PDA

View Full Version : ফরেক্স এর এই বিষয় টা কি?



shohag101
2015-06-07, 03:27 PM
আমি যেহেতু exchenge করি। তার মানে আমি আমার টাকা আমি ওই দেশের টাকার সাথে exchenge করি। তাহলে লট কি কাজে লাগে। আমি যদি ডলার ব্যাংক এ exchenge করি তাহলে ত্ব লট এর প্রয়োজন হয় নাহ? আমার ডলার এর হিসাব করে আমাকে টাকা দিবে।

maziz6989
2015-07-25, 07:58 PM
লট বেশি হলে যেমন লাভ বেশি হবে ঠিক তদ্রুপ লস হলেও তার পরিমাণ বেশি হবে। লটের সাথে আপনার লাভ লসের সম্পর্ক সরাসরি জড়িত আর এটা মানি ম্যানেজ মেন্ট এরও অংশ। আপনার একাউন্ট ব্যালান্স এর উপর নির্ভর করে আপনার লট সাইজ নির্ধারিত হবে।

fxover
2015-09-21, 06:14 PM
আমি যেহেতু exchenge করি। তার মানে আমি আমার টাকা আমি ওই দেশের টাকার সাথে exchenge করি। তাহলে লট কি কাজে লাগে। আমি যদি ডলার ব্যাংক এ exchenge করি তাহলে ত্ব লট এর প্রয়োজন হয় নাহ? আমার ডলার এর হিসাব করে আমাকে টাকা দিবে।

লট এর বিষয় টা আমি একটু বলি । ধরুন আপনি এখানে চালের ব্যাবসা করছেন । আপনি ১ মন চাল ৭০০ টাকা দামে কিনে রাখলেন । পরবর্তীতে যখন চালের দাম বেড়ে ৮০০ টাকা মন হল তখন আপনি তা বিক্রি করে দিলেন । এখন আপনার লাভ হল ১০০ টাকা । এই যে আপনি ১ মন চাল কিনলেন এটাকে মনে করুন ১ লট । কিন্তু আপনি যদি ১০ মন চাল কিনতেন তাহলে আজ আপনি লাভ করতেন ১০*১০০=১০০০ টাকা । তার মানে আপনি ১০ লট এ চাল কিনে ১০ গুন বেশি লাভ করলেন । আবার চাল এর দাম না বেড়ে যদি কমে যেত তাহলে আপনার লস হত বেশি । আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন । ধন্যবাদ।

shakawath
2015-09-23, 11:29 AM
লট হল সবচে ছোট ইউনিট বা নুন্যতম গাট। আপনি ট্রেড করতে গেলে আপনাকে এই নুন্যতম ইউনিটে বিনিময় করতে হবে। সাধারনত ১ স্ট্যান্ডার্ড লট মানে ১০০০০ ইউএসডি এর সমপরিমাণ অর্থ। এখন প্রশ্ন জাগতে পারে জে এত পরিমানের বিনিময় আমরা কিভাবে আমাদের ৫০/১০০ ডলারের একাউন্ট দিয়ে করি। এই জন্যই লিভারেজ প্রয়োজন। আর ইনস্টাফরেক্স ট্রেডার দের সুবিধার জন্য এই লট কে ভেংগে মাইক্রো লট বানিয়েছে। ফলে আমাদের মত ছোট মুল্ধনের ট্রেডার বিশেষ সুযোগ এর সৃষ্টি হয়েছে।

swadip chakma
2015-09-24, 03:21 PM
ফরেক্স বলতে সাধারনত বুজায় যে কোন দেশের মুদ্রার বিনিময়।একন বিনিময় হচ্ছে সারা বিশ্বের মুদ্রা তাই নাম দেওয়া হয়েছে ফরেক্স।এই মুদ্রার বিনিময়ের ফলে আমরা একটা চাট এর মাধ্যমে কিছু ডলার ইনভেস্ত করে বিভিন্ন ভাবে ক্রয় বিক্রয় করে একটা আয় করি থাকি যা ঘরে বসে করা যায়।

Momen
2015-09-24, 03:32 PM
লট বলতে এখানে বুঝানো হয়েছে, আপনি যে জিনিস টা কিনে রাখছিলেন তার একক দাম বৃদ্ধি বা হ্রাসে আপনি কতো লাভ/লস নিতে রাজি আছেন।

