছেন। অনেক পরিশ্রম দিয়েছেন। আমরা চাই যারা নতুন তাদের কে যেনো সাহায্য করা হয়। যারা এক্সপআরট আছেন তারা নতুন্দের যে গাইডলাইন দেয়। কারন নতুন রা তারতারি ফরেক্স থেকে ঝরে পরে।

raju0000
2015-12-31, 01:40 PM
আপনি অনেক গুরুত্ব দিয়েছেন বিষয় তাতে, ফরেক্স এ প্রাকটিসে এর বিকল্প কিছু নেই, আপনি যত প্রাকটিস করবেন, ধীরে ধীরে আপনি ততটা ফরেক্স এর কাছাকাছি এগিয়ে যাবেন, সফলতার মুখ দেখতে সুরু করবেন, আপনি আজ রাতে সুরু করবেন আর কাল সকালের মাঝে সব বুঝে যাবেন, ইটা সম্পূর্ণ ভুল, মার্কেট প্রতিনিয়ত চেঞ্জ হয়,আর আপনাকে তা বুঝতে হবে.

HKProduction
2015-12-31, 03:24 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদেরকে ভালভাবে ডেমো প্রাকটিস করে ট্রেড শেখা উচিত। কমপক্ষে এক বছর ডেমো ট্রেড করলে মার্কেট সম্পর্কে বেশ ভাল ধারনা পাওয়া যায়। আমরা যদি মার্কেটের গতি সম্পর্কে জানতে না পারি তাহলে প্রফিট করা খুবই কষ্টকর হয়ে যাবে।

MdRazu128890
2015-12-31, 06:40 PM
ফরেক্স ট্রেডার হিসাবে আমি মনে করি আমাদের সকলেরই উচিত সব সময় ট্রেডিং কেৌশল এবং অভিজ্ঞতার আলোকে ট্রেড করা আর এটি আমরা যখনই করতে পারব তখনই আমরা সফলকাম হব। কিন্তু প্রায়ই দেখা যায় আমরা অতিরিক্ত প্রফিট লাভের লোভে প্রভাবিত হয়ে পরি এবং ভূল ট্রেডিং জটিলতায় আটকে গিয়ে অ্যাকাউন্ট ব্যালেন্সকে জিরো করে ফেলি।

RUBEL MIAH
2016-01-29, 10:05 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমার করণীয় রয়েছে অনেক । তার ভিতর থেকে কিছু করনীয় পদ্ধতি না বললেই নয় । নিম্নে সেগুলো দেওয়া হল :
(১) ফরেক্সে অন্য লোকজনকে উৎসাহ প্রদান করা ।
(২) ফরেক্স ব্যবসা তাদেরকে স্বাবলম্বী করে তোলা ।
(৩) ফরেক্সে ধৈর্য্য ধারণ করে ট্রেড করা ।
(৪) ফরেক্সে অভিজ্ঞতা অর্জন করা ।
(৪)

lotifahelen
2016-01-30, 01:29 PM
ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানা ফরেক্সে সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা এবং ফরেক্স এ যোগদান করার জন্য অনান্য মানুষদের উৎসাহিত করা। আর সবার দরকার ফরেক্স এ যোগদান করা তাহলে আমাদের বাংলাদেশ এক উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাবে।

Md Akter Hossain
2016-01-30, 01:44 PM
একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের করনীয় হলো নিয়মিত মার্কেটে আপ টু ডেট থাকা । মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড না করা । অতিুরক্ত লোভ না করা । ধৈর্য সহকারে ট্রেড করা । নিজেকে সবজান্তা না ভাবা । কোনো অবস্থাতেই অ্যানালাইসিস ছাড়া ট্রেড না করা ইত্যাদি ইত্যাদি ।

Marufa
2016-02-19, 10:28 AM
যদিও আমি নিজেকে এখনও একজন ভাল ট্রেডার হিসেবে মনে করি না । তথাপি আমি মনে করি একজন ভাল ট্রেডার হিসেবে আমাদের অনেক কিছুই করনীয় এবং বর্জনীয় রয়েছে । আসলে একজন ভাল ট্রেডার হিসেবে গড়ে তোলা এত সহজ কোন বিষয় নয় । এর জন্য অনেক বেশি সময় দিতে হবে । আর শেখাটাকেও চালিয়ে যেতে হবে ।

Md Sanuwar Hossain Hossai
2016-02-19, 10:46 AM
একজন ফরেক্স টেডার হিসেবে আমাদের উচিত ফরেক্স সম্পর্ক ভালো জ্ঞান অরজন করা।বেশি বেশি ডেমো টেড করা। ফরেক্স সম্পর্কএ অন্নদের উতসাহিত করা। তাদেরকে ফরেক্স সম্পরকে অভিজ্ঞ করে তুলা। ফরেক্স টেড এর বিভিন্ন আনালাইসিস বুঝে টেড করা।

Vision
2016-02-19, 03:11 PM
ফরেক্স একটা অান্তর্জাতিক ব্যবসা । আর এখানে আমাদেরকে অবশ্যই ধৈর্য্য ও শ্রম দিয়ে লেগে থাকতে হবে । আর লেগে থাকার সবসময় ভালো ফলাফল নিয়ে আসে । আপনার উক্ত থ্রেডটা আমাদের জন্য অনেক বেশি উপকারী । তাই আমি মনে করি যে ফরেক্সের বিষয়গুলো আমরা ভালভাবে বুঝতে না পারলে আমরা পদে পদেই বাঁধাগ্রস্ত হবে । তাই ফরেক্স সম্পর্কে ভালভাবে স্টাডি করেই আমাদেরকে অনেক বেশি এগিয়ে যেতে হবে । ফরেক্স মার্কেট আমাদের লাভের সম্ভাবনা তখনই বেড়ে যাবে যখন আমরা দক্ষ হতে পারব ।

real80
2016-03-18, 12:55 AM
ফরেক্স বিজনেস বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় একটি বিজনেসের নাম। এই বিজনেস অনেক বেশি প্রফিটেবল হওয়ার কারনে এর প্রতি আগ্রহী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। ফরেক্স মার্কেটে সফল হতে চাইলে একজন ট্রেডার হিসেবে আপনাকে এই মার্কেটে টিকে থাকতে হবে। কিভাবে নির্ভুল মার্কেট এনালাইসিস করতে হবে, কিভাবে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেডিং করতে হবে তা আমাদের ভালভাবে আয়ত্ত করে তারপর ট্রেডিং করতে হবে।

Sahed
2016-03-18, 09:51 AM
আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ পোস্টের জন্য । ফরেক্স মার্কেটে একজন হিসেবে আমাদের করনীয় বিষয়গুলো সম্পর্কে ভালভাবে জানা দরকার । এতে করে মার্কেটে আমরা আমাদের সফলতা পেতে অনেকখানি সহায়তা পাব । মার্কেটে যদি আপনি আপনার করনীয় বিষয়গুলো জানেন তাহলে আপনার অর্ধেক কাজই শেষ হয়ে যাবে ।

MotinFX
2016-03-18, 10:03 AM
ফরেক্স করতে হলে আমাদের কে ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে তাহলে ফরেক্স মার্কেটে আমরা দীর্গদিন টিকে থাকতে পারব কারন রিয়াল মার্কেটে ট্রেড করতে হরে আমাদের অনেক কিছু জানতে হবে এবং াপপনাকে সব নিয়ম কানুন মেনে চলতে হবে না হয় এই মার্কেটে টিকে থাকা যাবেনা এই মার্কেট থেকে একদিন দুরে সরে যেতে হবে।

Md Sanuwar Hossain Hossai
2016-03-18, 10:17 AM
ভাই আপনার পোস্ট টা অনেক ভাল লাগলো।। এই পোস্ট থেকে অনেক কিছু সিখতে পারলাম। ফরেক্সে আমরা সুধু বাই আর সেল হিসেব করে ট্রেড করি।। বাজার কখন কোন দিকে মুভ করতে পারে সেদিকে খেয়াল রাখিনা।।। তাই আমাদের উচিৎ বাজার আনালাইসিস করে ট্রেড করা।।।।

rahmot255
2016-03-18, 10:19 AM
আমি মনে করি একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের অনেক কিছু করার আছে। যেমন ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানা ফরেক্সে সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা এবং ফরেক্স এ যোগদান করার জন্য অনান্য মানুষদের উৎসাহিত করা। আর সবার দরকার ফরেক্স এ যোগদান করা তাহলে আমাদের বাংলাদেশ এক উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাবে।এবং ট্রেড করার সময় ইমোশনাল না হওয়া, আর লোভকে দুরে রাখা।

sharifulbaf
2016-03-21, 09:37 AM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের করনিয় ট্রেডের পুর্বে কোন নিউজ আছে কিনা তা দেখা,ফরেক্স ট্রেড করার সময় মাথা ঠান্ডা রেখে ট্রেডিং করা,আবার আমাদের ট্রেডিং করার সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে,অভার ট্রেডিং পরিহার করতে হবে,মানি ম্যানেজমেন্ট অনুসরন করে ট্রেডিং করতে হবে।টার্গেট নিয়ে ট্রেডিং করতে হবে।

basaki
2016-05-01, 10:23 AM
ফরেক্স মার্কেট আসলে একটা বিশাল একটা ব্যপার যা মনে করেনন অনেক সময় আপনি ভাল করতে পারবেন আবার খারাপ হতে পারে আপনি যদি কম কম করে ফরেক্স মার্কেটে ট্রেড করে কম কম করে লাভ করেন তবেই আপিনি সফল ট্রেডার হতে পারবেন বলে মনে করি আপনারা কি বলেন।

basaki
2016-05-11, 06:37 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আমি মনে করি অবিজ্ঞতা অর্জন করেই তবে আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে পারেন।আর তাই আপনাকে ফরেক্স মার্কেট নিয়ে অনেক পড়া শুনা করতে হবে। তাই আপনি যদি ভাল একজন ফরেক্স ট্রেডার হতে চান তবে লেখা পরার বিকল্প নেই।

dwipFX
2016-05-11, 07:59 AM
আমি মনে করি একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের কে ফরেক্স মার্কেটে কিভাবে সফল ট্রেডার হওয়া যায় সেই সম্পর্কে আমাদের জানতে হবে।কারন ফরেক্স মার্কেট অনেক বিশাল মার্কেট এই মার্কেটে আপনাকে ট্রেড করতে হলে সব কিছু সম্পর্কে আপনাকে অনেক বিচক্ষন হতে হবে সকল নিয়ম আপনার মুখস্হ থাকতে হবে।

Moon
2016-05-12, 12:00 PM
একজন ফরেক্স ট্রেডার একজন আন্তর্জাতিক ব্যবসায়ীও বটে । তাই আমাদের করণীয় স্বল্প পরিসরে লিখে শেষ করা যাবে না । তাই আমাদের মনে রাখতে হবে বেশকিছু করণীয় অামাদের জন্য বাধ্যতামূলক । তবে আমি মনে করি যে আমি যেহেতু নতুন সেহেতু বিষয়গুলো বড় ভাইদের থেকে শিখতে হবে । আর যত বেশি করে আমাদের উচিত ফরেক্স নিয়ে গবেষণা করা । কারণ গবেষণা ভালো কিছুর সন্ধান দিতে পারে ।

razu777
2016-06-24, 03:53 AM
আমার মতে একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের অনেক কিছু করার আছে। যেমন ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানা ফরেক্সে সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা এবং ফরেক্স এ যোগদান করার জন্য অনান্য মানুষদের উৎসাহিত করা। আর সবার দরকার ফরেক্স এ যোগদান করা তাহলে আমাদের বাংলাদেশ এক উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাবে।

basaki
2016-07-04, 07:38 AM
একজন ফরেক্স ট্রেডার হিসাবে যা আমাদের করতে হবে তা হলো আগে ফরেক্স মার্কেটে কিভাবে টড়েড করলে ভাল করা যাবে তা জানতে হবে আর কি করলে লস হবে না তা জানতে হবে। কারন ফরেক্স মার্কেটে আপনি যদি একটু ভুল করেন তবে আপনাকে সেই ভুলের মাসুল দিতে হবে।

motiar
2016-07-04, 11:08 PM
একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের করনীর হলো নিজে ভালভাবে শিখে প্রফিট করা এবং অন্যরা যাতে লস না খায় তারা প্রফিট করতে সে ব্যাপারে নতুনদের শিখামুলক মতামা দেয়া ।

fxinfo
2016-07-05, 04:32 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের করনীয় হচ্ছে বেশি করে ট্রেড করা । আপনি যদি বেশি করে ট্রেড করেন তাহলে বেশি মুনাফা করতে পারবেন । তবে একটি কথা ঠিক যে সব সময় বেশি লাভ করার আশা করা একদমই ঠিক না । এতে হিতে বিপরীত হতে পারে । আপনার সব ব্যালেন্স শূণ্য হয়ে যেতে পারে ।

