PDA

View Full Version : gold



saad678
2015-06-05, 09:13 PM
gold লাইভ ট্রেডিং নিয়ে আলাপচারিতা

saad678
2015-06-05, 09:13 PM
gold stocastic (5,3,3) এবং adx (14) এর উপর ভিত্তি করে আজকের সন্ধ্যার এনালাইসিস

stocastic (5,3,3)
মেইনঃ 78.28
সিগনালঃ82.69

adx (14)
adx:29.35
+di : 24.51
-di : 14.42

সুতরাং আমরা দেখতে পাচ্ছি
মার্কেট ট্রেন্ডঃ bearish
টাইমফ্রেমঃ ১৫ মিনিট

saad678
2015-06-06, 12:49 AM
gold stocastic (5,3,3) এবং adx (14) এর উপর ভিত্তি করে আজকের রাতের এনালাইসিস

stocastic (5,3,3)
মেইনঃ 98.15
সিগনালঃ93.66

adx (14)
adx:44.47
+di : 41.80
-di : 4.28

সুতরাং আমরা দেখতে পাচ্ছি
মার্কেট ট্রেন্ডঃ slightly bullish
টাইমফ্রেমঃ ১৫ মিনিট

RichMahfuz
2015-06-08, 12:37 AM
গোল্ড এর প্রাইস টা কিভাবে ওঠা নামা করে, মানে কিসের উপর ভিত্তি করে গোল্ড এর দাম বেরে যায়? আমাকে একটু সহযোগিতা করবেন প্লীজ।

maziz6989
2015-06-16, 12:41 PM
গোল্ডের ট্রেডিং থেকে নতুনরা দূরে থাকবেন কারণ এ যেমন দেয় নিয়ে যায় তার চেয়ে বেশি। যারা ট্রেড করতে চান যদি দীর্ঘদিন ডেমোতে ট্রেড করার অভিজ্ঞতা থাকে তবেই ট্রেড করবেন। আমি নিজে একজন ভূক্তভোগী তা্ই সবাইকে বললাম। একদিনে আপনি একশত ডলার প্রফিট করতে পারবেন কিন্তু পরেরদিনই আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে।

basaki
2016-05-01, 03:48 PM
গোল্ড ট্রেড করতে হলে আমি মনে করি একজব ফরেক্স ট্রেডারকে কম করে হলেও একশ ডলার ইনভেস্ট করে তবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে না হলে গোল্ড আপনার একাউন্টের খুব ক্ষতি করে দিতে পারে। তাই বেশি ব্যব্লেন্স না থাকে আমি বলি গোল্ড না করাই অনেক ভাল হবে।

RUBEL MIAH
2016-05-01, 04:27 PM
গোল্ড ট্রেড হল তাদের জন্য যারা ফরেক্স মার্কেট সর্ম্পকে সম্যক ধারণা রাখতে পারে । সুতরাং আমরা যারা নতুন রয়েছি তারা প্রথম অবস্থায় গোল্ড ট্রেড করব না । যখন ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারব তখন গোল্ড ট্রেড করলে বেশী একটা লস হবে না ।

dwipFX
2016-05-07, 11:30 AM
গোল্ড সম্পর্কে কি আর লিখব আমার একাউন্ট জিরো করেছি এই গোল্ড দিয়ে তাই গোল্ড দেখলে আমার কাছে অনেক খারাপ লাগে তাই আমাদের মত নতুন ট্রেডার কে গোল্ড ট্রেড থেকে দুরে থাকতে হবে।

Sahed
2016-07-23, 02:39 PM
আমি ফরেক্স মার্কেটে একজন ক্ষুদ্র ট্রেডার । মার্কেটে আমি লাইভ ট্রেডিং করি বেশি দিন থেকে নয় । ফরেক্স মার্কেটে অমি কখনও গোল্ডে ট্রেড করিনি । কারন এটি হাই ভেলোডিটির একটি পেয়ার যা অনেক বেশি মুভ করে এবং স্প্রেড অনেক বেশি । তাই এ ব্যাপারে আমি কিছু বলতে পারলাম না । ধন্যবাদ ।

