PDA

View Full Version : সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ধারণ করবো কীভ



shohag101
2015-06-03, 12:08 AM
সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ধারণ করবো কীভাবে।
মেটা তে কোন ইনডিকেটর এর মাধ্যমে এটা নির্ণয় করা যায়?

RichMahfuz
2015-06-04, 04:59 PM
সাপোর্ট এন্ড রেজিস্টেন্ট নির্ণয় করতে ইঊটিউব থেকে টিউটোরিয়াল ডাউনলোড করে শিখতে হবে।

RichMahfuz
2015-06-10, 09:56 AM
কান্ডেলস্টিক চাট এনালাইসিস করার সময় কোন টাইম ফ্রেমে এনালাইস করতে হয় এবং ভাল ফল পাওয়া যায়? আমি জানিনা। জানলে সহযোগিতা করবেন আশা করছি।

shihab
2015-06-20, 06:13 PM
সাপোট রবং রেসিস্তেন সম্পর্কে ভাল করে বুঝার জন্য ইউটিউব এ এ অনেক ভাল ভাল তিউতিরিয়াল আছে যা আপনাকে শিখতে সাহায্য করবে এবং এর পাশাপাশি Supply and Demand কি সেটাও ভাল করে শিখে নি আপনার কাজে লাগবে।

Talha
2015-07-17, 01:53 AM
এম টি ফোর প্লাটফর্মে সাপোর্ট এবং রেজিসট্যান্স নির্নয় করার জন্য আমাদের একটা ইন্ডিকেটর ব্যবহার করতে হয় তার নাম হল জিগজাগ এই ইন্ডিকেটরের মাধ্যমে সাপোর্ট রেজিসট্যান্স খুব ভালো ভাবে এবং খুব ক্লিয়ার ভাবে নির্নয় করা যায় এর থেকে সহজ উপায় আমার জানা নেই আর কারো আরও ভাল কিছু জানা থাকলে শেয়ার করতে পারেন।

maziz6989
2015-07-20, 11:32 PM
সাপোর্ট এবং রেজিসটেন্স নির্ধারণ করার জন্য অনেক সিস্টেম আছে। ভোলিঙ্গার বেন্ড, মুভিং এভারেজ , জিগজাগ ছাড়াও একটা ইনডিকেটর আছে যা কোন ওয়েব সাইটে আপনি পেতে পারেন এবং নাম হল পিভট পয়েন্ট ইনডিকেটর। এটা চার ঘন্টার নিচের টাইমফ্রেমে কাজ করে। এর উপরে গেলে এটা শো করবে না। তবে সুত্রের সাহায়্যে নিজে হিসেব করে ব্যবহার করা সব থেকে ভাল।

swadip chakma
2015-09-08, 09:17 PM
ফরেক্স এ সাপোট এবং রেসিস্টেন্স ভেজা একদম সহজ যদি আপনি মনোযোগ সহকারে কাজ করেন বা কারোর কাছে ধারনে নেওয়া যাই অথবা কিছু ইন্দিকেতর আছে যে গুলো দেখলে বুজার খমতা রাখে ।যেমন যিগযাজ একটি ভাল ইন্দিকেটর যা সাপোট এবং রেসিস্টেস সহজে বুজার উপাই।

MotinFX
2015-09-11, 09:52 AM
ভাই আমি নতুন ট্রেড করি। আমি করি সাপোর্ট এবং রেজিস্টান্ট ধারার জন্য জিগজাগ সুন্দর একটি মাধ্যম। এরপরও উইটিউব থেকে ভিডিও ডাউনলোড করে জানা যায়।

amdad123
2015-09-12, 12:12 AM
একটি টাইম ফ্রেমে এনালাইস করে সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ধারণ করা যায়। সেক্ষেত্রে দেখতে হবে মার্কেট উপরে একটি নির্ধারিত লাইনে কয়বার উঠেছে। এবং কয়বার একটি লাইনে নেমেছে।