SAHADAT
2016-08-24, 11:03 PM
জেনে শুনে ভুল করেই মানুষ বেশি ক্ষতি গ্রস্ত হয়। তাই আমার পরামর্শ হচ্ছে একজন ট্রেডআরে মূল চরিত্র হওয়া উচিত মাথা ঠাণ্ডা রেখে পরিবেশ আওনুকুলে আনার চেষ্টা করা। তাহলে পকেতে লাভ ধুকবে আপনি সামেনে আরও বেশি শেখার জন্য আগ্রহ বেরে যাবে। মানে আপনি তখন কি করতে হবে তা নিজেই খুজে নিতে পারবেন। শেখাতে বা বলতে হবেনা।

MD ALAMIN ARIF
2016-08-24, 11:05 PM
ফরেক্স মার্কেট কাজ করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পরকে ভাল জ্ঞান রাখতে হবে । আপনাকে পরিশ্রমী হতে হবে ।আপনাকে প্রতিদিন ফরেক্স মারকে আনাল্যসিস করতে হবে । ফরেক্স মার্কেট বেশি রিস্ক নিয়ে ট্রাড করা যাবে না , ডেমো ট্রাড করে নিজেকে জালিয়ে নিতে হবে ।

kholil
2016-09-21, 09:25 PM
একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের অনেক কিছুই করনীয় আছে । ফরেক্সে কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে আগে ভাল করে জানতে হবে , ফরেক্সে ট্রেডিং দক্ষতা অর্জন করতে হবে । ফরেক্সে কাজ করি আমরা টাকা আয় করার জন্য । তাই ধৈর্য ধরে ফরেক্সে কাজ করতে হবে । ফরেক্সে কোন লোভ করা যাবে না , কারন ফরেক্সে লোভ করলে লস হয় । তাই লসের হাত থেকে বাচতে হলে ফরেক্সে লোভ ত্যাগ করতে হবে । বুঝে ফরেক্সে ট্রেড করতে হবে ।

lotaus
2016-09-21, 09:38 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমার প্রথম করনীয় নিজেকে কিভাবে একজন সফল ট্রেডার তৈরি করবো সে বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করা।কারন একজন সফল ট্রেডার হতে না পারলে এবং ফরেক্স বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করতে না পারলে আমি ফরেক্সে ট্রেড করে আয় করতে পারবো না।আর আমি যদি কখনো সফল হতে পারি তখন একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমার দায়িত্ব হবে অন্যদেরকেও ফরেক্স ব্যাবসায় ঊৎসাহিত করা।

jamal191khan
2016-09-21, 10:26 PM
ব্যক্তাগতভাবে আমি বলবো একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের করনীয় ফরেক্স ট্রেড করতে যে সব নিয়ম কানুন আছে তার প্রতিটা মেনে চলা ,ধর্য ও সাহসিকতার সাথে ট্রেড করা লস হলে কেন হল তা পর্যবেক্ষন করা লোভ থেকে দূরে থাকা।

sheam
2016-10-24, 08:18 PM
আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ন। সবচেয়ে বড় কথা হল ফরেক্স করতে হলে আপনাকে ফরেক্স শিখতে হবে। আপনি যদি কোন অফিসে কাজ করেন তাহলে আপনাকে সেই অফিসের নিয়ম কানুন, কিভাবে অফিস চলে, কোন কাজ করলে অফিসের উন্নতি হবে আবার কোন কাজ করলে অফিসের অবনতি হবে। তা সব যেমন আপনার জানা প্রয়োজন। ঠিক তেমনি ফরেক্স এর ব্যাপারেও সব কিছু জানতে হবে। কি কারনে মার্কেট উপরে ওঠে আবার কি কারনে নিচে নামে। এসব বিষয় জানতে হবে।

mithun30
2016-10-26, 11:35 PM
পার্ফেক্ট ট্রেড বিষয়টা তখনই কাজ করে যখন আপনার ট্রেড টা সফল হয় অর্থাৎ সেই ট্রেড থেকে আপনি ভালো প্রফিট করতে পারেন। আসলে এখানে যেকোনো ট্রেডেই লস হতে পারে। তবে আপনি যদি হিসাব নিকাশ করে কোনো ট্রেড নেন এবং সেখান থেকে ভালো প্রফিট পান তবে সেই ট্রেড টা পার্ফেক্ট ট্রেড হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ এটা নির্ভর করে ট্রেডের সফলতার উপর।

aida
2016-11-14, 07:03 PM
একজন ফরেক্স ট্রেদার হিসাবে আমাদের করনীয় হোল ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ফরেক্স মার্কেট সম্পরকে যে সকল নিয়ম কানন আছে সেই সকল নিয়ম কানন মেনে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে তাই ফরেক্স মার্কেটে কোন ফরেক্স ট্রেডার ট্রেড করার জন্য সকল নিয়ম মেনে ট্রেড করা উচিৎ ।

the viper
2016-12-06, 11:39 PM
ফরেক্স ট্রেডার হিসেবে আমাকে যে বিষয় গুলর প্রতি নজর রাখা উচিত তা উল্লেখ করা হল ঃ ফরেক্স মার্কেট কাজ করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পরকে ভাল জ্ঞান রাখতে হবে ।

the viper
2016-12-07, 12:37 AM
ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানা ফরেক্সে সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা এবং ফরেক্স এ যোগদান করার জন্য অনান্য মানুষদের উৎসাহিত করা।

shimul77ss
2016-12-07, 03:42 AM
কোন কাজ বা ব্যবসা করার আগে জানতে হবে এই ব্যবসা বা কাজ সম্পর্কে আপনি যদি কোন কিছু না জেনে ঐ ব্যবসা করেন তাহলে লস হবার সম্ভবনা অনেক বেশি।ফরেক্স মার্কেটে কাজ করতে গেলে আগে মার্কেটের খুটিনাটি সম্পর্কে জানতে হবে যে মার্কেট কিভাবে চলে তারপর ইনভেস্ট করতে হবে।

Competitor
2016-12-10, 06:22 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন সেটা হলো ফরেক্সে ট্রেডিং করে নিজের একটা ভালো অবস্থান তৈরী করার জন্য অবিরত প্রচেষ্টা চালানো । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করে লাভবান হতে পারি তাদের উচিত হবে যে ফরেক্সে এমনভাবে ট্রেড করা যাতে করে আমরা নিজের সর্বোচ্চ দক্ষতাটা দিযেই প্রতিটা ট্রেডিং সফল হিসেবে গড়ে তুলতে পারি ।

spd
2016-12-10, 07:39 PM
ফরেক্স মার্কেটে সাফল হতে গেলে অনেকগুলো কাজ করতে হবে।ফরেক্স মার্কেতে অনেক সময় ধরে ডেমো একাউন্টে প্রাকটিস করতে হবে।আমরা হুট হাট করে ট্রেড ওপেন করি এবং তা বর্জন করে বুঝে শুনে ট্রেড ওপেন করতে হবে।মানি ম্যানেজম্যান্ট বজাই রেখে টড়েড ওপেন করতে হবে।

shukumar8099
2016-12-10, 09:14 PM
ভাই আপনার কথা পরে ভাল লাগল ফরেক্স মাকেটে কী ভাবে টিকে থাকা যায় তা আপনার মাধ্যমে জানতে পারলাম | অনেক অনুভুতি হল ফরেক্স করতে হলে কি কি করতে হবে আমি আপনার কথা মত ফরেক্স করব কারন আপনার প্রতিটী কথা আমার মনে ধরছে |

nazib72
2016-12-10, 09:28 PM
প্রত্ত্যেক ফরেক্স ট্রেডারের উচিত ফরেক্স সম্পরকে ভালোভাবে জানা। ফরেক্স এর সকল প্রকার নিয়ম কানুন জানা এবং এই নিয়ম কানুন গুলো মেনে চলা। ট্রেড করার সময় সকল প্রকার এনালাইস করা। বেশি লোভ না করা, ধৈর্য্য ধরে মার্কেটের কৌশল শিখতে হবে, ট্রেড করার ক্ষেত্রে ধর্য্যের পরিচয় দিতে হবে প্রতিটা ট্রেড প্লান করে মার্কেট এনালিসিস অ মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে করা উচিত।।

atiquefx
2016-12-11, 10:08 AM
একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের উচিত নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে আমাদের ট্রেড করা । নিজের মূলধন বিনিয়োগের সময় ঝুঁকিটা ভালোভাবে বুঝা ও সেই অনুযায়ী ট্রেড করা । ফরেক্স নিয়ে অনেক পড়াশোনা করা ও প্রচুর ডেমো অনশীলন করা । অন্য ট্রেডারদের উৎসাহিত করা । আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের দেশকে ভালোবাসা দেশের টাকা বিদেশে পাচার হতে না দেয়া । আমাদের সাবধান হতে হবে যেন ফরেক্সের দোহাই নিয়ে কেও যেন দেশের ক্ষতি না করতে পারে ।

amdad123
2016-12-11, 10:44 AM
একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের করনীয় হল ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা। আর সফলতা অর্জন করতে হলে একটি নির্দিষ্ট ট্রিডিং স্ট্র্যাটেজির সাহায্যে ট্রেড করা, ফরেক্স মার্কেটে যে পেয়ারে ট্রেড করব সেই পেয়ারটি কোন ট্রেন্ডে আছে অর্থ্যাৎ ট্রেন্ডের সাথে টেড করা, মার্কেটের সঠিক টেকনিক্যাল লেবেল খুজে বের করা, ফান্ডামেন্টাল ও সেন্টিমেন্টাল এনালাইসিস করা , সঠিক মানিম্যানেজমেন্ট করা যাতে মার্কেটে সফলতার সহিত টিকে থাকা যায়।

Skfarid
2016-12-11, 02:31 PM
ফরেক্স মার্কেটের একজন ফরেক্স ট্রেডার হিসাবে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল করে জানতে হবে। তা না হলে ফরেক্স মার্কেটে টিকিয়ে থাকা অনেক কঠিন হয়ে যাবে। বিশেষ করে আপনাকে জানতে হবে কি ভাবে একজন ভাল ট্রেডার হওয়া যায়, মানি ম্যানেজমেন্ট, এনালাইসিস, লট বা ভলিওম, পিপ বা পিপস, নিউজ ইত্যাদি। এসব জানার মাধ্যমে একজন অভিজ্ঞ ও দক্ষত ট্রেডার হতে হবে।

real razu
2017-01-23, 08:39 PM
আমি বলবো আপনি অনেক গুরুত্বপুর্ন একটি গুরুত্বপূর্ন পোস্ট দিয়েছেন যা আমাদের অনেক কাজে আসবে। ফরেক্স মার্কেট হলো বিনিময় বাজার, একটা মূদ্রার সাথে আরেকটা মূদ্রার বিনিময়। এখানে আমরা বিনিময় করে থাকি। আমাদের উচিত মার্কেট বুঝে ভালোভাবে এনালাইসিস করে ট্রেড করা। কোনো চিটিং না করা। ধৈর্য ধরে এখানে পড়ে থাকা এবং শ্রম দেয়া।

Fxaziz
2017-01-23, 11:04 PM
ভাই আপনাকে প্রথম একবার ধন্যবাদ জানাই এই লেখা গুলার জন্য।আসলেই আপনি অনেক সুন্দর সুন্দর কথা এখানে তুলে ধরেছেন।আসলে একজন ফরেক্স ট্রেডার হিশেবে আমাদের কে অনেক কিছুই মেনে ছলতে হবে।যেমন- ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এনালাইসিস করেই ট্রেড করতে হবে।মানি ম্যানেজমেন্ট মেনেই ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে।লোভ কে না বলে ট্রেড করলেই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারবো।