MotinFX
2015-09-24, 10:20 PM
ফরেক্স মার্কেটে মুদ্রা কেনা বেচা হয়। দুইটি দেশের মুদ্রা বিনিময়ে একটি কারেন্সি ফেয়ার তৈরি হয়। লট সাইজ হল আমাদের টাকার অনুপাতে বাই সেল করতে পারি।

pips
2015-09-27, 12:55 PM
ফরেক্স হচ্ছে একটা আন্তজাতিক মানের মার্কেট। এখানে মূলত কারেন্সি মানে মুদ্রা কেনা ও বেচা হয়ে থাকে। যে কেউ চাইলেই ফরেক্স করতে পারে ফরেক্স করতে সেই রকম কোন শিক্ষাগত যোগ্যতার দরকার হয় না। শুধু দরকার হয় একটা পিসি ও ইন্টারনেট কানেকশন। এই দুইটা থাকলেই আপনি আপনার মেধাশক্তি কাজে লাগিয়ে ফরেক্স করতে পারবেন। ফরেক্স এর আর একটা সুবিধা হল যে ফরেক্স করতে হলে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না।

basaki
2015-12-28, 08:40 PM
ফরেক্স মার্কেট হচ্ছে মানি এক্সচেঞ্জ করার মাধ্যম। আগেকার দিনে লেন দেন হত হাতে হাতে আর এখন হচ্ছে তা ফরেক্স মার্কেট দিয়ে। ফরেক্স মার্কেট এখনকার সময়ের মধ্য খুব সহজ মাধ্যম ইনকাম করার জন্য। তাই ফরেক্স খুবি উপকারি।

Marufa
2015-12-28, 09:44 PM
দুটো দেশের কারেন্সির দাম যেহেতু ভিন্ন তাই কারেন্সি পেয়ার এর দাম নির্দিষ্ট করতে লট ব্যবহার করা হয় । লট মূলত কি পরিমান ক্রয় বিক্রয় করবেন সেটি বোঝানোর জন্য ব্যবহার করা হয় । লট সাইজের ওপর দাম নির্ধারন করা হয় ।

Talha
2015-12-29, 01:03 AM
আসলে ফরেক্স মার্কেট সম্পূর্ণ ইকোনমিক্যাল বিষয় নতুন অবস্থায় বোঝাটা একটু কষ্টকর হয়ে যায় আবার যাদের ইকোনমিক্স সম্বন্ধে ভাল ধারনা আছে বা জানে তারা এই বিষয় গুলো খুব সহজে এ বিষয় গুলোকে বুঝে ফেলে যাদের নেই তাদের একটু সময় প্রোয়জন হয় একটা সময় তারাও এক্সপার্ট হয়ে উঠে এবং দক্ষ ট্রেডার হয় একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন বিষয় গুলো খুবই সহজ মনে হবে

zobairi007bd
2015-12-29, 04:53 PM
ফরেক্স মার্কেট হচ্ছে মানি এক্সচেঞ্জ করার মাধ্যম। আগেকার দিনে লেন দেন হত হাতে হাতে আর এখন হচ্ছে তা ফরেক্স মার্কেট দিয়ে। লট বেশি হলে যেমন লাভ বেশি হবে ঠিক তদ্রুপ লস হলেও তার পরিমাণ বেশি হবে। লটের সাথে আপনার লাভ লসের সম্পর্ক সরাসরি জড়িত।

HKProduction
2016-01-04, 03:41 PM
আপনি সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন যা অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে। আমরা ব্যাংকে যে ডলার ভাঙ্গাই তা আঙ্গুলে থুতু লাগিয়ে গুণতে পারি। দিতে পারি। নিতে পারি। ফরেক্সে সেই ডলার নয়। এগুলোকে বলে ই-কারেন্সী। ফরেক্সে ক্যালকুলেশনের জন্য কিংবা ট্রেডের জন্য লটে হিসেব করা হয়।

real80
2016-02-08, 07:34 PM
ফরেক্স মার্কেট হল আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা কেনা বেচা করার জন্য উন্মুক্ত একটি বাজার। এই মার্কেটে মুদ্রা কেনা বেচা করার মাধ্যমে লাভ করা হয়ে থাকে। এইখানে সাধারনত মুদ্রা জোড় এর মাধ্যমে ট্রেড করা হয়ে থাকে। যেমন ধরুন আপনি ১.২০ রেটে ইউরো-ইউএসডি ক্রয় করলেন। আপনি আপনার ১২০০ ডলার দিয়ে ১০০০ ইউরো কিনলেন। এখন রেট যদি বেড়ে গিয়ে ১.৩০ হয় তাহলে আপনি আপনার ১০০০ ইউরো বিক্রি করে দিয়ে ১৩০০ ডলার পাবেন। অর্থাৎ আপনি ১০০ ডলার লাভ করলেন।

Fxaziz
2016-02-12, 03:25 PM
ফরেক্স এর বিষয় হচ্ছে ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মার্কেট যেখানে সবাই স্বাধীন ভাবে ট্রেড করতে পারে।ফরেক্স মার্কেট এ আমরা ভিবিন্ন দেশের মুদ্রার মাধ্যমে ট্রেড করি।মনে করেন বাংলাদেশি টাকা সমান আমেরিকান ডলার।এক ডলার সমান ৮০ বাংলাদেশি টাকা।এখন আমি যদি এক ডলার কিনি তারপর যদি ডলার এর দাম বারে তাহলে আমার লাব হবে আর যদি কোমে তাহলে আমার লস হবে। আর এই ভাবেই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারি।

