PDA

View Full Version : দক্ষ ট্রেডাররা একই গর্তে বার বার পা দেয় না !!!



Mahmud1984fx
2020-05-23, 09:40 AM
এ্যান্ট্রিতে লসের ব্যাপারে গভীরভাবে এ্যানালাইসিস করলে দেখা যায় যে সব কারণে কিছু ট্রেডার বার বার লস করে বা ফরেক্সে ব্যর্থ হয়-সে সব কারণগুলো প্রায় একই রকম। অর্থ্যাৎ অধিকাংশ সময় একই ভূল বার বার করার কারণেই ফরেক্সে ব্যর্থতা বা লসগুলো হচ্ছে। অথচ আমাদের উচিত যে সব ভূল বা সমস্যার কারণে বার বার লস হচ্ছে তা চিহ্নিত করা এবং একই ভূল যেন বার বার না ঘটে সেই চেষ্টা করা।যদি এভাবে সংশোধন করা যায় এক সময় আর কোন ভূল বা সমস্যা থাকার কথা নয়। যারা দক্ষ-অভিজ্ঞ ট্রেডার তারা এভাবে সংশোধন করার কারণেই তুলনামূলক লস কম করে এবং লাভ বেশী করে। মনে রাখতে হবে একই গর্তে বার বার পা দেয়া যাবে না।




ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297

Hasinapx
2020-05-23, 11:23 AM
একথা ১০০% বাস্তব সত্য যে, আমরা যে ভূলের কারণে বার বার লস করি তা বেশীর ভাগ ক্ষেত্রে একইরকম। কিন্তু আমরা সংশোধনের চেষ্টা করি না। আসলে আমরা মনে করি যে, এই বুঝি মার্কেট আমার অনুকূলে ফিরে আসব কিন্তু তা বেশীর ভাগ সময় ফিরে আসে না ফলে আমরা প্রচুর লস করে ফেলি। আমাদের উচিত প্রতিটা এ্যান্ট্রিতে লস বা প্রফিট যাই হোক না কেন তা নোট রাখা । তা পরবর্তীতে ভূল হওয়ার সম্ভাবনা কম থাকে বা প্রফিট করা ও সহজ হয়ে যায়।

Soh1952
2020-05-23, 11:34 AM
কথায় আছে টেকো বার বার বেল তলায় যায় না ঠিক তেমনি দক্ষ ট্রেডার একই ভূল বারবার করে না।দক্ষ ট্রেডার গন কখনো ভূল করলে পরে সেই ভূলগুলো খুজে বের করে তা সূদরানোর চেষ্টা করে।এবং ঐ ধরনের ভূল যানো না হয় সেদিকে সব সময় খেয়াল রাখে।

mamunjd97
2020-05-24, 10:04 AM
দক্ষ ট্রেডাররা একই গর্তে বার বার পা দেয় না অর্থ্যাৎ যারা দক্ষ-অভিজ্ঞ ট্রেডার তারা বার বার একই ভূল করে না। তারা মার্কেট এ্যানালাইসিস করে সুক্ষ্মভাবে,তেমনি মানি ম্যানেজমেন্ট অনুসরণ সহ সব নিয়ম কানুন মেনে চলে যার কারণে তাদের লসও কম হয়। কিন্তু আমরা দেখেছি বার বার লস হচ্ছে জেনেও একই ভূল বার বার করে ফেলি। এজন্যআমার মনে হয় ভূল গুলো লিখে রাখলে ভাল হয়।

Mas26
2020-05-24, 10:19 AM
দক্ষ ট্রেডাররা একই গর্তে বার বার পা দেয় না অর্থ্যাৎ যারা দক্ষ-অভিজ্ঞ ট্রেডার তারা বার বার একই ভূল করে না। তারা মার্কেট এ্যানালাইসিস করে সুক্ষ্মভাবে,তেমনি মানি ম্যানেজমেন্ট অনুসরণ সহ সব নিয়ম কানুন মেনে চলে যার কারণে তাদের লসও কম হয়। কিন্তু আমরা দেখেছি বার বার লস হচ্ছে জেনেও একই ভূল বার বার করে ফেলি। এজন্যআমার মনে হয় ভূল গুলো লিখে রাখলে ভাল হয়।