Marufa
2015-09-12, 10:26 AM
সাপোর্ট এবং রেসিটেন্স ণির্ণয় করার জন্য কিছু সূত্র রয়েছে । গুগলে সার্চ করলে পেয়ে যাবেন । আর সবচেয়ে সহজ উপায় হলে পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি ব্যবহার করা । এই ইন্ডিকেটরের মাধম্যে আপনি তিনটি সাপোর্ট লেভেল এবং তিনটি রেসিসটেনস লেভেল সহজেই পেয়ে যাবেন ।

fxover
2015-09-13, 01:01 PM
সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ধারণ করবো কীভাবে।
মেটা তে কোন ইনডিকেটর এর মাধ্যমে এটা নির্ণয় করা যায়?

ফরেক্স মার্কেটে কোন ট্রেড এ এন্ট্রি নেয়ার জন্য আমাদের সর্ব প্রথম যে কাজক্টি করতে হবে তা হচ্ছে সাপোর্ট ও রেজিস্ত্যান্স নির্ধারন করা । সাপোর্ট ও রেজিস্ট্যান্স না বুঝলে আপনি ট্রেড করে সফল হতে পারবেন না । আমরা বিভিন্ন ভাবে এসব বের করতে পারি । যেমন , ফিবোন্যাসি, পিভট পয়েন্ট বা ট্রেন্ড লাইন এর মাধ্যমে আমরা সাপোর্ট ও রেজিস্ট্যান্স বের করতে পারি । তারপর আমরা মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করলেও সফল হব ।

Rahat015
2015-12-28, 01:03 PM
সাপোর্ট ও রেসিসটেন্স ধরার জন্য আমার মতে আপনাকে অনেক এনালাইসিস করতে হবে যদি আপনি নির্ভুল ভাবে সাপোর্ট ও রেসিসটেন্স ধরতে চান। আর ইনডিকেটর যে সব সময় নির্ভুল তথ্য দিবে তা কিন্তু না। এ ক্ষেত্রে আমি বলব ইনডিকেটর এর পাশাপাশি নিজের এনালাইসিস কাজে লাগান। এতে আপনার উপকার হবে।

Talha
2015-12-29, 12:39 AM
মেটা ট্রেডার প্ল্যাটফর্মে অনেকগুলো টুলস রয়েছে আনুভুমিক লাইনের মাধ্যমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নির্ধারণ করব এটাকে ইংরেজিতে বলে হরিজেন্টাল লাইন ওই টুলস কে ব্যবহার করে সাপোর্ট নির্ধারণ করবেন এবং রেজিস্ট্যান্স নির্ধারণ করবেন এগুলো হল ফরেক্স ট্রেডিং এ মৌলিক বিষয় এগুলো অবশ্যই আমাদের ক্লিয়ার থাকতে হবে।

Rahat015
2015-12-31, 09:49 AM
মূলত সাপোর্ট রেসিস্টেন্স নির্ধারন করা টা অনেক সোজা যদি আপনি মার্কেট বুজেন। আর যতটা সোজা ঠিক ত্তটাই কঠিন যদি আপনি মার্কেট না বুজেন। তাই আগে আপনাকে মার্কেট বুজতে হবে। তবে আমি আপনাকে এক্টু হেল্প করতে পারি , বর্ত্মান সিচুয়েশ্ন এ মার্কেট যে অবস্থায় আছে তার আগে সর্বোচ্চ আর সর্বনিম্ন সিচুয়েশ্ন কে আপনি সাপোর্ত রেসিস্টেন্স ধরতে পারেন।

Rahat015
2016-01-03, 10:13 AM
জিগজাগ এই ইন্ডিকেটরের মাধ্যমে সাপোর্ট রেজিসট্যান্স খুব ভালো ভাবে এবং খুব ক্লিয়ার ভাবে নির্নয় করা যায়। আর আপনি এনালাইসিস করে যদি সাপোর্ট ও রেসিস্টেন্স নির্নয় করতে পারেন সেটা আপনার জন্য ভালো।