abdulguffer
2016-02-13, 04:58 PM
সাধারণত বাজার থেকে আমরা খাদ্য বা ঘরে ববব্হায্ জিনিস ক্রয় বিক্রয় করে থাকি । কিন্তু ফরেক্স বাজার এ আমরা বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করে থাকি ।

abdulguffer
2016-02-13, 05:31 PM
ফরেক্স বাজার এ আমরা 1 লট কে , আমরা 1 কেজি এর সাথে তুলনা করতে পারি । 1 কেজি বরই 20 টাকা দরে 10 কেজি বরই ক্রয় করলাম 200 টাকা দিয়ে, দাম বারার পরে 25 টাকা দরে 10 কেজি বিক্রি করলাম 250 টাকা , লাভ হল 50 টাকা ।

abdulguffer
2016-02-13, 05:40 PM
সহজ ভাষায়, 1 কেজি =1 লট = লাভ 5 টাকা । সুতরাং 10 কেজি =10 লট = লাভ 50 টাকা।

yasir arafat
2016-04-07, 01:50 AM
আপনার জিনিসটা বুঝতে ভুল হইছে।আর আপনার লেখায় এটা লট হবে না।কারেন্সি হবে।সেটা হতে পারে eur অথবা usd এবং অন্যান্য কারেন্সি পেয়ার।সুতরা এটার জন্য আমরা আমাদের দেশের নিয়মে কনভার্ট করলেও বাকি দেশগুলোতে এ সব একেক কারেন্সি পেয়ারের অনেক সুবিধা রয়েছে।

ASADUR RAHMAN
2016-04-07, 09:46 AM
বিভিন্ন দেশের মুদ্রা সর্বদায় পরিবরতনশিল। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্চে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরিতেই হয়। সুতরাং, আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরো এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন।

dwipFX
2016-05-11, 09:40 AM
ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করি দুইটি দেশের মুদ্রার মধ্যে যে কেনা বেচা হয় সেটা আমরা ট্রেড করি।ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে লট সম্পর্কে সঠিক ধারনা থাকতে হবে তাহলে ফরেক্স মার্কেটে আমরা লাভ বা রস মিলে প্রপিটে থাকব।

sharifulbaf
2016-05-18, 04:19 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য আপনাকে আরো বেশি করে জানার জন্য ফরেক্স শিক্ষা ভাল করে নিতে হবে যায়ে ফরেক্স মার্কেটের সব কিছু ভাল ভাবে জানতে পারে,তাই আমাদের ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের কারেন্সি লেনদেন করা হয়ে থাকে,প্রতিনিয়ত কারেন্সির দাম উঠানামা করার কারনে ফরেক্স মার্কেট হতে প্রফিট করা যায়।

Mamun13
2017-09-07, 12:06 PM
বিভিন্ন সাইজের লট ক্রয়/বিক্রয়ের মাধ্যমেই আমরা ফরেক্স মার্কেটে ব্যাবসা করে থাকি,এটা ব্যাবসা করার জন্য একটা সহজতর পদ্ধতি৷দুইটা মূদ্রার ভ্যালু অবশ্যই দুই ধরনের হয় তাই একটা মূদ্রার বিনিময়ে অন্যটির ভ্যালু উঠানামা করে থাকে৷তাই এই দুইটি মূদ্রার সাথে পেয়ার সিস্টেম করে দেওয়া হয়েছে এবং এই প্রতিটা মূদ্রাজোড়ার একটা নির্দিষ্ট সাইজের আকার বা ক্ষুদ্রতম ইউনিট হিসেবে ক্রয়/বিক্রয়ের জন্য সুবিধা করে দেওয়া হয়েছে৷যেগুলোকে আমারা বলি- স্ট্যানডার্ড লট,মাইক্রো লট,মিনি লট...

Rokibul7
2020-07-19, 01:37 PM
লট হচ্চে পরিমান সরুপ,যে আপনি কত লট বা পরিমান কিনতে চান।ফরেক্স এ আমরা অনেকই টেড করি কিন্তু কজন জানি এই লট সম্পকে।তাই এসব ব্যাপার আমাদের জানা দরকার যে আমাদের ফরেক্স টেডিং কে আরও উন্নত করবে।

FREEDOM
2020-07-25, 01:04 PM
ফরেক্স হচ্ছে একটা আন্তজাতিক মানের মার্কেট। এখানে মূলত কারেন্সি মানে মুদ্রা কেনা ও বেচা হয়ে থাকে। যে কেউ চাইলেই ফরেক্স করতে পারে ফরেক্স করতে সেই রকম কোন শিক্ষাগত যোগ্যতার দরকার হয় না। শুধু দরকার হয় একটা পিসি ও ইন্টারনেট কানেকশন। এই দুইটা থাকলেই আপনি আপনার মেধাশক্তি কাজে লাগিয়ে ফরেক্স করতে পারবেন। ফরেক্স এর আর একটা সুবিধা হল যে ফরেক্স করতে হলে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না।