PDA

View Full Version : অভিজ্ঞ ট্রেডার হতে হলে যা কিছু করনীয়।



shohag101
2015-06-02, 04:45 PM
অভিজ্ঞ ট্রেডার হতে হলে আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে ভাল ফরেক্স অভিজ্ঞ ট্রেডার হতে হবে। ট্রেডপ্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই এ কথাটি শুনেছেন যে, “আপনি আপনার ভুলগুলো থেকে শিক্ষা গ্রহন করুন বা ভুল থেকে শিক্ষা নিন” সব ট্রেডারই চাইলে এটা পারে।

আপনি এটা বিশ্বাস করেন যে, আসলেই আমরা আমাদের ট্রেডের ভুলগুলো থেকে শিখতে পারি? আমি অবশ্যই এটা বিশ্বাস করি যে, আমরা চাইলে আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারি কিন্তু অনেক ট্রেডারই এটা মানতে রাজি নয়, আবার মানলেও পরবর্তীতে ট্রেড করার সময় এই গুরুত্বপূর্ণ ব্যাপারটি ভুলে যায়। নতুন ট্রেডাররা প্রতিদিনই ঐই একই ভুলগুলো করে থাকে যেগুলো তারা আগের লস ট্রেডগুলোতে করেছিল। তার কারণ হলো, তাদের বেশীরভাগ ট্রেডারই এটা জানেনা যে কিভাবে তাদের ভুলগুলো থেকে তাদেরকে শিখতে হবে। আপনি যেন আপনার ট্রেডের আগের ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারেন এবং ট্রেডে আগের ভুলগুলো যেন পুনরায় না করেন, সেজন্য এই গুরুত্বপূর্ণ লিখা।
কেন আমরা আমাদের ভুল থেকে শিখতে পারবো না?

আপনি আপনার বিগত ট্রেডটির কথা একবার ভাবুন, যে কারণে আপনি ট্রেডটিতে লস দিয়েছেন। মনে পড়েছে আপনি ট্রেডটিতে কি ভুল করেছিলেন? অবশ্যই মনে পড়ার কথা।
এবার আপনি আপনার বিগত ছয় মাসের ট্রেডগুলোর কথা ভাবুন যেগুলোতে আপনি লস দিয়েছেন। মনে পড়ে আপনি ঐই ট্রেডগুলোতে কি ভুল করেছিলেন?
আপনি যখন একটি লস/খারাপ ট্রেড করবেন তখন আপনি সেটা থেকে শিক্ষা নিন। যাইহোক, যেকোনো কিছু তাড়াতাড়ি শিখা হলে সেটা আবার তাড়াতাড়ি ভুলে যাওয়া হয়।
যদি আপনি সত্যিই আপনার ভুল থেকে শিক্ষা নিতে চান, তাহলে আগে আপনাকে আপনার ভুলগুলো বের করে নোট করতে হবে।



আপনার ভুলগুলো বের করে নোট করুন।

অনেক ট্রেডার তাদের মত করে বলে থাকে যে, প্রত্যেকটি লসই একটি শিক্ষা। সত্যিটা হলো এই যে, আপনি আপনার লস থেকে শিক্ষা নিতে হবে, না হলে এই কথাটার কোনো ভিত্তি নেই। আপনি কখনো লস/হারানো ট্রেড এর অর্থ ফিরে পাবেন না বা সে অর্থ থেকেও কিছু শিখতে পারবেন না। আপনকে সেই লস ট্রেডে এ্যনালাইসিস করে বের করতে হবে যে, কেন আপনি লস দিয়েছেন এবং পরিকল্পনা করুন কিভাবে আবার এ রকম ভুল না হয়।



আপনি কিভাবে লস/ক্ষতির মাধ্যমে শিক্ষা নিবেন?



১. খুঁজে বের করুন কেন আপনি লস করেছেনঃ প্রথমেই আপনাকে খুঁজে বের করতে হবে কেন আপনি ট্রেডটিতে লস দিয়েছেন। সব ট্রেড ভুলের কারণে লস হয় না অন্য কারনেও হয়ে থাকে। আপনি নিজেকে নিচের দুটি প্রশ্ন করুন এবং খুঁজে বের করুন যে কোনটির দ্বারা আপনার ট্রেড এ লস হয়েছে।

আপনি আপনার ট্রেডিং প্ল্যান অনুসরন করেছিলেন?
আপনি কি আপনার মানি ম্যানেজমেন্ট প্ল্যান অনুসরন করেছিলেন?

এখন আপনি উভয় প্রশ্নের উত্তর নিন, আপনি যদি জেনে থাকেন যে আপনার ভুল ছিল তাহলে আপনি পরবর্তী পদক্ষেপে নিন। আর যদি আপনি উপরের দুটি নিয়মই মেনে ট্রেড করে থাকেন কিন্তু দুর্ভাগ্যবশতঃ আপনার ট্রেডটি লস হয়েছে তাহলে আপনাকে নিচের পদক্ষেপ অনুসরণ করার প্রয়োজন নেই।



২. আপনার ট্রেডের ভুল বিশ্লেষণ করুনঃ

এই পদক্ষেপে আপনাকে বুঝতে/জানতে হবে যে নির্দিষ্টভাবে আপনার কোথায় ভুল ছিল।



যদি মানি ম্যানেজমেন্টের প্রশ্নের উত্তর আপনার না হয় অর্থাৎ আপনার ভুল ছিল না, তাহলে আপনাকে বিশ্লেষন করে বের করা দরকার যে আপনি ট্রেডে কোন নিয়মটি অনুসরণ করেননি, হয়তো আপনার স্টপলস অনেক টাইট ছিল যা হিট করতেই পারে বা আপনি আপনার ব্যালেন্সের তুলনায় ট্রেড ভলিউম বেশী করেছেন। যাইহোক, এক কথায় এখন আপনার প্রয়োজন নির্দিষ্টভাবে আপনার ভুলটি খুঁজে বের করা। আপনি যদি আপনার ভুলগুলো বিশ্লেষণ করে বের করতে পারেন তাহলে তা নোট করুন।



কিভাবে নোট করবেন তা নিচে একটি উদাহরণের সাহায্যে দেখানো হলঃ

EurUsd বাই @ ২৪-০৬-২০১৪ সময়ঃ সন্ধ্যা ০৭.০০মিনিট।

ট্রেড এন্ট্রি - ১.৩৫৩০, স্টপলস – ১.৩৫০৫, টেক প্রফিট – ১.৩৬০০ = স্টপলস হিট করেছিল।



ভুলঃ আমি লস/অর্থ হারানো ভয়ে উক্ত ট্রেড এ টাইট স্টপলস ব্যবহার করেছিলাম।



উপরোক্ত উদাহরণের প্রথম লাইন হলো আপনার ট্রেড পেয়ার, তারিখ ও সময়। দ্বিতীয় লাইন হলো ট্রেড এন্ট্রি বিস্তারিত ও ফলাফল এবং সর্বশেষ লাইন এ আপনার যে ভুল ছিল তা নোট করা হল।



৩. আপনার ট্রেড এ ভুলের সমাধান খুঁজে বের করুনঃ

এ পদক্ষেপটি অধিক গুরুত্বপূর্ণ। আপনি বুদ্ধিমান তখনই যদি ভুল করে শিখতে পারেন। আপনি যদি সহজে আপনার ভুল বুঝতে পারেন তাহলে সমাধান বের করাটা আপনার জন্য সহজ হবে। উপরের উদাহরণটিতে আপনি যে ভুল করেছিলেন নিচে তার সমাধান দেখে নিনঃ



উদাহরণটি ছিলঃ

EurUsd বাই @ ২৪-০৬-২০১৪ সময়ঃ সন্ধ্যা ০৭.০০মিনিট।

ট্রেড এন্ট্রি - ১.৩৫৩০, স্টপলস – ১.৩৫০৫, টেক প্রফিট – ১.৩৬০০ = স্টপলস হিট করেছিল।

ভুলঃ আমি লস/অর্থ হারানো ভয়ে উক্ত ট্রেড এ টাইট স্টপলস ব্যবহার করেছিলাম।



সমাধানঃ প্রথমে আপনি আপনার স্টপলস ব্যবহারের নিয়মটি লিখুন এবং ট্রেড এ এন্টির পূর্বে তা রিভিউ করুন। আপনার নিজেকে মনে করিয়ে দেয়া প্রয়োজন যে, আপনার সরবোচ্চ স্টপলস আপনার সরবোচ্চ অনুমোদিত ঝুঁকি দ্বারা সংজ্ঞায়িত হয়। সুতারাং আপনি এখানে আপনার সরবোচ্চ স্টপলস ব্যবহার করলে কোন ভুল হবে না।



আমি এখানে স্বল্প পরিসরে শুধুমাত্র মূল বিষয়টি তুলে ধরেছি। আপনি যখন একটি ভুল ট্রেডের সমাধান লিখবেন তখন তা অবশ্যই বিস্তারিরভাবে লিখার জন্য চেষ্টা করবেন। আর টাইট স্টপলস ব্যবহার করবেন না।



কেন এ বিষয়টি গুরুত্বপূর্ণঃ

যখন একজন বক্সার ফাইট করে তখন তার কোচ তার ফাইটের প্রতিটি মুহূর্তই রেকর্ড করে রাখেন। যখন ফাইট শেষ হয়ে যায় এবং বক্সার জয়ী হয় বা হেরে যায় তখন তার কোচ ভিডিওটি রিভিউ করেন। ভিডিওটি দেখার ফলে কোচ বক্সারের ভুলগুলো দেখেন এবং ভুলগুলোকে পয়েন্ট আউট করে তার স্টুডেন্টকে সেগুলোর সমাধান শিখিয়ে দেন। এটা শুধুমাত্র বক্সিংয়ে নয় সব খেলায়ই প্রযোজ্য।



ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেও আপনি এই ধারনাটিই ফলো করুন এবং নিজের সাথে কমিটমেন্ট করুন যে আপনি আপনার ভুলগুলো নোট করবেন। তাহলে আপনি আর পরবর্তী ট্রেড এ ঐই ধরণের ভুলগুলো করবেন না, যে ভুলগুলো আপনি আগের লস ট্রেডগুলোতে করেছেন।

এই ধারনাটি আপনার ট্রেড এর ভুলগুলো চিহ্নিত করতে এবং আপনার ভুল ট্রেডিং প্ল্যান সমাধানের জন্য সহায়তা করবে। আপনি যখন একবার আপনার ভুলগুলো শুধরে আপনার ট্রেডিং প্ল্যান সাজিয়ে পেলবেন তখন আর আপনার ভবিষ্যৎ এ ঐই ভুলগুলো হওয়ার সম্ভাবনা থাকবে না।

Talha
2015-06-04, 10:15 PM
আসলে ভুল স্বিকার করাটা একটা শিক্ষা আমি যখন আমার ভুল বুযতে পারব তখন ভুলটা শোধ্রাননোর চিন্তাটা আমার মাথায় কাজ করবে। আসল ব্যপারটা হল ভুল থেকে শিক্ষা নেওয়া।

RichMahfuz
2015-06-07, 11:52 PM
আসলেই আমরা প্রতিনিয়ত ভুল করি সেটা হল পূর্বে কি কারনে লস করেছি তা কখন যাচাই করিনা। যখন এই কাজ টা করতে পারব তখন আর লস করতে হবেনা।

abdurrahim
2015-06-08, 01:07 AM
অভিঙ্গ ট্রেডার হতে হলে সর্ব পথম আপনি যে বিষয়ের উপর ট্রেড করতে চান সে সম্পর্কে সু স্পষ্ট ধারনা থাকতে হবে। এরপরও আপনি যখন ট্রেড করবেন তখন আপনার কাজের মধ্যে কিছু ভূল হবে তখন আপনার ভুলটিকে খুজে বেরকরে তার সমাধান করতে হবে। আর যতক্ষন আমরা আমাদের ভূলটা বুঝতে পারবোনা এবং তার সমাধানও কেরতে পারবো না ততক্ষন আমরা লস খেয়েই যাবো। আর যখনই আমরা আমাদের ভুল বুঝতে পারবো এবং তার সমাধানও করতে পারবো তখন আর কোন সমস্যা হবেনা। আরেকটি কথা ট্রেড করার সময় অবশ্যই ধর্যের সাথে কাজ করতে হবে।

maziz6989
2015-07-11, 09:18 PM
খুব ভাল লিখেছেন কিন্তু একটা বিষয় নিয়ে না লিখে পারলাম না। একজন অভিজ্ঞ ট্রেডার হতে হলে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে তা হল কোন অবস্থাতে ওভার ট্রেড করা যাবে না , স্টপলস ছাড়া ট্রেড করা যাবে না, আর মানি ম্যানেজমেন্ট খুব ভাল ভাবে ফলো করতে হবে। প্রফিট সবাই করতে পারে কিন্তু প্রফিট সবাই ধরে রাখতে পারেনা।

Zakariea
2015-07-16, 11:56 PM
ফরেক্স এ দক্ষ এবং প্রফেসনাল মানের ট্রেডার হতে হলে আপনাকে প্রথমে ফরেক্স এর বেসিক সহ খুটিনাটি যা আছে তা সব শিখে ফেলতে হবে।এর সাথে আপনাকে এডভান্স লেবেলের ট্রেড করা জানতে হবে। কোন নিউজ কোন কারেন্স তে কিভাবে প্রভাপ পরবে তা জানতে হবে।তাছাড়া আপনি এডভান্স লেভেলের ট্রেডিং স্ট্রাটিজি ব্যাবহার করবেন। একটি সঠিক মানিম্যানেজমেন্ট মেনে চলবে।

fxover
2015-09-21, 12:36 PM
আপনি আপনার ট্রেডিং প্ল্যান অনুসরন করেছিলেন?
আপনি কি আপনার মানি ম্যানেজমেন্ট প্ল্যান অনুসরন করেছিলেন?
আপনার সাথে আমি একমত । দু একটি ট্রেড ভুল হলেও আমাদের কিছু যায় আসে না যদি আমরা মনি ম্যানেজমেন্ট অনুসরন করে ট্রেড করে থাকি । কিন্তু আমরা এই জিনিস্টা কিছুতেই মানতে চাই না । লাগামহীন ঘোড়ার মত ছুটতে থাকি । সব মার্জিন দিয়ে ট্রেড করি আর অনেক বড় বড় লটে ট্রেড করি যার ফলে যদি কোন ট্রেড আমাদের বিপরীতে যায় তখন আমাদের অনেক বড় ধরনের লস হয় । তাই আমাদেরকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট অনুসরন করে ট্রেড করা উচিত আর এটা আমার বাস্তব অভিজ্ঞতা ।

Marufa
2015-09-21, 12:55 PM
প্রতিটি সঠিক ট্রেডের পেছনে যেমন কারন থাকে তেমনি প্রতিটি ভুল ট্রেডের পেছনেও কারন থাকে । এসব কারন থেকে ভবিৎষতে শিক্ষা নেয়া যেতে পারে । ধীরে ধীরে কমন ভুলগুলো এরিয়ে চললে সফলতার হার বেরে যাবে । এভাবেই আমরা সফল হতে পারি ।

Defender
2015-09-21, 04:32 PM
এটা হতে হলে শুধু মাত্র দুটা জিণিষ লাগে সেটা হল একাত্ন মোনোজগ আর কাজ এর প্রতি আগ্রহ তাছাড়া আপনার ব্যালান্স যদি ১০০ ডলার হয় তাহলে আপনি ম্যাক্সিমাম ৫ সেন্টের ট্রেড ওপেন করতে পারবেন আর যদি ১০০০ ডলার হয় তাহলে আপনি ম্যাক্সিমাম ১০ সেন্টের ট্রেড ওপেন করতে পারবেন,যদি আপনি আপনার একাউন্ট বাচাতে চান।

Jobless
2015-09-22, 12:17 PM
অভিজ্ঞ ট্রেডার হতে গেলে আমাদের ফরেক্স সম্পর্কে প্রচুর জানতে হবে বিভিন্ন সাইট থেকে ফরেক্স এর টিউটোরিয়াল নামিয়ে সেগুলা দেখতে পারেন সফল ট্রেডার এর ট্রেড করার স্টাইল দেখতে পারেন।আমাদের বিভিন্ন প্রকার কৌশল অবলম্বন করা দরকার ট্রেড এর সময়।একটি পরিকল্পনা থাকা দরকার ট্রেড এর,ডেমোতে কমপক্ষে ৬ মাস প্রাট্যিস করা দরকার,ট্রেড করার আগে মার্কেট কে ভাল করে এনালাইসিস করা দরাকার তাহলে আমরা ভাল ট্রেডার হতে পারবো বলে আমি মনে করি।

shakawath
2015-09-22, 07:55 PM
পোষ্টটি আসলেই খুবই উপকারী। অভিজ্ঞ ট্রেডার হতে হলে অবশ্যই তার কয়েকটি গুণ থাক্তে হবে, ধৈর্যবান, সময়নিষ্ঠ, পরিশ্রমী, কাজপ্রিয়। ফরেক্সের মত ভলাটাইল মার্কেটে অভিজ্ঞ ট্রেডার হতে হলে এই গুণগুলো থাকা বাধ্যতামুলক। আর শেখার আগ্রহ থাক্তে হবে। তা অপরের কাছ থেকেই হোক আর নিজের করা ভুল থেকে।

Aunik
2015-09-23, 08:32 AM
অভিজ্ঞ ট্রেডার হতে হলে আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে ভাল ফরেক্স অভিজ্ঞ ট্রেডার হতে হবে। ট্রেডপ্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই এ কথাটি শুনেছেন যে, “আপনি আপনার ভুলগুলো থেকে শিক্ষা গ্রহন করুন বা ভুল থেকে শিক্ষা নিন” সব ট্রেডারই চাইলে এটা পারে।

আপনি এটা বিশ্বাস করেন যে, আসলেই আমরা আমাদের ট্রেডের ভুলগুলো থেকে শিখতে পারি? আমি অবশ্যই এটা বিশ্বাস করি যে, আমরা চাইলে আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারি কিন্তু অনেক ট্রেডারই এটা মানতে রাজি নয়, আবার মানলেও পরবর্তীতে ট্রেড করার সময় এই গুরুত্বপূর্ণ ব্যাপারটি ভুলে যায়। নতুন ট্রেডাররা প্রতিদিনই ঐই একই ভুলগুলো করে থাকে যেগুলো তারা আগের লস ট্রেডগুলোতে করেছিল। তার কারণ হলো, তাদের বেশীরভাগ ট্রেডারই এটা জানেনা যে কিভাবে তাদের ভুলগুলো থেকে তাদেরকে শিখতে হবে। আপনি যেন আপনার ট্রেডের আগের ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারেন এবং ট্রেডে আগের ভুলগুলো যেন পুনরায় না করেন, সেজন্য এই গুরুত্বপূর্ণ লিখা।
কেন আমরা আমাদের ভুল থেকে শিখতে পারবো না?

আপনি আপনার বিগত ট্রেডটির কথা একবার ভাবুন, যে কারণে আপনি ট্রেডটিতে লস দিয়েছেন। মনে পড়েছে আপনি ট্রেডটিতে কি ভুল করেছিলেন? অবশ্যই মনে পড়ার কথা।
এবার আপনি আপনার বিগত ছয় মাসের ট্রেডগুলোর কথা ভাবুন যেগুলোতে আপনি লস দিয়েছেন। মনে পড়ে আপনি ঐই ট্রেডগুলোতে কি ভুল করেছিলেন?
আপনি যখন একটি লস/খারাপ ট্রেড করবেন তখন আপনি সেটা থেকে শিক্ষা নিন। যাইহোক, যেকোনো কিছু তাড়াতাড়ি শিখা হলে সেটা আবার তাড়াতাড়ি ভুলে যাওয়া হয়।
যদি আপনি সত্যিই আপনার ভুল থেকে শিক্ষা নিতে চান, তাহলে আগে আপনাকে আপনার ভুলগুলো বের করে নোট করতে হবে।



আপনার ভুলগুলো বের করে নোট করুন।

অনেক ট্রেডার তাদের মত করে বলে থাকে যে, প্রত্যেকটি লসই একটি শিক্ষা। সত্যিটা হলো এই যে, আপনি আপনার লস থেকে শিক্ষা নিতে হবে, না হলে এই কথাটার কোনো ভিত্তি নেই। আপনি কখনো লস/হারানো ট্রেড এর অর্থ ফিরে পাবেন না বা সে অর্থ থেকেও কিছু শিখতে পারবেন না। আপনকে সেই লস ট্রেডে এ্যনালাইসিস করে বের করতে হবে যে, কেন আপনি লস দিয়েছেন এবং পরিকল্পনা করুন কিভাবে আবার এ রকম ভুল না হয়।



আপনি কিভাবে লস/ক্ষতির মাধ্যমে শিক্ষা নিবেন?



১. খুঁজে বের করুন কেন আপনি লস করেছেনঃ প্রথমেই আপনাকে খুঁজে বের করতে হবে কেন আপনি ট্রেডটিতে লস দিয়েছেন। সব ট্রেড ভুলের কারণে লস হয় না অন্য কারনেও হয়ে থাকে। আপনি নিজেকে নিচের দুটি প্রশ্ন করুন এবং খুঁজে বের করুন যে কোনটির দ্বারা আপনার ট্রেড এ লস হয়েছে।

আপনি আপনার ট্রেডিং প্ল্যান অনুসরন করেছিলেন?
আপনি কি আপনার মানি ম্যানেজমেন্ট প্ল্যান অনুসরন করেছিলেন?

এখন আপনি উভয় প্রশ্নের উত্তর নিন, আপনি যদি জেনে থাকেন যে আপনার ভুল ছিল তাহলে আপনি পরবর্তী পদক্ষেপে নিন। আর যদি আপনি উপরের দুটি নিয়মই মেনে ট্রেড করে থাকেন কিন্তু দুর্ভাগ্যবশতঃ আপনার ট্রেডটি লস হয়েছে তাহলে আপনাকে নিচের পদক্ষেপ অনুসরণ করার প্রয়োজন নেই।



২. আপনার ট্রেডের ভুল বিশ্লেষণ করুনঃ

এই পদক্ষেপে আপনাকে বুঝতে/জানতে হবে যে নির্দিষ্টভাবে আপনার কোথায় ভুল ছিল।



যদি মানি ম্যানেজমেন্টের প্রশ্নের উত্তর আপনার না হয় অর্থাৎ আপনার ভুল ছিল না, তাহলে আপনাকে বিশ্লেষন করে বের করা দরকার যে আপনি ট্রেডে কোন নিয়মটি অনুসরণ করেননি, হয়তো আপনার স্টপলস অনেক টাইট ছিল যা হিট করতেই পারে বা আপনি আপনার ব্যালেন্সের তুলনায় ট্রেড ভলিউম বেশী করেছেন। যাইহোক, এক কথায় এখন আপনার প্রয়োজন নির্দিষ্টভাবে আপনার ভুলটি খুঁজে বের করা। আপনি যদি আপনার ভুলগুলো বিশ্লেষণ করে বের করতে পারেন তাহলে তা নোট করুন।



কিভাবে নোট করবেন তা নিচে একটি উদাহরণের সাহায্যে দেখানো হলঃ

EurUsd বাই @ ২৪-০৬-২০১৪ সময়ঃ সন্ধ্যা ০৭.০০মিনিট।

ট্রেড এন্ট্রি - ১.৩৫৩০, স্টপলস – ১.৩৫০৫, টেক প্রফিট – ১.৩৬০০ = স্টপলস হিট করেছিল।



ভুলঃ আমি লস/অর্থ হারানো ভয়ে উক্ত ট্রেড এ টাইট স্টপলস ব্যবহার করেছিলাম।



উপরোক্ত উদাহরণের প্রথম লাইন হলো আপনার ট্রেড পেয়ার, তারিখ ও সময়। দ্বিতীয় লাইন হলো ট্রেড এন্ট্রি বিস্তারিত ও ফলাফল এবং সর্বশেষ লাইন এ আপনার যে ভুল ছিল তা নোট করা হল।



৩. আপনার ট্রেড এ ভুলের সমাধান খুঁজে বের করুনঃ

এ পদক্ষেপটি অধিক গুরুত্বপূর্ণ। আপনি বুদ্ধিমান তখনই যদি ভুল করে শিখতে পারেন। আপনি যদি সহজে আপনার ভুল বুঝতে পারেন তাহলে সমাধান বের করাটা আপনার জন্য সহজ হবে। উপরের উদাহরণটিতে আপনি যে ভুল করেছিলেন নিচে তার সমাধান দেখে নিনঃ



উদাহরণটি ছিলঃ

EurUsd বাই @ ২৪-০৬-২০১৪ সময়ঃ সন্ধ্যা ০৭.০০মিনিট।

ট্রেড এন্ট্রি - ১.৩৫৩০, স্টপলস – ১.৩৫০৫, টেক প্রফিট – ১.৩৬০০ = স্টপলস হিট করেছিল।

ভুলঃ আমি লস/অর্থ হারানো ভয়ে উক্ত ট্রেড এ টাইট স্টপলস ব্যবহার করেছিলাম।



সমাধানঃ প্রথমে আপনি আপনার স্টপলস ব্যবহারের নিয়মটি লিখুন এবং ট্রেড এ এন্টির পূর্বে তা রিভিউ করুন। আপনার নিজেকে মনে করিয়ে দেয়া প্রয়োজন যে, আপনার সরবোচ্চ স্টপলস আপনার সরবোচ্চ অনুমোদিত ঝুঁকি দ্বারা সংজ্ঞায়িত হয়। সুতারাং আপনি এখানে আপনার সরবোচ্চ স্টপলস ব্যবহার করলে কোন ভুল হবে না।



আমি এখানে স্বল্প পরিসরে শুধুমাত্র মূল বিষয়টি তুলে ধরেছি। আপনি যখন একটি ভুল ট্রেডের সমাধান লিখবেন তখন তা অবশ্যই বিস্তারিরভাবে লিখার জন্য চেষ্টা করবেন। আর টাইট স্টপলস ব্যবহার করবেন না।



কেন এ বিষয়টি গুরুত্বপূর্ণঃ

যখন একজন বক্সার ফাইট করে তখন তার কোচ তার ফাইটের প্রতিটি মুহূর্তই রেকর্ড করে রাখেন। যখন ফাইট শেষ হয়ে যায় এবং বক্সার জয়ী হয় বা হেরে যায় তখন তার কোচ ভিডিওটি রিভিউ করেন। ভিডিওটি দেখার ফলে কোচ বক্সারের ভুলগুলো দেখেন এবং ভুলগুলোকে পয়েন্ট আউট করে তার স্টুডেন্টকে সেগুলোর সমাধান শিখিয়ে দেন। এটা শুধুমাত্র বক্সিংয়ে নয় সব খেলায়ই প্রযোজ্য।



ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেও আপনি এই ধারনাটিই ফলো করুন এবং নিজের সাথে কমিটমেন্ট করুন যে আপনি আপনার ভুলগুলো নোট করবেন। তাহলে আপনি আর পরবর্তী ট্রেড এ ঐই ধরণের ভুলগুলো করবেন না, যে ভুলগুলো আপনি আগের লস ট্রেডগুলোতে করেছেন।

এই ধারনাটি আপনার ট্রেড এর ভুলগুলো চিহ্নিত করতে এবং আপনার ভুল ট্রেডিং প্ল্যান সমাধানের জন্য সহায়তা করবে। আপনি যখন একবার আপনার ভুলগুলো শুধরে আপনার ট্রেডিং প্ল্যান সাজিয়ে পেলবেন তখন আর আপনার ভবিষ্যৎ এ ঐই ভুলগুলো হওয়ার সম্ভাবনা থাকবে না।

অভিজ্ঞ ট্রেডার হতে হলে কোন নিয়ম ফল করার দরকার আচ্ছে বলে আমি মনে করিনা ।। দরকার নিযের কিছু স্ব বুদ্ধিমত্তা এবং মারকেটের উপর নিযের অবাধ বিচরন , এবং নিযের বুদ্ধিমত্তা টাকে মারকেটের উপর এয়াপ্লাই করে সেখান থেকে প্রফিট তুলে আনতে পারলেই আপনি একদিন দক্ষ এবং সফল ট্রেড আড় হোয়ে ঊথবেণ ।।

swadip chakma
2015-09-23, 03:01 PM
আসলে ফরেক্স মার্কেট এ অভিজ্ঞ ট্রেডার হতে হলে অনেক কিছু জানা থাকা দরকার যা জানা না থাকলে কখনও কিছু করা যাবে না।তাই অভিজ্ঞ ট্রেডারের জন্য বেশি ফরেক্স সম্পরকে পড়াশুনা করতে হবে ভূল করে করে শুদ্দ শিখতে হবে,এছাড়া ভূল হলে নিখুত ভাবে এনালাইসিস করতে হবে ভূলটা কেন হয়েছে বা কি কারনে হয়েছে,এগুলো যদি অনুসরন করা হয় তাহলে ফরেক্স এর উপর অভিজ্ঞ হওয়া যাবে।

shojibur
2015-09-23, 03:24 PM
অভিজ্ঞ ট্রেডআর হতে হলে অবশ্যই রিয়াল ট্রেড করে অভিজ্ঞতা নিতে হবে , অনেক সময়ই ডেমো ট্রেড আর রিয়াল ট্রেড এর মধ্যে পার্থক্য খুব ভাল ভাবে বঝা যাই না , তাই চেষ্টা করুন রিয়াল অ্যাকাউন্ট থেকেই অভিজ্ঞতা নিতে। ডেমো করে হইত ধারনা পাবেন অভিজ্ঞতা না

MotinFX
2015-09-23, 04:13 PM
কোন কাজ করতে গেলে ভুল হওয়া স্বাভাবিক। ভুল স্বীকার করে সে ভুল থেকে শিক্ষা নিতে হবে। ডেমোতে ভাল করে দক্ষতা অর্জন করতে হবে

Imran2
2015-09-23, 04:33 PM
আপনাকে অভিজ্ঞ ট্রেডার হতে হলে আপনি যে বিষয়ের উপর ট্রেড করতে চান সে সম্পর্কে অনেক অভিজ্ঞ থাকতে হবে ।একজন অভিজ্ঞ ট্রেডার হতে হলে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে তা হল কোন অবস্থাতে ওভার ট্রেড করা যাবে না , স্টপলস ছাড়া ট্রেড করা যাবে না, আর মানি ম্যানেজমেন্ট খুব ভাল ভাবে ফলো করতে হবে।

AbuRaihan
2015-10-10, 01:54 AM
আমার মধ্য এক ধরনের চেতনা চলে আসল আপনার জ্ঞাানগর্ভ আলোচনা দেখে । ফরেক্স মার্কেটে ট্রেড করাটাই বড় ব্যাপার নয় । কারণ আসল ব্যাপার হল আপনার ট্রেডটি কতটুকু যৌক্তিক হয়েছে তা অনুমান করতে পারা । ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার আসে কিন্ত সবাই টিকেও থাকতে পারেনা চাইলে অভিজ্ঞও হতে পারে না । যদি অভিজ্ঞ হতে চান তবে তার পূর্বে একজন সফল বিশ্লেষক হতে হবে । ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা অনেক বড় একটা সম্পদ । তাই এটা অর্জনের জন্য সবাইকে চেষ্টা করে যেতে হবে ।

HasanXM
2015-10-11, 11:44 AM
আমি মনে করি যে, ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেও আপনি এই ধারনাটিই ফলো করুন এবং নিজের সাথে কমিটমেন্ট করুন যে আপনি আপনার ভুলগুলো নোট করবেন। তাহলে আপনি আর পরবর্তী ট্রেড এ ঐই ধরণের ভুলগুলো করবেন না, যে ভুলগুলো আপনি আগের লস ট্রেডগুলোতে করেছেন।

Fxaziz
2015-10-11, 12:52 PM
কাজ করেত আপনাকে অবশই অভিজ্ঞতা অর্জন করেত হবে । ফরেক্স মার্কেট ও এর বাইরে নয় । ফরেক্স মার্কেট আপনি অভিজ্ঞ হতে হলে কম পক্ষে ৬মাস ডেমো ট্রেড করতে হবে । আর এই ট্রেড করার মাধ্যমে আপনি আপনার অভিজ্ঞতা বারাতে পারবেন । এ চাডা আপানাকে আর ও অনেক পরিকল্পনা নিয়ে কাজ করেত হবে। আপনাকে পরিশ্রম করেত হবে। ফরেক্স এর অনেক সাইট আছে এবং সে খান থেকে টিউটোরিয়াল গুলু নামিয়ে আপনি সে খানকার লিখা গুলো পডতে পারেন। ধন্যবাদ।

Realifat
2015-12-20, 03:04 PM
অভিজ্ঞ ট্রেডার হতে হলে আমাদের অনেক কিছুই করতে হবে। প্রথমত ধৈর্য্য ধরতে হবে, কারন ফরেক্স মার্কেটে অভিজ্ঞ হতে হলে অবশ্যই তাকে দীর্ঘদিন ট্রেড করার অভ্যাস থাকতে হবে। দ্বীতিয় কথা হচ্ছে ভালোভাবে ফরেক্স শিখে ট্রেড করতে হবে এবং সর্বদা ভুল কিছু করলে ভুল শুধরিয়ে কামব্যাক করতে হবে।

RUBEL MIAH
2016-02-21, 11:01 PM
অভিজ্ঞ ট্রেডার হতে হলে অবশ্যই আমাদের কিছু করণীয় আছে । নিম্নে সেগুলো দেওয়া হল :
(১) ফরেক্স নিউজ দেখতে হবে ।
(২) ফরেক্স মার্কেট এ্যানালাইসিস করতে হবে ।
(৩) ফরেক্সের অভিজ্ঞতা অর্জন করতে হবে ।

fatemaakhter
2016-02-22, 11:55 AM
প্রথমে একটা কথা বলে রাখি যে কোন ধরনের ব্যবসায় লাভ লস উভয়ই থাকবে। তাই লস এর কথা মাথায় রেখে সবাইকে ট্রেড করতে হবে। আর দিনে যদি কইয়েক্টা ট্রেড আপনার বিপরীতে চলে যায় তাহলে আমি অই দিনের জন্য ট্রেড থেকে বিরত থাকি। আর কারন টা খুজে বের করি যাতে পরবর্তিতে এই ভুল থেকে বিরত থাকি। অভিজ্ঞ ট্রেডার হতে হলে আমাদেরকে নিউজ গুলো অবশ্যই মাথায় রাখতে হবে ।

basaki
2016-03-19, 01:40 PM
ফরেক্স মার্কেটে অবিজ্ঞ হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট নিয়ে সব সময় ভাবতে হবে আর এর জন্য আপনাকে প্রতি নিয়ত ফরেক্স মার্কেটে চোখ রাখতে হবে কিভাবে ফরেক্স মার্কেটে ট্রেড করলে আপিনি লাভ বান হতে পারবেন। আর ভালোর কোন সেষ নেই আমি দেখছি অনেক ভাল ফরেক্স ট্রেডার লস করে।

ASADUR RAHMAN
2016-03-19, 08:08 PM
ফরেক্স খুব রিস্কি ব্যাবসা একজন সফল ট্রেডার হতে হলে আপনাকে অনেক গুনের অধীকারী হতে হবে । অনেক সময় লাগবে অনেক ধৈর্য ধরতে হবে । প্রথমত আপনাকে ফরেক্স Learning, study, demo account practice, experience, knowledge, strong confidence, technical and fundamental analysis, control emotion এই সব সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে লস খাবার পরে ওভার ট্রেডিং বা রিভেন্জ টেডিং করা যাবেনা । তাই নিজের উপর আস্হা রাখুন ও কঠিন পরিশ্রম করুন দেখবেন ঠিক একদিন আপনি সফল ট্রেডার হতে পারেবনে ।

abdulguffer
2016-03-20, 04:23 PM
ফরেক্স এ অভিজ্ঞ ট্রেডার হতে হলে ফরেক্সে এর প্রাথমিক শিক্ষা গ্রহণ এর পর ডেমো একাউন্ট ট্রেড করা শুরু করতে হবে । ডেমো ট্রেড কে রিয়েল মনে করে সিরিয়াসলি বহুদিন ধরে প্র্যাকটিস করতে হবে । ডেমো ট্রেড এ প্রেকটিস করা অবস্থায় আপনি ফরেক্স এর নতুন নতুন সব কৌশল শিখতে পারবেন ।এবং ট্রেড করতে গিয়ে আপনি আপনার ভুল গুলো শুধরে নিতে পারেন।

abdulguffer
2016-03-20, 04:43 PM
অভিজ্ঞ ট্রেডার হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই ।যত বেশি শিখবেন তত বেশি অভিজ্ঞ হবেন। ডেমো একাউন্ট এ চর্চা করার পাশাপাশি ফরেক্স এর নিউজ সাইট গুলো থেকে নিউজ পড়ে বুঝতে ও বিষ্লেষন করতে শিখতে হবে অর্থাৎ নিউজ এর ভিত্তিতে ফান্ডামেন্টাল এনালাইসিস করতে শিখতে হবে ।

abdulguffer
2016-03-20, 04:44 PM
সঠিক এরিয়াতে সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয় করা, পিভট পয়েন্ট নির্নয় ও ব্যবহার, ট্রেন্ড লাইন ও চ্যানেল আকা, ট্রেডিং টার্ম অনুযায়ী সঠিক টাইম ফ্রেমের ব্যবহার, ফিবোনেসি , ইনডিকেটর এরব্যবহার ইত্যাদি শিখতে হবে এদের সমস্টিগত ব্যবহার এর দারা ট্যাকনিকাল এনালাইসিস করতে শিখতে হবে ।

abdulguffer
2016-03-20, 04:51 PM
নিজের ইমোশন ও বেশি লাভ করার লোভ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। মানি ম্যানেজম্যান্ট করতে শিখতে হবে । রিস্ক রিওয়ার্ড রেশিও ( 1:2) অনুযায়ী ট্রেড করাকে অভ্যাসে পরিণত করতে হবে। 90% ট্রেডার সঠিক মানি ম্যানেজম্যান্ট না থাকা, রিস্ক রিওয়ার্ড রেশিও না মানা ও ইমোশন কে কনট্রোল করতে না পারার কারণে তারা ফরেক্স এ তাদের মুলধন হারিয়ে থাকা। ধৈর্যের সাথে এগুলো মানলে ও ইমোশন কে নিয়ন্ত্রন করতে পারলে দক্ষ ও সফল ট্রেডার হতে পারবেন।

Fxaziz
2016-03-22, 10:14 PM
ভাই আমি প্রথমে হতাশ হচ্ছি আপনার এতো বড় লিখা দেখে।তাই আমি আপনাকে অনুরধ করছি যে আপনার লেখাটি কমিয়ে লেখুন।এতে সবার জন্য ভালো হবে।আমরা কম লেখা দেখে পরতে পছন্দ করি।আপনি যদি অজাতা লেখা লেখেন তাহলে আমরা বুজতে পারবোনা।ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে হলে আমাদের কে কিছু বিষয় এর প্রতি খেয়াল রাখতে হবে।যেমন-ট্রেড করার সময় এনালাইসিস করে ট্রেড করতে হবে,অনন্যার এনালাইসিস কে অনুস্মরণ করা যাবে না।তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারবো।

dwipFX
2016-05-19, 10:26 AM
ফরেক্স মার্কেটে ভুল করেনা এরকম লোক খুবই কম আছে আমাদের কে ভুল থেকে শিক্ষা নিতে হবে। যারা ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করবেন তারা একদিন ফরেক্স মার্কেটে অভিজ্ঞ ট্রেডার হতে পারবেন। অভিজ্ঞাতা কেই দিনে দিনে আসেনা সেটা আমাদের কে অনেক পরিশ্রম ধৈর্য ধরে সব নিয়ম মেনে ট্রেড করতে পারলে ফরেক্স মার্কেটে সফলতা পাওয়া সম্বভ।

HKProduction
2016-07-02, 04:18 PM
মানুষ ভুল থেকে যে শিক্ষা গ্রহণ করে তা কখনো ভোলে না। তাছাড়া ফরেক্স মার্কেটে আমাদের ভুলগুলি সংশোধন করতে পারলে আমরা লাভবান হতে পারি। কেননা একমাত্র ভুলের জন্যেই এখানে লস হয়। সুতরাং ভুলগুলি একবার ধরতে পারলে পরবর্তীতে যদি সে ভুল আর না হয় তাহলেই আমরা লাভ করতে সক্ষম হব। তাই আমাদেরকে ফরেক্স মার্কেটে অবিরাম ট্রেডিংএর প্রাকটিস চালিয়ে যেতে হবে যাতে আমরা মার্কেটকে ভাল করে বুঝতে পারি।

nestbdit
2016-07-06, 02:46 PM
অনেক সু্ন্দর একটি লেখে, গুরুত্ব পুন্য একটি টিপস শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আষা করে আপনি আরো টিপস শেয়ার করবেন। আমাদের শিখতে শুবিধা হবে। প্রতি মাসের শুরুর দিকের ট্রেডে আমি লস করি। আমি কি মাসের প্রথম সপ্তাহে ট্রেড করা থেকে বিরত থাকবো?

Md. Tariqul Islam
2016-07-18, 09:37 AM
আপনি যখন ট্রেড করবেন তখন আপনার কাজের মধ্যে কিছু ভূল হবে তখন আপনার ভুলটিকে খুজে বেরকরে তার সমাধান করতে হবে। আর যতক্ষন আমরা আমাদের ভূলটা বুঝতে পারবোনা এবং তার সমাধানও কেরতে পারবো না ততক্ষন আমরা লস খেয়েই যাবো। আর যখনই আমরা আমাদের ভুল বুঝতে পারবো এবং তার সমাধানও করতে পারবো তখন আর কোন সমস্যা হবেনা। আরেকটি কথা ট্রেড করার সময় অবশ্যই ধর্যের সাথে কাজ করতে হবে।

Md. Tariqul Islam
2016-07-20, 01:08 PM
আপনি যখন ট্রেড করবেন তখন আপনার কাজের মধ্যে কিছু ভূল হবে তখন আপনার ভুলটিকে খুজে বেরকরে তার সমাধান করতে হবে। আর যতক্ষন আমরা আমাদের ভূলটা বুঝতে পারবোনা এবং তার সমাধানও কেরতে পারবো না ততক্ষন আমরা লস খেয়েই যাবো। আর যখনই আমরা আমাদের ভুল বুঝতে পারবো এবং তার সমাধানও করতে পারবো তখন আর কোন সমস্যা হবেনা।

basaki
2016-07-23, 09:22 PM
ফরেক্স মার্কেটে আমি মনে করি অবিজ্ঞ ট্রেডার হতে হলে আপনাকে আগে ভাল করে ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে আর আওনাকে লোবকে সামাল দিতে হবে আর আপনি যদি আপনার মাই মেনেজমেন্ট ঠিক মত করতে পারেন তবে আমি মনেনকরি আপনি ফরেক্স মার্কেটে লাভ করতে পারবেন।

Sahed
2016-07-28, 06:17 PM
ফরেক্স মার্কেটে অভিজ্ঞ ট্রেডার হতে হলে কতগুলো ধাপ অতিক্রম করতে হয় । শুধু ফরেক্স মার্কেট থেকে ডলার ইনকাম করতে পারলেই ফরেক্স মার্কেটে অভিজ্ঞ ট্রেডার হওয়া যায় না । একজন অভিজ্ঞ ট্রেডার হতে হলে আপনাকে ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা শিখতে হবে । তাছাড়া মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । আর অভিজ্ঞ ট্রেডাররা এলোমেলো ট্রেড না করে নিজস্ব কৌশলে ট্রেড করে থাকে ।

fxinfo
2016-07-28, 06:30 PM
ট্রেডে সফল হওয়া এত সহজ বিষয় না বলে আমি মনে করি । আসলে অভিজ্ঞ ট্রেডার হতে হলে অবশ্যই অনেক বেশি ধৈয ধরে ট্রেডিং করে যেতে হবে । আর কত বেশি িইনকাম হয়েছে এর ওপর গুরুত্ব না দিয়ে নিজের ট্রেডিং সিস্টেম এর উপর বিশেষ ভাবে গুরুত্ব দিতে হবে বলে আমি মনে করি । এভাবেই সফল ট্রেডার হওয়া যাবে বলে আমি মনে করি ।

fatema begum
2016-07-31, 05:52 PM
এগুলো আমাদের মত ট্রেডারদের জন্য খুবই কার্যকরী।সুতরাং আমাদেরকে যদি নিজেদের মানসিক চিন্তা ধারা পাল্টানোর নিমিত্তে কাজ করতে সক্ষম করে তুলতে পারি তাহলে আমরা অবশ্যই সফল হয়ে উঠতে পারব।যা আমাদের পরবর্তী ট্রেডিং দক্ষতাগুলোকে একটা বড় পর্যায়ে নিয়ে যাবে।সুতরাং এ বিষয়ে আমাদের নিজেদেরকে সতর্ক রাখতে হবে।যাতে পরে আর কোন সমস্যা না হয়।

md mehedi hasan
2016-11-30, 10:48 AM
আপনি যদি ফরেক্স মার্কেটে নিজেকে একজন দক্ষ ও প্রফেশনাল মানের ট্রেডার হিসাবে গর তুলতে চান তাহলে আপনাকে ফরেক্স মার্কেটে দীর্ঘদিন ধরে প্রাক্টিস করতে হবে।এনালাইসিস করা সঠিকভাবে জানতে হবে এবং সঠিকভাবে মানিম্যানেজমেন্ট করা শিখতে হবে।

Lipu
2016-12-09, 01:44 PM
ভাই আমি আপনার লেখা কথা গুলো পাড়লাম আমি ফরেক্স মাকেটে নতুন তাই আপনার কথার জন্য অনেক কিছু শিখতে পারলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ | ফরেক্স মাকেটে অভিগ্য হতে হলে আপনি যা বলেছেন থিক বলেছেন আমিও আপনার সাথে একমত ধন্যবাদ |

shukumar8099
2016-12-11, 03:35 PM
ভাই আপনি অনেক সুন্দর কথা বলেছেন অনেক ট্রেডার তাদের মত করে বলে থাকে যে, প্রত্যেকটি লসই একটি শিক্ষা। সত্যিটা হলো এই যে, আপনি আপনার লস থেকে শিক্ষা নিতে হবে, না হলে এই কথাটার কোনো ভিত্তি নেই। আপনি কখনো লস/হারানো ট্রেড এর অর্থ ফিরে পাবেন না বা সে অর্থ থেকেও কিছু শিখতে পারবেন না। আপনকে সেই লস ট্রেডে এ্যনালাইসিস করে বের করতে হবে যে, কেন আপনি লস দিয়েছেন এবং পরিকল্পনা করুন কিভাবে আবার এ রকম ভুল না হয়।

msisohel
2016-12-12, 08:33 AM
ধন্যবাদ আপনাকে, আপনার বিষয় ভিত্তিক চমতকার আলচনার জন্য, ট্রেডের কোন নিয়ম কি ভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে কিছু লিখবেন কি ?

Md Masud
2017-05-25, 04:45 PM
অনেক ট্রেডার তাদের মত করে বলে থাকে যে, প্রত্যেকটি লসই একটি শিক্ষা । সত্যিটা হলো এই যে, আপনি আপনার লস থেকে শিক্ষা নিতে হবে , না হলে এই কথাটার কোনো ভিত্তি নেই। আপনি কখনো লস/হারানো ট্রেড এর অর্থ ফিরে পাবেন না বা সে অর্থ থেকেও কিছু শিখতে পারবেন না । একটি পরিকল্পনা থাকা দরকার ট্রেড এর , ডেমোতে কমপক্ষে ৬ মাস অনুশীলন করা দরকার , ট্রেড করার আগে মার্কেট কে ভাল করে এ্যানালাইসিস করা দরকার ।

Mamun13
2017-07-24, 09:14 PM
ফরেক্স মার্কেটে অভিজ্ঞ-দক্ষ ট্রেডার হতে চাইলে অবশ্যই দীর্ঘদিন শিখে,প্র্যাকটিস করে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে৷ প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷

Momen
2017-07-24, 11:00 PM
অভিজ্ঞ ট্রেডার হতে গেলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ধারনা অর্জন করতে হবে। সেই সাথে ফরেক্স এর যাবতীয় নিউজ সম্পর্কে ধারনা রাখতে হবে। সাপোর্ট রেজিসট্যান্স আকা শিখতে হবে। মার্কেট এর উপর বেশি বেশি এনালাইসিস করতে হবে এবং ট্রেন্ড এর সাথে ট্রেড ওপেন করতে হবে। একজন অভিজ্ঞ ট্রেডারকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। কেননা, ফরেক্স মার্কেটে আবেগে বশীভূত হয়ে কিছুই করা যাবে না।

mahbubhb
2017-08-10, 03:24 AM
যিনি এই পোস্ট করেছেন তাকে আসলেই ধন্যবাদ দিতে হয় এই কারনে যে এত চমৎকার ভাবে আমাদের ভুলে গুলো উপস্থাপন করেছেন যেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ট্রেডিং করার সময়ে যেনে না যেনে অনেক কমন ভুল করে থাকি। একজন অভিজ্ঞ ট্রেডার্স হতে হলে আমাদের এই কমন ভুলগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে! তবুও বলা প্রয়োজন দক্ষ ট্রেডার্স হওয়ার জন্য লোভ পরিহার করতে হবে। লসের সময়ে ধৈর্য্য ধারণ করতে হবে। নিয়মিত ফরেক্স নিউজ ফলো করতে হবে এবং মার্কেট এনালাইসিস করতে হবে।