DhakaFX
2017-12-19, 03:23 PM
https://www.forexdengi.com/attachment.php?attachmentid=1728249&d=1513663292&thumb=1
গোল্ড বা সোনা তার বিয়ারিশ প্রবণতা বজায় রেখে অব্যাহত আছে।বর্তমানে প্রধান উঠানামায় এখানে একটি পুলব্যোক আছে। এটার বিক্রি করাতে সিগন্যালের জন্য অপেক্ষায় আছে। নিকটতম সহ্য সীমার লক্ষ্য হচ্ছে 1240 লেভেল, যার দামের নীচে থেকে একটি পরীক্ষার মাধ্যমে 1230-1225 তে নেমে যেতে পারে।

tanha13
2018-02-01, 06:56 PM
https://www.forexdengi.com/attachment.php?attachmentid=1728249&d=1513663292&thumb=1
গোল্ড বা সোনা তার বিয়ারিশ প্রবণতা বজায় রেখে অব্যাহত আছে।বর্তমানে প্রধান উঠানামায় এখানে একটি পুলব্যোক আছে। এটার বিক্রি করাতে সিগন্যালের জন্য অপেক্ষায় আছে। নিকটতম সহ্য সীমার লক্ষ্য হচ্ছে 1240 লেভেল, যার দামের নীচে থেকে একটি পরীক্ষার মাধ্যমে 1230-1225 তে নেমে যেতে পারে।
5033
গোল্ড
m15 এ ভুল
এটা স্পষ্ট যে লং পজিশন 1365 এর উপরে, কিন্তু কেন m15 এ এমন একটি ভুল হল!????
উল্লেখ্য আমি কপিয়ারের সাথে কোন ভুল করি নি / আমি যা একেছি, ভুল করে যারা পান করতো ((
একটি সঠিক সিংনাল দিতে না পারার জন্য আবারও দুঃখিত ...

habibi
2018-02-26, 12:03 PM
আমি এই মাত্র গোল্ডের উপর বাই অর্ডার খুলেছি
আমি 1337 লেভেলে একটি শক্তিশালী রেসিস্টেন্স খুজে পেয়েছি। তারপর 1344, 1351, 1357, 1366।
যদিও গোল্ড আজ আপওয়ার্ড মুভমেন্ট দেখাবে। তবে এটি গোল্ড বাইয়ারদের ভাল সংকেত নয়। কিন্তু আমি নিশ্চিত যে মার্কেট আবার পড়বে। আমি 1366 লেভেলে সার্ভাইভ করতে পারি সেইজন্য আমি ঐ ট্রেডটি ওপেন করলাম। আন্দোলন দেখায় এটি স্বর্ণ ক্রেতাদের জন্য একটি ভাল সাইন না। কিন্তু আমি নিশ্চিত যে বাজার কম হবে। আমি 1366 টিকে বেঁচে থাকতে পারতাম, কেননা আমি ঐ ব্যবসায়টি খুললাম। দেখা যাক কি হয়।
সবার জন্য শুভ কামনা রইল ।


5310

riponinsta
2018-03-12, 09:38 AM
ফরেক্স মার্কেট এ গোল্ড এ ট্রেড করতে আমার ভাল লাগে কারন গোল্ড পেয়ার অনেক মুভ করে তাই গোল্ড থেকে ভাল লাভ করা যায় আমি অনেক দিন ধরেই আমি গোল্ড এ ট্রেড করে আসছি ফরেক্স মার্কেট এমন অনেক ট্রেডার আছে যারা শুধু ফরেক্স মার্কেট এ গোল্ড এ ট্রেড করে থাকে তার কারন এ তাদের গোল্ড ট্রেডার বলা হয় তারা গোল্ড ছাড়া অন্য কোন পেয়ার এ ট্রেড করে না

jasminbd
2018-04-24, 12:28 PM
আজকের দিনে গোল্ডের উপর আমার আনাল্যসিস।
আমি আশা করছি গোল্ডের প্রাইস প্রথমে 1335 তে পৌছাতে পারে এবং তারপর আবার কমে 1315 তে নেমে আসতে পাবে। যারা গোল্ডে ট্রেড করতে চান তারা মিলিয়ে নিতে পারেন।
5805