MotinFX
2016-01-12, 05:38 PM
ফরেক্স মার্কেটে সাপোর্ট রেজিসটেন্স নির্নয় করা শিখে কোন লাভ নেই আপনাকে ফরেক্স টিকে থাকতে হলে ট্রেন্ড সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। তাহলে আপনি মার্কেটে তালের সাথে মিলে চলতে পারবেন আমরা তালের সাথে মিলতে পারলে এই মার্কেট থেকে আয় করা সম্বভ হবে।

real80
2016-02-08, 07:25 PM
সাপোর্ট ও রেসিস্টেন্স কিভাবে বের করতে হয় তা শিখতে চাইলে ইন্টারনেটের মাধ্যমে গুগোল এর সাহায্যে অথবা ইউটিউবের সাহায্যে শেখা যাবে। অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে যা দেখলে একটি ভাল ধারনা লাভ করা যাবে। এর সাথে মেটাট্রেডার প্লাটফর্মে জিগজাগ নামের একটি ইন্ডিকেটর রয়ছে যা আমদের সহজেই সাপোর্ট ও রেসিস্টেন্স বের করতে সাহায্য করে।

basaki
2016-03-28, 10:16 PM
সাপোর্ট এবং রেসিস্টেন্ট ভাল করে যদি আপনি স্তাপন করতে পারেন তবে ফরেক্স মার্কেটে আপনি ট্রেড করতে পারবেন আর আপনি যুঅঅঅঅদি ফরেক্স মার্কেটে ঠিক ঠিক করে ট্রেড করে যেতে পারেন তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে আপনি অনেক লাভবান হয়ে পারবেন। তাই রেসিস্টেন খুব ভাল করে শিখতে হবে।

abdulguffer
2016-03-29, 09:40 PM
সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয় করার জন্য জিগজাগ ইন্ডিকেটর ব্যবহার করা হয় । কিন্তু মেটা ট্রেডার 4 সফটওয়্যার ফর এনড্রয়েট এ জিগজাগ ইন্ডিকেটর টি নেই। এটি কিভাবে মেটা টরেডার 4 এন্ড্রয়েট মোবাইল ফোনে ইন্সটল করতে হবে?

yasir arafat
2016-04-02, 04:06 PM
আপনার জন্য সহজ হবে যদি আপনি পিভট ইন্ডিকেটর ব্যবহার করেন।আমি নিচে এটাচ করে দিলাম।ডাউনলোড করেন।এটা সার্পোট রেসিসটেন্স ড্র করবে এবং পিভট পয়েন্টও থাকবে।
https://www.mql5.com/en/code/10990

yasir arafat
2016-04-03, 10:30 PM
সাপোট আর রেসিসটেন্স বের করার পদ্ধতি নিচে দেওয়া হল:
Pivot point (PP) = (High + Low + Close) / 3

First level support and resistance:

First resistance (R1) = (2 x PP) Low

First support (S1) = (2 x PP) High

Second level of support and resistance:

Second resistance (R2) = PP + (High Low)

Second support (S2) = PP (High Low)

Third level of support and resistance:

Third resistance (R3) = High + 2(PP Low)

Third support (S3) = Low 2(High PP)

sharifulbaf
2016-05-20, 08:44 AM
ফরেক্স মার্কেটে আমরা সাপোর্ট এবং রেসিস্টেন্স বাহির করে থাকি গাণিতিক সুত্র মুতাবেক,গুগলের বিভিন্ন অয়েব সাইটে সাপোর্ট এবং রেসিস্টেন্স এর সুত্র দেওয়া আছে,আবার ফরেক্স মার্কেটের বিভিন্ন সাইটে সাপোর্ট এবং রেজিস্টেন্স দেওয়া থাকে,ফরেক্স ট্রেডিং করতে হলে আমাদের এগুলি দেখে ট্রেডিং করতে হবে।