masum0086
2020-07-15, 04:00 PM
দক্ষ ট্রেডাররা একই গর্তে বার বার পা দেয় না। কিন্তু আমরা যারা এখনো পুরোপুরি দক্ষ হয়ে উঠিনি তারা একই ভূল বার বার করি তা আমাদের নিজেদের ট্রেড ইতিহাস বিশ্লেষণ করলেই দেখতে পারি। এগুলোর কারন হিসাবে আমরা বলতে পারি মানবিক কিছু দূর্বলতা আছে তা আমরা সহজে পরিবর্তন করতে পারি না। আমরা অনেকে অনেক পুরাতন অভ্যাস ও অনেক সময় সহজে পরিবর্তন করতে পারি না। যার কারণে আমরা একই ভূলের কারণে বার বার লস করি। এজন্য একই ভূল বার বার করা যাবে না।

FREEDOM
2020-07-15, 06:00 PM
ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডাররা খুব বেশি লস করে না তাদের দক্ষতার কারনেই। আবার যারা নতুন ট্রেডার আছে তারা লস করে তাদের অদক্ষতার কারনেই। আপনি ফরেক্স সম্পর্কে যত ভালো জানবেন যত বুঝবেন ততোই আপনার জন্য মংগোল কারন ফরেক্সে তারাই ভালো করতে পারে যারা ফরেক্স সম্পর্কে ভালো জানে।

Devdas
2020-07-15, 06:06 PM
ফরেক্স এ সবথেকে বড় সমস্যা হল আমরা বেশী লাভের আশার বা প্রত্যেকটি ট্রেড এর আশায় আমরা ট্রেড করে থাকি। কিন্তু আমরা কখনো একটা বিষয় চিন্তুা করি না যে কী করে আমরা প্রত্যেকটি ট্রেড এ সাফলতা অর্জন করব। ফরেক্স এ আমরা যখনই কোন একটি ট্রেড এ ভুল ট্রেড করি তখনই আমাদের সেইখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে কী করে লস করলাম। এভাবে যদি আমরা প্রত্যেক লস ট্রেড এ চেক করি অভিজ্ঞতা অর্জন করি তাহলে আমরা পরবর্তীতে লস করব না। আর দক্ষ ট্রেডারগন একই ভুল বার বার করে না তারা যেখান থেকে লস করেছে সেখান থেকে শিক্ষা অর্জন করে পরবর্তী ট্রেড এ সাফলতা অর্জন করে।

KF84
2020-07-20, 11:20 AM
এ্যান্ট্রিতে লসের ব্যাপারে গভীরভাবে এ্যানালাইসিস করলে দেখা যায় যে সব কারণে কিছু ট্রেডার বার বার লস করে বা ফরেক্সে ব্যর্থ হয়-সে সব কারণগুলো প্রায় একই রকম। অর্থ্যাৎ অধিকাংশ সময় একই ভূল বার বার করার কারণেই ফরেক্সে ব্যর্থতা বা লসগুলো হচ্ছে। অথচ আমাদের উচিত যে সব ভূল বা সমস্যার কারণে বার বার লস হচ্ছে তা চিহ্নিত করা এবং একই ভূল যেন বার বার না ঘটে সেই চেষ্টা করা।যদি এভাবে সংশোধন করা যায় এক সময় আর কোন ভূল বা সমস্যা থাকার কথা নয়। যারা দক্ষ-অভিজ্ঞ ট্রেডার তারা এভাবে সংশোধন করার কারণেই তুলনামূলক লস কম করে এবং লাভ বেশী করে। মনে রাখতে হবে একই গর্তে বার বার পা দেয়া যাবে না।

আসলেই যারা দক্ষ তারা একই ভুল বার বার করে লস তো করেই না বরং সেই লসটি কেন হল তা জেনে পরবর্তীতে যেন ভুল আর না হয় সেই দিকে বেশি মনযোগী হয় । ফলে এক সময় তাদের ভুলের সংখ্যা কমতে শুরু করে আর লাভের সংখ্যা বাড়তে শুরু করে । তাই আমরাও যদি আমাদের সময়টি সঠিকভাবে কাজে লাগিয়ে ফরেক্স এ সফল হতে চাই তাহলে আমাদের ভুলের কারণগুলি কমিয়ে নিয়ে আসতে হবে ।

Devdas
2020-07-31, 02:08 PM
আসলে ফরেক্স মার্কেট একটি শেয়ার মার্কেট। এই মার্কেট এর কখন কি হয় তা বলা যায় না। ফরেক্স নতুন নতুন করে অনেক কিছুই শিখায়। ফরেক্স এ যারা নিয়মিত কাজ করে থাকেন তারা একই ভাবে ট্রেড একই ভাবে মার্কেট এ পজিশন দেখে ট্রেড করেন না। এতে দক্ষ ট্রোর গন বুঝতে পারে যে মার্কেট এখন এই দিকে বা এই স্থানে যাবে না। তাই তারা একই পজিশন বার বার ফলো করে না। তারা নতুন নতুন কলা-কৌশল অবলম্বন করে তারপর ট্রেড করে ফরেক্সে থেকে আয় করে থাকেন। ধন্যবাদ।

KAZIMAJHARULISLAM
2020-07-31, 02:13 PM
বাংলায় একটা প্রবাদ আছে, ন্যাড়া একবারই বেলতলায় যায়। এই কথাটা ফরেক্সের সাথে হুবহু মিলে যায়।কেননা ফরেক্স এ যারা দক্ষ ও অভিজ্ঞ তারা একই ভুল বারবার করে না।কেননা একবার ভুল করার পর তারা সেই ভুলের কারন বিশ্লেষণ করে এবং এর সঠিক সমাধান বের করে। পরবর্তীতে সেই সমাধান অনুযায়ী কাজ করেন।এবং তারা ভুল করতে করতে একসময় ফরেক্স সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হয়ে ওঠে এবং এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে প্রতিটা পদক্ষেপ সতর্কতার সাথে এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গ্রহণ করে।

milu
2020-07-31, 04:28 PM
আসলে প্রকিত পক্ষে যারা দক্ষ ট্রেডার তারা কখনো ভুল করে বসে থাকেন না,সেই ভুল থেকেই শিক্ষা নিয়ে নতুন উদ্দমে সামনের দিকে এগিয়ে যায়। যদি ভুল থেকে লস হয়ে যায় তাহলে সেই লস কেন হলো সেটা নিয়ে রিসার্চ করে ভুল সংশোধন করে সেখান থেকেই লাভ করে।মার্কেট পজিশন দেখে সব ধরেনের এনালাইসিস করে মানিম্যানেজমেন্ট বুঝে ট্রেড করলে লস হবার সম্ভাবনা কম।

rakib.r
2020-07-31, 09:12 PM
যতক্ষন না আসলে আমরা আমাদের ভুল বুঝতে পারবো ততক্ষন পর্যন্ত আমরা ভুল কে সুধরাতে পারবো না। ফরেক্স ব্যাবসাতে এমনিতেই ভুলের কোন সুযোগ নেই তারপর ও যদি কেও এক ভুল বার বার করে তাহলে ফরেক্সে তার অস্তিত্ব নিয়ে হুমকি হয়ে যাবে। আমাদের সব চাইতে কমন একটা ভুল হলো ট্রেড নিতে আমরা বেশ তড়াহুড়ো করে ফেলি আর কোন প্রকার এনালাইজ ছাড়াই ট্রেড নিয়ে ফেলি। এটা করার ফলে আমাদের লস হয়ে যায়। আর আমরা মনে করতে থাকি যে প্রাইজ আবার আগের জায়গায় আসবেই ভেবে রেখে দেই আর অনেক বেশি পরিমান লস করে ফেলি। আমাদের ভুল গুলো থেকে বের হয়ে আসতে হবে

FRK75
2021-05-03, 09:25 AM
দক্ষ ট্রেডাররা একই গর্তে বার বার পা দেয় না অর্থ্যাৎ যারা দক্ষ-অভিজ্ঞ ট্রেডার তারা বার বার একই ভূল করে না। তারা মার্কেট এ্যানালাইসিস করে সুক্ষ্মভাবে,তেমনি মানি ম্যানেজমেন্ট অনুসরণ সহ সব নিয়ম কানুন মেনে চলে যার কারণে তাদের লসও কম হয়। কিন্তু আমরা দেখেছি বার বার লস হচ্ছে জেনেও একই ভূল বার বার করে ফেলি।

Mas26
2021-05-03, 10:46 AM
আপনি যে কথাটা বলেছেন ভাই একদম সত্যি কথা আসলে আমরা যে ধরনের ভুল করি একজন অভিজ্ঞ ট্রেডার্ এই ধরনের ভুল বারবার করে না কিন্তু আমরা একই ভুল বারবার করি।একারনে মার্কেটে সফলতা অর্জন করতে ব্যর্থ হই কিন্তু একজন অভিজ্ঞ ট্রেডার একবার যে ভুলটি করেছে সেই ভুল দ্বিতীয়বার করে না এজন্যই তারা অভিজ্ঞতা আর আমরা ব্যর্থতার ট্রেডার।

Smd
2021-08-28, 05:46 PM
যারা দক্ষ-অভিজ্ঞ ট্রেডার তারা বার বার একই ভূল করে না। তারা মার্কেট এ্যানালাইসিস করে সুক্ষ্মভাবে,তেমনি মানি ম্যানেজমেন্ট অনুসরণ সহ সব নিয়ম কানুন মেনে চলে যার কারণে তাদের লসও কম হয়। কিন্তু আমরা দেখেছি বার বার লস হচ্ছে জেনেও একই ভূল বার বার করে ফেলি। সেই লসটি কেন হল তা জেনে পরবর্তীতে যেন ভুল আর না হয় সেই দিকে বেশি মনযোগী হয় । ফলে এক সময় তাদের ভুলের সংখ্যা কমতে শুরু করে আর লাভের সংখ্যা বাড়তে শুরু করে । তাই আমরাও যদি আমাদের সময়টি সঠিকভাবে কাজে লাগিয়ে ফরেক্স এ সফল হতে চাই।

Mas26
2021-08-28, 06:09 PM
দক্ষ ট্রেডাররা একই গর্তে বার বার পা দেয় না অর্থ্যাৎ যারা দক্ষ-অভিজ্ঞ ট্রেডার তারা বার বার একই ভূল করে না। কথায় আছে টাাক বার বার বেল তলায় যায় না ঠিক তেমনি দক্ষ ট্রেডার একই ভূল বারবার করে না।দক্ষ ট্রেডার গন কখনো ভূল করলে পরে সেই ভূলগুলো খুজে বের করে তা সূদরানোর চেষ্টা করে।এবং ঐ ধরনের ভূল যানো না হয় সেদিকে সব সময় খেয়াল রাখে।তারা মার্কেট এ্যানালাইসিস করে সুক্ষ্মভাবে,তেমনি মানি ম্যানেজমেন্ট অনুসরণ সহ সব নিয়ম কানুন মেনে চলে যার কারণে তাদের লসও কম হয়। কিন্তু আমরা দেখেছি বার বার লস হচ্ছে জেনেও একই ভূল বার বার করে ফেলি।কিন্তু আমরা দেখেছি বার বার লস হচ্ছে জেনেও একই ভূল বার বার করে ফেলি। এজন্যআমার মনে হয় ভূল গুলো লিখে রাখলে ভাল হয়।

samun
2021-08-28, 07:21 PM
ফরেক্স মার্কেটের শুরুতে সকলেই ভুল করে ঠিক তেমনি আমিও একই ভুল বারবার করতাম অধিক রাতে ট্রেড নেওয়া এবং মার্কেট ঠিকঠাকভাবে এনালাইসিস না করে এন্ট্রি নেওয়া বিশেষত এই দুইটির কারণে আমি বেশিরভাগ সময় ক্ষতির সম্মুখীন হয়েছি কিন্তু পরবর্তীতে যখন আমি আরেকটু ভালোভাবে ফরেক্স মার্কেট বোঝা শুরু করলাম তখন থেকে আমি একটু সতর্কতার সাথে করার চেষ্টা করি এবং পাশাপাশি ভালোভাবে এনালাইসিস করে এবং নিউজ টাইম এর সময় আমি ট্রেড করে কিছুটা সফলতা অর্জন করতে পেরেছি তবে আমার জ্ঞানের পরিধি এখনো 0 এবং এটিকে আমি আস্তে আস্তে আরো বেশি বৃদ্ধি করতে চাই