Md Masud
2017-03-23, 06:45 AM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে অামাদের অনেক করণীয় রয়েছে । অামরা যখন ট্রেডে বসব তখন অামরা যে কাজগুলো করব নিম্ন সেটা দেয়া হল :
(১) নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে ।
(২) লোভ কমাতে হবে ।
(৩) অাবেগ কমাতে হবে ।
(৪) এ্যানালাইসিস করতে হবে ।

uzzal05
2017-05-31, 11:31 AM
একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমি মনে করি যারা নতুন ট্রডার তাদের কে সঠিকপথে এগুতে সাহায্য করতে হবে। আমরা যে লস করেছি নতুন ট্রেডাররা যাতে সেই লস না করে সে জন্য তাদের ঠিক দিকে এগুনোর জন্য উতসাহিত করতে হবে।

uzzal05
2017-06-10, 11:59 AM
একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের উচিত যারা নতুন ট্রেড শুরু করবে তারা যেন লস না খায়। লস হলে অনেক ট্রেডার নিঃস্ব হয়ে যায়। অনেকে লোন করে ফরেক্স শুরু করে। আসলে নতুনরা অনেকে জানেন না যে ফরেক্স ব্যবসা রিস্ক ব্যবসা। এখানে ঝুকি সর্ব্অদা। তাই তারা যেন লস না ক্রএ সেদিকে আমাদের লক্ষ্য রেখে তাদের সাহায্য করা উচিত।

shohanjacksion
2017-06-10, 12:03 PM
সবার উপরে একটি কথা খুবই স্পষ্ট এবং সত্য যে ফরেক্স ব্যবসা করতে হয়ে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ভালো হতে হবে। ফরেক্স ব্যবসাকে জোয়া ব্যবসার মত ব্যবহার করলে অবশ্যই এক দিন না একদিন সব জলে ভেসে যাবে। তাই যদি মানি ম্যানেজমেন্ট ভালভাবে না করতে পারেন অথবা লোভ যদি সামলাতে না পারেন তবে ফরেক্স ব্যবসায় বিনিয়োগ না করে টাকাগুলো কোন গরীব মানুষকে দিয়ে দেয়াই ভালো হয়।

Mamun13
2018-01-22, 10:38 PM
একজন সফল ফরেক্স ট্রেডারের করনীয় হবে-# ফরেক্স ট্রেডের সকল খুঁটিনাটি বিষয়াদি ও কলা কৌশলগুলো প্রথমে শিখা৷# দীর্ঘদিন সেগুলো ডেমো ট্রেডে প্র্যাকটিস করে করে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করা৷# হাইয়ার টাইম্রেমে ট্রেড করতে অভ্যস্ত হওয়া৷# প্রতিদিন নিউজ ইমপেক্টগুলো এনালাইসিস করা৷# সেসন দেখে ট্রেড করতে বসা৷# খুব কম লিভারেজ নিয়ে ট্রেড করা৷# মানি মেনেজমেন্ট ফলো করে ট্রেড করা৷#ওভারট্রেড না করা৷

yasir
2018-08-15, 08:58 PM
ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের অনেক কিছু করার আছে। যেমন ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানা ফরেক্সে সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা এবং ফরেক্স এ যোগদান করার জন্য অনান্য মানুষদের উৎসাহিত করা। আর সবার দরকার ফরেক্স এ যোগদান করা তাহলে আমাদের বাংলাদেশ এক উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাবে।

iloveyou
2018-08-16, 03:04 PM
ভাই এখানে একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের অনেক কিছুই করার আছে। এবং এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ করণীয় কাজ হলো নিজের একটা ভাল স্ট্রাটিজি তৈরি করা, এরপর আপনাকে সঠিকভাবে আগে মানি ম্যানেজম্যান্ট শিখতে হবে এবং সবশেষে যেটা বলতে চাই সেটা হলো আপনাকে যথেষ্ট সময় ও ধৈর্য নিয়ে কন্টিনিউ কাজ করে যেতে হবে এটাই হলো মুখ্য বিষয়।

Md_MhorroM
2018-11-07, 12:06 AM
আমার মতে সবচেয়ে বড় কথা হল ফরেক্স করতে হলে আপনাকে ফরেক্স শিখতে হবে। আপনি যদি কোন অফিসে কাজ করেন তাহলে আপনাকে সেই অফিসের নিয়ম কানুন, কিভাবে অফিস চলে, কোন কাজ করলে অফিসের উন্নতি হবে আবার কোন কাজ করলে অফিসের অবনতি হবে। তা সব যেমন আপনার জানা প্রয়োজন। ঠিক তেমনি ফরেক্স এর ব্যাপারেও সব কিছু জানতে হবে। কি কারনে মার্কেট উপরে ওঠে আবার কি কারনে নিচে নামে। এসব বিষয় জানতে হবে।

Mdsofizuddin
2018-11-17, 01:44 AM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদেরকে ভালভাবে ডেমো প্রাকটিস করে ট্রেড শেখা উচিত। কমপক্ষে এক বছর ডেমো ট্রেড করলে মার্কেট সম্পর্কে বেশ ভাল ধারনা পাওয়া যায়। আমরা যদি মার্কেটের গতি সম্পর্কে জানতে না পারি তাহলে প্রফিট করা খুবই কষ্টকর হয়ে যাবে।

sr ritu
2018-11-17, 01:51 AM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের সর্বপ্রথম করনীয় হল ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানাএবং ফরেক্স এর বিভিন্ন বিষয় ভাল ভাবে এনালাসিস করা ফরেক্সের ট্রেড ভাল ভাবে করা ফরেক্সের বিভিন্ন নিউজ এনালাইসিস করা

Rion
2019-11-22, 11:20 AM
১। সঠিক এনালাইজের চেষ্টা করতে হবে।
২। সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
৩। সঠিক সময়ে ট্রেড অপেন করতে হবে।
৪। তাড়াহুড়ো না করে ধৈর্য্য সহকারে ট্রেড করতে হবে।
৫। অতি লোভে সম্ভাবনার চাইতে বেশি ট্রেড করব না।

Hredy
2019-11-22, 03:41 PM
একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের করনীয় ফরেক্স ট্রেড করতে যে সব নিয়ম কানুন আছে তার প্রতিটা মেনে চলা। ধৈর্য ও সাহসিকতার সাথে ট্রেড করা। লস হলে কেন হল তা পর্যবেক্ষন কর এবং লোভ থেকে দূরে থাকা। এসকল বিষয় মেনে চলতে পারলে আমি মনে করি একজন ফরেক্স ট্রেডার অবশ্যই সফলতা পাবে।

KGF
2019-11-22, 05:10 PM
ফরেক্স ট্রাডার হিসেবে এক জন ত্রেদার কে যে বিষয় গুলর প্রতি নজর রাখা উচিত তা হল ফরেক্স মার্কেট কাজ করতে হলেআপনাকে ফরেক্স মার্কেট সম্পরকে ভাল জ্ঞান রাখতে হবে । আপনাকে প্ররিস্রমি হতে হবে । বেশি বেশি ডেমো অ্যাকাউন্টে ট্রেডকরে অভিজ্ঞতা অর্জন করতে হবে ।

souravkumarhazra6763
2019-11-22, 05:19 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের উচিত ফরেক্স ট্রেডিং এর সকল রুলস মেনে চলে ট্রেড করা,এন্ট্রি নেওয়ার সময় অবশ্যই আমাদের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দিক দেখে মার্কেট এ এন্ট্রি নেওয়া,এবং এন্ট্রি টি অব্যশই ম্যানি ম্যানেজমেন্ট ঠিক রেখে নিতে হবে এবং অব্যশই স্টপ লস থাকবে।

MINARULRFL100
2019-11-22, 07:09 PM
আপনি যখনি সফল হবেন তখন আপনার খুব ই ভাল লাগবে তার জন্য মানুষ সফলতার পিছনে বেশি ছুটে।আপনি সফল হবেন কি ভাবে আপনার করনীয় কি? এই গুলো ভাল করে ভাবতে হবে আপনি যদি ফরেক্স ট্রেডিং এ কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভাবতে হবে আপনি কি করবেন বা আপনার করনীয় কি।তাই আগে ভাল করে যেনে তার পর কাজ করতে হবে।আপনি যা যেনে কাজ করলে আপনি সফলতা পাবেনা না।তাই বেশি বেশি সময় দিন ফরেক্স এর পিছনে আর বুজার চেষ্টা করুন তাহলে ফলাফল ভাল আসবে।

TanjirKhandokar1994
2019-11-22, 07:20 PM
আমি মনে করি একজন ফরেক্স ট্রেডিং হিসেবে প্রথমেই আমাদের উচিত হবে ফরেক্স আসলে কি সেটা সম্পর্কে ভালো করে দক্ষতা অর্জন করা। কেননা এটা একটা অনলাইন বিজনেস এবং এখানে কাজ করা বাস্তবে অনেকটা কঠিন বটে তবুও এর সম্পর্কে ভালো দক্ষ ও অবিজ্ঞ হতে পারলে ভালো প্রফিট অর্জন করা সম্ভব। আর একটা বিষয় হলো এটা একটা স্বাধীন ও মুক্ত ব্যাবসা। এবং এখানে দক্ষ হতে পারলে লাভ করা অনেক সহজ হবে। তাই আমাদের একজন ট্রেডার হিসেবে ফরেক্স ট্রেডিং এর সকল বিষয় গুলো ধৈর্যের সঙ্গে জানা একান্ত জরুরী বলে আমি মনে করি। ধন্যবাদ

samirarman
2019-11-22, 09:42 PM
আমি মনে করি যে, ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের অনেক কিছু করার আছে। যেমন ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানা ফরেক্সে সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা এবং ফরেক্স এ যোগদান করার জন্য অনান্য মানুষদের উৎসাহিত করা। আর সবার দরকার ফরেক্স এ যোগদান করা তাহলে আমাদের বাংলাদেশ এক উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাবে।

martin
2019-11-24, 11:26 PM
যদিও আমি নিজেকে এখনও একজন ভাল ট্রেডার হিসেবে মনে করি না । তথাপি আমি মনে করি একজন ভাল ট্রেডার হিসেবে আমাদের অনেক কিছুই করনীয় এবং বর্জনীয় রয়েছে । আসলে একজন ভাল ট্রেডার হিসেবে গড়ে তোলা এত সহজ কোন বিষয় নয় । এর জন্য অনেক বেশি সময় দিতে হবে । আর শেখাটাকেও চালিয়ে যেতে হবে ।

uzzal05
2019-12-30, 08:26 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে অনেক ধরনের জ্ঞান এবং অভিজ্ঞতা রাখা দরকার। কারন সবদিক জ্ঞান না রাখলে কোন একটি এনালাইসিস এ আমাদের একটু খানি ভুলের জন্য বড় ধরনের লস হতে পারে। ফরেক্স মার্কেট অত্যন্ত জটিল একটি মার্কেট। এখানে আপনা বিভিন্ন দেশের কারেনসি সম্পর্কে আপনার ধারনা রাখতে হবে।

ARD1
2020-01-02, 01:04 PM
আমাদের বিশ্লেষণ করুন এবং আত্মবিশ্বাসের সাথে বাণিজ্য পান এবং আমাদের বাণিজ্য মুনাফায় রূপান্তর না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তবে বাণিজ্য ধরে রাখার জন্য অর্থ ব্যবস্থাপনা প্রয়োজনীয় এবং এটি আমাদের বড় ক্ষতির হাত থেকে রক্ষা করে তাই আত্মবিশ্বাসের সাথে বাণিজ্য আমাদের অগ্রণী বাজার উপার্জনে সহায়তা করে

MdRubelShaikh
2020-01-12, 11:48 AM
আমি একজন ফরেক্স ট্রেডার।আমি ফরেক্স ট্রেডার হিসেবে নিজেকে গড়তে চাই।আমি যদি নিজেকে ফনেক্স ট্রেডার হিসেবে গড়তে চাই তাহলে আমাকে অনেক বেশি বেশি ডেমো ট্রেড করতে হবে, ধর্য্য ধরতে হবে এবং খুব ভালোভাবে ফরেক্স ট্রেডিং শিখতে হবে তাহলে আমরা প্রকৃত ফরেক্স ট্রেডার হতে পারব।

PK_SHIKDER
2020-01-27, 04:44 PM
একজন ফরেক্স ট্রেডার হয়ে আমাদের অনেক কিছুই করার আছে । এই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে । ফরেক্স মার্কেট সম্পর্কে নিত্য নতুন শিক্ষা অর্জন করতে হবে এবং নিত্যনতুন ট্রেডিং দক্ষতা অর্জন করতে হবে এবং ভালো অর্থ উপার্জন করার চেষ্টা চালিয়ে যেতে হবে,,, ধন্যবাদ ।

Hridoy6763
2020-01-28, 09:35 AM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের অনেক কিছু করনীয়,একজন ট্রেডার কে অব্যশই ফরেক্স এর বেসিক টু এ্যাডভান্স লেভেল পর্যন্ত লার্ন করতে হবে,মার্কেট এর গুরুত্বপূর্ণ লেভেল গুলো ড্র করা শিখতে হবে এবং মার্কেট এর ট্রেন্ড ভালো ভাবে নির্নয় করতে হবে,এবং তাদের কন্টিনিউ ডেমো তে অনুশীলন করা উচিৎ।