Sahed
2016-07-25, 04:20 PM
ফরেক্স মার্কেটে সাপোর্ট হচ্ছে খুটি আর রেজিস্টান্স হচ্ছে বাধা দান । ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল অত্যান্ত গুরুত্বপূর্ণ । সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল নির্নয় করে মার্কেটে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে । সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল বের করার জন্য আপনি পিভট পয়েন্ট ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন ।

fatema begum
2016-07-31, 08:45 PM
সার্পোট রেসিসটেন্স নির্ধারণ করতে গেলে আপনাকে আগের দিনের হাইলো এবং ক্লোজ জানতে হবে।তারপর তিনটা প্রাইস একসাথে যোগ করে তিন দিয়ে ভাগ করতে হবে।এভাবে পিভট বের করতে হবে।তারপর পিভট থেকে হাইলো যোগ করে সাপোট এবং রেসিসটেন্স বের করতে হয়।আপনি এত ভেজাল না করে একটা ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন।

dwipFX
2016-08-03, 03:25 PM
ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন ভাবে এনালাইসিস করে থাকি তার মধ্যে একটি হল সাপোর্ট রেজিস্টেন্স আর আমি সাপোর্ট রেজিস্টেন্স ভাল করে জানা নেই দুইটা টপ এক সাথে হলে সেটাকে আমরা সাপোর্ট হিসাবে নিব আর দুইটা বাটন এক সাথে হলে সেটা হল রেজিস্টেন্স।

SHOYEB
2016-08-07, 07:17 AM
ইউ টিউব থেকে ভিডিও টিউটৌরিয়াল নিয়ে সাপোর্ট রেসিসটেন্স নির্ধারন করা যায় এই ধারণাটা পেলে ভালভাবে ট্রেড করা যায়।

SHOYEB
2016-08-08, 08:18 AM
সার্পোট রেসিসটেন্স ইউটিউব টিউটোরিয়াল দেখে নির্ধারন করা যায়।

vodrolok
2016-09-06, 02:15 AM
সাপোর্ট ও রেসিস্টেন্স নির্ধারণের ক্ষেত্রে মার্কেটের হায়ার হাই লোয়ার লো গুলো কানেক্ট করে একটা হরিজন্টাল লাইন একটা হবে। প্রাইস এর উপরে থাকলে ইটা সাপোর্ট আর নিচে থাকলে রেসিস্টেন্স। তবে এটা বুঝার বিষয়ে আছে তাই প্রথম দিকে নিজের সাপোর্ট রেসিস্টেন্স গুলো এক্সপার্টদের সাথে মিলিয়ে নিতে হবে। অনেকে পিভট কে ডেইলি সাপোর্ট রেসিস্টেন্স হিসেবে ব্যবহার করে।

vodrolok
2016-09-07, 03:37 PM
যে কয়টা জিনিস শেখার উপর ফরেক্সে নিশ্চিত সাফল্যের সম্ভাবনা থাকে তার মধ্যে অন্যতম হলো সাপোর্ট ও রেসিস্টেন্স নির্ধারণ করতে পারা। এর জন্য চর্চা প্রয়োজন এবং অভিজ্ঞ ট্রেডারদের পদ্ধতিগুলো দেখা প্রয়োজন আর দরকার হলো ভুল শোধরানো। ভুল বের করে ভুল শোধরাতে থাকলে একসময় নিখুঁত ভাবে তা বের করার যোগ্যতা হয়ে যাবে।

Shuvo Ghosh
2016-09-08, 01:35 PM
আসলে নিজে নিজে সাপর্ট আর রেজিসটেন্স খুজে বের করা কঠিন। তাই আপনি আরএস আাই এর ব্যবহার করতে পারেন। আর এস আই এর অথর্ রলিেটিভ স্ট্রেন্থ ইনডেক্স। আপনি এটাকে খকব সহজেই বুঝতে পারবেন ও এটি আপনাকে অতি সহজেই সাপর্ট এবং রেজিসটেন্স অথবা ওভার বাই অর ওভার বট দেখিয়ে ট্রেড দিতে সাহায্য করবে।

