PDA

View Full Version : নিউজের সময় প্রাইস মুভমেন্ট সংক্রান্ত প্র



shohag101
2015-06-02, 04:17 PM
১. কোন নিউজ গুলো পাবলিশ হবার সাথে সাথে একটা ৫০-১০০ পিপসের ক্যান্ডেল তৈরি হয় কোন রিট্রেস ছাড়া?
২. কোন নিউজ গুলো ৫০-১০০ পিপস এর ক্যান্ডেল ঠিকই তৈরি হয় তবে উঠা-নামা করে ধাক্কিয়ে ধাক্কিয়ে?
৩. কোন নিউজ গুলো প্রথমে ডাউনে ২০-৫০ পিপস গিয়ে সব স্টপলস হিট করে এরপর ফুল ফোর্সে উপরে উঠে যায়?
৪. কোন নিউজ গুলো নিউজ চলাকালীন দু্ই দিকেই স্পাইক করে?

৫.আর নিউজে কতটুকু স্পাইক করতে পারে এবং কতটুকু মুভমেন্ট করবে সেটার ধারণা কথা থেকে পাওয়া যাবে ভালো?

৬. কোন নিউজ গুলো বেশি বিপদজনক আনুমানিক ২৫-৫০ পিপ মুভমেন্ট হয় সেটা অথবা ৫০-৮০ বা তার ও বেশি মুভমেন্ট হয় সেই নিউজ গুলো?

৭. নিউজের সময় সরবচ্চ কত পিপ্স স্প্রেড হয় USD currency pair এ?

৮. আমরা জানি হাই ভোল্টেজ নিউজ রিলিজ হলে স্লিপেজ হয়।এই স্লিপেজটা কি মূলত নিউজ ভালো বা খারাপ আসলে তার পক্ষে হয় আথবা নিউজ ভালো বা খারাপ আসলে তার বিপক্ষে হয়?

৯. একই দিনে একই কারেন্সিতে ভিন্ন ভিন্ন সময় হাই ইমপ্যাক্ট নিউজ থাকলে কোনটা বিপদজনক আর মার্কেটে বেশি প্রভাব ফেলবে।

সবার মতামত আসা করছি।

shihab
2015-06-13, 03:04 PM
আপনি Henry Liu এর News Profiter বইটি নেট থেকে নামিয়ে পরুন আশা করি আপনি আপনার সব উত্তর পেয়ে যাবেন এবং বইটি পরার ফান্দামেন্তাল শম্পকেও আপনার বেশ ভাল ধারনা হবে। আপনি যদি ফানডামেন্তাল তেদার হতে চান তাহলে আপনাকে নিজ থেকেই সেটা শিখে নিতে হবে কারন আমার জানা মতে বাংলাদেশ এ ফান্দামেন্তাল ত্রেদার নেই বললেই চলে...

maziz6989
2015-06-29, 10:53 PM
ভাই হাই ইমপেক্ট নিউজের সময় ট্রেড না করাই ভাল কেননা ঐ সময় মার্কেট যারপর নাই কনফিউজ তাকে তাই আপনার স্টপ লস হিট করার সম্ভাবনা থাকে। তাই আপনি নিউজ রিলিজ হওয়ার পরে মার্কেট যখন ট্রেন্ড ধরে তখন ট্রেড করতে পারেন। নিউজ সম্পর্কে কনফার্ম হলে তার পর ট্রেড নিতে পারেন যদি আপনি যে কোন কিছুর জন্য তৈরী থাকেন।

RichMahfuz
2015-07-03, 11:27 AM
আসলে শুধু নিউজ দেখে কখনও ট্রেড করা ঠিক না। নিউজ পাবলিশ হবার পর ২-৪ মিনিত পর ট্রেড করা সবচেয়ে ভাল। কারন নিউজ পাবলিশ হবার সাথে সাথে মার্কেট কিছুটা অনাকাঙ্গিত আচরন করে, তাই একটু পর ট্রেড করলে হয়ত আপনি কয়ক পিপ স কম লাভ করবেন কিন্তু ক্ষতির হাট থেকে বাছতে পারবেন। আমি এভাবেই ট্রেড করি, তাতে ৯৯% সফল।

FxAhsan
2015-09-10, 12:58 AM
নিউজের আগে ট্রেড করা কোনভাবেই ঠিক নয় কারন এটা খুবই বিপদজনক।কোন নিউজ স্পাইক দিবে আর কোন নিউজ যেকোন একদিকে মুভ করবে তার কোন ঠিকঠিকানা নেই।একই নিউজ একেকদিন একেকরকম আচরন করতে পারে।

Marufa
2015-09-12, 12:15 PM
নিউজ এর সাথে সাথে আর একটি বিষয় খেয়াল রাখতে হবে চাহিদা এবং যোগান । আপনি নিউজ দেখে যা ধারনা করছেন এরকম লক্ষ লক্ষ ট্রেডার একই ভাবে চিন্তা করছে । অনেক সময় দেখা যায় নিউজের উল্টা দিকেও মার্কেট মুৃভ করে শুধু এই কারনেই ।

Defender
2015-09-14, 05:05 PM
ভাই এটা কোন নিউজ করার কথা বলা হয় আমি এটা নিয়ে কথা বলতে চাই আমি এটা নিয়ে শুধু এটাই বলতে চাই এটা একটা আসলে শুধু নিউজ দেখে কখনও ট্রেড করা ঠিক না। নিউজ পাবলিশ হবার পর ৪ থেকৈ ৫ মিনিত পর ট্রেড করা সবচেয়ে ভাল।

amdad123
2015-11-28, 01:51 AM
নিউজের সময় ট্রেড করলে খুবই রিস্কি হয়ে যায়, কেননা ওই সময় মার্কেট কোনদিকে যাবে তা পূর্বে বুজা যায়না । যদি ওই ট্রেড আপনার বিপরীত দিকে চলে যায় তাহলে মুহূর্তে এক্যাউন্ত জিরো হয়ে যাওয়ার সম্ভবনা থাকে, তাই নতুন ট্রেডার ও যারা নিউজ সম্পর্কে ধারণা নেই তারা নিউজ ট্রেড না করাই ভালো । আর যদি নিউজ ট্রেড করতে হয়, তাহলে আগে কয়েক মাস প্রত্যেকটি নিউজের অবস্থা দেখে শিখুন কোন নিউজ মার্কেটে কেমন আচরন করে । নিউজের forecast থেকে কতটুকু চেঞ্জে actual figure আসলে সেটা ট্রেড করার যোগ্য। মনে রাখবেন উপরের ট্রেডেবল ফিগারটা হচ্ছে একেবারে মডারেট ফিগার। মানে অতটুকু একচুয়াল ভ্যালু চেঞ্জ হলে প্রাইস অবশ্যই মুভ করবে।

sayem11
2015-11-28, 02:52 AM
ফরেক্স মার্কেট মুলত উঠানামা করেই নিউজের উপর ভিত্তি করে । নিউজের সময় আপনি দেখলেন যে মার্কেট বাইয়ে যাচ্ছে আপনিও বাই ট্রেড করলেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে মার্কেট সাথে সাথে ইউ টার্ন করতে পারে । সেসময় আপনাকে স্ক্রিনের সামনে থাকতে হবে যাতে কোন অপ্রত্যাশিত দুর্ঘটনা থেকে বাচা যায়। তাই নিউজ ট্রেডিংয়ে হাইয়েস্ট সতর্কতা পালন করবেন। তবে পূর্বে ট্রেড নির্ধারণে জন্য নিউজ রিলিজ হওয়ার পূর্বে বিভিন্ন প্রতিষ্টান সার্ভে করে কোন নিউজ কিরকম আসতে পারে তার একটা পূর্বাভাষ ভ্যালু (forecast) তৈরি করে। আপনি চাইলে আগে সেই ধারণা গুলো জেনে নিতে পারেন, তাহলে নিউজ ট্রেড কিছুটা আপনি নিচশিত হতে পারবেন ।

sharifulbaf
2015-12-17, 07:54 PM
ফরেক্স মার্কেট এ মাসের প্রথম দিকে নিউজ দেয় অনেক গুরুত্ব পূর্ন কারন এই সময়ে মার্কেট এ ৫০ থেকে ১০০ বা তার বেশি পিপস উঠানামা করে অনেকে একে কাজে লাগাতে পারে অনেকে আবার লস করে ফেলে।তাই আমি বলি ইম্পেক্ট নিউজের সময় ট্রেড না করে নিউজ পাব লিস হওয়ার পরে ট্রেড করা অনেক ভাল।

basaki
2016-03-15, 09:22 AM
আদলে ফরেক্স মার্কেটে প্রাইস মুবমেন্ট করাটা কেউ যদি ভাল করে যান্তে পারে তবে আমি মনে করি সে অনেক ভাল ফরেক্স মার্কেটে করতে পারবে। কারন তার এই জ্ঞান লাগিয়েই ভাল করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে। আর যদি কেউ জ্ঞান লাভ চাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করে তবে লস হবে।

yasir arafat
2016-04-03, 08:12 PM
১. কোন নিউজ গুলো পাবলিশ হবার সাথে সাথে একটা ৫০-১০০ পিপসের ক্যান্ডেল তৈরি হয় কোন রিট্রেস ছাড়া?
২. কোন নিউজ গুলো ৫০-১০০ পিপস এর ক্যান্ডেল ঠিকই তৈরি হয় তবে উঠা-নামা করে ধাক্কিয়ে ধাক্কিয়ে?
৩. কোন নিউজ গুলো প্রথমে ডাউনে ২০-৫০ পিপস গিয়ে সব স্টপলস হিট করে এরপর ফুল ফোর্সে উপরে উঠে যায়?
৪. কোন নিউজ গুলো নিউজ চলাকালীন দু্ই দিকেই স্পাইক করে?

৫.আর নিউজে কতটুকু স্পাইক করতে পারে এবং কতটুকু মুভমেন্ট করবে সেটার ধারণা কথা থেকে পাওয়া যাবে ভালো?

৬. কোন নিউজ গুলো বেশি বিপদজনক আনুমানিক ২৫-৫০ পিপ মুভমেন্ট হয় সেটা অথবা ৫০-৮০ বা তার ও বেশি মুভমেন্ট হয় সেই নিউজ গুলো?

৭. নিউজের সময় সরবচ্চ কত পিপ্স স্প্রেড হয় USD currency pair এ?

৮. আমরা জানি হাই ভোল্টেজ নিউজ রিলিজ হলে স্লিপেজ হয়।এই স্লিপেজটা কি মূলত নিউজ ভালো বা খারাপ আসলে তার পক্ষে হয় আথবা নিউজ ভালো বা খারাপ আসলে তার বিপক্ষে হয়?

৯. একই দিনে একই কারেন্সিতে ভিন্ন ভিন্ন সময় হাই ইমপ্যাক্ট নিউজ থাকলে কোনটা বিপদজনক আর মার্কেটে বেশি প্রভাব ফেলবে।

সবার মতামত আসা করছি।
সবচেয়ে ভাল হয় যখন আপনি পেন্ডিং অর্ডার ওপেন করবেন।এর ফলে কোন রিস্কি থাকে না বললে চলে।কারণ মার্কেট যখন ট্রেন্ড ধরবে,তখন পেন্ডিং অর্ডার ট্রিগ করবে।হয়তোবা লাভ হবে।নয়তো লস হবে।

