PDA

View Full Version : কেউ Risk & Reward সম্পর্কে বিস্তারিত বলবেন ?



shohag101
2015-06-02, 06:20 PM
কেউ Risk & Reward সম্পর্কে বিস্তারিত বলবেন ?
এটার সম্পর্কে কিছুই জানি নাহ।
please help me.

RichMahfuz
2015-06-13, 08:26 PM
রিস্ক কথাটা আছে বিধায় লাভ আছে, তাই রিস্ক টা হচ্ছে লাভ পাবার পূর্ণ শর্ত, যদিও সব সময় রিস্ক নিয়ে ট্রেড না করা ভাল। আগে ভাল জানতে হবে ফরেক্স সম্পর্কে। মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হয়।

Talha
2015-06-25, 12:13 AM
ফরেক্স মার্কেটে একটা বিষয় আছে সেটা হল রিস্ক রেওয়ার্ড রেসিও। লাভ লসের অনুপাত। মার্কেট আপনার অনুকুলে থাকলে লাভ কত নিবেন আর মার্কেট আপনার প্রতিকুলে চলে গেলে কত লস বহন করবেন বা করতে পারবেন সেটাই হল রিস্ক রেওয়ার্ড রেসিও।

maziz6989
2015-06-25, 11:46 AM
রিক্স রিওয়ার্ড রেশিও হল আপনি কত ডলার ইনকাম করার জন্য কত ডলার হারাতে রাজি আছেন তার অনুপাত। অনেক ট্রেডার যাদের উইন রেশিও ৭০% বা তারও বেশি কিন্তু ওভারঅল লসে আছে তার একটাই কারণ খারাপ রিক্স রিওয়ার্ড রেশিও। তাই আপনার রিক্স:রিওয়ার্ড রেশিও ঠিক করুন। অনেকে ১:৫ পর্যন্ত নেয় তবে সব চেয়ে ভাল হল ১:৩।

shihab
2015-06-25, 05:57 PM
রিক্স রিওয়ার্ড রেশিও হল আপনি কত ডলার ইনকাম করার জন্য কত ডলার হারাতে রাজি আছেন তার অনুপাত। অনেক ট্রেডার যাদের উইন রেশিও ৭০% বা তারও বেশি কিন্তু ওভারঅল লসে আছে তার একটাই কারণ খারাপ রিক্স রিওয়ার্ড রেশিও। তাই আপনার রিক্স:রিওয়ার্ড রেশিও ঠিক করুন। অনেকে ১:৫ পর্যন্ত নেয় তবে সব চেয়ে ভাল হল ১:৩।

মাজিজ এখানে সংক্ষেপে ভাল ভাবে বুঝানর চেষ্টা করেছেন যে রিস্ক রিওয়াড কি। রিস্ক রিওয়াড মেণে আপনি যদি ট্রেড করেন তাহলে আপনি ১০ টা ট্রেড এর মধ্যে ৭ টি তে লস করে যদি তিন্তাতেও প্রফিত করেন তবুও আনুপাতিক হারে আপনার মুল্ধন আরও বারবে।

Zakariea
2015-07-01, 02:27 PM
আসলে ফরেক্স এমন একটা ব্যাবসা যেটাতে অনেক পরিমানে রিস্ক নিতে হয়। রিস্ক ছাড়া ট্রেডিং করা সম্ভব নয়। আর এই খানে যত বেশী রিস্ক তত বেশি প্রফিট। তবে কখনোই সর্বউচ্চ রিস্ক নেওয়া উচিত নয়।

salahuddin
2015-07-08, 01:41 PM
রিক্স রিওয়ার্ড রেশিও হল আপনি কত ডলার ইনকাম করার জন্য কত ডলার হারাতে রাজি আছেন তার অনুপাত।রিস্ক রিওয়াড মেণে আপনি যদি ট্রেড করেন তাহলে আপনি ১০ টা ট্রেড এর মধ্যে ৭ টি তে লস করে যদি তিন্তাতেও প্রফিত করেন তবুও আনুপাতিক হারে আপনার মুল্ধন আরও বারবে।

fxover
2015-09-21, 01:26 AM
কেউ Risk & Reward সম্পর্কে বিস্তারিত বলবেন ?
এটার সম্পর্কে কিছুই জানি নাহ।
please help me.