Forex Boy
2016-09-09, 08:42 PM
আপনি মার্কেটে সাপর্ট এবং রেজিস্টেন্স খুজে বেরাচ্ছেন তাহলে আপনি খুব সহজেই অসিলেটর ইন্ডিকেটর দিয়ে আপনি আপনার সাপর্ট এবং রেজিসটেন্স খুজে পাবেন। আসলে কছিুু কিছু বিষয় আছে যা কোন কিছুর সাহায্য ছারা করা যায় না তাদের মধ্যে এই সাপোর্ট এবং রেজিসটেন্স খোজা হোল একটি। অথবা আপনি আর এস আই ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন।

milonkhanfx1993
2016-10-03, 12:23 AM
সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ধারণ করবো কীভাবে।
মেটা তে কোন ইনডিকেটর এর মাধ্যমে এটা নির্ণয় করা যায়?

কিছু ইন্ডিকেটর আছে কিন্তু আপনি ডে,ঘন্টা এবং ৪ ঘন্টার সাপোরট রেসিস্টান্স নিজে আকাতে পারেন ভিন্ন ভিন্ন কালার দিয়ে যেটা সবছেয়ে ভাল হবে বলে আমি মনে করি আর তার মাঝে ডে টা বেশি শক্তিশালী হবে।

MoinFX
2016-10-03, 12:06 PM
সাপোর্ট রেজিস্টেন্স ফরেক্স মার্কেটে খুব গুরুত্বপুর্ন কারন সাপোর্ট রেজিস্টেন্স যারা সঠিক ভাবে নির্ধারন করতে পারে তারা ফরেক্স মার্কেটে সফলতা পেতে অনেক সহজ হবে।তাই আমাদের কে অভিজ্ঞ ট্রেডার থেকে ফরেক্স শিখতে হবে।

md mehedi hasan
2016-11-12, 09:43 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে বা সঠিকভাবে ট্রেড পরিচালোনা করতে হলে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল নির্ধারন করতে হবে।সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল নির্ধারন করতে হলে আপনাকে জিগজ্যাগ ইন্ডিকেটর বা বলিঙ্গার ব্যান্ড ব্যবহার করতে পারেন।

riponinsta
2017-01-07, 03:39 PM
আপনি সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ণয় করার জন্য আপনি ইনডিকেটর ব্যবহার করতে পারেন আর আপনি নিজে আক্তে চাইলে আমি যদি ডে তে টেড করেন তা হলে আপনাকে ওয়িকলিতে টেড করতে হবে । আপনি লাইন চাট এ গেলে সাপোর্ট এবং রেসিসটেন্স খুব সহজ এ বুজতে পারবেন তখন আপনি সাপোর্ট এবং রেসিসটেন্স একে ফেললেন এতাই সব থেকে ভাল ।

Mamun13
2017-11-20, 09:37 PM
ফরেক্স মার্কেটে প্রত্যেক ট্রেডের সফলতার 20% নির্ভর করে টেকনিক্যাল এনালাইসিসের উপর৷আর এই টেকনিক্যাল এনালাইসিসের মূল বিষয়ই হচ্ছে সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো খুঁজে বের করা এবং নিশ্চিত হওয়া৷আমাদের ট্রেডিং চার্টে দেখবেন প্রাইস কিছু কিছু লেভেলকে অতীতে এবং বর্তমানে কয়েকবারই টেষ্ট ও রিটেষ্ট বা ব্রেকআউট ও পুলব্যাক অথবা বাউন্স ও ব্রেক করেছে ঐসব লেভেলগুলোই হচ্ছে সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল৷

morshed naim
2017-12-05, 03:03 AM
ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন ভাবে এনালাইসিস করে থাকি তার মধ্যে একটি হল সাপোর্ট রেজিস্টেন্স আর আমি সাপোর্ট রেজিস্টেন্স ভাল করে জানা নেই দুইটা টপ এক সাথে হলে সেটাকে আমরা সাপোর্ট হিসাবে নিব আর দুইটা বাটন এক সাথে হলে সেটা হল রেজিস্টেন্স।আর সবচেয়ে সহজ উপায় হলে পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি ব্যবহার করা । এই ইন্ডিকেটরের মাধম্যে আপনি তিনটি সাপোর্ট লেভেল এবং তিনটি রেসিসটেনস লেভেল সহজেই পেয়ে যাবেন ।থবা কিছু ইন্দিকেতর আছে যে গুলো দেখলে বুজার খমতা রাখে ।যেমন যিগযাজ একটি ভাল ইন্দিকেটর যা সাপোট এবং রেসিস্টেস সহজে বুজার উপাই।