Fxxx
2020-01-28, 01:31 PM
আমি মনে করি একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের অনেক কিছু করার আছে। যেমন ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানা ফরেক্সে সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা এবং ফরেক্স এ যোগদান করার জন্য অনান্য মানুষদের উৎসাহিত করা। আর সবার দরকার ফরেক্স এ যোগদান করা তাহলে আমাদের বাংলাদেশ এক উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাবে।এবং ট্রেড করার সময় ইমোশনাল না হওয়া, আর লোভকে দুরে রাখা।

Rion83
2020-01-28, 03:02 PM
১) ফরেক্সে অন্য লোকজনকে উৎসাহ প্রদান করা ।
(২) ফরেক্স ব্যবসা তাদেরকে স্বাবলম্বী করে তোলা ।
(৩) ফরেক্সে ধৈর্য্য ধারণ করে ট্রেড করা ।
(৪) ফরেক্সে অভিজ্ঞতা অর্জন করা

Fardin02
2020-01-28, 03:09 PM
ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানা ফরেক্সে সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা এবং ফরেক্স এ যোগদান করার জন্য অনান্য মানুষদের উৎসাহিত করা। আর সবার দরকার ফরেক্স এ যোগদান করা তাহলে আমাদের বাংলাদেশ এক উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাবে।

saraa
2020-03-15, 02:03 PM
প্রিয় বন্ধু আপনি কেমন আছেন আমি আশা করি আপনি পরিবারের সাথে ভাল উইকএন্ড উপভোগ করবেন আপনি খুব ভাল প্রশ্নটি উত্থাপন করেছেন যে আমরা কীভাবে প্রতি ব্যবসায় অর্ধেক লাভের ফলাফল পেতে পারি তার ঠিক সমাধান এটি হ'ল আপনার স্বাস্থ্যকর মূলধন বজায় রাখা এবং একটি দীর্ঘমেয়াদী ব্যবসায়ী হিসাবে ছোট লট এবং বাণিজ্য ব্যবহার করুন তবে আপনি লাভ হিসাবে প্রতিটি বাণিজ্য জিততে পারেন।প্রিয় আপনি যদি প্রতিদিনই সাফল্য অর্জন করতে চান তবে আপনাকে অবশ্যই ফরেক্স ট্রেডিং সম্পর্কে শেখার দিকে মনোনিবেশ করতে হবে, প্রিয় বন্ধু আপনাকে অবশ্যই বাজারের পরিস্থিতিতে প্রতিদিন কাজ করতে হবে এবং তার মধ্যে এটির পরিমাণ আপনার বিনিয়োগ করতে হবে আশা করি আপনি এই ফোরামটিতে প্রতিদিন প্রচুর মুনাফা অর্জন করবেন।

Rx100
2020-03-15, 02:20 PM
আমার মতে ফরেক্স ট্রেডার হিসেবে অনেক দায়িত্ব আছে আমার। যেমন ফরেক্স সম্পরকে ভালোভাবে জানা। ফরেক্স এর সকল প্রকার নিয়ম কানুন জানা এবং এই নিয়ম কানুন গুলো মেনে চলা। ট্রেড করার সময় সকল প্রকার এনালাইস করা। বেশি লোভ করা উচিত না। আমাকে ধর্য্য ধরে মার্কেটের কৌশল শিখতে হবে, ট্রেড করার ক্ষেত্রে ধর্য্যের পরিচয় দিতে হবে। তাহাহুরা করে কিছু করতে যাবেন না তাহলে বিপর্যয় নেমে আসতে পারে।

Jid13
2020-03-15, 02:21 PM
ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানা ফরেক্সে সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা এবং ফরেক্স এ যোগদান করার জন্য অনান্য মানুষদের উৎসাহিত করা। আর সবার দরকার ফরেক্স এ যোগদান করা তাহলে আমাদের বাংলাদেশ এক উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাবে।

Kane
2020-03-15, 02:22 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে এখানে সংশ্লিষ্ট সকল রুলস রেগুলেশন মেনে চলা উচিৎ কোন ধরনের অনিয়ম করা উচিৎ নয়

MdRubelShaikh
2020-03-15, 02:24 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের আগে ফরেক্স কি সেটা বুঝতেনহবে এবং ফরেক্স ট্রেডের মাধ্যমে আমরা কি করতে পারব সেটাও বুঝতে হবে।না বুঝে ফরেক্স ট্রেডিং করা উচিত না।ফরেক্স বঝুন এবং ফরেক্স থেকে অনেক টাকা আয় করুুণ।

Tofazzal Mia
2020-03-15, 04:32 PM
প্রথমেই বলব একটা নির্দিষ্ট স্ট্রাটেজী বের করতে। আন্দাজের উপর ভর করে কখনো ট্রেড করবেন না। অনেক উপরে উঠে গেছে এবার সেল দেই, বা অনেক নিচে নেমে গেছে এবার বাই দেই, এমন করবেন না। হুজুগের বশে নিজের পয়সা হারানোর কোন মানেই হয়না। ভেবে চিনতে বা গুগলে সার্চ দিলেও অনেক অনেক স্ট্রাটেজী পাবেন, সেগুলো ভালভাবে দেখে ঘোষামাজা করে আপনার নিজের মত করে একটা ট্রেডিং সিস্টেম তৈরী করে ফেলুন।
এবার আপনার ট্রেডিং স্ট্রাটেজীকে নির্দিষ্ট কোন এক টাইম ফ্রেমে (এইচ ফোর এর উপরের কোন একটা) বসিয়ে একের পর এক পেয়ার ধরে ধরে যাচাই করে নিন। কোন এক মাস ধরে ধরে লাভ লস মিলিয়ে হিসেব বের করুন। এভারেজ কেমন প্রফিট আসে আর প্রতি দশটা ট্রেডে এভারেজ কতটা প্রফিটে থাকে এই হিসেব করে ফেলুন। সব হিসেব শেষে বের করুন কোন পেয়ারে ভাল রেজাল্ট এসেছে সব দিক দিয়ে।এবার শুধুমাত্র সেই এক পেয়ার নিয়েই ট্রেড করতে থাকুন। ভুলেও ৫-৬ বা ১০-১২ টা কারেন্সী পেয়ার নিয়ে ট্রেড করতে যাবেন না। মনে রাখবেন সমুদ্রে জেলিফিস ধরার জাল দিয়ে আপনি হাঙ্গর বা তিমি মাছ ধরতে পারবেন না। তেমনি একটা স্ট্রাটেজী দিয়ে আপনি আমেরিকা, বৃটেন এমনকি ইউরোপকেও যদি কন্ট্রোলে রাখতে চান তাহলে ভুল করার সম্ভাবনাটাই বেশি হবে। কারন প্রতিটি দেশের অর্থনৈতিক মুভমেন্ট একই ধারায় চলে না। এবার বাছাইকৃত সেই পেয়ারের ব্যাকটেস্ট করুন মাসের পর মাস ধরে ধরে। একটা ভাল আইডিয়া পেয়ে যাবেন। কোন কোন পরিস্থিতিতে রেজাল্ট খারাপ বা ভাল আসে তার ব্যাপারেও পরিস্কার ধারনা পেয়ে যাবেন তাহলে। এটাই আপনাকে সাহায্য করতে আপনার রেগুলার প্রফিট বের করে আনতে।
মাসে ২-৫ হাজার পিপ্স এর আশা বাদ দিয়ে ২-৩ শত পিপ্সের সন্তষ্ট থাকেন। মনে রাখবেন এমন ট্রেডারও আছে যারা মাসে ১০০ পিপ্স এ মিলিয়ন ডলারও আয় করে। ধীরে ধীরে ব্যালান্স বাড়ান। তবে বার বার ডিপোজিট করে নয়। প্রফিট করে করে। বাড়তি কোন পেয়ারে যাবার প্রয়োজন নেই। একটা পেয়ারেই স্থির থাকুন। আর এক বারে একটা ট্রেডের বেশি ট্রেড ভুলেও নেবেন না। একটা ট্রেড শেষ হলে এরপর পরের ট্রেডে যাবেন।
স্পেসিফিক টেকপ্রফিট ও স্টপ লস সেট করবেন।

amreta
2020-03-15, 05:22 PM
হ্যালো আমার গার্লফ্রেন্ড যদি আপনি ছাড়া দেশকে সম্মান করেন তবে আপনার কঠোর পরিশ্রম করা উচিত। আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে অবশ্যই আপনি সফল হতে পারবেন না। যদি আপনি তা করেন তবে আপনি সফল হবেন না, যতই পরিশ্রম করুন

Md.Nasim Uddin
2020-03-15, 05:27 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে করণীয় কাজগুলো হলো ফরেক্স মার্কেটের সকল প্রকার নিয়ম কানুন সম্পর্কে জানা ও মেনে চলা। ফরেক্স মার্কেটের প্রতিনিয়ত নিউজগুলো পর্যবেক্ষণ করা। রুলস রেগুলেশন মেনে ধৈর্য ধারণ করে ফরেক্স মার্কেট এ কাজ করে যেতে হবে তাহলে একসময় সফলতা আসবে। ফরেক্স মার্কেটের ধৈর্য আর দক্ষতার বিকল্প পন্থা হিসেবে আর কিছু দেখিনা। তাই ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করে মার্কেটে ট্রেড করা অপরিহার্য।,,,,,ধন্যব াদ।

Sapna1212
2020-03-15, 05:54 PM
হ্যাঁ, ভাই জন, আমরা এই ফর্মটি ট্রেডিং হিসাবে ব্যবহার করতে পারি কারণ এটি পোস্ট করে আমরা ভাল ফোন পেতে পারি এবং আমরা এটি ট্রেডিং মার্কেটে ট্রেড করতে পারি যাতে আমরা এটি বাণিজ্য হিসাবে ব্যবহার করতে পারি। সুতরাং আমাদের উচিত এটিতে কাজ করা এবং আরও জ্ঞান অর্জন করা এবং এর থেকে অনেক মূল্যবান জিনিসও পাওয়া উচিত।

zakia
2020-03-15, 08:45 PM
ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের অনেক করনীয় আছে যেমন একজন ট্রেডার হিসেবে সর্বপ্রথম কাজ হবে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালভাবে জ্ঞান অর্জন করা । ফরেক্সের ছোটখাটো বিষয় সম্পর্কে জানতে হবে, ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করার মাধ্যমে অভিজ্ঞতা বাড়াতে হবে, মার্কেট এনালাইসিসটা ভাল করে বুঝতে হবে, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারনা বাড়াতে হবে। এছাড়া অভিজ্ঞ মানুষের কাছে থেকে পরামর্শ নিয়ে ধৈর্য সহকারে ট্রেড করাটা আমাদের প্রধান করনীয় বলে আমি মনে করি ।

sofiz
2020-03-15, 10:57 PM
একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের অনেক কিছু করার রয়েছে এর মধ্যে এক হল ফরেক্সের বিভিন্ন বিষয় সম্পর্কে নিজের ধারনা শতভাগ বৃদ্ধি করা,মার্কেট বিশ্লেষন/বাজার গবেষনা,সঠিকভাবে মানিম্যানেজমেন্ট পদ্ধতি আওত্ব করা, মার্জিন সম্পর্কে ভাল ধারনা রাখা,ট্রেডিং কেৌশল জানা ইত্যাদি। আর উল্লেখিত বিষয়াদি যখন একজন বেক্তির মাঝে থাকে তখন সে হয়ে উঠে একজন সফল ট্রেডার।

Kane
2020-03-19, 08:28 PM
আমার মতে এই ফরেক্স আমার অনেকটা গুরুপ্তপূর্ন । যদিও আমি অনন্য্ কাজ করার পাশাপাশি এই ফরেক্স করি তাহলে আমার জীবনে একটি বড় আকারে আয়ের শক্তি আছে। তবে এই ফরেক্স এ কাজ করতে হবে । যদি তা যথাযথ না কাজ করে থাকি তাহলে আমরা এই ফরেক্স থেকে আয় করতে পারব না এবং তা থেকে অনেকটা নেগেটিভ হয়ে যাব।

Fxhuman
2020-03-30, 04:26 PM
আমার মতে ফরেক্স ট্রেডার হিসেবে অনেক দায়িত্ব আছে আমার। যেমন ফরেক্স সম্পরকে ভালোভাবে জানা। ফরেক্স এর সকল প্রকার নিয়ম কানুন জানা এবং এই নিয়ম কানুন গুলো মেনে চলা। ট্রেড করার সময় সকল প্রকার এনালাইস করা। বেশি লোভ করা উচিত না। আমাকে ধর্য্য ধরে মার্কেটের কৌশল শিখতে হবে, ট্রেড করার ক্ষেত্রে ধর্য্যের পরিচয় দিতে হবে। তাহাহুরা করে কিছু করতে যাবেন না তাহলে বিপর্যয় নেমে আসতে পারে।

KGF3010
2020-04-26, 03:50 PM
ফরেক্স মার্কেট কাজ করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পরকে ভাল জ্ঞান রাখতে হবে । আপনাকে পরিশ্রমী হতে হবে ।আপনাকে প্রতিদিন ফরেক্স মারকে আনাল্যসিস করতে হবে । ফরেক্স মার্কেট বেশি রিস্ক নিয়ে ট্রাড করা যাবে না , ডেমো ট্রাড করে নিজেকে জালিয়ে নিতে হবে ।

KF84
2020-04-27, 03:27 PM
নিজের মূলধন বিনিয়োগের সময় ঝুঁকিটা ভালোভাবে বুঝা ও সেই অনুযায়ী ট্রেড করা । ফরেক্স নিয়ে অনেক পড়াশোনা করা ও প্রচুর ডেমো অনশীলন করা । অন্য ট্রেডারদের উৎসাহিত করা । আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের দেশকে ভালোবাসা দেশের টাকা বিদেশে পাচার হতে না দেয়া । আমাদের সাবধান হতে হবে যেন ফরেক্সের দোহাই নিয়ে কেও যেন দেশের ক্ষতি না করতে পারে । আসলে একজন ফরেক্স ট্রেডার হিশেবে আমাদের কে অনেক কিছুই মেনে ছলতে হবে যেমন- ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এনালাইসিস করেই ট্রেড করতে হবে । মানি ম্যানেজমেন্ট মেনেই ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে । লোভ কে না বলে ট্রেড করলেই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারবো ।

zakia
2020-06-12, 05:35 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে করণীয় কাজগুলো হলো ফরেক্স মার্কেটের সকল প্রকার নিয়ম কানুন সম্পর্কে জানা ও মেনে চলা। ফরেক্স মার্কেটের প্রতিনিয়ত নিউজগুলো পর্যবেক্ষণ করা। রুলস রেগুলেশন মেনে ধৈর্য ধারণ করে ফরেক্স মার্কেট এ কাজ করে যেতে হবে । এই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে । ফরেক্স মার্কেট সম্পর্কে নিত্য নতুন শিক্ষা অর্জন করতে হবে এবং নিত্যনতুন ট্রেডিং দক্ষতা অর্জন করতে হবে এবং ভালো অর্থ উপার্জন করার চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে একসময় সফলতা আসবে।

IFXmehedi
2020-06-12, 06:12 PM
ফরেক্স হল (বিনিময়, আদান-প্রদান, পরিবৃত্তি, পণ্যবিনিময়, অদলবদল, পরিবর্তন)।
যা একটা দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার হয়ে থাকে।

ফরক্স এ কেন মুভমেন্ট হয়?
সেটা বোজতে হলে আপনাকে ফরেক্স এর গুরত্বপূর্ণ কিছু বিষয় জানতে হবে।

ফরেক্স এর সবচেয়ে গুরত্বপূর্ণ বিষয় হল ট্রেন্ড ।
ট্রেন্ড অর্থাৎ প্রবাহ এটা যদি আপনি সঠিক ভাবে নির্ণয় করেতে পারেন তাহলে আপনি সেরা ট্রেডার হয়ে যাবেন।
আমার জানা মতে ২ টা কারনে ট্রেন্ড পরিবর্তন হয়।
((১।)) আপনি যদি ফরেক্স কে একটা দোলনা মনে করেন তাহলে এটা আপনি যত বল দিয়ে ঠেলা দেন এটা তত বলে আবার পিরে আসবে।
এ কারনে দেখেন আপনার মেটাতে ইনডিকেটর এর ২ টা অপশন সবচেয়ে গুরুত্ব পূর্ণ ১। trend জার অর্থ প্রবাহ। ২ oscillators জার অর্থ হল দোলক।
এখন আপনি যদি এই প্রবাহ পরিবর্তন এর কারন খোঁজেন তাহলে বলবো আপনি কখনো এমন দেখছেন যে কোন টাইমফ্রেম এ যে এক টানা শুধু দাম কমতেই ছিল।
কিংবা বারতেই ছিল। সেটা যদি usd pkr ও হয় এমন কখনই হবে নাহ। কারন সবাই অল্প সময়ে বেশি লাভ করতে চায়। আর অনেক অভিজ্ঞ ট্রেডাররা এটা দেখে ট্রেড করে।
যেমন পরিমান 1000 eur/1000 usd বাই সেল সমান তখন মূল্য ১ কিন যখন মূল্য ১৯ তার মানে হল ১০০eur/১৯০০usd। এখন যদি আপনি সেল করেন তাহলে ৯৯eur/১৯০১usd=১৯.২০২০২০২০
যখন বাই করেন ১০১eur/1899usd = ১৮.৮০১৯৮০১৯ । এখন দেখেন যে আপনার সেল দিলে কত লাভ হচ্ছে ০.১৯৮০১৯৮০ আর বাই দিলে আপনার লাভ ০.২০২০২০২০ তার মানে আপনি কম দামে
বিক্রি করার চেয়ে কিনলে আপনার ০.০০৪০০০৪ বেশি লাভ হয় । আর যেহেতু যারা লাভ করছে তারা অনেকেই তাদের নিদিষ্ট লাভে ট্রেড ক্লোজ করে দিবে।সতারং ওই ট্রেডাররা ক্লোজ করলেও আপনার কিছু লাভ হবে।
আর বড় বড় ট্রেডাররা ট্রেড লাস্ট পজ্জন্ত রাখে। এখন ফরক্স যেহেতু আপনি ফরেক্স একা করেন নাহ তাই এই হিসাব টা অনেক জটিল। আপনি এটা তো প্রথমেই জেনেছেন যে মূল ভিত্তি হল ৩ টা ১ টেকনিক্যাল ২ ফান্ডামেন্টাল ৩ সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টালটাক হিসাব নিকাষ করাই টেকনিক্যাল এর কাজ। মূলত টেকনিক্যাল আর সেন্টিমেন্টাল এর অনেক টা মিল রয়েছে।
((২)) ফান্ডামেন্টাল বলতে ওই দেশের অর্থনৈতিক অবস্থা উপর ভিত্তি করে হয়। ভাই আমি সহজে বলি বুজে নিবেন। ফান্ডামেন্টাল ১, একটা দেশের মুদ্রার পরিমান জতই হোক না কেন অবশ্যই একটা সিমা আছে। যেমন ধরি লক্ষ কুটি বিলিয়ন ডলার তার পরেও একটা নিদিষ্ট পরিমান। দেখা যায় নিউজ ভাল হলে দাম বারে নিউজ খারপ হলে দাম কমে এর কারন সহজ ভাষায় বলেতে গেলে একটা দেশের মুদ্রার পরিমান কিভাবে বারে?
একটা দেশের সরকার চাইলেই তাদের মুদ্রা তৈরি করতে পারে নাহ এমন হলে world এর সেরা দেশ হল বাংলাদেশ কারন সরকার খালি টাকা তৈরি করত। আসলে মূলত জনগনের মান উন্নয়ন ও বিভিন্ন অর্থনৈতিক পর্যালোচনা করে মুদ্রা তৈরি করা হয়। যেমন কোর PCE মূল্য, Personal Spending ব্যক্তিগত খরচ, Personal Income, বেকারত্ব পরিবর্তন,
চূড়ান্ত উৎপাদন PMI, প্রতি মাসে ব্যক্তিদের নিট ঋণের পরিমান,প্রতি মাসের Factory Orders কারখানার আদেশ, বৈদেশিক বাণিজ্য ইত্যাদি আর অনেক বিষয় এর উপর ভিত্তি করে। এখন নিউজ ভাল হলে অটো সেই দেশের মুদ্রার পরিমান বেরে যায় তথা দাম ও বেরে যায়।
ফান্ডামেন্টাল ২, যারা ফরেক্স করেন তারা অনেকেই cnnmoney, investing, bloomberg আর অনেক সাইট দেখে থাকেন কারন world এ কখন কি অর্থনৈতিক কাজ হয় তা জানার জন্য। যেমন কোন কম্পানি কখন কি কিনে ইত্যাদি জানার জন্য। কিন্তু একটা বিষয় আপনি জানেন যেটা সবাই জানে যে USA এর সবচেয়ে বড় ব্যাংক এ প্রতি দিনের exchang ২২ বিলিয়ন ডলার, কিন্তু ফরেক্স এ প্রতি দিনের exchang ৫ ট্রিলিয়ন ডলার। সুতারং ওই সব সাইট থেকে এসব না জানলেও চলে। জানতে পারলে ভাল। এখন মূল কথা হল ফরেক্স এ যা হয় সেটা হল (বিনিময়, আদান-প্রদান, পরিবৃত্তি, পণ্যবিনিময়, অদলবদল, পরিবর্তন)। নিউটনের গতির ৩ টা সুত্র মনে আছে। পত্তেক ক্রিয়ার একটি সমান বিপরীত মুখী পতিক্রিয়া আছে। স্থির বস্তু চিরদিন স্থির ও গতিশীল বস্তু চিরদিন গতিশীল থাকবে যদি বাহ্যিক কোন বল দারা পরিবর্তন না হয়। এখানে বাহ্যিক বল কিন্তু আমারা ট্রেডারা। এর ধাঁরা একটা দেশের মুদ্রার পরিমাণ কমে নাহ যদি কমে সেটা হল সেই দেশের অর্থনৈতিক কর্ম কান্ডের কারনে তবে তাদের যা আছে তা থেকে কমে নাহ অন্য দেশের তুলনায় কমে ইত্যাদি।
(এখন আমারা যারা ট্রেড করি তাদের করনীয় )
আপনি যে কোন একটা সিস্টাম তথা ইনডিকেটর যেমন মুভিং এভারেজ এর মাধ্যমে আপনি জানবেন যে এখন বাই কিংবা সেল করলে কি পরিমাণ লাভ হবে তা সঠিক ভাবে জানতে পারবেন। আর আপনাকে এটাতেই সবচেয়ে বেশি সময় দিতে হবে এটা অনেক পরিশ্রম এর হিসাবে পাবেন আপনি চেষ্টা করেন অবশ্যই পারবেন। কারন মানুষ সেই কাজেই সাফল্য পায় যেই কাজে বেশি সময় দেয়, আজ থেকে আপনি প্রতিজ্ঞা করেন যে আপনি নিদিষ্ট কোন সিস্টাম এ এই মার্কেট এর মুভমেন্ট বুজবেন। এবং যেটা আপনাকে সবচেয়ে ভাল ফল দেয় সেটাই রিয়াল এ করবেন বাকি যেই সময় কনপিউজ সেই সময় চার্ট দেখবেন অথবা আপনি ডেমো তে ট্রেড করবেন। এই ভাবে আপনি আপনার ট্রেডিং এর স্থর গুলা পার করেন ৫/৭ বছর পরে দেখবেন আপনি দরা ছোঁয়ার বাহিরে।
আমি ফরেক্স এ নতুন আমার এই সকল ধারণা গুলার মধ্যে অনেক ভুল আছে তাই অভিজ্ঞ সবার কাছে
আকুল অনুরধ রইলো আমাকে সাহায্য করার। নাহলে আমার এই বুল দারনা গুলা আজীবন থেকে যাবে। ধন্যবাদ।

ভাই আপনি যে পরামর্শ দিয়েছেন সেগুলো একজন ট্রেডার হওয়ার জন্য যথেষ্ট । আসলে আমরা যারা ফরেক্স মার্কেটে কিছুদিন ধরেও ট্রেডিং করি তারাই বুঝতে পারি যে ফরেক্স মার্কেটে একদিনে কিছু হবেনা বা অল্প কিছুদিনের আমরা ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে পারব না আমাদের আশা অনুরূপ । তাই আমাদের সকলকে ফরেক্স ট্রেডিং শিখতে হবে কিন্তু এই বিষয়টা আমরা জেনেও এই বিষয়টা তে সবচেয়ে বেশি অনিহা প্রকাশ করি আর যার কারণে ফরেক্স মার্কেটে আমরা সফল হতে পারি না ।আমি মনে করি আমাদের সকলের উচিত আগে ফরেক্স ট্রেডিং ভালোভাবে শেখা এবং ডেমো অ্যাকাউন্টে রিয়েল একাউন্ট এর মত ট্রেড করে নিজেদের অভিজ্ঞতা অর্জন করা । তারপরে রিয়েল ট্রেডিং অ্যাকাউন্ট এ আমাদের উচিত ট্রেডিং করতে যাওয়া ।

konok
2020-07-13, 11:54 AM
ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের অনেক কিছু করার আছে। যেমন ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানা ফরেক্সে সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা এবং ফরেক্স এ যোগদান করার জন্য অনান্য মানুষদের উৎসাহিত করা। আপনি যদি বেশি করে ট্রেড করেন তাহলে বেশি মুনাফা করতে পারবেন । তবে একটি কথা ঠিক যে সব সময় বেশি লাভ করার আশা করা একদমই ঠিক না । এতে হিতে বিপরীত হতে পারে । আপনার সব ব্যালেন্স শূণ্য হয়ে যেতে পারে ।

FREEDOM
2020-07-26, 10:33 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত কিভাবে ফরেক্স এ টিকে থাকা যাবে সেই চেষ্টা করা। প্রতিনিয়ত ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করা, ভালো করে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা, যতো বেশি মনোযোগী হওয়া যাবে ফরেক্স সম্পর্কে ততবেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

Starship
2020-07-26, 10:44 PM
হ্যালো বন্ধুরা! ফরেক্স মার্কেট করতে হলে আমাদের অনেক কিছু করার আছে, অনেক জানার আছে, অনেক বোঝার যাচ্ছে। ফরেক্স হল একটি সম্ভাবনাময় পেশা। ফরেক্স কে পেশা হিসেবে গ্রহণ করতে হলে অনেক ধৈর্য্য ও পরীক্ষার সম্মুখীন হতে হয়।
ফরেক্স থেকে আয় করতে হলে ফরেক্স বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞতা ব্যতীত থেকে কেউ লাভ করতে পারেনি। তাই ফরেক্স থেকে ইনকাম করতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Runil
2020-07-26, 10:47 PM
আমার মতে ফরেক্স ট্রেডার হিসেবে অনেক দায়িত্ব আছে আমার। যেমন ফরেক্স সম্পরকে ভালোভাবে জানা। ফরেক্স এর সকল প্রকার নিয়ম কানুন জানা এবং এই নিয়ম কানুন গুলো মেনে চলা। ট্রেড করার সময় সকল প্রকার এনালাইস করা। বেশি লোভ করা উচিত না। আমাকে ধর্য্য ধরে মার্কেটের কৌশল শিখতে হবে, ট্রেড করার ক্ষেত্রে ধর্য্যের পরিচয় দিতে হবে। তাহাহুরা করে কিছু করতে যাবেন না তাহলে বিপর্যয় নেমে আসতে পারে।

muslima
2020-07-27, 12:41 AM
ফরেক্সে সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা এবং ফরেক্স এ যোগদান করার জন্য অনান্য মানুষদের উৎসাহিত করা। আর সবার দরকার ফরেক্স এ যোগদান করা তাহলে আমাদের বাংলাদেশ এক উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাবে। ধৈর্য ধরে ফরেক্সে কাজ করতে হবে । ফরেক্সে কোন লোভ করা যাবে না , কারন ফরেক্সে লোভ করলে লস হয় । তাই লসের হাত থেকে বাচতে হলে ফরেক্সে লোভ ত্যাগ করতে হবে । বুঝে ফরেক্সে ট্রেড করতে হবে ।

milu
2020-07-27, 02:34 PM
আমার মতে ফরেক্স ট্রেডার হিসেবে অনেক দায়িত্ব আছে আমার। যেমন ফরেক্স সম্পরকে ভালোভাবে জানা। ফরেক্স এর সকল প্রকার নিয়ম কানুন জানা এবং এই নিয়ম কানুন গুলো মেনে চলা। ট্রেড করার সময় সকল প্রকার এনালাইস করা। বেশি লোভ করা উচিত না।কমপক্ষে এক বছর ডেমো ট্রেড করলে মার্কেট সম্পর্কে বেশ ভাল ধারনা পাওয়া যায়। আমরা যদি মার্কেটের গতি সম্পর্কে জানতে না পারি তাহলে প্রফিট করা খুবই কষ্টকর হয়ে যাবে।

Sakib42
2020-07-27, 04:35 PM
ফরেক্স হল (বিনিময়, আদান-প্রদান, পরিবৃত্তি, পণ্যবিনিময়, অদলবদল, পরিবর্তন)।
যা একটা দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার হয়ে থাকে।

ফরক্স এ কেন মুভমেন্ট হয়?
সেটা বোজতে হলে আপনাকে ফরেক্স এর গুরত্বপূর্ণ কিছু বিষয় জানতে হবে।

ফরেক্স এর সবচেয়ে গুরত্বপূর্ণ বিষয় হল ট্রেন্ড ।
ট্রেন্ড অর্থাৎ প্রবাহ এটা যদি আপনি সঠিক ভাবে নির্ণয় করেতে পারেন তাহলে আপনি সেরা ট্রেডার হয়ে যাবেন।
আমার জানা মতে ২ টা কারনে ট্রেন্ড পরিবর্তন হয়।
((১।)) আপনি যদি ফরেক্স কে একটা দোলনা মনে করেন তাহলে এটা আপনি যত বল দিয়ে ঠেলা দেন এটা তত বলে আবার পিরে আসবে।
এ কারনে দেখেন আপনার মেটাতে ইনডিকেটর এর ২ টা অপশন সবচেয়ে গুরুত্ব পূর্ণ ১। trend জার অর্থ প্রবাহ। ২ oscillators জার অর্থ হল দোলক।
এখন আপনি যদি এই প্রবাহ পরিবর্তন এর কারন খোঁজেন তাহলে বলবো আপনি কখনো এমন দেখছেন যে কোন টাইমফ্রেম এ যে এক টানা শুধু দাম কমতেই ছিল।
কিংবা বারতেই ছিল। সেটা যদি usd pkr ও হয় এমন কখনই হবে নাহ। কারন সবাই অল্প সময়ে বেশি লাভ করতে চায়। আর অনেক অভিজ্ঞ ট্রেডাররা এটা দেখে ট্রেড করে।
যেমন পরিমান 1000 eur/1000 usd বাই সেল সমান তখন মূল্য ১ কিন যখন মূল্য ১৯ তার মানে হল ১০০eur/১৯০০usd। এখন যদি আপনি সেল করেন তাহলে ৯৯eur/১৯০১usd=১৯.২০২০২০২০
যখন বাই করেন ১০১eur/1899usd = ১৮.৮০১৯৮০১৯ । এখন দেখেন যে আপনার সেল দিলে কত লাভ হচ্ছে ০.১৯৮০১৯৮০ আর বাই দিলে আপনার লাভ ০.২০২০২০২০ তার মানে আপনি কম দামে
বিক্রি করার চেয়ে কিনলে আপনার ০.০০৪০০০৪ বেশি লাভ হয় । আর যেহেতু যারা লাভ করছে তারা অনেকেই তাদের নিদিষ্ট লাভে ট্রেড ক্লোজ করে দিবে।সতারং ওই ট্রেডাররা ক্লোজ করলেও আপনার কিছু লাভ হবে।
আর বড় বড় ট্রেডাররা ট্রেড লাস্ট পজ্জন্ত রাখে। এখন ফরক্স যেহেতু আপনি ফরেক্স একা করেন নাহ তাই এই হিসাব টা অনেক জটিল। আপনি এটা তো প্রথমেই জেনেছেন যে মূল ভিত্তি হল ৩ টা ১ টেকনিক্যাল ২ ফান্ডামেন্টাল ৩ সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টালটাক হিসাব নিকাষ করাই টেকনিক্যাল এর কাজ। মূলত টেকনিক্যাল আর সেন্টিমেন্টাল এর অনেক টা মিল রয়েছে।
((২)) ফান্ডামেন্টাল বলতে ওই দেশের অর্থনৈতিক অবস্থা উপর ভিত্তি করে হয়। ভাই আমি সহজে বলি বুজে নিবেন। ফান্ডামেন্টাল ১, একটা দেশের মুদ্রার পরিমান জতই হোক না কেন অবশ্যই একটা সিমা আছে। যেমন ধরি লক্ষ কুটি বিলিয়ন ডলার তার পরেও একটা নিদিষ্ট পরিমান। দেখা যায় নিউজ ভাল হলে দাম বারে নিউজ খারপ হলে দাম কমে এর কারন সহজ ভাষায় বলেতে গেলে একটা দেশের মুদ্রার পরিমান কিভাবে বারে?
একটা দেশের সরকার চাইলেই তাদের মুদ্রা তৈরি করতে পারে নাহ এমন হলে world এর সেরা দেশ হল বাংলাদেশ কারন সরকার খালি টাকা তৈরি করত। আসলে মূলত জনগনের মান উন্নয়ন ও বিভিন্ন অর্থনৈতিক পর্যালোচনা করে মুদ্রা তৈরি করা হয়। যেমন কোর PCE মূল্য, Personal Spending ব্যক্তিগত খরচ, Personal Income, বেকারত্ব পরিবর্তন,
চূড়ান্ত উৎপাদন PMI, প্রতি মাসে ব্যক্তিদের নিট ঋণের পরিমান,প্রতি মাসের Factory Orders কারখানার আদেশ, বৈদেশিক বাণিজ্য ইত্যাদি আর অনেক বিষয় এর উপর ভিত্তি করে। এখন নিউজ ভাল হলে অটো সেই দেশের মুদ্রার পরিমান বেরে যায় তথা দাম ও বেরে যায়।
ফান্ডামেন্টাল ২, যারা ফরেক্স করেন তারা অনেকেই cnnmoney, investing, bloomberg আর অনেক সাইট দেখে থাকেন কারন world এ কখন কি অর্থনৈতিক কাজ হয় তা জানার জন্য। যেমন কোন কম্পানি কখন কি কিনে ইত্যাদি জানার জন্য। কিন্তু একটা বিষয় আপনি জানেন যেটা সবাই জানে যে USA এর সবচেয়ে বড় ব্যাংক এ প্রতি দিনের exchang ২২ বিলিয়ন ডলার, কিন্তু ফরেক্স এ প্রতি দিনের exchang ৫ ট্রিলিয়ন ডলার। সুতারং ওই সব সাইট থেকে এসব না জানলেও চলে। জানতে পারলে ভাল। এখন মূল কথা হল ফরেক্স এ যা হয় সেটা হল (বিনিময়, আদান-প্রদান, পরিবৃত্তি, পণ্যবিনিময়, অদলবদল, পরিবর্তন)। নিউটনের গতির ৩ টা সুত্র মনে আছে। পত্তেক ক্রিয়ার একটি সমান বিপরীত মুখী পতিক্রিয়া আছে। স্থির বস্তু চিরদিন স্থির ও গতিশীল বস্তু চিরদিন গতিশীল থাকবে যদি বাহ্যিক কোন বল দারা পরিবর্তন না হয়। এখানে বাহ্যিক বল কিন্তু আমারা ট্রেডারা। এর ধাঁরা একটা দেশের মুদ্রার পরিমাণ কমে নাহ যদি কমে সেটা হল সেই দেশের অর্থনৈতিক কর্ম কান্ডের কারনে তবে তাদের যা আছে তা থেকে কমে নাহ অন্য দেশের তুলনায় কমে ইত্যাদি।
(এখন আমারা যারা ট্রেড করি তাদের করনীয় )
আপনি যে কোন একটা সিস্টাম তথা ইনডিকেটর যেমন মুভিং এভারেজ এর মাধ্যমে আপনি জানবেন যে এখন বাই কিংবা সেল করলে কি পরিমাণ লাভ হবে তা সঠিক ভাবে জানতে পারবেন। আর আপনাকে এটাতেই সবচেয়ে বেশি সময় দিতে হবে এটা অনেক পরিশ্রম এর হিসাবে পাবেন আপনি চেষ্টা করেন অবশ্যই পারবেন। কারন মানুষ সেই কাজেই সাফল্য পায় যেই কাজে বেশি সময় দেয়, আজ থেকে আপনি প্রতিজ্ঞা করেন যে আপনি নিদিষ্ট কোন সিস্টাম এ এই মার্কেট এর মুভমেন্ট বুজবেন। এবং যেটা আপনাকে সবচেয়ে ভাল ফল দেয় সেটাই রিয়াল এ করবেন বাকি যেই সময় কনপিউজ সেই সময় চার্ট দেখবেন অথবা আপনি ডেমো তে ট্রেড করবেন। এই ভাবে আপনি আপনার ট্রেডিং এর স্থর গুলা পার করেন ৫/৭ বছর পরে দেখবেন আপনি দরা ছোঁয়ার বাহিরে।
আমি ফরেক্স এ নতুন আমার এই সকল ধারণা গুলার মধ্যে অনেক ভুল আছে তাই অভিজ্ঞ সবার কাছে
আকুল অনুরধ রইলো আমাকে সাহায্য করার। নাহলে আমার এই বুল দারনা গুলা আজীবন থেকে যাবে। ধন্যবাদ।

আমি আপনার সাথে সহমত পোষণ করছি এই ব্যাপারে কারণ আপনে উল্লেখিত বিষয় গুলোর ভূমিকা অপরসীম তাই আমি মনে করি একজন ফরেক্স ট্রেডার এর উচিত উপরের অংশ গুলো বিচার করে কল্পনা করে টা নিজের কাজে বাস্তবায়ন করা এবং এই কাজ গুলো তাকে সফল ট্রেডার হতে পাশে দাড়াবে😄

jimislam
2020-07-27, 05:09 PM
প্রথমেই বলব একটা নির্দিষ্ট স্ট্রাটেজী বের করতে। আন্দাজের উপর ভর করে কখনো ট্রেড করবেন না। অনেক উপরে উঠে গেছে এবার সেল দেই, বা অনেক নিচে নেমে গেছে এবার বাই দেই, এমন করবেন না। হুজুগের বশে নিজের পয়সা হারানোর কোন মানেই হয়না। কমপক্ষে এক বছর ডেমো ট্রেড করলে মার্কেট সম্পর্কে বেশ ভাল ধারনা পাওয়া যায়। আমরা যদি মার্কেটের গতি সম্পর্কে জানতে না পারি তাহলে প্রফিট করা খুবই কষ্টকর হয়ে যাবে।

Akib
2020-09-07, 10:28 PM
ফরেক্স ট্রাডার হিসেবে আমাকে যে বিষয় গুলর প্রতি নজর রাখা উচিত তা উল্লেখ করা হল ঃ ফরেক্স মার্কেট কাজ করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পরকে ভাল জ্ঞান রাখতে হবে । আপনাকে প্ররিস্রমি হতে হবে ।আপনাকে প্রতিদিন ফরেক্স মারকে আনাল্যসিস করতে হবে । ফরেক্স মার্কেট বেশি রিস্ক নিয়ে ট্রাড করা যাবে না , ডেমো ট্রাড করে নিজেকে জালিয়ে নিতে হবে । ট্রাড করার সময় সতরকতা অভলম্বন করা জরুরি ।
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের অনেক কিছু করার আছে। যেমন ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানা ফরেক্সে সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা এবং ফরেক্স এ যোগদান করার জন্য অনান্য মানুষদের উৎসাহিত করা। আর সবার দরকার ফরেক্স এ যোগদান করা তাহলে আমাদের বাংলাদেশ এক উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাবে

ABDUSSALAM2020
2020-09-07, 10:50 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের করনীয় হল ফরেক্স এর চাহিদা বৃদ্ধি করা হয় সম্পর্কে মানুষকে বোঝানো এবং ওয়েবসাইট কাজ করা এবং দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা যাদের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করা যায় এমন কিছু করে দেখানো উচিত সেগুলো নিজের অভিজ্ঞতার সাথে কাজ করে এবং বন্ধুবান্ধব ও পরিবারের সকলকে এর চাহিদা অনুযায়ী ফরেক্স এর সাথে থেকে কাজ করে নিজেকে সফল একজন ব্যবসায়ী হিসেবে গড়ে তোলা উচিত।

sss21
2020-09-12, 08:17 PM
একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের অনেক কিছু করার রয়েছে এর মধ্যে এক হল ফরেক্সের বিভিন্ন বিষয় সম্পর্কে নিজের ধারনা শতভাগ বৃদ্ধি করা,মার্কেট বিশ্লেষন/বাজার গবেষনা,সঠিকভাবে মানিম্যানেজমেন্ট পদ্ধতি আওত্ব করা, মার্জিন সম্পর্কে ভাল ধারনা রাখা,ট্রেডিং কেৌশল জানা ইত্যাদি। আর উল্লেখিত বিষয়াদি যখন একজন বেক্তির মাঝে থাকে তখন সে হয়ে উঠে একজন সফল ট্রেডার।

forexmastersharif
2020-09-12, 08:45 PM
একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের সর্বক্ষণ ফরেক্স নিয়ে এনালাইসিস করা উচিত। ফরেক্স নিয়ে যে যত বেশি এনালাইসিস করবে সে তত বেশি জানতে পারবে। আর যে যত বেশি যানতে পারবে সে তত বেশি ইনকাম করতে পারবে। তাই ফরেক্স থেকে যদি ভালো উপার্জন করতে চাই তাহলে বেশি করে মার্কেট এনালাইসিস করতে হবে।

tutul07
2020-09-27, 09:25 AM
অফিসে কাজ করেন তাহলে আপনাকে সেই অফিসের নিয়ম কানুন, কিভাবে অফিস চলে, কোন কাজ করলে অফিসের উন্নতি হবে আবার কোন কাজ করলে অফিসের অবনতি হবে। তা সব যেমন আপনার জানা প্রয়োজন। আপনি যদি বেশি করে ট্রেড করেন তাহলে বেশি মুনাফা করতে পারবেন । তবে একটি কথা ঠিক যে সব সময় বেশি লাভ করার আশা করা একদমই ঠিক না ।

Sid
2020-09-28, 05:34 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের অনেক কিছু করার আছে। যেমন ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানা ফরেক্সে সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা এবং ফরেক্স এ যোগদান করার জন্য অনান্য মানুষদের উৎসাহিত করা। আর সবার দরকার ফরেক্স এ যোগদান করা তাহলে আমাদের বাংলাদেশ এক উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাবে।

Md.shohag
2020-09-28, 05:51 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের অনেক কিছু করার আছে। যেমন ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানা ফরেক্সে সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা এবং ফরেক্স এ যোগদান করার জন্য অনান্য মানুষদের উৎসাহিত করা। আর সবার দরকার ফরেক্স এ যোগদান করা তাহলে আমাদের বাংলাদেশ এক উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাবে।

zakia
2020-10-04, 03:17 PM
একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের করনীয় ফরেক্স ট্রেড করতে যে সব নিয়ম কানুন আছে তার প্রতিটা মেনে চলা। ধৈর্য ও সাহসিকতার সাথে ট্রেড করা। লস হলে কেন হল তা পর্যবেক্ষন কর এবং লোভ থেকে দূরে থাকা। এসকল বিষয় মেনে চলতে পারলে আমি মনে করি একজন ফরেক্স ট্রেডার অবশ্যই সফলতা পাবে। একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমি মনে করি যারা নতুন ট্রডার তাদের কে সঠিকপথে এগুতে সাহায্য করতে হবে। আমরা যে লস করেছি নতুন ট্রেডাররা যাতে সেই লস না করে সে জন্য তাদের ঠিক দিকে এগুনোর জন্য উতসাহিত করতে হবে।

Suriya Sultana Hira
2020-10-04, 03:34 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের করনীয় কাজ হলো ফরেক্স মার্কেটের বিজ্ঞপ্তি অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সবাইকে এই ফরেক্স মার্কেটে কাজ করার আহবান জানানো । ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক মানের অনলাইন ব্যবসা । বিশ্বের প্রায় সকল দেশের মানুষ এই ফরেক্স মার্কেটের সাথে যুক্ত আছেন এবং অনেকেই এই ফরেক্স ব্যবসাকে তাদের জীবিকা নির্বাহের পথ হিসেবে বেছে নিয়েছেন । সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে যদি ফরেক্স মার্কেটের প্রচার বেশি বেশি করে করা যায় তাহলে আমাদের দেশের বেকারত্বের হার অনেকটা কমে যাবে এবং দেশের অর্থনৈতিক অবস্থার ও অনেকটা পরিবর্তন ঘটবে,,,,,, ধন্যবাদ ।

zakia
2020-10-06, 11:12 PM
আমি মনে করি একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের অনেক কিছু করার আছে। যেমন ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানা ফরেক্সে সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা এবং ফরেক্স এ যোগদান করার জন্য অনান্য মানুষদের উৎসাহিত করা। ফরেক্স মার্কেট কাজ করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পরকে ভাল জ্ঞান রাখতে হবে । আপনাকে পরিশ্রমী হতে হবে ।আপনাকে প্রতিদিন ফরেক্স মারকে আনাল্যসিস করতে হবে । ফরেক্স মার্কেট বেশি রিস্ক নিয়ে ট্রাড করা যাবে না , ডেমো ট্রাড করে নিজেকে জালিয়ে নিতে হবে ।

zakia
2020-10-07, 11:46 AM
ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের অনেক কিছু করার আছে। যেমন ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানা ফরেক্সে সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা এবং ফরেক্স এ যোগদান করার জন্য অনান্য মানুষদের উৎসাহিত করা। আপনি যদি বেশি করে ট্রেড করেন তাহলে বেশি মুনাফা করতে পারবেন । আমি একজন ফরেক্স ট্রেডার।আমি ফরেক্স ট্রেডার হিসেবে নিজেকে গড়তে চাই।আমি যদি নিজেকে ফনেক্স ট্রেডার হিসেবে গড়তে চাই তাহলে আমাকে অনেক বেশি বেশি ডেমো ট্রেড করতে হবে, ধর্য্য ধরতে হবে এবং খুব ভালোভাবে ফরেক্স ট্রেডিং শিখতে হবে তাহলে আমরা প্রকৃত ফরেক্স ট্রেডার হতে পারব।

FRK75
2020-10-28, 05:09 PM
১। সঠিক এনালাইজের চেষ্টা করতে হবে।
২। সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
৩। সঠিক সময়ে ট্রেড অপেন করতে হবে।
৪। তাড়াহুড়ো না করে ধৈর্য্য সহকারে ট্রেড করতে হবে।
৫। অতি লোভে সম্ভাবনার চাইতে বেশি ট্রেড করব না।

samun
2020-10-29, 08:20 AM
আসলে আমি মনে করি, ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের অনেক কিছু করার আছে। এর মধ্যে একটি হল ফরেক্সের বিভিন্ন বিষয় সম্পর্কে নিজের ধারনা শতভাগ বৃদ্ধি করা,মার্কেট বিশ্লেষন/বাজার গবেষনা,সঠিকভাবে মানিম্যানেজমেন্ট পদ্ধতি আওত্ব করা, মার্জিন সম্পর্কে ভাল ধারনা রাখা,ট্রেডিং কেৌশল জানা ইত্যাদি। আর উল্লেখিত বিষয়াদি যখন একজন বেক্তির মাঝে থাকে তখন সে হয়ে উঠে একজন সফল ট্রেডার।

Smd
2020-10-29, 08:52 AM
ফরেক্স মার্কেট কাজ করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পরকে ভাল জ্ঞান রাখতে হবে । আপনাকে প্ররিস্রমি হতে হবে ।আপনাকে প্রতিদিন ফরেক্স মারকে আনাল্যসিস করতে হবে । ফরেক্স মার্কেট বেশি রিস্ক নিয়ে ট্রাড করা যাবে না , ডেমো ট্রাড করে নিজেকে জালিয়ে নিতে হবে ।ধর্য্য ধরে যেকোনো কাজ করেন দেখবেন আপনি একসময় না একসময় সফল হবেন। আর ফরেক্সের জন্য কয়েকটি ক্ষেত্রে ধর্য্য ধরা প্রয়োজন। আপনাকে ধর্য্য ধরে মার্কেটের কৌশল শিখতে হবে, ট্রেড করার ক্ষেত্রে ধর্য্যের পরিচয় দিতে হবে।

Tariq
2020-11-16, 02:48 PM
একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের অনেক কিছু করার রয়েছে এর মধ্যে এক হল ফরেক্সের বিভিন্ন বিষয় সম্পর্কে নিজের ধারনা শতভাগ বৃদ্ধি করা,মার্কেট বিশ্লেষন/বাজার গবেষনা,সঠিকভাবে মানিম্যানেজমেন্ট পদ্ধতি আওত্ব করা, মার্জিন সম্পর্কে ভাল ধারনা রাখা,ট্রেডিং কেৌশল জানা ইত্যাদি। আর উল্লেখিত বিষয়াদি যখন একজন বেক্তির মাঝে থাকে তখন সে হয়ে উঠে একজন সফল ট্রেডার।

zakia
2020-11-18, 10:25 PM
ফরেক্স ট্রেডার হিসাবে আমি মনে করি আমাদের সকলেরই উচিত সব সময় ট্রেডিং কেশল এবং অভিজ্ঞতার আলোকে ট্রেড করা আর এটি আমরা যখনই করতে পারব তখনই আমরা সফলকাম হব। কিন্তু প্রায়ই দেখা যায় আমরা অতিরিক্ত প্রফিট লাভের লোভে প্রভাবিত হয়ে পরি এবং ভূল ট্রেডিং জটিলতায় আটকে গিয়ে অ্যাকাউন্ট ব্যালেন্সকে জিরো করে ফেলি। ফরেক্স মার্কেট আসলে একটা বিশাল একটা ব্যপার যা মনে করেনন অনেক সময় আপনি ভাল করতে পারবেন আবার খারাপ হতে পারে আপনি যদি কম কম করে ফরেক্স মার্কেটে ট্রেড করে কম কম করে লাভ করেন তবেই আপিনি সফল ট্রেডার হতে পারবেন বলে মনে করি আপনারা কি বলেন।

zakia
2020-11-19, 09:13 AM
ফরেক্স মার্কেট আসলে একটা বিশাল একটা ব্যপার যা মনে করেনন অনেক সময় আপনি ভাল করতে পারবেন আবার খারাপ হতে পারে আপনি যদি কম কম করে ফরেক্স মার্কেটে ট্রেড করে কম কম করে লাভ করেন তবেই আপিনি সফল ট্রেডার হতে পারবেন বলে মনে করি আপনারা কি বলেন। ব্যক্তাগতভাবে আমি বলবো একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের করনীয় ফরেক্স ট্রেড করতে যে সব নিয়ম কানুন আছে তার প্রতিটা মেনে চলা ,ধর্য ও সাহসিকতার সাথে ট্রেড করা লস হলে কেন হল তা পর্যবেক্ষন করা লোভ থেকে দূরে থাকা।

Smd
2021-05-22, 08:54 PM
ফরেক্স মার্কেট এ আমাদের লস হচ্ছে তখন আমরা ফরেক্স মার্কেট থেকে দুরে সরে যাই। আমরা মনে করি ফরেক্স মার্কেট এ শুধু লস হই লাভ হইনা। ফরেক্স মার্কেট এ একজন ভালো ট্রেডার এর মুল কাজ হচ্ছে সে ফরেক্স মার্কেট এ ধরজ ধরে থাকবে এবং নিজের আবেগ টাকে কন্ট্রোল করবে। যখন বড় বড় ইনভেষ্টএরা দেখে কোনো দেশের অর্থনীতিক অবস্থা ভালো এবং তারা যেই দেশে ইনভেষ্ট করলে অনেক সুবিধা পাবে তখন তারা সেই দেশে ইনভষ্ট করে।আর ইনভেষ্ট করার জন্য তাদের ঐ দেশের মুদ্র কিনতে হয়।

EmonFX
2021-05-22, 10:13 PM
একজন ফরেক্স ট্রেডার হতে হলে সর্বপ্রথম ট্রেডিং সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। ট্রেডিং সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে না পারলে তাকে ট্রেডার যাবে না। ফরেক্স সফলতার যেমন দরকার কঠোর পরিশ্রম করার মানসিকতা তেমনি দরকার ফরেক্স ট্রেডিং সম্পর্কে পরিপূর্ণ দক্ষতা। এর কোনোটি বাদ দিয়ে ফরেক্স ট্রেডিংএ সফলতা অর্জন করা সম্ভব নয়। ভালো কিছু অর্জন করার জন্য অবশ্যই তার জন্য চাই কঠোর পরিশ্রম। মার্কেটে বেশি বেশি সময় দিয়ে মার্কেট এনালাইসিস করে মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেডিং করতে হবে। ফরেক্স ট্রেডিং করার জন্য সবচেয়ে বেশি দরকার হয় ফরেক্স দক্ষতা। মূলধনের থেকেও বেশি দরকার ফরেক্স দক্ষতা। আপনার যত বড় মূলধনই থাকুক না কেন আপনার যদি ভালো দক্ষতা এবং অভিজ্ঞতা না থাকে তাহলে ব্যালেন্স নিমিষেই জিরো হয়ে যেতে পারে। তাই আমাদের ফরেক সফলতার জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে ফরেক্স ট্রেডিং সম্পর্কে দক্ষতা অর্জন করার পরে ফরেক্স বিজনেস শুরু করতে হবে। তা না হলে ফরেক্স মার্কেটে টিকে থাকা এবং সফলতা অর্জন করা সম্ভব।

Mas26
2021-05-22, 10:34 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের অনেক কিছু করার আছে। যেমন ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানা ফরেক্সে সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা এবং ফরেক্স এ যোগদান করার জন্য অনান্য মানুষদের উৎসাহিত করা। আপনি যে কোন একটা সিস্টাম তথা ইনডিকেটর যেমন মুভিং এভারেজ এর মাধ্যমে আপনি জানবেন যে এখন বাই কিংবা সেল করলে কি পরিমাণ লাভ হবে তা সঠিক ভাবে জানতে পারবেন। আর আপনাকে এটাতেই সবচেয়ে বেশি সময় দিতে হবে এটা অনেক পরিশ্রম এর হিসাবে পাবেন আপনি চেষ্টা করেন অবশ্যই পারবেন। কারন মানুষ সেই কাজেই সাফল্য পায় যেই কাজে বেশি সময় দেয়, আজ থেকে আপনি প্রতিজ্ঞা করেন যে আপনি নিদিষ্ট কোন সিস্টাম এ এই মার্কেট এর মুভমেন্ট বুজবেন। এবং যেটা আপনাকে সবচেয়ে ভাল ফল দেয় সেটাই রিয়াল এ করবেন বাকি যেই সময় কনপিউজ সেই সময় চার্ট দেখবেন অথবা আপনি ডেমো তে ট্রেড করবেন। এই ভাবে আপনি আপনার ট্রেডিং এর স্থর গুলা পার করেন ৫/৭ বছর পরে দেখবেন আপনি দরা ছোঁয়ার বাহিরে।আর সবার দরকার ফরেক্স এ যোগদান করা তাহলে আমাদের বাংলাদেশ এক উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাবে।

FRK75
2021-09-04, 10:57 PM
ফরেক্স ট্রেডের সকল খুঁটিনাটি বিষয়াদি ও কলা কৌশলগুলো প্রথমে শিখা৷
#দীর্ঘদিন সেগুলো ডেমো ট্রেডে প্র্যাকটিস করে করে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করা৷
# হাইয়ার টাইম্রেমে ট্রেড করতে অভ্যস্ত হওয়া৷
# প্রতিদিন নিউজ ইমপেক্টগুলো এনালাইসিস করা৷
# সেসন দেখে ট্রেড করতে বসা৷
# খুব কম লিভারেজ নিয়ে ট্রেড করা৷
# মানি মেনেজমেন্ট ফলো করে ট্রেড করা৷
#ওভারট্রেড না করা৷

Mas26
2021-09-04, 11:45 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে এখানে সংশ্লিষ্ট সকল রুলস রেগুলেশন মেনে চলা উচিৎ কোন ধরনের অনিয়ম করা উচিৎ নয়।একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের করনীয় ফরেক্স ট্রেড করতে যে সব নিয়ম কানুন আছে তার প্রতিটা মেনে চলা ,ধর্য ও সাহসিকতার সাথে ট্রেড করা লস হলে কেন হল তা পর্যবেক্ষন করা লোভ থেকে দূরে থাকা।

Smd
2021-12-31, 10:29 AM
আমাদের করনিয় ট্রেডের পুর্বে কোন নিউজ আছে কিনা তা দেখা,ফরেক্স ট্রেড করার সময় মাথা ঠান্ডা রেখে ট্রেডিং করা,আবার আমাদের ট্রেডিং করার সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে,অভার ট্রেডিং পরিহার করতে হবে,মানি ম্যানেজমেন্ট অনুসরন করে। আমাদের করতে হবে তা হলো আগে ফরেক্স মার্কেটে কিভাবে টড়েড করলে ভাল করা যাবে তা জানতে হবে আর কি করলে লস হবে না তা জানতে হবে। কারন ফরেক্স মার্কেটে আপনি যদি একটু ভুল করেন তবেই শেষ।

Mas26
2022-01-03, 04:10 PM
একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের করনীয় ফরেক্স ট্রেড করতে যে সব নিয়ম কানুন আছে তার প্রতিটা মেনে চলা ,ধর্য ও সাহসিকতার সাথে ট্রেড করা লস হলে কেন হল তা পর্যবেক্ষন করা লোভ থেকে দূরে থাকা।হলো ধর্য্য। ধর্য্য ধরে যেকোনো কাজ করেন দেখবেন আপনি একসময় না একসময় সফল হবেন। আর ফরেক্সের জন্য কয়েকটি ক্ষেত্রে ধর্য্য ধরা প্রয়োজন। আপনাকে ধর্য্য ধরে মার্কেটের কৌশল শিখতে হবে, ট্রেড করার ক্ষেত্রে ধর্য্যের পরিচয় দিতে হবে। তাহাহুরা করে কিছু করতে যাবেন না তাহলে বিপর্যয় নেমে আসতে পারে।

FRK75
2022-05-21, 04:52 PM
আপনার পোস্ট টা অনেক ভাল লাগলো।। এই পোস্ট থেকে অনেক কিছু সিখতে পারলাম। ফরেক্সে আমরা সুধু বাই আর সেল হিসেব করে ট্রেড করি।। বাজার কখন কোন দিকে মুভ করতে পারে সেদিকে খেয়াল রাখিনা।।। তাই আমাদের উচিৎ বাজার আনালাইসিস করে ট্রেড করা।।।।ফরেক্স ট্রেডার হিসেবে আমার করণীয় রয়েছে অনেক । তার ভিতর থেকে কিছু করনীয় পদ্ধতি না বললেই নয় । নিম্নে সেগুলো দেওয়া হল :
(১) ফরেক্সে অন্য লোকজনকে উৎসাহ প্রদান করা ।
(২) ফরেক্স ব্যবসা তাদেরকে স্বাবলম্বী করে তোলা ।
(৩) ফরেক্সে ধৈর্য্য ধারণ করে ট্রেড করা ।
(৪) ফরেক্সে অভিজ্ঞতা অর্জন করা ।

samun
2022-05-31, 11:04 PM
ফরেক্স মার্কেটের সকল প্রকার নিয়ম কানুন সম্পর্কে জানা ও মেনে চলা। ফরেক্স মার্কেটের প্রতিনিয়ত নিউজগুলো পর্যবেক্ষণ করা। রুলস রেগুলেশন মেনে ধৈর্য ধারণ করে ফরেক্স মার্কেট এ কাজ করে যেতে হবে তাহলে একসময় সফলতা আসবে। ট্রেড করার সময় সকল প্রকার এনালাইস করা। বেশি লোভ করা উচিত না। আমাকে ধর্য্য ধরে মার্কেটের কৌশল শিখতে হবে, ট্রেড করার ক্ষেত্রে ধর্য্যের পরিচয় দিতে হবে। তাহাহুরা করে কিছু করতে যাবেন না তাহলে বিপর্যয় নেমে আসতে পারে।

samun
2022-06-06, 12:13 PM
যেহেতু বিষয়গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে তারপরও আমি নতুন করে যদি কিছু বলতে চাই ফরেক্স মার্কেটে এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ এনালাইসিস ব্যতীত ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিট অর্জন করা সম্ভব নয় তারপর আরেকটি বিষয় তা হল অবশ্যই নিউজ অনুসরণ করা কারেন্ট নিউজ গুলো অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে যাতে করে ট্রেডিং এর ক্ষেত্রে কোন প্রকার সমস্যা না হয় এছাড়াও অবশ্যই অল্প লট নিয়ে ট্রেড করতে হবে তবে ফরেক্স মার্কেটে প্রফিট ধরে রাখা সম্ভব আর একজন ভালো ট্রেডার অবশ্যই এসকল বিষয় গুলো খুবই গুরুত্ব তার সাথে পরিচালনা করে থাকে

FRK75
2023-03-01, 09:37 AM
একজন ফরেক্স ট্রেডিং হিসেবে প্রথমেই আমাদের উচিত হবে ফরেক্স আসলে কি সেটা সম্পর্কে ভালো করে দক্ষতা অর্জন করা। কেননা এটা একটা অনলাইন বিজনেস এবং এখানে কাজ করা বাস্তবে অনেকটা কঠিন বটে তবুও এর সম্পর্কে ভালো দক্ষ ও অবিজ্ঞ হতে পারলে ভালো প্রফিট অর্জন করা সম্ভব। আর একটা বিষয় হলো এটা একটা স্বাধীন ও মুক্ত ব্যাবসা। এবং এখানে দক্ষ হতে পারলে লাভ করা অনেক সহজ হবে। তাই আমাদের একজন ট্রেডার হিসেবে ফরেক্স ট্রেডিং এর সকল বিষয় গুলো ধৈর্যের সঙ্গে জানা একান্ত জরুরী বলে আমি মনে করি।ফরেক্স ট্রেডার হিসেবে অনেক ধরনের জ্ঞান এবং অভিজ্ঞতা রাখা দরকার। কারন সবদিক জ্ঞান না রাখলে কোন একটি এনালাইসিস এ আমাদের একটু খানি ভুলের জন্য বড় ধরনের লস হতে পারে। ফরেক্স মার্কেট অত্যন্ত জটিল একটি মার্কেট। এখানে আপনা বিভিন্ন দেশের কারেনসি সম্পর্কে আপনার ধারনা রাখতে হবে।