আপনি যখন ট্রেড করতে যাবেন তখন আপনাকে রিস্ক রিওয়ার্ড হিসাব করতে হবে ।
একটি ট্রেডে কতটুকু ঝুকি নিবেন সেটাকেই রিস্ক বলে। এখন আপনি যে ঝুকি নিছেন তার বিপরীতে আপনার প্রাপ্য কি? কতটুকু পেতে হবে আপনাকে? মনে করেন একটি ট্রেডে ১০ ডলার রিস্ক নিছেন এখন তার বিপরীতে কি আপনি ১০ ডলার চান, না ২০ ডলার চান, না ৩০ ডলার চান? সেটা আপনিই ঠিক করবেন। মুলত রিস্ক রিওয়ার্ড টাকে এভাবে হিসাব করতে পারি।
১:১ (১০ ডলার রিস্ক এর বিনিময়ে ১০ ডলার প্রফিট বা ১০ পিপ স্টপলস ১০ পিপ টেকপ্রফিট )
১:২ (১০ ডলার রিস্ক এর বিনিময়ে ২০ ডলার প্রফিট বা ১০ পিপ স্টপলস ২০ পিপ টেকপ্রফিট )
১:৩ (১০ ডলার রিস্ক এর বিনিময়ে ৩০ ডলার প্রফিট বা ১০ পিপ স্টপলস ৩০ পিপ টেকপ্রফিট )
১:৪ (১০ ডলার রিস্ক এর বিনিময়ে ৪০ ডলার প্রফিট বা ১০ পিপ স্টপলস ৪০ পিপ টেকপ্রফিট )
১:৫ (১০ ডলার রিস্ক এর বিনিময়ে ৫০ ডলার প্রফিট বা ১০ পিপ স্টপলস ৫০ পিপ টেকপ্রফিট )

আপনার রিস্কের বিপরীতে রিওয়ার্ড যত বেশি হবে আপনার প্রফিট ততই বাড়বে। একটা পর্যায়ে দেখা যায় রিস্ক রিওয়ার্ড যদি বেশি হয় তাহলে ৫০% ট্রেড বিপরীতে গেলেও বেশ ভাল অংকের প্রফিট হাতে আসে। মনে করেন ১০ টি ট্রেডে ১:৩ রিস্ক রিওয়ার্ডে ৫ টি যদি স্টপলস হিট করে তাহলে লস হয় ৫০ পিপ এবং প্রফিট হয় ১৫০ পিপ। নিট লাভ ১০০ পিপ।
সোর্সঃ http://www.sadifx.com/130/(এখানে আরও বিস্তারিত আছে কিছু অংশ আমি কপি করে দিলাম)

Aunik
2015-09-21, 07:05 AM
একটি ট্রেড আপনি কতটুকু লস করতে পারবেন , এবং এটার বিপরিতে কতোতুকু প্রফিট আস্তে পারীটাই আপনার রিস্ক রিওয়ার্ড ।। আপনি যখন মার্কেট এ এন্টি নিতে যাবেন তখন আপনাকে রিস্ক রিওয়ার্ড হিসেব করে মার্কেট এত্রেদ করতে হবে ।। তাছাড়া আপনাকে অনেক লস গুন্তে হতে পারে অথবা ব্যালান্স জিরো হতে পারে ।।

shakawath
2015-09-23, 07:04 PM
আভিধানিক অর্থে রিস্ক অর্থ হল ঝুঁকি আর রিওয়ার্ড অর্থ হল মুনাফা। ব্যবসাতে ঝুঁকি থাকবেই। কারন ঝুঁকি না থাক্লে তখন সেখানে শুধু মুনাফা থাকত। আর তখন তা ব্যবসা হত না। রিস্ক রিওয়ার্ড রেশিও হল ঝুঁকির তুলনায় মুনাফার হার। অর্থাৎ ঝুঁকি ১ হলে মুনাফা কত। ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে ফরেক্স এ ঝুঁকি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্তের সাথে বিবেচনা করা হয়।

AbuRaihan
2015-10-10, 11:15 PM
আপনি একটা ট্রেডের কতটুকু ঝুঁকি গ্রহণ করবেন সেটাই হল আপনার রিস্ক এবং ঝুঁকির বিপরীতে কতটুকু লাভ করবেন সেটাই হল রিওয়ার্ড । রিস্ক রিওয়ার্ড রেশিও কিংবা লাভ লসের অনুপাত বিষযগুলো বুঝা খুবই গুরুত্বপূর্ণ । ফরেক্স মার্কেটে এই ধরনের জটিল বিষয়ে ঠান্ডা মাথায় চিন্তা করার চেষ্টা করবেন তাহলে প্রকৃত বিষয় ভালভাবে অনুধাবন করতে পারবনে । মানিম্যানেজমেন্ট এর ক্ষেত্রে এই বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করা হয়ে থাকে ।

Realifat
2015-12-20, 02:49 PM
ফরেক্স ট্রেডিং করতে হলে অবশ্যই রিস্ক এবং রিওয়ার্ড বুঝতে হবে এবং মানতে হবে। রিস্ক অর্থ ঝুকি আর রিওয়ার্ড অর্থ পুরষ্কার। অর্থাৎ ফরেক্স মার্কেটে ঝুকিও রয়েছে আবার ঝুকি নিলে পুরষ্কারস্বরূপ প্রফিট হতে পারে। এবার রিস্ক রিওয়ার্ড মেনে চলা বলতে আপনি যতটুকু লসের রিস্ক নিবেন তার সমান বা তার চাইতে বেশি রিওয়ার্ড তথা লাভের চেষ্টায় ট্রেড করবেন।

abdulguffer
2016-03-18, 01:12 AM
কেউ Risk & Reward সম্পর্কে বিস্তারিত বলবেন ?
এটার সম্পর্কে কিছুই জানি নাহ।
please help me.

রিস্ক রিওয়ার্ড বলতে সম্ভাব্য লস ও লাভ এর অনুপাত কে বুঝায়। ফরেক্স মার্কেটে একে রিস্ক রিওয়ার্ড রেশিও বলে। ফরেক্স ট্রেডিং এর জন্য এই লস/লাভ এর অনুপাত ঠিক 1/2 বা 1/3 হওয়া উচিত। অর্থাৎ 20 পিপস লস এর ঝুঁকি নিলেন এবং 40 অথবা 60 পিপস লাভ হলে লুফে নিবেন।

Md Akter Hossain
2016-03-18, 10:19 AM
রিস্ক রিওয়ার্ড বলতে সাধারণত সম্ভাব্য লস ও লাভ এর অনুপাত কে বুঝায়।ধরুণ আপনি একটা ট্রেড ওপেন করতে চাচ্ছেন । এবার আপনাকে ভাবতে হবে আপনার লাভ হলে কত হবে আর যদি লস হয় তাহলে কত হবে । আপনি নিশ্চই ১ টাকা লসের বিপরীতে ২ টাকা প্রফিট করতে চাইবেন । এটাই হল রিস্ক রিওয়ার্ড ।

md mehedi hasan
2016-11-05, 07:38 PM
ফরেক্স মার্কেটে সামান্য রিক্স নিয়েও কাজ করা ঠিকনা।আপনি যদি একটি ট্রেড ওপেন করেন যদি ট্রেডটিতে ১০০ পিপস রিক্স নিয়ে ৮০ পিপস লাভ করতে চান তাহলে আমি বলবো আপনার ট্রেডটি করা উচিত হবেনা।তবে আপনি যদি একটি ট্রেড ওপেন করেন যদি ট্রেডটিতে ১০০ পিপস রিক্স নিয়ে ২০০ পিপস লাভ করতে চান তাহলে আমি বলবো আপনার ট্রেডটি করা উচিত হবে।

sohrab
2016-11-05, 08:05 PM
ফরেক্স মার্কেটে রিক্স রিয়ার্ড বলতে সম্ভব্য লাভ - লসের অনুপাতকে বুঝায় । ফরেক্স মার্কেট সব সময়ই উঠা নামা করে আর এর সাথেই লাভ লস জড়িত িআপনি একটি ট্রেড করতে চাচ্চেন আপনি কত লাবের বিপরিতে কত লাব করবেন তা হল রিক্স রিয়ার্ড । এক্ষেত্রে লসের চেয়ে লাভকে প্রাধান্য দেয়া হয় ।

MoinFX
2016-11-06, 10:09 PM
ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করি রিস্কি নিয়ে আমি একটা ট্রেডে কি পরিমান লস করার জুকি নিলাম আর সেটা হল রিস্কি আর একটা ট্রেডে কি পরিমান লাভ করার জুকি নিলাম সেটা হল রেয়ার্ড।। আমার কাছে ১:২ হলে ভাল হবে।

RUBEL MIAH
2017-04-29, 06:06 PM
রিস্ক রিওয়াড মেণে আপনি যদি ট্রেড করেন তাহলে আপনি ১০ টা ট্রেড এর মধ্যে ৭ টি তে লস করে । ঝুঁকি ১ হলে মুনাফা কত। ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে ফরেক্স এ ঝুঁকি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্তের সাথে বিবেচনা করা হয় । ১০ ডলার রিস্ক এর বিনিময়ে ৩০ ডলার প্রফিট বা ১০ পিপ স্টপলস ৩০ পিপ টেক প্রফিট ।

Rahat015
2017-05-17, 07:11 AM
ফরেক্স মার্কেটে একটা বিষয় আছে সেটা হল রিস্ক রেওয়ার্ড রেসিও। লাভ লসের অনুপাত। মার্কেট আপনার অনুকুলে থাকলে লাভ কত নিবেন আর মার্কেট আপনার প্রতিকুলে চলে গেলে কত লস বহন করবেন বা করতে পারবেন সেটাই হল রিস্ক রেওয়ার্ড রেসিও। রিস্ক রিওয়ার্ড রেশিও হল ঝুঁকির তুলনায় মুনাফার হার। অর্থাৎ ঝুঁকি ১ হলে মুনাফা কত। ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে ফরেক্স এ ঝুঁকি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্তের সাথে বিবেচনা করা হয়।

Md Masud
2017-05-24, 05:33 PM
রিস্ক রিওয়ার্ড যদি বেশি হয় তাহলে ৫০% ট্রেড বিপরীতে গেলেও বেশ ভাল অংকের প্রফিট হাতে আসে । রিস্ক রিওয়ার্ড রেশিও হল ঝুঁকির তুলনায় মুনাফার হার । ঝুঁকি ১ হলে মুনাফা কত। ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে ফরেক্স এ ঝুঁকি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্তের সাথে বিবেচনা করা হয় । অামরা কম রিক্স নেওয়ার চেষ্টা করব ।

md mehedi hasan
2022-03-13, 02:08 PM
ফরেক্স মার্কেটে রিক্স রিওয়ার্ডস একটি গুরুত্বপূর্ণ বিষয়।ফরেক্স মার্কেটে রিক্স বলতে আপনি প্রতি ট্রেডে লস নিলে কত ডলার লস নিবেন।আর রিওয়ার্ডস বলতে একটি ট্রেডে প্রফিট নিলে আপনার রিক্স এর বিপরীতে কত ডলার লাভ নিবেন।ফরেক্স মার্কেটে আমাদের রিক্স রিওয়ার্ডস এক আনু পাত দুই পারফেক্ট।আপনাকে ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় মাথায় রাখতে হবে আমি যদি একটি ট্রেড ওপেন করে যদি ট্রেড টি লস হয় এক ডলার লস নিবো।আবার ট্রেডটি যদি লাভ হয় তাহলে দুই ডলার নিবো।আপনি কখনো এক ডলার রিক্স নিয়ে এক ডলার ইনকাম এর চেষ্টা করবেন না।এই ধরনের ট্রেড গুলো এরিয়ে যাওয়া উচিত হবে।