FXBD
2019-07-08, 04:39 PM
আপনি যদি সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝতে পারেন তবে আপনি বুঝতে পারবেন ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে। এই পদ্ধতি আপনাকে সঠিক সময়ে ট্রেড খুলতে এবং ঠিক সময়ে ট্রেড থেকে আপনাকে বের হয়ে আসতে আপনাকে সাহায্য করবে। বিভিন্নভাবে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বের করা যায়।
যখন মার্কেট সাপোর্ট লেভেল একবার ব্রেক করে যায়, সাধারণত প্রাইস আরও কমে যায় এবং পরবর্তী রেসিসটেন্স লেভেল তখন সাপোর্ট হিসেবে কাজ করে। আবার যখন মার্কেট রেসিসটেন্স লেভেল একবার ব্রেক করে যায়, সাধারণত প্রাইস আরও বেড়ে যায় এবং পরবর্তী সাপোর্ট লেভেল তখন রেসিসটেন্স হিসেবে কাজ করে। তাই সাপোর্ট ব্রেক করলে সেল করা উচিত এবং রেসিসটেন্স ব্রেক করলে বাই করা উচিত। ছবি পোস্ট করা হল, নিচের ছবিটি দেখুন।
8363
এখানে একটি জিগজ্যাগ প্যাটার্ন দেখা যাচ্ছে। ধরুন মার্কেট আপট্রেন্ডে রয়েছে। এখানে মার্কেট সর্বোচ্চ বাড়ার পর যে প্রাইসে আবার তা কমে যেতে শুরু করে সেটাই রেসিসটেন্স। অর্থাৎ, বেড়ে যাওয়ার পর সর্বোচ্চ পয়েন্টটিই হল রেসিসটেন্স লেভেল। আবার কমে সর্বনিম্ন যত নিচে যায়, সেই পয়েন্টটি হল সাপোর্ট লেভেল। মার্কেট ডাউনট্রেন্ডে থাকলেও একইরকম

Md_MhorroM
2019-07-14, 01:28 AM
অনেকেই বলে থাকেন ফরেক্স মার্কেটে সাপোর্ট হচ্ছে খুটি আর রেজিস্টান্স হচ্ছে বাধা দান । ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল অত্যান্ত গুরুত্বপূর্ণ । সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল নির্নয় করে মার্কেটে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে । সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল বের করার জন্য আপনি পিভট পয়েন্ট ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন ।

Mazharul777
2019-07-14, 01:29 AM
আমি বলবো ফরেক্স মার্কেটে কোন ট্রেড এ এন্ট্রি নেয়ার জন্য আমাদের সর্ব প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে সাপোর্ট ও রেজিস্ত্যান্স নির্ধারন করা । সাপোর্ট ও রেজিস্ট্যান্স না বুঝলে আপনি ট্রেড করে সফল হতে পারবেন না । আমরা বিভিন্ন ভাবে এসব বের করতে পারি । যেমন , ফিবোন্যাসি, পিভট পয়েন্ট বা ট্রেন্ড লাইন এর মাধ্যমে আমরা সাপোর্ট ও রেজিস্ট্যান্স বের করতে পারি । তারপর আমরা মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করলেও সফল হবো।