Sahed
2016-07-29, 03:14 PM
ভাই আপনি যেভাবে নির্দিষ্ট করে প্রশ্ন করেছেন ফরেক্স মার্কেটে কেউই আপনার প্রশ্নগুলো সঠিক ভাবে দিতে পারবে বলে *আমি মনে করি না । কারন মার্কেটে বিভিন্ন নিউজের ইম্পেক্ট বিভিন্ন ধরনের হয়ে তাকে । মার্কেটে আম*ার মতে অভিজ্ঞ না হলে হাই ইম্পেক্টের নিউজের সময় ট্রেড না করাই *ভাল । ধন্যবাদ ।

milonkhanfx1993
2016-09-25, 11:42 PM
এই স্পাইক এর পূর্বে নাকি পরে ট্রেড নেয়া উচিত? আসলে আমি আমার দেশের বড় ভাই যারা ট্রেড এ অভিজ্ঞ তাদের কাছেই বিষয় টা শুনতে চাচ্ছি যে আপ্নারা নিউজ ট্রেড কিভাবে করেন একটু বিস্তারিত বলেবেন।

md mehedi hasan
2016-11-03, 06:49 AM
ফরেক্স মার্কেট এর মুভমেন্ট মূলত নিউজ দ্বারা প্রভাবিত হয়।ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেড করতে হলে নিউজ ট্রেডের গুরুত্ব অপরেসীম।নিউজ ট্রেড করতে হলে আপনাকে বিভিন্ন নিউজ সমন্ধে অবগত হতে হবে।আমাদের উচিত নিউজ প্রকাশ হওয়র পর ট্রেড করা উচিত ও ইফেক্ট নিউজের সময় ট্রেড না করাই ভালো।

nbfx
2016-11-03, 12:38 PM
ফরেক্সে নিউজ একটি ফান্ডামেন্টার এ্যানালাইসিস। যদি কেউ সেটা এড়িয়ে যেতে চান। তবে উপায় একটি আছে টেকনিক্যাল এ্যানালাইসি ভাল করে শিখুন। এবং নিউজের পরে ট্রেড দিয়ে ফায়দা লুফে নিতে পারবেন।

Mamun13
2017-10-25, 07:59 PM
আপনি যদি নতুন ট্রেডার হউন তাহলে অবশ্যই সাবধান থাকবেন এই সব হাই ইমপেক্ট নিউজ আওয়ারে এবং ওপেনিং ট্রেডগুলো ১ ঘন্টা পূর্বেই ক্লোজ করে দিবেন৷মনে রাখবেন,নিউজ আওয়ারে শুধুমাত্র দীর্ঘদিনের অভিজ্ঞ ট্রেডারগণই ট্রেড করে প্রফিট অর্জন করে থাকেন৷নতুন ট্রেডারগণ দীর্ঘদিন যাবৎ ডেমোতে এসব নিউজ আওয়ারে ট্রেড করবেন ও অভিজ্ঞতা অর্জন করে বুঝে নিবেন তাহলে রিয়েল ট্রেডে এসে কোনো সমস্যা পোহাতে হবেনা৷

FREEDOM
2020-09-30, 05:20 PM
ফরেক্স মার্কেট মুলত উঠানামা করেই নিউজের উপর ভিত্তি করে । নিউজের সময় আপনি দেখলেন যে মার্কেট বাইয়ে যাচ্ছে আপনিও বাই ট্রেড করলেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে মার্কেট সাথে সাথে ইউ টার্ন করতে পারে । সেসময় আপনাকে স্ক্রিনের সামনে থাকতে হবে যাতে কোন অপ্রত্যাশিত দুর্ঘটনা থেকে বাচা যায়। তাই নিউজ ট্রেডিংয়ে হাইয়েস্ট সতর্কতা পালন করবেন। তবে পূর্বে ট্রেড নির্ধারণে জন্য নিউজ রিলিজ হওয়ার পূর্বে বিভিন্ন প্রতিষ্টান সার্ভে করে কোন নিউজ কিরকম আসতে পারে তার একটা পূর্বাভাষ ভ্যালু (forecast) তৈরি করে। আপনি চাইলে আগে সেই ধারণা গুলো জেনে নিতে পারেন, তাহলে নিউজ ট্রেড কিছুটা আপনি নিচশিত হতে পারবেন ।