Sakib42
2021-08-29, 12:41 AM
পা না দেবারি কথা, যারা ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষ তারা খুব ভালো মতই জানে যে আসলে কোন কাজটি করলে তাদের জন্য ভালো হবে এবং তারা সেই অনুযায়ী তাদের লক্ষ্য নির্ধারণ করে তারপর কাজ করে থাকে। যার কারণে তাদের প্রতিটি কাজ খুব সুন্দর ভাবে সম্পাদন হয় এবং তারা ক্ষতির সম্মুখীন হওয়া থেকে অনেক বেশি দূরে থাকে। তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা তাদেরকে বুঝিয়ে দেয় যে আসলে কোনটি তাদের জন্য খারাপ আর কোনটি তাদের জন্য ভালো সেই দক্ষতা দিয়ে তারা তাদের খারাপ রাস্তা থেকে দূরে থাকে এবং গর্তে পা দিয়ে ভুল করে না বারবার। একটি ভুল একবার করলে দক্ষ ট্রেডাররা সেই ভুল আর করে না এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করে তাদের জীবনে অবদান রাখে।

md mehedi hasan
2021-08-29, 05:49 AM
একজন বিগেনার বা শিখিত ট্রেডার ও দক্ষ ট্রেডার এর মধ্যে পার্থক্য তো এটাই।বিগেনার ট্রেডার যানে যে কি করলে ফরেক্স মার্কেটে থেকে ছিটকে পরবে।কিন্তু দেখা যায় যে সে এই ভুলগুলো বারার করছে।আর লস খাচ্ছে।আর একজন দক্ষ ট্রেডার কখনোই এমন ভুলগুলো করবেনা।তারা ট্রেড করার সময় সঠিকভাবে রিক্স ম্যানেজমেন্ট করবে।ভালো ভাবে এনালাইসিস করবে।ওভার ট্রেড করবেনা।তাদের একটা দুটো ট্রেড লস গেলে মাথা গরম করেনা।তারা অত্যন্ত ধৈর্য্যসহকারে নিজের লস রিকভারির করে এবং নিয়মিতভাবে প্রফিট করতে থাকে।

Starship
2021-08-29, 08:24 AM
একদম সঠিক বলেছেন অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডারা গর্তে বারবার পা দেয় না বা একই ভুল একাধিকবার করেন না। ফরেক্স ট্রেড করা মোটেও সহজ বিষয় নয় এখানে প্রতিটি এন্ট্রি হিসাব-নিকাশ এনালাইসিস করার মাধ্যমে নিতে হবে। কেননা অনেক সময় আমরা অনুমানের উপর বা রিক্স নিয়ে ট্রেড করে থাকে যার ফলে উক্ত ট্রেড স্টপ লস হিট করে বা স্টপ লস না সেট করলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এর জন্য এনালাইসিস করার বিষয়ে আপনাকে পর্যাপ্ত দক্ষতা এর প্রতি নজর দিতে হবে। কেননা একই ভুল বা ভুল এন্ট্রি দিয়ে আপনি ট্রেড করলে কখনোই সফল ট্রেডার হতে পারবেন না।

mashiurrahman
2021-08-29, 10:51 AM
i think every trader need follow your won trading strategy & find out why you loss one lot . every lot must follow & make strategy note down your wrong analysis then you will be success . if you find out wrong analysis about forex market then you will be success so need to make won trading strategy.

EmonFX
2021-08-29, 11:08 AM
এ্যান্ট্রিতে লসের ব্যাপারে গভীরভাবে এ্যানালাইসিস করলে দেখা যায় যে সব কারণে কিছু ট্রেডার বার বার লস করে বা ফরেক্সে ব্যর্থ হয়-সে সব কারণগুলো প্রায় একই রকম। অর্থ্যাৎ অধিকাংশ সময় একই ভূল বার বার করার কারণেই ফরেক্সে ব্যর্থতা বা লসগুলো হচ্ছে। অথচ আমাদের উচিত যে সব ভূল বা সমস্যার কারণে বার বার লস হচ্ছে তা চিহ্নিত করা এবং একই ভূল যেন বার বার না ঘটে সেই চেষ্টা করা।যদি এভাবে সংশোধন করা যায় এক সময় আর কোন ভূল বা সমস্যা থাকার কথা নয়। যারা দক্ষ-অভিজ্ঞ ট্রেডার তারা এভাবে সংশোধন করার কারণেই তুলনামূলক লস কম করে এবং লাভ বেশী করে। মনে রাখতে হবে একই গর্তে বার বার পা দেয়া যাবে না।




ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297

দক্ষ ট্রেডার এবং অদক্ষ ট্রেডারের মধ্যে মূল পার্থক্য এটাই যে একজন দক্ষ ট্রেডার ভুল থেকে শিক্ষা নিয়ে সেই ভুলটা আর করেন না কিন্তু একজন অদক্ষতা ভুল থেকে শিক্ষা না নিয়ে একইভাবে বারবার সেই ভুলটা করে থাকেন। মানুষ ভুল করবে এটা স্বাভাবিক কিন্ত ভুল থেকে শিক্ষা নিতে না পারা অস্বাভাবিক। ফরেক্স ট্রেডিং এর সময় আমারা কিছু ট্রেডে লস করবো এটাই স্বাভাবিক। ট্রেড করার সময় যে আমরা ১০০% সঠিক সিদ্ধান্ত নিতে পারবো এমন নয়। ইংরেজীতে একটি প্রবাদ আছে, “ফেইলুর ইজ দ্যা পিলার অব সাক্সেস”। যদি তাই হয়ে তাহলে আমাদের ব্যর্থতাকে নেতিবাচক দৃষ্টিাকোন থেকে দেখা মোটেই ঠিক না। প্রথমে খুজে বের করতে হবে কেনো আমি ভুল করলাম, কোথায় ভুল করলাম, কোথায় দুর্বলতা রয়েছে। সেটা আবিস্কার করার পরে সেই দুর্বলতার জায়গায় কাজ করে সমস্যা সমাধান খুজতে হবে। খুব কম সংখ্যক মানুষই আছে আমাদের ভুরগুলো খুজে বের করার চেস্টা করিনা এবং সেই অনুযায়ী সুধরানোর কাজ করিনা। ফলে অনেক পরিশ্রম করেও সফলতার দ্বারে পৌছাতে পারিন। ভাগ্যের দোহাই দিয়ে ক্ষান্ত হয়ে যাই। আর দুর্বলেরাই কেবল ভাগ্যের দোহাই দেয়।

Smd
2021-11-26, 07:46 PM
তারা মার্কেট এ্যানালাইসিস করে সুক্ষ্মভাবে,তেমনি মানি ম্যানেজমেন্ট অনুসরণ সহ সব নিয়ম কানুন মেনে চলে যার কারণে তাদের লসও কম হয়। কিন্তু আমরা দেখেছি বার বার লস হচ্ছে জেনেও একই ভূল বার বার করে ফেলি। ফরেক্স নতুন নতুন করে অনেক কিছুই শিখায়। ফরেক্স এ যারা নিয়মিত কাজ করে থাকেন তারা একই ভাবে ট্রেড একই ভাবে মার্কেট এ পজিশন দেখে ট্রেড করেন না। এতে দক্ষ ট্রোর গন বুঝতে পারে যে মার্কেট এখন এই দিকে বা এই স্থানে যাবে না। তাই তারা একই পজিশন বার বার ফলো করে না।

Adrian
2021-11-26, 07:51 PM
এক সময় অনেক লস করেসি । এখন আস্তে আস্তে রিকোভারি করসি