FX7
2019-12-09, 03:24 PM
বুঝতে পারছি,এটা শেখার জন্য আমাকে ইউটিউব এর সাহাজ নেওয়াটাই ভাল।আবি আজকে ইউটিউব থেকে সাপোট ও রেসিস্টেন্ট সম্পকে টিউটোরিয়াল দেখে নেবো।ধন্যবাদ সবাইকে

Fxhuman
2020-01-12, 01:18 PM
একটি টাইম ফ্রেমে এনালাইস করে সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ধারণ করা যায়। সেক্ষেত্রে দেখতে হবে মার্কেট উপরে একটি নির্ধারিত লাইনে কয়বার উঠেছে। এবং কয়বার একটি লাইনে নেমেছে।

Emarif1992
2020-01-17, 11:33 PM
সাপোর্ট এবং রেজিসট্রেন্স নির্ণয় করার জন্য অনেক ইন্ডিকেটর রয়েছে, যেগুলো ব্যবহার করে খুব সহজেই সাপোর্ট এবং রেজিসট্রেন্স নির্ণয় করা সম্ভব। সেগুলোর মধ্যে জিগজাগ, পিভোট পয়েন্ট ইত্যাদি ব্যবহার করে নির্ণয় করলে ভাল ফল পাওয়া যায়। তবে কোন ইন্ডিকেটর ব্যবহার না করেও সাপোর্ট এবং রেজিসট্রেন্স নির্ণয় করতে পারে অভিজ্ঞরা।

Fxxx
2020-01-19, 09:00 PM
আপনি ফোর আওয়ার ক্যান্ডেল অথবা ১ দিনের ক্যান্ডেল দেখবেন। সেখানে দেখা যাবে মার্কেট পুর্বে কোন একসময় একটা নির্দিষ্ট রেন্জে গিয়ে বেক করেছে এখন আবার সেদিকেই যাচ্ছে মেনুয়ালি ওটাই আপনার রেজিস্টান্স হিসেবে ধরে নিতে হবে। একইভাবে নিচের যে পর্যায় থেকে মার্কেট বেক করেছে ওটাই আপানার সাপোর্ট লেভেল ধরে নিতে হবে।

amreta
2020-01-25, 11:06 AM
ধারাবাহিক হওয়ার জন্য আমাদের লাভটি পেশাদার হওয়ার একটি আরও ভাল সংজ্ঞা, তবে একই সাথে পেশাদাররা পাশাপাশি বড় মুনাফা অর্জন করতে পারে বলে আমি মনে করি এটি তার ব্যবসায়ের একটি অতিরিক্ত সুবিধাও বটে যা যদিও সর্বদা না ঘটে তবে সাধারণভাবে আপনি খুব বেশি সঠিক কারণ অবিচ্ছিন্নতার সবসময় একটি হাত থাকে, কারণ আপনার দক্ষতার উপর নির্ভর করার জন্য আপনি অবশ্যই বার বার কাজ করেছেন।

Rokibul7
2020-05-09, 06:56 PM
ধন্যবাদ ভাই আপনাদের।আমি নতুন টেড করি সাপোট রেসিস্টেন্স সম্পকে আমি তপমন বুঝি না।আপনাদের মতামতে বুঝলাম সাপোট রেসিস্টেন্স বোঝার জন্য ভিডিও টিউটোরিয়াল উত্তম বোধ হয়।আমি এ গুলো দেখবো।বর ঝিগঝাগ টাও সেট করে দেখবো কিছু বুঝি কিনা।

Sakib42
2020-06-27, 11:39 PM
সাপোর্ট এবং রেসিটেন্স মূল ক্ষেত্র এবং দামগুলি এর আগে এর প্রতিক্রিয়া জানিয়েছিল। সমর্থন ক্ষেত্র এবং প্রতিরোধের অঞ্চলটি সমৃদ্ধ অঞ্চল এবং এগুলি মূল সুইং পয়েন্ট হতে পারে যেখানে দামগুলি বিচ্যুত হয় এবং একটি নতুন ট্রেন্ড দেখাতে শুরু করে।একটি টাইম ফ্রেমে এনালাইস করে সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ধারণ করা যায়.:1f603: